Madhyamik History Suggestion 2026 Wbbse – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘সংক্ষিপ্ত প্রশ্ন‘ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik History Suggestion 2026 - সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো এগারোটি) – [2 × 11 = 22]

ইতিহাসের ধারণা

1. ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1811 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?

2. ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?

3. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কী?

4. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী?

5. আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়?

6. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

7. সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?

8. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

9. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?

10. সামাজিক ইতিহাস কী?

11. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

12. নারী ইতিহাস কী?

13. পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত কিছু নেতার নাম লেখো।

14. ‘সোমপ্রকাশ’ সংবাদপত্র প্রকাশ কেন স্থগিত থাকে?

15. Internet ব্যবস্থার তথ্য সংগ্রহের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ?

16. দ্বারকানাথ বিদ্যাভূষণ কে ছিলেন? তাঁর সম্পাদিত পত্রিকার নাম কী ছিল?

17. আধুনিক ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?

18. ইতিহাসচর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

19. ‘ন্যায়শাস্ত্র’ কী?

20. শহরের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?

21. অ্যানাল স্কুল কী?

22. সাব-অল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো?

23. ফোটোগ্রাফিচর্চায় দুজন উল্লেখযোগ্য বাঙালির নাম লেখো।

24. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?

25. স্থাপত্যের ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা করো।

সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?

2. কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায়?

3. নব্যবিধান কী?

4. ‘স্কুল বুক সোসাইটি’ কেন প্রতিষ্ঠিত হয়?

5. ‘বাংলার নবজাগরণ’ বলতে কী বোঝায়?

6. লর্ড হার্ডিঞ্জ -এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনা’ কেন গুরুত্বপূর্ণ?

7. মধুসূদন গুপ্ত কে ছিলেন? অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?

8. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?

9. মেকলে মিনিট কী?

10. সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কী ছিল?

11. বাংলার নারী শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেব এর ভূমিকা বিশ্লেষণ করো।

12. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

13. শিক্ষাবিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা কর।

14. কে কখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

15. কখন ও কেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?

16. ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বস্তু কী ছিল?

17. আর্যসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? কখন একটি ব্রাহ্ম-সমাজে রূপান্তরিত হয়?

18. কেশবচন্দ্র সেনের ব্রাহ্মসমাজে যোগদান কেন গুরুত্বপূর্ণ?

19. বিদ্যাসাগরের রচিত দুটি বইয়ের নাম লেখো?

20. ‘হুতোম প্যাঁচার নকশা’ কে রচনা করেন এবং কখন একটি প্রকাশিত হয়?

21. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

22. দুজন সামাজিক সংস্কারকের নাম লেখ যারা নারী কল্যাণের জন্য কাজ করেছিল।

23. ঊনিশ শতকে একটি সামাজিক সংস্কার মূলক আন্দোলনের উল্লেখ কর এবং তার উদ্ভাবক কে ছিলেন?

24. ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।

25. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রকাশনের উদ্দেশ্য কী ছিল?

26. কাঙাল হরিনাথের নাম কেন স্মরণীয়?

27. নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কী ছিল?

28. কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা (G.C.P.I) কমিটি গঠিত হয়?

29. নব্য বঙ্গ গোষ্ঠীর দুজন নেতার নাম লেখো?

30. বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে কী পরিবর্তন আনেন?

31. ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

32. উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো?

প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল?

2. ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী?

3. তিতুমীর স্মরণীয় কেন?

4. ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

5. চুয়াড় বিদ্রোহের (1798-1799) গুরুত্ব কী ছিল?

6. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন?

7. নীলবিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?

8. দুদুমিঞা স্মরণীয় কেন?

9. নীলবিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?

10. নীলকররা নীলচাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো?

11. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কী?

12. মুন্ডা বিদ্রোহের মূল লক্ষ্য কী ছিল?

13. বিদ্রোহ বলতে কী বোঝ?

14. ঐতিহাসিক নাটক ‘নীলদর্পণ’ নাটক কে রচনা করেন? এটি কখন প্রকাশিত হয়?

15. কোল বিদ্রোহের কারণ কী ছিল?

16. বাঁশেরকেল্লা কে নির্মাণ করেন? কাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি ব্যবহৃত হত?

17. ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? কীভাবে ফরাজি আন্দোলন ব্রিটিশবিরোধী আন্দোলনের রূপান্তরিত হল?

18. মুন্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

19. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?

20. সন্ন্যাসীফকির বিদ্রোহের চরিত্র আলোচনা করো।

21. কোল বিদ্রোহের চরিত্র কেমন ছিল?

22. উলগুলান বলতে কী বোঝ?

23. দ্বিতীয় অরণ্য আইন অনুসারে অরণ্য অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছিল ও কী কী?

24. চুয়াড় বিদ্রোহের কারণ কী ছিল?

25. নীলবিদ্রোহের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

26. সাঁওতাল ও কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

27. নীল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো।

28. বিরসা মুন্ডা কে ছিলেন?

29. পাবনা বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো।

সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1. জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।

2. মহারানীর ঘোষণাপত্রের (1858) মূল উদ্দেশ্য কী ছিল?

3. শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (1857) বিরোধিতা করেছিল?

4. নবগোপাল মিত্র কে ছিলেন?

5. উনিশ শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?

6. উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের কীরূপ অবদান ছিল?

7. ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

8. উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটি কী ভূমিকা পালন করেছে?

9. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?

10. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভা-সমিতির যুগ’ বলা হয় কেন?

11. ‘আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপিত করেছিল?

12. ‘আনন্দমঠ’ কে রচনা করেন ও এই গ্রন্থের মাধ্যমে কী বার্তা দেওয়া হয়?

13. ‘বর্তমান ভারত’ কবে ও কোথায় প্রথম প্রকাশ হয়?

14. গগনেন্দ্রনাথ ঠাকুরকে কেন বাংলা কার্টুন চিত্রের জনক বলা হয়?

15. কে প্রথম হিন্দুমেলার জাতীয় সঙ্গীত তৈরি করেন ও কবে?

16. স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো।

17. কেন এবং কখন বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয়?

18. কে এবং কখন ভারতসভা স্থাপন করেন?

19. হিন্দুমেলার প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য ছিল?

20. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্য কী?

21. কে হিন্দুমেলার প্রতিষ্ঠা করেন ও কবে?

22. কবে ও কেন জমিদারসভা প্রতিষ্ঠিত হয়েছিল?

23. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা হত কেন?

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?

2. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?

3. জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়?

4. ‘বিদ্যাসাগর সার্ট’ বলতে কী বোঝায়?

5. গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল?

6. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?

7. চার্লস উইলকিন্স কে ছিলেন?

8. বাংলা লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব কী?

9. বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?

10. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কী?

11. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে Indian Association for the Cultivation of Science -এর ভূমিকা কী ছিল?

12. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

13. ‘হিকির বেঙ্গল গেজেট’ পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য লেখো।

14. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?

15. বাংলায় প্রযুক্তি ও বিজ্ঞানচর্চার উন্নতিতে ‘ডন সোসাইটি’র ভূমিকা আলোচনা করো।

16. জগদীশচন্দ্র বসু নিজ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রকে ‘মন্দির’ আখ্যা দিয়েছিলেন কেন?

17. I.A.C.S. -এর দুজন বিখ্যাত শিক্ষকের নাম বলো?

18. ভারতে কবে ও কোথায় পর্তুগিজদের ছাপাখানা স্থাপিত হয়?

19. কে এবং কবে সংস্কৃত প্রেস স্থাপন করেন?

20. বাবুরাম কে ছিলেন?

21. কে এবং কবে U.N.Roy & Sons ছাপাখানা প্রতিষ্ঠা করেন?

22. ‘বেঙ্গল গেজেট’ কে কবে প্রকাশ করেন?

23. স্যার তারকনাথ পালিতের নাম কেন স্মরণীয়?

24. রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের স্বরূপ কী ছিল?

25. কে কেন বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন?

26. ছাপাখানার প্রতিষ্ঠা বাংলায় শিক্ষা প্রসারে কী ধরনের সুবিধা করে দেয়?

27. রাজাবাজার সায়েন্স কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

28. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? এর লক্ষ্য কী ছিল?

29. কে বেঙ্গল গেজেট প্রেস স্থাপন করেন এবং কবে?

30. কবে এবং কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এখানে কী কী ভাষা পড়ানো হত?

31. স্যার রাসবিহারী ঘোষ কে ছিলেন?

32. স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি কোন্ দুটি কাজের জন্য বিখ্যাত?

33. বাংলাদেশের ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকির অবদান কি ছিল?

34. কী উদ্দেশ্যে, কে ‘সোসাইটি ফর দ্য প্রোমোশন অব টেকনিক্যাল এডুকেশন’ প্রতিষ্ঠা করেন?

বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন বা কেন বিখ্যাত?

2. ‘মিরাট ষড়যন্ত্র মামলা’টি কী?

3. মোপালা বিদ্রোহের (1921) কারণ কী ছিল?

4. কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

5. মাদারি পাসি কে ছিলেন?

6. কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র কীরূপ ভূমিকা ছিল?

7. ‘একা’ আন্দোলন শুরু হয় কেন?

8. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?

9. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

10. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

11. সর্বভারতীয় কিষাণ সভা গঠনের কারণ কী ছিল?

12. তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল?

13. অসহযোগ আন্দোলনের লক্ষ্য কী ছিল?

14. গান্ধিজির মতানুসারে ‘সত্যাগ্রহ’ কথার অর্থ কী?

15. তেভাগা আন্দোলন কী?

16. তেলেঙ্গানা আন্দোলন কেন সংঘটিত হয়েছিল?

17. মানবেন্দ্রনাথ রায়ের নাম কেন স্মরণীয়?

18. কে ওয়ার্কার্স এন্ড প্রেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন এবং কখন?

19. সারা ভারত কিষাণসভার প্রথম সভাপতি কে ছিলেন? এই সভার উদ্দেশ্য কী ছিল?

20. কে কেন র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?

21. ফ্লাউড কমিশন কী সিদ্ধান্ত নেন?

22. কে কবে I.N.T.U.C. প্রতিষ্ঠা করেন?

23. বারদৌলি আন্দোলনের দুজন নেতার নাম লেখ।

24. ‘হালি প্রথা’ কী?

বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1. গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন?

2. দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?

3. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?

4. ননীবালা দেবী স্মরণীয় কেন?

5. মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?

6. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

7. দলিত কারা?

8. রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?

9. কারা করে Operation Freedom পরিকল্পনা করেন?

10. ব্রিটিশ শাসনের প্রথম দিকে নমঃশূদ্ররা কী নামে পরিচিত ছিল?

11. লীলা নাগ কে ছিলেন?

12. জ্যোতিরাও ফুলে কে ছিলেন?

13. দলিত সম্প্রদায়ের সম্পর্কে গান্ধিজির মনোভাব কী ছিল?

14. প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?

15. ডান্ডি মার্চে শুরু এবং শেষ কোথা থেকে হয়েছিল?

16. ‘অলিন্দ যুদ্ধ’ কী?

17. ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের দুটি বৈশিষ্ট্য লেখো।

18. বাংলায় নমঃশূদ্র আন্দোলনের বলতে কী বোঝো?

19. নমঃশূদ্র আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল?

20. কে কলরাম মন্দির সত্যাগ্রহে পরিচালনা করেন এবং কবে?

21. কার নেতৃত্বে মাহাড সত্যাগ্রহ পরিচালিত হয় এবং কেন?

22. বালসমাজ কারা প্রতিষ্ঠা করেন? এর লক্ষ্য কী ছিল?

23. ‘ভয়েস অফ ফ্রিডম’ কে স্থাপন করেন এবং কেন?

24. কোন বছর দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? সংঘের কিছু গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ কর?

25. বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম উল্লেখ করো।

26. কার নেতৃত্বে এবং কবে ভাইকম মন্দির সত্যাগ্রহ আন্দোলন পরিচালিত হয়?

27. জাস্টিস লিগ কে তৈরি করেন এবং কখন?

28. জাতীয় শিক্ষা প্রবর্তনে ডন সোসাইটি কী ভূমিকা নেয়?

29. কে কেন হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন?

30. জাস্টিস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?

31. পুনা চুক্তির শর্ত কী ছিল?

উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)

1. 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন?

2. রাজ্য পুনর্গঠন কমিশন (1953) কেন তৈরি হয়?

3. সর্দার প্যাটেলকে কেন ভারতের ‘লৌহমানব’ বলা হয়?

4. দার কমিশন (1948) কেন গঠিত হয়েছিল?

5. পত্তি শ্রীরামালু কে ছিলেন?

6. কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং কেন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?

7. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়?

8. 1950 সালে কেন নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল?

9. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতিরসহ তিনজন সদস্যের নাম লেখ।

10. দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে কটি পদ্ধতি গৃহীত হয় ও কী কী?

11. দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

12. পেপসু (PEPSU) কি?

13. ‘রাজাকার’ বাহিনী বলতে কী বোঝো?

14. JPV কমিটি কী?

Please Share This Article

Related Posts

Madhyamik History MCQ Suggestion 2026

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

Madhyamik History Suggestion 2026 Wbbse - বিবৃতি ও ব্যাখ্যা

Madhyamik History Suggestion 2026 Wbbse – বিবৃতি ও ব্যাখ্যা

Madhyamik History Suggestion 2026 Wbbse – স্তম্ভ মেলাও

Madhyamik History Suggestion 2026 Wbbse – স্তম্ভ মেলাও

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik History Suggestion 2026 Wbbse (Marks 4)

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

Madhyamik History Suggestion 2026 Wbbse – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

Madhyamik History Suggestion 2026 Wbbse – বিবৃতি ও ব্যাখ্যা

Madhyamik History Suggestion 2026 Wbbse – স্তম্ভ মেলাও