এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘রচনাধর্মী প্রশ্ন (8 Marks)‘ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik History Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন (8 Marks)
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? (3 + 5)
2. উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। সতীদাহ প্রথাবিরোধী আন্দোলনের রামমোহনের ভূমিকা উল্লেখ করো। (3 + 5)
3. উনিশ শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্মসমাজের উদ্যোগ আলোচনা করো।
4. প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। (5 + 3)
5. ভারতে ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার প্রসার কীভাবে ঘটে?
6. বাংলায় নবজাগরণের চরিত্র আলোচনা করো। বাংলার নবজাগরণ বিষয়ক বিতর্ক পর্যালোচনা করো।
7. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে সরকারি ভূমিকা আলোচনা করো।
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? (5 + 3)
2. মুন্ডা বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
3. তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি বিদ্রোহের পরিচয় দাও।
4. নীলবিদ্রোহের কারণ আলোচনা করো। এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো।
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
2. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উদ্যোগ পর্যালোচনা করো।
3. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কতখানি?
4. বাংলায় জাতীয় শিক্ষা পরিষদের অবদানের মূল্যায়ন করো।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
1. বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে করো যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল?
2. বিশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো।
3. ভারতছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের মূল্যায়ন করো।
4. টীকা লেখো – ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি।
বিশ শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই আন্দোলন কতটা সফল হয়েছিল?
2. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ইতিহাস ‘রচনাধর্মী প্রশ্ন (8 Marks)‘ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন