এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া রচনাধর্মী প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন
গ্যাসের আচরণ
1. আদর্শ গ্যাস কী? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী? যুক্তিসহ উত্তর দাও।
2. বয়েল সূত্র ও চার্লসের সুত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
3. অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP -তে এর সীমান্ত মান 22.4 L mol-1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগ্রাড্রো সূত্রে উপনীত হওয়া যায়?
4. কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
5. বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
6. গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t) সাহায্যে প্রকাশ করো।
7. 323K উষ্ণতায় ও 2atm চাপে রক্ষিত 100 cc আয়তনের কোনোগ্যাসে উপস্থিত অনুর সংখ্যা নির্ণয় কর।
8. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ কর।
9. উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চালর্সের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় কর ও লেখচিত্র অঙ্কন কর।
রাসায়নিক গণনা
1. সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
S + O2 → SO2
STP তে 2240 L SO2 উৎপন্ন করতে (i) কত গ্রাম সালফার এবং (ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O = 16, S = 32)
2. 480g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনে পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
3. উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
4. সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল –
H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O
4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? (H = 1, O = 16, Na = 23, S = 32)
5. A ও B পরস্পর বিক্রিয়া করে নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী উৎপন্ন করে 2A + B → 2C
A, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B -র বাষ্পঘনত্ব যথাক্রমে 32 ও 16। C -এর বাষ্পঘনত্ব নির্ণয় করো।
6. নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী –
2ZnS + 3O2 → 2ZNO + 2SO2
100 মোল ZnS থেকে
(i) কত গ্রাম ZnO এবং
(ii) কত মোল SO2 উৎপন্ন হবে?
(Zn = 65.5, S = 32, O = 16)
7. উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3 -কে বিজারিত করে 558 g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? (Fe = 55.8, Al = 27, O = 16)
8. 32.1 g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 g NH3, 33.3 g CaCl2 ও 10.8 g H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP -তে কত লিটার NH3 উৎপন্ন হল? (N = 14, H = 1)
9. আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হল –
4FeS2 +11O2 2Fe2O3 + 8SO2
512 g SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন? (Fe = 56, S = 32, O = 16)
10. কোনো ধাতব কার্বনেটের 200 g -কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
11. অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? (H = 1, N = 14, O = 16, S = 32)
12. CaCO3 -এর সঙ্গে লঘু HCl -এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয়। 50.0 g CaCO3 থেকে 55.5 g CaCl2, 22.0 g CO2 ও 9.0 g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl -এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl -এর মোল সংখ্যা কত? (H = 1, Cl = 35.5)
13. 21 gm লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলে কি পরিমান H2 গ্যাস উৎপন্ন হবে? STP তে তার আয়তন কত হবে?
14. কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্পঘনত্বের সম্পর্ক নির্ণয় কর।
15. NTP তে 67.2 L NH3 গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে?
16. 49 gm KClO3 কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমান O2 পাওয়া যায় সেই পরিমান O2 পেতে কতটা KNO3 কে উত্তপ্ত করতে হবে?
একটি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে (200 gm) ধাতব অক্সাইড 112 gm ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যার বাষ্পঘনত্ব 22। কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে?
তাপ
1. কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো।
2. দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
3. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও।
একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1K উষ্ণতায় A1 sqm ও T2K উষ্ণতায় A2 sqm। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো।
4. কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন্ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো।
5. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী।
6. ‘তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10-6/°C’ বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন?
7. তাপ পরিবাহিতা কাকে বলে? এর SI একক লেখো।
8. ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক লেখো।
9. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত?
10. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপপরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।
11. কোনো গ্যাসের আয়তন প্রসারন গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুনাঙ্ক বলতে কি বোঝ? এদের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
12. কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। এর একক (SI) উল্লেখ করো? কঠিনের আয়তন প্রসারন গুণাঙ্ক 3.3 × 10-4/°C হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে?
13. তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুনাঙ্ক কাকে বলে? এদের মধ্যে সম্পর্কটি লেখ।
আলো
1. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60° কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে?
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?
2. কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 105 Kms-1 কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো।
3. X-রশ্মি ও γ-রশ্মির একটি করে ব্যবহার লেখো। γ-রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো।
4. একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?
5. একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
6. কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
7. উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
8. দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন্ ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?
9. আলোকের বিচ্ছুরণ কী? একটি কাচফলকের ওপর 45° কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী?
10. একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত?
10. বায়ুমণ্ডলে কোনো আলোর 6000Å তরঙ্গদৈর্ঘ্য হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
11. দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?
12. একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2 cm দূরত্বে রেখে 10 cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। এর রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?
13. একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
14. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?
15. কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 108 m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
16. বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক \(\sqrt2\)। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো।
17. অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।
অথবা, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পনের জন্য প্রমান কর r = 2f যেখানে r = বক্রতাব্যাসার্ধ, f = ফোকাসদূরত্ব।
18. আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটিও লেখো।
19. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে চ্যুতি কোণের মান δ = i1 + i2 -A। (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)
20. উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহারর করা হয়?
21. দীর্ঘ দৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টি জনিত সমস্যা বলতে কি বোঝ?
22. দেখাও যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির কেনো রকম কৌনিক চ্যুতি ঘটে না।
চলতড়িৎ
1. সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তারদুটির রোধের অনুপাত কত?
2. একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘণ্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘণ্টা করে চালানো হয়। B.O.T একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে?
3. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ভাস্বর বাতির চেয়ে এল. ই. ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো।
4. ‘240-60W’ ও ‘240V-100W’ রেটিং-এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কোন্ বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? (উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই)
5. 5Ω অভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ-কোশকে 15Ω রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো।
6. 8টি বালর্ (60W-220V) প্রতিদিন 10hr করে এবং একটি ইলেকট্রিক ইস্ত্রি (1.5KW-220V) প্রতিদিন 15 min করে চালু থাকলে প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসের খরচ কত হবে?
7. ইলেকট্রিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
8. ওহম্ -এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো।
9. সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B -এর রোযাঙ্ক যথাক্রমে 1.6 × 10-8 ohm.m এবং 3.2 × 10-8 ohm.m। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হল। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে?
10. দুটি 10 ওহম্ রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম্ রোধের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।
11. তড়িৎক্ষমতা বলতে কী বোঝায়? একটি বান্ধের রেটিং লেখা আছে 220V-100W -এর অর্থ কী?
12. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
13. একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎপ্রবাহ হবে?
14. 20V-60W ও 20V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।
15. তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।
16. 10 ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় করো।
17. একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। (ধরে নাও 1 মাস = 30 দিন)
18. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝায়?
19. 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল। ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো।
20. 6 ওহম রোধের ধাতব তারকে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে?
21. তিনটি অভিন্ন রোধকে শ্রেনি সমবায়ের যুক্ত করে নির্দিষ্ট বিভব প্রভেদ যুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে 10W ক্ষমতাব্যয় হয়। রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে?
22. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃত কর।
23. R1, R2 ও R3 তিনটি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমান কর যে, তুল্যরোধের মান R হলে, \(\frac1R=\frac1{R_1}+\frac1{R_2}+\frac1{R_3}\) হবে।
24. একটি বৈদ্যুতিক DC মোটরের কার্যপ্রনালী চিত্রসহ বর্ণনা কর।
পরমাণুর নিউক্লিয়াস
1. একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস?
2. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোল্টিন্টর ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক?
3. কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে α-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু γ-রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো।
4. α ও β রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। অথবা, α রশ্মি, β রশ্মি ও γ রশ্মির বিভিন্ন ধর্মের তুলনা কর।
5. ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?
6. প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ কর।
7, ভর বিচ্যুতি কাকে বলে? নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝ?
8. নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝ?
পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1. ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো।
2. কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 -এর প্রথম তিনটি মৌলিক পদার্থ, C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও।
3. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণির 16 -এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
4. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো।
5. নির্দেশমতো সাজাও –
(a) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 -এর অন্তর্গত Na (11), K(19), Li(3), Rb(37) কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী
(b) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 16 -এর অন্তর্গত S(16), O(8), Te(52), Se(34) কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী
(c) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 2 -এর অন্তর্গত Ca(20), Be(4), Sr(38), Mg(12) কে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী।
(মৌলগুলির চিহ্নের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে)
6. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?
7. ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো।
Cl, Br, I; F -কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
8. কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Li, Rb, K ও Na -কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও।
9. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
10. মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
11. মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? ওপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
12. আয়নন বিভব কাকে বলে? পর্যায় সারণিতে এর মান কিভাবে পরিবর্তিত হয়?
13. মৌলের জারণ ধর্ম ও বিজারন ধর্ম কিভাবে পর্যায় ও শ্রেণি বরাবর পরিবর্তিত হয়?
14. A, B ও C -এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 11 এবং 19। পর্যায় সারণিতে মৌলগুলির অবস্থান নির্ণয় করো। কোন্ মৌলটির ধাতব ধর্ম বেশি? B ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কি যৌগ তৈরী হবে?
15. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?
16. তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এর মান কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
আয়নীয় এবং সমযোজী বন্ধন
1. MgCl2 -তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2 -তে রাসায়নিক বন্ধন গঠিত হয়? (Mg ও Cl -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17)
2. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো।
3. ইলেকট্রন অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অণুর উদাহরণ ও গঠন উল্লেখ করো।
4. তড়িৎযোজী যৌগগুলিতে উপস্থিত তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? তড়িৎযোজী যৌগ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন?
5. X, Y ও Z মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 9 ও 12। এদের মধ্যে – 1. কোনটি অ্যানায়ন গঠন করতে পারে ও কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে? 2. Y ও Z রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলে কী ধরনের বন্ধন সৃষ্টি হবে ও যৌগের সংকেত কি হবে?
6. কোন্ প্রকার বন্ধনকে আনবিক বন্ধন বলা যায় এবং কেন ব্যাখ্যা কর।
7. ক্যালশিয়াম ক্লোরাইড অণু কিভাবে তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো।
তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া
1. দুই শ্রেণির তড়িদবিশ্লেষ্যের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে?
2. তড়িৎলেপন কী? কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী?
3. প্লাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন?
4. Cu-ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কী ব্যবহৃত হয়?
5. কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।
6. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন্ ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
7. তড়িৎবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়?
8. তড়িৎবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়?
0. গলিত NaCl -এর তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হলেও NaCl -এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না -এর কারণ ব্যাখ্যা করো।
10. ধাতব পরিবাহী ও তড়িৎবিশ্লেষ্য পরিবাহীর পার্থক্য আলোচনা করো।
11. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয়?
12. তড়িৎবিশ্লেষণের সাহায্যে কিভাবে অ্যালুমিনা থেকে Al ধাতু নিষ্কাশন করা হয়?
পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন
1. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির শর্তগুলি লেখো।
2. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো।
3. ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
4. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
5. স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 -এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয়?
6. বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের আবন্ধীকরনের বিভিন্ন ধাপগুলি বিক্রিয়াসহ উল্লেখ করো।
7. হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্পোৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি শর্তসহ ও সমীকরণসহ বর্ণনা করো।
জৈব রসায়ন
1. একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো।
2. এল পি জি (LPG) -র শিল্প উৎস কী?
অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) -এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো।
3. দুটি ভিন্ন জৈব যৌগ A ও B একই আণবিক সংকেত, C2H6O সম্পন্ন। A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু B ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। A ও B যৌগদুটির গঠন সংকেত লেখো। A -এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
4. ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। সি এন জি (CNG) -র একটি ব্যবহার উল্লেখ করো।
5. অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং -এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন?
6. (A) ও (B) 2টি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় (A) তে অণু প্রতি 1 অণু ব্রোমিন ও (B) তে অণু প্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। (A) ও (B) -র গঠন সংকেত লেখো।
(B) -এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
7. একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো।
জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
8. জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো।
9. অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। LPG -র একটি ব্যবহার উল্লেখ করো।
10. ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে?
11. কীভাবে পরিবর্তিত করবে?
CH3CH2OH → CH2 = CH2 প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কীভাবে?
12. পলিথিন, টেফলন ও পিভিসির মনোমারের নাম লেখ এবং এদের ব্যবহার উল্লেখ কর।
13. অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাই কার্বনেটের বিক্রিয়া উল্লেখ করো।
(a) C2H6O
(b) C9H10
(c) C5H10O
(d) C3H8O যৌগগুলির সম্ভাব্য সবাবয়বগুলি উল্লেখ করো।
14. ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো।
15. ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয়?
16. C16HNO2 যৌগটি ফরমিক অ্যাসিডের সমগনীয় হলে এর মান কত হবে?
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের রচনাধর্মী প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন