এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সত্য মিথ্যাগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
1. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
উত্তর – সত্য।
2. উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
উত্তর – সত্য।
3. কঠিন NaCl -এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl-এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
উত্তর – মিথ্যা।
4. তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে।
উত্তর – মিথ্যা।
5. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান।
উত্তর – সত্য।
6. তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।
উত্তর – মিথ্যা।
7. অ্যাভোগ্যাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়।
উত্তর – মিথ্যা।
8. কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়।
উত্তর – মিথ্যা।
9. কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে।
উত্তর – মিথ্যা।
10. একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক।
উত্তর – মিথ্যা।
11. পর্যায়সারণিতে যোজ্যতা কোনো পর্যায়গত ধর্ম নয়।
উত্তর – সত্য।
12. প্লাটিনাম (Pt) হল জাবেরিনারের ত্রয়ী মৌল।
উত্তর – সত্য।
13. ফ্লুরিন সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল।
উত্তর – সত্য।
14. গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব পরিমাপক একক ডবসন্।
উত্তর – মিথ্যা।
15. অবতল দর্পণ গাড়ির ড্রাইভারের দর্পনে ব্যবহৃত হয়।
উত্তর – মিথ্যা।
16. 1 gm ভর থেকে 931 Mev শক্তি উৎপন্ন হয়।
উত্তর – মিথ্যা।
17. BOT হল ব্যয়িত তড়িৎ শক্তির একক।
উত্তর – সত্য।
18. সন্ধিগত সকল মৌলগুলিই হল ধাতু।
উত্তর – সত্য।
19. অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে N2 গ্যাস প্রস্তুত হয়।
উত্তর – সত্য।
20. সার্বজনীন গ্যাস ধ্রুবক গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল।
উত্তর – মিথ্যা।
21. বাস্তব গ্যাসগুলিতে আন্তরাণবিক বল উপস্থিত থাকে।
উত্তর – সত্য।
22. লাইভ তারকে ফেজ তারও বলে।
উত্তর – সত্য।
23. ফিলামেন্ট তৈরী হয় নাইক্রোম তার দিয়ে।
উত্তর – মিথ্যা।
24. H2 গ্যাস খুব কম চাপে বয়েলের সূত্র মেনে চলে।
উত্তর – সত্য।
25. পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক পদার্থের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল।
উত্তর – মিথ্যা।
26. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ধ্রুবক থাকলে উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব বৃদ্ধি পায়।
উত্তর – মিথ্যা।
27. নাইট্রোজেন একটি শ্বাসরোধকারী গ্যাস।
উত্তর – সত্য।
28. লোহার উপর রূপার প্রলেপ দিতে ক্যাথোডে রূপা ব্যবহৃত হয়।
উত্তর – মিথ্যা।
29. নেসলার বিকারক দ্বারা H₂S গ্যাস শনাক্ত করা হয়।
উত্তর – মিথ্যা।
30. ওলিয়াম হল পিরোসালফিউরিক অ্যাসিড।
উত্তর – সত্য।
31. তড়িৎ ac ডায়ানোমো ফ্লেমিং -এর ডানহস্ত নিয়ম মেনে চলে।
উত্তর – সত্য।
32. প্লাস্টিক একটি বায়োডিগ্রেডেবল পলিমার।
উত্তর – মিথ্যা।
33. পরম শূন্য উষ্ণতাতে গ্যাসের আয়তন শূন্য হয়।
উত্তর – সত্য।
34. আলোর বিচ্ছুরনের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়।
উত্তর – মিথ্যা।
35. অ্যাম্পিয়ার-ভোল্ট হল তড়িৎ ক্ষমতার একক।
উত্তর – সত্য।
36. সেলসিয়াসে প্রতি ডিগ্রি উষ্ণতার মান কেলভিনের প্রতি ডিগ্রির সাথে সমান।
উত্তর – সত্য।
37. হীরক তাপের উত্তম পরিবাহী।
উত্তর – সত্য।
38. তরলের তাপীয় প্রসারণের মান পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল।
উত্তর – সত্য।
39. জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 4°C উষ্ণতাতে।
উত্তর – সত্য।
40. গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক।
উত্তর – সত্য।
41. বাষ্পচাপ গ্যাসের উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে।
উত্তর – মিথ্যা।
42. তড়িৎ বিশ্লেষণের জন্য ac প্রবাহ প্রয়োজন।
উত্তর – মিথ্যা।
43. NaH যৌগে হাইড্রোজেন অ্যানায়ন গঠন করে।
উত্তর – সত্য।
44. S, Se, Te যৌগগুলি VI-B শ্রেণির অন্তর্গত হওয়ায় এরা চ্যালকোজেন।
উত্তর – সত্য।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের সত্য মিথ্যা সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন