Madhyamik Physical Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া শূন্যস্থান পূরণগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Physical Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Physical Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

1. ক্লোরিন পরমাণু (Cl) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায় ___ একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।

উত্তর – Cl + O3 → ClO + O2

2. γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ___ তরঙ্গ।

উত্তর – তড়িৎচুম্বকীয়

3. তড়িদবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ___।

উত্তর – আয়ন

4. স্তর সূর্য থেকে আগত ___ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

উত্তর – অতিবেগুনি (Ultraviolet)

5. NaOH + H₂S → ___ + H₂O

উত্তর – NaHS

6. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ___।

উত্তর – কমতে থাকে

7. ___ রশ্মি ওজোন স্তরে শোষিত হয়।

উত্তর – UV রশ্মি

8. PVC -এর মনোমার হল ___।

উত্তর – ভিনাইল্ ক্লোরাইড

9. টেফলনের মনোমার ___।

উত্তর – ট্রেটাফ্লুরো ইথিলিন

10. অ্যাসিটিলিনে ___ বন্ধন থাকে।

উত্তর – ত্রিবন্ধন

11. অ্যালকাইনের সাধারণ সংকেত ___।

উত্তর – CnH2n+2

12. ___ পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়।

উত্তর – ভোল্টামিটার

13. ইথানলের সংকেত হল ___।

উত্তর – C2H5OH

14. অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম ___।

উত্তর – ইথানোয়িক অ্যাসিড

15. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ___

উত্তর – ইথিলিন

16. সবথেকে সরল হাইড্রোকার্বন হল ___।

উত্তর – মিথেন

17. অ্যাসিড গ্রুপের সংকেত হল ___।

উত্তর – COOH

18. অ্যালকোহলকে ___ বিক্রিয়ায় অ্যালকিনে রূপান্তর করা হয়।

উত্তর – জল বিয়োজন

19. জৈব যৌগের ___ ধর্ম দেখা যায়।

উত্তর – সমাবরতা

20. ঝালাই -এর কাজে ব্যবহৃত হয়।

উত্তর – অ্যাসিটিলিন

21. রেকটিফায়েড্ স্পিরিটে ___ থাকে।

উত্তর – মিথানল

22. ওজোন গহ্বর তৈরী হয়েছে ___ অঞ্চলে?

উত্তর – অ্যান্টার্কটিকা

23. প্রমাণ চাপের মান ___ পাস্কাল।

উত্তর – 1.013 × 105

24. 24.5 gm Kclo3 কে উত্তপ্ত করলে O2 উৎপন্ন হবে ___ gm.

উত্তর – 9.6 gm.

25. জলের ঘনত্ব ___ উষ্ণতাতে সবথেকে বেশি হয়।

উত্তর –

26. বিবর্ধক কাঁচে ___ লেন্স ব্যবহৃত হয়?

উত্তর – উত্তল

27. লেন্সের ফোকাস দূরত্ব আলোর ___ এর উপর নির্ভরশীল।

উত্তর – তরঙ্গ দৈর্ঘ্য

28. রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব ___ প্রকৃতির হয়।

উত্তর – অবশীর্ষ

29. তাপ হল একপ্রকার ___।

উত্তর – শক্তি

30. SI পদ্ধতিতে প্রমাণ চাপের মান ___।

উত্তর – 1.013 × 106 Pa

31. 24.5 gm KClO3 থেকে প্রাপ্ত অক্সিজেনের ওজন ___।

উত্তর – 9.6 g.m

32. জলের আয়তন সর্বনিম্ন হয় উষ্ণতায় ___

উত্তর – 4°C

33. লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে আলোর ___ এর উপর।

উত্তর – আলোর বর্ণ

34. উত্তল লেন্সকে ___ লেন্স বলে।

উত্তর – অভিসারী

35. আলোর বিচ্ছুরণের জন্য ব্যবহৃত হয় ___।

উত্তর – প্রিজম্

36. সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণে বিচ্যুতি কোনের মান হয় ___।

উত্তর –

37. শক্তি ও ভরের রূপান্তরের সূত্রটি হল ___।

উত্তর – E = mc²

38. \({}_1^2H+{}_1^3H\rightarrow{}_2^4H\) বিক্রিয়াটি ___।

উত্তর – সংযোজন

39. β1 কণা হল ___ কণার স্রোত।

উত্তর – ইলেকট্রন

40. α কণার সংকেত ___।

উত্তর – \({}_2^4H^{2+}\)

41. সবথেকে ভেদন ক্ষমতা বেশি ___ রশ্মির।

উত্তর – γ

42. উচ্চ ভরের জন্য ___ কণার আয়নন ক্ষমতা বেশি।

উত্তর – λ

43. ষষ্ঠ পর্যায়ে থাকা মৌলের সংখ্যা ___।

উত্তর – 32

44. তারের রোধ তারের ___ এর সাথে সমানুপাতি।

উত্তর – দৈর্ঘ্য

45. রোধাঙ্কের SI একক ___।

উত্তর – ওহম-মিটার

46. বিভব প্রভেদ ও তড়িৎ চালক বল সমান হয় ___ ক্ষেত্রে।

উত্তর – মুক্ত বর্তনীতে

47. তড়িৎক্ষমতা = প্রবাহমাত্রা × ___।

উত্তর – বিভবপ্রভেদ

48. তড়িৎ আধান ___ প্রকারের হয়।

উত্তর – দুই প্রকারের

49. সমযোজী যৌগের ___ দ্রাবকে দ্রবীভত হয়।

উত্তর – অধ্রুবীয় দ্রাবক

50. ___ তড়িৎযোজী যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে।

উত্তর – LiH

51. ___ সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়।

উত্তর – HCl

52. NaCl এর ক্ষেত্রে ___ ভর প্রযোজ্য হয়।

উত্তর – সংকেত ভর

53. H₂S গ্যাস সংগৃহীত হয় বায়ুর ___ অপসারণ দ্বারা।

উত্তর – উর্দ্ধ অপসারণ

54. প্লাটিনাম ব্যবহৃত হয় ___ ইলেকট্রোড হিসাবে।

উত্তর – নিষ্ক্রিয় ইলেকট্রোড্ হিসাবে

55. পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হল ___।

উত্তর – H₂S

56. গ্যালভানাইজেশনে ___ ধাতুর প্রলেপ দেওয়া হয়।

উত্তর – Zn

57. NaOH এর সাথে ___ এর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়।

উত্তর – (NH4)2SO4

58. স্টেইনলেস স্টিল হল ___ ধাতুর সংকর।

উত্তর – ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন

59. তামার অক্সাইড আকরিক হল ___।

উত্তর – কিউপ্রাইট

60. উচ্চ তড়িৎ ধনাত্মক মৌলরা হল ___।

উত্তর – বিজারক গ্যাস

61. NH3 -তে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ___।

উত্তর – 1টি

62. পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে বলে ___।

উত্তর – পর্যায়

63. পলিথিন একটি ___ পলিমার।

উত্তর – জৈব অবিশ্লেষ্য

64. তড়িৎ পরিবাহী তারের আচ্ছাদন তৈরিতে ব্যবহৃত পলিমারটি হল ___।

উত্তর – পলিথিন।

65. টিংচার অব্ আয়োডিন প্রস্তুতিতে ___ ব্যবহৃত হয়।

উত্তর – ইথাইল অ্যালকোহল


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের শূন্যস্থান পূরণ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 - সত্য মিথ্যা

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Physical Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Physical Science Suggestion 2026 – স্তম্ভ মেলাও