অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

অস্ত্র আইন কী?

ইংরেজ শাসন-শোষণ ও পীড়নে ভারতবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে বড়োেলাট লর্ড লিটন তাদের নিরস্ত্র করার জন্য 1878 খ্রিস্টাব্দে এক আইন পাশ করেন। যা অস্ত্র আইন নামে পরিচিত। এতে বলা হয়, লাইসেন্স ছাড়া কোনো ভারতীয় আগ্নেয় অস্ত্র বহন করতে বা রাখতে পারবে না।

1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

1878 খ্রিস্টাব্দে ভারতবিদ্বেষী বড়োলাট লর্ড লিটন ‘অস্ত্র আইন’ প্রণয়ন করেন এবং এর দ্বারা কতগুলি বিধি আরোপিত হয় যেমন –

  • সরকারি অনুমতি ছাড়া কোনো ভারতীয় অস্ত্র রাখতে পারবে না,
  • কোনো ভারতীয়র কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে,
  • এই আইন কেবলমাত্র ভারতীয়দের ক্ষেত্রেই লাগু হবে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

অস্ত্র আইন কেন প্রণয়ন করা হয়েছিল?

ব্রিটিশ সরকার ভারতীয়দের মধ্যে স্বাধীনতা আন্দোলন ও বিদ্রোহ দমনের জন্য এই আইন তৈরি করে। ভারতীয়দের নিরস্ত্র করে ব্রিটিশ শাসনকে মজবুত করাই ছিল এর মূল উদ্দেশ্য।

অস্ত্র আইনের প্রধান বিধিগুলো কী ছিল?

অস্ত্র আইনের প্রধান বিধিগুলো ছিল
1. কোনো ভারতীয় লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র রাখতে বা বহন করতে পারবে না।
2. বেআইনি অস্ত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।
3. এই আইন শুধুমাত্র ভারতীয়দের উপর প্রযোজ্য ছিল, ইউরোপীয় বা ব্রিটিশদের জন্য নয়।

অস্ত্র আইনের বৈষম্যমূলক দিক কী ছিল?

অস্ত্র আইনের বৈষম্যমূলক দিক ছিল –
1. এটি শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য ছিল, ব্রিটিশ বা ইউরোপীয়রা এই আইনের আওতায় পড়ত না।
2. এটি ভারতীয়দের নিরস্ত্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার চেষ্টা করেছিল।

অস্ত্র আইন কে প্রণয়ন করেন?

ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 সালে এই আইন প্রণয়ন করেন।

অস্ত্র আইন ভারতীয়দের মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল?

1. ভারতীয়রা এই আইনকে বৈষম্যমূলক ও দমনমূলক হিসেবে দেখেছিল।
2. এটি ব্রিটিশবিরোধী আন্দোলনকে আরও উস্কে দেয় এবং স্বাধীনতা সংগ্রামে নতুন প্রেরণা যোগায়।

অস্ত্র আইন বর্তমানে কি বলবৎ আছে?

না, 1878 সালের এই আইন বর্তমানে আর কার্যকর নেই। পরবর্তীতে ভারতীয় অস্ত্র আইন, 1959 এবং বাংলাদেশ অস্ত্র আইন, 1878 (পরিবর্তিত) এর স্থান নেয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?” নিয়ে আলোচনা করেছি। এই “অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

দেশীয় রাজ্য বলতে কী বোঝো? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে ভারত সরকার কী ধরনের পদ্ধতি অবলম্বন করেছিল?

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে ভারত সরকার কী ধরনের পদ্ধতি অবলম্বন করেছিল?

ভারত-বিভাজনের অনিবার্যতার কারণ বিশ্লেষণ করো।

ভারত বিভাজনের অনিবার্যতার কারণ বিশ্লেষণ করো।

দেশীয় রাজ্যগুলি সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব ঠিক কী ছিল, তাই নিয়ে আলোচনা করো।

দেশীয় রাজ্যগুলি সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব আলোচনা করো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

উত্তর ভারতের নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে ভারত সরকার কী ধরনের পদ্ধতি অবলম্বন করেছিল?

ভারত বিভাজনের অনিবার্যতার কারণ বিশ্লেষণ করো।

ভাঙ্গর ও খাদার বলতে কি বোঝো? ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য

দেশীয় রাজ্যগুলি সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব আলোচনা করো।