তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম 'তেভাগা' কেন হয়েছিল?

তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল?

ফ্লাউড কমিশনের সুপারিশ অনুসারে বর্গাদার বা ভাগচাষিরা উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশ দাবি করে 1946-1947 খ্রিস্টাব্দে মেদিনীপুর, দিনাজপুর, মালদা, রংপুর, জলপাইগুড়ি প্রভৃতি এলাকার জোতদার ও ধনী কৃষকদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে তাকে বলা হয় তেভাগা আন্দোলন।

তেভাগা আন্দোলনের মূল দাবি –

তেভাগা আন্দোলনের দাবি ছিল দুটি। যথা –

  • উৎপাদিত ফসলের তিনভাগের দুভাগ কৃষকরা নিজেদের অধিকারে রাখবে এবং
  • উৎপাদিত ফসল দেওয়ার জন্য কৃষকদের রসিদ দিতে হবে।

তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?

বাংলাদেশের ভাগচাষি বা বর্গাদার কৃষকেরা মালিকের জমি নিজ খরচে চাষ করত এবং উৎপন্ন ফসলের অর্ধাংশ মালিককে দিতে বাধ্য হত। এই পন্থার বিরুদ্ধে 1946 খ্রিস্টাব্দে তারা শতকরা 75 ভাগ ফসলের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে তোলে। উৎপাদিত মোট ফসলের তিন ভাগের উপর তারা দাবি জানিয়েছিল বলে এই আন্দোলন ইতিহাসে ‘তেভাগা’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

তেভাগা আন্দোলন কাকে বলে?

তেভাগা আন্দোলন ছিল বাংলার বর্গাদার (ভাগচাষি) কৃষকদের একটি সংগ্রাম, যেখানে তারা ফসলের তিন ভাগের দুই ভাগ (2/3 অংশ) দাবি করেছিল। এই আন্দোলন 1946-1947 সালে মেদিনীপুর, দিনাজপুর, মালদা, রংপুর ও জলপাইগুড়ি অঞ্চলে জোতদার ও ধনিক কৃষকদের বিরুদ্ধে সংঘটিত হয়।

তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল?

তেভাগা আন্দোলনের মূল দাবি দুটি ছিল –
1. উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ (2/3 অংশ) কৃষকরা পাবে।
2. ফসল দেওয়ার সময় জমিদার বা জোতদারদের রসিদ দিতে হবে।

তেভাগা আন্দোলনের নামকরণ কীভাবে হয়েছিল?

বর্গাদার কৃষকরা আগে উৎপাদিত ফসলের অর্ধেক (50%) জমিদারকে দিত। কিন্তু 1946 সালে তারা 75% ফসল (3 ভাগের 2 ভাগ) দাবি করে আন্দোলন শুরু করে। যেহেতু তারা “তিন ভাগের দাবি” করেছিল, তাই এটি “তেভাগা আন্দোলন” নামে পরিচিত হয়।

তেভাগা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল?

এই আন্দোলন মূলত পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দিনাজপুর, মালদা, রংপুর ও জলপাইগুড়ি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।

তেভাগা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

এই আন্দোলনে বামপন্থী কৃষক সংগঠন (ভারতের কমিউনিস্ট পার্টি ও কিষাণ সভা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্থানীয় কৃষক নেতারা ও কমিউনিস্ট কর্মীরা আন্দোলনকে সংগঠিত করেছিলেন।

তেভাগা আন্দোলনের ফলাফল কী ছিল?

আন্দোলনটি আংশিকভাবে সফল হয়েছিল। কিছু অঞ্চলে জমিদাররা কৃষকদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু সরকারি দমন-পীড়নের কারণে পুরোপুরি সফল হয়নি। পরবর্তীতে এটি ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃত হয়।

তেভাগা আন্দোলন কখন হয়েছিল?

এই আন্দোলন 1946-1947 সালে সংঘটিত হয়েছিল, যা ছিল ব্রিটিশ শাসনের শেষ দিক এবং ভারতের স্বাধীনতার ঠিক পূর্ববর্তী সময়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “তেভাগা আন্দোলন কাকে বলে এবং এর মূল দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?

দার কমিশন কী? দার কমিশন (1948 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল?

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সময়ের মূল্য – প্রবন্ধ রচনা

ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় করো।

লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় করো।

অবতল দর্পণ কাকে বলে? দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন?

গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?