ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক

Gopi

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
Contents Show

ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?

চলমান হরফের প্রচলন ও মুদ্রণ বিপ্লব সারা বিশ্বের জ্ঞানচর্চাকে মুষ্টিমেয় সুবিধাভোগীর হাত থেকে মুক্ত করে পৌঁছে দিয়েছিল সাধারণের দোরগোড়ায়। পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেক-ক্ষেত্রেই দুর্বোধ্য এবং স্বাভাবিকভাবেই পঠন-পাঠনের প্রতিকূল। কিন্তু ছাপাখানায় ছাপাবই এই অসুবিধা দূর করে। একই ধরনের বই বহু সংখ্যায় ছাপার সুবিধার জন্য সার্বিক পাঠ্যক্রম প্রণয়নে সুবিধা হয়। ছাপাবই দামে সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা-গ্রহণের সুযোগ পায়। ফলে গণশিক্ষার বিপুল প্রসার ঘটে।

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

পর্তুগিজরা প্রথম 1556 খ্রিস্টাব্দে এদেশে আধুনিক ছাপাখানা বা মুদ্রণযন্ত্র নিয়ে আসে। এরপর জেমস্ অগাস্টাস হিকি কলকাতায় এবং চার্লস উইলকিনস্ চুঁচুড়াতে ছাপাখানা গড়ে তোলেন। এর প্রভাবে ছাপা বইয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং বাংলা তথা সারা ভারতে শিক্ষার প্রসার ঘটে।

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক –

  • ছাপা বই শিক্ষাবিস্তারের পথকে সুগম করে তুলেছিল। ছাপাখানা স্থাপনের পর অত্যন্ত কম সময়ে বিপুল পরিমাণে পাঠ্যপুস্তক সস্তা দামে বাজারে আসতে থাকায় পাঠ্য বইয়ের অভাব দূর হয় এবং শিক্ষা বিস্তারের পথ সুগম হয়।
  • ছাপা বই শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল। এক্ষেত্রে মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশু শিক্ষা’ ,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ 1ম ভাগ ও 2য় ভাগ, রামসুন্দর বসাক রচিত ‘বাল্যশিক্ষা’,গোবিন্দ প্রসাদ দাসের ‘ব্যাকরণসার’ প্রভৃতি গ্রন্থ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ছাপা বইয়ের মাধ্যমে একদিকে যেমন বাংলা গদ্য রীতির বিকাশ শুরু হয় অপর দিকে তেমন ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানের প্রসার ঘটতে শুরু করে,বিভিন্ন প্রকারের মুদ্রিত সহজলভ্য গ্রন্থ প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সাহায্য করে।
  • ভারতের প্রাচীন পুঁথিগুলি মুদ্রিত গ্রন্থরূপে প্রকাশিত হওয়ায় গ্রন্থগুলির বিশুদ্ধ পাঠ সম্ভবপর হয়েছিল, কারণ পুঁথিগুলির বিশুদ্ধতা নির্ভর করত লিপিকারের পাণ্ডিত্য, দক্ষতা ও নিষ্ঠার উপর। পুঁথির কোনো ভুল হলে তার ক্রমান্বয়িক পুনরাবৃত্তি অনিবার্য ছিল।
  • ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র যেমন – পীয়ারসনের ‘বাক্যাবলী’, লসনের ‘পশ্চাবলী’, রাধাকান্ত দেবের ‘বেঙ্গল স্পেলিং বুক’, হারলের ‘গণিতাঙ্ক’ ইত্যাদি ছাপা শুরু হলে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাওয়ায় শিক্ষার বিস্তার ঘটে। শ্রীরামপুর মিশন প্রেস,ক্যালকাটা স্কুল সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, হিন্দুস্তানি প্রেস, পার্সিয়ান প্রেস ও সংস্কৃত প্রেস প্রচুর পরিমাণে ও সস্তা দামে মুদ্রিত বই বাজারে যোগান দেওয়ায় বইয়ের অভাব দূর হয় ফলে সর্বাঙ্গীণ শিক্ষার বিস্তার ঘটে।
  • ছাপাখানার প্রসারের ফলে স্কুল কলেজ শিক্ষার পাশাপাশি গণশিক্ষাও প্রসার ঘটে। কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত, বাংলার ইতিহাস প্রভৃতি গ্রন্থ এবং সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর প্রভৃতি সংবাদপত্র মানুষের মধ্যে জ্ঞান ও শিক্ষার তথা গণশিক্ষার প্রসার ঘটিয়েছিল।
  • ছাপা বই চিত্র, মানচিত্র, নকশাসহ মুদ্রিত হওয়ায় পড়ুয়াদের কাছে বিদ্যাচর্চা আকর্ষণীয় হয়ে ওঠে। ছাপা বই সঙ্গে চিত্রশিল্পী, হরফ নির্মাতাদের কদর বাড়ে ও এসব ক্ষেত্রে পেশাদারীত্বের সূচনা হয়, গড়ে ওঠে ‘স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট’ (16ই অগাস্ট, 1854) শুরু হয় মুদ্রণ শিল্পের ব্যবসায়িক উদ্যোগ যা শিক্ষা ও সাংস্কৃতির ক্ষেত্রে ভারতে নতুন যুগের সূচনা করে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ছাপা বইয়ের প্রচলনের আগে শিক্ষাব্যবস্থা কেমন ছিল?

পূর্বে হাতে লেখা পুঁথি ছিল শিক্ষার প্রধান মাধ্যম। এগুলো দুর্বোধ্য, দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছানো কঠিন ছিল।

ছাপা বই কীভাবে শিক্ষার প্রসারে সাহায্য করেছিল?

1. সুলভ ও সহজলভ্য – ছাপা বই সস্তা ও প্রচুর সংখ্যায় তৈরি হওয়ায় সাধারণ মানুষ তা কিনতে পারত।
2. একই রকম পাঠ্যক্রম – একই বই বহুসংখ্যক ছাপার মাধ্যমে সার্বিক শিক্ষাক্রম প্রণয়ন সহজ হয়।
3. মাতৃভাষায় শিক্ষা – বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষায় বই প্রকাশের ফলে শিক্ষার্থীরা নিজ ভাষায় শিখতে পারত।

ছাপাখানা ভারতে কে প্রতিষ্ঠা করেছিলেন?

1. পর্তুগিজরা 1556 খ্রিস্টাব্দে ভারতে প্রথম আধুনিক ছাপাখানা নিয়ে আসে।
2. জেমস অগাস্টাস হিকি (কলকাতা) ও চার্লস উইলকিনস (চুঁচুড়া) পরবর্তীতে ছাপাখানা গড়ে তোলেন।

ছাপা বইয়ের প্রভাবে কোন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বই প্রকাশিত হয়েছিল?

1. মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশুশিক্ষা’
2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ (1ম ও 2য় ভাগ)।
3. রামসুন্দর বসাকের ‘বাল্যশিক্ষা’
4. গোবিন্দ প্রসাদ দাসের ‘ব্যাকরণসার’

ছাপা বইয়ের মাধ্যমে বাংলা গদ্য ও অন্যান্য বিষয়ের বিকাশ কীভাবে ঘটে?

1. বাংলা গদ্যের উন্নতি ঘটে এবং ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি বিষয়ে জ্ঞান বিস্তার লাভ করে।
2. প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় ঘটে।

ছাপাখানার প্রসারে গণশিক্ষা কীভাবে প্রভাবিত হয়েছিল?

1. সংবাদপত্র ও জনপ্রিয় সাহিত্য – সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত ইত্যাদি সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেয়।
2. স্কুল-কলেজের পাশাপাশি সাধারণ মানুষও শিক্ষালাভের সুযোগ পায়।

ছাপা বইয়ের সঙ্গে চিত্র ও নকশার ব্যবহার কী প্রভাব ফেলেছিল?

1. বইয়ে চিত্র, মানচিত্র ও নকশা যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের কাছে পড়াশোনা আকর্ষণীয় হয়ে ওঠে।
2. চিত্রশিল্পী ও হরফ নির্মাতাদের চাহিদা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট (1854) প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়।

ছাপাখানার প্রসারে কোন প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?

ছাপাখানার প্রসারে যে প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেগুলি হল –
1. শ্রীরামপুর মিশন প্রেস,
2. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি,
3. হিন্দুস্তানি প্রেসপার্সিয়ান প্রেসসংস্কৃত প্রেস

হাতে লেখা পুঁথির তুলনায় ছাপা বইয়ের সুবিধা কী ছিল?

হাতে লেখা পুঁথির তুলনায় ছাপা বইয়ের সুবিধা ছিল –
1. হাতে লেখা পুঁথিতে ভুল থাকত এবং তা সংশোধন করা কঠিন ছিল, কিন্তু ছাপা বইয়ে নির্ভুল ও একই রকম পাঠ নিশ্চিত করা সম্ভব হয়েছিল।
2. ছাপা বই দ্রুত ও কম খরচে তৈরি করা যেত।

ছাপাখানার প্রসার শিক্ষাক্ষেত্রে কী নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়?

1. মুদ্রণ শিল্পের বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ গড়ে ওঠে।
2. শিক্ষা ও সংস্কৃতিতে নতুন যুগের সূচনা হয়, যা আধুনিক শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল?

কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা

উপেন্দ্রকিশোর রায়চৌধুরি কেন স্মরণীয়? বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরি স্মরণীয় কেন? বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা

শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

About The Author

Gopi

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – বিষয়সংক্ষেপ