আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির প্রথম অধ্যায় “The Snail” এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
The Snail – ইংরেজি উচ্চারণ
টু গ্রাস্, অর লিফ্, অর ফ্রুট্, অর ওয়াল,
দ্য স্নেইল স্টিক্স ক্লোজ্, নর ফিয়ার্স টু ফল,
অ্যাজ্ ইফ্ হি গ্রিউ দেয়ার, হাউজ্ অ্যান্ড অল
টুগেদার।
উইদিন দ্যাট হাউজ্ সিকিওর হি হাইড্স,
হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড্স
অভ্ স্টর্ম অর আদার হার্ম বেসাইড্স
অভ্ ওয়েদার।
গিভ্ বাট হিজ্ হর্ন্স দ্য স্লাইটেস্ট টাচ্,
হিজ্ সেল্ফ-কালেক্টিং পাওয়ার ইজ্ সাচ্
হি শ্রিংক্স ইনটু হিজ্ হাউজ্ উইথ্ মাচ্
ডিপ্লেজার।
হোয়্যারএ’র হি ডুয়েল্স, হি ডুয়েল্স অ্যালোন,
এক্সেপ্ট হিমসেল্ফ হ্যাজ্ চ্যাট্ল্স নান,
ওয়েল স্যাটিসফায়ড্ টু বি হিজ্ ওউন
হোল্ ট্রেজার।
The Snail – বঙ্গানুবাদ
ঘাস, পাতা, ফল বা দেয়ালে
শামুক নিবিড়ভাবে আটকে থাকে, পড়ার ভয় সে করে না,
যেন সেখানেই বেড়ে উঠেছে, ঘর-বাড়ি আর সব
একসাথে।
বাড়ির মধ্যে নিশ্চিন্তে লুকিয়ে থাকে
যখন বিপদ আসন্ন,
ঝড়ের কারণে, বা অন্য কোনো ক্ষতি ঘটে
আবহাওয়ার কারণে।
তার শুঁড়ে সামান্য স্পর্শ করো,
এত বেশি আত্মসংবরণের ক্ষমতা যে—
গুটিয়ে যায় নিজের ঘরের মধ্যে
খুব অসন্তোষের সাথে।
যেখানেই বাস করে, সে একা বাস করে,
নিজে ছাড়া আর কোনো সম্পত্তি নেই,
আর খুবই তৃপ্ত নিজেই নিজের
সম্পূর্ণ সম্পদ হিসেবে।
আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির প্রথম অধ্যায় “The Snail” এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অংশ থেকে প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।