নবম শ্রেণি বাংলা – চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘চিঠি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

নবম শ্রেণি - বাংলা - চিঠি - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তর নির্বাচন করো

পাঠ্যাংশের ‘চিঠি’ নামক পত্রটির রচনাকার –

  1. মিস নোব্‌ল্
  2. স্বামী বিবেকানন্দ
  3. মি. ই টি স্টার্ডি
  4. মিস মুলার

উত্তর – 2. স্বামী বিবেকানন্দ

‘চিঠি’ নামক পত্রটি রচিত হয়েছে যে তারিখে তা হল-

  1. 30 জুলাই, 1897
  2. 29 জুলাই, 1898
  3. 30 জুলাই, 1898
  4. 29 জুলাই, 1897

উত্তর – 4. 29 জুলাই, 1897

‘চিঠি’ পত্রটি যে স্থানে রচিত তা হল –

  1. বেলুড়
  2. কোলকাতা
  3. আলমোড়া
  4. লাহোর

উত্তর – 3. আলমোড়া

উত্তরাখণ্ডে একটি অন্যতম শৈলশহর হল –

  1. দার্জিলিং
  2. শিলং
  3. মানালি
  4. আলমোড়া

উত্তর – 4. আলমোড়া

এই পত্রটি যাঁর উদ্দেশে লেখা, তিনি হলেন –

  1. মিঃ ইটি স্টার্ডি
  2. মিস মুলার
  3. মিস নোব্‌ল্
  4. মিসেস বুল

উত্তর – 3. মিস নোব্‌ল্

ভগিনী নিবেদিতার প্রকৃত নাম –

  1. মিস হেনরিয়েটা মুলার
  2. মিস মার্গারেট ই নোব্‌ল্
  3. মিস ম্যাকলাউড
  4. মিসেস বুল

উত্তর – 2. মিস মার্গারেট ই নোব্‌ল্

ভগিনী নিবেদিতা নামটি দেন –

  1. মিস হেনরিয়েটা মুলার
  2. শ্রীশ্রী রামকৃষ্ণদেব
  3. ব্রহ্মচারী হরিপ্রসন্ন
  4. স্বামী বিবেকানন্দ

উত্তর – 4. স্বামী বিবেকানন্দ

মিস নোব্‌ল্ জন্মগ্রহণ করেন যে সময়ে তা হলো –

  1. 13 অক্টোবর, 1911
  2. 28 অক্টোবর, 1867
  3. 25 মার্চ, 1898
  4. 28 জানুয়ারি, 1898

উত্তর – 2. 28 অক্টোবর, 1867

মিস নোব্‌ল্ জন্মসূত্রে ছিলেন –

  1. আইরিশ
  2. আমেরিকান
  3. ব্রিটিশ
  4. ডাচ্

উত্তর – 1. আইরিশ

‘Cradle Tales of Hinduism’ ও ‘Studies From An astern Home’ গ্রন্থটির রচয়িতা –

  1. ভগিনী নিবেদিতা
  2. স্বামী বিবেকানন্দ
  3. জে এইচ সেভিয়ার
  4. জোসেফাইন ম্যাকলাউড

উত্তর – 1. ভগিনী নিবেদিতা

ভগিনী নিবেদিতার আত্মজীবনীমূলক গ্রন্থটি হল –

  1. The master as I saw him
  2. The web of Indian Life
  3. Footballs of Indian History
  4. Studies From An Eastern Home

উত্তর – 4. Studies From An Eastern Home

ভগিনী নিবেদিতার ‘Web of Indian Life’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন –

  1. স্বামী বিবেকানন্দ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. লেখিকা স্বয়ং
  4. সারা বুল

উত্তর – 2. রবীন্দ্রনাথ ঠাকুর

“___ -র একখানি চিঠি কাল পেয়েছি।” –

  1. মিসেস সেভিয়ার
  2. মিসেস বুল
  3. স্টার্ডি
  4. মিস ম্যাকলাউড

উত্তর – 3. স্টার্ডি

‘স্টার্ডি’ কে? –

  1. মিস নোব্‌ল -এর ভাই
  2. স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত
  3. ধর্ম প্রচারক
  4. স্বামী বিবেকানন্দের বন্ধু

উত্তর – 2. স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত

“___ কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম,” –

  1. মিস সেভিয়ারের
  2. মিসেস বুলের
  3. মিস মুলারের
  4. মিসেস সেভিয়ারের

উত্তর – 3. মিস মুলারের

মিস মুলারের সম্পূর্ণ নাম –

  1. মিস মার্গারেট মুলার
  2. মিস জোসেফাইন মুলার
  3. মিস হেনরিয়েটা মুলার
  4. মিস নিবেদিতা মুলার

উত্তর – 3. মিস হেনরিয়েটা মুলার

“এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে,” – বিশ্বাসটি কী? –

  1. ভারত নারীসমাজের জন্য
  2. ভারতের কাজে নিবেদিতার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে
  3. একজন প্রকৃত সিংহীর প্রয়োজন
  4. এদেশ কীরকম তা তুমি ধারণা করতে পার না

উত্তর – 2. ভারতের কাজে নিবেদিতার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে

“ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে।” – কাকে লেখা? –

  1. মিস ম্যাকলাউডকে
  2. মিসেস বুলকে
  3. মিস নোব্‌লকে
  4. মিসেস সেভিয়ারকে

উত্তর – 3. মিস নোব্‌লকে

ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত ___ প্রয়োজন। –

  1. সাধিকার
  2. শিক্ষিকার
  3. সিংহীর
  4. সমাজপ্রেমী

উত্তর – 3. সিংহীর

“তোমার ধমনীতে প্রবাহিত ___ তুমি ঠিক সেইরূপ নারী।” –

  1. শুদ্ধ রক্তের জন্য
  2. মহান রক্তের জন্য
  3. কেল্টিক রক্তের জন্য
  4. অশুদ্ধ রক্তের জন্য

উত্তর – 3. কেল্টিক রক্তের জন্য

“তা তুমি ধারণা করতে পার না।” – কী? –

  1. এ দেশের শিক্ষা
  2. এ দেশের দারিদ্র্য
  3. এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কী ধরনের
  4. এ দেশের পবিত্রতা

উত্তর – 3. এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কী ধরনের

শ্বেতাঙ্গ কাদের বলে? –

  1. যাদের রঙ কালো
  2. ইংরেজ-আদি ইউরোপীয়দের
  3. যাদের গায়ের রঙ সাদা
  4. যাদের ধবল রোগ আছে

উত্তর – 3. যাদের গায়ের রঙ সাদা

“তারাও এদের খুব ঘৃণা করে।” – কাদের? –

  1. দাসদের
  2. ভারতীয়দের
  3. শ্বেতাঙ্গদের
  4. ইংরেজদের

উত্তর – 3. শ্বেতাঙ্গদের

ভারতের জলবায়ু –

  1. শীতপ্রধান
  2. নাতিশীতোষ্ণ
  3. গ্রীষ্মপ্রধান
  4. বর্ষাপ্রধান

উত্তর – 3. গ্রীষ্মপ্রধান

দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন? –

  1. শীত প্রধান
  2. সর্বদাই আগুনের হলকা চলছে
  3. সর্বদাই বৃষ্টি হয়
  4. নাতিশীতোষ্ণ

উত্তর – 2. সর্বদাই আগুনের হলকা চলছে

“ইউরোপীয় সুখ-স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই।” – ইউরোপীয় সুখ-স্বাচ্ছন্দ্য পাবার উপায় নেই কোথায়? –

  1. কলকাতায়
  2. আলমোড়ায়
  3. বাংলাদেশে
  4. ভারতবর্ষে

উত্তর – 4. ভারতবর্ষে

“কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো” – কে বলেছেন? –

  1. নিবেদিতা
  2. মিস নোব্‌ল্
  3. স্বামী বিবেকানন্দ
  4. মিঃ সেভিয়ার

উত্তর – 3. স্বামী বিবেকানন্দ

“আমাকে আমরণ তোমার পাশেই পাবে” – কে বলেছেন? –

  1. বিবেকনন্দ
  2. মিস নোব্‌ল্
  3. মিস সেভিয়ার
  4. মিস মুলার

উত্তর – 1. বিবেকনন্দ

“___ ধর্ম ত্যাগই কর আর ধরেই থাকো।” –

  1. হিন্দু
  2. খ্রিস্টান
  3. বেদান্ত
  4. ইসলাম

উত্তর – 3. বেদান্ত

‘চিঠি’ পাঠ্যাংশে একটি প্রবচন ব্যবহার করা হয়েছে। সেটি কী? –

  1. যেমন কর্ম তেমন ফল
  2. জোর যার মুল্লুক তার
  3. মরদ কি বাত হাতি কা দাঁত
  4. যেমন কর্ম তেমন ফল

উত্তর – 3. মরদ কি বাত হাতি কা দাঁত

“অন্য কারও পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না।” – ‘পক্ষপুট’ শব্দটির অর্থ –

  1. পাখির ডানা
  2. পাখির ডানার পাশে
  3. পাখির ডানার ভেতর
  4. পাখির ডানার মতো

উত্তর – 3. পাখির ডানার ভেতর

নিজেকে আজন্ম নেত্রী কে ভাবতেন? –

  1. মিসেস বুল
  2. মিস ম্যাকলাউড
  3. মিস মুলার
  4. মিস নোব্‌ল্

উত্তর – 1. মিসেস বুল

“তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব।” – ‘তাঁর’ বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন –

  1. মিস মুলার
  2. মিস নোব্‌ল্
  3. মি. সেভিয়ার
  4. মিসেস সেভিয়ার

উত্তর – 1. মিস মুলার

“এটা অবশ্য তাঁর সহৃদয়তা” – কার? –

  1. মিসেস বুল
  2. মিস ম্যাকলাউড
  3. মিস মুলার
  4. মিসেস সেভিয়ার

উত্তর – 1. মিসেস বুল

“তাঁর মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনও সফল হবে না” – কেন? –

  1. আত্মবিশ্বাসহীনতা
  2. রুক্ষ মেজাজ ও ক্রোধ
  3. রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থিরচিত্ততা
  4. লোভ ও রুক্ষ মেজাজ

উত্তর – 3. রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থিরচিত্ততা

রামকৃষ্ণ সংঘে ‘মাদার’ নামে পরিচিত ছিলেন –

  1. মিসেস বুল
  2. মিসেস সেভিয়ার
  3. মিস মুলার
  4. মিস নোব্‌ল্

উত্তর – 2. মিসেস সেভিয়ার

বিবেকানন্দ কাকে ‘নারীকুলের রত্ন’ বলেছেন? –

  1. মিস নোব্‌লকে
  2. মিস মুলারকে
  3. মিসেস সেভিয়ারকে
  4. মিসেস বুলকে

উত্তর – 3. মিসেস সেভিয়ারকে

সেভিয়ার দম্পতি কাদের বলা হয়েছে? –

  1. মি. সেভিয়ার ও মিস ম্যাকলাউডকে
  2. মিসেস সেভিয়ার ও মিস্টার বুলকে
  3. ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার ও মিসেস সেভিয়ারকে
  4. মিঃ স্টার্ডি ও মিসেস সেভিয়ারকে

উত্তর – 3. ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার ও মিসেস সেভিয়ারকে

‘মায়াবতী অদ্বৈত আশ্রম’ প্রতিষ্ঠা করেন –

  1. বিবেকনন্দ
  2. সেভিয়ার দম্পতি
  3. মিসেস বুল
  4. মিস মার্গারেট নোব্‌ল্

উত্তর – 2. সেভিয়ার দম্পতি

“একমাত্র ___ আমাদের উপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেন নি।” –

  1. মিস ম্যাকলাউড
  2. বস্টনের মিসেস বুল
  3. সেভিয়াররাই
  4. মুলার দম্পতি

উত্তর – 3. সেভিয়াররাই

“কিন্তু তাঁদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই।” তাঁদের বলতে বোঝানো হয়েছে –

  1. সেভিয়ারদের
  2. মিস ম্যাকলাউড ও মিসেস বুল
  3. মিস মুলার ও মিসেস সেভিয়ার
  4. মিস নোব্‌ল্ ও মিসেস বুল

উত্তর – 1. সেভিয়ারদের

“তুমি এলে তোমার সহকর্মিরূপে তাদের পেতে পারো” – কাদের? –

  1. মিস ম্যাকলাউডকে
  2. সেভিয়ার দম্পতিকে
  3. মিসেস বুল দম্পতিকে
  4. মি. স্টার্ডিকে

উত্তর – 2. সেভিয়ার দম্পতিকে

কারা শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন? –

  1. মি. ও মিসেস সেভিয়ার
  2. মি. ও মিসেস মুলার
  3. মিস ম্যাকলাউড ও মিসেস বুল
  4. মি. ও মিসেস স্টার্ডি

উত্তর – 3. মিস ম্যাকলাউড ও মিসেস বুল

‘মিস ম্যাকলাউডকে তুমি ___ দেখেছ।’ – কোথায়? –

  1. প্যারিসেই
  2. আমেরিকায়ই
  3. লন্ডনেই
  4. বস্টনেই

উত্তর – 3. লন্ডনেই

পারি ফ্যাশনের পোশাক কে পরেছিলেন? –

  1. মিসেস সেভিয়ার
  2. মিস ম্যাকলাউড
  3. মিস মুলার
  4. মিস নোব্‌ল্

উত্তর – 2. মিস ম্যাকলাউড

স্বামীজি কাকে ‘জো’ বলে ডাকতেন? –

  1. স্টার্ডিকে
  2. মিস ম্যাকলাউডকে
  3. মিসেস বুলকে
  4. মিস মুলারকে

উত্তর – 2. মিস ম্যাকলাউডকে

স্বামীজি কাকে ‘ধীরামাতা’ বলে সম্বোধন করতেন? –

  1. মিস নোব্‌লকে
  2. মিস মুলারকে
  3. মিসেস বুলকে
  4. মিস ম্যাকলাউডকে

উত্তর – 3. মিসেস বুলকে

মিসেস বুলের বয়স প্রায় –

  1. ষাট বছর
  2. আশি বছর
  3. পঞ্চাশ বছর
  4. নব্বই বছর

উত্তর – 3. পঞ্চাশ বছর

কার চিঠি পেয়ে লেখক শেষপর্যন্ত খুশি হয়েছিলেন? –

  1. মি. স্টার্ডির
  2. মিস সেভিয়ারের
  3. মিস ম্যাকলাউডের
  4. মিস বুলের

উত্তর – 1. মি. স্টার্ডির

মিস্টার স্টার্ডির চিঠি কেমন ছিল? –

  1. অত্যন্ত উপযোগী
  2. উৎসাহ সঞ্চারকারী
  3. বড়ো শুষ্ক ও প্রাণহীন
  4. বড়ো একঘেয়ে

উত্তর – 3. বড়ো শুষ্ক ও প্রাণহীন

কোথাকার কাজ পণ্ড হওয়ায় স্টার্ডি হতাশ হয়েছিলেন? –

  1. ভারতের
  2. ইউরোপের
  3. লন্ডনের
  4. আমেরিকার

উত্তর – 3. লন্ডনের

‘সদা ভগবৎ-পদাশ্রিত’ কথাটি কে ব্যবহার করেছেন? –

  1. ভগিনী নিবেদিতা
  2. মিসেস সারা বুল
  3. মি. ই টি স্টার্ডি
  4. স্বামী বিবেকানন্দ

উত্তর – 4. স্বামী বিবেকানন্দ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

‘চিঠি’ রচনার লেখকের নাম কী?

‘চিঠি’ রচনার লেখকের নাম স্বামী বিবেকানন্দ।

‘চিঠি’ রচনার উৎস নির্দেশ করো।

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনাটি ‘উদ্বোধন কার্যালয়’ থেকে প্রকাশিত ‘পত্রাবলী’ নামক পত্র সংকলন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এটি 317 সংখ্যক পত্র।

কবে, কোথায় বসে বিবেকানন্দ এই ‘চিঠি’ লেখেন?

1897 খ্রিস্টাব্দের 29 জুলাই উত্তরাখণ্ডের বিখ্যাত শৈলশহর আলমোড়াতে বসে বিবেকানন্দ এই ‘চিঠি’ লেখেন।

‘কল্যাণীয়া মিস নোব্‌ল্,’ – ‘মিস নোব্‌ল্’ কে?

মিস নোব্‌ল্ হলেন স্বামীজীর শিষ্যাদের মধ্যে অন্যতমা, যাঁর সম্পূর্ণ নাম মিস মার্গারেট ই. নোব্‌ল্।

“স্টার্ডি-র একখানি চিঠি কাল পেয়েছি।” – স্টার্ডির পরিচয় দাও।

স্টার্ডি হলেন বিবেকানন্দের এক ইংরেজ ভক্ত, যিনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেন।

“তাতে জানলাম যে,” – কীসে জানলেন লেখক?

স্টার্ডির একখানি চিঠিতে স্বামী বিবেকানন্দ জেনেছেন, মিস নোব্‌ল্ ভারতে আসতে ও সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প।

“মনে হচ্ছে, সরাসরি তোমাকে লেখা ভালো।” – কাকে, কী লেখা ভালো?

স্বামী বিবেকানন্দ তাঁর ‘চিঠি’ রচনায় জানিয়েছেন ভারতপ্রেমী মিস নোব্‌লকে তাঁর সরাসরি চিঠি লেখা ভালো।

“তোমাকে খোলাখুলি বলছি,” – কথাটি কী?

কথাটি হল, বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে, ভারতের কাজে মিস নোব্‌ল্ -এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে।

“এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে,” – ‘দৃঢ় বিশ্বাসটি কী?

সমাজসেবী স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে, ভারতের কাজে মিস নোব্‌ল্ -এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে।

“একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” – ‘প্রকৃত সিংহী’ কাকে বলা হয়েছে?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনায় ‘প্রকৃত সিংহী’ বলা হয়েছে মিস নোব্‌লকে।

“তুমি ঠিক সেইরূপ নারী,” – কার সম্পর্কে, কার এই উক্তি?

‘চিঠি’ রচনায় মিস নোব্‌ল্ -এর সম্পর্কে স্বয়ং স্বামী বিবেকানন্দের এই উক্তি।

“তা তুমি ধারণা করতে পারো না।” – কোন্ বিষয়ের ইঙ্গিত আছে এখানে?

বিবেকানন্দের ‘চিঠি’ রচনা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটিতে পরাধীন ভারতবাসীর দুঃখ-দারিদ্র-কুসংস্কার-দাসত্ব প্রভৃতির ইঙ্গিত আছে।

“তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে” – এড়িয়ে চলার কারণ কী?

পরাধীন ভারতের মানুষেরা ভয়ে কিংবা ঘৃণাতে শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে।

“… তারাও এদের খুব ঘৃণা করে।” – ‘তারা’ ও ‘এরা’ কারা?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনায় ‘তারা’ হল শ্বেতাঙ্গ ইংরেজ আর ‘এরা’ হল পরাধীন ভারতবাসী।

“প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে।” – কারা সন্দেহের চোখে দেখবে?

স্বামী বিবেকানন্দ মিস নোব্‌লকে লেখা চিঠিতে জানিয়েছেন ভারতবর্ষে শ্বেতাঙ্গরা মিস নোব্‌লকে খামখেয়ালি মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে।

“জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান।” – কোথাকার জলবায়ু?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনার আলোচ্য উদ্ধৃতিতে ভারতবর্ষের জলবায়ুকে গ্রীষ্মপ্রধান বলা হয়েছে।

“এদেশের সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো” – ‘তোমাদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনার আলোচ্য উদ্ধৃতিতে ‘তোমাদের’ বলতে মিস নোব্‌ল্-দের অর্থাৎ ইউরোপবাসীদের বোঝানো হয়েছে।

“শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ-স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই।” – কেন?

পরাধীন ভারতবর্ষ একদিকে যেমন কুসংস্কারগ্রস্ত অপরদিকে তেমনি প্রকৃতিগত দিক থেকে গ্রীষ্মপ্রধান, তাই ইউরোপীয় সুখ-স্বাচ্ছন্দ্য এখানে নেই।

“তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি।” – স্বাগত জানানোর কারণ লেখো।

পরাধীন ভারতবর্ষের প্রতিকূল পরিস্থিতির কথা জেনেও মিস নোব্‌ল্ যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করেন, তবে তাঁকে বিবেকানন্দ শতবার স্বাগত জানাচ্ছেন।

“সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব।” – ‘সেটুকু’ কী?

স্বামী বিবেকানন্দ তাঁর ‘চিঠি’ রচনার আলোচ্য উদ্ধৃতিতে ‘সেটুকু’ বলতে ভারতবর্ষে তাঁর প্রভাবকে বুঝিয়েছেন।

“সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব।” – কার সম্পর্কে, কার এই উক্তি?

স্বামী বিবেকানন্দ ‘চিঠি’ রচনায় মিস নোব্‌ল্ -এর সম্পর্কে স্বয়ং স্বামী বিবেকানন্দের এই উক্তি।

“মরদ কি বাত হাতি কি দাঁত” – কথাটির অর্থ লেখো।

আলোচ্য প্রবচনটির অর্থ হল পুরুষ মানুষের কথা অনেকটা হাতির দাঁতের মতো, একবার বেরোলে আর ভিতরে যায় না।

“এই আমার প্রতিজ্ঞা।” – প্রতিজ্ঞাটি কী?

স্বামী বিবেকানন্দ সবসময়ই মিস নোব্‌ল্ -এর পাশে থাকবেন, এই তাঁর প্রতিজ্ঞা।

“নিজের পায়ে দাঁড়াতে হবে,” – কার উদ্দেশে, কার এই উক্তি?

ভারতবর্ষে আসাকে কেন্দ্র করে সাবধানতা প্রসঙ্গে মিস নোব্‌ল্ -এর উদ্দেশে স্বামী বিবেকানন্দের আলোচ্য উক্তি।

“তিনি আজন্ম নেত্রী” – তিনি কে?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনায় মিস মুলারকে ‘আজন্ম নেত্রী’ বলা হয়েছে, যিনি বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন।

“দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে,” – কে, কী বুঝতে পারবে?

ভারতপ্রেমী মিস নোব্‌ল্ বুঝতে পারবেন যে মিস মুলারের সঙ্গে তাঁর বনিয়ে চলা অসম্ভব।

“তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন” – কে বাড়ি ভাড়া নেবেন?

মিস মুলার কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন নিজের জন্য, মিস নোব্‌ল্ -এর জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধু আসতে পারে তাঁদের জন্য।

“এটা অবশ্য তাঁর সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক” – ‘এটা’ বলতে কী বোঝানো হয়েছে?

মিস মুলার নিজেকে ‘আজন্ম নেত্রী’ মনে করলেও তিনি নিজের জন্য ও মিস নোব্‌ল্ -এর জন্য এবং অন্যান্য ইউরোপীয় ও আমেরিকান বন্ধুদের জন্য কলকাতায় বাড়ি ভাড়া নেবেন, যা তাঁর সহৃদয়তা ও অমায়িকতার পরিচয় বহন করে।

“কিন্তু তাঁর মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনও সফল হবে না” – কারণ দুটি কী কী?

মিস মুলারের মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি যে দুটি কারণে সফল হবে না, তা হল – 1. তাঁর রুক্ষ মেজাজ এবং 2. তাঁর অদ্ভুত অস্থিরচিত্ততা।

“তাঁর রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থিরচিত্ততা।” – কার সম্পর্কে, কার এই উক্তি?

‘আজন্ম নেত্রী’ বলে মনে করা মিস মুলারের সম্পর্কে মহান চিন্তাবিদ স্বামী বিবেকানন্দের আলোচ্য উক্তি।

“কারও কারও সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো;” – কেন?

আসলে মিস মুলারের সঙ্গে কাছ থেকে বন্ধুত্ব করলে মিস নোব্‌ল্ -এর স্বনির্ভরতার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই তাঁর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো।

“এত ভালো, এত স্নেহময়ী তিনি।” – কার সম্পর্কে, কার এই উক্তি?

স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই উক্তি।

“যাঁরা এদেশীয়দের ঘৃণা করেন না;” – কাদের সম্বন্ধে এই উক্তি?

ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এবং তাঁর স্ত্রী মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই উক্তি।

“তুমি এলে তোমার সহকর্মিরূপে তাঁদের পেতে পারো।” – কাদের পাওয়া যেতে পারে সহকর্মীরূপে?

মিস নোব্‌ল্ ভারতে এলে তিনি তাঁর সহকর্মীরূপে পেতে পারেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার ও তাঁর স্ত্রী মিসেস সেভিয়ারকে।

“উভয়েরই সুবিধা হবে।” – উভয়ে কারা?

উভয়ে হলেন বিখ্যাত সমাজসেবী মিস নোব্‌ল্ এবং বিবেকানন্দের ইংরেজ শিষ্য সেভিয়ার দম্পতি।

“কিন্তু আসল কথা এই যে …” – আসল কথাটি কী?

স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ রচনার উদ্ধৃত বাক্যাংশের ‘আসল কথা’টি হল মিস নোব্‌লকে ভারতে এসে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে।

“আমেরিকার সংবাদে জানলাম যে …” – লেখক এ জানলেন?

আমেরিকার সংবাদে বিবেকানন্দ জেনেছেন যে, তাঁর দু-জন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল 1897 খ্রিস্টাব্দের শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।

“আমার দু-জন বন্ধু …” – ‘দু-জন বন্ধু’র নাম লেখো।

বিবেকানন্দ তাঁর ‘চিঠি’ রচনায় যে দুই বন্ধুর কথা বলেছেন, তাঁরা হলেন মিস ম্যাকলাউড ও মিসেস বুল।

“এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।” – কারা আসছেন?

স্বামী বিবেকানন্দের দুই বন্ধু মিস ম্যাকলাউড ও মিসেস বুল 1897 খ্রিস্টাব্দের শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।

“সেই পারি-ফ্যাশনের পোশাক-পরিহিতা মহিলাটি!” – কোন্ মহিলার কথা বলা হয়েছে?

স্বামী বিবেকানন্দ তাঁর ‘চিঠি’ রচনায় পারি-ফ্যাশনের পোশাক-পরিহিতা মহিলা বলতে বন্ধু মিস ম্যাকলাউডকে বুঝিয়েছেন।

“মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ” – মিসেস বুল কে?

মিসেস বুল হলেন নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মি. ওলি বুলের স্ত্রী, যাঁকে বিবেকানন্দ অনেক চিঠিতে ‘মা’ বা ‘ধীরামাতা’ বলে সম্বোধন করেছেন।

“তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন।” – ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

আলোচ্য উদ্ধৃতাংশে বিবেকানন্দ ‘তিনি’ বলতে মিসেস বুলের কথা বলেছেন, যিনি আমেরিকায় তাঁর বিশেষ উপকারী বন্ধু ছিলেন।

‘তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন,’ – ‘তাঁরা’ কারা?

স্বামী বিবেকানন্দ তাঁর ‘চিঠি’ রচনার আলোচ্য উদ্ধৃতাংশে ‘তাঁরা’ বলতে বন্ধু মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে বুঝিয়েছেন।

‘সুতরাং আমার পরামর্শ এই যে,’ – পরামর্শটি কী?

মিস নোব্‌ল্ -এর উদ্দেশে বলা বিবেকানন্দের পরামর্শটি হল মিস্ নোব্‌ল্ যদি মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে ভারতে আসেন, তবে তাঁর পথের একঘেয়েমি অনেকটা দূর হবে।

‘তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে।’ – কীভাবে একঘেয়েমি দূর হবে?

মিস নোব্‌ল্ যদি মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে ভারতে আসেন, তবে তাঁর পথের একঘেয়েমি দূর হতে পারে।

“কিন্তু চিঠিটি বড়ো শুষ্ক ও প্রাণহীন।” – কোন্ চিঠির কথা বলা হয়েছে?

আলোচ্য উদ্ধৃতাংশে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 28 জুলাই স্টার্ডির থেকে পাওয়া একটি শুষ্ক ও প্রাণহীন পত্রের কথা বলেছেন।

“লন্ডনের কাজ পন্ড হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়।” – তিনি কে?

আলোচ্য উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে বিবেকানন্দ মিঃ স্টার্ডির কথা বলেছেন।

“সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ়সংকল্প।” – কে সবকিছু চাক্ষুষ দেখতে চান?

স্বামী বিবেকানন্দ স্টার্ডির চিঠিতে জানতে পেরেছেন, মিস নোব্‌ল্ পরাধীন ভারতের সবকিছু চাক্ষুষ দেখতে চান।

“কাল তার উত্তর দিয়েছি।” – কে, কিসের উত্তর দিয়েছেন?

স্বামী বিবেকানন্দ স্টার্ডির একখানি চিঠি পেয়ে তার উত্তর দিয়েছেন 1897 খ্রিস্টাব্দের 28 জুলাই।

“তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে;” – আবশ্যকতার কারণ কী?

মিস মুলারের কাছ থেকে স্বামী বিবেকানন্দ মিস নোব্‌ল্ -এর কর্মপ্রণালী সম্বন্ধে যা জেনেছেন, তাতে লিখিত পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে।

কল্যাণীয়া মিস নোবেল বলে সম্বোধন করে স্বামী বিবেকানন্দ যাঁকে চিঠি লিখেছেন তাঁর সম্পূর্ণ নাম কী?

মার্গারেট এলিজাবেথ নোবেল।

আলমোড়া থেকে স্বামীজি মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন। দু-এককথায় আলমোড়ার বর্ণনা দাও।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আলমোড়া অবস্থিত। আলমোড়ার ওপর দিয়ে কোশী নদী প্রবাহিত হয়েছে। এখানকার নৈসর্গিক শোভা অতুলনীয়।

স্বামী বিবেকানন্দ স্টার্টির চিঠি থেকে কী জানতে পেরেছিলেন?

মিস নোবেল ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প।

ভারতের নারীসমাজের উন্নতির জন্য কেমন ব্যক্তির প্রয়োজন?

প্রকৃত সিংহীর মতো তেজস্বিনী নারীর প্রয়োজন।

কিন্তু বিঘ্নও আছে বহু। — কোন্ কাজে বিঘ্ন আছে?

ভারতবর্ষের, বিশেষত ভারতের নারীসমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে।

কিন্তু বিঘ্নও আছে বহু। — বিঘ্নগুলি কী কী?

ভারতবর্ষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদি।

মিস নোবেল এদেশে এলে নিজেকে কীভাবে দেখতে পাবেন?

অসংখ্য অর্ধ-উলঙ্গ নরনারী দ্বারা পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবেন।

তোমাকে খামখেয়ালি মনে করবে। — কারা কাকে খামখেয়ালি মনে করবে?

শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে।

এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস কর – এখানে এসব বলতে কোন্ সবের কথা বলা হয়েছে?

ভারতবর্ষের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, অস্পৃশ্যতা, গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং ইউরোপীয় সুখস্বাচ্ছন্দ্যের অভাব।

তবু আমার যেটুকু প্রভাব আছে – সেই প্রভাব দিয়ে বক্তা কী করবেন বলেছেন?

ভারতীয়দের উন্নতির কাজে মিস নোবেলকে সাহায্য করবেন।

কর্মে ঝাঁপ দেওয়ার পরে সাফল্যের পাশাপাশি আর কী কী ঘটার সম্ভাবনা থাকতে পারে?

কাজে বিফল হওয়া এবং কর্মে বিরক্তি আসার সম্ভাবনা।

মরদ কি বাত হাতি কা দাঁত – পুরুষের কথার সঙ্গে হাতির দাঁতের কোন্ সাদৃশ্যসূত্র লেখক দেখেছেন?

হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ভিতরে যায় না, তেমনি যথার্থ পুরুষের প্রতিশ্রুতির কখনও নড়চড় হয় না।

একবার বেরুলে আর ভিতরে যায় না। — কী?

প্রকৃত পুরুষের দেওয়া কথা আর হাতির দাঁত।

আমাকে আমরণ তোমার পাশেই পাবে — কী কী ঘটলেও বক্তা উদ্দিষ্ট ব্যক্তির পাশেই থাকবেন?

কোনো কারণে ভারতীয়দের জন্য কাজ না করলেও বা বেদান্ত ধর্ম ত্যাগ করলেও।

আবার তোমাকে একটু সাবধান করা দরকার – কী বিষয়ে উদ্দিষ্ট ব্যক্তিকে সাবধান করা দরকার?

ভারতে জনসেবামূলক কাজে মিস মুলার কিংবা অন্যের আশ্রয়ে না থেকে আত্মনির্ভর হতে হবে।

মিস মুলারের চরিত্রের দুটি গুণের পরিচয় দাও।

সহৃদয় ও অমায়িক।

মিস মুলারের চরিত্রের দুটি ত্রুটির উল্লেখ করো।

রুক্ষ মেজাজ ও অস্থিরচিত্ত।

এটা অবশ্য তাঁর সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক — উদ্দিষ্ট ব্যক্তির সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক হিসেবে কোন্ বিষয়ের উল্লেখ করা হয়েছে?

নিজের ও ইউরোপ-আমেরিকা থেকে আগত বন্ধুদের জন্য কলকাতায় বাড়ি ভাড়া নেওয়ার পরিকল্পনা।

স্বামী বিবেকানন্দ মিসেস সেভিয়ারকে কোন্ অভিধায় ভূষিত করেছেন?

“নারীকুলের রত্নবিশেষ”।

মিসেস সেভিয়ার কেমন মহিলা?

অত্যন্ত ভালো ও স্নেহময়ী; “নারীকুলের রত্নবিশেষ” বলে উল্লেখিত।

তুমি এলে তোমার সহকর্মিরূপে তাঁদের পেতে পারো – সেভিয়ার দম্পতিকে সহকর্মীরূপে পেলে কী সুবিধা হবে?

এদেশের মানুষের (বিশেষত নারীসমাজের) দ্রুত উন্নতি হবে।

মিসেস বুল কোথায় থাকতেন?

আমেরিকার বস্টন শহরে।

তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন — কারা, কখন, কোথা থেকে ইউরোপ হয়ে এদেশে আসছেন?

মিস ম্যাকলাউড ও মিসেস বুল; শরৎকালে; আমেরিকা থেকে।

স্বামীজি মিস নোবেলকে ম্যাকলাউড আর বুলের সঙ্গে এদেশে আসার পরামর্শ দিয়েছেন কেন?

দীর্ঘপথের যাত্রার একঘেয়েমি দূর করার জন্য।

ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন?

মি. স্টার্টি।

অনন্ত ভালোবাসা জানবে। — যাঁকে ভালোবাসা জানানো হয়েছে তাঁর সঙ্গে বক্তার সম্পর্ক কী?

লেখকের আদর্শ ও ভাবধারার একনিষ্ঠ অনুরাগিণী।

ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী?

মার্গারেট এলিজাবেথ নোবেল।

ভগিনী নিবেদিতা কত খ্রিস্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন?

1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর; উত্তর আয়ার্ল্যান্ডের ডাংগানন শহরে।

মিস নোবেল কোথায় স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন?

ইংল্যান্ডে।

মিস নোবেল ভারতে আসতে চেয়েছিলেন কেন?

ভারতের সার্বিক উন্নয়ন ও নারীসমাজের উন্নতির জন্য।

মিস নোবেলের লেখা একটি বইয়ের নাম লেখো।

The Master as I Saw Him।

নিবেদিতা বালিকা বিদ্যালয় কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন?

ভারতীয় আদর্শে স্ত্রীশিক্ষা প্রচলনের উদ্দেশ্যে।

কয়েকটি চিঠিতে স্বামীজি মিসেস বুলকে কী বলে সম্বোধন করেছেন?

“মা” বা “ধীরামাতা”।

মিস ম্যাকলাউডের পুরো নাম কী?

মিস জোসেফাইন ম্যাকলাউড।

মিসেস সেভিয়ারের শ্রেষ্ঠ কীর্তি কী?

মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা।

মিস মুলারের সম্পূর্ণ নাম কী?

মিস হেনরিয়েটা মুলার।


আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘চিঠি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব

উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা