নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – টীকা

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের গুরুত্বপূর্ণ টীকা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-সালোকসংশ্লেষ-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

C3 চক্র (C3 Cycle) সম্পর্কে টীকা লেখো।

C3 চক্র (C3 Cycle) – সালোকসংশ্লেষের অন্ধকারদশায় যে চক্রাকার বিক্রিয়াপথে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় RuBisCO -এর উপস্থিতিতে CO2 আবদ্ধকরণ, 3C যুক্ত প্রথম স্থায়ী যৌগ PGA উৎপাদন, গ্লুকোজ ও RuBP সংশ্লেষ ঘটে, তাকে C3 চক্র বলে। এই সমগ্র C3 বিক্রিয়াপথটি বিজ্ঞানী কেলভিন ও তাঁর সহকর্মীরা আবিষ্কার করেন বলে একে কেলভিন চক্রও বলা হয়।

C3 চক্রের বিক্রিয়াপথ –

  1. অঙ্গার আত্তীকরণ।
  2. ফসফোগ্লিসারিক।
  3. অ্যাসিড উৎপাদন।
  4. ফসফোগ্লিসার‍্যালডিহাইড সংশ্লেষ।
  5. গ্লুকোজ উৎপাদন।
  6. RuBP -এর পুনরুৎপাদন।

C3 চক্রের তাৎপর্য –

  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ PGA 3 কার্বন (C) যুক্ত হয় বলে একে C3 চক্র বলে।
  2. প্রায় সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদেই এই বিক্রিয়াপথের মাধ্যমে শর্করা সংশ্লেষ ঘটে।

ফোটোলাইসিস ( Photolysis) সম্পর্কে টীকা লেখো।

ফোটোলাইসিস (Photolysis) – সালোকসংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH) উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফোটোলাইসিস বলে। বিক্রিয়াটি নিম্নরূপ –

ফোটোলাইসিস

বিজ্ঞানী রবিন হিল (Robin Hill, 1937) এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন বলে একে ‘হিল বিক্রিয়া’ বলা হয়।

ফোটোলাইসিসের গুরুত্ব –

জল সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে H+ ও OH আয়নে বিশ্লিষ্ট হয়।

2H2Oক্লোরোফিলসূর্যালোকH++OH

H+ পাতার NADP+ -এর সঙ্গে যুক্ত হয়ে NADPH + H+ গঠন করে।

NADP+ + 2H+ + 2e → 2NADPH + H+

OH থেকে নির্গত ইলেকট্রন (e) সক্রিয় ক্লোরোফিলকে স্থিতাবস্থায় ফিরিয়ে আনে। সক্রিয় ক্লোরোফিল + e → সুস্থিত ক্লোরোফিল।

[OH] মূলক অক্সিজেনের (O2) উৎসরূপে কাজ করে।

2OH2OH+2e

[OH]+[OH]12O2+H2O

অথবা, 4[OH]2H2O2

2H2O22H2O+O2

জলের ফোটোলাইসিস বিক্রিয়া ও অক্সিজেন নির্গমন

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের টীকা নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর