নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-সালোকসংশ্লেষ-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

আলোকদশা (Light Phase) ও অন্ধকারদশার (Dark Phase) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

বিষয়আলোকদশাঅন্ধকারদশা
সূর্যালোকসূর্যালোক নির্ভর দশা।সূর্যালোক নিরপেক্ষ দশা।
গৃহীত পদার্থজল (H2O) ও সূর্যালোক।কার্বন ডাইঅক্সাইড (CO2)।
উৎপাদিত পদার্থঅক্সিজেন (O2), NADPH + H+ + ATP + H2Oগ্লুকোজ (C6H12O6)।
বিক্রিয়া স্থানক্লোরোপ্লাস্টের গ্রাণা।ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা।
শক্তির রূপান্তরসৌরশক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়।রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়।
বিজারণNADP+ বিজারিত হয়।CO2 বিজারিত হয়।

সালোকসংশ্লেষ (Photosynthesis) ও অঙ্গার আত্তীকরণের (Carbon Assimilation) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

বিষয়সালোকসংশ্লেষঅঙ্গার আত্তীকরণ
প্রকৃতিক্লোরোফিল ও আলোক নির্ভর প্রক্রিয়া।ক্লোরোফিল ও আলোক নিরপেক্ষ প্রক্রিয়া।
সংঘটন স্থানক্লোরোপ্লাস্টের গ্রাণা ও স্ট্রোমা।ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা।
অক্সিজেনঅক্সিজেন নির্গত হয়।অক্সিজেন নির্গত হয় না।
উৎপাদিত পদার্থগ্লুকোজ (C6H12O6)।ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।

আবর্তাকার (Cyclic) ও অনাবর্তাকার (Non-Cyclic) ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য লেখো।

বিষয়আবর্তাকার ফটোফসফোরাইলেশনঅনাবর্তাকার ফটোফসফোরাইলেশন
রঞ্জকতন্ত্রকেবলমাত্র PS-I অংশগ্রহণ করে।PS-I এবং PS-II উভয়ই অংশগ্রহণ করে।
NADP+ -এর বিজারণNADP+ -এর বিজারণ ঘটে না।NADP+ -এর বিজারণ ঘটে।
জলের আলোক বিয়োজনহয় না।হয়।
অক্সিজেন (O2) নির্গমনহয় না।হয়।
ATP সংশ্লেষণATP সংশ্লেষণ হয় দুটি পর্যায়ে।একটি পর্যায়ে ATP সংশ্লেষণ ঘটে।
আলোকরশ্মির ব্যবহারদীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে।দীর্ঘতর এবং ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে।

ফোটোলাইসিস (Photolysis) ও ফটোফসফোরাইলেশনের (Photophosphorylation) মধ্যে পার্থক্য লেখো।

বিষয়ফোটোলাইসিসফোটোফসফোরাইলেশন
সংজ্ঞাযে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল কর্তৃক কোশস্থ জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH) উৎপন্ন হয়, তাকে ফটোলাইসিস বলে।যে প্রক্রিয়ায় আলোকের উপস্থিতিতে ATP -এর সংশ্লেষণ ঘটে, তাকে ফটোফসফোরাইলেশন বলে।
বিক্রিয়াH2O → H+ + OHADP + Pi → ATP
প্রকারভেদনেই।দুই প্রকার হয়, যথা – [1] আবর্তকার ফোটোফসফোরাইলেশন, [2] অনাবর্তকার ফোটোফসফোরাইলেশন।

গ্রাণা (Grana) ও স্ট্রোমার (Stroma) মধ্যে পার্থক্য লেখো।

বিষয়গ্রাণাস্ট্রোমা
প্রকৃতিচ্যাপটা থলির মতো থাইলাকয়েডের সমান্তরাল বিন্যাস দ্বারা গঠিত।জেলির মতো অর্ধস্বচ্ছ কোলয়েডীয় তরল পদার্থ দ্বারা গঠিত।
ক্লোরোফিলউপস্থিত।অনুপস্থিত।
RuBisCOঅনুপস্থিত।উপস্থিত।
সালোকসংশ্লেষে ভূমিকাআলোকদশার সংঘটনস্থল। সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে।অন্ধকারদশার সংঘটনস্থল। কার্বন ডাইঅক্সাইডের আবদ্ধকরণ ঘটে।

শোষণ বর্ণালি ও কার্যবর্ণালির মধ্যে পার্থক্য লেখো।

বিষয়শোষণ বর্ণালিকার্যবর্ণালি
সংজ্ঞাআলোকবর্ণালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনো একটি রঞ্জক শোষণ করে, তাকে ওই রঞ্জকের শোষণ বর্ণালি বলে।আলোকবর্ণালির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি হয়, তাকে সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালি বলে।
সংখ্যাকোনো রঞ্জকের এক বা একাধিক শোষণ বর্ণালি থাকতে পারে।সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালি দুটি। আলোক বর্ণালির লাল এবং নীল আলো।
সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কসালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্ক বাধ্যতামূলক নয়।সর্বদাই কার্যবর্ণালি সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত।

সালোকসংশ্লেষের মুখ্য রঞ্জক ও সহায়ক রঞ্জকের মধ্যে পার্থক্য লেখো।

বিষয়সালোকসংশ্লেষের মুখ্য রঞ্জকসালোকসংশ্লেষের সহায়ক রঞ্জক
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ভূমিকাপ্রধান ভূমিকা পালন করে।সরাসরি অংশগ্রহণ করে না।
উপাদানক্লোরোফিল (a এবং b)।ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন।
শোষণ বর্ণালিমুখ্য রঞ্জকের শোষণ বর্ণালিই হল সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালি (লাল ও নীল)।কার্যবর্ণালির অন্তর্গত বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে।

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর