এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর উপবিভাগ ‘জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস : ট্যাক্সোনমি’ -এর গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি
ট্যাক্সোনমি (Taxonomy) ও শ্রেণিবিন্যাসের (Classification) মধ্যে পার্থক্য লেখো।
ট্যাক্সোনমি (Taxonomy) ও শ্রেণিবিন্যাসের (Classification) মধ্যে পার্থক্য –
| বিষয় | ট্যাক্সোনমি | শ্রেণিবিন্যাস |
| সংজ্ঞা | জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণিবিন্যাস করার পদ্ধতিকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। | সম্পর্কযুক্ত জীবের বিজ্ঞানসম্মত উপায়ে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। |
| প্রবক্তা | ট্যাক্সোনমি শব্দটির প্রবক্তা হলেন অগাস্তিন পি দ্য ক্যানডোল। | বিজ্ঞানী সিম্পসন শ্রেণিবিন্যাসের ধারণা দেন। |
| প্রকারভেদ | ট্যাক্সোনমির কোনো প্রকারভেদ লক্ষ করা যায় না। | শ্রেণিবিন্যাস প্রধানত তিন রকমের হয়, যথা – কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনিগত শ্রেণিবিন্যাস। |
ট্যাক্সন (Taxon) ও ক্যাটেগরির (Category) মধ্যে পার্থক্য লেখো।
ট্যাক্সন (Taxon) ও ক্যাটেগরির (Category) মধ্যে পার্থক্য –
| বিষয় | ট্যাক্সন | ক্যাটেগরি |
| সংজ্ঞা | ট্যাক্সন একটি জীবগোষ্ঠীকে নির্দেশ করে। | ক্যাটেগরি শ্রেণিবিন্যাসের র্যাংক (rank) বা পদকে নির্দেশ করে। |
| প্রকারভেদ | এটি কেবলমাত্র একপ্রকার হয়। | এটি দু-প্রকার। যথা – মুখ্য র্যাংক ও গৌণ র্যাংক। |
| উদাহরণ | দ্বিবীজপত্রী, একবীজপত্রী, ব্যক্তবীজী, সরীসৃপ, স্তন্যপায়ী। | রাজ্য, পর্ব বা বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। |
জীবের পাঁচটি রাজ্য এবং উদ্ভিদরাজ্য ও প্রাণীরাজ্যের শ্রেণিবিন্যাস
রাজ্য মনেরা (Monera) ও রাজ্য প্রোটিস্টার (Protista) মধ্যে পার্থক্য দেখাও।
রাজ্য মনেরা (Monera) ও রাজ্য প্রোটিস্টার (Protista) মধ্যে পার্থক্য –
| বিষয় | রাজ্য মনেরা | রাজ্য প্রোটিস্টা |
| জীব | এককোশী, প্রোক্যারিওটিক। | এককোশী, ইউক্যারিওটিক। |
| প্রজননিক বস্তু | নিউক্লিওয়েড বা প্রোক্রোমোজোম। | ক্রোমোজোম। |
| পর্দাবৃত কোশীয় অঙ্গাণু | থাকে না। | থাকে। |
| রাইবোজোম | 70S প্রকৃতির। | 80S প্রকৃতির। |
| কোশপ্রাচীর | থাকে। উপাদান – পেপটাইডোগ্লাইকান। | কোনো কোনো ক্ষেত্রে থাকে। উপাদান – সেলুলোজ। |
| গমন অঙ্গ | ফ্ল্যাজেলা। | সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ বা মায়োনিম তন্তু। |
| উদাহরণ | ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া | অ্যামিবা, ইউগ্লিনা। |
শৈবাল (Algae) ও ছত্রাকের (Fungi) মধ্যে পার্থক্য লেখো।
শৈবাল (Algae) ও ছত্রাকের (Fungi) মধ্যে পার্থক্য –
| বিষয় | শৈবাল | ছত্রাক |
| ক্লোরোফিল | উপস্থিত। | অনুপস্থিত। |
| পুষ্টি | স্বভোজী। | পরভোজী (মৃতজীবী)। |
| কোশপ্রাচীর | সেলুলোজ দ্বারা নির্মিত। | কাইটিন দ্বারা নির্মিত। |
| সঞ্চিত খাদ্য | শ্বেতসার বা স্টার্চ। | গ্লাইকোজেন। |
| অবস্থান | প্রধানত জলে বাস করে। | প্রধানত স্থলে বাস করে। |
| উদাহরণ | ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা, ল্যামিনারিয়া, পলিসাইফোনিয়া প্রভৃতি। | ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস প্রভৃতি। |
ব্রায়োফাইটা (Bryophyta) ও টেরিডোফাইটার (Pteridophyta) মধ্যে পার্থক্য লেখো।
ব্রায়োফাইটা (Bryophyta) ও টেরিডোফাইটার (Pteridophyta) মধ্যে পার্থক্য –
| বিষয় | ব্রায়োফাইটা (মসবর্গীয়) | টেরিডোফাইটা (ফার্নবর্গীয়) |
| উদ্ভিদদেহ | থ্যালাস বা মূলসদৃশ, কাণ্ডসদৃশ ও পাতাসদৃশ অঙ্গযুক্ত। | প্রকৃত মূল, কাণ্ড ও পাতাযুক্ত। |
| প্রকৃতি | প্রধান উদ্ভিদদেহ লিঙ্গধর (গ্যামেটোফাইটিক)। | প্রধান উদ্ভিদদেহ রেণুধর (স্পোরোফাইটিক)। |
| জলশোষণকারী অঙ্গ | রাইজয়েড। | মূল। |
| সংবহন কলা | অনুপস্থিত (নন ভাসকুলার)। | উপস্থিত (ভাসকুলার)। |
| রেণু | ক্যাপসুলের মধ্যে থাকে এবং সমরেণু প্রকৃতির। | রেণুস্থলীর মধ্যে থাকে এবং অসমরেণু প্রকৃতির হয়। |
| উদাহরণ | রিকসিয়া (থ্যালাস), পোগোনেটাম (উন্নত শ্রেণি)। | মারসিলিয়া, ইকুইজিটাম, লাইকোপোডিয়াম। |
টেরিডোফাইটা (Pteridophyta) ও সপুষ্পক উদ্ভিদ (Phanerogamae) -এর মধ্যে পার্থক্য লেখো।
টেরিডোফাইটা (Pteridophyta) ও সপুষ্পক উদ্ভিদ (Phanerogamae) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | টেরিডোফাইটা (ফার্নবর্গীয়) | সপুষ্পক উদ্ভিদ (ফ্যানেরোগ্যামি) |
| প্রকৃতি | ফুল ও বীজহীন উদ্ভিদ। | ফুল ও বীজযুক্ত উদ্ভিদ। |
| গ্যামেটোফাইট | ক্ষুদ্র কিন্তু স্বাধীন। | খাদ্যের জন্য রেণুধর বা স্পোরোফাইটের ওপর নির্ভরশীল। |
| জনন অঙ্গ | প্রচ্ছন্ন। | প্রকট। |
| উদ্ভিদ দেহ | প্রধানত বীরুৎ শ্রেণির। | বীরুৎ, গুল্ম বা বৃক্ষ শ্রেণির। |
| মূল | অস্থানিক প্রকৃতির। | অস্থানিক বা স্থানিক প্রকৃতির। |
| কাণ্ড | রাইজোম বা গ্রন্থিকাণ্ড। | বীরুৎ, গুল্ম বা বৃক্ষ। |
| উদাহরণ | লাইকোপোডিয়াম, মারসিলিয়া। | ধান, আমগাছ, পাইন। |
অপুষ্পক উদ্ভিদ (Cryptogamae) ও সপুষ্পক উদ্ভিদের (Fanerogamae) মধ্যে পার্থক্য লেখো।
অপুষ্পক উদ্ভিদ (Cryptogamae) ও সপুষ্পক উদ্ভিদের (Fanerogamae) মধ্যে পার্থক্য –
| বিষয় | অপুষ্পক উদ্ভিদ (ক্রিপটোগ্যামি) | সপুষ্পক উদ্ভিদ (ফ্যানেরোগ্যামি) |
| দেহের গঠন | থ্যালাস বা মূল, কাণ্ড, পাতায় বিভেদিত। | মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে। |
| ফুল | ফুল সৃষ্টি হয় না। | ফুল সৃষ্টি হয়। |
| বীজ | বীজ গঠিত হয় না। | বীজ গঠিত হয়। |
| সংবহনকলা | সংবহনকলাবিহীন বা সংবহনকলাযুক্ত। | সমস্ত উদ্ভিদই সংবহনকলাযুক্ত। |
| নিষেক | নিষেকে জলের প্রয়োজন ঘটে। | নিষেকে বহিঃপরিবেশের জলের প্রয়োজন হয় না। |
| উদাহরণ | শৈবাল, মস, ফার্ন। | পাইন, সাইকাস, ধান, আম। |
ব্যক্তবীজী (Gymnosperm) ও গুপ্তবীজী (Angiosperm) উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
ব্যক্তবীজী (Gymnosperm) ও গুপ্তবীজী (Angiosperm) উদ্ভিদের মধ্যে পার্থক্য –
| বিষয় | ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম | গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম |
| উদ্ভিদদেহ | গুল্ম বা বৃক্ষজাতীয় এবং বহুবর্ষজীবী। | বীরুৎ, গুল্ম বা বৃক্ষজাতীয় এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী। |
| ফুল | বৃতি, দলমণ্ডল, পুষ্পপুটবিহীন এবং একলিঙ্গ। | বৃতি, দলমণ্ডল বা পুষ্পপুটযুক্ত এবং একলিঙ্গ বা উভলিঙ্গ হয়। |
| ফল | গঠিত হয় না। | গঠিত হয়। |
| বীজ | নগ্ন, ফলের মধ্যে আবদ্ধ থাকে না। | ফলের মধ্যে আবদ্ধ থাকে। |
| সস্য | হ্যাপ্লয়েড (n), নিষেকের আগে গঠিত হয়। | ট্রিপ্লয়েড (3n), নিষেকের পরে গঠিত হয়। |
| সংবহনকলা | জাইলেমে জাইলেমবাহিকা ও ফ্লোয়েমে সঙ্গীকোশ থাকে না। | জাইলেম জাইলেমবাহিকা ও ফ্লোয়েম সঙ্গীকোশযুক্ত হয়। |
| বীজপত্র | দুই -এর বেশি। | একটি বা দুটি। |
| উদাহরণ | পাইন, সাইকাস প্রভৃতি। | ধান, গম, আম, বট প্রভৃতি গাছ। |
একবীজপত্রী (Monocotyledonae) ও দ্বিবীজপত্রী (Dicotyledonae) উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
একবীজপত্রী (Monocotyledonae) ও দ্বিবীজপত্রী (Dicotyledonae) উদ্ভিদের মধ্যে পার্থক্য –
| বিষয় | একবীজপত্রী (মনোকটিলিডোনি) | দ্বিবীজপত্রী (ডাইকটিলিডোনি) |
| বীজপত্র | ভ্রুণ একটি বীজপত্রযুক্ত হয়। | ভ্রুণ দুটি বীজপত্রযুক্ত হয়। |
| শিরাবিন্যাস | পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। | পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। |
| সংবহন কলা | কান্ডের নালিকাবান্ডিল যুক্ত প্রকৃতির অর্থাৎ, জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। | কান্ডের নালিকাবান্ডিল বদ্ধ প্রকৃতির অর্থাৎ, জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে না। |
| মূলতন্ত্র | অস্থানিক প্রকৃতির এবং গুচ্ছমূল হয়। | স্থানিক প্রকৃতির। প্রধানমূল, মূলত্র, বর্ধনশীল, মূলরোম ও স্থায়ী অঞ্চলযুক্ত হয়। |
| গৌণ বৃদ্ধি | ঘটে না (ব্যতিক্রম – ড্রাসিনা, উক্কা প্রভৃতি গাছ)। | ঘটে। |
| ফুল | প্রতিটি স্তবকের সংখ্যা তিন বা তিনের গুণিতক। | প্রতিটি স্তবকের সংখ্যা চার বা পাঁচ বা তার গুণিতক। |
| বীজ | সস্যল এবং বীজত্বক ও ফলত্বক পরস্পর যুক্ত থাকে। | অসস্যল এবং ফলত্বক ও বীজত্বক পৃথক থাকে। |
অ্যানিলিডা (Annelida) ও আর্থ্রোপোডার (Arthropoda) মধ্যে পার্থক্য লেখো।
অ্যানিলিডা (Annelida) ও আর্থ্রোপোডার (Arthropoda) মধ্যে পার্থক্য –
| বিষয় | অ্যানিলিডা | আর্থ্রোপোডা |
| দেহগঠন | দেহ আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত। এগুলি বাইরের এবং ভিতরের দিকে স্পষ্ট। | দেহ কেবলমাত্র বাইরের দিক থেকে খণ্ডকযুক্ত। |
| আবরণ | পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। | দেহ কাইটিননির্মিত শক্ত, জলনিরোধক বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। |
| সিলোম | প্রকৃত সিলোম বর্তমান। | সিলোমে রক্ত উন্মুক্ত হয় বলে একে হিমোসিল বলে। |
| রেচন অঙ্গ | নেফ্রিডিয়া। | ম্যালপিজিয়ান নালিকা। |
| সংবহন তন্ত্র | বদ্ধ প্রকৃতির। | মুক্ত প্রকৃতির। |
| অন্তঃক্ষরা গ্রন্থি | থাকে না। | থাকে। যেমন – কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা অ্যালাটা প্রভৃতি। |
| গমন অঙ্গ | সিটা বা প্যারাপোডিয়া বা চোষক। | সন্ধিল পা ও ডানা। |
| উদাহরণ | কেঁচো, জোঁক। | আরশোলা, চিংড়ি, কাঁকড়া। |
মোলাস্কা (Mollusca) ও একাইনোডারমাটার (Echinodermata) মধ্যে পার্থক্য নির্দেশ করো।
মোলাস্কা (Mollusca) ও একাইনোডারমাটার (Echinodermata) মধ্যে পার্থক্য –
| বিষয় | মোলাস্কা | একাইনোডারমাটা |
| আবরণ | দেহ খোলক দ্বারা আবৃত। | দেহত্বক অসিকল দ্বারা আবৃত। |
| মস্তক | বর্তমান (ব্যতিক্রম – বাইভালভিয়া)। | অনুপস্থিত। |
| ম্যান্টল পর্দা | থাকে। | থাকে না। |
| গমন অঙ্গ | অঙ্কীয় অংশলপদ। | নালিপদ। |
| সংবহন | দেহে রক্তসংবহন তন্ত্র উপস্থিত। | দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত। |
| উদাহরণ | শামুক, ঝিনুক, অক্টোপাস প্রভৃতি। | তারামাছ, ব্রিটল স্টার, সমুদ্র শশা প্রভৃতি। |
অমেরুদণ্ডী (Invertebrate) ও মেরুদণ্ডী প্রাণীর (Vertebrate) মধ্যে পার্থক্য দেখাও।
অমেরুদণ্ডী (Invertebrate) ও মেরুদণ্ডী প্রাণীর (Vertebrate) মধ্যে পার্থক্য –
| বিষয় | অমেরুদণ্ডী | মেরুদণ্ডী |
| নোটোকর্ড | অনুপস্থিত। | নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। |
| কঙ্কাল | অন্তঃকঙ্কাল থাকে না। | অন্তঃকঙ্কাল থাকে এবং তা তরুণাস্থি বা অস্থিনির্মিত। |
| নার্ভকর্ড | নিরেট ও দেহের অঙ্কদেশে অবস্থিত। | ফাঁপা, তরলপূর্ণ ও দেহের পৃষ্ঠদেশ বরাবর উপস্থিত থাকে। |
| হৃৎপিণ্ড | থাকে না। যদি থাকে, তা পৌষ্টিকনালির পৃষ্ঠদেশে অবস্থিত। | উন্নত ও দেহের অঙ্কদেশে অবস্থিত। |
| হিমোগ্লোবিন | থাকলে তা রক্তরসে দ্রবীভূত থাকে। | RBC -তে অবস্থিত। |
| রক্তসংবহন | মুক্ত বা বন্ধ। | সবসময়ই বদ্ধ। |
| উদাহরণ | হাইড্রা, স্পঞ্জ, তারামাছ, কেন্নো প্রভৃতি। | মাছ, ব্যাং, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। |
কর্ডাটা (Chordata) ও অকর্ডটার (Non-chordata) মধ্যে পার্থক্য লেখো।
কর্ডাটা (Chordata) ও অকর্ডটার (Non-chordata) মধ্যে পার্থক্য –
| বিষয় | কর্ডাটা | অকর্ডাটা |
| নোটোকর্ড | জীবনের কোনো একটি পর্যায়ে অথবা সারাজীবন উপস্থিত থাকে। | থাকে না। |
| নার্ভকর্ড | দেহের পৃষ্ঠভাগে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জুরূপে থাকে। | সাধারণত থাকে না। থাকলেও দেহের অঙ্কীয়দিকে নিরেট স্নায়ুরজ্জুরূপে অবস্থান করে। |
| গলবিলীয় ফুলকা ছিদ্র | জীবনচক্রের কোনো না কোনো সময়ে উপস্থিত থাকে। | থাকে না। |
| লেজ | থাকে। | থাকে না। |
| হৃৎপিণ্ড | পৌষ্টিকনালির অঙ্কিয়ালে অবস্থিত | সাধারণত থাকে না। থাকলেও পৌষ্টিকনালির পৃষ্ঠীয় দিকে থাকে। |
কর্ডেট (Chordate) ও ভার্টিব্রেট (Vertebrate) -এর মধ্যে পার্থক্য লেখো।
কর্ডেট (Chordate) ও ভার্টিব্রেট (Vertebrate) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | কর্ডেট | ভার্টিব্রেট |
| নোটোকর্ড | ভ্রুণ অবস্থায় অথবা সারাজীবন ধরে নোটোকর্ড থাকে। | ভ্রুণ অবস্থায় নোটোকর্ড উপস্থিত কিন্তু পরিণত অবস্থায় তা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। |
| ক্রেনিয়াম | মস্তক ক্রেনিয়ামের দ্বারা সুরক্ষিত থাকতে পারে অথবা নাও থাকতে পারে। | মস্তিষ্ক ক্রেনিয়ামের দ্বারা সুরক্ষিত। |
| মস্তিষ্কের প্রকৃতি | মস্তিষ্ক উন্নত বা অনুন্নত হতে পারে। | মস্তিষ্ক সর্বদা উন্নত। |
| মেরুদণ্ড | মেরুদণ্ড থাকে অথবা নাও থাকতে পারে। | মেরুদণ্ড থাকে। |
অ্যাগনাথা (Agnatha) ও ন্যাথোস্টোমাটার (Gnathostomata) মধ্যে পার্থক্য লেখো।
অ্যাগনাথা (Agnatha) ও ন্যাথোস্টোমাটার (Gnathostomata) মধ্যে পার্থক্য –
| বিষয় | অ্যাগনাথা | ন্যাথোস্টোমাটা |
| চোয়াল | থাকে না। | থাকে। |
| মুখছিদ্র | মুখছিদ্র গোলাকার ও চোষক প্রকৃতির হয়। | মুখছিদ্র সাধারণত আড়াআড়ি এবং চোষকবিহীন। |
| অন্তঃকঙ্কাল | তরুণাস্থিবিশিষ্ট হয়। | অস্থি বা তরুণাস্থিবিশিষ্ট হতে পারে। |
| উদাহরণ | ল্যামপ্রে। | রুইমাছ। |
কনড্রিকথিস (Chondrichthyes) ও অসটিকথিস (Osteichthyes) -এর মধ্যে পার্থক্য লেখো।
কনড্রিকথিস (Chondrichthyes) ও অসটিকথিস (Osteichthyes) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | কনড্রিকথিস (ইলাসমোব্রাঙ্কি) | অসটিকথিস (টিলিয়স্ট) |
| অন্তঃকঙ্কাল | তরুণাস্থি দ্বারা নির্মিত। | অস্থি দ্বারা নির্মিত। |
| আঁশ | প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত। | সাইক্লয়েড, টিনয়েড আঁশ দ্বারা আবৃত। |
| ফুলকা | অনাবৃত এবং 5-7 জোড়া থাকে। | কানকো দ্বারা আবৃত এবং 4 জোড়া থাকে। |
| লেজ | হেটারোসারকাল। | হোমোসারকাল বা ডাইফিসারকাল। |
| পটকা | থাকে না। | থাকে। |
| মুখছিদ্র | অঙ্কীয়দেশে থাকে। | সম্মুখভাবে থাকে। |
| ক্লাসপার | পুরুষ মাছের শ্রোণি পাখনার মাঝখানে সঙ্গম অঙ্গ ক্লাসপার থাকে। | এদের ক্লাসপার থাকে না। |
| নিষেক | অন্তঃনিষেক ঘটে। | বহিঃনিষেক ঘটে। |
| উদাহরণ | হাঙর, শংকরমাছ, টর্পেডো। | রুইমাছ, কইমাছ, সি-হর্স। |
উভচর (Amphibia) ও সরীসৃপ (Reptilia) -এর মধ্যে পার্থক্য লেখো।
উভচর (Amphibia) ও সরীসৃপ (Reptilia) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | উভচর (অ্যাম্ফিবিয়া) | সরীসৃপ (রেপটিলিয়া) |
| দেহত্বক | নগ্ন ও গ্রন্থিময়। | শুষ্ক, কেরাটিনাইজড আঁশ দ্বারা আবৃত। |
| অবস্থান | লার্ভা অবস্থায় জলে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে কাটায়। এজন্য এরা উভচর। | জীবনের সমস্ত দশাই স্থলে কাটায়। এজন্য এরা স্থলচর। |
| নখ | আঙুল নখরবিহীন। | আঙুল নখরযুক্ত। |
| নিষেক | বহিঃনিষেক ঘটে। | অন্তঃনিষেক ঘটে। |
| হৃৎপিণ্ড | তিনটি প্রকোষ্ঠযুক্ত – দুটি অলিন্দ ও একটি নিলয়। | তিনটি প্রকোষ্ঠযুক্ত – দুটি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভেদিত নিলয় (ব্যতিক্রম – কুমির, নিলয় সম্পূর্ণভাবে বিভাজিত)। |
| উদাহরণ | ব্যাং, স্যালাম্যানডার, ইকথিওফিস। | সাপ, গিরগিটি, কচ্ছপ প্রভৃতি। |
পক্ষী (Aves) ও স্তন্যপায়ী (Mammalia) -এর মধ্যে পার্থক্য নির্দেশ করো।
পক্ষী (Aves) ও স্তন্যপায়ী (Mammalia) -এর মধ্যে পার্থক্য নির্দেশ –
| বিষয় | পক্ষী (অ্যাভিস) | স্তন্যপায়ী (ম্যামালিয়া) |
| দেহত্বক | পালক দ্বারা আবৃত। | লোম দ্বারা আবৃত। |
| ডানা | অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। | ডানা অনুপস্থিত। |
| স্তনগ্রন্থি | থাকে না। | থাকে। |
| চক্ষু | চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে এবং দাঁতবিহীন। | চোয়াল চঞ্চুতে পরিণত হয়নি এবং দাঁতযুক্ত। |
| ত্বকগ্রন্থি | প্রিনগ্রন্থি বা তৈলগ্রন্থি বর্তমান। | ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি বর্তমান। |
| মধ্যচ্ছদা | থাকে না। | থাকে। |
| অস্থি | হালকা, স্পঞ্জি ও বায়ুপূর্ণ। | বায়ুগহ্বর থাকে না এবং ভারী। |
| অ্যাওর্টিক আর্চ | হৃৎপিণ্ড থেকে দক্ষিণ অ্যাওর্টিক আর্চ সৃষ্টি হয়। | হৃৎপিণ্ড থেকে বাম অ্যাওর্টিক আর্চ সৃষ্টি হয়। |
| মূত্রথলি | থাকে না। | থাকে। |
| অপত্য সৃষ্টি | ডিম পাড়ে। | শাবক প্রসব করে (ব্যতিক্রম – হংসচঞ্চু ডিম পাড়ে |
| উদাহরণ | পায়রা, ময়ূর, উটপাখি ইত্যাদি। | ইঁদুর, কুকুর, হাতি, মানুষ ইত্যাদি। |
এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর উপবিভাগ ‘জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস : ট্যাক্সোনমি’ -এর পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন