ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।

Rohit

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো
ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো
Contents Show

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ –

ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। 2001-20011 খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি 1 লক্ষ 93 হাজার 422 জন। বর্তমানে 2020 সালে ভারতের জনসংখ্যা 138 কোটি 4 হাজার 385 জন। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হল –

উচ্চ জন্মহার –

2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী, ভারতে মোট জন্মহার 21.8 জন প্রতি হাজারে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ফলে উচ্চ জন্মহার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী।

নিম্ন মৃত্যুহার –

আর্থসামাজিক উন্নতি ও চিকিৎসাবিজ্ঞান -এর উন্নতির জন্য ভারতে মৃত্যুহার অনেকাংশে হ্রাস পেয়েছে। 2020 খ্রিস্টাব্দে গণনা অনুযায়ী ভারতের জন্মহার 7.3 জন প্রতি 1000 জনে। জন্মহার ও মৃত্যুহারের এই পার্থক্য ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।

অধিক পরিব্রাজন –

স্বাধীনতার পর দেশভাগের সময় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে বহু মানুষ ভারতে চলে এসেছে এবং  পাকাপাকি ভাবে বসবাস শুরু করেছে। বর্তমানে বেআইনিভাবে এবং চাকরি বা শিক্ষাসূত্রে অনেকেই পরিব্রাজিত হয়েছে ভারতে। ফলে ভারতের জনসংখ্যা দ্রুতবৃদ্ধি পাচ্ছে।

বাল্যবিবাহ –

ভারতের ছেলেদের 21 বছর ও মেয়েদের 18 বছরের ঊর্ধ্বে বিয়ে দেওয়া আইনত অপরাধ। কিন্তু এই বিধিনিষেধ অমান্য করে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলেও অনেক জায়গায় ছেলেদের ও মেয়েদের নির্দিষ্ট বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। ফলে মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা ও সময়সীমা বেড়ে যায় এবং জন্মের হার বৃদ্ধি পায়।

কুসংস্কার –

ভারতে এখনও অনেক মানুষ ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন থাকে যে পুত্রসন্তান একমাত্র বংশের মর্যাদা রক্ষা করবে, পিতামাতার মৃত্যুর পরে তার পারলৌকিক ক্রিয়া সম্পাদন করবে। এছাড়া বার্ধক্য অবস্থায় পিতামাতাকে দেখাশোনা করবে, নিরাপত্তা প্রদান করবে।

শিক্ষার অভাব –

ভারতে অনেক মানুষ শিক্ষার অভাবে কুসংস্কারাছন্ন, যা ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।

অন্যান্য কারণ –

  1. বিপর্যয়ের প্রভাব।
  2. মেয়েদের স্বল্প সামাজিক মর্যাদা।
  3. দরিদ্র মানুষদের অর্থনৈতিক নিরাপত্তা লাভের আশায় পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করে।
  4. বহু বিবাহ প্রথা প্রভৃতির জন্য ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

2011 সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। বর্তমানে (2024 সাল) জনসংখ্যা প্রায় 140 কোটির বেশি।

ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রধান কারণ কী?

ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে —
1. উচ্চ জন্মহার (প্রতি হাজারে 21.8 জন, 2011 অনুযায়ী)।
2. মৃত্যুহার হ্রাস (স্বাস্থ্য সুবিধার উন্নতি)।
3. অশিক্ষা ও কুসংস্কার (পুত্রসন্তান কামনা, বাল্যবিবাহ)।
4. অনিয়ন্ত্রিত অভিবাসন (প্রতিবেশী দেশ থেকে আগমন)।

উচ্চ জন্মহার জনসংখ্যা বৃদ্ধিতে কীভাবে প্রভাব ফেলে?

ভারতে জন্মহার অনেক বেশি (প্রতি হাজারে 21.8), যা স্বাভাবিকের তুলনায় বেশি। এর ফলে প্রতি বছর কোটি কোটি নতুন শিশুর জন্ম হয়, জনসংখ্যা দ্রুত বাড়ে।

মৃত্যুহার কমে যাওয়ার সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক কী?

চিকিৎসাবিজ্ঞানের উন্নতির কারণে মৃত্যুহার কমেছে (প্রতি হাজারে 7.3, 2020 অনুযায়ী)। আগে যেখানে রোগে-শোকে অনেক মানুষ মারা যেত, এখন তা নিয়ন্ত্রিত। ফলে জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান জনসংখ্যা বৃদ্ধি করছে।

বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?

বাল্যবিবাহের ফলে মেয়েদের গর্ভধারণের সময়সীমা বেড়ে যায়। 18 বছরের আগে বিয়ে হলে একজন মহিলার বেশি সন্তান জন্মদানের সম্ভাবনা থাকে, যা জনসংখ্যা বৃদ্ধি করে।

কুসংস্কার কীভাবে জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে?

অনেক পরিবার “পুত্রসন্তান” চায়, যতক্ষণ না পুত্রসন্তান জন্ম নেয়, ততক্ষণ সন্তান নেওয়া চালিয়ে যায়। এতে পরিবারে সদস্য সংখ্যা বাড়ে।

শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধিতে কীভাবে প্রভাব ফেলে?

অশিক্ষিত মানুষ প্রায়ই পরিবার পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ বা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানে না। ফলে অনিয়ন্ত্রিতভাবে সন্তান জন্ম দেয়।

অভিবাসন কীভাবে ভারতে জনসংখ্যা বাড়াচ্ছে?

বাংলাদেশ, নেপাল, মিয়ানমার থেকে বহু মানুষ ভারতে আসে (আইনত/বেআইনি ভাবে)। এরা স্থায়ীভাবে বসবাস করায় জনসংখ্যা বাড়ছে।

দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী?

দরিদ্র পরিবারগুলি মনে করে, “যত বেশি সদস্য, তত বেশি উপার্জনকারী”। আবার সরকারি সুবিধা (রেশন কার্ড, বিনামূল্যে চিকিৎসা) পেতেও তারা বেশি সন্তান নেয়।

জনসংখ্যা বৃদ্ধি রোধে ভারত সরকার কী ব্যবস্থা নিয়েছে?

জনসংখ্যা বৃদ্ধি রোধে ভারত সরকারের ব্যবস্থা –
1. পরিবার পরিকল্পনা কর্মসূচি (2 সন্তানের নীতি)।
2. মহিলা শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা।
3. বাল্যবিবাহ রোধ আইন।
4. কন্যা সন্তান উৎসাহিতকরণ (বেটি বাঁচাও, বেটি পড়াও)।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

স্ট্যাটুইটারি টাউন ও সেনসাস টাউন কাকে বলে

স্ট্যাটুইটারি টাউন ও সেনসাস টাউন কাকে বলে? ভারতে নগরায়ণের সমস্যাগুলি কী কী?

ভারতের নগরায়ণের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা করো

ভারতের নগরায়ণের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা করো।

জনঘনত্ব অনুসারে ভারতবর্ষকে শ্রেণিবিভাগ করো

জনঘনত্ব অনুসারে ভারতবর্ষকে শ্রেণিবিভাগ করো।

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।

স্ট্যাটুইটারি টাউন ও সেনসাস টাউন কাকে বলে? ভারতে নগরায়ণের সমস্যাগুলি কী কী?

ভারতের নগরায়ণের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা করো।

জনঘনত্ব অনুসারে ভারতবর্ষকে শ্রেণিবিভাগ করো।

ভারতের নগরায়ণের বৈশিষ্ট্যগুলি কী কী?