নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য – জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস : ট্যাক্সোনমি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর উপবিভাগ জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস : ট্যাক্সোনমি’ -এর গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জীবন ও তার বৈচিত্র্য-জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস-ট্যাক্সোনমি-জীবনবিজ্ঞান-নবম
Contents Show

ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

শ্রেণিবিন্যাস বিধি বা ট্যাক্সোনমির জনক হলেন বিজ্ঞানী –

  1. ক্যানডোল
  2. লিনিয়াস
  3. অ্যারিস্টট্ল
  4. থিওফ্রাসটাস

উত্তর – 2. লিনিয়াস

‘ট্যাক্সোনমি’ শব্দটি প্রথম প্রবর্তন করেন –

  1. জন রে
  2. লিনিয়াস
  3. ক্যানডোল
  4. থিওফ্রাসটাস

উত্তর – 3. ক্যানডোল

‘সিস্টেমেটিক্স’ শব্দটি প্রথম ব্যবহার করেন –

  1. ল্যামার্ক
  2. লিনিয়াস
  3. অ্যারিস্টট্ল
  4. সিম্পসন

উত্তর – 4. সিম্পসন

ট্যাক্সোনমির ক্ষুদ্রতম এককটি হল –

  1. প্রজাতি
  2. গণ
  3. গোত্র
  4. রাজ্য

উত্তর – 1. প্রজাতি

ট্যাক্সোনমির সর্ববৃহৎ এককটি হল –

  1. পর্ব
  2. শ্রেণি
  3. বর্গ
  4. রাজ্য

উত্তর – 4. রাজ্য

লিনিয়ান হায়ারার্কিতে ট্যাক্সার সংখ্যা –

  1. 4
  2. 6
  3. 7
  4. 8

উত্তর – 3. 7

পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠী হল –

  1. গণ
  2. গোত্র
  3. বর্গ
  4. শ্রেণি

উত্তর – 1. গণ

সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলা হয় –

  1. শনাক্তকরণ
  2. নামকরণ
  3. ট্যাক্সোনমি
  4. শ্রেণিবিন্যাস

উত্তর – 4. শ্রেণিবিন্যাস

শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে বলে –

  1. প্রজাতি
  2. ট্যাক্সন
  3. গোত্র
  4. বর্গ

উত্তর – 2. ট্যাক্সন

পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত হয় –

  1. বর্গ
  2. গণ
  3. প্রজাতি
  4. রাজ্য

উত্তর – 1. বর্গ

পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত হয় –

  1. ট্যাক্সন
  2. গোত্র
  3. বর্গ
  4. গণ

উত্তর – 2. গোত্র

শ্রেণিবিন্যাসে গোত্রের নীচে অবস্থিত হায়ারার্কি হল –

  1. গণ
  2. প্রজাতি
  3. বর্গ
  4. কোনোটিই নয়

উত্তর – 1. গণ

হায়ারার্কি শ্রেণিবিন্যাস প্রচলন করেন –

  1. হুকার
  2. বেন্থাম
  3. লিনিয়াস
  4. সিম্পসন

উত্তর – 3. লিনিয়াস

কোন্ সজ্জাক্রমটি সঠিক? –

  1. পর্ব, শ্রেণি, গোত্র, বর্গ
  2. পর্ব, বর্গ, গোত্র, শ্রেণি
  3. পর্ব, বর্গ, শ্রেণি, গণ
  4. পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র

উত্তর – 4. পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র

মানুষের বিজ্ঞানসম্মত নামের গণ নামটি হল –

  1. Homo
  2. Pavo
  3. Oryza
  4. Mangifera

উত্তর – 1. Homo

Amoeba proteus -এই দ্বিপদ নামে ‘proteus’ অংশটি হল –

  1. গণ
  2. প্রজাতি
  3. উপপ্রজাতি

উত্তর – 2. প্রজাতি

ম্যাঙ্গিফেরা ইন্ডিকা সূচিত করে –

  1. ত্রিপদ নামকরণ
  2. দ্বিপদ নামকরণ
  3. ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম
  4. ক্যাটেগোরি

উত্তর – 2. দ্বিপদ নামকরণ

জীবের বিজ্ঞানসম্মত নাম সর্বদা লেখা হয় যে ভাষায় সেটি হল –

  1. ইংরেজি
  2. ফরাসি
  3. ল্যাটিন
  4. জার্মানি

উত্তর – 3. ল্যাটিন

শূন্যস্থান পূরণ করো

জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে ___ বলে।

উত্তর – জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে ট্যাক্সোনমি বলে।

পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গকে নিয়ে গঠিত ট্যাক্সনকে বলে ___।

উত্তর – পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গকে নিয়ে গঠিত ট্যাক্সনকে বলে শ্রেণি

শ্রেণিবিন্যাস করার প্রথম প্রয়াস লক্ষ করা যায় ছান্দোগ্য ___ -এ।

উত্তর – শ্রেণিবিন্যাস করার প্রথম প্রয়াস লক্ষ করা যায় ছান্দোগ্য উপনিষদ -এ।

বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে ___ বলে।

উত্তর – বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে।

প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ___।

উত্তর – প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জন রে

ট্যাক্সোনমির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রাহক শাখাটি হল ___।

উত্তর – ট্যাক্সোনমির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রাহক শাখাটি হল সিস্টেমেটিক্স

‘দ্য হিস্টোরিয়া প্ল্যান্টেরাম’ গ্রন্থের রচয়িতা হলেন বিজ্ঞানী ___।

উত্তর – ‘দ্য হিস্টোরিয়া প্ল্যান্টেরাম’ গ্রন্থের রচয়িতা হলেন বিজ্ঞানী থিওফ্রাসটাস

আন্তঃপ্রজননে সক্ষম জীবগোষ্ঠীকে বলে ___।

উত্তর – আন্তঃপ্রজননে সক্ষম জীবগোষ্ঠীকে বলে প্রজাতি।

সিম্পসন প্রণীত হায়ারার্কিতে ___ টি ট্যাক্সা আছে।

উত্তর – সিম্পসন প্রণীত হায়ারার্কিতে 21টি ট্যাক্সা আছে।

দ্বিপদ নামকরণের প্রথম নামটি হল ___।

উত্তর – দ্বিপদ নামকরণের প্রথম নামটি হল গণ নাম

দ্বিপদ নামকরণের দ্বিতীয় এবং শেষ পদটি হল ___।

উত্তর – দ্বিপদ নামকরণের দ্বিতীয় এবং শেষ পদটি হল প্রজাতি নাম

মানুষ ___ বর্গের অন্তর্গত।

উত্তর – মানুষ প্রাইমেটস বর্গের অন্তর্গত।

ঠিক বা ভুল নির্বাচন করো।

একই সাধারণ বৈশিষ্ট্যযুক্ত সমস্ত বর্গকে একটি শ্রেণির অন্তর্গত করা হয়।

উত্তর – ঠিক [✓]

হায়ারার্কি শ্রেণিবিন্যাস প্রজাতি থেকে শুরু করে শ্রেণিতে শেষ হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রাজ্য

সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীবদ্ধ করার পদ্ধতিকে বলে হায়ারার্কি।

উত্তর – ঠিক [✓]

শ্রেণিবিন্যাসের গুরুত্বপূর্ণ পর্যায় হল প্রজাতি।

উত্তর – ঠিক [✓]

ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক হলেন অগাস্তিন পি দ্য ক্যানডোলে।

উত্তর – ঠিক [✓]

জৈবিক প্রজাতির ধারণা দেন লিনিয়াস।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মেয়ার

উদ্ভিদদের নামকরণের আন্তর্জাতিক সংস্থা হল ICBN।

উত্তর – ঠিক [✓]

কুকুর, নেকড়ে, শেয়াল প্রত্যেকেই একই গণের অন্তর্গত।

উত্তর – ঠিক [✓]

দু-একটি শব্দে উত্তর দাও

দ্বিপদ নামকরণের প্রচলন কে করেন?

দ্বিপদ নামকরণের প্রচলন করেন ক্যারোলাস লিনিয়াস।

প্লিনি দ্য এলডার কোন্ বইতে প্রথম কৃত্রিম শ্রেণিবিন্যাসের প্রচলন করেন?

প্লিনি দ্য এলডার হিস্টোরিয়া ন্যাচারালিস (Historia Naturalis) বইতে প্রথম কৃত্রিম শ্রেণিবিন্যাসের প্রচলন করেন।

আমগাছ কোন্ গোত্রের অন্তর্গত?

আমগাছ অ্যানাকার্ডিয়েসি (Anacardiaceae) গোত্রের অন্তর্গত।

একটি ট্যাক্সোনমিক্যাল টুলস্ -এর নাম লেখো।

একটি ট্যাক্সোনমিক্যাল টুলস্ -এর নাম Identification key।

ক্যারোলাস লিনিয়াসের লেখা প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য পুস্তকের নাম কী?

ক্যারোলাস লিনিয়াসের লেখা প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য পুস্তকের নাম সিস্টেমা ন্যাচুরি (Systema Naturae)।

মানুষের শ্রেণি উল্লেখ করো।

মানুষের শ্রেণি হল ম্যামালিয়া।

মানুষ কোন্ গোত্রের অন্তর্গত?

মানুষ হোমিনিডি গোত্রের অন্তর্গত।

ট্যাক্সোনমিক হায়ারার্কি কে প্রবর্তন করেন?

বিজ্ঞানী লিনিয়াস ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রবর্তন করেন।

কী কী পদের সাহায্যে বৈজ্ঞানিক নামকরণ করা হয়?

গণ ও প্রজাতি পদের সাহায্যে বৈজ্ঞানিক নামকরণ করা হয়।

মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?

মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)।

বিন্যাসবিধি অনুযায়ী কোন্ গ্রন্থে প্রাণী প্রজাতির উল্লেখ করা হয়েছে?

ক্যারোলাস লিনিয়াস রচিত ‘সিস্টেমা ন্যাচুরি’ (Systema Naturae) গ্রন্থে প্রাণী প্রজাতির উল্লেখ করা হয়েছে।

ক্যারোলাস লিনিয়াস রচিত উদ্ভিদদের বর্ণনামূলক গ্রন্থের নাম কী?

ক্যারোলাস লিনিয়াস রচিত উদ্ভিদদের বর্ণনামূলক গ্রন্থের নাম হল – ‘স্পিসিস প্ল্যান্টেরাম’ (Species Plantarum)।

কী (Key) কাকে বলে?

পারস্পরিক বৈসাদৃশ্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শ্রেণিভুক্তকরণ পদ্ধতিকে কী (Key) বলে।

ইকোটাইপ (Ecotype) কাকে বলে?

বাস্তুতান্ত্রিক কারণে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠী জিনগত দিক থেকে পৃথক থাকলে, তাকে ইকোটাইপ (Ecotype) বলা হয়।

হায়ারার্কির এককগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।

হায়ারার্কির এককগুলির ঊর্ধ্বক্রম হল – প্রজাতি → গণ → গোত্র → বর্গ → শ্রেণি → পর্ব/বিভাগ → রাজ্য।

সিনোনিম (Synonym) কী?

কোনো একটি প্রজাতির জীবের একের অধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকলে, তখন ওই নামগুলিকে বলা হয় সিনোনিম বা বহুনাম। যেমন – (Thea chinensis = Camellia sinensis)।

টটোনিম (Tautonym) কী?

কোনো দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নামে গণ (Genus) ও প্রজাতি (Species) -এর নাম যদি একই পদ দিয়ে তৈরি হয়, তখন তাকে টটোনিম বলা হয়। যেমন – Malus malus।

হোমোনিম (Homonym) কী?

যখন কোনো দুটি পৃথক প্রজাতি বা গণের নামকরণ একই হয়, তখন তাকে হোমোনিম বা সমোচ্চারিত নাম বলে। এক্ষেত্রে প্রথমের দেওয়া নামটিকে বৈধ এবং পরবর্তী নামটিকে লেটার হোমোনিম (Later homonym) বলা হয়। যেমন – Impatiens capensis Thunberg (1974) হল Impatiens capiensis Murburg (1775) -এর লেটার হোমোনিম।

টাইপ স্পেসিমেন (Type Specimen) কাকে বলে?

জীবের নামকরণের পর জীবের নমুনা অংশটি পরিচিত সংস্থায় সংরক্ষিত রাখতে হয়। সংরক্ষিত জীবের নমুনা অংশটিকে টাইপ স্পেসিমেন বলা হয়।

ICBN -এর পুরো নাম কী?

ICBN -এর পুরো নাম – International Code of Botanical Nomenclature।

ICZN -এর পুরো নাম কী?

ICZN -এর পুরো নাম – International Code of Zoological Nomenclature।

থিওফ্রেস্টাস এর লেখা গ্রন্থের নাম কী? এই গ্রন্থে কতগুলি উদ্ভিদের কথা আছে?

থিওফ্রেস্টাসের লেখা গ্রন্থের নাম ‘হিস্টোরিয়া প্ল্যান্টেরাম’ এবং এতে প্রায় 500টি উদ্ভিদের শ্রেণিবিন্যাসের কথা আছে।

ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটি বইয়ের নাম কী?

লিনিয়াসের লেখা দুটি বই হল –
1. স্পিসিস প্ল্যান্টেরাম (1753)।
2. সিস্টেমা ন্যাচুরি (1758)।

দ্বিপদ নামকরণ কাকে বলে?

যে পদ্ধতির সাহায্যে জীবজগতের প্রতিটি জীবের বিজ্ঞানসম্মত নামকরণে গণ (Genus) ও প্রজাতি (Species) নামক দুটি পদ ব্যবহার করা হয়, তাকে দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) বলে। যেমন – আমের বিজ্ঞানসম্মত নাম – ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica)।

ক্যারোলাস লিনিয়াসের প্রকৃত নাম কী এবং তিনি কীভাবে নিজের নাম লিখতেন?

ক্যারোলাস লিনিয়াসের প্রকৃত নাম ছিল Carl Von Linne। তিনি দ্বিপদ নামকরণের আবিষ্কারক এবং জনক হিসেবে নিজের নামকেও দ্বিপদ নামকরণের মতো করে লেখেন Carolus linnaeus।

আর্কিওপটেরিক্স কীভাবে সরীসৃপ ও পাখির মধ্যে ‘হৃতযোজক’ হিসেবে বিবেচিত হয়?

আর্কিওপটেরিক্স হল সরীসৃপ ও পক্ষী শ্রেণির মধ্যে ‘হৃতযোজক’ বা ‘Missing link’। এদের জীবাশ্ম থেকে জানা যায় যে, এদের সরীসৃপদের মতো দাঁত ও পাখিদের মতো ডানা ছিল। এর থেকে বোঝা যায় সরীসৃপ শ্রেণি থেকেই পক্ষী শ্রেণির উদ্ভব হয়েছে।

টোপোনিম কী?

যদি কোনো জীবের নামকরণ তার বাসস্থান বা ভৌগোলিক অঞ্চলের অনুসারে করা হয় তবে সেই নামকরণ করাকে টোপোনিম (Toponym) বলে।

Obligate categories কাকে বলে?

হায়ারার্কি শ্রেণিবিন্যাসে ব্যবহৃত সাতটি মূল ট্যাক্সনগুলিকে Obligate categories বলে।

বোধমূলক প্রশ্নোত্তর

প্রশ্নউত্তর
পৃথিবীর জীবজগৎকে আমিই প্রথম অ্যানাইমা (Anaima) ও ইনাইমা (Enaima) নামক দুটি বিভাগে ভাগ করেছিলাম। আমি হলাম গ্রিক দার্শনিক। আমি কে?অ্যারিস্টট্ল
জীবজগতের প্রতিটি জীবকে নামকরণের ক্ষেত্রে দুটি পদ ব্যবহার করার পদ্ধতি আমি প্রথম আবিষ্কার করেছিলাম। আমি হলাম একজন সুইডিশ চিকিৎসক। আমি কে?ক্যারোলাস লিনিয়াস
জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে জীবগোষ্ঠীর শ্রেণিবিন্যাস করার পদ্ধতি আবিষ্কার করি আমরা কয়েকজন, আমরা কারা?থিওফ্রাসটাস, সিসালপিনো ও অ্যারিস্টট্ল
বিজ্ঞানী লিনিয়াসের পর আমিই সর্বপ্রথম জীবজগতের শ্রেণিবিন্যাসের সুবিধার্থে হায়ারার্কিতে 11টি ধাপ বা ট্যাক্সা সংযোজন করি। আমি কে?সিম্পসন

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো

বামদিকডানদিকউত্তর
1. ট্যাক্সোনমি নামকরণ করেন(i) ক্যারোলাস লিনিয়াস
1 → (iv)
2. দ্বিপদ নামকরণের জনক(ii) হাক্সলে2 → (i)
3. জৈবিক প্রজাতি নামকরণ করেন(iii) জন রে3 → (v)
4. ট্যাক্সোনমির জনক বলা হয়(iv) ক্যানডোল4 → (vi)
5. ‘প্রজাতি’ শব্দটি প্রথম ব্যবহার করেন(v) মেয়ার5 → (iii)
6. ‘New Systematics’ শব্দটি প্রবর্তন করেন(vi) লিনিয়াস6 → (ii)
7. শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম এককটি হল(vii) প্রজাতি7 → (vii)
8. হায়ারার্কির প্রতিটি ধাপকে বলা হয়(viii) ক্যাটেগরি8 → (viii)
(ix) গণ

পরিচিত কিছু উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম

অ্যামিবাAmoeba proteusঅ্যামিবা প্রোটিয়াস
কেঁচোPheretima posthumaফেরেটিমা পসথুমা
আরশোলাPeriplaneta americanaপেরিপ্ল্যানেটা আমেরিকানা
জলচর শামুকPila globosaপাইলা গ্লোবোসা
রুই মাছLabeo rohitaলেবিও রোহিতা
কুনোব্যাংBufo melanostictusবুফো মেলানোসটিক্টাস
টিকটিকিHemiductylus fluviviridisহেমিডাকটাইলাস ফ্লুভিভিরিডিস
গোখরো সাপNaja najaনাজা নাজা
পায়রাColumba liviaকলম্বা লিভিয়া
বাঘPanthera tigrisপ্যান্থেরা টাইগ্রিস
মানুষHomo sapiensহোমো স্যাপিয়েন্স
আম গাছMangifera indicaম্যাঙ্গিফেরা ইন্ডিকা
ধান গাছOryza sativaওরাইজা স্যাটিভা
ভুট্টা গাছZea maysজিয়া মেইজ
নারকেল গাছCocos nuciferaকোকোস নুসিফেরা
বট গাছFicus benghalensisফাইকাস বেঙ্গলেনসিস
কলা গাছMusa sapientumমুসা স্যাপিয়েনটাম
জবা গাছHibiscus rosa-sinensisহিবিসকাস রোজা-সাইনেনসিস
মটর গাছPisum sativumপাইসাম স্যাটিভাম
লেবু গাছCitrus medicaসাইট্রাস মেডিকা
পেঁপে গাছCarica papayaক্যারিকা পাপায়া
আলু গাছSolanum tuberosumসোলানাম টিউবেরোসাম
গম গাছTriticum aestivumট্রিটিকাম অ্যাসটিভাম

জীবের পাঁচটি রাজ্য এবং উদ্ভিদরাজ্য ও প্রাণীরাজ্যের শ্রেণিবিন্যাস

সঠিক উত্তরটি নির্বাচন করো।

জীবের পাঁচরাজ্য শ্রেণিবিন্যাস করেন –

  1. ক্যারোলাস লিনিয়াস
  2. অ্যারিস্টট্ল
  3. হোয়াইটেকার
  4. থিওফ্রাসটাস

উত্তর – 3. হোয়াইটেকার

হোয়াইটেকার জীবজগৎকে কটি ভাগে ভাগ করেছেন? –

  1. 5 ভাগ
  2. 2 ভাগ
  3. 4 ভাগ
  4. 3 ভাগ

উত্তর – 1. 5 ভাগ

কোন্ রাজ্যের সমস্ত সদস্যই এককোশী, আণুবীক্ষণিক ও প্রোক্যারিওট? –

  1. মোনেরা
  2. প্রোটিস্টা
  3. অ্যানিম্যালিয়া
  4. প্ল্যান্টি

উত্তর – 1. মোনেরা

অনুন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় –

  1. ব্যাকটেরিয়াতে
  2. ক্লোরেল্লাতে
  3. মানুষে
  4. স্পাইরোগাইরায়

উত্তর – 1. ব্যাকটেরিয়াতে

হোয়াইটেকারের শ্রেণিবিন্যাসে ব্যাকটেরিয়াকে কোন্ রাজ্যের অন্তর্গত করা হয়েছে? –

  1. মোনেরা
  2. প্রোটিস্টা
  3. প্ল্যান্টি
  4. ফানজি

উত্তর – 1. মোনেরা

একটি প্রোটোজোয়া পর্বের প্রাণী হল –

  1. সাইকন
  2. হাইড্রা
  3. প্যারামেসিয়াম
  4. স্কাইফা

উত্তর – 3. প্যারামেসিয়াম

স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হল –

  1. মোনেরা
  2. প্রোটিস্টা
  3. ফাংগি
  4. প্ল্যান্টি

উত্তর – 2. প্রোটিস্টা

একটি জীব এককোশী, আণুবীক্ষণিক, ইউক্যারিওট এবং ক্লোরোফিলবিহীন। জীবটিকে কোন্ রাজ্যের অন্তর্গত করবে? –

  1. মনেরা
  2. প্রোটিস্টা
  3. প্ল্যান্টি
  4. ফানজি

উত্তর – 4. ফানজি

মিউকর হল একপ্রকার –

  1. ছত্রাক
  2. অ্যালগি
  3. ফার্ন
  4. মস

উত্তর – 1. ছত্রাক

লাইকেন -এর দেহগঠনে অংশগ্রহণ করে –

  1. শৈবাল ও ব্যক্তবীজী উদ্ভিদ
  2. শৈবাল ও ছত্রাক
  3. শৈবাল ও ফার্ন
  4. শৈবাল ও মস

উত্তর – 4. শৈবাল ও মস

‘প্রোটোনিমা’ কাদের ক্ষেত্রে দেখা যায়? –

  1. অ্যালগি
  2. ফানজি
  3. মস
  4. ফার্ন

উত্তর – 2. ফানজি

কোন্ রাজ্যের অন্তর্গত সমস্ত সদস্যই ইউক্যারিওটিক ও ক্লোরোফিল যুক্ত? –

  1. মনেরা
  2. প্রোটিস্টা
  3. প্ল্যান্টি
  4. অ্যানিম্যালিয়া

উত্তর – 3. প্ল্যান্টি

কোন্ উদ্ভিদ গোষ্ঠীকে ‘উদ্ভিদরাজ্যের উভচর’ বলা হয়? –

  1. শৈবাল
  2. মস
  3. ফার্ন
  4. ব্যক্তবীজী

উত্তর – 2. মস

জাইলেমবিহীন উদ্ভিদ –

  1. সেলাজিনেল্লা
  2. রাইনিয়া
  3. রিকসিয়া
  4. সাইকাস

উত্তর – 3. রিকসিয়া

কোন্ অপুষ্পক উদ্ভিদগোষ্ঠী সংবহন কলাযুক্ত হয়? –

  1. শৈবাল
  2. মস
  3. ফার্ন
  4. সবগুলি

উত্তর – 3. ফার্ন

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে প্রকৃত মূল, কাণ্ড ও পাতার উদ্ভব ঘটেছে? –

  1. শৈবাল
  2. ব্যক্তবীজী
  3. গুপ্তবীজী
  4. ফার্ন

উত্তর – 4. ফার্ন

ড্রায়োপটেরিস যে উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত –

  1. শৈবাল
  2. ব্রায়োফাইটা
  3. টেরিডোফাইটা
  4. ব্যক্তবীজী

উত্তর – 3. টেরিডোফাইটা

কোন্ উদ্ভিদগোষ্ঠী উন্নততম অপুষ্পক উদ্ভিদগোষ্ঠী রূপে গণ্য হয়? –

  1. শৈবাল
  2. ব্রায়োফাইটা
  3. টেরিডোফাইটা
  4. জিমনোস্পার্ম

উত্তর – 3. টেরিডোফাইটা

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে বীজ গঠিত হলেও ফল গঠিত হয় না? –

  1. টেরিডোফাইটা
  2. ব্রায়োফাইটা
  3. অ্যানজিওস্পার্ম
  4. জিমনোস্পার্ম

উত্তর – 4. জিমনোস্পার্ম

প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো –

  1. কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি
  2. টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর
  3. মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত
  4. ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর

উত্তর – 4. ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর

পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় –

  1. একবীজপত্রী উদ্ভিদে
  2. দ্বিবীজপত্রী উদ্ভিদে
  3. ব্যক্তবীজী উদ্ভিদে
  4. গুপ্তবীজী উদ্ভিদে

উত্তর – 1. একবীজপত্রী উদ্ভিদে

সিউডোসিলোম দেখা যায় –

  1. নিডারিয়া
  2. চ্যাপটাকৃমি
  3. নিমাটহেলমিনথিস
  4. অ্যানিলিডা পর্বে

উত্তর – 3. নিমাটহেলমিনথিস

কোন্ পর্বের প্রাণীর দেহ অসংখ্য ছিদ্রযুক্ত হয়? –

  1. নিডারিয়া
  2. পরিফেরা
  3. অ্যানিলিডা
  4. আর্থ্রোপোডা

উত্তর – 2. পরিফেরা

পরিফেরা পর্বের প্রাণীদের দেহগহ্বর যে কোশ দ্বারা আবৃত থাকে তা হল –

  1. কোয়ানোব্লাস্ট
  2. অস্টিওব্লাস্ট
  3. অ্যামিবোসাইট
  4. কোয়ানোসাইট

উত্তর – 4. কোয়ানোসাইট

নিমাটোসিস্ট কোন্ পর্বের প্রাণীদেহে দেখা যায়? –

  1. নিডারিয়া
  2. টিনোফোরা
  3. পরিফেরা
  4. অ্যানিলিডা

উত্তর – 1. নিডারিয়া

প্রদত্ত কোন্ জোড়াটি সঠিক? –

  1. নিডারিয়া-ফ্লেমকোশ
  2. টিনোফোরা-কোলোব্লাস্ট কোশ
  3. পরিফেরা-নিডোব্লাস্ট কোশ
  4. অ্যানিলিডা-কোয়ানোসাইট কোশ

উত্তর – 2. টিনোফোরা-কোলোব্লাস্ট কোশ

টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদেহে চিরুনি প্লেটের সংখ্যা –

  1. 4টি
  2. 8টি
  3. 10টি
  4. 12টি

উত্তর – 2. 8টি

কোম্বপ্লেটের কাজ হল –

  1. গমন
  2. রেচন
  3. জনন
  4. আত্মরক্ষা

উত্তর – 1. গমন

ফ্লেমসেল কোন্ পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ? –

  1. পরিফেরা
  2. প্ল্যাটিহেলমিনথিস
  3. নিডারিয়া
  4. মোলাস্কা

উত্তর – 2. প্ল্যাটিহেলমিনথিস

মেটামেরিক খন্ডীভবন দেখা যায় –

  1. পরিফেরা
  2. নিডারিয়া
  3. টিনোফোরা
  4. অ্যানিলিডা পর্বে

উত্তর – 4. অ্যানিলিডা

কোন্ পর্বের প্রাণীদেহে সন্ধিল উপাঙ্গ বর্তমান? –

  1. মোলাস্কা
  2. অ্যানিলিডা
  3. একাইনোডারমাটা
  4. আর্থোপোডা

উত্তর – 4. আর্থ্রোপোডা

কোন্ পর্বের অধিকাংশ জীবের ওমাটিডিয়াম থাকে –

  1. কর্ডাটা
  2. মোলাস্কা
  3. আর্থ্রোপোডা
  4. একাইনোডারমাটা

উত্তর – 3. আর্থ্রোপোডা

ম্যান্টল নামক আবরণী যে প্রাণী পর্বের বৈশিষ্ট্য সেটি হল –

  1. অ্যানিলিডা
  2. আর্থ্রোপোডা
  3. মোলাস্কা
  4. কর্ডাটা

উত্তর – 3. মোলাস্কা

মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের গমন অঙ্গ হল –

  1. ক্ষণপদ
  2. দ্বিপদ
  3. মাংসল পদ
  4. নালিপদ

উত্তর – 3. মাংসল পদ

আমার দেহ নরম ও অখণ্ডিত, আমার দেহে ম্যান্টল পর্দা থাকে। আমি কে বলো? –

  1. মোলাস্কা
  2. আর্থ্রোপোডা
  3. হেমিকর্ডাটা
  4. অ্যানিলিডা

উত্তর – 1. মোলাস্কা

জলসংবহনতন্ত্র, নালিপদ (টিউবফিট), অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ কোন্ পর্বের বৈশিষ্ট্য? –

  1. একাইনোডারমাটা
  2. কর্ডাটা
  3. আর্থ্রোপোডা
  4. অ্যানিলিডা

উত্তর – 1. একাইনোডারমাটা

কোন্ পর্বের সকল সদস্য সামুদ্রিক? –

  1. পরিফেরা
  2. নিডারিয়া
  3. একাইনোডারমাটা
  4. আর্থ্রোপোডা

উত্তর – 3. একাইনোডারমাটা

নোটোকর্ড, নার্ভকর্ড ও গলবিলীয় ফুলকাছিদ্র কোন্ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? –

  1. একাইনোডারমাটা
  2. মোলাস্কা
  3. কর্ডাটা
  4. আর্থ্রোপোডা

উত্তর – 3. কর্ডাটা

নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে যে উপপর্বে তা হল –

  1. হেমিকর্ডাটা
  2. ইউরোকর্ডাটা
  3. সেফালোকর্ডাটা
  4. ভার্টিব্রাটা

উত্তর – 4. ভার্টিব্রাটা

কোন্ শ্রেণিভুক্ত প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা নির্মিত? –

  1. রেপটিলিয়া
  2. কনড্রিকথিস
  3. অ্যাভিস
  4. অসটিকথিস

উত্তর – 2. কনড্রিকথিস

কোন্ প্রাণীটির দেহে প্ল্যাকয়েড আঁশ ও হেটারোসারকাল লেজ দেখা যায়? –

  1. রুইমাছ
  2. হাঙর
  3. তারামাছ
  4. সিলভারফিশ

উত্তর – 2. হাঙর

পটকা দেখা যায় –

  1. হাঙর -এর দেহে
  2. ব্যাঙাচি -এর দেহে
  3. সি-হর্স -এর দেহে
  4. তারামাছ -এর দেহে

উত্তর – 3. সি হর্স -এর দেহে

‘শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দিয়ে ঢাকা দেহ’ এটি কোন্ গোষ্ঠীর প্রাণীর বৈশিষ্ট্য? –

  1. স্তন্যপায়ী
  2. একাইনোডার্মাটা
  3. সরীসৃপ
  4. উভচর

উত্তর – 3. সরীসৃপ

কোন্ গোষ্ঠীর প্রাণীরা বুকে হেঁটে চলে? –

  1. অ্যাম্ফিবিয়া
  2. ম্যামালিয়া
  3. রেপটিলিয়া
  4. অ্যাভিস

উত্তর – 3. রেপটিলিয়া

পাবিহীন সরীসৃপ হল –

  1. সাপ
  2. গোসাপ
  3. কুমির
  4. কচ্ছপ

উত্তর – 1. সাপ

হৃৎপিণ্ড চারপ্রকোষ্ঠযুক্ত কোন্ সরীসৃপের? –

  1. সাপ
  2. টিকটিকি
  3. কুমির
  4. কচ্ছপ

উত্তর – 3. কুমির

কোনটি অ্যাভিস বা পক্ষী শ্রেণির বৈশিষ্ট্য নয়? –

  1. চঞ্চুর উপস্থিতি
  2. দেহত্বক পালক দ্বারা আবৃত
  3. স্তনগ্রন্থি বর্তমান
  4. ডানার উপস্থিতি

উত্তর – 3. স্তনগ্রন্থি বর্তমান

স্তনগ্রন্থি, কর্নছত্র, লোম প্রভৃতি কোন্ শ্রেণিভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য? –

  1. রেপটিলিয়া
  2. অ্যাম্ফিবিয়া
  3. অ্যাভিস
  4. ম্যামালিয়া

উত্তর – 4. ম্যামালিয়া

মারসুপিয়াম থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণীটি হল –

  1. মানুষ
  2. ক্যাঙারু
  3. হংসচঞ্চু
  4. হরিণ

উত্তর – 2. ক্যাঙারু

তিমি কোন্ শ্রেণিভুক্ত প্রাণী? –

  1. কনড্রিকথিস
  2. অ্যাভিস
  3. অসটিকথিস
  4. ম্যামালিয়া

উত্তর – 4. ম্যামালিয়া

কোন্ মেরুদণ্ডী প্রাণীর RBC নিউক্লিয়াসবিহীন হয়? –

  1. উট
  2. মানুষ
  3. ব্যাং
  4. সাপ

উত্তর – 2. মানুষ

কোন্ মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীতে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝে মধ্যচ্ছদা বর্তমান? –

  1. সরীসৃপ
  2. পাখি
  3. মাছ
  4. স্তন্যপায়ী

উত্তর – 4. স্তন্যপায়ী

কোন্ স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? –

  1. ইঁদুর
  2. হংসচঞ্চু
  3. ক্যাঙারু
  4. ঘোড়া

উত্তর – 2. হংসচঞ্চু

শূন্যস্থান পূরণ করো

আদি নিউক্লিয়াসযুক্ত, পর্দাবৃত কোশীয় অঙ্গাণুবিহীন জীবকে ___ রাজ্যের অন্তর্গত করা হয়।

উত্তর – আদি নিউক্লিয়াসযুক্ত, পর্দাবৃত কোশীয় অঙ্গাণুবিহীন জীবকে মোনেরা রাজ্যের অন্তর্গত করা হয়।

ব্যাকটেরিয়া ___ রাজ্যভুক্ত।

উত্তর – ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যভুক্ত।

নীলাভ-সবুজ শৈবাল ___ রাজ্যভুক্ত।

উত্তর – নীলাভ-সবুজ শৈবাল মোনেরা রাজ্যভুক্ত।

শৈবালে ___ থাকে, ফলে, খাদ্য তৈরিতে সক্ষম।

উত্তর – শৈবালে ক্লোরোফিল থাকে, ফলে, খাদ্য তৈরিতে সক্ষম।

___ একটি উপনিবেশ গঠনকারী শৈবাল।

উত্তর – ভলভক্স একটি উপনিবেশ গঠনকারী শৈবাল।

মসজাতীয় উদ্ভিদের মূলকে ___ এবং কান্ডকে ___ বলে।

উত্তর – মসজাতীয় উদ্ভিদের মূলকে রাইজয়েড এবং কান্ডকে কলয়েড বলে।

ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হল ___।

উত্তর – ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হল লিঙ্গধর

রিকসিয়া হল একপ্রকার ___।

উত্তর – রিকসিয়া হল একপ্রকার ব্রায়োফাইটা

সংবহনকলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ হল ___।

উত্তর – সংবহনকলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ হল টেরিডোফাইটা

ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে ___ বলে।

উত্তর – ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে প্রোটোনিমা বলে।

টেরিডোফাইটার কাণ্ড ___ প্রকৃতির।

উত্তর – টেরিডোফাইটার কাণ্ড গ্রন্থিকাণ্ড/রাইজোম প্রকৃতির।

ব্যক্তবীজী উদ্ভিদে ___ ফলের মধ্যে আবদ্ধ থাকে না।

উত্তর – ব্যক্তবীজী উদ্ভিদে বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে না।

গুপ্তবীজী উদ্ভিদে নিষেকের পরে ___ উৎপন্ন হয়।

উত্তর – গুপ্তবীজী উদ্ভিদে নিষেকের পরে সস্য উৎপন্ন হয়।

গুপ্তবীজী উদ্ভিদে বীজ ___ মধ্যে আবদ্ধ থাকে।

উত্তর – গুপ্তবীজী উদ্ভিদে বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে।

পাইনের বীজ ___ বীজপত্রযুক্ত।

উত্তর – পাইনের বীজ বহু বীজপত্রযুক্ত।

দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় ___ শিরাবিন্যাস দেখা যায়।

উত্তর – দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়।

একবীজপত্রী উদ্ভিদের পাতায় ___ শিরাবিন্যাস বর্তমান।

উত্তর – একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস বর্তমান।

সিউডোসিলোমযুক্ত প্রাণীর উদাহরণ হল ___।

উত্তর – সিউডোসিলোমযুক্ত প্রাণীর উদাহরণ হল গোলকৃমি

অসকিউলাম হল ___ পর্বের বৈশিষ্ট্য।

উত্তর – অসকিউলাম হল পরিফেরা পর্বের বৈশিষ্ট্য।

গমনে অক্ষম প্রাণী ___।

উত্তর – গমনে অক্ষম প্রাণী স্পঞ্জ।

নালিকাতন্ত্র দেখা যায় ___ পর্বে।

উত্তর – নালিকাতন্ত্র দেখা যায় পরিফেরা পর্বে।

নিডোব্লাস্ট কোশ দেখা যায় ___ পর্বে।

উত্তর – নিডোব্লাস্ট কোশ দেখা যায় নিডারিয়া পর্বে।

মিষ্টি জলের নিডারিয়ান হল ___।

উত্তর – মিষ্টি জলের নিডারিয়ান হল হাইড্রা

হাইড্রার কর্ষিকাতে ___ নামক দংশক কোশ থাকে।

উত্তর – হাইড্রার কর্ষিকাতে নিডোব্লাস্ট নামক দংশক কোশ থাকে।

টিনোফোরা পর্বের প্রাণীর গমন অঙ্গ হল ___।

উত্তর – টিনোফোরা পর্বের প্রাণীর গমন অঙ্গ হল চিরুনি প্লেট

___ পর্বে প্রথম যৌনদ্বিরূপতা দেখা যায়।

উত্তর – নিমাটহেলমিনথিস পর্বে প্রথম যৌনদ্বিরূপতা দেখা যায়।

পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসে কেঁচোর অবস্থান ___ রাজ্যে।

উত্তর – পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসে কেঁচোর অবস্থান অ্যানিম্যালিয়া রাজ্যে।

কেঁচোর গমন অঙ্গ হল ___।

উত্তর – কেঁচোর গমন অঙ্গ হল সিটা

জলজ সন্ধিপদী প্রাণীর শ্বাসঅঙ্গ হল ___।

উত্তর – জলজ সন্ধিপদী প্রাণীর শ্বাসঅঙ্গ হল বুকগিল

আর্থোপোডার বহিঃকঙ্কাল ___ নির্মিত হয়।

উত্তর – আর্থোপোডার বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত হয়।

মুক্ত রক্তসংবহনতন্ত্র উপস্থিত ___ পর্বে।

উত্তর – মুক্ত রক্তসংবহনতন্ত্র উপস্থিত আর্থ্রোপোডা পর্বে।

মোলাস্কা পর্বের প্রাণীদের খোলক ___ নির্মিত।

উত্তর – মোলাস্কা পর্বের প্রাণীদের খোলক ক্যালশিয়াম কার্বনেট নির্মিত।

শামুকের গমন অঙ্গ হল ___।

উত্তর – শামুকের গমন অঙ্গ হল অঙ্কীয় মাংসল পদ

___ পর্বের প্রাণীর দেহ নরম ও শক্ত খোলক দ্বারা আবৃত।

উত্তর – মোলাস্কা পর্বের প্রাণীর দেহ নরম ও শক্ত খোলক দ্বারা আবৃত।

র‍্যাডুলা থাকে ___ পর্বের প্রাণীদেহে।

উত্তর – র‍্যাডুলা থাকে মোলাস্কা পর্বের প্রাণীদেহে।

জলশামুকের বিজ্ঞানসম্মত নাম ___।

উত্তর – জলশামুকের বিজ্ঞানসম্মত নাম পাইলা গ্লোবোসা

তারামাছ আসলে একপ্রকার ___ প্রাণী।

উত্তর – তারামাছ আসলে একপ্রকার অমেরুদণ্ডী প্রাণী।

কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের নার্ভকর্ড ___ ও ___।

উত্তর – কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের নার্ভকর্ড পৃষ্ঠীয়ফাঁপা

ইউরোকর্ডাটার লার্ভা দশায় ___ ও ___ থাকে।

উত্তর – ইউরোকর্ডাটার লার্ভা দশায় নোটোকর্ডনার্ভকর্ড থাকে।

___ পর্বের প্রাণীদেহে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।

উত্তর – ভার্টিব্রাটা পর্বের প্রাণীদেহে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।

হাঙর ___ শ্রেণির অন্তর্গত প্রাণী।

উত্তর – হাঙর কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণী।

একটি পটকাবিহীন মাছের নাম ___।

উত্তর – একটি পটকাবিহীন মাছের নাম হাঙর

অস্থিবিশিষ্ট মাছের দেহাভ্যন্তরে ___ উপস্থিত, যা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।

উত্তর – অস্থিবিশিষ্ট মাছের দেহাভ্যন্তরে পটকা উপস্থিত, যা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।

___ শ্রেণিভুক্ত প্রাণীদের ‘উভচর প্রাণী’ বলা হয়।

উত্তর – অ্যাম্ফিবিয়া শ্রেণিভুক্ত প্রাণীদের ‘উভচর প্রাণী’ বলা হয়।

কুনোব্যাং ___ পর্বভুক্ত।

উত্তর – কুনোব্যাং অ্যাম্ফিবিয়া পর্বভুক্ত।

___ প্রাণীগোষ্ঠীতে অবসারনী ছিদ্র দেহে আড়াআড়িভাবে অবস্থিত।

উত্তর – রেপটিলিয়া প্রাণীগোষ্ঠীতে অবসারনী ছিদ্র দেহে আড়াআড়িভাবে অবস্থিত।

লিপ্তপদ দেখা যায় এমন একটি স্তন্যপায়ী প্রাণী হল ___।

উত্তর – লিপ্তপদ দেখা যায় এমন একটি স্তন্যপায়ী প্রাণী হল প্লাটিপাস

স্ত্রী ক্যাঙারুর উদরে অঙ্কীয়তলে বর্তমান থলিকে বলে ___।

উত্তর – স্ত্রী ক্যাঙারুর উদরে অঙ্কীয়তলে বর্তমান থলিকে বলে মারসুপিয়াম

মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা ___।

উত্তর – মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া

অপরিণত শাবক প্রসব করে যে স্তন্যপায়ী প্রাণী সেটি হল ___।

উত্তর – অপরিণত শাবক প্রসব করে যে স্তন্যপায়ী প্রাণী সেটি হল ক্যাঙারু

লোমবিহীন একটি স্তন্যপায়ী প্রাণী হল ___।

উত্তর – লোমবিহীন একটি স্তন্যপায়ী প্রাণী হল তিমি

ঠিক বা ভুল নির্বাচন করো।

ইউক্যারিওটিক এককোশী জলজ জীবদের রাজ্য হল ফাংগি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রোটিস্টা

কোশপ্রাচীরবিহীন ক্ষণপদযুক্ত প্রোটিস্টা হল অ্যামিবা।

উত্তর – ঠিক [✓]

ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী ও পরভোজী উদ্ভিদগোষ্ঠী হল ফাংগি।

উত্তর – ঠিক [✓]

পাঁচরাজ্যের মধ্যে প্রোটিস্টা রাজ্যের জীবের কোশে মাইটোকনড্রিয়া নেই।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মোনেরা

প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ইউক্যারিওটিক

প্রোটিস্টা রাজ্যের একটি গঠনগত বৈশিষ্ট্য হল মাইসেলিয়া।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফাংগি

ছত্রাক গোষ্ঠী বর্তমানে উদ্ভিদরাজ্যের অন্তর্ভুক্ত নয়।

উত্তর – ঠিক [✓]

ছত্রাকের কোশপ্রাচীর কাইটিন নির্মিত।

উত্তর – ঠিক [✓]

সবচেয়ে উন্নত অপুষ্পক উদ্ভিদ হল টেরিডোফাইটা।

উত্তর – ঠিক [✓]

নগ্নবীজী উদ্ভিদ হল অ্যানজিওস্পার্ম।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জিমনোস্পার্ম

ব্যক্তবীজীতে গর্ভাশয় না থাকায় ফল গঠিত হয় না।

উত্তর – ঠিক [✓]

নিটাম হল একটি ব্যক্তবীজী উদ্ভিদ।

উত্তর – ঠিক [✓]

একবীজপত্রী উদ্ভিদে বীজত্বক ও ফলত্বক আলাদা করা যায় না।

উত্তর – ঠিক [✓]

সংকোচনশীল গহ্বরের সাহায্যে কেঁচো রেচন পদার্থ ত্যাগ করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যামিবা

অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলি আংটির মতো খণ্ডকে বিভক্ত।

উত্তর – ঠিক [✓]

হাইড্রাতে কোয়ানোসাইট কোশ থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – স্পঞ্জে

স্পঞ্জের কঙ্কালতন্ত্র স্পিকিউল দ্বারা গঠিত।

উত্তর – ঠিক [✓]

টিনোফেরা পর্বের প্রাণীদের কোম্বপ্লেট থাকে।

উত্তর – ঠিক [✓]

টিনোফেরা পর্বের প্রাণীদের কলোব্লাস্ট কোশ থাকে।

উত্তর – ঠিক [✓]

অ্যাসকারিস হল নিমাটোড।

উত্তর – ঠিক [✓]

প্রাণীরাজ্যের সর্ববৃহৎ রাজ্যটি হল আর্থ্রোপোডা।

উত্তর – ঠিক [✓]

অক্টোপাস হল কর্ডাটা পর্বভুক্ত প্রাণী।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মোলাস্কা

নার্ভকর্ড নিরেট এবং মেরুদণ্ডী প্রাণীদের দেহে অঙ্কীয়দেশে অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অমেরুদণ্ডী

মেরুদণ্ডী প্রাণীর ফাঁপা নার্ভকর্ডের গহ্বরকে নিউরোসিল বলে।

উত্তর – ঠিক [✓]

সেফালোকর্ডাটার সমস্ত জীবনকাল জুড়েই নোটোকর্ড থাকে।

উত্তর – ঠিক [✓]

ভার্টিব্রাটা উপপর্বভুক্ত প্রাণীদের পূর্ণাঙ্গ দশা নোটোকর্ডযুক্ত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মেরুদণ্ড

নার্ভকর্ড (Nerve cord) কর্ডাটার একটি বৈশিষ্ট্য।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভকর্ড

শংকরমাছের ত্বকে আণুবীক্ষণিক সাইক্লয়েড আঁশ থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্ল্যাকয়েড

হাঙরের লেজটি হেটারোসারকাল প্রকৃতির।

উত্তর – ঠিক [✓]

ক্যাটফিশের মুখের চারপাশে বার্ব থাকে।

উত্তর – ঠিক [✓]

নগ্নত্বক অ্যাম্ফিবিয়া শ্রেণিতে পাওয়া যায়।

উত্তর – ঠিক [✓]

দেহ লোম দ্বারা আবৃত বৈশিষ্ট্যটি অ্যাভিস শ্রেণির।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ম্যামালিয়া

ডিম পাড়ে এবং অবসারণী ছিদ্রযুক্ত স্তন্যপায়ী প্রাণী হল বাদুড়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – হংসচঞ্চু

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. কোশ নিউক্লিওয়েড ও 70S রাইবোজোমযুক্ত(i) মিউকর (ফাংগি)1. → (vi)
2. দেহ হাইফি ও মাইসিলিয়ামযুক্ত(ii) আমগাছ (গুপ্তবীজী)2. → (i)
3. দেহ থ্যালাস প্রকৃতির ও পাইরিনয়েডযুক্ত(iii) রিকসিয়া (ব্রায়োফাইটা)3. → (vii)
4. দেহ মূল, কাণ্ড ও পাতাযুক্ত অপুষ্পক উদ্ভিদ(iv) পাইন (ব্যক্তবীজী)4. → (v)
5. ফল গঠিত হয় না, বীজ নগ্ন(v) মারসিলিয়া (ফার্ন)5. → (iv)
6. বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে(vi) রাইজোবিয়াম (ব্যাকটেরিয়া)6. → (ii)
(vii) ক্ল্যামাইডোমোনাস (শৈবাল)
বামদিকডানদিকউত্তর
1. অ্যাম্ফিবিয়া(i) দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত1. → (vi)
2. রেপটিলিয়া(ii) দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত2. → (iii)
3. ম্যামালিয়া(iii) দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত3. → (v)
4. কনড্রিকথিস(iv) দেহ পালক দ্বারা আবৃত4. → (i)
5. অসটিকথিস(v) দেহ লোম দ্বারা আবৃত5. → (ii)
6. অ্যাভিস(vi) দেহত্বক নগ্ন, গ্রন্থিময়6. → (iv)
(vii) দেহ খণ্ডক দ্বারা গঠিত
বামদিকডানদিকউত্তর
1. গমনে অক্ষম প্রাণী
(i) ব্যাং
1. → (iii)
2. উড্ডয়নক্ষম স্তন্যপায়ী(ii) হংসচঞ্চু2. → (vi)
3. উভচর প্রাণী(iii) স্পঞ্জ3. → (i)
4. ডিম পাড়ে এমন স্তন্যপায়ী(iv) তিমি4. → (ii)
5. জলে বসবাসকারী স্তন্যপায়ী(v) প্ল্যানেরিয়া5. → (iv)
6. পূর্ণাঙ্গ শাবকের জন্ম দেয় যে স্তন্যপায়ী(vi) বাদুড়6. → (vii)
(vii) ইঁদুর

বোধমূলক প্রশ্নোত্তর

নিম্নলিখিত প্রাণীগুলির পর্ব ও ওই পর্বের একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। 1. ক্যাটফিশ, 2. ক্যাটলফিশ, 3. ক্রেফিশ, 4. জেলিফিশ, 5. সিলভার ফিশ, 6. স্টারফিশ, 7. ডগফিশ।

প্রাণীর নামপর্ববৈশিষ্ট্য
ক্যাটফিশ (শিঙিমাছ)কর্ডাটাঅস্থিবিশিষ্ট দেহ এবং হোমোসারকাল লেজ উপস্থিত।
কাটফিশ (সেপিয়া)মোলাস্কাদেহের ভিতরে খোলক বর্তমান ও কর্ষিকা উপস্থিত এবং ম্যান্টল বর্তমান।
ক্রেফিশ (চিংড়ির মতো প্রাণী)আর্থ্রোপোডাসন্ধিল উপাঙ্গযুক্ত।
জেলিফিশনিডারিয়াদেহে নিডোব্লাস্ট কোশ উপস্থিত।
সিলভার ফিশ (লেপিসমা)আর্থ্রোপোডাসন্ধিল উপাঙ্গযুক্ত এবং হিমোসিল বর্তমান।
স্টারফিশএকাইনোডারমাটাপূর্ণাঙ্গ দেহ পাঁচটি বাহুযুক্ত।
ডগফিশকর্ডাটাতরুণাস্থিবিশিষ্ট দেহ এবং হেটেরোসারকাল লেজ উপস্থিত।

সমানুপাত নির্ণয় করো।

হাইড্রা : ডিপ্লোব্লাস্টিক : : কেঁচো : ___।

উত্তর – হাইড্রা : ডিপ্লোব্লাস্টিক : : কেঁচো : ট্রিপ্লোব্লাস্টিক

নেফ্রিডিয়া : অ্যানিলিডা : : ফ্লেম কোশ : ___।

উত্তর – নেফ্রিডিয়া : অ্যানিলিডা : : ফ্লেম কোশ : প্ল্যাটিহেলমিনথিস

পাইন : জিমনোস্পার্ম : : আম : ___।

উত্তর – পাইন : জিমনোস্পার্ম : : আম : অ্যানজিওস্পার্ম

ফুলকার সাহায্যে শ্বাসকার্য : মৎস্য : : ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য : ___।

উত্তর – ফুলকার সাহায্যে শ্বাসকার্য : মৎস্য : : ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য : স্তন্যপায়ী

টিউব ফিট : ___ : : ক্ষণপদ : অ্যামিবা।

উত্তর – টিউব ফিট : তারামাছ : : ক্ষণপদ : অ্যামিবা।

নালিকা তন্ত্র : ___ : : জলসংবহনতন্ত্র : তারামাছ।

উত্তর – নালিকা তন্ত্র : স্পঞ্জ : : জলসংবহনতন্ত্র : তারামাছ।

কাইটিন : ছত্রাক : : ___ : কাঁঠাল।

উত্তর – কাইটিন : ছত্রাক : : সেলুলোজ : কাঁঠাল।

বেমানান শব্দটি খুঁজে বার করো

নীচের তালিকাটিতে কিছু প্রাণীর নাম ও তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট প্রাণীটির সঙ্গে অমিল বৈশিষ্ট্যটি খুঁজে বার করো।

প্রাণীপ্রাণী বৈশিষ্ট্যঅমিল বৈশিষ্ট্য
মশাপুঞ্জাক্ষি, ইনসেক্টা, ফুলকাছিদ্রফুলকাছিদ্র
শামুকজলজ, নরম দেহ, অ্যানিলিডাঅ্যানিলিডা
তারামাছসামুদ্রিক, দ্বিস্তরবিশিষ্ট প্রাণী, কণ্টকত্বকদ্বিস্তরবিশিষ্ট প্রাণী
রুইমাছতরুণাস্থিবিশিষ্ট মাছ, ফুলকাছিদ্র, জোড়-বিজোড় পাখনাতরুণাস্থিবিশিষ্ট মাছ
ব্যাংআর্দ্রত্বক, নরম দেহ, নখরবিহীন আঙুলনরমদেহ

নীচের তালিকা থেকে বেমানান শব্দটি খুঁজে বার করো এবং কেন বেমানান তার কারণ উল্লেখ করো।

শব্দতালিকাপৃথক শব্দকারণ
হাইড্রা, ওবেলিয়া, অরেলিয়া, অ্যাসকারিস।অ্যাসকারিসঅ্যাসকারিস নিমাটহেলমিনথিস, কিন্তু বাকিরা নিডারিয়ার অন্তর্গত জীব।
গাছপালা, ছত্রাক, শ্যাওলা, মস।ছত্রাকছত্রাক ক্লোরোফিলবিহীন, কিন্তু বাকিরা ক্লোরোফিলযুক্ত জীব।
জিয়ার্ডিয়া, প্যারামেসিয়াম, ইস্ট।ইস্টইস্ট হল এককোশী ছত্রাক। কিন্তু বাকিরা এককোশী প্রোটোজোয়া।
শামুক, ঝিনুক, অক্টোপাস, চিংড়ি।চিংড়িচিংড়ি হল আর্থ্রোপোডা, কিন্তু বাকিগুলি মোলাস্কা।
রুই, হাঙর, কাতলা, শিঙি।হাঙরহাঙর তরুণাস্থিযুক্ত মাছ, কিন্তু বাকিরা অস্থিযুক্ত মাছ।
পায়রা, শালিক, চড়ুই, বাদুড়।বাদুড়বাদুড় স্তন্যপায়ী প্রাণী, বাকিরা সবাই পাখি।
কেঁচো, আরশোলা, কাঁকড়া।কেঁচোকেঁচো অ্যানিলিডা পর্বভুক্ত, কিন্তু বাকিরা আর্থ্রোপোডা পর্বভুক্ত।
তিমি, শুশুক, ক্যাঙারু, কচ্ছপ।কচ্ছপকচ্ছপ সরীসৃপ, কিন্তু বাকিরা সবাই স্তন্যপায়ী প্রাণী।
আম, কুমড়ো, ছোলা, কচু।কচুকচু একবীজপত্রী, কিন্তু বাকিরা দ্বিবীজপত্রী উদ্ভিদ।
তারামাছ, ইলিশ, সি-আরচিন, সমুদ্র শশা।ইলিশইলিশ অস্থিযুক্ত মাছ, কিন্তু বাকিরা একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণী।
প্রজাপতি, মাছি, মাছ, আরশোলা।মাছমাছ মৎস্য শ্রেণির প্রাণী, কিন্তু বাকিরা আর্থ্রোপোডা পর্বভুক্ত।
স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, পোগোনেটাম।পোগোনেটামপোগোনেটাম ব্রায়োফাইটা, কিন্তু বাকিরা শৈবাল।

দু-একটি শব্দে উত্তর দাও

পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে?

পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসের প্রবর্তক হলেন বিজ্ঞানী হার্ডিং হোয়াইটেকার।

মোনেরাদের কোশের প্রকৃতি কীরূপ?

মোনেরাদের কোশের প্রকৃতি আণুবীক্ষণিক প্রোক্যারিওটিক প্রকৃতির।

মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম কী?

মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম মোনেরা।

দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো।

দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম Anabaena sp (অ্যানাবিনা), Nostoc sp (নস্টক)।

এককোশী, আদর্শ নিউক্লিয়াসযুক্ত জীবগোষ্ঠীকে কী বলে?

এককোশী, আদর্শ নিউক্লিয়াসযুক্ত জীবগোষ্ঠীকে প্রোটিস্টা বলে।

একটি প্রোটিস্টার উদাহরণ দাও।

একটি প্রোটিস্টার উদাহরণ হল ইউগ্লিনা।

অ্যামিবা কোন্ রাজ্যের জীব?

অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের জীব।

একটি সিলিয়াযুক্ত প্রোটোজোয়ার নাম লেখো।

একটি সিলিয়াযুক্ত প্রোটোজোয়ার নাম প্যারামেসিয়াম।

শৈবালের কোশে সঞ্চিত থাকে এমন একটি খাদ্যবস্তুর নাম লেখো।

শৈবালের কোশে সঞ্চিত থাকে এমন একটি খাদ্যবস্তুর নাম শ্বেতসার (পাইরিনয়েড রূপে) ল্যামিনারিন।

ছত্রাকের কোশপ্রাচীরের প্রধান উপাদান কী?

ছত্রাকের কোশপ্রাচীরের প্রধান উপাদান হল কাইটিন।

পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসে মিউকরের অবস্থান কোথায়?

পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসে মিউকরের অবস্থান ছত্রাক বা ফানজি রাজ্যে।

যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় তাদের কী বলে?

যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় তাদের থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী বলে।

সমাঙ্গদেহী উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় অবিভেদিত অঙ্গজ দেহকে কী বলে?

সমাঙ্গদেহী উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় অবিভেদিত অঙ্গজ দেহকে থ্যালাস বলে।

ব্রায়োফাইটার কান্ড সদৃশ অংশকে কী বলে?

ব্রায়োফাইটার কান্ড সদৃশ অংশকে কলয়েড বলে।

ব্রায়োফাইটার পাতার মতো অংশটিকে কী বলা হয়?

ব্রায়োফাইটার পাতার মতো অংশটিকে ফাইলয়েড বলা হয়।

সংবহনকলাবিহীন একটি উদ্ভিদগোষ্ঠীর নাম লেখো।

সংবহনকলাবিহীন একটি উদ্ভিদগোষ্ঠীর নাম ব্রায়োফাইটা।

একটি থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইটার উদাহরণ দাও।

একটি থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইটার উদাহরণ হল রিকসিয়া রোবাস্টা (Riccia robusta)।

কোন্ উদ্ভিদ বিভাগে মূলের পরিবর্তে রাইজয়েড বর্তমান?

ব্রায়োফাইটা উদ্ভিদ বিভাগে মূলের পরিবর্তে রাইজয়েড বর্তমান।

লিভারওয়ার্ট কোন্ শ্রেণির উদ্ভিদ?

লিভারওয়ার্ট ব্রায়োফাইটা শ্রেণির উদ্ভিদ।

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে সর্বপ্রথম সুগঠিত নালিকা বান্ডিল লক্ষ করা গিয়েছিল?

টেরিডোফাইটা উদ্ভিদগোষ্ঠীতে সর্বপ্রথম সুগঠিত নালিকা বান্ডিল লক্ষ করা গিয়েছিল।

ফার্নের প্রধান উদ্ভিদদেহটি কী প্রকৃতির?

ফার্নের প্রধান উদ্ভিদদেহটি রেণুধর প্রকৃতির।

সংবহন কলাযুক্ত একটি অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর নাম লেখো।

সংবহন কলাযুক্ত একটি অপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর নাম টেরিডোফাইটা।

ফার্নবর্গের একটি উদ্ভিদের উদাহরণ দাও।

ফার্নবর্গের একটি উদ্ভিদের উদাহরণ হল ড্রায়োপটেরিস।

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে ফুল হয় কিন্তু ফল হয় না?

ব্যক্তবীজী উদ্ভিদগোষ্ঠীতে ফুল হয় কিন্তু ফল হয় না।

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে সস্য নিষেকের আগে গঠিত হয়?

ব্যক্তবীজী উদ্ভিদগোষ্ঠীতে সস্য নিষেকের আগে গঠিত হয়।

ফুল ব্যতীত কোন্ বাহ্যিক বৈশিষ্ট্য দ্বারা ব্যক্তবীজী উদ্ভিদকে শনাক্ত করা সম্ভব?

ফলবিহীন নগ্ন প্রকৃতির বীজ দ্বারা ব্যক্তবীজী উদ্ভিদকে শনাক্ত করা সম্ভব।

উদ্ভিদজগতের যে গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকোনো থাকে না তাকে কী বলে?

উদ্ভিদজগতের যে গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকোনো থাকে না তাকে ব্যক্তবীজী উদ্ভিদ বলে।

বহুভ্রুণ থাকে এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লেখো।

বহুভ্রুণ থাকে এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম পাইনাস ইনসুলারিস (Pinus insularis)।

বীজ হলেও ফল হয় না এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লেখো।

বীজ হলেও ফল হয় না এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম পাইনাস ওয়ালিচিয়ানা (Pinus wallichiana)।

কোন্ উদ্ভিদগোষ্ঠীতে সস্য নিষেকের পরে গঠিত হয়?

গুপ্তবীজী উদ্ভিদগোষ্ঠীতে সস্য নিষেকের পরে গঠিত হয়।

যে উদ্ভিদে ফুল হয় না সেই উদ্ভিদকে কী ধরনের উদ্ভিদ বলা হয়?

যে উদ্ভিদে ফুল হয় না সেই উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদ বলা হয়।

একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে কী প্রকৃতির মূল দেখতে পাই আমরা?

একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে গুচ্ছমূল দেখতে পাই আমরা।

একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরূপ?

একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল প্রকৃতির।

বটগাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।

বটগাছের বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেনসিস (Ficus bengalensis)।

স্পঞ্জের দেহে দুটি কোশস্তরের মধ্যবর্তী অকোশীয় স্তরকে কী বলে?

স্পঞ্জের দেহে দুটি কোশস্তরের মধ্যবর্তী অকোশীয় স্তরকে মেসেনকাইম বলে।

পরিফেরা পর্বের প্রাণীর দেহে অন্তঃকঙ্কাল গঠনকারী ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ কোশকে কী বলে?

পরিফেরা পর্বের প্রাণীর দেহে অন্তঃকঙ্কাল গঠনকারী ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ কোশকে স্পিকিউল বলে।

অসকিউলাম কোন্ পর্বে দেখা যায়?

অসকিউলাম পরিফেরা পর্বে দেখা যায়।

কোন্ পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র নামক জল পরিবহণ ব্যবস্থা দেখা যায়?

পরিফেরা পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র নামক জল পরিবহণ ব্যবস্থা দেখা যায়।

হাইড্রার দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝের ধাত্রকে কী বলে?

হাইড্রার দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝের ধাত্রকে মেসোগ্লিয়া বলে।

হাইড্রার দেহ থেকে কোন্ পথে বর্জ্যপদার্থ নির্গত হয়?

হাইড্রার দেহ থেকে মুখছিদ্র পথে বর্জ্যপদার্থ নির্গত হয়।

বহিঃকোশীয় ও অন্তঃকোশীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় এমন একটি প্রাণীর নাম ও তার পর্ব লেখো।

বহিঃকোশীয় ও অন্তঃকোশীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় এমন একটি প্রাণীর নাম হাইড্রা এটি নিডারিয়া পর্বভুক্ত।

দুটি ডিপ্লোব্লাসটিক প্রাণীর নাম লেখো।

দুটি ডিপ্লোব্লাসটিক প্রাণীর নাম হাইড্রা ও হর্মিফোরা।

টিনোফোরা পর্বের প্রাণীর সংবেদন অঙ্গ/জ্ঞানেন্দ্রীয় কোনটি?

টিনোফোরা পর্বের প্রাণীর সংবেদন অঙ্গ/জ্ঞানেন্দ্রীয় হল স্ট্যাটোসিস্ট।

চিরুনি প্লেট বা কোম্বপ্লেট কোন্ পর্বভুক্ত প্রাণীদেহে থাকে?

চিরুনি প্লেট বা কোম্বপ্লেট টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদেহে থাকে।

কোলোব্লাস্ট কোশ কোন্ প্রাণীর দেহে দেখা যায়?

কোলোব্লাস্ট কোশ বেরো প্রাণীর দেহে দেখা যায়।

টিনোফোরার চিরুনি প্লেটে গমনের জন্য কী থাকে?

টিনোফোরার চিরুনি প্লেটে গমনের জন্য সিলিয়া থাকে।

কোম্বপ্লেটের একটি কাজ লেখো।

কোম্বপ্লেটের একটি কাজ হল গমনে সাহায্য করা।

কোম্বপ্লেটযুক্ত একটি প্রাণীর উদাহরণ দাও।

কোম্বপ্লেটযুক্ত একটি প্রাণীর উদাহরণ হল হর্মিফোরা।

কোন্ পর্বের প্রাণী সিলোমবিহীন?

প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী সিলোমবিহীন।

মইসদৃশ স্নায়ুতন্ত্র কাদের দেখা যায়?

মইসদৃশ স্নায়ুতন্ত্র প্ল্যাটিহেলমিনথিসে দেখা যায়।

নিমাটোডার দেহগহ্বরকে কী বলে?

নিমাটোডার দেহগহ্বরকে সিউডোসিল বলে।

প্রথম প্রকৃত সিলোম দেখা যায় কোন্ পর্বের প্রাণীদের?

প্রথম প্রকৃত সিলোম দেখা যায় অ্যানিলিডা পর্বের প্রাণীদের।

কোন্ পর্বের প্রাণীর দেহ অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত?

অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহ অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত।

কেঁচো কোন্ পর্বের অন্তর্গত?

কেঁচো অ্যানিলিডা পর্বের অন্তর্গত।

কোন্ পর্বের প্রাণীতে সিলোমিক তরল দেহের হাইড্রোলিক কঙ্কাল গঠন করে?

অ্যানিলিডা পর্বের প্রাণীতে সিলোমিক তরল দেহের হাইড্রোলিক কঙ্কাল গঠন করে।

কেঁচোর বিজ্ঞানসম্মত নাম লেখো।

কেঁচোর বিজ্ঞানসম্মত নাম ফেরেটিমা পসথুমা (Pheretima posthuma)।

কোন্ অমেরুদণ্ডী প্রাণীর দেহে হিমোগ্লোবিন বর্তমান?

কেঁচোর দেহে হিমোগ্লোবিন বর্তমান।

হিমোসিল আছে এমন একটি প্রাণীর নাম লেখো।

হিমোসিল আছে এমন একটি প্রাণীর নাম আরশোলা।

পতঙ্গের বর্ণহীন রক্তকে কী বলে?

পতঙ্গের বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে।

পুঞ্জাক্ষি আছে এমন একটি প্রাণীর উদাহরণ দাও।

পুঞ্জাক্ষি আছে এমন একটি প্রাণীর উদাহরণ হল চিংড়ি।

কোন্ পর্বের প্রাণীর দেহ কাইটিন দ্বারা আবৃত?

আর্থ্রোপোড পর্বের প্রাণীর দেহ কাইটিন দ্বারা আবৃত।

চিংড়ি কোন্ পর্বভুক্ত প্রাণী?

চিংড়ি আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী।

আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলে? 

আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে।

বুক লাং কোন্ পর্বের কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ?

বুক লাং আর্থ্রোপোডা পর্বের কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ।

কোন্ প্রাণীটি ডেভিলফিশ নামে পরিচিত?

অক্টোপাস প্রাণীটি ডেভিলফিশ নামে পরিচিত।

একটি খোলকবিহীন মোলাস্কার নাম লেখো।

একটি খোলকবিহীন মোলাস্কার নাম অক্টোপাস।

কোন্ পর্বে টিনিডিয়া দেখা যায়?

মোলাস্কা পর্বে টিনিডিয়া দেখা যায়।

র‍্যাডুলা কোন্ পর্বের প্রাণীতে দেখা যায়?

র‍্যাডুলা মোলাস্কা পর্বের প্রাণীতে দেখা যায়।

একাইনোডারমাটার ম্যাড্রেপোরাইট কোথায় দেখা যায়?

একাইনোডারমাটার ম্যাড্রেপোরাইট জল সংবহনতন্ত্রে দেখা যায়।

জল সংবহনতন্ত্রের খোলা বা উন্মুক্ত অংশকে কী বলে?

জল সংবহনতন্ত্রের খোলা বা উন্মুক্ত অংশকে অস্টিয়া বলে।

সমুদ্রশশা কোন্ পর্বভুক্ত প্রাণী?

সমুদ্রশশা একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণী।

তারামাছ কোন্ পর্বের অন্তর্গত?

তারামাছ একাইনোডারমাটা পর্বের অন্তর্গত।

জলসংবহনতন্ত্র কোন্ পর্বের বৈশিষ্ট্য?

জলসংবহনতন্ত্র একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য।

কোন্ পর্বে অ্যাম্বুল্যাক্রা দেখা যায়?

একাইনোডারমাটা পর্বে অ্যাম্বুল্যাক্রা দেখা যায়।

তারামাছের গমন অঙ্গের নাম কী?

তারামাছের গমন অঙ্গের নাম নালিপদ।

নালিপদ বা টিউবফিট কোন্ পর্বের প্রাণীর বৈশিষ্ট্য?

নালিপদ বা টিউবফিট একাইনোডারমাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য।

কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।

কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ হল তারামাছ (Asterias rubens)।

হিমালতন্ত্র কোন্ পর্বের বৈশিষ্ট্য?

হিমালতন্ত্র একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য।

কণ্টকত্বকীদের অন্তঃকঙ্কাল কী দিয়ে তৈরি?

কণ্টকত্বকীদের অন্তঃকঙ্কাল ক্যালশিয়াম কার্বনেট দিয়ে তৈরি।

রাজ্য অ্যানিমালিয়াদের পুষ্টি পদ্ধতি কীরূপ?

রাজ্য অ্যানিমালিয়াদের পুষ্টি পদ্ধতি হলোজোয়িক।

কোন্ প্রাণীটির দেহে পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড পাওয়া যায়?

অ্যাম্ফিঅক্সাস প্রাণীটির দেহে পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড পাওয়া যায়।

কোন্ প্রাণী কর্ডাটা ও অ-কর্ডাটার মধ্যে সংযোগস্থাপন করে?

ব্যালানোগ্লসাস প্রাণী কর্ডাটা ও অ-কর্ডাটার মধ্যে সংযোগস্থাপন করে।

কোন্ প্রাণী কর্ডাটা পর্বভুক্ত হলেও মেরুদণ্ডী নয়?

অ্যাম্ফিঅক্সাস প্রাণী কর্ডাটা পর্বভুক্ত হলেও মেরুদণ্ডী নয়।

কর্ডাটা পর্বের অন্তর্গত কোন্ উপপর্বে নোটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় লেজ অঞ্চলে সীমাবদ্ধ থাকে?

কর্ডাটা পর্বের অন্তর্গত সেফালোকর্ডাটা উপপর্বে নোটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় লেজ অঞ্চলে সীমাবদ্ধ থাকে।

কর্ডাটা পর্বের কোন্ বৈশিষ্ট্যটি মেরুদণ্ডীদের সারাজীবনব্যাপী উপস্থিত?

কর্ডাটা পর্বের পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু বৈশিষ্ট্যটি মেরুদণ্ডীদের সারাজীবনব্যাপী উপস্থিত।

ভার্টিব্রাটা উপপর্বের অধিশ্রেণিগুলির নাম লেখো।

ভার্টিব্রাটা উপপর্বের অধিশ্রেণিগুলির নাম অ্যাগনাথা ও ন্যাথোস্টোমাটা।

চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো।

চোয়ালবিহীন একটি প্রাণীর নাম হ্যাগফিশ।

কোন্ প্রাণীর পূর্ণাঙ্গ দশায় গলবিলীয় ফুলকাছিদ্র যুক্ত হয়?

মাছ পূর্ণাঙ্গ দশায় গলবিলীয় ফুলকাছিদ্র যুক্ত হয়।

হাঙরের দেহ কোন্ প্রকার আঁশ দ্বারা আবৃত?

হাঙরের দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত।

কোন্ শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত?

কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত।

ডগফিশ কাকে বলে?

হাঙরকে ডগফিশ বলে।

একটি ক্যাটফিশের নাম লেখো।

একটি ক্যাটফিশের নাম শিংগি।

হোমোসারকাল লেজ কাদের দেখা যায়?

হোমোসারকাল লেজ অসটিকথিস -এর দেখা যায়।

রুইমাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।

রুইমাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিতা (Labeo rohita)।

রুইমাছের দেহচর্ম কোন্ প্রকার আঁশ দ্বারা আবৃত?

রুইমাছের দেহচর্ম সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত।

কোন্ শ্রেণির প্রাণীতে বহিঃকঙ্কাল অনুপস্থিত?

অ্যাম্ফিবিয়া শ্রেণির প্রাণীতে বহিঃকঙ্কাল অনুপস্থিত।

শৈশবকালে জলে ও পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয় কোন্ শ্রেণির প্রাণীদের?

শৈশবকালে জলে ও পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয় অ্যাম্ফিবিয়া শ্রেণির প্রাণীদের।

একটি পদবিহীন উভচর প্রাণীর নাম লেখো।

একটি পদবিহীন উভচর প্রাণীর নাম ইকথিওফিস।

শুষ্ক আঁশযুক্ত জীবগোষ্ঠীর নাম লেখো।

শুষ্ক আঁশযুক্ত জীবগোষ্ঠীর নাম রেপটিলিয়া।

আঁশযুক্ত স্থলজ মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর নাম লেখো।

আঁশযুক্ত স্থলজ মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর নাম রেপটিলিয়া।

টিকটিকি কোন্ শ্রেণির প্রাণী?

টিকটিকি রেপটিলিয়া শ্রেণির প্রাণী।

নিউম্যাটিক অস্থি কোন্ শ্রেণির প্রাণীদের দেহে দেখা যায়?

নিউম্যাটিক অস্থি অ্যাভিস শ্রেণির প্রাণীদের দেহে দেখা যায়।

উড়তে অক্ষম একটি পাখির নাম লেখো।

উড়তে অক্ষম একটি পাখির নাম উটপাখি।

বাদুড় কোন্ শ্রেণির প্রাণী?

বাদুড় ম্যামালিয়া শ্রেণির প্রাণী।

বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো।

বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস (Panthera tigris)।

সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।

সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণীর নাম নীল তিমি।

সিংহের দ্বিপদ বা বৈজ্ঞানিক নামটি লেখো।

সিংহের দ্বিপদ বা বৈজ্ঞানিক নামটি হল প্যানথেরা লিও (Panthera leo)।

গলগণ্ড রোগের ওষুধ তৈরিতে কোন ধরনের শৈবাল ব্যবহার করা হয়?

আয়োডিন সমৃদ্ধ বাদামি শৈবাল (যেমন – ফিউকাস, ল্যামিনারিয়া) গলগণ্ড রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

নেরিস (Nereis) -এ হৃৎপিণ্ড নেই, কিন্তু এদের রক্তসংবহন বন্ধ প্রকৃতির — কীভাবে সম্ভব?

নেরিস (Nereis) নামক পলিকিটাতে হৃৎপিণ্ড অনুপস্থিত কিন্তু এদের রক্তসংবহন বন্ধ প্রকৃতির।

উড়ুক্কু মাছ (Exocoetes sp.) কিভাবে বাতাসে লাফ দেয় এবং ভাসে?

উড়ুক্কু মাছ (Exocoetes sp.) হাইপোবেসিক লেজের সাহায্যে বাতাসে লাফ দেয় এবং বৃহৎ আকৃতির বক্ষপাখনার সাহায্যে বাতাসে ভাসতে পারে।

কোরাল রিফ কীভাবে তৈরি হয়? সবচেয়ে বড় কোরাল রিফটির নাম কী?

অ্যানথোজোয়ান নামক নিডারিয়ার কঙ্কালকে কোরাল বা প্রবাল বলে। সমুদ্রে কোরাল সঞ্চিত হয়ে কোরাল রিফ তৈরি করে। সবথেকে বড়ো কোরাল রিফটি হল অস্ট্রেলিয়ার Great Barrier Reef (দৈর্ঘ্য প্রায় 1920 km)।

টিনোফোরা গোষ্ঠীর প্রাণীদের (বেরো) মধ্যে কোন বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?

টিনোফোরা গোষ্ঠীর প্রাণীদের (বেরো) মধ্যে বায়োলুমিনেসেন্স দেখা যায় অর্থাৎ, এদের দেহ থেকে জৈব আলো বিচ্ছুরিত হয়।

টর্পেডো মাছের বিদ্যুৎ উৎপাদনকারী অঙ্গ কীভাবে কাজ করে?

টর্পেডো মাছের ইলেকট্রিক অঙ্গ (পরিবর্তিত পেশি) প্রায় 50-60 ভোল্টযুক্ত ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন করে, যা এদের আত্মরক্ষায় সাহায্য করে এবং শিকারকে অসাড় (Paralysed) করে দেয়।

গোখরো বা কেউটে সাপের ফনা আসলে কী দিয়ে গঠিত?

গোখরো বা কেউটে সাপের ফনা আসলে এদের প্রসারিত গলা। এই অঞ্চলের কশেরুকাগুলি (Vertebrae) সঞ্চালনক্ষম রিব দিয়ে তৈরি।

লাল শৈবাল (যেমন – কনড্রাস, জেলিডিয়াম) গভীর সমুদ্রে বেঁচে থাকতে পারে কেন?

লাল শৈবাল (যেমন – কনড্রাস, জেলিডিয়াম প্রভৃতি) সমুদ্রের সব থেকে বেশি গভীরতায় বেঁচে থাকতে পারে। কারণ এদের দেহে ফাইকোএরিথ্রিন নামক লাল রঞ্জক থাকে যা গভীর সমুদ্রে প্রবেশকারী আলোর নীল সবুজ তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে খাদ্য তৈরি করে।

গৃহমাছির পায়ের স্বাদ গ্রহণের ক্ষমতা মানুষের জিভের চেয়ে কত গুণ বেশি?

গৃহমাছির (Housefly) পায়ের অনুভূতি গ্রহণ করার ক্ষমতা (স্বাদ অনুভূতি) আমাদের জিভের তুলনায় প্রায় 10 মিলিয়ন গুণ বেশি।

প্ল্যানেরিয়া কৃমিতে কোন ধরনের পুনরুৎপাদন দেখা যায় এবং এটি কীভাবে ঘটে?

প্ল্যানেরিয়া নামক কৃমির দেহে মরফোল্যাকটিক পুনরুৎপাদন দেখা যায় অর্থাৎ, মাতৃদেহের প্রতিটি খণ্ডক থেকে একটি করে পূর্ণাঙ্গ অপত্য প্ল্যানেরিয়া সৃষ্টি হয়।

2005 সালে আফ্রিকায় আবিষ্কৃত হাইল্যান্ড ম্যাঙ্গাবে বাঁদর প্রজাতিটি কেন বিপন্ন বলে বিবেচিত হয়?

2005 সালে, আফ্রিকায় হাইল্যান্ড ম্যাঙ্গাবে নামক এক নতুন প্রজাতির বাঁদর আবিষ্কার করা হয়। ঠিক, তখনই জানা যায়, এটি একটি দুর্লভ ও বিপন্ন প্রজাতি।

শিল্প বিপ্লবের সময় বিস্টন বিটুলেরিয়া মথের রং কালো হওয়ার কারণ কী?

1848 সালের আগে অর্থাৎ শিল্প বিল্পবের আগে ইংল্যান্ডে বিস্টন বিটুলেরিয়া নামে ধূসর রঙের মথ পাওয়া যেত। কিন্তু শিল্প বিপ্লবের সময় বাতাসে সালফার ডাইঅক্সাইড দূষণের ফলে 74 শতাংশ মথ কালো বর্ণের হয়ে যায়।

পায়রার দুধ কি এবং এটি কোথা থেকে তৈরি হয়?

পায়রার দুধ (Pigeon’s milk) হল আসলে এদের ক্রপগ্রন্থি থেকে ক্ষরিত একপ্রকার সাদা দুধের মতো তরল পদার্থবিশেষ।

অক্টোপাস কেন অমেরুদণ্ডীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জীব হিসেবে বিবেচিত হয়?

অক্টোপাস অমেরুদণ্ডীদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান জীব। কারণ – এদের শেখার ক্ষমতা এবং অতীত মনে রাখার ক্ষমতা অত্যন্ত বেশি।

কোন গাছকে ‘বনের জনক’ বলা হয় এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সর্ববৃহৎ ব্যক্তবীজী হল কনিফার ধরনের উদ্ভিদ Sequoi। একে Red Wood Tree বলে। এর দৈর্ঘ্য 111.6 m এবং এর প্রস্থ 15 m। একে ‘বনের জনক’ (Father of the Forest) বলা হয়।

ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম লেখো।

ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম – ডায়ালিস্টার নিউমোসিন্টেস (Dialister pneumosintes)।

বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম লেখো।

বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম – ইপুলোপিসিয়াম ফিসেলসোনি (Epulopiscium fishelsoni)।

ক্যাপসুল কী?

মসের সিটার অগ্রভাগে যে টুপির মতো ত্রিকোণাকার অংশ থাকে এবং যার মধ্যে ডিপ্লয়েড কোশ মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড এককোশী রেণুতে পরিণত হয়, তাকে ক্যাপসুল বলে।

কোন (Cone) কী?

ব্যক্তবীজী উদ্ভিদের জনন অঙ্গ, যার মধ্যে পাতার ন্যায় স্পোরোফিল পেঁচিয়ে অবস্থান করে, তাকে কোন বলে। উদাহরণ-পাইনে কোন দু-রকমের হয় – পুংকোন ও স্ত্রীকোন।

একটি মিষ্টি জলের স্পঞ্জের উদাহরণ দাও।

একটি মিষ্টি জলের স্পঞ্জের উদাহরণ হল – স্পঞ্জিলা।

অ্যানাড্রোমাস মাছ কাকে বলে?

যে-সমস্ত মাছ সমুদ্রের জলে বাস করলেও জননের সময় মিষ্টি জলে (নদী) চলে আসে, তাদের অ্যানাড্রোমাস মাছ বলে।

ক্যাটাড্রোমাস মাছ কাকে বলে?

যে-সমস্ত মাছ মিষ্টি জলে (নদী) বাস করলেও জননের সময় সমুদ্রের নোনা জলে চলে যায়, তাদের ক্যাটাড্রোমাস মাছ বলে। যেমন – বান মাছ।

বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাযুক্ত দুটি মাছের নাম লেখো।

ইলেকট্রিকরে (600 ভোল্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে), স্টর গেজার, ইলেকট্রিক ক্যাটফিশ প্রভৃতি।

বিষাক্ত কাঁটাযুক্ত দুটি মাছের নাম লেখো।

বিষাক্ত কাঁটাযুক্ত দুটি মাছের নাম হল – শিঙি ও মাগুর।

টেট্রাপোডা কাকে বলে?

চার পাযুক্তপ্রাণীদের টেট্রাপোডাবলে। যেমন – ব্যাং, টিকটিকি, বাঘ, সিংহ প্রভৃতি।


এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর উপবিভাগ ‘জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণিবিন্যাস : ট্যাক্সোনমি’ -এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর