মোলার আয়তন ও মোলার ভর কী? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য লেখো।

মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়?

মোলার আয়তন –

কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল পরিমাণ যে-কোনো গ্যাসীয় মৌলিক বা যৌগিক পদার্থের আয়তনকে মোলার আয়তন রলে। STP -তে 1 মোল অণুর আয়তন 22.4 লিটার হয়।

মোলার ভর –

যে-কোনো পদার্থের 1 মোল (অর্থাৎ 6.022 × 1023 সংখ্যক উপাদান কণা, যেমন – অণু, পরমাণু ইত্যাদি) -র ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। যেমন – সোডিয়ামের মোলার ভর 23 g/mol।

মোলার আয়তন ও মোলার ভর মধ্যে পার্থক্য লেখো।

মোলার আয়তন ও মোলার ভর মধ্যে পার্থক্যগুলি হল –

বিষয়মোলার আয়তন মোলার ভর
সংজ্ঞানির্দিষ্ট তাপমাত্রা ও চাপে (STP -তে) 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন (22.4 লিটার)।কোনো পদার্থের 1 মোল কণার (অণু, পরমাণু ইত্যাদি) ভর।
এককলিটার/মোল (L/mol)।গ্রাম/মোল (g/mol)।
প্রযোজ্যতাশুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য।যেকোনো অবস্থায় (ঠোঁট, তরল, গ্যাস) পদার্থের জন্য প্রযোজ্য।
উদাহরণSTP -তে O2 গ্যাসের মোলার আয়তন = 22.4 L/mol।O2 এর মোলার ভর = 32 g/mol (অক্সিজেনের আণবিক ভর 16, O2 = 16 × 2)।
নির্ভরশীলতাতাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে (STP = 0°C, 1 atm)।পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে (পরমাণু/অণুর ভর)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

মোলার আয়তন কী?

কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় (STP-তে) 1 মোল গ্যাসীয় পদার্থের দখলকৃত আয়তনকে মোলার আয়তন বলে। STP -তে (0°C, 1 atm) সব গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার/মোল হয়।

মোলার ভর কী?

কোনো পদার্থের 1 মোল কণার (অণু, পরমাণু বা আয়ন) ভরকে তার মোলার ভর বলে। এর একক গ্রাম/মোল (g/mol)। যেমন – জলের (H₂O) মোলার ভর = 18 g/mol।

STP বলতে কী বোঝায়?

STP (Standard Temperature and Pressure) মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, অর্থাৎ – তাপমাত্রা = 0°C (273 K), চাপ = 1 atm (বা 760 mmHg)।

সকল গ্যাসের মোলার আয়তন কি সমান?

হ্যাঁ, STP -তে সব গ্যাসের (আদর্শ গ্যাস) মোলার আয়তন 22.4 L/mol হয়। তবে তাপমাত্রা বা চাপ পরিবর্তন করলে এটি পরিবর্তিত হয়।

মোলার আয়তন শুধু গ্যাসের জন্য কেন প্রযোজ্য?

গ্যাসের অণুগুলির মধ্যে ফাঁকা স্থান বেশি থাকে এবং এরা সহজে সংকুচিত বা প্রসারিত হয়, তাই STP -তে সব গ্যাসের আয়তন সমান হয়। কিন্তু তরল বা কঠিন পদার্থের অণুগুলি ঘনসন্নিবিষ্ট হওয়ায় তাদের আয়তন পদার্থভেদে আলাদা হয়।

তাপমাত্রা বাড়লে মোলার আয়তন কী হয়?

চাপ স্থির থাকলে, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে (চার্লসের সূত্র)। তাই মোলার আয়তনও বাড়বে (22.4 L/mol -এর বেশি হবে)।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মোলার আয়তন ও মোলার ভর বলতে কী বোঝায়? মোলার আয়তন ও মোলার ভরের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কী? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কী? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো।

সড়কপথের গুরুত্ব আলোচনা করো।

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কী? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কী? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।