কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

প্রতিসরাঙ্ক – একটি নির্দিষ্ট বর্ণের আলো ও দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন ও দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। ‘\(\mu\)‘ চিহ্ন দ্বারা প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয়। অর্থাৎ, \(\mu=\frac{\sin\;i}{\sin\;r}\)।

প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

প্রতিসরাঙ্কের মান –

  • মাধ্যমদ্বয়ের প্রকৃতি,
  • উষ্ণতা ও
  • আপতিত আলোর বর্ণ তথা তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভর করে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রতিসরাঙ্ক কাকে বলে?

কোনো নির্দিষ্ট বর্ণের আলো এবং দুটি মাধ্যমের জন্য, প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন (sin i) ও দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন (sin r) -এর অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। একে μ দ্বারা প্রকাশ করা হয়। \(\mu=\frac{\sin\;i}{\sin\;r}\)।

প্রতিসরাঙ্কের একক কী?

প্রতিসরাঙ্ক একটি এককবিহীন রাশি, কারণ এটি দুটি সাইন ফাংশনের অনুপাত।

শূন্যস্থানের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কী বলে?

শূন্যস্থানের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। যেমন, বায়ুর পরম প্রতিসরাঙ্ক প্রায় 1.0003, পানির জন্য 1.33 এবং কাচের জন্য 1.5 (প্রায়)।

আলোর বর্ণ পরিবর্তন করলে প্রতিসরাঙ্কের কী পরিবর্তন হয়?

হ্যাঁ, প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভর করে। লাল আলোর তুলনায় বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়, কারণ বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম।

মাধ্যমের উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্কের কী হয়?

সাধারণত, উষ্ণতা বাড়লে মাধ্যমের ঘনত্ব কমে, ফলে প্রতিসরাঙ্কও হ্রাস পায়।

প্রতিসরাঙ্কের মান কখন 1 -এর চেয়ে কম হয়?

শূন্যস্থান বা বায়ুর সাপেক্ষে বিশেষ কিছু মাধ্যম (যেমন প্লাজমা বা অতিপরিবাহী পদার্থের কিছু অবস্থা) ছাড়া সাধারণত প্রতিসরাঙ্ক 1 -এর চেয়ে বেশি হয়।

বায়ু থেকে পানিতে আলো গেলে প্রতিসরাঙ্কের মান কত?

বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক প্রায় 1.33।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - আলো - প্রিজম

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – আলো – প্রিজম

পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো? অথবা, জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো?

কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 ও জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো?

আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত লেখো। আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।

আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত – আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – আলো – প্রিজম

কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 ও জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো?

আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত – আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।