এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কলা’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

সঠিক উত্তরটি নির্বাচন করো
ফেলোজেন হল –
- আদি ভাজক কলা
- প্রাথমিক ভাজক কলা
- গৌণ ভাজক কলা
- নিবেশিত ভাজক কলা
উত্তর – 3. গৌণ ভাজক কলা
কাণ্ডের পরিধির বৃদ্ধির জন্য দায়ী –
- পার্শ্বস্থ ভাজক কলা
- নিবেশিত ভাজক কলা
- অগ্রস্থ ভাজক কলা
- মূলজ ভাজক কলা
উত্তর – 2. নিবেশিত ভাজক কলা
কোশগুলিতে সাধারণত ভ্যাকুওল থাকে না –
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- জাইলেম
- ভাজক কলা
উত্তর – 4. ভাজক কলা
আমার কোশগুলি ঘনসন্নিবিষ্ট হওয়ায় কোশান্তর স্থান থাকে না এবং আমার কোশগুলি বিভাজনক্ষম। আমি কোন্ ধরনের কলা? –
- কোলেনকাইমা
- প্যারেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
- ভাজক কলা
উত্তর – 4. ভাজক কলা
পার্শ্বস্থ ভাজক কলা হল –
- ক্যাম্বিয়াম
- কর্ক-ক্যাম্বিয়াম
- উভয়ই
- কোনোটিই নয়
উত্তর – 3. উভয়ই
যে কলায় কোশান্তর রন্ধ্র দেখা যায় তা হল –
- স্ক্লেরেনকাইমা
- কোলেনকাইমা
- প্যারেনকাইমা
- স্ক্লেরাইড
উত্তর – 3. প্যারেনকাইমা
কোনটি প্যারেনকাইমা নয়? –
- ক্লোরেনকাইমা
- ইডিওব্লাস্ট
- এরেনকাইমা
- কোলেনকাইমা
উত্তর – 4. কোলেনকাইমা
স্থূল প্রাচীরবিশিষ্ট দীর্ঘাকার প্যারেনকাইমার নাম –
- এরেনকাইমা
- ক্লোরেনকাইমা
- প্রোসেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
উত্তর – 3. প্রোসেনকাইমা
একাধারে যান্ত্রিক ও পোষক কলা বলা হয় –
- প্যারেনকাইমা কলাকে
- স্ক্লেরেনকাইমা কলাকে
- কোলেনকাইমা কলাকে
- প্রোসেনকাইমা কলাকে
উত্তর – 3. কোলেনকাইমা কলাকে
উদ্ভিদ অঙ্গ নমনীয় হয় –
- কোলেনকাইমা -এর উপস্থিতির জন্য
- জাইলেম -এর উপস্থিতির জন্য
- ফ্লোয়েম -এর উপস্থিতির জন্য
- ক্লোরেনকাইমা -এর উপস্থিতির জন্য
উত্তর – 1. কোলেনকাইমা -এর উপস্থিতির জন্য
কোন্ কলার কোশপ্রাচীরে কূপ থাকে? –
- স্ক্লেরেনকাইমা
- কোলেনকাইমা
- ফ্লোয়েম
- জাইলেম
উত্তর – 1. স্ক্লেরেনকাইমা
যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো –
- প্যারেনকাইমা কলা – কোশান্তর রন্ধ্র উপস্থিত
- আবরণী কলা – ভিত্তিপর্দা উপস্থিত
- স্ক্লেরেনকাইমা কলা – জীবিত কোশ উপস্থিত
- স্নায়ুকলা – স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত
উত্তর – 3. স্ক্লেরেনকাইমা কলা – জীবিত কোশ উপস্থিত
বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলে –
- এরেনকাইমা
- প্রোসেনকাইমা
- ইডিওব্লাস্ট
- ক্লোরেনকাইমা
উত্তর – 1. এরেনকাইমা
এরেনকাইমা দেখা যায় –
- হাইড্রোফাইটে
- হ্যালোফাইটে
- জেরোফাইটে
- মেসোফাইটে
উত্তর – 1. হাইড্রোফাইটে
মৃত কোশ হল –
- সীভনল
- সঙ্গীকোশ
- প্যারেনকাইমা
- ট্র্যাকিড
উত্তর – 4. ট্র্যাকিড
সজীব কোশ হল –
- ট্র্যাকিয়া
- বাস্টতন্তু
- ট্র্যাকিড
- সঙ্গীকোশ
উত্তর – 4. সঙ্গীকোশ
যে কাজে সঙ্গীকোশ সাহায্য করে তা হল –
- জল সংবহনে
- খাদ্য সংবহনে
- খাদ্য সঞ্চয়ে
- দৃঢ়তা প্রদানে
উত্তর – 3. খাদ্য সংবহনে
উদ্ভিদদেহে জল পরিবহণকারী অংশটি হল –
- ট্র্যাকিয়া
- সীভনল
- জাইলেমতন্তু
- স্ক্লেরাইড
উত্তর – 1. ট্র্যাকিয়া
প্রদত্ত কোনটি জটিল স্থায়ী কলা? –
- স্ক্লেরেনকাইমা
- প্যারেনকাইমা
- জাইলেম
- কোলেনকাইমা
উত্তর – 3. জাইলেম
চালুনি ছিদ্রের উপস্থিতি দেখা যায় –
- ফ্লোয়েম কলায়
- জাইলেম কলায়
- ভাজক কলায়
- স্থায়ী কলায়
উত্তর – 1. ফ্লোয়েম কলায়
ফ্লোয়েমের একটি উদাহরণ হল –
- কাষ্ঠল তন্তু
- বাস্টতন্তু
- ট্র্যাকিয়া
- ট্র্যাকিড
উত্তর – 2. বাস্টতন্তু
লেপটোম বলতে কোন্ কলাকে বোঝায়? –
- জাইলেম
- ভাজক কলা
- ফ্লোয়েম
- প্যারেনকাইমা
উত্তর – 3. ফ্লোয়েম
কান্ড ও পাতার ত্বককে বলে –
- এপিব্লেমা
- এপিডারমিস
- প্রোক্যাম্বিয়াম
- গ্রাউন্ড মেরিস্টেম
উত্তর – 2. এপিডারমিস
ভিত্তিপর্দা থাকে –
- যোগকলাতে
- পেশিকলাতে
- স্নায়ুকলাতে
- আবরণী কলাতে
উত্তর – 4. আবরণী কলাতে
ত্বকে কোন্ প্রাণীকলা থাকে? –
- যোগকলা
- আবরণী কলা
- স্নায়ু কলা
- পেশি কলা
উত্তর – 2. আবরণী কলা
কোশস্তর এবং ভিত্তিপর্দা যে কলার প্রধান উপাদান –
- আঁইশাকার আবরণী কলা
- যোগকলা
- পেশি কলা
- সবগুলি
উত্তর – 1. আঁইশাকার আবরণী কলা
আবরণী কলার কাজ হল –
- ক্ষরণ, রেচন, শোষণ
- সংযোগ রক্ষা, ভার বহন, ক্ষত নিরাময়
- সংকোচন, প্রসারণ, খাদ্যের চলন, রক্তের সঞ্চালন
- সমন্বয়, সিদ্ধান্তগ্রহণ, গ্রন্থি ও পেশির কাজ নিয়ন্ত্রণ
উত্তর – 1. ক্ষরণ, রেচন, শোষণ
কোন্ কলা আদি ভ্রুণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়? –
- স্নায়ুকলা
- পেশিকলা
- যোগকলা
- আবরণী কলা
উত্তর – 3. যোগকলা
দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে –
- কলা
- যোগকলা
- স্নায়ুকলা
- পেশিকলা
উত্তর – 2. যোগকলা
তরল, অর্ধতরল, কঠিন ধাত্রের উপস্থিতি –
- পেশিকলা -এর বৈশিষ্ট্য
- আবরণী কলা -এর বৈশিষ্ট্য
- স্নায়ুকলা -এর বৈশিষ্ট্য
- যোগকলা -এর বৈশিষ্ট্য
উত্তর – 4. যোগকলা -এর বৈশিষ্ট্য
যোগকলায় উপস্থিত একপ্রকার আগ্রাসী কোশ হল –
- ফাইব্রোসাইট
- অস্টিওসাইট
- হিস্টিওসাইট
- লিম্ফোসাইট
উত্তর – 3. হিস্টিওসাইট
সিলিয়েটেড আবরণী কলা দেখা যায় –
- ডিম্বনালি ও শ্বাসনালী অংশে
- শ্বাসনালী ও যকৃৎ অংশে
- ডিম্বনালি ও কিডনি অংশে
- জরায়ু ও শ্বাসনালী অংশে
উত্তর – 3. ডিম্বনালি ও শ্বাসনালী অংশে
কেটে গিয়ে তোমার হাতে ক্ষত তৈরি হয়েছে। তোমার ক্ষতস্থান নিরাময় হয়ে পূরণ হবে –
- টেনডন -এর সক্রিয়তায়
- অ্যাডিপোজ -এর সক্রিয়তায়
- আবরণী কলা -এর সক্রিয়তায়
- অ্যারিওলার -এর সক্রিয়তায়
উত্তর – 4. অ্যারিওলার -এর সক্রিয়তায়
একটি সংযোগী কলা হল –
- স্নায়ু
- সিনসাইটিয়াম
- ত্বক কলা
- তরুণাস্থি
উত্তর – 4. তরুণাস্থি
তরুণাস্থি দেখা যায় না –
- নাসিকাতে
- বহিঃকর্ণে
- বৃক্কে
- স্বরযন্ত্রে
উত্তর – 3. বৃক্কে
‘ফ্যাট ডিপো’ কোন্ কলাকে বলা হয়? –
- অ্যারিওলার কলা
- অ্যাডিপোজ কলা
- অস্থি কলা
- তরুণাস্থি কলা
উত্তর – 2. অ্যাডিপোজ কলা
স্নায়ুকলা দেখা যায় না –
- টেনডন -এ
- মস্তিষ্ক -এ
- সুষুম্নাকাণ্ড
- নার্ভ -এ
উত্তর – 1. টেনডন -এ
গবলেট কোশ লক্ষ করা যায় –
- পাকস্থলীতে
- যকৃতে
- অগ্ন্যাশয়ে
- আন্ত্রিক গ্রন্থিতে
উত্তর – 2. যকৃতে
সারকোলেমা কোন্ কলায় দেখা যায়? –
- স্নায়ুকলা
- পেশিকলা
- আবরণী কলা
- যোগকলা
উত্তর – 2. পেশিকলা
কোশগুলি লম্বাটে, আড়াআড়ি দাগযুক্ত ও একাধিক নিউক্লিয়াস দেখা যায় –
- ঐচ্ছিক পেশি
- হৃৎপেশি ও ঐচ্ছিক পেশি
- অনৈচ্ছিক পেশি
- হৃৎপেশি
উত্তর – 2. হৃৎপেশি ও ঐচ্ছিক পেশি
কাজ করার সময় তুমি দ্রুত হাত সঞ্চালন করো। এই কাজে তুমি –
- আবরণী কলা -এর সহযোগিতা পাও
- আন্তরযন্ত্রীয় পেশিকলা -এর সহযোগিতা পাও
- সরেখ পেশিকলা -এর সহযোগিতা পাও
- মসৃণ পেশিকলা -এর সহযোগিতা পাও
উত্তর – 3. সরেখ পেশিকলা -এর সহযোগিতা পাও
কোনটি সিনসিটিয়াম? –
- ভাউকেরিয়া
- সরেখ পেশিকোশ
- মিউকর
- রাইজোপাস
উত্তর – 2. সরেখ পেশিকোশ
দুর্ঘটনাতে একজন ব্যক্তির হাতের দুটি দীর্ঘ অস্থির স্থানচ্যুতি ঘটল। এটিতে ভাঙন ঘটেছে –
- টেনডন
- অস্থি
- লিগামেন্ট
- অ্যারিওলার
উত্তর – 3. লিগামেন্টে
জিহ্বা হল –
- সরেখ পেশি
- অরেখ পেশি
- মসৃণ পেশি
- অনৈচ্ছিক পেশি
উত্তর – 1. সরেখ পেশি
কখনোই অবসাদ ঘটে না –
- সরেখ
- অরেখ
- অমসৃণ
- হৃৎপেশির
উত্তর – 4. হৃৎপেশির
তন্তুময় বা fibrous প্রোটিন নয় কোনটি? –
- লিউসিন
- ইলাস্টিন
- কোলাজেন
- কেরাটিন
উত্তর – 1. লিউসিন
সোয়ান কোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –
- ডেনড্রাইট
- অ্যাক্সন
- প্রান্তবুরুশ
- স্নায়ুসন্নিধি
উত্তর – 2. অ্যাক্সন
স্নায়ুকোশের অ্যাক্সনকে বেষ্টন করে বর্তমান স্থূল শ্বেত আবরণীকে –
- নিউরোলেমা বলা হয়
- মায়েলিন সিদ্ বলা হয়
- নিউরোফাইব্রিল বলা হয়
- ডেনড্রন বলা হয়
উত্তর – 2. মায়েলিন সিদ্ বলা হয়
স্নায়ুকোশের শাখাবিহীন প্রবর্ধকের নাম –
- ডেনড্রন
- ডেনড্রাইট
- অ্যাক্সন
- মায়েলিন সিদ্
উত্তর – 3. অ্যাক্সন
মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে –
- পেশিকলা
- আবরণী কলা
- স্নায়ুকলা
- যোগকলা
উত্তর – 3. স্নায়ুকলা
মায়েলিন আবরণীকলা দেখা যায় –
- সকল নিউরোনের অ্যাক্সনে
- কোনো কোনো নিউরোনের ডেনড্রনে
- সকল নিউরোনের অ্যাক্সনে ও ডেনড্রনে
- কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
উত্তর – 4. কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
শূন্যস্থান পূরণ করো
উদ্ভিদদেহে বিভাজনক্ষম কলাকে বলা হয় ___ কলা।
উত্তর – উদ্ভিদদেহে বিভাজনক্ষম কলাকে বলা হয় ভাজক কলা।
উদ্ভিদের ___ কলায় কোশান্তর রন্ধ্র থাকে না।
উত্তর – উদ্ভিদের ভাজক কলায় কোশান্তর রন্ধ্র থাকে না।
প্যারেনকাইমা একপ্রকার ___ কলা।
উত্তর – প্যারেনকাইমা একপ্রকার সরল স্থায়ী কলা।
কৌণিক স্থূলীকরণ দেখা যায় ___ কলায়।
উত্তর – কৌণিক স্থূলীকরণ দেখা যায় কোলেনকাইমা কলায়।
পাথরের মতো শক্ত কোশপ্রাচীরযুক্ত মৃত কোশকে বলে ___।
উত্তর – পাথরের মতো শক্ত কোশপ্রাচীরযুক্ত মৃত কোশকে বলে স্ক্লেরাইড।
পাটতন্তু একপ্রকার ___ তন্তু।
উত্তর – পাটতন্তু একপ্রকার স্ক্লেরেনকাইমা তন্তু।
স্ক্লেরেনকাইমা কলার কোশপ্রাচীরে ___ থাকে।
উত্তর – স্ক্লেরেনকাইমা কলার কোশপ্রাচীরে লিগনিন থাকে।
___ কলার পরিণত কোশে প্রোটোপ্লাজম থাকে।
উত্তর – প্যারেনকাইমা কলার পরিণত কোশে প্রোটোপ্লাজম থাকে।
ক্লোরেনকাইমা হল ___ যুক্ত প্যারেনকাইমা।
উত্তর – ক্লোরেনকাইমা হল ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা।
উদ্ভিদদেহে জল পরিবহণকারী কলাটি হল ___।
উত্তর – উদ্ভিদদেহে জল পরিবহণকারী কলাটি হল জাইলেম।
উদ্ভিদদেহে খাদ্য পরিবহণকারী কলাটি হল ___।
উত্তর – উদ্ভিদদেহে খাদ্য পরিবহণকারী কলাটি হল ফ্লোয়েম।
জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে বলা হয় ___।
উত্তর – জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে বলা হয় নালিকা বান্ডিল।
ট্র্যাকিয়া ___ কলা দ্বারা গঠিত।
উত্তর – ট্র্যাকিয়া মৃত কলা দ্বারা গঠিত।
জাইলেমের সজীব উপাদানটি হল ___।
উত্তর – জাইলেমের সজীব উপাদানটি হল জাইলেম প্যারেনকাইমা।
ফ্লোয়েমের মৃত উপাদানটি হল ___।
উত্তর – ফ্লোয়েমের মৃত উপাদানটি হল ফ্লোয়েম তন্তু।
ফ্লোয়েমের সীভনল সজীব হলেও তাতে ___ থাকে না।
উত্তর – ফ্লোয়েমের সীভনল সজীব হলেও তাতে নিউক্লিয়াস থাকে না।
একটি সীভকোশ অপর একটি সীভকোশের সঙ্গে ___ মাধ্যমে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে।
উত্তর – একটি সীভকোশ অপর একটি সীভকোশের সঙ্গে সীভছিদ্রের মাধ্যমে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে।
গ্রন্থি হল পরিবর্তিত ___ কলা।
উত্তর – গ্রন্থি হল পরিবর্তিত আবরণী কলা।
ভিত্তিপর্দাযুক্ত, রক্তবাহবিহীন কলাকে বলে ___।
উত্তর – ভিত্তিপর্দাযুক্ত, রক্তবাহবিহীন কলাকে বলে আবরণী কলা।
চুল, নখ প্রভৃতিতে থাকে ___।
উত্তর – চুল, নখ প্রভৃতিতে থাকে স্তরীভূত আঁইশাকার কঠিন আবরণী কলা।
লিগামেন্ট যুক্ত করে ___ -এর সঙ্গে অস্থি।
উত্তর – লিগামেন্ট যুক্ত করে অস্থি -এর সঙ্গে অস্থি।
টেনডন যুক্ত করে ___ -এর সঙ্গে পেশি।
উত্তর – টেনডন যুক্ত করে অস্থি -এর সঙ্গে পেশি।
দুটি অস্থির সংযোগস্থলে অবস্থিত তরল হল ___।
উত্তর – দুটি অস্থির সংযোগস্থলে অবস্থিত তরল হল সাইনোভিয়াল তরল।
একান্তরভাবে গাঢ় ও হালকা রেখা দেখা যায় ___ পেশিতে।
উত্তর – একান্তরভাবে গাঢ় ও হালকা রেখা দেখা যায় সরেখ পেশিতে।
সরেখ পেশিতে নিউক্লিয়াসের সংখ্যা ___।
উত্তর – সরেখ পেশিতে নিউক্লিয়াসের সংখ্যা একাধিক।
___ পেশির সংকোচন প্রাণীর ইচ্ছাধীন নয়।
উত্তর – অরেখ পেশির সংকোচন প্রাণীর ইচ্ছাধীন নয়।
___ পেশির নিঃসাড়কাল দীর্ঘস্থায়ী।
উত্তর – অনৈচ্ছিক পেশির নিঃসাড়কাল দীর্ঘস্থায়ী।
পেশির কার্যগত একক হল ___।
উত্তর – পেশির কার্যগত একক হল সারকোমিয়ার।
স্নায়ুকলার গঠনগত ও কার্যগত একককে ___ বলে।
উত্তর – স্নায়ুকলার গঠনগত ও কার্যগত একককে নিউরোন বলে।
দুটি নিউরোনের সংযোগস্থলের সূক্ষ্ম ফাঁকা স্থানকে ___ বলে।
উত্তর – দুটি নিউরোনের সংযোগস্থলের সূক্ষ্ম ফাঁকা স্থানকে সাইন্যাপস বলে।
ঠিক বা ভুল নির্বাচন করো
ক্যাম্বিয়াম হল প্রাথমিক ভাজক কলা।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গৌণ ভাজক কলা।
প্যারেনকাইমা গৌণ ভাজক কলা সৃষ্টি করে।
উত্তর – ঠিক [✓]
একই রকমের আকৃতিযুক্ত কোশ দ্বারা গঠিত হয় বলে জাইলেমকে সরল স্থায়ী কলা বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্যারেনকাইমাকে।
স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড হল সজীব সরল স্থায়ী কলা।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গৌণ ভাজক কলা।
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের অধঃত্বকে স্ক্লেরেনকাইমা থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কোলেনকাইমা।
প্যারেনকাইমা কলার কোশগুলি সজীব হয়।
উত্তর – ঠিক [✓]
ভাজক কলায় গৌণ কোশপ্রাচীর স্তর অনুপস্থিত।
উত্তর – ঠিক [✓]
স্থায়ী কলার কোশগুলির মধ্যে ভ্যাকুওল থাকে না।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – থাকে।
প্রাণীকলার অন্তর্গত কোশগুলির আকার ভিন্ন ভিন্ন প্রকারের হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সম।
যোগকলায় ভিত্তিপর্দা থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – আবরণী কলায়।
আচ্ছাদন তৈরি ছাড়াও আবরণী কলা ক্ষরণ ও শোষণ কাজে সাহায্য করে।
উত্তর – ঠিক [✓]
রক্তের ভিত্তিপর্দা নেই।
উত্তর – ঠিক [✓]
অস্থির ধাত্রের প্রধান উপাদান হল ক্যালশিয়াম কার্বনেট।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্যালশিয়াম ফসফেট।
তরুণাস্থি অস্টিওসাইট কোশ দ্বারা গঠিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কনড্রোসাইট।
হৃৎপেশি হল অরেখ ও অনৈচ্ছিক পেশি।
উত্তর – ঠিক [✓]
পাকস্থলী ঐচ্ছিক পেশিকলা দ্বারা গঠিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনৈচ্ছিক পেশি।
মায়োব্লাস্ট নামক কোশ থেকে পেশিকলার উৎপত্তি ঘটে।
উত্তর – ঠিক [✓]
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. স্ক্লেরাইড | (i) রক্ত | 1 → (iii) |
| 2. নিউরোন | (ii) অস্থি | 2 → (vi) |
| 3. তরল যোগকলা | (iii) প্রস্তর কোশ | 3 → (i) |
| 4. হ্যাভারসিয়ান নালি | (iv) সঙ্গীকোশ | 4 → (ii) |
| 5. সীভনল সংলগ্ন কোশ | (v) অ্যাকটিন ও মায়োসিন | 5 → (iv) |
| 6. মায়োফিলামেন্ট | (vi) স্নায়ুকোশ | 6 → (v) |
| (vii) তরুণাস্থি |
দু-একটি শব্দে উত্তর দাও
মূল ও কান্ডের অগ্রভাগে কোন্ কলা দেখা যায়?
মূল ও কান্ডের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা দেখা যায়।
উদ্ভিদদেহের সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলার নাম কী?
উদ্ভিদদেহের সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলার নাম প্যারেনকাইমা।
কোন্ কলা উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে?
স্ক্লেরেনকাইমা কলা উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে।
উদ্ভিদদেহে দীর্ঘতম স্ক্লেরেনকাইমা তন্তুর নাম লেখো।
উদ্ভিদদেহে দীর্ঘতম স্ক্লেরেনকাইমা তন্তুর নাম র্যামি ঘাসের তন্তু।
একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও।
একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ হল স্ক্লেরেনকাইমা।
কোন্ ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম প্যারেনকাইমা থাকে না?
পাইন ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম প্যারেনকাইমা থাকে না।
কোন্ প্রকার উদ্ভিদের ফ্লোয়েম কলায় শুধুমাত্র সীভনল ও সঙ্গীকোশ থাকে?
একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম কলায় শুধুমাত্র সীভনল ও সঙ্গীকোশ থাকে।
কোন্ অপুষ্পক উদ্ভিদে ফ্লোয়েম তন্তু থাকে?
ফার্নজাতীয় অপুষ্পক উদ্ভিদে ফ্লোয়েম তন্তু থাকে।
কোন্ উদ্ভিদকলা সারাজীবন বৃদ্ধি পায়?
ভাজক কলা সারাজীবন বৃদ্ধি পায়।
ক্যাসপিরিয়ান পট্টি কোথায় থাকে?
ক্যাসপিরিয়ান পট্টি মূলের অন্তঃত্বকে থাকে।
কোন্ আবরণী কলার কোশের অসমবিন্যাস দেখা যায়?
ছদ্মস্তরীভূত আবরণী কলার কোশের অসমবিন্যাস দেখা যায়।
যোগকলার স্থিতিস্থাপক তন্তুর নাম কী?
যোগকলার স্থিতিস্থাপক তন্তুর নাম পীততন্তু।
একটি তরল যোগকলার নাম লেখো।
একটি তরল যোগকলার নাম রক্ত।
একটি ভারবাহী, কঠিন যোগকলার উদাহরণ দাও।
একটি ভারবাহী, কঠিন যোগকলার উদাহরণ হল অস্থি।
ত্বকের বাইরের স্তরকে কী বলে?
ত্বকের বাইরের স্তরকে এপিডারমিস বলে।
হ্যাভারসিয়ান নালি কোথায় দেখা যায়?
অস্থিতে হ্যাভারসিয়ান নালি দেখা যায়।
কোন্ প্রাণীকলায় গলগি বডি বেশি দেখা যায়?
ক্ষরণকারী গ্রন্থি কলায় গলগি বডি বেশি দেখা যায়।
সাইন্যাপস্ অঞ্চলে উপস্থিত তরলটির নাম কী?
সাইন্যাপস্ অঞ্চলে উপস্থিত তরলটির নাম সাইন্যাপটিক তরল।
মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোশ কোনটি?
স্নায়ুকোশ মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোশ।
স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কী?
স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম ডেনড্রন।
নিউরোনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় তাকে কী বলে?
নিউরোনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় তাকে অ্যাক্সন হিলক বলে।
অ্যাক্সনের সূক্ষ্ম শাখান্বিত প্রান্তকে কী বলে?
অ্যাক্সনের সূক্ষ্ম শাখান্বিত প্রান্তকে প্রান্ত বুরুশ বলে।
স্নায়ুকলায় সর্বাধিক সংখ্যায় কী কোশ উপস্থিত থাকে?
স্নায়ুকলায় সর্বাধিক সংখ্যায় নিউরোগ্লিয়া কোশ উপস্থিত থাকে।
স্নায়ুকোশের আবরণকে কী বলে?
স্নায়ুকোশের আবরণকে নিউরোলেমা বলে।
পেশিকোশের আবরণকে কী বলে?
পেশিকোশের আবরণকে সারকোলেমা বলে।
কোন্ গৌণ ভাজক কলা থেকে কর্ক উৎপন্ন হয়?
ফেলোজেন থেকে কর্ক উৎপন্ন হয়।
বড়ো ব্যাসযুক্ত ট্র্যাকিয়াকে কী বলে?
বড়ো ব্যাসযুক্ত ট্র্যাকিয়াকে মেটাজাইলেম বলে।
ছোটো ব্যাসযুক্ত ট্র্যাকিয়াকে কী বলে?
ছোটো ব্যাসযুক্ত ট্র্যাকিয়াকে প্রোটোজাইলেম বলে।
নারকেলের খোসাতে কোন্ কলা থাকে?
নারকেলের খোসাতে স্ক্লেরেনকাইমা তন্তু থাকে।
আবরণী কলাকে জল-অভেদ্য করে কে?
কেরাটিন আবরণী কলাকে জল-অভেদ্য করে।
হ্যাড্রোম কী?
হ্যাড্রোম হল জাইলেম কলার সঙ্গে যুক্ত প্যারেনকাইমা উপাদান, যা জল ও জলে দ্রবীভূত বিভিন্ন উপাদানের পরিবহণে সাহায্য করে।
কোন্ উদ্ভিদ কলায় প্রস্তর কোশ পাওয়া যায়?
সরল স্থায়ী কলায় (স্ক্লেরেনকাইমা) প্রস্তর কোশ উপস্থিত থাকে।
আপেল খেলে কচকচ করে কেন?
আপেলে স্ক্লেরাইড নামক স্ক্লেরেনকাইমা কলা উপস্থিত থাকে বলে আপেল খেলে কচকচ করে।
উদ্ভিদের সংবহন কলা কোন্ ভাজক কলা থেকে সৃষ্টি হয়?
প্রোক্যাম্বিয়াম থেকে উদ্ভিদের সংবহন কলার সৃষ্টি হয়।
কোন্ পেশি সহজে অবসাদগ্রস্ত হয়?
সরেখ পেশি বা কঙ্কাল পেশি সহজেই অবসাদগ্রস্ত হয়।
অনুপ্রস্থ রেখা কোন্ প্রকার পেশিতে দেখা যায়?
হৃৎপেশি ও ঐচ্ছিকপেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায়।
সারকোপ্লাজম কাকে বলে?
পেশিকোশের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বলে।
অ্যাডিপোজ কলার কাজ কী?
অ্যাডিপোজ কলার কাজ –
1. অ্যাডিপোজ কলাকোশগুলি অতিরিক্ত ফ্যাটজাতীয় উপাদানকে ভবিষ্যতের জন্য সঞ্চিত করে রাখে।
2. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
সাইনোভিয়াল তরলের কাজ কী?
এই তরল চলন ও গমনের সময় অস্থিসন্ধিতে দুটি অস্থির ঘর্ষণজনিত ক্ষয়কে কমিয়ে দেয়।
শিরাত্মক কলা গঠনকারী ভাজক কলাকে কী বলে?
প্রোক্যাম্বিয়াম।
টাইলোসিস কী?
ট্র্যাকিয়ার গহ্বরে জল পরিবহণে বাধা সৃষ্টিকারী বেলুন সদৃশ উপবৃদ্ধিকে টাইলোসিস বলে।
সীভনল ও সঙ্গীকোশ পরস্পর সহযোগী কোশ কেন?
একই প্রকার মাতৃকোশ বিভাজিত হয়ে সীভনল ও সঙ্গীকোশ সৃষ্টি করে।
কোনটির অনুপস্থিতির জন্য একবীজপত্রী উদ্ভিদে গৌণ বৃদ্ধি ঘটে না?
ক্যাম্বিয়াম।
বর্ষবলয় কাকে বলে?
নাতিশীতোষ্ণ মণ্ডল অঞ্চলে বহুবর্ষজীবী বৃক্ষজাতীয় উদ্ভিদের গৌণবৃদ্ধির সময় জাইলেম কলায় প্রতি বছর বসন্ত কাঠ ও শরৎ কাঠ সৃষ্টি হওয়ার ফলে যে এককেন্দ্রিক বলয়াকার গঠন তৈরি হয়, তাকে বর্ষবলয় বলে।
ক্যালোজ কী?
শীতকালে সীভপ্লেটে যে গ্লুকানজাতীয় পলিস্যাকারাইড সঞ্চিত হয়, তাকে ক্যালোজ বলে।
লিগামেন্টের ওপর বেশি চাপ পড়লে কী ঘটবে?
ব্যথা বা স্প্রেন (Sprain) শুরু হবে।
আবরণী কলা কোথা থেকে পুষ্টিপদার্থ সংগ্রহ করে?
সংলগ্ন যোগকলা স্তর থেকে।
হাঁটার সময় কতটি পেশি সক্রিয় হয়?
হাঁটার সময় আমাদের দেহে 200টির মতো পেশি সক্রিয় হয়।
দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
দেহে সবথেকে বড়ো অস্থি হল ফিমার বা ঊরুঅস্থি যেটি দেহের উচ্চতার এক তৃতীয়াংশ গঠন করে।
শরীরের সবচেয়ে জটিল সন্ধি কোনটি?
হাঁটু (জানু) সন্ধি হল শরীরের সব থেকে বড়ো এবং অত্যন্ত জটিল সন্ধি।
শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের তালুতে কতগুণ বেশি ঘর্মগ্রন্থি থাকে?
পায়ের তালুতে প্রায় 500000 ঘর্মগ্রন্থি থাকে যা থেকে প্রায় 20 আউন্স (5/3 পাউন্ড) ঘাম সৃষ্টি হয়।
প্রতি সেকেন্ডে অস্থিমজ্জা কতটি রক্তকোশ সৃষ্টি করে?
একজন প্রাপ্তবয়স্ক মানুষের অস্থিতে প্রায় 24 কিলোগ্রাম মজ্জা থাকে। প্রতি সেকেন্ডে অস্থিমজ্জা তিন মিলিয়নের বেশি রক্তকোশ সৃষ্টি করে।
এটি কি সত্য যে তিন বছর পর ত্বক হাতির চামড়ার মতো পুরু হতে পারে?
যদি তোমার ত্বক স্বাভাবিক হারে বৃদ্ধি পায় এবং কখনোই ক্ষয়প্রাপ্ত না হয়, তাহলে তিনবছর পর সেই ত্বক হাতির ত্বকের মতো পুরু হতে পারে।
দেহের সবচেয়ে নমনীয় পেশিটি কোনটি?
দেহের সবচেয়ে নমনীয় পেশি হল জিহ্বা যার সাহায্যে আমরা খাবার খাই, পান করি, কথা বলি।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কলা’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন