মাধ্যমিক ভূগোল – বর্জ্য ব্যবস্থাপনা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - বর্জ্য ব্যবস্থাপনা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায়, সেটি হল –

  1. অক্সিজেন
  2. কার্বন ডাইঅক্সাইড
  3. জৈব গ্যাস
  4. নাইট্রোজেন

উত্তর – 3. জৈব গ্যাস

ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় –

  1. বাসন তৈরিতে
  2. ইট তৈরিতে
  3. কাগজ তৈরিতে
  4. সার তৈরিতে

উত্তর – 2. ইট তৈরিতে

জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় –

  1. চুন
  2. অক্সিজেন
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. ওজোন

উত্তর – 4. ওজোন

চিকিৎসাজাত বর্জ্য থেকে যে রোগ ছড়াতে পারে, তা হল –

  1. টাইফয়েড
  2. হৃদয়ঘটিত রোগ
  3. এইডস্
  4. ম্যালেরিয়া

উত্তর – 1. টাইফয়েড

গ্রামীণ শক্তির চাহিদা অনেকটা মেটায় –

  1. এলপিজি
  2. কার্বন ডাইঅক্সাইড
  3. গোবর গ্যাস
  4. ইলেকট্রিক উনুন

উত্তর – 3. গোবর গ্যাস

ফ্লাই অ্যাশ পাওয়া যায় –

  1. কাগজ কল থেকে
  2. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে
  3. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
  4. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে

উত্তর – 3. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

নগরে বর্জ্য মুক্তির জন্য প্রয়োজন –

  1. প্লাস্টিকের নিষিদ্ধকরণ
  2. জৈব বর্জ্যের ব্যবহার হ্রাস
  3. পয়ঃপ্রণালীর উন্নয়ন
  4. রাস্তাঘাটের উন্নয়ন

উত্তর – 1. প্লাস্টিকের নিষিদ্ধকরণ

সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় –

  1. তেজস্ক্রিয় বর্জ্য থেকে
  2. জৈব বর্জ্য থেকে
  3. ফ্লাই অ্যাশ থেকে
  4. জলবিদ্যুৎ কেন্দ্র থেকে

উত্তর – 1. তেজস্ক্রিয় বর্জ্য থেকে

একটি চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল –

  1. সবজির খোসা
  2. ইনজেকশন সিরিঞ্জ
  3. খাবারের প্যাকেট
  4. সাবান ধোয়া জল

উত্তর – 2. ইনজেকশন সিরিঞ্জ

যে উৎস থেকে বর্জ্য সাধারণত আসে না –

  1. গৃহস্থালি
  2. সৌরবিদ্যুৎ কেন্দ্র
  3. হাসপাতাল
  4. গবেষণাগার

উত্তর – 2. সৌরবিদ্যুৎ কেন্দ্র

বর্জ্য সিসা দূষণে যে রোগ সৃষ্টি হয় –

  1. মিনামাটা
  2. ডিসলেক্সিয়া
  3. ইটাই ইটাই
  4. ফ্লুরোসিস

উত্তর – 2. ডিসলেক্সিয়া

গ্যাসীয় বর্জ্য থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে, তার মধ্যে প্রধান হল –

  1. ফুসফুসের রোগ
  2. এইডস্
  3. অ্যানিমিয়া
  4. ক্যানসার

উত্তর – 1. ফুসফুসের রোগ

বায়ুদূষণ হয় –

  1. গাড়ি ও কারখানা থেকে
  2. কারখানা নির্গত জল থেকে
  3. ঘরের বর্জ্য থেকে
  4. তেজস্ক্রিয় বর্জ্য থেকে

উত্তর – 1. গাড়ি ও কারখানা থেকে

ভারতের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়, সেটি হল –

  1. কম্পোস্টিং করা
  2. পুড়িয়ে ফেলা
  3. উন্মুক্তভাবে সঞ্চয় করা
  4. ম্যানিওর পিট তৈরি করা

উত্তর – 4. ম্যানিওর পিট তৈরি করা

নিম্নলিখিত বর্জ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হল –

  1. প্লাস্টিক
  2. কাঠ
  3. ধাতু
  4. কৃষিজাত বর্জ্য

উত্তর – 1. প্লাস্টিক

ইট ছাড়া ফ্লাই অ্যাশ আর যে কাজে ব্যবহার করা হয়, সেটি হল –

  1. চিনেমাটির বাসন তৈরিতে
  2. কারখানার চিমনি প্রস্তুতিতে
  3. রাস্তা তৈরিতে
  4. রান্নাঘরের বেসিন তৈরিতে

উত্তর – 3. রাস্তা তৈরিতে

জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায়, তার নাম –

  1. ল্যান্ডফিল
  2. এলপিজি
  3. বায়োগ্যাস
  4. দুর্গন্ধনাশক গ্যাস

উত্তর – 3. বায়োগ্যাস

ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে সময় লাগে –

  1. 10-15 দিন
  2. 4-6 মাস
  3. 6-8 মাস
  4. 1 বছর

উত্তর – 2. 4-6 মাস

নিম্নলিখিত কোনটি কঠিন বর্জ্যের অন্তর্গত নয়? –

  1. কৃষিক্ষেতের বর্জ্য
  2. শিল্পজাত বর্জ্য
  3. জঞ্জাল
  4. পয়ঃপ্রণালীর বর্জ্য

উত্তর – 4. পয়ঃপ্রণালীর বর্জ্য

কাগজ তৈরি করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প হল –

  1. পুরোনো কাপড়
  2. গাছের পাতা
  3. আখের ছিবড়ে
  4. নতুন গাছ

উত্তর – 3. আখের ছিবড়ে

একটি কৃষিজাত বর্জ্য হল –

  1. গাছের কাণ্ড
  2. খড়
  3. কাচের বোতল
  4. প্লাস্টিক পাত

উত্তর – 2. খড়

একটি পৌর আবর্জনার উদাহরণ হল –

  1. অ্যালুমিনিয়াম টুকরো
  2. গোবর
  3. কঙ্কাল
  4. তুষ

উত্তর – 1. অ্যালুমিনিয়াম টুকরো

বর্জ্যের চাপ সবচেয়ে বেশি দেখা যায় –

  1. কলকাতায়
  2. মুম্বায়ে
  3. দিল্লিতে
  4. চেন্নাইতে

উত্তর – 1. কলকাতায়

একটি বিষাক্ত বর্জ্য হল –

  1. সিসা
  2. সবজির খোসা
  3. পুরোনো কাগজ
  4. পচা আলু

উত্তর – 1. সিসা

একটি বিষহীন বর্জ্য পদার্থ হল –

  1. বাজারের বর্জ্য পদার্থ
  2. শিল্পজাত বর্জ্য পদার্থ
  3. হাসপাতালের বর্জ্য পদার্থ
  4. তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ

উত্তর – 1. বাজারের বর্জ্য পদার্থ

‘নমামি গঙ্গে’ পরিকল্পনা হল –

  1. বঙ্গভূমি নদী পরিকল্পনা
  2. গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা
  3. গঙ্গানদী জলবিভাজিকা পরিকল্পনা
  4. গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা

উত্তর – 2. গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা

একটি পরিবেশমিত্র বর্জ্যের নাম –

  1. চট
  2. সিসা
  3. রবার
  4. প্লাস্টিক

উত্তর – 1. চট

একটি অবিষাক্ত বর্জ্য হল –

  1. পুরোনো ফুল
  2. কীটনাশক
  3. পারদ
  4. প্লাস্টিক

উত্তর – 1. পুরোনো ফুল

একটি বিষাক্ত চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল –

  1. ইঁদুর মারা বিষ
  2. খাবারের বাতিল অংশ
  3. ক্যাথিটার
  4. বাতিল কম্পিউটার

উত্তর – 3. ক্যাথিটার

পুনচক্রী একটি বর্জ্য হল –

  1. প্লাস্টিকের বোতল
  2. স্প্রে ক্যান
  3. রাবিশ
  4. হাসপাতালের বর্জ্য

উত্তর – 1. প্লাস্টিকের বোতল

নীচের শহরগুলির মধ্যে সর্বাধিক দূষিত শহর কোনটি ?

  1. নিউ ইয়র্ক
  2. লস এঞ্জেলস
  3. লন্ডন
  4. নিউ দিল্লি

উত্তর – 4. নিউ দিল্লি

পেস্টিসাইড হল –

  1. গৃহস্থালির বর্জ্য
  2. জৈব বর্জ্য
  3. কৃষি বর্জ্য
  4. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য

উত্তর – 3. কৃষি বর্জ্য

নীচের যে উৎস থেকে বর্জ্য আসে না –

  1. গৃহস্থালি
  2. শিল্পকেন্দ্র
  3. হাসপাতাল পোশ
  4. সৌরবিদ্যুৎ কেন্দ্র

উত্তর – 4. সৌরবিদ্যুৎ কেন্দ্র

জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল –

  1. ল্যান্ডফিল
  2. কম্পোস্টিং
  3. ওভারফিলিং
  4. কম্পাউন্ডিং

উত্তর – 2. কম্পোস্টিং

শূন্যস্থান পূরণ করো।

___ আবর্জনা থেকে দাহ্য গ্যাস তৈরি করা হয়।

উত্তর – জৈব আবর্জনা থেকে দাহ্য গ্যাস তৈরি করা হয়।

___ থেকে কাগজ তৈরি করা হয়।

উত্তর –আখের ছিবড়ে থেকে কাগজ তৈরি করা হয়।

একটি ধারালো চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল ___।

উত্তর – একটি ধারালো চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য হল ছুরি

মোবিল হল একধরনের ___ বর্জ্য।

উত্তর – মোবিল হল একধরনের তরল বর্জ্য।

ক্যাথিটার এক ধরনের ___ বর্জ্য।

উত্তর – ক্যাথিটার এক ধরনের চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য।

___ দহনের ফলে ফ্লাই অ্যাশ সৃষ্টি হয়।

উত্তর – কয়লা দহনের ফলে ফ্লাই অ্যাশ সৃষ্টি হয়।

একটি জৈব ভঙ্গুর বর্জ্য হল ___।

উত্তর – একটি জৈব ভঙ্গুর বর্জ্য হল শাকসবজির খোসা

একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য হল ___।

উত্তর – একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য হল কাচ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ___ বর্জ্য উৎপন্ন হয়।

উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর 1750 লক্ষ টন বর্জ্য উৎপন্ন হয়।

গবাদিপশুর চামড়া ও হাড় হল ___ বর্জ্য।

উত্তর – গবাদিপশুর চামড়া ও হাড় হল জৈব বর্জ্য।

ঘড়ি শিল্প থেকে ___ বর্জ্য নির্গত হয়।

উত্তর – ঘড়ি শিল্প থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়।

কলকাতায় প্রতিদিন মাথাপিছু প্রায় ___ কেজি বর্জ্য উৎপাদিত হয়।

উত্তর – কলকাতায় প্রতিদিন মাথাপিছু প্রায় 6.6 কেজি বর্জ্য উৎপাদিত হয়।

বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, বর্জ্যের পরিমাণ হ্রাস করে, ___ করে, পুনর্নবীকরণ করে।

উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, বর্জ্যের পরিমাণ হ্রাস করে, পুনর্ব্যবহার করে, পুনর্নবীকরণ করে।

সি এফ এল বাল্ব একধরনের ___ বর্জ্য।

উত্তর – সি এফ এল বাল্ব একধরনের বিষাক্ত বর্জ্য।

ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে ___ বলে।

উত্তর – ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে লিচেট বলে।

একটি চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হল ___।

উত্তর – একটি চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হল পরিত্যক্ত সিরিঞ্জ

যে বর্জ্য পচনশীল হয়, তাকে বলা হয় ___ বর্জ্য।

উত্তর – যে বর্জ্য পচনশীল হয়, তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য।

কম্পোস্টিং পদ্ধতিতে ঘূর্ণায়মান যন্ত্রে ___ ব্যাকটেরিয়ার সাহায্যে জৈব বর্জ্যকে পচানো হয়।

উত্তর – কম্পোস্টিং পদ্ধতিতে ঘূর্ণায়মান যন্ত্রে অ্যারোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে জৈব বর্জ্যকে পচানো হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে ___ প্রযুক্তি ব্যবহার করা হয়।

উত্তর – বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে স্ক্রাবার প্রযুক্তি ব্যবহার করা হয়।

নরওয়েতে স্ক্রাবার থেকে ছড়িয়ে পড়া সংক্রামক রোগটি হল ___।

উত্তর – নরওয়েতে স্ক্রাবার থেকে ছড়িয়ে পড়া সংক্রামক রোগটি হল লেজিওনিয়ার্স

বর্জ্য শুধু আবর্জনা নয়, বর্জ্য ___ বটে।

উত্তর – বর্জ্য শুধু আবর্জনা নয়, বর্জ্য সম্পদও বটে।

ফ্লাই অ্যাশ একরকমের ___ বর্জ্য।

উত্তর – ফ্লাই অ্যাশ একরকমের কঠিন বর্জ্য।

ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ___ বলে।

উত্তর – ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ই-বর্জ্য বলে।

কঠিন বর্জ্য দ্বারা অবনমিত ভূভাগ ভরাটকরণকে ___ বলে।

উত্তর – কঠিন বর্জ্য দ্বারা অবনমিত ভূভাগ ভরাটকরণকে ল্যান্ডফিল বলে।

সবজি, শাক ও মাংসের উচ্ছিষ্ট একধরনের ___ বর্জ্য।

উত্তর – সবজি, শাক ও মাংসের উচ্ছিষ্ট একধরনের গৃহস্থালির বর্জ্য।

ইস্পাত কেন্দ্রের স্লাজ ___ বর্জ্য।

উত্তর – ইস্পাত কেন্দ্রের স্লাজ শিল্পজাত বর্জ্য।

ওষুধের ফয়েল ___ বর্জ্য।

উত্তর – ওষুধের ফয়েল চিকিৎসা সংক্রান্ত বর্জ্য।

রেডিয়াম একধরনের ___ বর্জ্য।

উত্তর – রেডিয়াম একধরনের তেজস্ক্রিয় বর্জ্য।

কাঠের তৈরি বর্জ্য একধরনের ___ বর্জ্য।

উত্তর – কাঠের তৈরি বর্জ্য একধরনের বিষহীন বর্জ্য।

‘স্বচ্ছ ভারত অভিযান’ ___ তারিখে শুরু হয় নিউ দিল্লিতে।

উত্তর – ‘স্বচ্ছ ভারত অভিযান’ 2 অক্টোবর, 2014 তারিখে শুরু হয় নিউ দিল্লিতে।

জীবের মৃতদেহ একপ্রকার ___ বর্জ্য।

উত্তর – জীবের মৃতদেহ একপ্রকার জৈব বর্জ্য।

পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে ___ বর্জ্য নির্গত হয়।

উত্তর – পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়।

একটি বিষাক্ত বর্জ্য হল ___।

উত্তর – একটি বিষাক্ত বর্জ্য হল DDT

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

কঠিন বর্জ্য থেকে জৈব গ্যাস পাওয়া যায়।

উত্তর – শুদ্ধ

গ্রামাঞ্চলে সমস্ত শক্তির চাহিদা পূরণ করে এলপিজি গ্যাস।

উত্তর – অশুদ্ধ

বর্জ্য বিভিন্ন পরিত্যক্ত পদার্থের সংমিশ্রণ।

উত্তর – শুদ্ধ

আমরা আমাদের প্রয়োজনীয় যে সব বস্তু বর্জন করি, তাই বর্জ্য।

উত্তর – অশুদ্ধ

বর্জ্য উৎপাদন নগর সভ্যতার দান।

উত্তর – শুদ্ধ

বর্জ্য বস্তুর ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারলে সেটি পরিবেশের খুব ক্ষতি করে।

উত্তর – শুদ্ধ

মানুষের হাতে যত প্রযুক্তি আসবে ততই বর্জ্য বস্তুকে নিয়ন্ত্রণ করা যাবে।

উত্তর – শুদ্ধ

অকেজো মোবাইল একটি ই-বর্জ্য।

উত্তর – শুদ্ধ

পারদের বিষক্রিয়ায় মিনামাটা রোগ হয়।

উত্তর – শুদ্ধ

রাশিয়া মাথাপিছু সর্বাধিক বর্জ্য উৎপাদন করে।

উত্তর – অশুদ্ধ

অর্ধতরল জল কঠিন বর্জ্যের উদাহরণ।

উত্তর – অশুদ্ধ

নাইট্রোজেন অক্সাইড একধরনের গ্যাসীয় বর্জ্য।

উত্তর – শুদ্ধ

গ্যাসীয় বর্জ্য পরিবেশ অবনমনে দায়ী হলেও জলবায়ুর পরিবর্তন ঘটায় না।

উত্তর – অশুদ্ধ

গ্যাসীয় বর্জ্য বাড়ছে বলে গ্রিনহাউস প্রভাব বাড়ছে।

উত্তর – শুদ্ধ

পৌর বর্জ্য মূলত গৃহস্থালির এবং শিল্প বর্জ্যের মিলিত রূপ।

উত্তর – শুদ্ধ

মাটির ভাঁড় একটি বিষাক্ত বর্জ্য।

উত্তর – অশুদ্ধ

চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য অনেক সময় সংক্রামক হতে পারে।

উত্তর – শুদ্ধ

সাফাইকর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম।

উত্তর – অশুদ্ধ

বর্জ্যের পুনর্ব্যবহার হলে বর্জ্য সম্পদে পরিণত হতে পারে।

উত্তর – শুদ্ধ

বাতিল কমিউটার যন্ত্রাংশ ‘e -বর্জ্য’ নামে পরিচিত।

উত্তর – শুদ্ধ

কলকাতা একটি অবতল ভূমিভাগ বলে কলকাতার নিকাশি ব্যবস্থা ভালো নয়।

উত্তর – শুদ্ধ

ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।

উত্তর – অশুদ্ধ

ডিডিটি হল কৃষি বর্জ্যের সবচেয়ে ক্ষতিকর পদার্থ।

উত্তর – শুদ্ধ

মূলত জৈব বর্জ্য থেকে বায়ুদূষণ ছড়ায়।

উত্তর – শুদ্ধ

রাবিশ কোনো বর্জ্য জঞ্জাল নয়।

উত্তর – অশুদ্ধ

শিক্ষার্থীরা বর্জ্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারে।

উত্তর – শুদ্ধ

গঙ্গানদী পৃথিবীর পাঁচটি দূষিত নদীর মধ্যে একটি।

উত্তর – শুদ্ধ

যে-কোনো জলের দূষণ নিয়ন্ত্রণ করতে হলে জলের BOD কমাতে হবে।

উত্তর – শুদ্ধ

পারমাণবিক বর্জ্যের অন্যতম উৎস হল বজ্র-বয়ন কারখানা।

উত্তর – অশুদ্ধ

গ্রামাঞ্চলে বর্জ্য দ্রব্য ভস্মভূত করে বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়।

উত্তর – অশুদ্ধ

কম্পোস্ট সার বর্জ্য থেকে উৎপাদিত একটি জৈব সম্পদ।

উত্তর – শুদ্ধ

বর্জ্য পদার্থ থেকে বর্তমানে শক্তি উৎপাদন করা হয়।

উত্তর – শুদ্ধ

ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়।

উত্তর – অশুদ্ধ

স্ক্রাবার -এর সাহায্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যায়।

উত্তর – শুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. চকের ভাঙা অংশA. গৃহস্থালির বর্জ্য1. B.
2. ফল, সবজির খোসাB. শিল্প বর্জ্য2. E.
3. পাটকাঠিC. বিদ্যালয়ের বর্জ্য3. A.
4. গাছের ভাঙা ডালপালাD. জৈব বর্জ্য4. D.
5. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইE. কৃষিজ বর্জ্য5. C.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. কঠিন বর্জ্যA. নাইট্রোজেন অক্সাইড1. C.
2. তরল বর্জ্যB. মাটির ভাঁড়2. E.
3. গ্যাসীয় বর্জ্যC. কৃষিজ আবর্জনা3. A.
4. বিষাক্ত বর্জ্যD. হাসপাতালে ব্যবহার করা সূচ4. D.
5. বিষহীন বর্জ্যE. টয়লেটের নোংরা জল5. B.

3.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. জৈব ভঙ্গুর বর্জ্যA. বাল্ব1. B.
2. জৈব অভঙ্গুর বর্জ্যB. ঘড়ি শিল্প2. C.
3. তেজস্ক্রিয় বর্জ্যC. টেস্ট টিউব3. D.
4. চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যD. সেপটিক ট্যাঙ্কের জল4. E.
5. তরল বর্জ্যE. পুরোনো খবরের কাগজ5. A.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কী ধরনের বর্জ্য?

খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কঠিন ধরনের বর্জ্য।

দূষিত বর্জ্য জলকে কী ধরনের বর্জ্য বলা যায়?

দূষিত বর্জ্য জলকে তরল ধরনের বর্জ্য বলা যায়।

একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম করো।

একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম হল সালফার অক্সাইড (SO2)।

একটি রাসায়নিক বিষাক্ত বর্জের নাম করো।

একটি রাসায়নিক বিষাক্ত বর্জের নাম হল ইঁদুর মারা বিষ।

শুকনো ফুল কী ধরনের বর্জ্য?

শুকনো ফুল বিষহীন ধরনের বর্জ্য।

বাড়ি থেকে সৃষ্ট একটি কঠিন বর্জ্যের নাম করো।

বাড়ি থেকে সৃষ্ট একটি কঠিন বর্জ্যের নাম হল সবজি ও ফলের খোসা।

একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম করো।

একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম হল ক্যাথিটার।

জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?

যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয়, তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন – সবজির খোসা, কাগজ প্রভৃতি।

‘ফ্লাই অ্যাশ’ থেকে কোন্ ইমারতী দ্রব্য তৈরি করা যায়?

‘ফ্লাই অ্যাশ’ থেকে ইট ইমারতী দ্রব্য তৈরি করা যায়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কোন্ প্রযুক্তি ব্যবহার করা হয়?

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে স্ক্রাবার প্রযুক্তি ব্যবহার করা হয়।

গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?

গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর বিশ্ব উষ্ণায়ন ঘটছে।

বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য?

বাতিল মোবাইল ফোন বৈদ্যুতিন ধরনের বর্জ্য।

কম্পোস্ট সারে কোন্ কোন্ উপাদান বেশি থাকে?

কম্পোস্ট সারে নাইট্রোজেন ও ফসফেট উপাদান বেশি থাকে।

কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে?

কঠিন বর্জ্য থেকে কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি ধরনের রোগ হতে পারে।

গোবর গ্যাস কী কাজে লাগে?

গোবর গ্যাস রান্নার কাজে লাগে।

গোবর গ্যাসের মূল উপাদান কী?

গোবর গ্যাসের মূল উপাদান হল 40 ভাগ কার্বন ডাইঅক্সাইড এবং 60 ভাগ মিথেন।

মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?

মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে বায়োগ্যাস বলে।

বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম করো।

বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম হল পাইরোলিসিস।

কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশিরভাগ কোন্ বর্জ্য থাকে?

কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশিরভাগ মাটি বা ছাই বর্জ্য থাকে।

একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম করো।

একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম হল কাচ।

বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?

বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য বর্জ্যের পরিমাণগত হ্রাস।

কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো।

কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হল ইউরেনিয়াম।

টিটেনাস রোগটি কোন্ ধরনের বর্জ্য থেকে হতে পারে?

টিটেনাস রোগটি কঠিন ধরনের বর্জ্য থেকে হতে পারে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?

তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি পুনর্নবীকরণ ধরনের ব্যবস্থাপনা।

1985 সালে ভাগীরথী-হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, তার নাম কী?

1985 সালে ভাগীরথী-হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, তার নাম হল গঙ্গা অ্যাকশন প্ল্যান।

কোন্ ধাতুর প্রভাবে ব্ল‍্যাকফুট রোগ হয়?

আর্সেনিক ধাতুর প্রভাবে ব্ল‍্যাকফুট রোগ হয়।

দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।

দুটি কঠিন বর্জ্যের উদাহরণ হল ভাই ভাঙা কাচ এবং ভাঙা প্লাস্টিক।

কোন্ ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

কঠিন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়।

একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো।

একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম হল ডাবের খোলা।

কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?

কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হল ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।

কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

কম্পোস্টিং পদ্ধতিতে অ্যারোবিক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়।

বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়?

যখন তা ব্যবহার্য হয়।

কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোনটি?

কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প হল আখের ছিবড়ে।

ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে 4-6 মাস সময় লাগে।

বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী?

বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস হল শিল্পকারখানা।

তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন্ কাজে লাগে?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে কাজে লাগে।

ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়?

ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি 1989 সালে প্রচলিত হয়।

বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে?

বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে ইনসিনারেশন (Incineration) বলে।

একটি পারদঘটিত বর্জ্যের নাম করো।

একটি পারদঘটিত বর্জ্যের নাম হল ভগ্ন থার্মোমিটার।

কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস কোনটি?

কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস হল ইমারতি দ্রব্য।

একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো।

একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম হল ইনজেকশনে ব্যবহৃত সিরিঞ্জ।

একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো।

একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম হল DDT।

জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়?

জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে জৈব সার ধরনের সম্পদ উৎপাদন হয়।

DDT -এর পুরো অর্থ কী?

DDT-এর পুরো অর্থ হল ডাইক্লোরো-ডাইফেনাইল-ট্রাইক্লোরোইথেন।

e-waste কী?

বিভিন্ন প্রকার ইলেকট্রনিক দ্রব্য যেমন কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি যখন ব্যবহারের অযোগ্য বা নষ্ট হয়ে যায়, সেগুলিকে electronic-waste বা সংক্ষেপে e-waste (ই-বর্জ্য) বলে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse