মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের মৃত্তিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রাকৃতিক পরিবেশ - ভারতের মৃত্তিকা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে বলে –

  1. ভাঙ্গর
  2. খাদার
  3. পেডোক্যাল
  4. ভুর

উত্তর – 1. ভাঙ্গর

ভারতীয় কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি –

  1. পলিমাটি
  2. লালমাটি
  3. কালোমাটি
  4. বেলেমাটি

উত্তর – 1. পলিমাটি

ভুর মাটি দেখতে পাওয়া যায় –

  1. মরুভূমিতে
  2. মালভূমিতে
  3. গঙ্গা সমভূমিতে
  4. দাক্ষিণাত্যে

উত্তর – 3. গঙ্গা সমভূমিতে

ল্যাটেরাইট মাটি দেখা যায় –

  1. রাজস্থানের মরুভূমিতে
  2. ছোটোনাগপুরের মালভূমিতে
  3. গঙ্গা সমভূমিতে
  4. হিমালয়ে

উত্তর – 2. ছোটোনাগপুরের মালভূমিতে

পডসল মাটি দেখা যায় –

  1. সরলবর্গীয় অরণ্যাঞ্চলে
  2. মালভূমিতে
  3. সমভূমিতে
  4. মরু অঞ্চলে

উত্তর – 1. সরলবর্গীয় অরণ্যাঞ্চলে

গ্র্যানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় –

  1. ল্যাটেরাইট
  2. রেগুর
  3. লালমাটি
  4. পলিমাটি

উত্তর – 3. লালমাটি

বিভিন্ন নদীমোহানা অঞ্চলে যে মাটি দেখা যায় –

  1. পলিমাটি
  2. হিউমাস মাটি
  3. লবণাক্ত পলিমাটি
  4. লালমাটি

উত্তর – 3. লবণাক্ত পলিমাটি

মেঘালয় মালভূমিতে বেশি রয়েছে –

  1. ল্যাটেরাইট মাটি
  2. পলিমাটি
  3. মরুমাটি
  4. কালোমাটি

উত্তর – 1. ল্যাটেরাইট মাটি

ভারতের অন্যতম মাটি সংক্রান্ত গবেষণাগারটি –

  1. কলকাতায়
  2. জয়পুরে
  3. কোচিনে
  4. দেরাদুনে

উত্তর – 2. জয়পুরে

ভারতের মাটি ক্ষয়ের একটি মনুষ্যকৃত কারণ হল –

  1. আবহবিকার
  2. জলপ্রবাহ দ্বারা ক্ষয়
  3. ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ
  4. বায়ুপ্রবাহ

উত্তর – 3. ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকা

গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটির নাম –

  1. ভাবর
  2. খাদার
  3. ভুর
  4. ভাঙ্গর

উত্তর – 2. খাদার

কালোমাটির জলধারণক্ষমতা –

  1. খুব বেশি
  2. খুব কম
  3. মাঝারি
  4. অল্প

উত্তর – 1. খুব বেশি

খোয়াই বা খাতক্ষয় কীভাবে ঘটে? –

  1. জলপ্রবাহ দ্বারা
  2. বায়ুপ্রবাহ দ্বারা
  3. সমুদ্রতরঙ্গ দ্বারা
  4. কৃষিকার্যের দ্বারা

উত্তর – 1. জলপ্রবাহ দ্বারা

কৃষ্ণ মৃত্তিকার অন্য নাম –

  1. পডসল
  2. ল্যাটেরাইট
  3. রেগুর
  4. দোআঁশ

উত্তর – 3. রেগুর

যে মাটিতে কাদা, পলি, বালির পরিমাণ প্রায় সমান তা হল –

  1. দোআঁশ মাটি
  2. কালোমাটি
  3. পডসল মাটি
  4. ল্যাটেরাইট মাটি

উত্তর – 1. দোআঁশ মাটি

হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের পলি, বালি, নুড়ি, কাকরপূর্ণ মাটির নাম –

  1. ভাঙ্গর
  2. খাদার
  3. তরাই
  4. ভাবর

উত্তর – 4. ভাবর

বেলেমাটিতে চাষ করা হয় –

  1. শশা
  2. ধান
  3. গম
  4. চা

উত্তর – 1. শশা

ল্যাটেরাইট মাটির জলধারণক্ষমতা কম কারণ –

  1. বালুকাপূর্ণ বলে
  2. কাঁকরপূর্ণ বলে
  3. কাদাযুক্ত বলে
  4. বাতাসপূর্ণ বলে

উত্তর – 2. কাঁকরপূর্ণ বলে

পার্বত্য অঞ্চলের মাটি –

  1. অম্লধর্মী
  2. ক্ষারকীয়
  3. লবণাক্ত
  4. অত্যন্ত ক্ষারকীয়

উত্তর – 1. অম্লধর্মী

রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রকার মাটি দেখা যায় সেটি হল –

  1. পলিমাটি
  2. লালমাটি
  3. মরুমাটি
  4. ল্যাটেরাইট মাটি

উত্তর – 3. মরুমাটি

মরুমাটির প্রকৃতি হল –

  1. ক্ষারধর্মী
  2. অম্লধর্মী
  3. প্রশমিত
  4. মিশ্র ধরনের

উত্তর – 1. ক্ষারধর্মী

পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মাটি দেখা যায় –

  1. দার্জিলিং-এ
  2. নদিয়ায়
  3. পুরুলিয়ায়
  4. হাওড়ায়

উত্তর – 3. পুরুলিয়ায়

ল্যাটেরাইট মাটিতে যে খনিজ বেশি থাকে –

  1. লোহা
  2. ম্যাঙ্গানিজ
  3. তামা
  4. অভ্র

উত্তর – 1. লোহা

ভূমির ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করার পদ্ধতিকে বলে –

  1. গালিচাষ
  2. ফালিচাষ
  3. বৃক্ষরোপণ
  4. ধাপচাষ

উত্তর – 2. ফালিচাষ

পাহাড়ি অঞ্চলে মাটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি –

  1. গাছ রোপণ
  2. ধাপচাষ
  3. রাস্তা নির্মাণ
  4. নদীতে বাঁধ দেওয়া

উত্তর – 2. ধাপচাষ

বৃষ্টির জলের সঙ্গে মাটি স্তরে স্তরে অপসারিত হওয়াকে বলে –

  1. নালী ক্ষয়
  2. খাত ক্ষয়
  3. খোয়াই ক্ষয়
  4. স্তর বা চাদর ক্ষয়

উত্তর – 4. স্তর বা চাদর ক্ষয়

যে প্রকার কৃষি পদ্ধতি মাটির ক্ষয় বৃদ্ধি করে –

  1. স্থানান্তর চাষ
  2. ধাপচাষ
  3. সমোন্নতিরেখা বরাবর কৃষি
  4. ফলিচাষ

উত্তর – 1. স্থানান্তর চাষ

ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল –

  1. জলসেচ
  2. ঝুমচাষ
  3. ফালিচাষ
  4. পশুচারণ

উত্তর – 3. ফালিচাষ

ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল –

  1. জলসেচ
  2. ঝুমচাষ
  3. ফালিচাষ
  4. পশুচারণ

উত্তর – 3. ফালিচাষ

কৃষ্ণমৃত্তিকা দেখা যায় –

  1. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
  2. বদ্বীপ অঞ্চলে
  3. সমভূমি অঞ্চলে
  4. উত্তরের পার্বত্য অঞ্চলে

উত্তর – 1. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে

মরু অঞ্চলের প্রধান মৃত্তিকা হল –

  1. ল্যাটেরাইট মৃত্তিকা
  2. লোহিত মৃত্তিকা
  3. কৃষ্ণ মৃত্তিকা
  4. সিরোজেম মৃত্তিকা

উত্তর – 4. সিরোজেম মৃত্তিকা

সবচেয়ে বেশি উর্বর মাটি হল –

  1. সিরোজেম মৃত্তিকা
  2. কৃষ্ণ মৃত্তিকা
  3. লোহিত মৃত্তিকা এ
  4. ল্যাটেরাইট মৃত্তিকা

উত্তর – 2. কৃষ্ণ মৃত্তিকা

শূন্যস্থান পূরণ করো।

উত্তর ভারতের সমভূমিতে ___ মাটি দেখা যায়।

উত্তর – উত্তর ভারতের সমভূমিতে পলি মাটি দেখা যায়।

মরু অঞ্চলের মাটিতে ___ পদার্থ থাকে না বললেই চলে।

উত্তর – মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ থাকে না বললেই চলে।

___ তুলো চাষের জন্য বিখ্যাত।

উত্তর – কালোমাটি তুলো চাষের জন্য বিখ্যাত।

উত্তর ভারতের নতুন পলি মাটিকে ___ বলে।

উত্তর – উত্তর ভারতের নতুন পলি মাটিকে খাদার বলে।

ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে ___ ভাগে ভাগ করেন।

উত্তর – ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে 8টি ভাগে ভাগ করেন।

মরু অঞ্চলের মাটিতে ___ জাতীয় শস্য চাষ করা হয়।

উত্তর – মরু অঞ্চলের মাটিতে মিলেট জাতীয় শস্য চাষ করা হয়।

পার্বত্য অঞ্চলের মাটির রং ___ হয়।

উত্তর – পার্বত্য অঞ্চলের মাটির রং ধূসর হয়।

ভাঙ্গর মাটির মধ্যে চুন জাতীয় পদার্থ বেশি থাকলে তাকে ___ বলে।

উত্তর – ভাঙ্গর মাটির মধ্যে চুন জাতীয় পদার্থ বেশি থাকলে তাকে ঘুটিং বলে।

পলিমাটিতে জৈব পদার্থ এবং নাইট্রোজেন খুব ___ থাকে।

উত্তর – পলিমাটিতে জৈব পদার্থ এবং নাইট্রোজেন খুব কম থাকে।

কালোমাটি তৈরি হয় ___ শিলার আবহবিকারে।

উত্তর – কালোমাটি তৈরি হয় ব্যাসল্ট শিলার আবহবিকারে।

প্রাচীন কেলাসিত গ্র্যানাইট, নিস শিলা থেকে ___ মাটি তৈরি হয়।

উত্তর – প্রাচীন কেলাসিত গ্র্যানাইট, নিস শিলা থেকে লোহিত মাটি তৈরি হয়।

লালমাটির রং লাল কারণ এই মাটিতে ___ আছে।

উত্তর – লালমাটির রং লাল কারণ এই মাটিতে লোহা আছে।

ল্যাটেরাইট মাটির প্রধান উপাদান লোহা এবং ___।

উত্তর – ল্যাটেরাইট মাটির প্রধান উপাদান লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড

পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় ___ মাটি দেখা যায়।

উত্তর – পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় লালমাটি মাটি দেখা যায়।

মরুমাটি ___ বলে তার জলধারণক্ষমতা খুব কম।

উত্তর – মরুমাটি সচ্ছিদ্র বলে তার জলধারণক্ষমতা খুব কম।

মৃত্তিকা ক্ষয় বলতে শুধু মাটির অপসারণ নয়, মাটির ___ নষ্ট হওয়ার পদ্ধতিকেও বোঝায়।

উত্তর – মৃত্তিকা ক্ষয় বলতে শুধু মাটির অপসারণ নয়, মাটির উর্বরতা নষ্ট হওয়ার পদ্ধতিকেও বোঝায়।

প্রণালী ক্ষয়ের অন্য নাম ___।

উত্তর – প্রণালী ক্ষয়ের অন্য নাম খোয়াই ক্ষয়

ভূমিক্ষয়ের একটি কারণ ___।

উত্তর – ভূমিক্ষয়ের একটি কারণ বৃক্ষচ্ছেদন

ঝুমচাষ ___ ভারতে বেশি দেখা যায়।

উত্তর – ঝুমচাষ উত্তর-পূর্ব ভারতে বেশি দেখা যায়।

দাক্ষিণাত্য মালভূমির লাভাগঠিত অংশে ___ মাটি দেখা যায়।

উত্তর – দাক্ষিণাত্য মালভূমির লাভাগঠিত অংশে কালোমাটি মাটি দেখা যায়।

সুন্দরবন অঞ্চলের মাটি ___।

উত্তর – সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত

মরু অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ ___।

উত্তর – মরু অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ বায়ুপ্রবাহ

___ অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে মৃত্তিকা স্তর অগভীর।

উত্তর – পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে মৃত্তিকা স্তর অগভীর।

পর্বতের ঢালে ___ চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়।

উত্তর – পর্বতের ঢালে ধাপ চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়।

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

ঝুমচাষ একধরনের স্থান পরিবর্তনশীল কৃষি পদ্ধতি।

উত্তর – শুদ্ধ

নদী উপত্যকার নতুন পলিকে রেপুর বলে।

উত্তর – অশুদ্ধ

ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়।

উত্তর – অশুদ্ধ

লোহার পরিমাণ বেশি থাকলে মাটির রং লাল হয়।

উত্তর – শুদ্ধ

মৃত্তিকা সংরক্ষণের অন্যতম উপায় বৃক্ষরোপণ।

উত্তর – শুদ্ধ

মরু ও মরুপ্রায় অঞ্চলের মাটি বালুকাপ্রধান হয়।

উত্তর – শুদ্ধ

থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়।

উত্তর – অশুদ্ধ

ল্যাটেরাইট মাটি লাল বা বাদামি রং -এর হয়।

উত্তর – শুদ্ধ

মরুমাটি অম্লধর্মী হয়।

উত্তর – অশুদ্ধ

গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়।

উত্তর – অশুদ্ধ

কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হল লবণাক্ত মাটি।

উত্তর – অশুদ্ধ

মরু অঞ্চলের মাটিকে পডসল বলে।

উত্তর – অশুদ্ধ

যত বেশি ঝুমচাষ হবে মাটির উর্বরতা তত বাড়বে।

উত্তর – অশুদ্ধ

স্তর ক্ষয়ের ফলেই খোয়াই ভূমিরূপ তৈরি হয়।

উত্তর – অশুদ্ধ

বায়ুপ্রবাহের ফলেও মাটির ক্ষয় হয়।

উত্তর – শুদ্ধ

ভারতের সর্বত্র মৃত্তিকা ক্ষয় একই প্রকার।

উত্তর – অশুদ্ধ

পার্বত্য মাটির স্তর খুব পাতলা।

উত্তর – শুদ্ধ

কৃষ্ণমাটিতে চাষাবাদের জন্য প্রচুর সার প্রয়োগ করতে হয়।

উত্তর – অশুদ্ধ

বোদ মাটিতে জৈব পদার্থ কম থাকে।

উত্তর – অশুদ্ধ

লালমাটির জলধারণক্ষমতা কম।

উত্তর – শুদ্ধ

কৃষ্ণ মৃত্তিকায় পলি ও কাদার ভাগ বেশি থাকে।

উত্তর – শুদ্ধ

অত্যধিক জলসেচ মাটিকে লবণাক্ত করে।

উত্তর – শুদ্ধ

শস্যাবর্তন প্রক্রিয়ায় মাটির উর্বরতা বাড়ানো যায়।

উত্তর – শুদ্ধ

ধাপচাষের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মাটি ক্ষয় রোধ করা যায়।

উত্তর – শুদ্ধ

ফালিচাষ মৃত্তিকা ক্ষয় নিবারণ করতে পারে।

উত্তর – শুদ্ধ

অধিক জলসেচে মাটির লবণতা হ্রাস পায়।

উত্তর – অশুদ্ধ

ঝুমচাষ এক ধরনের স্থান পরিবর্তনশীল কৃষি।

উত্তর – শুদ্ধ

শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়।

উত্তর – শুদ্ধ

পার্বত্য মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. পেডালফার1. চারনোজেমA. 3.
B. পেডোক্যাল2. পার্বত্য মৃত্তিকাB. 1.
C. রেডজিনা3. পডসলC. 2.
D. সিরোজেম4. কৃষ্ণমৃত্তিকাD. 5.
E. রেগুর5. মরু মৃত্তিকাE. 4.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. পলিমাটি1. ব্যাসল্ট শিলা থেকে তৈরিA. 2.
B. কালোমাটি2. কৃষিকাজ ভালো হয়B. 1.
C. লালমাটি3. গ্র্যানাইট থেকে তৈরিC. 3.
D. নবীন পলিমাটি4. কাশ্মীর উপত্যকাD. 5.
E. কারেওয়া5. খাদারE. 4.

3.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. ঝুমচাষ1. ভূমিক্ষয় নিবারণA. 2.
B. ধাপচাষ2. উত্তর-পূর্ব ভারতB. 1.
C. মরুকরণ3. সমভূমিতে বৃষ্টির জলC. 5.
D. আস্তরণ ক্ষয়4. পাহাড়ি ঢালD. 3.
E. ভূমিধস5. মৃত্তিকাক্ষয় বৃদ্ধিE. 4.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

ভারতের কোন্ কোন্ অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?

ভারতের মেঘালয়, অসম প্রভৃতি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়।

রেগুর মাটি কোন্ শিলা থেকে সৃষ্টি হয়?

রেগুর মাটি ব্যাসল্ট শিলা থেকে শিলা থেকে সৃষ্টি হয়।

কোন্ মাটিতে চা চাষ ভালো হয়?

পার্বত্য মাটিতে চা চাষ ভালো হয়।

ভারতে গঙ্গা সমভূমিতে কোন্ ধরনের মাটি দেখা যায়?

ভারতে গঙ্গা সমভূমিতে পলিমাটি দেখা যায়।

কোন্ মাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম বেশি থাকে?

কালোমাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম বেশি থাকে।

কোন্ মাটিতে ধান ভালো জন্মায়?

পলিমাটিতে ধান ভালো জন্মায়।

রেগুর মাটির নামকরণ কীভাবে এসেছে?

রেগুর মাটির নামকরণ তেলুগু শব্দ ‘রেগাডা’ থেকে এসেছে।

কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কী বলে?

কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কারেওয়া বলে।

যে মাটির pH এর মান 7 এর কম, সেটি কোন্ ধরনের মাটি?

যে মাটির pH এর মান 7 এর কম, সেটি আম্লিক মাটি।

রাজস্থানে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ কী?

রাজস্থানে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ হল বায়ুপ্রবাহ।

ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি?

ভারতের সবচেয়ে উর্বর মাটি হল নদী অববাহিকার পলিমাটি।

কোন্ মাটিতে কাদা এবং বালির ভাগ সমান?

দোআঁশ মাটিতে কাদা এবং বালির ভাগ সমান।

জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো মাটির স্তরের অপসারণকে কী বলে?

জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো মাটির স্তরের অপসারণকে আস্তরণ ক্ষয় বলে।

নালী ক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখো।

নালী ক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি পদ্ধতির নাম হল গালিচাষ।

পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে পারে এমন যে-কোনো একপ্রকার কৃষিপদ্ধতির নাম লেখো।

পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে পারে এমন যে-কোনো একপ্রকার কৃষিপদ্ধতির নাম হল সমোন্নতি রেখা বরাবর চাষ।

কোন্ প্রকার পলিমাটিতে বালির ভাগ বেশি থাকে?

বেলে প্রকার পলিমাটিতে বালির ভাগ বেশি থাকে।

লোয়েস মৃত্তিকা ভারতের কোন্ রাজ্যে দেখা যায়?

লোয়েস মৃত্তিকা ভারতের রাজস্থান রাজ্যে দেখা যায়।

খুব শক্ত খোলার মতো মোরামকে কী বলে?

খুব শক্ত খোলার মতো মোরামকে ডিউরিক্রাস্ট বলে।

ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

ভারতের কৃষ্ণমৃত্তিকা বা কালো মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ।

পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূমিকে কী বলে?

পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূমিকে বেট বলে।

পেডালফারজাতীয় মাটিতে কোন্ খনিজের পরিমাণ বেশি থাকে?

পেডালফারজাতীয় মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম খনিজের পরিমাণ বেশি থাকে।

মরু অঞ্চলের বালুকা প্রধান মাটিকে কী বলে?

মরু অঞ্চলের বালুকা প্রধান মাটিকে সিরোজেম বলে।

ঝুমচাষ ভারতের কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

ঝুমচাষ ভারতের উত্তর-পূর্ব ভারত অঞ্চলে বেশি দেখা যায়।

পেডোক্যালজাতীয় মাটিতে কোন্ খনিজের পরিমাণ বেশি থাকে?

পেডোক্যালজাতীয় মাটিতে ক্যালশিয়াম কার্বনেট খনিজের পরিমাণ বেশি থাকে।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি প্রাকৃতিক কারণ হল প্রবহমান জলধারা ও বায়ুপ্রবাহ।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি মনুষ্যকৃত কারণ উল্লেখ করো।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি মনুষ্যকৃত কারণ হল অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, প্রথাগত কৃষি পদ্ধতি।

রেগুর কী?

রেগুর হল কৃষ্ণ মৃত্তিকার আর-এক নাম।

ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন্ মৃত্তিকার প্রাধান্য দেখা যায়?

ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য দেখা যায়।

মরু মৃত্তিকার আর-এক নাম কী?

মরু মৃত্তিকার আর-এক নাম হল সিরোজেম মৃত্তিকা।

কোন্ মাটিতে হার্ডপ্যান দেখা যায়?

পডসল মাটিতে হার্ডপ্যান দেখা যায়।

কোন্ মাটি কার্পাস মাটি নামে পরিচিত?

কৃষ্ণ মাটি কার্পাস মাটি নামে পরিচিত।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse