Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘সঠিক উত্তর নির্বাচন’ (MCQ) প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1. একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো –

  1. ভূমিকম্প
  2. অগ্নুৎপাত
  3. পাত সঞ্চালন
  4. আবহবিকার

উত্তর – 4. আবহবিকার

2. পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –

  1. বার্গস্রুন্ড
  2. অ্যারেট
  3. ক্রেভাস
  4. সার্ক

উত্তর – 1. বার্গস্রুন্ড

3. যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে –

  1. নগ্নীভবন
  2. আরোহণ
  3. পর্যায়ন
  4. অবরোহণ

উত্তর – 3. পর্যায়ন

4. মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল –

  1. অপসারণ
  2. অবঘর্ষ
  3. ঘর্ষণ
  4. লম্ফদান

উত্তর – 1. অপসারণ

5. যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে –

  1. অগ্ন্যুদগম
  2. আরোহণ
  3. সঞ্চয়কার্য
  4. অবরোহণ

উত্তর – 4. অবরোহণ

6. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে –

  1. জলবিভাজিকা
  2. নদীমঞ্চ
  3. স্বাভাবিক বাঁধ
  4. দোয়াব

উত্তর – 1. জলবিভাজিকা

7. হিমবাহ সৃষ্ট হ্রদ হল –

  1. করি হ্রদ
  2. অশ্বখুরাকৃতি হ্রদ
  3. প্লায়া হ্রদ
  4. করি হ্রদ

উত্তর – 1. করি হ্রদ

8. বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে –

  1. বালিয়াড়ি
  2. হামাদা
  3. ধ্রিয়ান
  4. লোয়েস

উত্তর – 4. লোয়েস

9. সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে –

  1. শটস
  2. ধান্দ
  3. তাল
  4. বোলসন

উত্তর – 1. শটস

10. যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে –

  1. আবহবিকার
  2. পর্যায়ন প্রক্রিয়া
  3. অন্তর্জাত প্রক্রিয়া
  4. পুঞ্জক্ষয় প্রক্রিয়া

উত্তর – 4. পুঞ্জক্ষয় প্রক্রিয়া

11. মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে –

  1. ইয়ারদাং
  2. জুইগেন
  3. বালিয়াড়ি
  4. ইনসেলবার্জ

উত্তর – 4. ইনসেলবার্জ

12. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে-

  1. আরোহণ প্রক্রিয়া
  2. অবরোহণ প্রক্রিয়া
  3. আবহবিকার প্রক্রিয়া
  4. নগ্নীভবন প্রক্রিয়া

উত্তর – 1. আরোহণ প্রক্রিয়া

13. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –

  1. নুনাটাক
  2. ক্রেভাস
  3. অ্যারেট
  4. সার্ক

উত্তর – 2. ক্রেভাস

14. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় –

  1. ক্যানিয়ন
  2. ‘V’ আকৃতির উপত্যকা
  3. মন্থকূপ
  4. ধান্দ

উত্তর – 1. ক্যানিয়ন

15. পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে –

  1. নীলনদের মোহানায়
  2. হোয়াংহো মোহানায়
  3. সিন্ধুনদের মোহানায়
  4. মিসিসিপি-মিসৌরির মোহানায়

উত্তর – 4. মিসিসিপি-মিসৌরির মোহানায়

16. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –

  1. বহির্জাত প্রক্রিয়া
  2. অন্তর্জাত প্রক্রিয়া
  3. গিরিজনি আলোড়ন
  4. বহির্জাত আলোড়ন

উত্তর – 1. বহির্জাত প্রক্রিয়া

17. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –

  1. অবঘর্ষ ক্ষয়
  2. ঘর্ষণ ক্ষয়
  3. জলপ্রবাহ ক্ষয়
  4. দ্রবণ ক্ষয়

উত্তর – 4. দ্রবণ ক্ষয়

18. বাতাস এবং জলধারার কার্যে গঠিত একটি ভূমিরূপ হল –

  1. প্লাবনভূমি
  2. পেডিমেন্ট
  3. লোয়েস
  4. ইয়ারদাং

উত্তর – 2. পেডিমেন্ট

19. হিমবাহ ও জলধারার সঞ্চয়কার্যে গঠিত ত্রিকোণাকার ভূমিরূপের নাম –

  1. কেম
  2. এস্কার
  3. কেটল
  4. রসে মতানে

উত্তর – 1. কেম

20. আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হল –

  1. হাইগ্রোমিটার
  2. থার্মোমিটার
  3. রেইন গজ
  4. ব্যারোমিটার

উত্তর – 1. হাইগ্রোমিটার

21. নিম্ন অববাহিকায় নদীর প্রধান কাজ হল –

  1. নিম্নক্ষয়
  2. পার্শ্বক্ষয়
  3. বহন
  4. সঞ্চয়ন

উত্তর – 4. সঞ্চয়ন

22. যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় আসে, তখন তাকে বলে –

  1. পেরিগি
  2. অ্যাপোগি
  3. সিজিগি
  4. জিপিএস

উত্তর – 3. সিজিগি

23. ‘করাতের দাঁতের মতো’ বদ্বীপ যে নদীর মোহানায় দেখা যায় –

  1. নীল
  2. সিন্ধু
  3. ইয়াং সিকিয়াং
  4. এব্রো

উত্তর – 4. এব্রো

24. গ্রিনল্যান্ডের বিশাল ও গভীর বরফের স্তূপ যা মূলত –

  1. উপত্যকা হিমবাহ
  2. মহাদেশীয় হিমবাহ
  3. পাদদেশীয় হিমবাহ
  4. কোনোটিই নয়

উত্তর – 2. মহাদেশীয় হিমবাহ

25. বিভিন্ন ধরণের পাথর খণ্ড দিয়ে গঠিত মরুভূমি হল –

  1. আর্গ
  2. রেগ
  3. কুম
  4. রেগ

উত্তর – 4. সিফ

26. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল –

  1. হামবার্ড
  2. মালসপিনা
  3. ল্যাম্বার্ট
  4. সিয়াচেন

উত্তর – 2. ল্যাম্বার্ট

27. মন্থকূপ তৈরি হয় –

  1. জলপ্রবাহের ক্ষয়
  2. ঘর্ষণ ক্ষয়
  3. অবঘর্ষ ক্ষয় থেকে
  4. দ্রবণ ক্ষয় থেকে

উত্তর – 2. অবঘর্ষ ক্ষয় থেকে

28. রসেমতানে ভূমিরূপ গঠিত হয় যে কারণে –

  1. নদীর ক্ষয়
  2. হিমবাহের কাজ
  3. বায়ুর কাজ
  4. সবকটির জন্য

উত্তর – 2. হিমবাহের কাজ

29. ক্ষয়ে যাওয়া বিভিন্ন আয়তনের শিলাখণ্ড নুড়ি পাথর, বালি, পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে হিমবাহের সাথে স্তূপাকারে জমা হয়ে এগিয়ে যায়, তখন তাকে বলে –

  1. অ্যালুভিয়াম
  2. সল্টপ্যান
  3. মোরেন
  4. গৌর

উত্তর – 3. মোরেন

30. গৌর ভূমিরূপটি গঠিত হয় যার কার্যকারণে, সেটি হল –

  1. নদী
  2. সাগর
  3. বায়ু
  4. হিমবাহ

উত্তর – 3. বায়ু

31. বায়ু যে সকল অঞ্চলে সর্বাধিক কার্য করে –

  1. আর্দ্র অঞ্চলে
  2. মরু অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. নিরক্ষীয় অঞ্চলে

উত্তর – 2. মরু অঞ্চলে

32. ‘সার্ক’ -এই ভূমিরূপটি যেখানে দেখা যেতে পারে –

  1. নদী উপত্যকায়
  2. পার্বত্য অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. সর্বত্র

উত্তর – 2. পার্বত্য অঞ্চলে

33. আলাস্কার মালাসপিনা হিমবাহটি যে ধরনের হিমবাহ, তা হল –

  1. মহাদেশীয়
  2. চলমান হিমবাহ
  3. উপত্যকা হিমবাহ
  4. পাদদেশীয় হিমবাহ

উত্তর – 4. পাদদেশীয় হিমবাহ

34. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় রয়েছে –

  1. নদীতে
  2. সমুদ্রে
  3. হিমবাহে
  4. মাটির তলায়

উত্তর – 3. হিমবাহে

35. ‘ডিম ভর্তি ঝুড়ি’ ভূমিরূপটি যে বিষয়ের সাথে জড়িত তা হল –

  1. এসকার
  2. বহিঃবিধৌত সমভূমি
  3. ড্রামলিন
  4. করি

উত্তর – 3. ড্রামলিন

36. ফ্রান্সে করিকে যে নামে ডাকা হয়, তা হল –

  1. সার্ক
  2. ড্রামলিন
  3. অ্যারেট
  4. কোনোটিই নয়

উত্তর – 1. সার্ক

37. ‘ইয়ারদাং’ তৈরি করে যে বহির্জাত প্রক্রিয়া, তা হল –

  1. বায়ুর ক্ষয়কার্য
  2. বায়ুর সঞ্চয়কার্য
  3. সমুদ্রের ক্ষয়
  4. হিমবাহের সঞ্চয়

উত্তর – 1. বায়ুর ক্ষয়কার্য

38. প্রধান নদী, উপনদী, শাখা নদীর মধ্যে যে সব অঞ্চলের জলরাশি প্রবাহিত হয় সেই সামগ্রিক অঞ্চল বা নদীগোষ্ঠীকে বলে –

  1. নদী পর্যঙ্ক
  2. ঝুলন্ত উপত্যকা
  3. জলবিভাজিকা
  4. বহিঃবিধৌত সমভূমি

উত্তর – 1. নদী পর্যঙ্ক

39. বিশ্ব উষ্ণায়ন বদ্বীপ অঞ্চলকে যেভাবে প্রভাবিত করেছে, তা হল –

  1. উপকূলভাগ ডুবে যাচ্ছে
  2. বৃষ্টিপাত বাড়ছে
  3. খরা সৃষ্টি করছে
  4. সবগুলিই ঠিক

উত্তর – 1. উপকূলভাগ ডুবে যাচ্ছে

40. সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন যে ধরনের ভূমিরূপ তা হল –

  1. করি
  2. বার্গস্রুন্ড
  3. অ্যারেট
  4. পিরামিড চূড়া

উত্তর – 4. পিরামিড চূড়া

41. নিম্নলিখিত কোন্ জায়গায় মহাদেশীয় হিমবাহ দেখা যায়? –

  1. হিমালয়
  2. গ্রিনল্যান্ড
  3. আল্পস
  4. গ্রিনল্যান্ড

উত্তর – 3. আলাস্কা

42. নিম্নলিখিত কোনটি হিমবাহের ক্ষয়কার্যে গঠিত হয়েছে? –

  1. মোরেন
  2. ফিয়র্ড
  3. কেম
  4. এস্কার

উত্তর – 2. ফিয়র্ড

43. বৃহৎ আকৃতির বায়ুর অপসারণকৃত গর্তকে বলে –

  1. ব্লো আউট
  2. ব্লো হোল
  3. সিঙ্ক হোল
  4. সিঙ্ক আউট

উত্তর – 1. ব্লো আউট

44. যে কারণের জন্য পৃথিবীর অধিকাংশ বরফ গলে যাচ্ছে এবং সমুদ্র জলতলের স্ফীতি ঘটছে তা হল –

  1. সমুদ্রতলের পরিবর্তন
  2. ভূমিভাগের উত্থান
  3. বিশ্ব উষ্ণায়ন
  4. উপকূলভাগের অবনমন

উত্তর – 3. বিশ্ব উষ্ণায়ন

45. দুটি করির মধ্যবর্তী সরু ছুরির মতো শৈলশিরাকে বলে –

  1. বার্গস্রুন্ড
  2. অ্যারেট
  3. ক্রিভাস
  4. অ্যারেট

উত্তর – 4. করি

46. সাহারায় বালি সঞ্চিত তলোয়ারের মতো ভূমিরূপকে যে নামে ডাকা হয় –

  1. বার্খান
  2. বালিয়াড়ি
  3. সিফ
  4. লোয়েস

উত্তর – 3. সিফ

47. বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম –

  1. রেনগজ
  2. ক্রোনোমিটার
  3. ব্যারোমিটার
  4. রেনগজ

উত্তর – 1. রেনগজ

48. পৃথিবীর গভীরতম মহাসাগর হল –

  1. আটলান্টিক
  2. প্রশান্ত
  3. ভারত
  4. অ্যান্টার্কটিক

উত্তর – 2. প্রশান্ত

49. নদীবাঁকের উত্তল অংশে পলি সঞ্চিত হয়ে যে ধরনের ভূমিরূপ গঠিত হয় তা হল –

  1. প্ল্যাঞ্জপুল
  2. পুল
  3. বিন্দুবার
  4. কাসকেড

উত্তর – 3. বিন্দুবার

50. অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ হল –

  1. বার্থান
  2. রোড়স
  3. সিফ
  4. হোয়েলব্যাক

উত্তর – 3. সিফ

51. নদীর ক্যানিয়ন খুঁজে পাওয়া যায় ___ পার্বত্য অঞ্চলে।

  1. শুষ্ক
  2. আর্দ্র
  3. বৃষ্টিবহুল
  4. বরফাবৃত

উত্তর – 1. শুষ্ক

52. নদীর একটি ক্ষয়জাত ভূমিরূপ হল –

  1. অ্যালুভিয়াল ফ্যান
  2. প্লাবনভূমি
  3. নদীবাঁক
  4. বদ্বীপ

উত্তর – 3. নদীবাঁক

53. ভারতের বৃহত্তম হিমবাহ হল –

  1. হিসপার
  2. বলটারো
  3. সিয়াচেন
  4. বিয়াফো

উত্তর – 3. সিয়াচেন

54. নীচের কোন্ ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে? –

  1. অ্যারেট
  2. ড্রামলিন
  3. মোরেন
  4. জলপ্রপাত

উত্তর – 1. অ্যারেট

55. ‘হামাদা’ দেখা যায় –

  1. বালুকাময় মরুভূমিতে
  2. পাথুরে মরুভূমিতে
  3. নুড়িময় মরুভূমিতে
  4. সমভূমিতে

উত্তর – 2. পাথুরে মরুভূমিতে

56. নীচের কোন্ ভূমিরূপটি হিমবাহের সঞ্চয়কার্যের ফলে তৈরি হয়েছে? –

  1. সার্ক
  2. গ্রাবরেখা
  3. ঝুলন্ত উপত্যকা
  4. মন্থকূপ

উত্তর – 2. গ্রাবরেখা

57. বায়ুর কাজ বেশি দেখা যায় –

  1. আর্দ্র জলবায়ুতে
  2. মরু জলবায়ুতে
  3. মেরু জলবায়ুতে
  4. ক্রান্তীয় অঞ্চলে

উত্তর – 2. মরু জলবায়ুতে

বায়ুমণ্ডল

1. বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো –

  1. স্টস্ট্র্যাটোস্ফিয়ার
  2. মেসোস্ফিয়ার
  3. ট্রপোস্ফিয়ার
  4. আয়নোস্ফিয়ার

উত্তর – 3. ট্রপোস্ফিয়ার

2. বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন –

  1. উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
  2. উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
  3. উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
  4. অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

উত্তর – 1. উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

3. সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো –

  1. 1012.2 মিলিবার
  2. 1013.2 মিলিবার
  3. 1014.2 মিলিবার
  4. 1015.2 মিলিবার

উত্তর – 2. 1013.2 মিলিবার

4. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে –

  1. গ্রীষ্মকালে
  2. বসন্তকালে
  3. শীতকালে
  4. সারাবছরব্যাপী

উত্তর – 4. সারাবছরব্যাপী

5. দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় –

  1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  2. উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
  3. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
  4. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

উত্তর – 2. উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে

6. ‘অশ্ব অক্ষাংশ’ যেখানে অবস্থিত –

  1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়
  2. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
  3. সুমেরু ও কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
  4. মেরুদেশীয় উচ্চচাপ বলয়

উত্তর – 2. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়

7. বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে –

  1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  2. মৌসুমি জলবায়ু অঞ্চলে
  3. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
  4. স্তেপ জলবায়ু অঞ্চলে

উত্তর – 1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

8. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে –

  1. চিনুক
  2. মিস্ট্রাল
  3. সিরক্কো
  4. বোরা

উত্তর – 2. মিস্ট্রাল

9. পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের যে স্তরে এসে পুড়ে যায় –

  1. আয়নোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. এক্সোস্ফিয়ার

উত্তর – 3. মেসোস্ফিয়ার

10. পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় টর্নেডো আমেরিকায় যে নামে পরিচিত –

  1. সাইক্লোন
  2. টাইফুন
  3. টুইস্টার
  4. হারিকেন

উত্তর – 3. টুইস্টার

11. বিষমমণ্ডলের সবথেকে ওপরের অংশের স্তরটি হল –

  1. হাইড্রোজেন স্তর
  2. হিলিয়াম স্তর
  3. পারমাণবিক অক্সিজেন স্তর
  4. আণবিক নাইট্রোজেন স্তর

উত্তর – 1. হাইড্রোজেন স্তর

12. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় –

  1. থার্মোমিটার
  2. ব্যারোমিটার
  3. হাইগ্রোমিটার
  4. অ্যানিমোমিটার

উত্তর – 3. হাইগ্রোমিটার

13. প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয় বাষ্প আছে তার পরিমাণকে বলে –

  1. বিশেষ আর্দ্রতা
  2. চরম আর্দ্রতা
  3. আপেক্ষিক আর্দ্রতা
  4. আর্দ্রতার গুণাঙ্ক

উত্তর – 2. চরম আর্দ্রতা

14. ধোঁয়াশা হল –

  1. ধোঁয়া এবং জলের মিশ্রণ
  2. ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ
  3. জলীয় বাষ্প এবং কুয়াশার মিশ্রণ
  4. সালফার, ম্যাগনেশিয়াম ও অক্সিজেন গ্যাস

উত্তর – 2. ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ

15. সাহারা মরুভূমি থেকে মিশরের দিকে বয়ে যাওয়া উষ্ণ ও শুষ্ক বাতাসের নাম –

  1. হারমাট্টান
  2. খামসিন
  3. চিনুক
  4. ফন

উত্তর – 2. খামসিন

16. যে স্তরে অরোরা দেখা যায় –

  1. আয়নোস্ফিয়ার
  2. ট্রপোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. হেটেরোস্ফিয়ার

উত্তর – 1. আয়নোস্ফিয়ার

17. এল-নিনো দেখা যায় –

  1. পেরু ও ইক্যুয়েডরের পশ্চিম উপকূলে
  2. আফ্রিকার পশ্চিম উপকূলে
  3. মাদাগাস্কার উপকূলে
  4. অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে

উত্তর – 1. পেরু ও ইক্যুয়েডরের পশ্চিম উপকূলে

18. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল –

  1. থার্মোমিটার
  2. ব্যারোমিটার
  3. অ্যানিমোমিটার
  4. হাইগ্রোমিটার

উত্তর – 2. ব্যারোমিটার

19. বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গ্যাস হল –

  1. N₂ এবং জলীয় বাষ্প
  2. O₂ এবং CO₂
  3. হিলিয়াম ও আর্গন
  4. N এবং O₂

উত্তর – 4. N এবং O₂

20. বায়ুমণ্ডলের কত শতাংশ তাপ অ্যালবেডো হিসাবে পৃথিবী থেকে বেরিয়ে যায়? –

  1. 66%
  2. 34%
  3. 19%
  4. 25%

উত্তর – 2. 34%

21. যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, তার নাম –

  1. হাইগ্রোমিটার
  2. ব্যারোমিটার
  3. সাইক্লোমিটার
  4. অ্যানিমোমিটার

উত্তর – 4. অ্যানিমোমিটার

22. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে যে বায়ুর জন্য বৃষ্টিপাত হয় তা হল –

  1. বাণিজ্য বায়ু
  2. পশ্চিমা বায়ু
  3. মেরু বায়ু
  4. স্থানীয় বায়ু

উত্তর – 2. পশ্চিমা বায়ু

23. যে সময় পৃথিবীতে সবচেয়ে বেশি সূর্যের তাপীয় ফল সংঘটিত হয় –

  1. খুব ভোরবেলা
  2. রাত্রিবেলা
  3. দুপুরবেলা
  4. সন্ধ্যাবেলা

উত্তর – 3. দুপুর বেলা

24. ক্যারিবিয়ান সাইক্লোনকে যে নামে ডাকা হয় –

  1. হারিকেন
  2. টর্নেডো
  3. টাইফুন
  4. উইলি উইলি

উত্তর – 1. হারিকেন

25. অস্ট্রেলিয়ার উপকূলে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় তার স্থানীয় নাম –

  1. টাইফুন
  2. হারিকেন
  3. টর্নেডো
  4. উইলি-উইলি

উত্তর – 4. উইলি-উইলি

26. একটি আকস্মিক বায়ুর উদাহরণ হল –

  1. ব্রিকফিল্ডার
  2. টাইফুন
  3. স্থলবায়ু
  4. লু

উত্তর – 2. টাইফুন

27. চিন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম –

  1. হারিকেন
  2. টুইস্টার
  3. টাইফুন
  4. উইলি উইলি

উত্তর – 3. টাইফুন

28. পৃথিবীতে বায়ুচাপ বলয়ের মোট সংখ্যা –

  1. 5
  2. 7
  3. 9

উত্তর – 2. 7

29. অতিবেগুনি রশ্মি বায়ুস্তরের যে স্তরে শোষিত হয় তা হল –

  1. হাইড্রোজেন
  2. ওজোন
  3. হিলিয়াম
  4. আর্গন

উত্তর – 2. ওজোন

30. যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, সেটি হল –

  1. ট্রপোস্ফিয়ার
  2. আয়নোস্ফিয়ার
  3. স্ট্রাটোস্ফিয়ার
  4. মেসোস্ফিয়ার

উত্তর – 2. আয়নোস্ফিয়ার

31. কোরিওলিস বলের মান যেখানে সর্বাধিক, তা হল –

  1. মেরু অঞ্চল
  2. নিরক্ষীয় অঞ্চল
  3. উপমেরু অঞ্চল
  4. কোনোটাই সত্য নয়

উত্তর – 1. মেরু অঞ্চল

32. বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে –

  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্রাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. আয়নোস্ফিয়ার

উত্তর – 2. স্ট্র্যাটোস্ফিয়ার

33. সূর্যরশ্মির তাপীয় ফলের প্রায় 34 শতাংশ মহাকাশে ফিরে যায়, একে বলে –

  1. কার্যকরী সৌর বিকিরণ
  2. তাপীয় সমতা
  3. পৃথিবীর অ্যালবেডো
  4. কোনোটাই নয়

উত্তর – 3. পৃথিবীর অ্যালবেডো

34. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা –

  1. 78.04%
  2. 20.95%
  3. 0.93%
  4. 0.03%

উত্তর – 1. 78.04%

35. আল্পস পর্বতের উত্তর ঢাল বেয়ে নেমে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর নাম –

  1. খামসিন
  2. চিনুক
  3. বোরা
  4. ফন

উত্তর – 4. ফন

36. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাত ___ পথে এগিয়ে যায় –

  1. ঘড়ির কাঁটার দিক অনুসারে
  2. উত্তরদিকে
  3. ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে
  4. দক্ষিণদিকে

উত্তর – 3. ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে

37. সমুদ্র সমতলে বায়ুর চাপ –

  1. 1013.14 মি.বা.
  2. 1013.25 মি. বা.
  3. 1024.56 মি. বা.
  4. 996.04 মি. বা.

উত্তর – 2. 1013.25 মি. বা

38. ব্যারোমিটারের পারদস্তম্ভ হঠাৎ করে নীচে নামার অর্থ –

  1. ঘূর্ণবাত
  2. খরা
  3. প্রতীপ ঘূর্ণবাত
  4. বন্যা

উত্তর – 1. ঘূর্ণবাত

39. সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলে –

  1. আইসোবার
  2. সমোচ্চ রেখা
  3. আইসোথার্ম
  4. আইসোহাইট

উত্তর – 1. আইসোবার

40. পৃথিবীর উষ্ণায়নের জন্য যে গ্যাসটি সর্বাধিক দায়ী বলে মনে করা হয়, তা হল –

  1. CFC
  2. CO2
  3. CH4
  4. NO2

উত্তর – 2. CO2

41. যে অঞ্চলে জলবায়ুর পরিবর্তন বোঝা যায় না –

  1. ক্রান্তীয় মৌসুমি জলবায
  2. নিরক্ষীয় জলবায়ু
  3. উষ্ণ মরু জলবায়ু
  4. চৈনিক জলবায়ু

উত্তর – 2. নিরক্ষীয় জলবায়ু

42. ‘মৌসুমি’ শব্দটি ভাষা ___ থেকে এসেছে।

  1. পারসিক
  2. আরবিক
  3. ইটালি
  4. তুর্কি

উত্তর – 2. আরবিক

43. নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপযুক্ত অঞ্চলকে বলা হয় –

  1. অশ্ব অক্ষাংশ
  2. ডোলড্রাম
  3. গর্জনশীল চল্লিশা
  4. চিৎকারকারী ষাট

উত্তর – 2. ডোলড্রাম

44. কোন্ বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? –

  1. ডবসন
  2. কোরিওলিস
  3. অভিকর্ষজ
  4. বিউফোর্ট

উত্তর – 2. কোরিওলিস

45. ক্যাটাবেটিক বায়ু –

  1. পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু
  2. মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত
  3. সাগর থেকে স্থলভাগের দিকে প্রবাহিত
  4. স্থলভাগ থেকে সাগরের দিকে প্রবাহিত

উত্তর – 1. পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু

46. স্থল এবং সমুদ্র বায়ু হল –

  1. নিয়তবায়ু
  2. সাময়িক বায়ু
  3. স্থানীয় বায়ু
  4. আকস্মিক বায়ু

উত্তর – 2. সাময়িক বায়ু

47. কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? –

  1. মিস্ট্রাল
  2. খামসিন
  3. ফন
  4. সিরক্কো

উত্তর – 1. মিস্ট্রাল

বারিমণ্ডল

1. ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো –

  1. 6 ঘন্টা
  2. 6 ঘন্টা 30 মিনিট
  3. 6 ঘন্টা 13 মিনিট
  4. 6 ঘন্টা 45 মিনিট

উত্তর – 3. 6 ঘন্টা 13 মিনিট

2. সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে –

  1. হিমানি সংবাদ
  2. হিমপ্রাচীর
  3. হিমশৈল
  4. হিমগুল্ম

উত্তর – 2. হিমপ্রাচীর

3. এল নিনোর প্রভাব দেখা যায় –

  1. আটলান্টিক মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. উত্তর মহাসাগর

উত্তর – 3. প্রশান্ত মহাসাগর

4. কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো –

  1. 12 ঘণ্টা
  2. 24 ঘণ্টা
  3. 12 ঘণ্টা 26 মিনিট
  4. 24 ঘণ্টা 52 মিনিট

উত্তর – 3. 12 ঘণ্টা 26 মিনিট

5. সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে –

  1. বায়ুপ্রবাহ
  2. পৃথিবীর পরিক্রমণ
  3. মগ্নচড়া
  4. সবকটিই প্রযোজ্য

উত্তর – 1. বায়ুপ্রবাহ

6. কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় –

  1. 2 ঘণ্টার বেশি
  2. 6 ঘণ্টার বেশি
  3. 4 ঘণ্টার বেশি
  4. 8 ঘণ্টার বেশি

উত্তর – 2. 6 ঘণ্টার বেশি

7. উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যেখানে মিলিত হয় তাকে বলে –

  1. হিমপ্রাচীর
  2. হিমানি সংবাদ
  3. হিমশৈল
  4. হিমগুল্ম

উত্তর – 1. হিমপ্রাচীর

8. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে –

  1. সিজিগি
  2. অ্যাপোজি
  3. পেরিজি
  4. অপসূর

উত্তর – 2. অ্যাপোজি

9. শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে যেখানে ঘন কুয়াশা ও ঝঞ্ঝা তৈরি করে সেই স্থানটি হল –

  1. নিউ ফাউন্ডল্যান্ড উপকূল
  2. ফ্লোরিডা উপকূল
  3. গিয়েনা উপকূল
  4. পেরু উপকূল

উত্তর – 1. নিউ ফাউন্ডল্যান্ড উপকূল

10. কুরোশিও স্রোতটি যে মহাসাগরে দেখা যায় –

  1. সুমেরু মহাসাগরে
  2. আটলান্টিক মহাসাগরে
  3. প্রশান্ত মহাসাগরে
  4. কুমেরু মহাসাগরে

উত্তর – 3. প্রশান্ত মহাসাগরে

11. ওজোন স্তরটির ভূপৃষ্ঠ থেকে ___ ওপরে অবস্থিত –

  1. 5 থেকে 6 কিমি
  2. 20 থেকে 35 কিমি
  3. 55 থেকে 65 কিমি
  4. 80 থেকে 100 কিমি

উত্তর – 2. 20 থেকে 35 কিমি

12. কোন্ সমুদ্রস্রোত আটলান্টিক মহাসাগরে হিমশৈল বয়ে আনে –

  1. ক্যানারি স্রোত
  2. পেরু স্রোত
  3. ল্যাব্রাডর স্রোত
  4. কুরোশিও স্রোত

উত্তর – 3. ল্যাব্রাডর স্রোত

13. ভারতের দীর্ঘতম কয়ালটি হল –

  1. চিলকা
  2. কোলেরু
  3. ভেম্বানাদ
  4. অষ্টমুদি

উত্তর – 3. ভেম্বানা

14. গ্র্যান্ড ব্যাংক উপকূল দেখা যায় ___ মহাসাগরে।

  1. প্রশান্ত
  2. ভারত
  3. আটলান্টিক
  4. সুমেরু

উত্তর – 3. আটলান্টিক

15. মরা কোটালে চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পরের –

  1. সরলরেখায়
  2. সমকোণে
  3. সমান্তরালে
  4. সূক্ষ্মকোণে

উত্তর – 2. সমকোণে

16. উত্তর গোলার্ধে সমুদ্রস্রোত যেভাবে আবর্তিত হয় –

  1. ঘড়ির কাঁটার দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীতে
  3. সোজাসুজি
  4. কোনোটাই নয়

উত্তর – 1. ঘড়ির কাঁটার দিকে

17. ক্যানারি স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় –

  1. পেরু
  2. জাপান
  3. পোর্তুগাল
  4. কানাডা

উত্তর – 3. পোর্তুগাল

18. মরা কোটাল কত তম দিনে হয়ে থাকে –

  1. অষ্টম জন্ম
  2. নবম দিনে
  3. দশম দিনে
  4. একাদশ দিনে

উত্তর – 1. অষ্টম জন্ম

19. উপসাগরীয় স্রোত প্রতি ঘণ্টায় যত বেগে প্রবাহিত হয়, তা হল –

  1. 5 কিমি
  2. 15 কিমি
  3. 20 কিমি
  4. 8 কিমি

উত্তর – 4. 8 কিমি

20. মরা কোটালের সময় পৃথিবী এবং সূর্যের অবস্থান থাকে –

  1. 360°
  2. 180°
  3. 90°
  4. 45°

উত্তর – 2. 180°

21. নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া সমুদ্রস্রোতের প্রবাহ তাপমাত্রার ভিত্তিতে –

  1. শীতল স্রোত
  2. উষ্ণ স্রোত
  3. শীতল এবং উষ্ণস্রোত
  4. না-উষ্ণ, না-শীতল স্রোত

উত্তর – 2. উষ্ণ স্রোত

22. সমুদ্রস্রোত প্রবাহের প্রধান নিয়ন্ত্রক হল –

  1. পৃথিবীর আবর্তন
  2. নিয়তবায়ু প্রবাহ
  3. মহাদেশের অবস্থান
  4. সমুদ্রজলের লবণতা

উত্তর – 2. নিয়ত বায়ু প্রবাহ

23. নীচের কোনটি সমুদ্রস্রোতে কোনো প্রভাব ফেলে না –

  1. ঋতুভেদ
  2. উপকূলের আকৃতি
  3. বরফের গলন
  4. হিমপ্রাচীর

উত্তর – 4. হিমপ্রাচীর

24. মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল –

  1. 12 ঘণ্টা 26 মিনিট
  2. 24 ঘণ্টা 52 মিনিট
  3. 12 ঘণ্টা
  4. 10 ঘণ্টা

উত্তর – 2. 12 ঘণ্টা 26 মিনিট

25. পেরু স্রোতটি যে মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় –

  1. ভারত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. সুমেরু মহাসাগর

উত্তর – 3. প্রশান্ত মহাসাগর

26. উষ্ণ উপসাগরীয় স্রোত যেখান থেকে উৎপন্ন হয় –

  1. বঙ্গোপসাগর
  2. বিস্কে উপসাগর
  3. মান্নার উপসাগর
  4. মেক্সিকো উপসাগর

উত্তর – 4. মেক্সিকো উপসাগর

27. সমুদ্রতলে জলের ওঠা-নামাকে বলে –

  1. জোয়ার
  2. সমুদ্রস্রোত
  3. তরঙ্গ
  4. সুনামি

উত্তর – 3. তরঙ্গ

28. উষ্ণ উপসাগরীয় স্রোতটি যে মহাসাগরে প্রবাহিত হচ্ছে তা হল –

  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. সুমেরু মহাসাগর

উত্তর – 2. আটলান্টিক মহাসাগর

29. সমুদ্রস্রোত উৎপত্তির মূল কারণ হল –

  1. পশ্চিমাবায়ু
  2. মেরুবায়ু
  3. আয়নবায়ু
  4. নিয়তবায়ু

উত্তর – 4. নিয়তবায়ু

30. পৃথিবীকে বলা হয় –

  1. জলগ্রহ
  2. সবুজগ্রহ
  3. হলুদগ্রহ
  4. লালগ্রহ

উত্তর – 1. জলগ্রহ

31. বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটি হল –

  1. পিট ব্যাংঙ্ক
  2. মিডল ব্যাংক
  3. ফেনা ব্যাংঙ্ক
  4. গ্র্যান্ড ব্যাংক

উত্তর – 4. গ্র্যান্ড ব্যাংক

32. পৃথিবীতে গায়রের (Gyre) মোট সংখ্যা –

  1. 2 টি
  2. 3 টি
  3. 4টি
  4. 5 টি

উত্তর – 4. 5 টি

33. ব্রাজিল স্রোত যে মহাসাগরে দেখা যায় –

  1. দক্ষিণ আটলান্টিক মহাসাগর
  2. দক্ষিণ প্রশান্ত মহাসাগর
  3. উত্তর আটলান্টিক মহাসাগর
  4. ভারত মহাসাগর

উত্তর – 1. দক্ষিণ আটলান্টিক মহাসাগর

34. চাঁদের আকর্ষণের বিপরীতে যেখানে গৌণ জোয়ার হয় –

  1. 90° বিপরীতে
  2. 45° বিপরীতে
  3. 180° বিপরীতে
  4. 120° বিপরীতে

উত্তর – 3. 180° বিপরীতে

বর্জ্য ব্যবস্থাপনা

1. বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো –

  1. ধানের খোসা
  2. ফ্লাই অ্যাশ
  3. পলিথিন
  4. ক্যাডমিয়াম

উত্তর – 1. ধানের খোসা

2. নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো –

  1. পারদ
  2. কৃষিজমির বর্জ্য
  3. সেলুলোজ
  4. রান্নাঘরের বর্জ্য

উত্তর – 1. পারদ

3. যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় –

  1. পরিস্রাবক ঘূর্ণায়ন
  2. তাড়িতিক অধঃক্ষেপন
  3. স্ক্রাবার
  4. আস্তরণ যুক্ত অ্যালুমিনিয়াম

উত্তর – 1. পরিস্রাবক ঘূর্ণায়ন

4. মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় –

  1. আমাশয়
  2. ফুসফুসে ক্যান্সার
  3. হাঁপানি
  4. দৃষ্টিহীনতা

উত্তর – 1. আমাশয়

5. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি প্রকৃঙ্গতভাবে জৈব-ভঙ্গুর বর্জ্য –

  1. প্লাস্টিক বর্জ
  2. অ্যালুমিনিয়াম শিট
  3. সিন্থেটিক রাবার ব্যান্ড
  4. প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য

উত্তর – 4. প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য

6. নগরবর্জ্য মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি হল –

  1. কম্পোস্টিং
  2. বর্জ্য পৃথকীকরণ
  3. জমি ভরাট করা
  4. নিষ্কাশন

উত্তর – 3. জমি ভরাট করা

7. এর মধ্যে কোনটি মাটির সার হিসাবে ব্যবহৃত হয় –

  1. ফেনল সার
  2. লেড বা সিসা
  3. সিরামিক সার
  4. কম্পোস্ট সার

উত্তর – 4. কম্পোস্ট সার

8. দ্রুত প্রকৃতিতে মিশে যায় –

  1. গ্যাসীয় বর্জ্য
  2. তরল বর্জ্য
  3. কঠিন বর্জ্য
  4. গ্যাসীয় বর্জ্য

উত্তর – 4. বিষহীন বর্জ্য

9. সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি –

  1. ল্যান্ডফিল
  2. কম্পোস্টিং
  3. নিষ্কাশন
  4. স্ক্রাবার

উত্তর – 1. ল্যান্ডফিল

10. বর্জ্য সিসা দূষণে যে রোগ সৃষ্টি হয় –

  1. মিনামাটা
  2. ডিসলেক্সিয়া
  3. ইটাই ইটাই
  4. ফ্লুরোসিস

উত্তর – 2. ডিসলেক্সিয়া

11. ‘ব্লাকফুট’ রোগটি যার প্রভাবে হয় –

  1. সিসা
  2. ক্যাডমিয়াম
  3. আর্সেনিক
  4. ক্রোমিয়াম

উত্তর – 3. আর্সেনিক

12. শাকসবজির খোল, পুরানো কাগজ ইত্যাদি –

  1. বিষহীন বর্জ্য
  2. বিষাক্ত বর্জ্য
  3. তরল বর্জ্য
  4. গ্যাসীয় বর্জ্য

উত্তর – 1. বিষহীন বর্জ্য

13. বিষাক্ত এবং ক্ষতিকর বর্জকে বলা হয় –

  1. অ-বিষাক্ত বর্জ্য
  2. বিষাক্ত বর্জ্য
  3. তরল বর্জ্য
  4. গ্যাসীয় বর্জ্য

উত্তর – 2. বিষাক্ত বর্জ্য

14. ___ দ্রুত বিয়োজিত হয়।

  1. গ্যাসীয় বর্জ্য
  2. তরল বর্জ্য
  3. কঠিন বর্জ্য
  4. বিষহীন বর্জ্য

উত্তর – 1. গ্যাসীয় বর্জ্য

15. পরমাণু চুল্লিতে ইউরেনিয়ামের দহন একধরনের ___ বর্জ্য।

  1. তেজস্ক্রিয় বর্জ্য
  2. বিষাক্ত বর্জ্য
  3. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য
  4. তরল বর্জ্য

উত্তর – 1. তেজস্ক্রিয় বর্জ্য

16. হাসপাতাল থেকে যে ধরনের বর্জ্য উৎপন্ন হয়, তা হল –

  1. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য
  2. গৃহস্থ বর্জ্য
  3. শিল্পজাত বর্জ্য
  4. তেজস্ক্রিয় বর্জ্য

উত্তর – 1. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য

17. বাড়ি থেকে যেসব বর্জ্য উৎপন্ন হয় তা হল –

  1. শিল্পজাত বর্জ্য
  2. গৃহস্থালির বর্জ্য
  3. কৃষিজ বর্জ্য
  4. তেজস্ক্রিয় বর্জ্য

উত্তর – 2. গৃহস্থালির বর্জ্য

18. রান্নাকরা খাবার পরে যে ধরনের বর্জ্যে রূপান্তরিত হয় –

  1. তরল বর্জ্য
  2. গ্যাসীয় বর্জ্য
  3. কঠিন বর্জ্য
  4. সবগুলিই

উত্তর – 3. কঠিন বর্জ্য

19. একটি পুনর্নবীকরণ বর্জ্য হল –

  1. ব্যবহৃত সিরিঞ্জ
  2. পারমাণবিক ছাই
  3. ফ্লাই অ্যাশ
  4. অক্সাইড গ্যাস

উত্তর – 3. ফ্লাই অ্যাশ

20. DDT যে ধরনের বর্জ্য –

  1. কৃষিজ বর্জ্য
  2. চিকিংসা সংক্রান্ত
  3. পৌর বর্জ্য
  4. গৃহস্থালি বর্জ্য

উত্তর – 1. কৃষিজ বর্জ্য

21. ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় –

  1. সাপ
  2. ব্যাকটেরিয়া
  3. কেঁচো
  4. ইঁদুর

উত্তর – 3. কেঁচো

22. স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয় –

  1. বায়ুদূষণ নিয়ন্ত্রণে
  2. জলদূষণ নিয়ন্ত্রণে
  3. তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণে
  4. মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে

উত্তর – 1. বায়ুদূষণ নিয়ন্ত্রণে

23. একটি বিষহীন বর্জ্য পদার্থ হল –

  1. বাজারের বর্জ্য পদার্থ
  2. শিল্পজাত বর্জ্য পদার্থ
  3. হাসপাতালের বর্জ্য পদার্থ
  4. তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ

উত্তর – 1. বাজারের বর্জ্য পদার্থ

24. ‘নমামি গঙ্গে’ পরিকল্পনা হল –

  1. বঙ্গভূমি নদী পরিকল্পনা
  2. গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা
  3. গঙ্গানদী জলবিভাজিকা পরিকল্পনা
  4. গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা

উত্তর – 2. গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা

25. জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে –

  1. ভরাটকরণ
  2. কম্পোস্টিং
  3. স্ক্রাবার
  4. নিষ্কাশন

উত্তর – 2. কম্পোস্টিং

26. পেস্টিসাইড হল –

  1. গৃহস্থালির বর্জ্য
  2. কৃষি বর্জ্য
  3. জৈববর্জ্য
  4. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য

উত্তর – 2. কৃষি বর্জ্য

27. প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না –

  1. গৃহস্থালি
  2. শিল্পকেন্দ্র
  3. হাসপাতাল
  4. সৌরবিদ্যুৎ কেন্দ্র

উত্তর – 4. সৌরবিদ্যুৎ কেন্দ্র

28. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল –

  1. ল্যান্ডফিল
  2. কম্পোস্টিং
  3. ওভারফিলিং
  4. কম্পাউন্ডিং

উত্তর – 2. কম্পোস্টিং

29. পুনর্নবীকরণযোগ্য একটি বর্জ্য হল –

  1. প্লাস্টিকের বোতল
  2. রাবিশ
  3. স্প্রে ক্যান
  4. হাসপাতালের বর্জ্য

উত্তর – 1. প্লাস্টিকের বোতল

30. প্রদত্ত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য –

  1. প্লাস্টিক বর্জ্য
  2. কৃত্রিম রবার বর্জ্য
  3. অ্যালুমিনিয়াম
  4. সবকটিই প্রযোজ্য

উত্তর – 4. সবকটিই প্রযোজ্য

31. কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয়, তা হল –

  1. অজৈব বর্জ্য
  2. জীব অবিশ্লেষ্য
  3. জৈব বর্জ্য
  4. প্রস্তরখণ্ড

উত্তর – 3. জৈব বর্জ্য

32. সালফার ডাইঅক্সাইড যে প্রকৃতির বর্জ্য –

  1. কঠিন বর্জ্য
  2. তরল বর্জ্য
  3. গ্যাসীয় বর্জ্য
  4. সবকটিই

উত্তর – 3. গ্যাসীয় বর্জ্য

33. কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায়, তা হল –

  1. কম্পোটিং
  2. পাইরোলাইসিস
  3. স্ক্রাবার
  4. সব ক-টি

উত্তর – 2. পাইরোলাইসিস

34. বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধাদি বহন করে? –

  1. 10%
  2. 90%
  3. 51%
  4. 100%

উত্তর – 3. 51%

35. বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত পদ্ধতি হল –

  1. বর্জ্যের পুনর্ব্যবহার
  2. পুনর্নবীকরণ
  3. বর্জ্যের পরিমাণ হ্রাস
  4. সবগুলিই সত্য

উত্তর – 4. সবগুলিই সত্য

36. চিকিৎসা সংক্রান্ত একটি বর্জ্য হল –

  1. শাকসবজির খোসা
  2. খাবারের মোড়ক
  3. ইঞ্জেকশন সিরিঞ্জ
  4. ব্যবহৃত সাবান জল

উত্তর – 3. ইঞ্জেকশন সিরিঞ্জ

37. ফ্লাইঅ্যাশের উৎস হল –

  1. বায়ুকল
  2. তাপবিদ্যুৎ প্রকল্প
  3. জলবিদ্যুৎ প্রকল্প
  4. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

উত্তর – 2. তাপবিদ্যুৎ প্রকল্প

ভারত: প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ

1. ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো –

  1. ডাল হ্রদ
  2. নৈনিতাল
  3. উলার হ্রদ
  4. প্যাংগং হ্রদ

উত্তর – 4. প্যাংগং হ্রদ

2. ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো –

  1. শিলং মালভূমি
  2. হিমালয়ের পাদদেশ অঞ্চল
  3. পূর্বঘাট পর্বতের পূর্বঢাল
  4. ছোটোনাগপুর মালভূমি

উত্তর – 1. শিলং মালভূমি

3. ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো –

  1. লোহিত মৃত্তিকা
  2. পলি মৃত্তিকা
  3. কৃষ্ণ মৃত্তিকা
  4. ল্যাটেরাইট মৃত্তিকা

উত্তর – 3. কৃষ্ণ মৃত্তিকা

4. ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত –

  1. লক্ষ্ণৌ
  2. নাগপুর
  3. কটক
  4. মুম্বই

উত্তর – 2. নাগপুর

5. বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো –

  1. কাগজ শিল্প
  2. লৌহ-ইস্পাত শিল্প
  3. দোহন শিল্প
  4. পেট্রোরসায়ন শিল্প

উত্তর – 1. কাগজ শিল্প

6. ‘ভারতের ডেট্রয়েট’ বলে পরিচিত –

  1. জামশেদপুর
  2. আহমেদাবাদ
  3. পুনে
  4. চেন্নাই

উত্তর – 4. চেন্নাই

7. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো –

  1. 30টি
  2. 29টি
  3. 28টি
  4. 27টি

উত্তর – 3. 28টি

8. ভারতের সর্বোচ্চ মালভূমি হলো –

  1. মালবের মালভূমি
  2. মেঘালয় মালভূমি
  3. তেলেঙ্গানা মালভূমি
  4. লাডাক মালভূমি

উত্তর – 4. লাডাক মালভূমি

9. গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত –

  1. এলাহাবাদ
  2. কানপুর
  3. দেবপ্রয়াগ
  4. বারাণসী

উত্তর – 1. এলাহাবাদ

10. পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো –

  1. জম্মু ও কাশ্মীর
  2. তামিলনাড়ু
  3. কেরল
  4. মেঘালয়

উত্তর – 1. জম্মু ও কাশ্মীর

11. ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো –

  1. কেরল
  2. তামিলনাড়ু
  3. কর্ণাটক
  4. অন্ধ্রপ্রদেশ

উত্তর – 3. কর্ণাটক

12. ভারতের বেসরকারী উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো –

  1. দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
  2. সালেম স্টিল প্ল্যান্ট
  3. ভিলাই স্টিল প্ল্যান্ট
  4. টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট

উত্তর – 4. টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট

13. কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে যা থেকে –

  1. তেলেঙ্গানা
  2. উত্তরাখণ্ড
  3. জম্মু ও কাশ্মীর
  4. ঝাড়খণ্ড

উত্তর – 3. জম্মু ও কাশ্মীর

14. শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে –

  1. ভাবর
  2. খাদার
  3. কারেওয়া
  4. দুন

উত্তর – 4. দুন

15. ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল –

  1. হিরাকুঁদ
  2. ভাকরা-নাঙ্গাল
  3. নাগার্জুন সাগর
  4. রানাপ্রতাপ সাগর

উত্তর – 2. ভাকরা-নাঙ্গাল

16. ‘মৌসুমি বিস্ফোরণ’ প্রথম দেখা যায় –

  1. কেরলে
  2. কর্ণাটকে
  3. মেঘালয়ে
  4. পশ্চিমবঙ্গে

উত্তর – 1. কেরলে

17. যে অঞ্চলে চন্দনগাছ জন্মায়, তা হল –

  1. ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
  2. ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
  3. ক্রান্তীয় মরু উদ্ভিদ
  4. সরলবর্গীয় উদ্ভিদ

উত্তর – 2. ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

18. ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত –

  1. জোড়হাটে
  2. বেঙ্গালুরুতে
  3. চিকমাগালুরে
  4. কোয়েম্বাটোরে

উত্তর – 3. চিকমাগালুরে

19. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল –

  1. দুর্গাপুরে
  2. খড়গপুরে
  3. সেক্টর 5, সল্টলেক
  4. শিলিগুড়িতে

উত্তর – 3. সেক্টর 5, সল্টলেক

20. ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল –

  1. 4000 জন
  2. 5000 জন
  3. 6000জন
  4. 7000 জন

উত্তর – 2. 5000 জন

21. ভারতের বৃহত্তম বন্দর শহর হল –

  1. হলদিয়া
  2. চেন্নাই
  3. কলকাতা
  4. মুম্বাই

উত্তর – 4. মুম্বাই

22. গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদটি হল –

  1. কোল্পেরু
  2. পুলিকট
  3. চিল্কা
  4. ভেম্বানাদ

উত্তর – 1. কোল্পেরু

23. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল –

  1. কূপ ও নলকূপ
  2. পুকুর
  3. খাল
  4. স্প্রিঙ্কলার

উত্তর – 1. কূপ ও নলকূপ

24. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় যে সময়ে তা হল –

  1. গ্রীষ্মকালে
  2. বসন্তকালে
  3. বর্ষাকালে
  4. শীতকালে

উত্তর – 4. শীতকালে

25. সামুদ্রিক নোনা বাতাস প্রয়োজন –

  1. আখচাষে
  2. চা-চাষে
  3. পাটচাষে
  4. কফিচাষে

উত্তর – 1. আখচাষে

26. পশ্চিমবঙ্গের যেখানে পেট্রোরসায়ন কেন্দ্রটি অবস্থিত, তা হল –

  1. জুনপুট
  2. কলকাতা
  3. শঙ্করপুর
  4. হলদিয়া

উত্তর – 4. হলদিয়া

27. ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি ছিল –

  1. ভাষা
  2. ভূ-প্রকৃতির সাদৃশ্য
  3. খাদ্যের সাদৃশ্য
  4. অর্থনৈতিক কাজের সাদৃশ্য

উত্তর – 1. ভাষা

28. গঙ্গা নদীর উৎস হল –

  1. যমুনোত্রী হিমবাহ
  2. জেমু হিমবাহ
  3. সিয়াচেন হিমবাহ
  4. গঙ্গোত্রী হিমবাহ

উত্তর – 4. গঙ্গোত্রী হিমবাহ

29. ভারতের সর্ববৃহৎ বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটি হল –

  1. ভাকরা-নাঙ্গাল
  2. রিহান্দ
  3. দামোদর
  4. হিরাকুঁদ

উত্তর – 1. ভাকরা-নাঙ্গাল

30. হেক্টরপ্রতি ধান উৎপাদনে প্রথম যে রাজ্য –

  1. পশ্চিমবঙ্গ
  2. পাঞ্জাব
  3. উত্তর প্রদেশ
  4. অন্ধ্রপ্রদেশ

উত্তর – 1. পশ্চিমবঙ্গ

31. লোহা-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল –

  1. আকরিক লোহা
  2. কয়লা
  3. ম্যাঙ্গানিজ
  4. উপরের সবগুলোই

উত্তর – 4. উপরের সবগুলোই

32. 2021 সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা –

  1. 55
  2. 53
  3. 51
  4. 49

উত্তর – 2. 53

33. তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় যে রাজ্য ভেঙে –

  1. মধ্যপ্রদেশ
  2. অন্ধ্রপ্রদেশ
  3. বিহার
  4. উত্তর প্রদেশ

উত্তর – 2. অন্ধ্রপ্রদেশ

34. শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র নুড়িপাথর নিয়ে গঠিত সমভূমিকে বলে –

  1. খাদর
  2. ভাবর
  3. ভাঙ্গর
  4. বেট

উত্তর – 2. ভাবর

35. ভারতে একটি লবণাক্ত জলের উদাহরণ –

  1. প্যাংগং হ্রদ
  2. ভীমতাল
  3. ডাল হ্রদ
  4. লোকটাক হ্রদ

উত্তর – 1. প্যাংগং হ্রদ

36. যে অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় –

  1. গঙ্গা সমভূমি
  2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে
  3. সুন্দরবন
  4. মরু অঞ্চলে

উত্তর – 2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে

37. গম একধরনের –

  1. রবি শস্য
  2. খারিফ শস্য
  3. জায়িদ শস্য
  4. পানীয় ফসল

উত্তর – 1. রবি শস্য

38. প্রস্তাবিত দ্রুতগামী জাতীয় সড়ক যা উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করবে। সেই রাস্তাকে বলা হবে –

  1. পূর্ব-পশ্চিম করিডর
  2. উত্তর-দক্ষিণ করিডর
  3. সোনালি চতুর্ভুজ
  4. উত্তর-মধ্য করিডর

উত্তর – 2. উত্তর-দক্ষিণ করিডর

39. ভারতের নবীনতম রাজ্যটি হল –

  1. উত্তরাখণ্ড
  2. তেলেঙ্গানা
  3. ছত্তিশগড়
  4. গোয়া

উত্তর – 2. তেলেঙ্গানা

40. গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে ধুলোঝড়কে যে নামে ডাকা হয় –

  1. কালবৈশাখী
  2. পশ্চিমী ঝঞ্ঝা
  3. আঁধি
  4. লু

উত্তর – 3. আঁধি

41. মৃত্তিকা সংরক্ষণের জন্য ভারতে যে পদ্ধতি প্রয়োগ করা হয় –

  1. জলসেচ
  2. ফালি চাষ
  3. ঝুমচাষ
  4. পশুচাষ

উত্তর – 2. ফালি চাষ

42. জোয়ার উৎপাদনে যে রাজ্যটি ভারতে প্রথম স্থান অধিকার করে –

  1. মহারাষ্ট্র
  2. উত্তর প্রদেশ
  3. বিহার
  4. পশ্চিমবঙ্গ

উত্তর – 1. মহারাষ্ট্র

43. ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয় –

  1. চেন্নাই
  2. বেঙ্গালুরু
  3. কলকাতা
  4. দিল্লি

উত্তর – 2. বেঙ্গালুরু

44. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল –

  1. জাতীয় সড়কপথ 1
  2. জাতীয় সড়কপথ 2
  3. জাতীয় সড়কপথ 6
  4. জাতীয় সড়কপথ 7

উত্তর – 4. জাতীয় সড়কপথ 7

45. গুরুশিখর যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –

  1. আরাবল্লি
  2. বিন্ধ্য
  3. সাতপুরা
  4. হিমাচল

উত্তর – 1. আরাবল্লি

46. মালাবার উপকূলটি যেখানে অবস্থিত –

  1. ওড়িশা
  2. অন্ধ্রপ্রদেশ
  3. কেরালা
  4. গুজরাট

উত্তর – 3. কেরালা

47. গোদাবরী উপকূলের দক্ষিণ অংশ যে নামে পরিচিত –

  1. উত্তর সরকার উপকূল
  2. করমণ্ডল উপকূল
  3. কর্ণাটক উপকূল
  4. দক্ষিণ সরকার উপকূল

উত্তর – 2. করমণ্ডল উপকূল

48. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব –

  1. 324 জন/বর্গ কিমি
  2. 382 জন/বর্গ কিমি
  3. 1029 জন/বর্গ কিমি
  4. 1102 জন/বর্গ কিমি

উত্তর – 2. 382 জন/বর্গ কিমি

49. বিন্ধ্য পর্বত হল –

  1. ভাঁজ পর্বত
  2. আগ্নেয় পর্বত
  3. ক্ষয়জাত পর্বত্ত
  4. স্তূপ পর্বত

উত্তর – 4. স্তূপ পর্বত

50. সিকিম পরিপূর্ণভাবে রাজ্যের মর্যাদা পায় –

  1. 1975 সালে
  2. 1972 সালে
  3. 1965 সালে
  4. 1970 সালে

উত্তর – 1. 1975 সালে

51. ভারতের সর্বেক্ষণ বিভাগটি বা (Survey of India) গঠিত হয় –

  1. 1567 সালে
  2. 1667 সালে
  3. 1767 সালে
  4. 1867 সালে

উত্তর – 3. 1767 সালে

52. ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হল –

  1. সিকিম
  2. গোয়া
  3. ত্রিপুরা
  4. মিজোরাম

উত্তর – 2. গোয়া

53. ভারতের জনপ্রিয় জলসেচ পদ্ধতি হল –

  1. কূপ ও নলকূপ
  2. খালসেচ
  3. পুকুর
  4. স্প্রিঙ্কলার

উত্তর – 1. কূপ ও নলকূপ

54. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি যেখানে অবস্থিত –

  1. সালেম
  2. দুর্গাপুর
  3. ভিলাই
  4. জামসেদপুর

উত্তর – 3. ভিলাই

55. চন্দন গাছ যেখানে জন্মায় –

  1. চিরহরিৎ অরণ্যে
  2. সরলবর্গীয় অরণ্যে
  3. পর্ণমোচী অরণ্যে
  4. ম্যানগ্রোভ অরণ্যে

উত্তর – 3. পর্ণমোচী অরণ্যে

56. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল –

  1. আনাইমুদি
  2. কলসুবাই
  3. দোদাবেতা
  4. সন্দকফু

উত্তর – 4. দোদাবেতা

57. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা –

  1. 24
  2. 28
  3. 29
  4. 30

উত্তর – 2. 28

58. পশ্চিম উপকূলের উপহ্রদ (লেগুন) গুলিকে বলা হয় –

  1. তাল
  2. ধান্দ
  3. কয়াল
  4. দুন

উত্তর – 3. কয়াল

59. পাট (pat) ভূমি ভাগ দেখা যায় –

  1. ছোটনাগপুর মালভূমি
  2. দাক্ষিণাত্য মালভূমি
  3. মালনা মালভূমি
  4. মেঘালয় মালভূমি

উত্তর – 1. ছোটনাগপুর মালভূমি

60. পূর্বঘাট পর্বতকে অন্য যে নামে ডাকা হয় –

  1. মলয়াদ্রি
  2. সহ্যাদ্রি
  3. তরায়াদ্রি
  4. একটাও নয়

উত্তর – 1. মলয়াদ্রি

61. উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত হ্রদ হল –

  1. উলার
  2. ধূপগড়
  3. লোকটাক
  4. চিল্কা

উত্তর – 3. লোকটাক

62. ভারতে শীতকালীন বৃষ্টিপাতের অন্যতম কারণ –

  1. ঘূর্ণবাত
  2. পশ্চিমী ঝঞ্ঝা
  3. দঃ পশ্চিম মৌসুমি বায়ু
  4. একটাও নয়

উত্তর – 2. পশ্চিমী ঝঞ্ঝা

63. চম্বল নদীটি যে নদীর উপনদী –

  1. যমুনা
  2. ব্রহ্মহ্মপুত্র
  3. গঙ্গা
  4. নর্মদা

উত্তর – 1. যমুনা

64. ভারতের বৃহত্তম উপহ্রদটি হল –

  1. চিল্কা
  2. পুলিকট
  3. কোলেরু
  4. ভেম্বনাদ

উত্তর – 1. চিল্কা

65. যে সাগর থেকে হিমালয়ের উৎপত্তি বলে মনে করা হয় –

  1. আরব সাগর
  2. ভারত মহাসাগর
  3. টেথিস সাগর
  4. কাস্পিয়ান সাগর

উত্তর – 3. টেথিস সাগর

66. যেখানে এখনও জুমচাষ অধিকমাত্রায় সংঘটিত হয় –

  1. মেঘালয়
  2. গোদাবরী উপত্যকা
  3. উত্তর বিহারের সমভূমি
  4. তামিলনাড়ু

উত্তর – 1. মেঘালয়

67. বঙ্গাইগাঁও কেন্দ্রটি যে কারণে বিখ্যাত –

  1. রাসায়নিক শিল্প
  2. বয়ন শিল্প
  3. পেট্রোরসায়ন শিল্প
  4. পাট শিল্প

উত্তর – 3. পেট্রোরসায়ন শিল্প

68. যে বছর ভারতের নিজস্ব সংবিধান থেকে ভারতকে পরিচালনা করা হয়, সেই বছরটি হল –

  1. 1947 সাল
  2. 1950 সাল
  3. 1951 সাল
  4. 1956 সাল

উত্তর – 2. 1950 সাল

69. ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি –

  1. ব্যারেন দ্বীপ
  2. যুদ্ধ দ্বীপ
  3. মিনিকয়
  4. ফুজিয়ামা পর্বত

উত্তর – 1. ব্যারেন দ্বীপ

70. বলটারো হল একধরনের –

  1. হিমবাহ
  2. উপত্যকা
  3. পর্বত
  4. পাহাড়

উত্তর – 1. হিমবাহ

71. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –

  1. অমরকণ্টক
  2. আনাইমুদি
  3. গুরুশিখর
  4. দোদাবেতা

উত্তর – 1. অমরকণ্টক

72. ___ বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।

  1. ইয়াং-সিকিয়াং
  2. নীল
  3. কোশি বদ্বীপ
  4. গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ

উত্তর – 4. গঙ্গা-ব্রহ্মহ্মপুত্র বদ্বীপ

73. ভারতের জলসেচের জলের মূল উৎস হল –

  1. ভৌমজল
  2. নদীর জল
  3. খালের জল
  4. হ্রদের জল

উত্তর – 1. ভৌমজল

74. জোয়ার-ভাটা দেখা যায় যে নদীতে –

  1. হুগলি নদী
  2. তিস্তা নদী
  3. তোর্সা নদী
  4. জলঢাকা নদী

উত্তর – 1. হুগলি নদী

75. পানাজি যে রাজ্যের রাজধানী –

  1. গোয়া
  2. দমন ও দিউ
  3. যুদ্ধ দ্বীপ
  4. দাদরা ও নগরহ্যাভেলি

উত্তর – 1. গোয়া

76. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় –

  1. গ্রীষ্মকালে
  2. বর্ষাকালে
  3. বসন্তকালে
  4. শীতকালে

উত্তর – 4. শীতকালে

77. পূর্ব ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ জলসেচ প্রকল্পটি হল –

  1. দামোদর নদী পরিকল্পনা
  2. জলঢাকা পরিকল্পনা
  3. ময়ূরাক্ষী পরিকল্পনা
  4. কোশি পরিকল্পনা

উত্তর – 1. দামোদর নদী পরিকল্পনা

78. পাগলাঝোরা জলপ্রপাতটি যে নদীর ওপর অবস্থিত –

  1. মহানদী
  2. মহানন্দা
  3. গোদাবরী
  4. নর্মদা

উত্তর – 2. মহানন্দা

79. ___ এ সর্বাধিক বর্ষা হয় –

  1. মৌসিনরাম
  2. কেরল
  3. অন্ধ্রপ্রদেশ
  4. ওড়িশা

উত্তর – 1. মৌসিনরাম

80. নিম্নলিখিত কোন স্থানে শীতকালে বৃষ্টিপাত হয় –

  1. শ্রীনগর
  2. মুম্বাই
  3. আমেদাবাদ
  4. ওড়িশা

উত্তর – 1. শ্রীনগর

81. দক্ষিণ ভারতের ‘ম্যাঞ্চেস্টার’ বলা হয় –

  1. চেন্নাইকে
  2. কোয়েম্বাটোরকে
  3. আহমেদাবাদকে
  4. মুম্বাইকে

উত্তর – 2. কোয়েম্বাটোরকে

82. একটি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হল –

  1. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিকে
  2. পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে
  3. শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে
  4. নীলগিরি পর্বতের দক্ষিণ ঢালে

উত্তর – 2. পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে

83. ভারতের পূর্ব-পশ্চিমের বিস্তার –

  1. 2933 কিমি
  2. 4214 কিমি
  3. 3214 কিমি
  4. 3932 কিমি

উত্তর – 1. 2933 কিমি

84. ভারতের বৃহত্তম হিমবাহটি হল –

  • হিসপার
  • বলটারো
  • গঙ্গোত্রী
  • সিয়াচেন

উত্তর – 4. সিয়াচেন

85. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল –

  1. লৌহ ও ইস্পাত শিল্প
  2. তুলো বয়ন শিল্প
  3. গাড়ি নির্মাণ শিল্প
  4. IT শিল্প

উত্তর – 2. তুলো বয়ন শিল্প

86. একটি অন্তর্বাহিনী নদীর নাম –

  1. পেন্নার
  2. ভাইগাই
  3. খান্দবী
  4. লুনি

উত্তর – 4. লুনি

87. মৃত্তিকা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল –

  1. ধাপচাষ
  2. ঝুমচাষ
  3. অরণ্য দহন
  4. বনহরণ

উত্তর – 1. ধাপচাষ

88. জোয়ার-ভাটার ওপর নির্ভর করে যে বনভূমি তৈরি হয় –

  1. চিরহরিৎ বনভূমি
  2. শুষ্ক পর্ণমোচী অরণ্য
  3. ম্যানগ্রোভ বনভূমি
  4. আর্দ্র পর্ণমোচী অরণ্য

উত্তর – 3. ম্যানগ্রোভ বনভূমি

89. খারিফ চাষ যে মরসুমে করা হয় –

  1. গ্রীষ্মকালে
  2. শীতকালে
  3. বসন্তকালে
  4. শরৎকালে

উত্তর – 1. গ্রীষ্মকালে

90. ভারতের একটি গুরুত্বপূর্ণ তন্তুজাতীয় ফসল হল –

  1. আখ
  2. তুলা
  3. গম
  4. তৈলবীজ

উত্তর – 2. তুলা

91. অবিভক্ত ভারতে প্রথম জনগণনা শুরু হয় –

  1. 1880 সালে
  2. 1872 সালে
  3. 1900 সালে
  4. 1905 সালে

উত্তর – 2. 1872 সালে

92. ‘চিপকো আন্দোলনটি’ যে বিষয়ের সাথে জড়িত –

  1. কৃষি-বনায়ন
  2. সামাজিক বনসৃজন
  3. বন-হনন
  4. মৃত্তিকা সংরক্ষণ

উত্তর – 3. বন-হনন

93. 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক জনবহুল রাজ্য হল –

  1. উত্তরপ্রদেশ
  2. বিহার
  3. পশ্চিমবঙ্গ
  4. কেরল

উত্তর – 1. উত্তরপ্রদেশ

94. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল –

  1. দোদাবেতা
  2. কলসুবাই
  3. আনাইমুদি
  4. মহাবালেশ্বর

উত্তর – 3. আনাইমুদি

95. ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হল –

  1. পশ্চিমবঙ্গ
  2. অসম
  3. বিহার
  4. কেরল

উত্তর – 2. অসম

96. ভারতের যে রাজ্যটি তুলা উৎপাদনে প্রথম –

  1. কর্ণাটক
  2. বিহার
  3. মহারাষ্ট্র
  4. পাঞ্জাব

উত্তর – 3. মহারাষ্ট্র

97. HMT যেখানে রয়েছে –

  1. বেঙ্গালুরু
  2. কলকাতা
  3. মুম্বাই
  4. চেন্নাই

উত্তর – 1. বেঙ্গালুরু

98. জনসংখ্যার অধিকাংশ মানুষ বসবাস করেন –

  1. সমভূমিতে
  2. মালভূমিতে
  3. পার্বত্য অঞ্চলে
  4. উত্তর মেরুতে

উত্তর – 1. সমভূমিতে

99. 2014 সালে গঠিত রাজ্যটি হল –

  1. অন্ধ্রপ্রদেশ
  2. গোয়া
  3. তেলেঙ্গানা
  4. নাগাল্যান্ড

উত্তর – 3. তেলেঙ্গানা

100. ‘সংযোজনভিত্তিক’ শিল্প বলা হয় –

  1. লোহা ও ইস্পাত শিল্পকে
  2. সুতিবস্ত্রবয়ন শিল্পকে
  3. গাড়ি নির্মাণ শিল্পকে
  4. IT শিল্পকে

উত্তর – 3. গাড়ি নির্মাণ শিল্পকে

101. পশ্চিমবঙ্গের জনঘনত্ব বৃদ্ধির মূল কারণ হতে পারে –

  1. শিল্পের উন্নয়ন
  2. কৃষি উন্নয়ন
  3. বাসযোগ্য ভূপ্রকৃতি, জলবায়ু এবং অর্থনৈতিক উন্নয়ন
  4. উন্নত পরিবহন।

উত্তর – 3. বাসযোগ্য ভূপ্রকৃতি, জলবায়ু এবং অর্থনৈতিক উন্নয়ন

102. পরিবহনের প্রাচীনতম মাধ্যমটি হল –

  1. রেলপথ
  2. সড়কপথ
  3. আকাশপথ
  4. জলপথ

উত্তর – 2. সড়কপথ

103. ভারতের জীবনরেখা যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত –

  1. রেলপথ
  2. আকাশপথ
  3. সড়কপথ
  4. জলপথ

উত্তর – 1. রেলপথ

104. ‘সোনালি চতুর্ভুজের’ মাধ্যমে যে কটি মেট্রো শহরকে যোগ করা হয়েছে –

  1. 4টি
  2. 5টি
  3. 6টি
  4. 7টি

উত্তর – 1. 4টি

105. একটি গুরুত্বপূর্ণ বন্দর হল –

  1. কান্ডালা
  2. বেঙ্গালুরু
  3. দিল্লি
  4. ইন্দোর

উত্তর – 1. কান্ডালা

106. পাঞ্জাব যে কৃষির জন্য বিখ্যাত –

  1. গম
  2. তুলা
  3. মিলেট
  4. কফি

উত্তর – 1. গম

107. ‘বল উইভিল’ পোকার আক্রমণ হয় যে কৃষিতে –

  1. আখ
  2. কফি
  3. চা
  4. কার্পাস

উত্তর – 4. কার্পাস

108. ভারতের বেশিরভাগ উৎপাদিত চা হল ___ চা।

  1. কালো
  2. সবুজ
  3. ওলং
  4. ইস্টক

উত্তর – 1. কালো

109. ভারতে চিনি উৎপাদনের মূল উৎস ফসল হল –

  1. ইক্ষু
  2. ইক্ষুবীট
  3. ইক্ষুপাতা
  4. সবগুলিই

উত্তর – 1. ইক্ষু

110. ‘রেটুন’ শব্দটির সাথে যে ফসলটি জড়িত –

  1. চা
  2. কফি
  3. পাট
  4. আখ

উত্তর – 4. আখ

111. রেগুর মাটির অন্য নাম –

  1. পলিমাটি
  2. লালমাটি
  3. কালোমাটি
  4. ল্যাটেরাইট মাটি

উত্তর – 3. কালোমাটি

112. হিমালয়ের পাদদেশে গঠিত একটি অনুর্বর মৃত্তিকা যুক্ত ভূমিভাগ হল –

  1. ভাঙ্গর
  2. খাদার
  3. ভাবর
  4. বেট

উত্তর – 3. ভাবর

113. কলকাতা মেট্রো রেলপথ চালু হয় –

  1. 1984 সালে
  2. 1985 সালে
  3. 1986 সালে
  4. 1987 সালে

উত্তর – 1. 1984 সালে

114. কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ হল –

  1. মুম্বাই
  2. কোচি
  3. চেন্নাই
  4. বিশাখাপত্তনম

উত্তর – 3. চেন্নাই

115. পূর্ব-পশ্চিম করিডরের মোট দৈর্ঘ্য –

  1. 4000 কিমি
  2. 3600 কিমি
  3. 3300 কিমি
  4. 3000 কিমি

উত্তর – 3. 3300 কিমি

116. খনিজ সম্পদের উপস্থিতি সরাসরি সাহায্য করতে পারে –

  1. কৃষিকে
  2. শিল্প উন্নতিতে
  3. পরিবহনে
  4. যোগাযোগ ব্যবস্থায়

উত্তর – 2. শিল্প উন্নতিতে

117. যে শিল্পকে আধুনিক শিল্পের ‘দানব’ বলা হয় –

  1. পাট
  2. পেট্রো-রসায়ন
  3. তথ্যপ্রযুক্তি
  4. লোহা-ইস্পাত

উত্তর – 2. পেট্রো-রসায়ন

118. নীচের কোন শহরটি মূলত ব্যবসা বাণিজ্যের কারণে গড়ে উঠেছে –

  1. আসানসোল
  2. শিলিগুড়ি
  3. হলদিয়া
  4. দুর্গাপুর

উত্তর – 2. শিলিগুড়ি

119. গোদাবরী নদী উৎপন্ন হয়েছে –

  1. মহাবালেশ্বর শৃঙ্গ
  2. ব্রহ্মগিরি পর্বত
  3. দন্ডকারণ্য
  4. ত্রিম্বক শৃঙ্গ থেকে

উত্তর – 2. ব্রহ্মগিরি পর্বত

120. মুম্বাই ও পুনের মধ্যে যে গিরিপথটি অবস্থিত –

  1. ভোরঘাট
  2. থলঘাট
  3. পালঘাট
  4. হলদিঘাট

উত্তর – 1. ভোরঘাট

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

1. উপগ্রহচিত্রে নদী ও জলাশয় যে রং-এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো –

  1. সবুজ
  2. লাল
  3. গাঢ় নীল
  4. হলুদ

উত্তর – 3. গাঢ় নীল

2. \(74\frac M7\) মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো –

  1. 1 : 10,000
  2. 1 : 25,000
  3. 1 : 50,000
  4. 1 : 1,00,000

উত্তর – 3. 1 : 50,000

3. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলি যে রঙের হয় –

  1. বাদামি
  2. কালো
  3. লাল
  4. নীল

উত্তর – 1. বাদামি

4. মিলিয়ন শিট ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তার থাকে –

  1. 15′ × 15′
  2. 30′ × 30′
  3. 1° × 1°
  4. 4° × 4°

উত্তর – 4. 4° × 4°

5. যে কৃত্রিম উপগ্রহটি ভারত পাঠিয়েছে –

  1. IRS
  2. LANDSAT
  3. SPOT
  4. Station

উত্তর – 1. IRS

6. 15′ × 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল –

  1. 1 : 2,50,000
  2. 1 : 1,00,000
  3. 1 : 50,000
  4. 1 : 25,000

উত্তর – 3. 1 : 50,000

7. পৃথিবী এবং সেন্সরের মধ্যে সম্পর্ক তৈরি করে –

  1. ট্রোপোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. তড়িৎ চৌম্বক তরঙ্গ
  4. ছোট তরঙ্গ

উত্তর – 3. তড়িৎ চৌম্বক তরঙ্গ

8. উপগ্রহ চিত্র যেসব বিষয়ে তথ্য সংগ্রহে সহায়তা করে –

  1. কেবল ভূমি ভাগের
  2. কেবল জলভাগের
  3. সমগ্র পৃথিবীর
  4. পর্বত এবং মালভূমির

উত্তর – 3. সমগ্র পৃথিবীর

9. রাডার হল একধরনের –

  1. নিষ্ক্রিয় সেন্সর
  2. সক্রিয় সেন্সর
  3. উপগ্রহ
  4. ক্যামেরা

উত্তর – 2. সক্রিয় সেন্সর

10. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) -র প্রধান কার্যালয় যেখানে অবস্থিত –

  1. দিল্লি
  2. মুম্বাই
  3. বেঙ্গালুরু
  4. হায়দ্রাবাদ

উত্তর – 3. বেঙ্গালুরু

11. উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় –

  1. ফলস্ কালার
  2. ট্রু কালার
  3. বাইকালার
  4. কোনোটিই নয়

উত্তর – 1. ফলস্ কালার

12. কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় –

  1. প্ল্যাটফর্ম
  2. সেন্সর
  3. ল্যান্ডস্যাট
  4. রেডার

উত্তর – 1. প্ল্যাটফর্ম

13. \(45\frac{D}{10}\) টোপোমানচিত্রের স্কেল হবে –

  1. 1 : 10,00,000
  2. 1 : 2,50,000
  3. 1 : 1,00,000
  4. 1 : 50,000

উত্তর – 4. 1 : 50,000

14. টোপোমানচিত্রের মিলিয়ন শিটে স্কেল থাকে –

  1. 1 : 10,00,000
  2. 1 : 25,000
  3. 1 : 50,000
  4. 1 : 5,00,000

উত্তর – 1. 1 : 10,00,000

15. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র সংস্থার সদর দপ্তরটি রয়েছে –

  1. দিল্লি
  2. দেরাদুন
  3. পুনে
  4. গৌহাটি

উত্তর – 2. দেরাদুন

16. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম –

  1. আর্যভট্ট
  2. ইনস্যাট 1A
  3. স্পুটনিক
  4. ভাস্কর

উত্তর –1. আর্যভট্ট

17. আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব যে পদ্ধতি অনুসরণ করে –

  1. উপগ্রহ চিত্র দেখে
  2. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র দেখে
  3. মৃত্তিকা দেখে
  4. কোনোটিই নয়

উত্তর – 1. উপগ্রহ চিত্র দেখে

18. মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয়, সেটি হল –

  1. প্ল্যাটফর্ম
  2. স্টেশন
  3. স্পট
  4. স্পেনপ্লেন

উত্তর – 1. প্ল্যাটফর্ম

19. বনভূমিকে উপগ্রহচিত্রে যে রঙের দেখা যায় –

  1. কালো
  2. সবুজ
  3. বাদামি
  4. লাল

উত্তর – 4. লাল

20. ভারতের মহাকাশ গবেষণার সংস্থাটির নাম হল –

  1. ISRO
  2. NASA
  3. SOI
  4. IRS

উত্তর – 1. ISRO

21. ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত –

  1. কলকাতায়
  2. মুম্বাই-এ
  3. দিল্লিতে
  4. দেরাদুন-এ

উত্তর – 4. দেরাদুন-এ

22. একটি সান-সিনক্রোনাস বা সূর্যসমলয়কালীন উপগ্রহের উদাহরণ –

  1. INSAT-1A
  2. METEOSAT
  3. GEOSAT
  4. IRS-Series

উত্তর – 4. IRS-Series

23. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে –

  1. SOI
  2. NASA
  3. ISRO
  4. NATMO

উত্তর – 1. SOI

24. যেসব ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1 : 25,000 তারা যে ধরনের স্কেলের মানচিত্র হবে –

  1. বড়ো
  2. ক্ষুদ্র
  3. মধ্যম আকৃতির
  4. একটাও নয়

উত্তর – 1. বড়ো

25. মিলিয়ন শিট ব্যবহার করা হয় –

  1. আবহাওয়ার মানচিত্রে
  2. ভূ-তাত্ত্বিক মানচিত্রে
  3. ভূ-বৈচিত্র্যমূলক মানচিত্রে
  4. জলভাগের মানচিত্রে

উত্তর – 3. ভূ-বৈচিত্র্যমূলক মানচিত্রে

26. যদি ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা 73 হয় তবে ঐ মানচিত্রের স্কেল হবে –

  1. 1 : 50,000
  2. 1 : 1,00,000
  3. 1 : 2,50,000
  4. 1 : 10,00,000

উত্তর – 2. 1 : 10,00,000


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল MCQ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks - 1]

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse