Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘শুদ্ধ ও অশুদ্ধ’ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 Wbbse - শুদ্ধ ও অশুদ্ধ

নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো। (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও – (1 x 6 = 6)

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1. ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

উত্তর – ‘অ’

2. মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।

উত্তর – ‘শু’

3. নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক।

উত্তর – ‘শু’

4. সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে।।

উত্তর – ‘শু’

5. অলকানন্দা ও ভাগীরথী নদী দেবপ্রয়াগের কাছে মিশেছে।

উত্তর – ‘শু’

6. হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশের পরিবর্তনের ওপর।

উত্তর – ‘শু’

7. মন্থকূপ জলপ্রপাতের নীচে গঠিত হয়।

উত্তর – ‘অ’

8. বার্খান পরিবর্তিত হলে সিফ বালিয়াড়ি তৈরি করে।

উত্তর – ‘শু’

9. র‍্যাপিড-এ জলের প্রবাহ ও বিস্তার খুব বেশি।

উত্তর – ‘অ’

10. ‘নিউমুর’ দ্বীপটি আগামীতে আবার ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর – ‘শু’

11. প্লাবনভূমি হৈমবাহিক অঞ্চলে দেখা যায়।

উত্তর – ‘অ’

12. ক্যানিয়ন এবং গিরিখাত মূলত গভীর এবং সংকীর্ণ উপত্যকা।

উত্তর – ‘শু’

13. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হল নায়াগ্রা।

উত্তর – ‘অ’

14. দুটি করির মধ্যে তীক্ষ্ণ, সংকীর্ণ উচ্চভূমির নাম এরেট।

উত্তর – ‘শু’

15. একটি হিমবাহসৃষ্ট হ্রদ হল পুষ্কর।

উত্তর – ‘অ’

16. নদীর উচ্চগতিতে নদীর পার্শ্বক্ষয় অধিক দৃশ্যমান।

উত্তর – ‘অ’

17. হিমবাহর উপরিস্তরে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে ক্রেভাস বলে।

উত্তর – ‘শু’

18. মধ্যগতিতে নদীর নিম্নক্ষয় সর্বাধিক।

উত্তর – ‘অ’

19. নিকপয়েন্টে জলপ্রপাত তৈরি হয়।

উত্তর – ‘শু’

20. মধ্য হিমালয়ে দুন উপত্যকা গঠিত হয়।

উত্তর – ‘অ’

21. হিমবায়ের সঞ্চয়কার্যে ফলে বহিঃবিধৌত সমভূমি গঠিত হয়।

উত্তর – ‘শু’

22. পূর্ব হিমালয়ের একটি হিমবাহ জেমু।

উত্তর – ‘শু’

23. কারাকোরাম পর্বতের একট হিমবাহ হল বলটারো।

উত্তর – ‘শু’

24. আবহবিকার হল একটি বহির্জাত প্রক্রিয়ার অংশ।

উত্তর – ‘শু’

25. গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।

উত্তর – ‘শু’

26. হিমবাহ উপত্যকায় গ্রাবরেখা দেখা যায়।

উত্তর – ‘শু’

27. বেঞ্চমার্ক হল গড় সমুদ্রতল থেকে উচ্চতা।

উত্তর – ‘শু’

28. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে নীচু পাহাড়ের মতো ভূমিরূপকে ড্রামলিন বলে।

উত্তর – ‘শু’

29. নদীর ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা গঠিত হয়।

উত্তর – ‘অ’

30. TISCO ভারতের সর্ববৃহৎ লোহা-ইস্পাত কেন্দ্র।

উত্তর – ‘অ’

31. অবরোহণ হল বহির্জাত প্রক্রিয়ার অংশ।

উত্তর – ‘অ’

32. সার্ক ভূমিরূপটি যে-কোনো পার্বত্য অঞ্চলে দৃশ্যমান।

উত্তর – ‘অ’

বায়ুমণ্ডল

1. সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।

উত্তর – ‘অ’

2. আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।

উত্তর – ‘শু’

3. চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।

উত্তর – ‘অ’

4. মিস্ট্রাল একধরনের উষ্ণস্থানীয় বায়ু যেটি ফ্রান্সের রোন নদীর উপত্যকায় নেমে আসে।

উত্তর – ‘অ’

5. বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে।

উত্তর – ‘শু’

6. বায়ুর চাপ মাপার জন্য ফর্টিন ব্যারোমিটারের সাহায্য নেওয়া হয়।

উত্তর – ‘শু’

7. ওজোনস্তরকে বলা হয় ‘প্রাকৃতিক সৌরপর্দা’।

উত্তর – ‘শু’

8. ভূমধ্যসাগরীয় অঞ্চলে, সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।

উত্তর – ‘অ’

9. ট্রপোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ লক্ষ করা যায়।

উত্তর – ‘অ’

10. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়।

উত্তর – ‘অ’

11. মোনাডনক হল মরুভূমির ভূমিরূপ।

উত্তর – ‘অ’

12. পশ্চিমা বায়ু, আয়ন বায়ুর বিপরীতে প্রবাহিত হয়।

উত্তর – ‘শু’

13. মরু অঞ্চলে পিরামিড আকৃতির চূড়া একটি স্বাভাবিক ভূমিরূপ।

উত্তর – ‘অ’

14. অ্যালকোহলের হিমাঙ্ক তাপমাত্রা -130°C।

উত্তর – ‘শু’

15. ফন এক ধরনের স্থানীয় বায়ু।

উত্তর – ‘শু’

16. মরু অঞ্চলের ধূলিঝড় ভারতে ‘আঁধি’ নামে পরিচিত।

উত্তর – ‘শু’

17. আগত সৌররশ্মি 66% উত্তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে ব্যবহৃত হয়।

উত্তর – ‘শু’

18. পর্বতের প্রতিবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসাবে পরিচিত।

উত্তর – ‘অ’

19. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পর্বতের প্রতিবাত ঢালে বেশি হয়।

উত্তর – ‘শু’

20 ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ তৈরি হয় মরুভূমি অঞ্চলে।

উত্তর – ‘শু’

21. পৃথিবীতে সাতটি তাপমণ্ডল রয়েছে।

উত্তর – ‘অ’

22. মেরু অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে।

উত্তর – ‘অ’

23. মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ বেশি ক্রিয়াশীল।

উত্তর – ‘শু’

24. বায়ুমণ্ডলের মোট আয়তনের প্রায় 21 শতাংশ নাইট্রোজেন গ্যাসে পরিপূর্ণ।

উত্তর – ‘অ’

25. নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

উত্তর – ‘শু’

26. উচ্চ বায়ুমণ্ডল পাতলা হবার কারনে সেখানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর।

উত্তর – ‘শু’

27. পারদের হিমাঙ্ক প্রায়-40°C।

উত্তর – ‘শু’

28. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়।

উত্তর – ‘অ’

29. মরুভূমির ক্ষয়প্রাপ্ত বা অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনক বলে।

উত্তর – ‘অ’

30. তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার হল প্রতি 100° মিটার উচ্চতায় 6.4°C।

উত্তর – ‘শু’

31. লম্ব সূর্যরশ্মির তুলনায় হেলে পড়া রোদের উত্তাপ বেশি।

উত্তর – ‘অ’

32. কুয়াশা কখনোই অধঃক্ষেপনের অংশ নয়।

উত্তর – ‘শু’

33. কালবৈশাখী একটি নিয়ত বায়ুপ্রবাহ।

উত্তর – ‘অ’

34. দীর্ঘকাল উচ্চচাপকে রিজ (Ridge) বলে।

উত্তর – ‘শু’

35. সমোষ্ণরেখাগুলি আঁকা হয় সাধারণত মে জুন মাসে।

উত্তর – ‘অ’

36. উষ্ণতা বাড়লে বায়ুচাপও বাড়ে।

উত্তর – ‘অ’

37. বায়ুর গতিবেগ নট্ এককে মাপা হয়।

উত্তর – ‘শু’

বারিমণ্ডল

1. সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।

উত্তর – ‘অ’

2. এল-নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

উত্তর – ‘অ’

3. সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তর – ‘শু’

4. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা সর্বাধিক।

উত্তর – ‘অ’

5. নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায়।

উত্তর – ‘অ’

6. দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে এল-নিনোর জন্য খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উত্তর – ‘অ’

7. শীতল স্রোত সর্বদা বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়।

উত্তর – ‘অ’

8. কুরোশিও স্রোত জাপান ও চিনের উপকূল বরাবর প্রবাহিত হয়।

উত্তর – ‘শু’

9. সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ নিয়ত বায়ুপ্রবাহ।

উত্তর – ‘শু’

10. শৈবাল সাগর উত্তর আটলান্টিক মহাসাগরে মধ্যবর্তীস্থানে অবস্থিত।

উত্তর – ‘শু’

11. উপকূলের আকৃতির ওপর নির্ভর করে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে।

উত্তর – ‘শু’

12. পশ্চিম আফ্রিকার উপকূল বরাবর গিনি স্রোতটি প্রবাহিত হয়।

উত্তর – ‘শু’

13. সুমেরু মহাসাগর থেকে শীতলস্রোত হিসাবে ল্যাব্রাডর স্রোত নেমে আসে।

উত্তর – ‘শু’

14. মোজাম্বিক স্রোতটি একটি উষ্ণস্রোত।

উত্তর – ‘শু’

15. জোয়ার-ভাটা দিনে তিনবার হয়ে থাকে।

উত্তর – ‘অ’

16. বেঙ্গুয়েলা স্রোতটি ভারত মহাসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।

উত্তর – ‘অ’

17. প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শীতলস্রোত লা-নিনার কারণে পেরু উপকূলে খরার সৃষ্টি হয়।

উত্তর – ‘শু’

18. বেরিং স্রোতটি উষ্ণ স্রোত।

উত্তর – ‘অ’

19. পেরু স্রোতটি প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত।

উত্তর – ‘শু’

20. আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল বরাবর বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয়।

উত্তর – ‘শু’

21. মাদাগাস্কার দ্বীপের পাশ দিয়ে মাদাগাস্কার স্রোত প্রবাহিত হয়।

উত্তর – ‘শু’

22. মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোত মিলিত হয়ে আগুলহাস স্রোত সৃষ্টি করে।

উত্তর – ‘শু’

23. মোজাম্বিক স্রোত একধরনের উষ্ণস্রোত।

উত্তর – ‘শু’

24. জোয়ারের জলপ্রবাহ অমাবস্যার তুলনায় পূর্ণিমায় অধিক ফুলে উঠে।

উত্তর – ‘অ’

25. কুরোশিও স্রোত প্রবাহিত হয় ভারত মহাসাগরে।

উত্তর – ‘অ’

26. শৈবাল সাগর একটি স্রোতহীন অঞ্চল।

উত্তর – ‘শু’

বর্জ্য ব্যবস্থাপনা

1. আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।

উত্তর – ‘শু’

2. দূষিত বাতাসকে স্ক্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।

উত্তর – ‘শু’

3. পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়।

উত্তর – ‘শু’

4. বর্জ্যের পুনর্নবীকরণের আগে বর্জ্যের পৃথকীকরণ জরুরি।

উত্তর – ‘শু’

5. সেলুলোজ কাগজ একধরনের শিল্পজাত বর্জ্যের উদাহরণ।

উত্তর – ‘শু’

6. স্ক্রাবার পদ্ধতি ব্যবহার করা হয় কঠিন এবং তরল বর্জ্যকে পরিশোধন করতে।

উত্তর – ‘শু’

7. বর্জ্য উৎপাদন হ্রাস করার অর্থ বর্জ্য উৎপাদন বন্ধ করা উৎপাদন শুরুর আগেই।

উত্তর – ‘শু’

8. খোলা জায়গায় বর্জ্য জমা করা বা বর্জ্য পোড়ানোকে বলে কম্পোস্টিং।

উত্তর – ‘অ’

ভারত: প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ

1. নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।

উত্তর – ‘শু’

2. হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।

উত্তর – ‘অ’

3. গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।

উত্তর – ‘অ’

4. ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।

উত্তর – ‘অ’

5. শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।

উত্তর – ‘অ’

6. ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।

উত্তর – ‘অ’

7. লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ।

উত্তর – ‘অ’

8. দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত।

উত্তর – ‘শু’

9. ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প।

উত্তর – ‘শু’

10. শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।

উত্তর – ‘অ’

11. ভারতের উচ্চতম মালভূমি হল দাক্ষিণাত্যের সিঁড়িময় মালভূমি।

উত্তর – ‘অ’

12. গঙ্গা সমভূমির প্রাচীন পলিময় অংশ ভাঙ্গার নামে পরিচিত।

উত্তর – ‘শু’

13. বিশাখাপত্তনম ভারতের একমাত্র করমুক্ত বন্দর।

উত্তর – ‘অ’

14. ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় বিহার এবং ছত্তিশগড় রাজ্যে।

উত্তর – ‘অ’

15. পেট্রোরসায়ন শিল্পকে ভারতে ‘আধুনিক শিল্পের দানব’ বলে।

উত্তর – ‘শু’

16. সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটি হল পশ্চিমবঙ্গ।

উত্তর – ‘অ’

17. ভারতে সর্বাধিক ধানচাষ করা হয় শীতকালে রবিশস্য হিসাবে।

উত্তর – ‘অ’

18. করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল।

উত্তর – ‘শু’

19. 1952 সালে বনমহোৎসব শুরু হয়।

উত্তর – ‘শু’

20. পারাদ্বীপ বন্দরটি মূলত লৌহ আকরিক রপ্তানির জন্য ব্যবহৃত হয়।

উত্তর – ‘শু’

21. তুলোর একটি উচ্চফলনশীল বীজ হল সুজাতা।

উত্তর – ‘শু’

22. কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ‘ম্যাঞ্চেস্টার’ বলে।

উত্তর – ‘শু’

23. কলকাতা বন্দরকে পূর্ব ভারতের ‘প্রবেশদ্বার’ বলে।

উত্তর – ‘শু’

24. গঙ্গা সমভূমির নবীনতম পলি সমৃদ্ধ ভূমিভাগকে ‘বেট’ বলে।

উত্তর – ‘অ’

25. দিল্লির মেট্রোরেলের সূচনা হয় 2010 সালে।

উত্তর – ‘অ’

26. রূপনারায়ণ নদীটিদ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলিত প্রবাহ।

উত্তর – ‘শু’

27. 1970 সালে হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।

উত্তর – ‘শু’

28. ভারতের পশ্চিম উপকূলটি বঙ্গোপসাগরের তীরে।

উত্তর – ‘অ’

29. সাতপুরা পর্বতটি ভারতের একটি স্তূপ পর্বত।

উত্তর – ‘শু’

30. NH-7 জাতীয় সড়কটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক।

উত্তর – ‘শু’

31. ভারতের প্রথম মেট্রোরেল চলাচল শুরু হয় দিল্লিতে।

উত্তর – ‘অ’

32. গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ দুটি পশ্চিমঘাট পর্বত থেকে নেমে এসেছে।

উত্তর – ‘অ’

33. ভারতের সর্ব দক্ষিণের স্থানটির নাম ইন্দিরা পয়েন্ট।

উত্তর – ‘শু’

34. উত্তর-পূর্বাঞ্চলের পর্বতগুলিকে একসাথে পূর্বাচল বলে।

উত্তর – ‘শু’

35. ব্রহ্মহ্মপুত্র নদের দুটি প্রধান উপনদী হল দিবং এবং লোহিত।

উত্তর – ‘শু’

36. ভারতের বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ।

উত্তর – ‘অ’

37. জোজিলা গিরিপথটি বৃহৎ হিমালয়ের অন্তর্গত।

উত্তর – ‘শু’

38. 1961 সালে ভারতের অংশ হিসাবে গোয়া, দমন এবং দিউ যুক্ত হয়।

উত্তর – ‘শু’

39. ব্রহ্মপুত্র নদটি উৎপন্ন হয়েছে চেমায়ুং দং হিমবাহ থেকে।

উত্তর – ‘শু’

40. ভারতে মূলত চারটি ঋতু রয়েছে।

উত্তর – ‘শু’

41. আলু খারিফ শস্যের অন্তর্গত।

উত্তর – ‘অ’

42. মিনিকয় দ্বীপপুঞ্জটি মানস সরোবরের কাছে।

উত্তর – ‘অ’

43. ঝুমচাষ মাটির ক্ষয়কে বাড়িয়ে দেয়।

উত্তর – ‘শু’

44. ‘সোলাম’ শব্দের অর্থ ভূমিভাগ বা মেঝে।

উত্তর – ‘শু’

45. চা বাগিচার জমিতে জল বেঁধে রাখা হয়।

উত্তর – ‘অ’

46. ভারত একটি শিল্পভিত্তিক দেশ।

উত্তর – ‘অ’

47. পূর্ব রেলওয়ের সদর দপ্তর কলকাতায় অবস্থিত।

উত্তর – ‘শু’

48. কয়ালিতে তৈল শোধনাগার রয়েছে।

উত্তর – ‘শু’

49. ভারতের উপকূলবর্তী অঞ্চলজুড়ে রয়েছে লালমাটি।

উত্তর – ‘অ’

50. বনভূমি হল অনুনর্ভব সম্পদ।

উত্তর – ‘অ’

51. কৃষিকাজ মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ।

উত্তর – ‘শু’

52. গুজরাটে কার্পাস একধরনের অর্থকরী ফসল।

উত্তর – ‘শু’

53. IISCO -র লোহা-ইস্পাত কারখানাটি জামসেদপুরে অবস্থিত।

উত্তর – ‘অ’

54. কার্পাস চাষের জন্য লবণাক্ত মাটি উপযুক্ত।

উত্তর – ‘অ’

55. নাথুলা গিরিপথটি পূর্ব-হিমালয়ে অবস্থিত।

উত্তর – ‘শু’

56. দাক্ষিণাত্য মালভূমিতে ঘাসের বিস্তীর্ণ অংশ দেখা যায়।

উত্তর – ‘শু’

56. ‘ক্যারেজ’ হল পরিবহন মাধ্যমের একটি নাম।

উত্তর – ‘অ’

57. দক্ষিণ ভারতে পুকুরের মাধ্যমে জলসেচ অধিক কার্যকরী।

উত্তর – ‘শু’

58. নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাঙ্গা।

উত্তর – ‘অ’

59. সিন্ধু নদীটি মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর – ‘শু’

60. পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়।

উত্তর – ‘শু’

61. জোজিলা গিরিপথটি জন্ম এবং কাশ্মীরে অবস্থিত।

উত্তর – ‘শু’

62. ধানচাষের জন্য পডসল মাটি আদর্শ।

উত্তর – ‘অ’

63. ভারতের জনঘনত্ব প্রতিবর্গকিমিতে 382 জন।

উত্তর – ‘শু’

64. কাঁটাজাতীয় গাছ বেশি জন্মায় মরুভূমিতে।

উত্তর – ‘শু’

65. ভারতের জলবায়ু উষ্ণ, শুষ্ক এবং মৌসুমি প্রকৃতির।

উত্তর – ‘অ’

66. অর্জুন গাছটি সরলবর্গীয় উদ্ভিদের অন্তর্গত।

উত্তর – ‘অ’

67. মরুউদ্ভিদের শিকড় খুব লম্বা হয়।

উত্তর – ‘শু’

68. ভারতের সর্বোচ্চ মালভূমি হল পামির।

উত্তর – ‘অ’

69. ভারতের গ্রীষ্মকাল হল প্রাক-বর্ষাকাল।

উত্তর – ‘শু’

70. নিউ তুতিকোরিন বন্দরটি ভারতের নবীনতম বন্দর।

উত্তর – ‘অ’

71. আমেদাবাদকে ভারতের ‘ম্যাঞ্চেষ্টার’ বলে।

উত্তর – ‘শু’

72. কফিকে জায়িদ শস্য হিসাবে চিহ্নিত করা যায়।

উত্তর – ‘অ’

73. বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 80221171 জন।

উত্তর – ‘অ’

74. ভাবর মৃত্তিকা কৃষিকাজের জন্য আদর্শ নয়।

উত্তর – ‘শু’

75. উত্তর প্রদেশের জনসংখ্যা ভারতে সর্বাধিক।

উত্তর – ‘শু’

76. কাঁটাঝোপযুক্ত গাছপালা দেখা যায় ভারতের মরু অঞ্চলে।

উত্তর – ‘শু’

77. কেরলের মালাবার উপকূলের জনবসতি বিরল প্রকৃতির।

উত্তর – ‘অ’

78. পাট মূলত গাঙ্গেয় পলিসমৃদ্ধ মাটিতে ভাল চাষ হয়।

উত্তর – ‘শু’

79. অধিক জনসংখ্যা ভারতে পরিব্রাজনের জন্য অন্যতম কারণ।

উত্তর – ‘শু’

80. রাগি উৎপাদনে রাজস্থান ভারতে প্রথম।

উত্তর – ‘শু’

81. পশ্চিম হিমালয়ের অন্যতম পর্বতশৃঙ্গ নন্দাদেবী।

উত্তর – ‘শু’

82. রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে।

উত্তর – ‘শু’

84. যমুনা নদীটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর – ‘অ’

85. কার্পাস একধরনের তন্তু ফসল।

উত্তর – ‘শু’

86. ভাদোদরা পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত।

উত্তর – ‘শু’

87. ধান এবং আখ উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম।

উত্তর – ‘শু’

88. মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ বন নিধন।

উত্তর – ‘শু’

89. চম্বল নদীর ওপর গান্ধিসাগর জলধার তৈরি হয়েছে।

উত্তর – ‘শু’

90. পশ্চিমঘাট পর্বতের অনুবাত ঢালে ব্যাপক বৃষ্টিপাত হয়।

উত্তর – ‘অ’

91. দুন উপত্যকা সমতল মেঝে বিশিষ্ট উপত্যকা।

উত্তর – ‘শু’

92. তামিলনাডুতে গ্রীষ্মকালে ‘আম্রবৃষ্টি’ হয়।

উত্তর – ‘অ’

93. গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে মহানদী।

উত্তর – ‘অ’

94. কেরলের জনঘনত্ব ভারতে সর্বাধিক।

উত্তর – ‘অ’

95. দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয়।

উত্তর – ‘শু’

96. ভারতের রেলপথ এশিয়ার মধ্যে বৃহত্তম।

উত্তর – ‘শু’

97. NH-2 জাতীয় সড়কটি কলকাতা এবং মুম্বাইকে জুড়ে দেয়।

উত্তর – ‘অ’

98. তিস্তা নদীর উৎস হল-জেমু হিমবাহ।

উত্তর – ‘শু’

99. কালো কার্পাস মাটিকে মহারাষ্ট্রে বলা রেগুরমাটি।

উত্তর – ‘শু’

100. ভারতের উচ্চতম জলাধারটি হল তেহরি।

উত্তর – ‘শু’

99. অ্যাকাশিয়া অ্যারবিকা একধরনের কাঁটাজাতীয় উদ্ভিদ।

উত্তর – ‘শু’

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

1. মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।

উত্তর – ‘অ’

2. উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব‍্যবস্থাপনা আবশ্যিক।

উত্তর – ‘শু’

3. উপগ্রহচিত্রে লালরঙের রেখা দিয়ে রাস্তা দেখানো হয়।

উত্তর – ‘অ’

4. ‘প্ল্যাটফর্ম’ এমন একটি স্থান যেখানে কৃত্রিম উপগ্রহগুলি রাখা হয়।

উত্তর – ‘শু’

5. উপগ্রহচিত্রে ভৌগোলিক নানা বিষয় দেখতে নানাবিধ প্রতীক ব্যবহৃত হয়।

উত্তর – ‘অ’

6. ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব।

উত্তর – ‘অ’

7. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র বিশাল অঞ্চলের সূক্ষ্ম বিবরণ দিতে সক্ষম।

উত্তর – ‘অ’

8. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র অল্প অলোর অবস্থান চিহ্নিত করতে পারে।

উত্তর – ‘অ’

9. সমস্ত ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল সমান।

উত্তর – ‘অ’

10. উপগ্রহ চিত্রের সাথে বাস্তবের মিল খুব কম হয়।

উত্তর – ‘অ’

11. SPOT হল ইংল্যান্ডের কৃত্রিম উপগ্রহ।

উত্তর – ‘অ’

12. উপগ্রহ মানচিত্র খুব অল্প সময়ে তৈরি করা হয়।

উত্তর – ‘শু’

13. ‘সার্ভে অব ইন্ডিয়ার’ সদর দপ্তরটি দেরাদুনে অবস্থিত।

উত্তর – ‘শু’

14. মেরুকক্ষ পরিভ্রমণকারী উপগ্রহ 800-900 কিমি উপর দিয়ে পরিক্রমণ করে।

উত্তর – ‘শু’

15. উপগ্রহ চিত্র থেকে আপেক্ষিক উচ্চতা বোঝা যায়।

উত্তর – ‘অ’


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল ‘শুদ্ধ ও অশুদ্ধ’ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks - 1]

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse