এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Physical Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন
পরিবেশের জন্য ভাবনা
ক্লোরিন পরমাণু (Cl) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায়-একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।
Cl (active) + O2 → ClO + O2
বায়ুমণ্ডলের কোন্ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?
মেসোস্ফিয়ার স্তরে।
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থিত?
থার্মোস্ফিয়ার।
বায়ুমণ্ডলে উপস্থিত এটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়।
নাইট্রোজেন (N₂)।
কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kJkg-¹ বলতে কী বোঝায়?
1 kg কয়লার দহনে 30,000 kJ তাপ উৎপন্ন হয়।
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
বায়ুশক্তি নিঃশেষিত হবার আশঙ্কা নেই ও এটি দূষণ ছড়ায় না। তাই স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়।
জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
বায়ো ডিজেল, গ্রিন ডিজেল প্রভৃতি।
বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
মিথেন।
বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।
CO₂।
একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
বায়ুশক্তি।
জ্বালানির তাপনমূল্যের একক লেখো।
জ্বালানির তাপনমূল্যের একক হল কিলোজুল/গ্রাম (kJg)।
স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে।
ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
পচনশীল জৈব বস্তুসমূহ থেকে এই বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসের একটি ব্যবহার হল – এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো ও কুটিরশিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?
ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা – ওজোন স্তরের ওজোন গ্যাসের অনু নাইট্রোজেনের অক্সাইড -এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়।
NO + O2 → NO2 + O2
NO2 + O → NO + O
কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানী?
কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কাঠকয়লা ও পেট্রোল হল জিবাশ্ম জ্বালানী।
ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
ভূ-উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা) সঞ্চিত বরফের স্তূপগুলি গলে যাবে এবং সমুদ্রে জলস্ফীতি ঘটবে। ফলে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি সমুদ্রতীরবর্তী দেশের উপকূল ভাগে বিরাট এলাকা জলমগ্ন হয়ে যাবে। সমুদ্রের লবনাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমিগুলি চাষের অনুপযুক্ত হবে, এর পরিণতি হিসেবে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে।
UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
ক্লোরিন গ্যাস।
জীবাশ্ম জ্বালানির দহনে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
কার্বন ডাইঅক্সাইড।
ফায়ারি আইসের রাসায়নিক নাম কি?
মিথেন হাইড্রেট।
দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম উল্লেখ কর।
সৌর শক্তি এবং জোয়ার ভাঁটা শক্তি।
একটি চিরাচরিত, পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তির উৎসের নাম করো।
বায়ুশক্তি।
দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।
সৌরশক্তি ও জোয়ার-ভাটার শক্তি।
ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝে কোন স্তর থাকে?
ওজোনোস্ফিয়ার।
স্ট্র্যাটোপজ কি?
স্ট্যাটোস্ফিয়ারের উর্দ্ধসীমা অঞ্চলে তাপমাত্রা হঠাৎ হ্রাস পেতে থাকে, একে স্ট্র্যাটোপজ বলে।
একটি পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো।
একটি পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির উৎস হল ভূ-তাপ শক্তি।
সৌরবিদ্যুৎ কোশে কোন্ অর্ধপরিবাহী ব্যবহৃত হয়?
সৌরবিদ্যুৎ কোশে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন ব্যবহৃত হয়।
উইন্ডমিলে বায়ুশক্তি থেকে কী উৎপন্ন হয়?
তড়িৎশক্তি।
একটি বায়োফুয়েলের উদাহরণ দাও।
বায়োইথানল।
বায়োইথানল কী থেকে তৈরি করা হয়?
আখের ছিবড়ে বা ভুট্টা থেকে সন্ধান (fermentation) প্রক্রিয়ায় বায়োইথানল তৈরি করা হয়।
বায়োগ্যাস প্ল্যান্টের বিভিন্ন অংশগুলির নাম লেখো।
বায়োগ্যাস প্ল্যান্টের বিভিন্ন অংশগুলির নাম হল – মিশ্রণ আধার, ডাইজেস্টার, গ্যাস আধার ও নিষ্ক্রিয় বর্জ্য আধার।
প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন?
কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায়।
গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ কর।
CO₂, CH, N₂O, H₂O বাষ্প।
ট্রোপোপজ কি?
ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা অঞ্চল।
ওজোন হোল কোথায় অবস্থিত?
অ্যান্টার্কটিকা অঞ্চলে।
প্রাকৃতিক গ্যাস কি?
কিছু গ্যাসের মিশ্রন যার প্রধান উপাদান হল মিথেন, অন্যান্য উপাদান হল ইথেন, বিউটেন প্রভৃতি।
সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র?
সোলার প্যানেল।
LPG এর পুরো কথাটি কি?
লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস।
CBM এর পুরো কথাটি কি?
কোলবেড মিথেন।
CFC এর পুরো কথাটি কি?
ক্লোরোফ্লুরোকার্বন।
ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে?
ডবসন।
ট্রোপোস্ফিয়ারে উচ্চতাভেদে, উষ্ণতার সাধারণত কীরূপ পরিবর্তন হয়?
উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রোপোস্ফিয়ার স্তরের উষ্ণতা ক্রমশ হ্রাস পায়।
বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার অংশে কোন্ কোন্ গ্যাসের প্রাধান্য দেখা যায়?
হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়।
বায়ুপ্রবাহ বলতে কী বোঝ?
উষ্ণতার তারতম্যের জন্য সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য ঘটলে এবং তার ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হলে তাকে বায়ুপ্রবাহ বলে।
গ্যাসের আচরণ
P বনাম \(\frac1V\) লেখচিত্রের প্রকৃতি কি?
মূলবিন্দুগামী সরলরেখা।
পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।
ব্যাস্তানুপাতিক।
কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়?
চার্লসের সূত্র থেকে।
কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন V0; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
আয়তন বৃদ্ধি হবে \(\frac{V_0}{273}\)।
STP তে 1L H₂ গ্যাসে ও 4L CO₂ গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে?
অনুপাত হবে H₂ : CO₂ = 1 : 4
চালর্সের সূত্রের ধ্রুবকগুলি কি কি?
গ্যাসের ভর ও চাপ।
গ্যাসের চাপের S.I. একক কি?
পাস্কাল।
SI পদ্ধতিতে গ্যাসের চাপ -এর একক কী?
SI পদ্ধতিতে গ্যাসের চাপ -এর একক পাস্কাল বা নিউটন/মিটার2।
চার্লসের সূত্রের ‘ধ্রুবকগুলি’ কী কী?
চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো – 1. গ্যাসের ভর ও 2. গ্যাসের চাপ।
চার্লস সূত্র অনুসারে V বনাম লেখচিত্রের প্রকৃতি কী?
মূলবিন্দুগামী সরল রৈখিক।
STP -তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমস্ফিয়ার? [N = 14]
280 গ্রাম।
স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
স্থির চাপে -273°C উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।
\(PV=\frac WMRT\) সমীকরণটিতে M -এর একক কী? (চিহ্নগুলি M প্রচলিত অর্থে ব্যবহাত)
PV = (W/M) RT সমীকরণটিতে M -এর একক হল – g.mol-1
বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো।
বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি হল – \(V\propto\frac1P\) বা, PV = ধ্রুবক।
কোনো গ্যাসের চাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
কোনো গ্যাসের চাপ গ্যাসটির ভর, আয়তন ও উষ্ণতার ওপর নির্ভর করে।
গ্যাসের চাপের জন্য প্রধানত দায়ী কোন্ কারণটি?
অনুগুলির গতিশক্তি।
নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসটির উষ্ণতার ওপর নির্ভর করে।
বাস্তব গ্যাসগুলি কোন্ সমীকরণ মেনে চলে না?
আদর্শ গ্যাস সমীকরণ (PV = nRT)।
কোন ঘটনা গ্যাসের অনুর গতিশক্তির প্রমান দেয়?
গ্যাসের ব্যাপন।
বয়েলের সূত্রের P-V লেখচিত্রটি কোন্ প্রকারের হয়?
সমপরাবৃত্ত।
কঠিন, তরল ও গ্যাস – এই তিন ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি?
কঠিন, তরল ও গ্যাস – এই তিন ধরনের পদার্থের মধ্যে কঠিন পদার্থে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি।
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ওর অণুগুলির গতির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন হতে না দিয়ে গ্যাস অণুগুলির বেগ বাড়লে পাত্রের অভ্যন্তরে গ্যাসের চাপ বৃদ্ধি পায়।
স্থির উষ্ণতায় বন্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে?
উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপ বাড়বে।
পরম উষ্ণতা কী?
পরম স্কেল বা কেলভিন স্কেলে কোনো বস্তুর উচ্চতা পরিমাপ করা হলে সেটাই হল পরম উষ্ণতা।
পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত?
পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য।
চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে কোন্ উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়?
চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273°C উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই কোন্ ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়?
বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই গ্যাসের ভরকে ধ্রুবক ধরা হয়।
বাস্তব গ্যাস ও আদর্শগ্যাসের মধ্যে কোনটির আন্তর আনবিক আকর্ষণ বল উপস্থিত থাকে?
বাস্তব গ্যাসের ক্ষেত্রে।
বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।
বয়েল ও চার্লস সূত্র দুটোতেই গ্যাসের ভরকে ধ্রুবক ধরা হয়।
গ্যাস ভর্তি বেলুনকে উত্তপ্ত করা হলে কি ঘটবে?
গ্যাসের প্রসারনের জন্য বেলুনটি ফেটে যাবে।
কোন্ গ্যাসের অনুগুলি বিন্দুভর হয়?
আদর্শ গ্যাসের।
বয়েলের উষ্ণতা কাকে বলে?
যে উষ্ণতার উপরে কোনো গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
গ্যাসের অণুগুলির গতিশক্তি কখন বৃদ্ধি পায়?
উষ্ণতা বৃদ্ধি করা হলে।
কম চাপে কোন্ গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
H2 গ্যাস।
গ্যাসের ঘনত্ব ও আয়তন কিরূপ সম্পর্ক যুক্ত?
ব্যাস্তানুপাতিক।
এক মোল ইলেকট্রনে কত সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে?
6.022 × 1023 সংখ্যক।
amu কথাটির পুরো অর্থ কি?
পারমানবিক ভর একক (atomic mass unit)।
1 গ্রাম মোল গ্যাসের STP তে আয়তন কত?
22.4 লিটার।
কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত?
273K
তাপ
অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24 × 10-6 °C-1 হলে, SI এককে এর মান কত হবে?
SI এককে এর মান 24 × 10-6 °K-1
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো –
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
সত্য।
হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
হিরে > রূপো > লোহা
আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী?
আয়তন প্রসারণ গুণাঙ্কের একক S.I পদ্ধতিতে – K-1 এবং C.G.S পদ্ধতিতে °C-1
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী?
কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক –
তাপীয় রোধ ∝ 1/তাপ পরিবাহিতা
লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির?
লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হল – ইনভারের।
তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?
তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হল – তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী?
তাপ পরিবাহিতাঙ্কের SI একক – Jm-1s-1k-1
কঠিনের কয়প্রকার প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়?
তিন প্রকার।
কোন্ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রয় শূন্য?
ইনভার।
কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার ও কী কী?
কঠিনের তাপীয় প্রসারণ তিনপ্রকার। যথা – 1. দৈর্ঘ্য প্রসারণ, 2. ক্ষেত্র প্রসারণ ও 3. আয়তন প্রসারণ।
তরলের কি কি প্রকার আয়তন প্রসারন গুণাঙ্ক পাওয়া যায়?
প্রকৃত এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক।
তাপ প্রয়োগে কার্যত প্রসারণ হয় না এমন একটি উদাহরণ দাও।
তাপ প্রয়োগে ইনভারের কার্যত প্রসারণ হয় না, অর্থাৎ প্রসারণ নগণ্য।
একটি গোলাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে?
গোলকের আয়তনের শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে।
একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ বেশি হবে?
উভয় গোলকেরই একই প্রসারণ হবে।
তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?
তরলের প্রসারণ গুণাঙ্ক দু-প্রকার – 1. আপাত প্রসারণ গুণাঙ্ক ও 2. প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে?
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে।
তরলের প্রসারণ গুণাঙ্কের সুক্ষ্ম পরিমাপের জন্য কোন্ উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়?
তরলের প্রসারণ গুণাঙ্কের সুক্ষ্ম পরিমাপের জন্য 0°C উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়।
উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের আয়তন কমতে থাকলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্কের প্রকৃতি কীরূপ হবে?
উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের আয়তন কমতে থাকলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হয়।
পারদ ও কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে কাচের নল দিয়ে পারদ থার্মোমিটার তৈরি করা সম্ভব হত কি?
না, সম্ভব হত না। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে নলে পারদের লেভেল অপরিবর্তিত থাকত।
তাপ পরিবাহিতাঙ্কের অনোন্যকে কি বলে?
তাপীয় রোধাঙ্ক।
তরলের আয়তনের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক কী?
তরলের প্রকৃত প্রসারণ = তরলের আপাত প্রসারণ + পাত্রের প্রসারণ।
তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?
তরলের প্রসারণ গুণাঙ্ক দু-প্রকার – 1. আপাত প্রসারণ গুণাঙ্ক ও 2. প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
আলো
আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?
অপরিবর্তিত থাকবে।
উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
প্রতিবিম্ব 2f -এর বাইরে গঠিত হবে।
উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
উত্তল দর্পণ মোটর গাড়ির ভিউফাইন্ডারে ব্যবহৃত হয়।
অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে যায়?
মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়।
কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব সঠিক হতে পারে কি?
উত্তল দর্পন দ্বারা সর্বদা সদ্ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব গঠিত হয়।
মোটরগাড়ির হেডলাইটে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
মোটরগাড়ির হেড লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে μr, ও μb হলে কোনটির মান বেশি?
নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক (μb) বেশি হয়।
গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়?
কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়।
X-রশ্মির একটি ব্যবহার লেখো।
কেলাসিত পদার্থের গঠন জানার জন্য।
একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন হবে -0°।
একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
একটি প্রিজমের তিনটি আয়তকার তল আছে।
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।
মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রামধনু।
কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়?
হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় অবতল লেন্সের দ্বারা।
প্রকৃতিতে আলোর বিচ্ছুরনের উদাহরণ দাও।
রামধনু সৃষ্টির সময় আলোর বিচ্ছুরন পরিলক্ষিত হয়।
কোন্ বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়?
বেগুনী আলোর জন্য।
একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে বেঁকে যায়। মাধ্যম দুটির মধ্যে কোনটি লঘুতর মাধ্যম?
প্রথম মাধ্যমটি হল লঘুতর মাধ্যম।
একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। কোন্ মাধ্যমটি ঘনতর?
প্রথম মাধ্যমটি হল ঘনতর মাধ্যম।
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।
আলোর প্রতিসরণের সময় কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়?
আপতন কোণ i = 0° বা লম্বভাবে আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়।
প্রতিসরাঙ্কের একক কী?
প্রতিসরাঙ্ক হল এককবিহীন ভৌত রাশি।
দৃশ্যমান কোন্ বর্ণের আলোর ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি?
দৃশ্যমান বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে।
নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় তরঙ্গদৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়।
আয়তাকার কাচের স্ল্যাবে আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মি কি একই সরলরেখায় থাকে।
না, নির্গম রশ্মির পার্শ্বসরণ হয়।
প্রিজমের প্রতিসারক কোণ কোনটি?
প্রিজমের প্রতিসারক তল দুটির মধ্যবর্তী কোণকে প্রিজমের প্রতিসারক কোণ বলা হয়।
একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
একটি প্রিজমের তিনটি আয়তাকার তল আছে।
লেন্স কাকে বলে?
দুটি গোলীয় তল বা একটি গোলীয় ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।
কোনো লেন্সের আলোককেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে?
হ্যাঁ, কোনো লেন্সের আলোককেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে। উদাহরণ – অবতলোত্তল লেন্স উত্তলাবতল লেন্স।
লেন্সের ফোকাস তল কী?
লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্ব ও মুখ্য ফোকাসগামী কাল্পনিক সমতলকে ফোকাস তল বলা হয়।
রোদ-চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?
অবতলোত্তল লেন্স যার দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান।
সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সৎ ও বিবর্ধিত।
লেন্সের বিবর্ধন ক্ষমতা = 1 হলে এর অর্থ কি?
লেন্সের থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব।
গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ (r)ও ফোকাস দূরত্বের (f) সম্পর্কটি কি হয়?
r = 2f
বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় কোন্ লেন্স?
উত্তল লেন্স।
কোনো সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে আপতিত রশ্মি এর নির্গত রশ্মির মধ্যে বিচ্যুতি কোণের মান কত হয়?
0° বিচ্যুতি কোণ।
লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি?
লেন্সের গৌণ ফোকাস বিন্দু অসংখ্য।
প্রিজমের ভূমি কাকে বলে?
প্রিজমের প্রান্তরেখার বিপরীত দিকের আয়তাকার তলকে ভূমি বলে।
চলতড়িৎ
একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে?
3Ω (ohm)
বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়?
‘ফ্লেমিং -এর বামহস্ত নিয়ম’ দ্বারা।
একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
লোহার রোধাঙ্ক তামার থেকে বেশি হওয়ায় তামার তারে প্রবাহমাত্রা লোহার তারের তুলনায় বেশি হবে।
তড়িৎ আদানের SI একক কি?
কুলম্ব বা A.S.
তড়িৎ পরিবাহিতার SI একক কি?
Ohm বা mho.
ফিউজতারের উপাদানগুলি কি কি?
ফিউজ তার টিন (Sn) ও সীসা (Pb) -এর সংকর ধাতু দ্বারা গঠিত।
কিলোওয়াট ঘণ্টা কিসের একক?
তড়িৎশক্তির একক।
কোন্ তড়িৎ যন্ত্র তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে?
বৈদ্যুতিক মোটর।
কোন্ কোন্ প্রকারের তার গৃহবর্তনীতে যুক্ত থাকে?
নিউট্রাল তার, আর্থ তার ও লাইভ তার।
অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
সিলিকন, জার্মেনিয়াম।
একটি পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?
একই বিভব প্রভেদে রাখলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে।
উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কমে।
ডায়নামোতে কোন্ ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে?
যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালোচক্র বিপরীত দিকে ঘুরবে।
1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
1 জুল।
অ্যামমিটার কি কাজে ব্যবহৃত হয়?
বর্তনীর প্রবাহমাত্রা পরিমাপ করতে।
কোন অধাতু তড়িতের সুপরিবাহী?
গ্রাফাইট।
চাপ প্রয়োগে রোধ কমে যায় এমন একটি অধাতুর নাম লেখো।
চাপ প্রয়োগে কার্বনের রোধ কমে যায়।
আপতিত আলোর তীব্রতা বাড়ালে রোধ কমে যায় এমন একটি ধাতুর নাম লেখো।
সেলেনিয়াম ধাতুর ওপর আপতিত আলোর তীব্রতা বাড়ালে রোধ কমে।
তিনটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।
তিনটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ হল – ডায়োড, ট্রায়োড ও ট্রানজিস্টার।
মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়?
পাকসংখ্যা বৃদ্ধি করে, চুম্বকের শক্তি বৃদ্ধি করে বা তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি করে।
গৃহবর্তনীতে কোন্ প্রকার তড়িৎ সংযোগ ব্যবহৃত হয়?
সমান্তরাল সমবায়।
অওহমীয় পরিবাহী বলতে কি বোঝ?
যেসব পরিবাহী ওহমের সূত্র V = IR মেনে চলে না।
দুটি অ ওহমীয় পরিবাহীর নাম লেখ।
দুটি অ ওহমীয় পরিবাহীর নাম – 1. অর্ধপরিবাহী 2. তড়িৎবিশ্লেষ্য পদর্থ
সমান দৈর্ঘ্যের দুটি মোটা সরু তামার তারের মধ্যে কোনটির রোধ বেশি?
সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তামার তারের মধ্যে সরু তারের রোধ বেশি কারণ সরু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মোটা তারের তুলনায় কম।
একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভবপ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?
মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে।
উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য তিনগুণ করা হল। তারের রোধের কি পরিবর্তন হবে?
হ্যাঁ, তারের রোধের পরিবর্তন হবে। উষ্ণতা ও ব্যাস (বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল) স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ, দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তাই এক্ষেত্রে তারের রোধ তিনগুণ হবে।
তড়িতের সুপরিবাহী কাকে বলে?
যেসব পদার্থ সহজে তড়িৎ পরিবহণ করতে পারে তাদের তড়িতের সুপরিবাহী বলা হয়।
তড়িতের সুপরিবাহী এরূপ দুটি ধাতুর নাম লেখো।
তড়িতের সুপরিবাহী দুটি ধাতু হল-লোহা ও তামা।
একটি তড়িৎকোশ বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধে তড়িৎপ্রবাহের অভিমুখ কী?
একটি তড়িৎকোশ বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধে তড়িৎকোশের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে তড়িৎপ্রবাহ হয়।
কোনো তড়িৎকোশ যখন বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকে তখন কোশের অভ্যন্তরে তড়িৎপ্রবাহের অভিমুখ কী?
কোনো তড়িৎকোশ যখন বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকে তখন তড়িৎকোশের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে তড়িৎপ্রবাহ হয়।
কতকগুলি রোধের সাহায্যে বেশি মানের রোধ পেতে রোধগুলিকে কীভাবে যুক্ত করবে শ্রেণি সমবায়ে না সমান্তরাল সমবায়ে?
কতকগুলি রোধের সাহায্যে বেশি মানের রোধ পেতে রোধগুলিকে শ্রেণি সমবায়ে যুক্ত করতে হবে।
দুটি রোধের মান কীরূপ হলে ওদের শ্রেণি বা সমান্তরাল যে-কোনো সমবায়েই প্রতিটি রোধের মধ্যে দিয়ে সমান মানের তড়িৎ প্রবাহিত হবে?
দুটি রোধের মান একই হলে ওদের শ্রেণি বা সমান্তরাল যে-কোনো সমবায়েই প্রতিটি রোধের মধ্যে দিয়ে সমান মানের তড়িৎ প্রবাহিত হবে।
ইলেকট্রিক বাল্ব বায়ুশূন্য করা হয় কেন?
ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটি যাতে জারিত হতে না পারে সেইজন্য ইলেকট্রিক বাল্ব বায়ুশূন্য করা হয়। প্রকৃতপক্ষে ইলেকট্রিক বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করা হয়।
গ্যাসপূর্ণ বাল্ব কী?
কোনো নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাসপূর্ণ বাল্বকে গ্যাসপূর্ণ বাল্ব বলে।
ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলীটি কীসের তৈরি?
ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলীটি Ni, Crও Fe -এর সংকর ধাতু বা নাইক্রোম দ্বারা নির্মিত হয়।
‘কিলোওয়াট ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক?
কিলোওয়াট ঘণ্টা তড়িৎ শক্তির একক।
লাইভ তারের রঙ কি?
নীল বা বেগুনি।
CFL এর পুরো নাম কি?
কম্প্যাক্ট ফুরো সেন্ট ল্যাম্প।
LED এর পুরো নাম কি?
লাইট এমিটিং ডায়োড।
রিওস্ট্যাট কি?
পরিবর্তিত রোধযুক্ত তড়িৎযন্ত্র।
ইলেকট্রিক হিটারের কোন্ তার ব্যবহৃত হয়?
নাইক্রোম।
ইলেকট্রিক ফিউজ কোন্ তারের সাথে যুক্ত থাকে?
লাইভ তারের সাথে।
কোন প্রকার তড়িৎ প্রবাহে বালোচক্রের ঘূর্ণন হয় না?
a.c তড়িৎ প্রবাহে।
লেঞ্জের সূত্রটি কোন্ নীতির উপর প্রতিষ্ঠিত?
শক্তির সংরক্ষন নীতি।
তড়িৎ রোধাঙ্কের SI একক কি?
ওহম-মিটার।
স্থির তড়িৎ আকর্ষণ বল মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল?
তড়িৎ ভেদ্যতা।
B.d.T কথাটির অর্থ কি?
বোর্ড অব্ ট্রেড ইউনিট্।
কোন্ তড়িৎ সমবায়ে প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকে?
শ্রেণি সমবায়ে।
ফিউজ তারের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
গলনাঙ্ক নিম্ন হতে হবে এবং রোধাঙ্ক উচ্চ হতে হবে।
কোন যন্ত্রের সাহায্যে বিভবপ্রভেদ পরিমাপ করা হয়?
ভোল্টমিটারের সাহায্যে বিভবপ্রভেদ পরিমাপ করা হয়।
একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম্ সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো।

একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম্ সূত্র অনুযায়ী I-V লেখচিত্র হবে মূলবিন্দুগামী একটি সরলরেখা।
পরমাণুর নিউক্লিয়াস
নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে।
নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?
উচ্চ উষ্ণতা সৃষ্টি করার জন্য।
পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করা হয়।
শূন্যস্থান পূরণ করো –
γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ___ তরঙ্গ।
γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
নিউক্লিয় বিভাজন বিক্রিয়া।
একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
ইউরেনিয়াম।
নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো।
নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হল – এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়।
নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন্ সূত্রে তা ব্যাখ্যা করে?
নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় যে সূত্র তা হল – E = mc², আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী-যেখানে E = উৎপন্ন শক্তি, m = বস্তুর ভর, c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।
α, β, ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
α, β ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, α < β < γι
কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?
নিউক্লীয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস।
তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে β কণা নির্গত হয়?
তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে ও β কণা নির্গত হয়।
\({}_{92}^{238}U\) থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন 92 হয় তার পারমাণবিক সংখ্যা কত?
\({}_{92}^{238}U\) থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন 92 হয় তার পারমাণবিক সংখ্যা 90।
হাইড্রোজেন বোমায় কোন্ বিক্রিয়া কার্যকর হয়?
নিউক্লিয় সংযোজন।
রেডিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি?
রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে বেশি (প্রায় দশ লক্ষ গুণ)।
তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়?
পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়।
জনক পরমাণু কাকে বলে?
কোনো তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে জনক পরমাণু বলা হয়।
তেজক্রিয়তার ব্যবহারিক একক কি?
কুরি।
তাপীয় নিউট্রন কি?
খুব কম শক্তি সম্পন্ন নিউট্রন।
কোন্ রশ্মির আয়নায়ন ক্ষমতা সবথেকে বেশি?
α রশ্মির।
কোন্ ধাতু তেজস্ক্রিয় রশ্মির থেকে রক্ষা করতে পারে?
ধাতব লেড (Pb)।
দুহিতা পরমাণু কাকে বলে?
কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার পর যে নতুন মৌলের পরমাণু উৎপন্ন হয় তাকে দুহিতা পরমাণু বলা হয়।
তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয়? তাদের নাম লেখো।
তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। এরা হল – আলফ (α) রশ্মি, বিটা (β) রশ্মি ও গামা (γ) রশ্মি।
কোন্ ধরনের নিউক্লীয় ঘটনায় তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভর। সংখ্যা হ্রাস পায়?
তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে α-কণা নিঃসরণের ফলে নিউক্লিয়াসের ভর সংখ্যা হ্রাস পায়।
কোনো মুহূর্তে একটি তেজস্ক্রিয় মৌলের নমুনা থেকে একটি তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হল অথচ কোনো নতুন নিউক্লিয়াস সৃষ্টি হল না। তেজস্ক্রিয় রশ্মিটির স্বরূপ কী?
তেজস্ক্রিয় রশ্মিটি হল γ-রশ্মি। এটি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
জীবকোশের ওপর তেজস্ক্রিয় রশ্মির প্রভাব কী?
জীবকোশের ওপর তেজস্ক্রিয় রশ্মির প্রভাব মারাত্মক। এই রশ্মি জীবকোশকে ধ্বংস করতে পারে।
তেজস্ক্রিয় বিকিরণের ফলে সৃষ্ট একটি জিনঘটিত রোগের উল্লেখ করো।
তেজস্ক্রিয় বিকিরণের ফলে সৃষ্ট একটি জিনঘটিত রোগ হল বিকলাঙ্গতা।
ভরত্রুটি বলতে কি বোঝ?
নিউক্লিয়াসের প্রকৃত ভর ও ভরসংখ্যা পার্থক্য কে ভরত্রুটি বলা হয়।
তাপীয় ইলেকট্রন কাদের বলে?
তাপ প্রয়োগের ফলে ধাতব পৃষ্ঠ থেকে যে সকল ইলেকট্রন নির্গত হয়, তাদের তাপীয় ইলেকট্রন বলে।
তেজস্ক্রিয়তার একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
রেডিয়াম নিঃসৃত বিকিরণের সাহায্যে কয়েক ধরনের ক্যানসারের চিকিৎসা করা হয়।
কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা তৈরি করা হয়?
নিউক্লীয় বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা তৈরি করা হয়।
নিউক্লীয় বিভাজনের একটি ব্যবহার লেখো।
এর পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে নিউক্লীয় বিভাজন ঘটিয়ে উৎপন্ন তাপশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়।
তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণুর কোথায় সংঘটিত হয়?
তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণুর নিউক্লিয়াসে সংঘটিত হয়।
পর্যায় সারণি
F, I, Br Cl -কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মক অনুসারে সাজাও।
F > Cl > Br> I
দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
দীর্ঘ পর্যায় সারণির 17 নং শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান।
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণী/গ্রুপের অন্তর্গত?
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির 1 নং শ্রেণী বা গ্রুপের অন্তর্গত।
কোন নিষ্ক্রিয় গ্যাস দ্বৈত সূত্র মেনে চলে?
He।
3 নং পর্যায়ের মৌলতে কটি ইলেকট্রন কক্ষ থাকে?
3টি।
নিউল্যাক্সের অষ্টক সূত্রটি কোন্ জাতীয় মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
নিউল্যাক্সের অষ্টক সূত্রটি ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কীসের ভিত্তিতে মেন্ডেলিভ পর্যায় সারণিতে মৌলসমূহকে বিন্যস্ত করেছিলেন?
পারমাণবিক ভরের ভিত্তিতে।
মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্ষার ধাতুগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
ক্ষার ধাতুগুলি IA নং শ্রেণিতে অবস্থিত।
মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে?
দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা 6টি মৌল বেশি আছে।
মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল কেন?
মৌলের যোজ্যতা সম্পর্কে ভুল ধারণা থাকায় মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল।
মেন্ডেলিভ যে মৌলটির নাম রেখেছিলেন একা-অ্যালুমিনিয়াম তার বর্তমান নাম কী?
একা-অ্যালুমিনিয়ামের বর্তমান নাম গ্যালিয়াম (Ga)।
মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণির কোন্ শ্রেণিগুলিতে কোনো উপশ্রেণি নেই?
মেন্ডেলিভের সংশোধিত পর্যায়-সারণির শূন্য (0) ও অষ্টম (VIII) শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।
একটি মৌলের নাম লেখো যার ইলেকট্রন আসক্তি শূন্য।
নিয়ন (Ne)।
VIIB শ্রেনির কোন্ মৌলটি ঘরের উষ্ণতায় কঠিন?
I.
সব থেকে তড়িৎ ধনাত্বক ধাতুটির নাম লেখ।
Cs.
চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও।
সালফার (s)
নিকটোজেন কথার অর্থ কি?
শ্বাসরোধকারী।
একা সিলিকন কোন্ মৌলটি?
জার্মেনিয়াম (Ge)।
মুদ্রা ধাতু কারা?
Cu, Ag, Au।
আয়নি ভবন বিভব এর SI একক কি?
KJ/mol
ধাতব ও অধাতব উভয় ধর্মই বর্তমান এমন দুটি মৌলের নাম লেখ?
আর্সেনিক, অ্যান্টিমনি।
অষ্টক সূত্রটি কোন্ বিজ্ঞানী দেন?
নিউল্যান্ড।
ত্রয়ী সূত্রটি কোন্ বিজ্ঞানী দেন?
বিজ্ঞানী ডোবেরিনার।
বিজারণ ধর্ম আছে এমন হ্যালোজেন মৌলের উদাহরণ দাও।
বিজারণ ধর্ম আছে এমন হ্যালোজেন মৌল হল আয়োডিন।
পর্যায়-সারণির কোন্ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান?
চতুর্থ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান (K, Ca প্রভৃতি ধাতু; As ধাতুকল্প; Br অধাতু)।
পর্যায় সারণির কোন্ শ্রেণির মৌলদের চ্যালকোজেন (chalcogen) বলা হয়?
আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 16 নং শ্রেণির মৌলদের চ্যালকোজেন বলে।
‘বিরল মৃত্তিকা’ শ্রেণির মৌলগুলি পর্যায়-সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত?
আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 3 নং শ্রেণিতে অবস্থিত।
20 পরমাণু-ক্রমাঙ্কবিশিষ্ট মৌলটি কী ধরনের মৌল?
মৌলটির ইলেকট্রন-বিন্যাস K(2) L(8) M(8) N(2) হওয়ায় এটি চতুর্থ পর্যায়ের 2 নং শ্রেণির একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
কোন্ পর্যায়ের সবগুলি মৌলই তেজস্ক্রিয়?
সপ্তম পর্যায়ের সব মৌলগুলিই তেজস্ক্রিয়।
আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির শেষ মৌলের পরমাণু-ক্রমাঙ্ক কত?
শেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক হল 118।
আয়নীয় এবং সমযোজী বন্ধন
জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়?
জলের মধ্যে।
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়।
সত্য।
‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H₂O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
H-O-H
হাইড্রাইড আয়নের (H–) ইলেকট্রন বিন্যাস কোন্ মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?
হিলিয়াম (He)।
একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
জল (H₂O)।
ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড -এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না?
ক্লোরোফর্ম।
CaO -তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
CaO -তে তড়িৎ যোজী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান।
সমযোজী তরল ও গ্যাসীয় যৌগের উদাহরণ দাও।
H₂O এবং Cl₂।
নোব্ল্ গ্যাস মৌলগুলির অস্তিত্ব আবিষ্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করো।
বিজ্ঞানী লর্ড র্যালে ও উইলিয়াম র্যামজে।
বিভিন্ন মৌলের পরমাণুগুলির রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের কারণ কী?
নোবল গ্যাস পরমাণুর মতো সুস্থায়ী ইলেকট্রন-বিন্যাস লাভ করার জন্যই বিভিন্ন মৌলের পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়।
লিথিয়াম হাইড্রাইড (LiH) -এর ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়।
তড়িৎযোজী ও সমযোজী বন্ধন একসাথে আছে কোন্ যৌগে?
NaOH.
ইলেকট্রনের বিন্যাস দেখাতে ডট্ চিহ্ন ব্যবহার কোন্ বিজ্ঞানী করেন?
জি. এন. লুইস্।
ফ্লুরিনের নিকটতম নিষ্ক্রিয়গ্যাস কোনটি?
Ne.
কোন্ সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়?
HCl.
নাইট্রোজেন অনুতে কটি ইলেকট্রন জোড় বন্ধনে অংশ নেয়?
3টি।
একটি যৌগের উদাহরণ দাও যার অণুতে দুটি এক-বন্ধন ও একটি দ্বি-বন্ধন আছে।
ফর্মালডিহাইড \(H-\overset{\underset║O}C-H\) -এর অণুতে।
সমযোজী এক-বন্ধনযুক্ত একটি যৌগের উদাহরণ দাও যেটি সাধারণ উষ্ণতায় তরল।
জল হল এমন একটি সমযোজী পদার্থ যা সাধারণ উষ্ণতায় তরল এবং যার অণুতে কেবলমাত্র সমযোজী এক-বন্ধন। বর্তমান।
তড়িৎযোজী যৌগগুলি কোন প্রকার দ্রাবকে দ্রবীভূত হয়?
পোলার বা ধ্রুবীয় দ্রাবকে।
একটি গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগের উদাহরণ দাও যার অণুতে কেবলমাত্র সমযোজী এক-বন্ধন আছে।
মিথেন (CH4) একটি গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগ যার অণুতে কেবলমাত্র সমযোজী এক-বন্ধন আছে।
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।

হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম –
N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (N -এর পারমাণবিক সংখ্যা 7)
N2 অণুর লুইস ডট চিত্র –
F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (F = 9)

F2 অণুর লুইস ডট চিত্র –
তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া
জলের তড়িৎবিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে?
অ্যানোড তড়িৎদ্বারে।
তড়িৎবিশ্লেষণের সময় AC আর DC -এর মধ্যে কোন্ন্টি ব্যবহৃত হয়?
‘DC’।
HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?
HCl গ্যাস জলীয় দ্রবণে ‘এ ও স্ক্রু’ আয়নে বিয়োজিত হয়। উৎপন্ন এই আয়নগুলি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।
তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন্ তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়?
ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়।
রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদদ্বিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়?
পটাশিয়াম অরোসায়ানাইডের (K[Au(CN)2]) এর জলীয় দ্রবণ।
শূন্যস্থান পূরণ করো –
তড়িদবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ___।
তড়িদবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন।
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
Al3+ + 3e → AI (বিজারন)
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো।
অ্যালুমিনিয়াম।
পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?
সিলভার।
তড়িৎবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?
তড়িৎশক্তি।
তড়িৎবিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
তড়িৎবিশ্লেষণে DC তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়।
প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।
2H+ + 2e → H2
পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়?
পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় – পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2]।
তামার চামচের ওপর রূপার তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?
তামার চামচের ওপর রাপার তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।
একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য।
অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য।
তড়িৎবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়?
তড়িৎবিশ্লেষণের সময় কোষের ঋনাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়।
বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?
বিশুদ্ধ জল অত্যন্ত মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ। সাধারণভাবে বিশুদ্ধ জলের নগন্য সংখ্যক অণু বিয়োজিত হয়ে অল্প সংখ্যক H3O + OH– আয়ন উৎপন্ন করে। কিন্তু জলে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বহুগুন বৃদ্ধি পায়। দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই জলের তড়িৎ পরিবহণ ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় বেশি হয়।
কোনো তড়িৎবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় সংশ্লিষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নগুলি দ্রবণে তড়িতের বাহক হয়।
Cu-তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
Cu-তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে বিশুদ্ধ Cu আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়।
অ্যানোডে কি আয়ন মুক্ত হয়?
অ্যানায়ন।
ব্রাশের উপর সিলভারের প্রলেপ দিতে অ্যানোডে কি ব্যবহৃত হয়?
সিলভার (Ag)।
একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও, যা তড়িৎ পরিবহণ করে না।
ব্রোমিন (Br) হল এমন একটি তরল মৌলিক পদার্থ যা তড়িৎ পরিবহণ করে না।
NaCl ও HCl এর মধ্যে বিশুদ্ধ অবস্থায় কোল্টি তড়িৎ বিশ্লেষ্য নয়?
HCl.
Pt তড়িৎদ্বারের উপস্থিতিতে অ্যাসিড যুক্ত জলের তড়িৎবিশ্লেষনের ক্যাথোড বিক্রিয়াটি লেখ।
H+ + e– = H, H + H = H2
তড়িৎবিশ্লেষনের সময় তড়িৎ শক্তি কোন্ শক্তিতে পরিণত হয়?
রাসায়নিক শক্তি।
একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও।
কোনো দ্রাবকের ডাই-ইলেকট্রিক ধ্রুবক কাকে বলে?
তড়িদবিশ্লেষ্য পদার্থের অণুকে আয়নে পরিণত করার শক্তিকে দ্রাবকের ডাই-ইলেকট্রিক ধ্রুবক বলে।
ব্রাশের উপর সোনার প্রলেপ দিতে কোন্ তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?
পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2]।
দুটি তীব্র তড়িৎবিশ্লেষ্যের নাম লেখ।
NaOH, H₂SO₄.
তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে?
তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে।
তড়িৎবিশ্লেষনের জন্য তড়িৎবিশ্লেষ্যকে কোন্ অবস্থায় নিতে হয়?
গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়।
Hg ইলেকট্রোডের মাধ্যমে লঘু NaCl এর তড়িৎবিশ্লেষনে ক্যাথোডে কি উৎপন্ন হয়?
সোডিয়াম অ্যামালগাম।
দুটি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
NH4OH, CH3COOH.
একটি জৈব পদার্থের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।
অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।
কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কি ব্যবহৃত হয়?
অবিশুদ্ধ কপার।
পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন
অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।
ইউরিয়া [CO(NH2)2]।
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
সিলভার সালফাইড (Ag₂S)।
N₂ -এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো।
N₂ অণুতে দুটি N পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন থাকে, যাকে বিচ্ছিন্ন করতে আনেক শক্তি প্রয়োজন। তাই N₂ নিষ্ক্রিয় প্রকৃতির।
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী?
অ্যামোনিয়া (NH3)।
বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন্ যৌগ উৎপন্ন হয়?
নাইট্রিক অক্সাইড (NO)।
উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রঙ উৎপন্ন হয়?
নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙ -এর অধঃক্ষেপ উৎপন্ন হয়।
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত Ag₂S।
অ্যালুমিনিয়ম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল – Al(OH)3।
তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো।
রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজে হিমায়করূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়।
নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?
নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়।
লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S-গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
লেড নাইট্রেটের জলীয় দ্রবণে গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল – PbS।
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়?
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায়।
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে AlCl3 যোগ করা হলে কিসের অধঃক্ষেপ উৎপন্ন হবে?
Al(OH)3.
মেরুদণ্ডী প্রাণীর মুত্রে থাকা কোন্ উপাদানের বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়?
ইউরিয়ার বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়।
অ্যামোনিয়া-ঘাটত খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় না কেন?
অ্যামোনিয়া-ঘাটত খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় না কারণ অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম লবণগুলি জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়।
নাইট্রোলিম্ কি?
নাইট্রোজেন ঘটিত সার।
অ্যামোনিয়া থেকে কোন্ সার তৈরী হয়?
অ্যামোনিয়াম ফসফেট (NH4)2PO4.
প্রোডিউসার গ্যাস কি?
CO এবং N2 এর মিশ্রণ।
নেসলার বিকারক কি?
K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ।
ওলিয়াম কি?
পাইরোসালফিউরিক অ্যাসিড। (H2S2O7)
ধাতুবিদ্যা
মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয়?
ইউরিয়া।
C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো।
ডাইমিথাইল ইথার (CH3-O-CH3) এবং ইথাইল অ্যালকোহল (CH3-CH2-OH)।
উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো।
উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম হল – ম্যাগনেসিয়াম নাইট্রাইড (Mg3N2)।
বোকা সোনা (Fool’s gold) কোনটি?
CuFeS₂
ব্রোঞ্জ ও ব্রাশ তৈরীতে তামার সাথে কি মেশানো হয়?
জিঙ্ক (Zn).
স্বতঃ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন হয় কোন্ ধাতু?
তামা (Cu).
গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয়?
Mg.
কোন্ ধরনের আকরিকের ক্যালসিনেশন করা হয়?
সালফাইড আকরিকের।
স্টেইন লেস্ স্টিলের উপাদানগুলি উল্লেখ কর।
আয়রন (73%), ক্রোমিয়াম (18%), নিকেল (8%)।
কোন্ কোন্ প্রাকৃতিক খনিজের মধ্যে ম্যাগনেশিয়াম আছে?
ম্যাগনেসাইট (MgCO3), ডলোমাইট (CaCO3, MgCO3)।
কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি ব্রোঞ্জ আছে?
কপার (Cu)।
মরিচা কি?
লোহার বস্তুর উপর লালচে বাদামী বর্ণের Fe₂O₃, H₂O এর রাসায়নিক আস্তরণ।
রট আয়রন, স্টিল ওস্কাস্ট আয়রনকে কার্বনের উপস্থিতির পরিমান অনুযায়ী সাজাও।
রট আয়রন < স্টিল < কাস্ট আয়রন।
থার্মিট পদ্ধতিতে কোন ধাতু বিজারক হিসাবে ব্যবহৃত হয়?
অ্যালুমিনিয়াম।
রট আয়রনে কার্বনের পরিমাণ কত?
রট আয়রনে কার্বনের পরিমাণ 0.1-0.15%।
ক্যালোরিমিটার প্রস্তুতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয় ও কেন?
তাপের সুপরিবাহী হওয়ায় ক্যালোরিমিটার প্রস্তুতিতে কপার ধাতু ব্যবহৃত হয়।
স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কী কী?
স্টেনলেস স্টিলের প্রধান উপাদানগুলি হল আয়রন (73%), ক্রোমিয়াম (18%), নিকেল (8%) এবং সামান্য পরিমাণ কার্বন।
অ্যালুমিনিয়ামের দুটি সংকর ধাতুর নাম লেখো।
ম্যাগনেলিয়াম এবং ডুরালুমিন।
Al -এর আকরিক নয় এমন একটি খনিজ পদার্থের নাম লেখো।
চায়না-ক্লে (Al2O3. 2SiO2.2H2O)।
ক্যালামাইন কোন ধাতুর আকরিক?
ক্যালামাইন (ZnCO3) জিংক ধাতুর আকরিক।
লোহার খনিজ কিন্তু আকরিক নয় এমন একটি পদার্থের নাম ও সংকেত লেখো।
আয়রন পাইরাইট্স্ (FeS2)।
জিংকের একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
জিংকের একটি আকরিক হল জিংক ব্লেন্ড (ZnS)।
একটি মুদ্রা ধাতুর উদাহরণ দাও।
তামা (Cu)I
ফ্লুরাইডরূপে প্রাপ্ত একটি অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো।
ক্রায়োলাইট [AIF3. 3NaF]।
প্রেশার কুকার তৈরিতে যে ধাতু-সংকর ব্যবহৃত হয় তার নাম লেখো।
প্রেশার কুকার তৈরিতে ডুরালুমিন ধাতু-সংকরটি ব্যবহৃত হয়।
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো।
সোনা বা গোল্ড (Au) -কে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়।
‘Fool’s Gold’ কাকে বলে?
আয়রন পাইরাইট্সকে (FeS) ‘Fool’s Gold’ বলে কারণ এটি দেখতে অনেকটা সোনার মতো।
গলিত NaCl দ্রবণের তড়িৎ-বিজারণে ক্যাথোডে ও অ্যানোডে কী উৎপন্ন হয়?
ক্যাথোডে Na ধাতু ও অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হয়।
জৈব রসায়ন
LPG -এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।
বিউটেন (CH3-CH2-CH2-CH3)।
1.1.2.2 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো।
CH₂CH = CH₂ -এর IUPAC নাম লেখো।
প্রোপিন।
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে?
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা একটি কাল্পনিক যুগ্ম চতুস্তলকের চারটি শীর্ষ বিন্দুর দিকে প্রসারিত থাকে ও কার্বন ঐ কাল্পনিক চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে।
ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো।
পেন্ট ও বার্নিশের দ্রাবকরূপে ব্যবহৃত হয়।
ইউরিয়ার একটি ব্যবহার লেখো।
কৃষিকাজে সার হিসাবে ব্যবহার করা হয়।
প্রপানোন (Propanone) -এর গঠন সংকেত লেখো।
ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কী?
ইউরিয়া।
একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
স্টার্চ।
মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান কত?
মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান হল – 109°28′।
CH3CH2COOH -এর IUPAC নাম লেখো।
CH3CH2COOH -এর IUPAC নাম হল – প্রোপানোয়িক অ্যাসিড।
CNG -র শিল্প উৎস কী?
CNG -এর শিল্প উৎস হল – প্রাকৃতিক গ্যাস/পেট্রোলিয়াম খনি/কয়লা খনি।
CH3CH2CHO -এর IUPAC নাম হল-প্রোপান্যাল।
CH3CH2CHO -এর IUPAC নাম হল-প্রোপান্যাল।
CH2CH2CH3CH -এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনসংকেত লেখো।
পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) -এর একটি ব্যবহার উল্লেখ করো।
বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসাবে ব্যবহার করা হয়।
‘ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামোনিয়া, অপরটি কী?
অপরটি হল – কার্বন ডাই অক্সাইড।
পলি (ভিনাইল ক্লোরাইড) -এর একটি ব্যবহার উল্লেখ করো।
পলি (ভিনাইল ক্লোরাইড) -এর একটি ব্যবহার হল – বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
CH3CH2CH2OH -এর IUPAC নাম লেখো।
CH3CH2CH2OH -এর IUPAC নাম হল – প্রোপান -1-অল।
CH3CH2OH -এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো।
CH3CH2OH -এর একটি সমাবয়বের গঠন সংকেত হল – CH3-O-CH3 (ডাইমিথাইল ইথার)।
সরলতম অ্যালকিনের নাম কী?
ইথিলিন।
সরলতম অ্যালকাইনটিতে কার্বন পরমাণুর সংখ্যা কত?
সরলতম অ্যালকাইন C₂H₂ -তে কার্বন পরমাণুর সংখ্যা 2।
অ্যাসিটিলিন কী ধরনের হাইড্রোকার্বন?
অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
অ্যালকিন যৌগে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যার অনুপাত কত?
1 : 2।
মিথেন অণুর জ্যামিতিক আকার কীরূপ?
নন স্টিকের বাসন পত্র তৈরীতে ব্যবহৃত হয়।
প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত লেখ।
CH₂CH₂COOH.
কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয়?
ইথিলিন।
বাড়ির বাসনপত্রের ভিতরের কালো আস্তরনটি কিসের?
পলিট্রেট্রাফ্লুরো ইথিলিন (PTFE)।
ইথিলিন থেকে ইথেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখ।
টেফলনের মনোমারের নাম লেখ।
ট্রেটা ফ্লুরো ইথিলিন (F₂C = CF₂).
-O- গ্রুপ যুক্ত যৌগের নাম কি?
ইথার।
কার্বক্সিলিক অ্যাসিডের সমগনীয় শ্রেণির প্রথম সদস্যটি কে?
ফরমিক অ্যাসিড (HCOOH).
ইথিলিনের সাথে ব্রোমিনের যুত বিক্রিয়ায় কি উৎপন্ন হবে?
ডাই ব্রোমোইথেন (BrH₂C-CH₂Br).
মিথেন অণুর জ্যামিতিক আকার কীরূপ?
মিথেন অণুর জ্যামিতিক আকার সমচতুস্তলকীয়।
C2H4 অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে কয়টি সমযোজী বন্ধন গঠন করেছে?
2টি।
ইথিলিন অণুতে বন্ধন-কোণের মান কত?
ইথিলিন অণুতে বন্ধন-কোণের মান 120°।
কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও।
কার্বনবিহীন একটি কার্যকরী মূলক হল হাইড্রক্সিল (-OH)।
সরলতম অ্যালকিন যৌগটির সংকেত লেখ।
C2H4
-COOH গ্রুপযুক্ত যৌগের শ্রেণিগত নাম কী?
কার্বক্সিলিক অ্যাসিড।
একটি জীবজ অণুর উদাহরণ দাও।
গ্লুকোজ।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন