নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – শ্বসন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘শ্বসন’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-শ্বসন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

যে প্রক্রিয়ায় বায়ুজীবী জীব O₂ গ্রহণ করে ও CO₂ বর্জন করে সেটি হল –

  1. সালোকসংশ্লেষ
  2. শ্বসন
  3. শোষণ
  4. জনন

উত্তর – 2. শ্বসন

কোশের প্রধান শ্বসনবস্তুটি হল –

  1. গ্লুকোজ
  2. অ্যামিনো অ্যাসিড
  3. প্রোটিন
  4. গ্লিসারল

উত্তর – 1. গ্লুকোজ

শ্বসন কোন্ জাতীয় বিপাক? –

  • উপচিতি
  • অপচিতি
  • উপচিতি ও অপচিতি
  • কোনোটিই নয়

উত্তর – 2. অপচিতি

শ্বসনে কোন্ গ্যাসটি গৃহীত হয়? –

  1. CO₂
  2. SO₂
  3. NO₂
  4. O₂

উত্তর – 4. O₂

কোনটি শ্বসনের বৈশিষ্ট্য? –

  1. অনিয়ন্ত্রিত জারণ
  2. অক্সিজেনের উপস্থিতি ছাড়া সম্পন্ন হয় না
  3. ATP ও তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না
  4. ATP উৎপন্ন হয় না

উত্তর – 3. ATP ও তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না

কোশের শক্তিঘর কোনটি? –

  1. প্লাস্টিড
  2. মাইটোকনড্রিয়া
  3. লাইসোজোম
  4. রাইবোজোম

উত্তর – 2. মাইটোকনড্রিয়া

জীবের শ্বসন ক্রিয়ায় কোন্ গ্যাসটি নির্গত হয়? –

  1. NO₂
  2. SO₂
  3. CO₂
  4. O₂

উত্তর – 3. CO₂

শ্বাসমূল দেখা যায় যে উদ্ভিদে –

  1. হ্যালোফাইট
  2. জোরোফাইট
  3. হাইড্রোফাইট
  4. লিথোফাইট

উত্তর – 1. হ্যালোফাইট

কোনটি উদ্ভিদের শ্বাসঅঙ্গ নয়? –

  1. লেন্টিসেল
  2. পত্ররন্ধ্র
  3. জলরন্ধ্র
  4. শ্বাসমূল

উত্তর – 3. জলরন্ধ্র

কোন্ প্রাণীটি দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায়? –

  1. অ্যামিবা
  2. আরশোলা
  3. শামুক
  4. ব্যাঙাচি

উত্তর – 1. অ্যামিবা

কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ ভেজা দেহত্বক? –

  1. আরশোলা
  2. কেঁচো
  3. কেঁচো ও শীতঘুমের সময় ব্যাং
  4. মানুষ

উত্তর – 3. কেঁচো ও শীতঘুমের সময় ব্যাং

জলজ পরিবেশে উপযুক্ত শ্বাসঅঙ্গটি হল –

  1. ফুসফুস
  2. ভেজা ত্বক
  3. ফুলকা
  4. অতিরিক্ত শ্বাসঅঙ্গ

উত্তর – 3. ফুলকা

কোনটি ফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গের শ্বাসঅঙ্গ? –

  1. শ্বাসছিদ্র
  2. শ্বাসনালী
  3. শ্বাসছিদ্র ও শ্বাসনালী
  4. ফুসফুস

উত্তর – 3. শ্বাসছিদ্র ও শ্বাসনালী

প্রদত্ত যে জোড়টি সঠিক তা স্থির করো –

  1. রুইমাছ – অতিরিক্ত শ্বাসঅঙ্গ
  2. মশা – দেহতল
  3. টিকটিকি – ফুসফুস 
  4. অ্যামিবা – ট্রাকিয়া

উত্তর – 3. টিকটিকি – ফুসফুস

মানুষের শ্বাসঅঙ্গ হল –

  1. ফুলকা
  2. ফুসফুস
  3. ভেজা ত্বক
  4. অতিরিক্ত বায়ুথলি

উত্তর – 2. ফুসফুস

মানব শ্বাসতন্ত্রের কোন্ অংশে গ্যাসীয় বিনিময় ঘটে? –

  1. শ্বাসনালী
  2. ব্রঙ্কিওল
  3. প্লুরা
  4. বায়ুথলি

উত্তর – 4. বায়ুথলি

প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি? –

  1. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংক্স → ফ্যারিংক্স → ট্রাকিয়া → ব্রংকিওল → ব্রংকাই→ ফুসফুস
  2. নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংক্স → ল্যারিংক্স → ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস
  3. নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংক্স → ল্যারিংক্স → ব্রংকিওল → ট্রাকিয়া → ব্রংকাই → ফুসফুস
  4. নাসারন্ধ্র → মুখবিবর → ল্যারিংক্স → ফ্যারিংক্স → ব্রংকাই → ট্রাকিয়া → ব্রংকিওল → ফুসফুস

উত্তর – 2. নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংক্স → ল্যারিংক্স → ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস

ফুসফুসের গঠনগত একক কী? –

  1. প্লুরা
  2. ব্রংকাস
  3. অ্যালভিওলাস
  4. ফুলকা

উত্তর – 1. প্লুরা

শ্বাসপেশিটি হল –

  1. ট্রাইসেপস্বা
  2. ইসেপস্
  3. ইন্টারকস্টাল পেশি
  4. মায়োকার্ডিয়াম

উত্তর – 3. ইন্টারকস্টাল পেশি

ডায়াফ্রাম সংকুচিত হলে –

  1. প্লুরা গহ্বরের চাপ কমে
  2. অ্যালভিওলাই সংকুচিত হয়
  3. উদর গহ্বর প্রসারিত হয়
  4. শ্বাসকার্য বন্ধ হয়ে যায়

উত্তর – 1. প্লুরা গহ্বরের চাপ কমে

ল্যারিংক্সের তরুণাস্থি নির্মিত ঢাকনাকে বলে –

  1. গলবিল
  2. এপিগ্লটিস
  3. ফ্যারিংক্স
  4. ল্যারিংক্স

উত্তর – 2. এপিগ্লটিস

অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি মাছ হল –

  1. কই মাছ
  2. রুই মাছ
  3. সিলভার কার্প
  4. আমেরিকান রুই

উত্তর – 1. কই মাছ

কই মাছের অতিরিক্ত শ্বাসঅঙ্গের নাম –

  1. শ্বাসনল
  2. শ্বাসবৃক্ষ
  3. শ্বাসমূল
  4. শ্বাসফুল

উত্তর – 4. শ্বাসফুল

নলাকার অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায় –

  1. শিঙি মাছে
  2. মাগুর মাছে
  3. কই মাছে
  4. রুই মাছে

উত্তর – 1. শিঙি মাছে

পুস্তক ফুসফুস বা বুক-লাং কার শ্বসন অঙ্গ? –

  1. কেঁচো
  2. মশা
  3. কাঁকড়াবিছা
  4. কাঁকড়া

উত্তর – 3. কাঁকড়াবিছা

আরশোলার শ্বাসঅঙ্গ হল –

  1. ফুলকা
  2. ফুসফুস
  3. ত্বক
  4. ট্রাকিয়া

উত্তর – 4. ট্রাকিয়া

পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কটি? –

  1. 8টি
  2. 10টি
  3. 12টি
  4. 10 জোড়া

উত্তর – 4. 10 জোড়া

ধূমপান থেকে কোন্ রোগ হয়? –

  1. উদরাময়
  2. যকৃৎ প্রদাহ
  3. লাং ক্যানসার
  4. আর্থ্রাইটিস

উত্তর – 3. লাং ক্যানসার

কোন্ প্রকার শ্বসনে বেশি পরিমাণে শক্তির মুক্তি ঘটে? –

  1. সবাত শ্বসন
  2. অবাত শ্বসন
  3. শ্বাসকার্য
  4. কোনোটিই নয়

উত্তর – 1. সবাত শ্বসন

কোন্ প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়? –

  1. সবাত শ্বসন
  2. অবাত শ্বসন
  3. কোহল সন্ধান
  4. ল্যাকটিক অ্যাসিড সন্ধান

উত্তর – 1. সবাত শ্বসন

সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ জারণে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তা হল –

  1. 28 kcal
  2. 160 kcal
  3. 274 kcal
  4. 686 kcal 

উত্তর – 4. 686 kcal 

সবাত শ্বসনে ATP উৎপন্ন হয় –

  1. 30 অণু
  2. 32 অণু
  3. 36 অণু
  4. 38 অণু

উত্তর – 4. 38 অণু

RBC-তে সবাত শ্বসন ঘটে না কারণ –

  1. বেশি শক্তির প্রয়োজন হয় না
  2. মাইটোকনড্রিয়া অনুপস্থিত
  3. প্লাস্টিড থাকে না
  4. নিউক্লিয়াস অনুপস্থিত

উত্তর – 2. মাইটোকনড্রিয়া অনুপস্থিত

সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায় কোনটি? –

  1. ক্রেবস চক্র
  2. প্রান্তীয় শ্বসন
  3. গ্লাইকোলাইসিস
  4. সাইট্রিক অ্যাসিড চক্র

উত্তর – 3. গ্লাইকোলাইসিস

কোন্ প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? –

  1. গ্লাইকোলাইসিস
  2. ক্রেবস চক্র
  3. TCA চক্র
  4. প্রান্তীয় শ্বসন

উত্তর – 1. গ্লাইকোলাইসিস

গ্লাইকোলাইসিসের অপর নাম –

  1. ক্রেবস চক্র
  2. সাইট্রিক অ্যাসিড চক্র
  3. PMP পথ
  4. EMP পথ

উত্তর – 4. EMP পথ

শ্বসনের প্রথম পর্যায়টি হল –

  1. TCA চক্র
  2. CMP চক্র
  3. EMP পথ
  4. কেলভিন চক্র

উত্তর – 3. EMP পথ

গ্লাইকোলাইসিস ঘটে কোশের –

  1. সাইটোপ্লাজমে
  2. মাইটোকনড্রিয়াতে
  3. গলগি বস্তুতে 
  4. রাইবোজোমে

উত্তর – 1. সাইটোপ্লাজমে

গ্লাইকোলাইসিস-এ ATP ব্যয়িত হয় –

  1. এক অণু
  2. দুই অণু
  3. চার অণু
  4. আট অণু

উত্তর – 2. দুই অণু

ক্রেবস চক্র ঘটে মাইটোকনড্রিয়ার –

  1. ক্রিস্টিতে
  2. ধাত্রে
  3. বহিঃপ্রকোষ্ঠে
  4. বহিঃপর্দায়

উত্তর – 2. ধাত্রে

যে কোশীয় প্রক্রিয়ায় সর্বোচ্চ ATP উৎপাদিত হয়, তা হল –

  1. গ্লাইকোলাইসিস
  2. ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন
  3. ক্রেবস চক্র
  4. সন্ধান

উত্তর – 3. ক্রেবস চক্র

ক্রেবস চক্রের অপর নাম –

  1. PMP পথ
  2. TCA চক্র
  3. EMP পথ
  4. ETS চক্র

উত্তর – 2. TCA চক্র

সাইট্রিক অ্যাসিড চক্র কী নামে পরিচিত? –

  1. গ্লাইকোলাইসিস
  2. পাইরুভিক অ্যাসিডের জারণ
  3. ক্রেবস চক্র
  4. প্রান্তীয় শ্বসন

উত্তর – 3. ক্রেবস চক্র

সবাত শ্বসনে TCA চক্রের আগে ঘটে –

  1. ক্রেবস চক্র
  2. প্রান্তীয় শ্বসন
  3. গ্লাইকোলাইসিস
  4. কেলভিন চক্র

উত্তর – 3. গ্লাইকোলাইসিস

অবাত শ্বসন ঘটে –

  1. নার্ভকোশে
  2. যকৃৎকোশে
  3. পেশিকোশে
  4. জনন কোশে

উত্তর – 3. পেশিকোশে

কোন্ প্রাণীটির অবাত শ্বসন দেখা যায়? –

  1. ফড়িং
  2. মাছ
  3. কেঁচো
  4. গোলকৃমি

উত্তর – 4. গোলকৃমি

অবাত শ্বসনের সংঘটনস্থল হল –

  1. মাইটোকনড্রিয়া
  2. সাইটোপ্লাজম
  3. প্লাস্টিড
  4. সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়া

উত্তর – 2. সাইটোপ্লাজম

ঐচ্ছিক পেশিকোশে অবাত শ্বসনের ফলে কোনটি উৎপন্ন হয়? –

  1. পাইরুভিক অ্যাসিড
  2. ল্যাকটিক অ্যাসিড
  3. সাইট্রিক অ্যাসিড
  4. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

উত্তর – 2. ল্যাকটিক অ্যাসিড

ইস্ট -এর সাহায্যে কোনটি সংঘটিত হয়? –

  1. কোহল সন্ধান
  2. ল্যাকটিক অ্যাসিড সন্ধান
  3. সবাত শ্বসন
  4. বিউটারিক অ্যাসিড সন্ধান

উত্তর – 1. কোহল সন্ধান

কোন্ কোশীয় শ্বসন পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হল দই? –

  1. সবাত শ্বসন
  2. অবাত শ্বসন
  3. কোহল সন্ধান
  4. ল্যাকটিক অ্যাসিড সন্ধান

উত্তর – 4. ল্যাকটিক অ্যাসিড সন্ধান

কোন্ উৎসেচকটি কোহল সন্ধানে সাহায্য করে? –

  1. ল্যাকটেজ
  2. অ্যামাইলেজ
  3. জাইমেজ
  4. লাইপেজ

উত্তর – 3. জাইমেজ

প্রান্তীয় শ্বসন ঘটে –

  1. সাইটোপ্লাজমে
  2. মাইটোকনড্রিয়ার ধাত্রে
  3. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দায়
  4. সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়ায়

উত্তর – 3. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দায়

ETS দেখা যায় –

  1. ক্লোরোপ্লাস্টে
  2. নিউক্লিয়াসে
  3. মাইটোকনড্রিয়ার অক্সিজোমে
  4. মাইটোকনড্রিয়ায়

উত্তর – 3. মাইটোকনড্রিয়ার অক্সিজোমে

সালোকসংশ্লেষ ও শ্বসনহার প্রায় সমান হয় –

  1. রাত্রিবেলা 
  2. দুপুরবেলা
  3. ভোর ও গোধূলি
  4. সব সময়

উত্তর – 3. ভোর ও গোধূলি

শূন্যস্থান পূরণ করো

গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদে পত্ররন্ধ্র ও ___ গ্যাসীয় আদানপ্রদানে অংশগ্রহণ করে।

উত্তর – গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদে পত্ররন্ধ্র ও লেন্টিসেল গ্যাসীয় আদানপ্রদানে অংশগ্রহণ করে।

উদ্ভিদদেহে পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি ___ দ্বারা বেষ্টিত থাকে।

উত্তর – উদ্ভিদদেহে পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোশ দ্বারা বেষ্টিত থাকে।

ফুসফুসের দ্বিস্তরীয় আবরণীকে বলা হয় ___।

উত্তর – ফুসফুসের দ্বিস্তরীয় আবরণীকে বলা হয় প্লুরা

ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হল ___।

উত্তর – ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হল বায়ুথলি

ফুসফুসের ___ অংশে শ্বাসবায়ুর বিনিময় ঘটে।

উত্তর – ফুসফুসের অ্যালভিওলাই অংশে শ্বাসবায়ুর বিনিময় ঘটে।

মানুষের উভয় ফুসফুসে বায়ুথলির সংখ্যা প্রায় ___।

উত্তর – মানুষের উভয় ফুসফুসে বায়ুথলির সংখ্যা প্রায় 70 কোটি

নিশ্বাস প্রক্রিয়ায় ___ গ্যাস নির্গত হয়।

উত্তর – নিশ্বাস প্রক্রিয়ায় CO2 গ্যাস নির্গত হয়।

শ্বাসনালী ও খাদ্যনালীর সাধারণ প্রকোষ্ঠটি হল ___।

উত্তর – শ্বাসনালী ও খাদ্যনালীর সাধারণ প্রকোষ্ঠটি হল গলবিল। 

মানুষের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ___ নামক শ্বাসপেশি বর্তমান।

উত্তর – মানুষের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা নামক শ্বাসপেশি বর্তমান।

পতঙ্গের রক্তে কোনো ___ থাকে না।

উত্তর – পতঙ্গের রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না।

চিংড়ির শ্বাসঅঙ্গ হল ___।

উত্তর – চিংড়ির শ্বাসঅঙ্গ হল বুকগিল

অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম হল ___।

উত্তর – অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম হল শিঙি মাছ। 

গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজের ___ জারণ ঘটে।

উত্তর – গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে।

ক্রেবস চক্রে গ্লুকোজের ___ জারণ ঘটে।

উত্তর – ক্রেবস চক্রে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে।

ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম 6 কার্বনযুক্ত জৈব যৌগটি হল ___।

উত্তর – ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম 6 কার্বনযুক্ত জৈব যৌগটি হল সাইট্রিক অ্যাসিড

সাইট্রিক অ্যাসিডে ___ কার্বক্সিল গ্রুপ থাকে।

উত্তর – সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল গ্রুপ থাকে।

অবাত শ্বসনে গ্লুকোজের ___ জারণ ঘটে।

উত্তর – অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে।

কোহল সন্ধানে ___ -এর কোশে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়।

উত্তর – কোহল সন্ধানে ইস্ট -এর কোশে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়।

সন্ধান একপ্রকার ___ শ্বসন।

উত্তর – সন্ধান একপ্রকারঅবাত শ্বসন

___ ব্যাকটেরিয়া দুধের সন্ধান ঘটিয়ে দই উৎপন্ন করে।

উত্তর – ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের সন্ধান ঘটিয়ে দই উৎপন্ন করে।

শ্বসন একপ্রকার ___ দহন।

উত্তর – শ্বসন একপ্রকার নিয়ন্ত্রিত দহন।

ঠিক বা ভুল নির্বাচন করো

শ্বসন একপ্রকার জারণমূলক ও অপচিতি প্রক্রিয়া।

উত্তর – ঠিক [✓]

অ্যামিবা, প্যারামেসিয়াম প্রভৃতি প্রোটোজোয়া শ্বাসঅঙ্গের সাহায্যে শ্বাসকার্য চালায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – দেহতল

আরশোলার দেহে একটি শ্বাসনালী থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 10 জোড়া

শিঙিমাছের অতিরিক্ত শ্বাসঅঙ্গকে শ্বাসবৃক্ষ বলা হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শ্বাসনল

কোশের মুখ্য শ্বসনবস্তু হল গ্লাইকোজেন।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গ্লুকোজ

প্রশ্বাস একপ্রকার সক্রিয় প্রক্রিয়া।

উত্তর – ঠিক [✓]

বেকারি শিল্পে কোহল সন্ধান প্রক্রিয়াকে ব্যবহার করা হয়।

উত্তর – ঠিক [✓]

ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়।

উত্তর – ঠিক [✓]

প্রান্তীয় শ্বসন একাধিক ইলেকট্রন বাহকের উপস্থিতিতে ঘটে।

উত্তর – ঠিক [✓]

শ্বসনের শেষে উৎপন্ন শক্তিধর যৌগ হল ATP। 

উত্তর – ঠিক [✓]

শ্বসনের বিপরীতমুখী প্রক্রিয়াটি হল সালোকসংশ্লেষ।

উত্তর – ঠিক [✓]

লাং ক্যানসার রোগটির কারণ হল ধূমপান।

উত্তর – ঠিক [✓]

বিষমপৃষ্ঠ পাতায় উভয়তলে পত্ররন্ধ্র থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিম্নতলে

গোলাপ ফুলের মতো অতিরিক্ত শ্বাসঅঙ্গ কইমাছের দেহে বর্তমান।

উত্তর – ঠিক [✓]

মাছের শ্বাসঅঙ্গের নাম হল ফুসফুস।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফুলকা

গ্লাইকোলাইসিস পদ্ধতিটি কোশের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়।

উত্তর – ঠিক [✓]

ডান ফুসফুস দুটি লতিযুক্ত এবং বাম ফুসফুস তিনটি লতিযুক্ত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডান ফুসফুস 3টি, বাম ফুসফুস 2টি লতিযুক্ত

বাম ফুসফুস তুলনামূলকভাবে বড়ো হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডান ফুসফুস

নিশ্বাস বায়ুতে অক্সিজেন অপেক্ষা কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকে।

উত্তর – ঠিক [✓]

দু-একটি শব্দে উত্তর দাও

কোন্ প্রাণীর দেহে প্রত্যক্ষ শ্বসন দেখা যায়?

অ্যামিবা প্রাণীর দেহে প্রত্যক্ষ শ্বসন দেখা যায়।

পরোক্ষ শ্বসন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।

পরোক্ষ শ্বসন দেখা যায় এমন একটি প্রাণীর নাম হল মানুষ।

কোন্ প্রকার শ্বাসঅঙ্গের সাহায্যে O₂ সরাসরি কলাকোশে প্রবেশ করে?

শ্বাসনালী শ্বাসঅঙ্গের সাহায্যে O₂ সরাসরি কলাকোশে প্রবেশ করে।

কোন্ প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়?

পায়রা প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়।

অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরঞ্জকটির নাম লেখো।

অমেরুদণ্ডী প্রাণীর দেহে উপস্থিত শ্বাসরঞ্জকটির নাম হল হিমোসায়ানিন।

একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য করে?

একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 14-18 বার শ্বাসকার্য করে।

মানুষের RBC -তে উপস্থিত শ্বাসরঞ্জকের নাম লেখো।

মানুষের RBC -তে উপস্থিত শ্বাসরঞ্জকের নাম হল হিমোগ্লোবিন।

মানবদেহে শ্বাসকেন্দ্র কোথায় অবস্থিত?

মানবদেহে শ্বাসকেন্দ্র সুষুম্নাশীর্ষক ও পনস অবস্থিত।

কোন্ প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়?

সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়।

গ্লাইকোলাইসিসের শেষে কত অণু ATP উৎপন্ন হয়?

গ্লাইকোলাইসিসের শেষে 2 অণু ATP উৎপন্ন হয়।

ক্রেবস চক্রের শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?

ক্রেবস চক্রের শেষে এক অণু গ্লুকোজ থেকে 24 অণু ATP উৎপন্ন হয়।

শ্বসনে এক অণু গ্লুকোজকে সম্পূর্ণভাবে জারিত করতে কয় অণু অক্সিজেনের প্রয়োজন হয়?

শ্বসনে এক অণু গ্লুকোজকে সম্পূর্ণভাবে জারিত করতে 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়।

সবাত শ্বসনে ATP উৎপাদনকে কী বলে?

সবাত শ্বসনে ATP উৎপাদনকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে।

মানুষের প্রধান শ্বাসঅঙ্গের নাম লেখো।

মানুষের প্রধান শ্বাসঅঙ্গের নাম ফুসফুস।

বায়ুথলির বায়ু এবং ফুসফুসীয় রক্তজালকের মধ্যে কোন্ পদ্ধতিতে গ্যাসীয় আদানপ্রদান হয়?

বায়ুথলির বায়ু এবং ফুসফুসীয় রক্তজালকের মধ্যে ব্যাপন পদ্ধতিতে গ্যাসীয় আদানপ্রদান হয়।

কোন্ প্রক্রিয়ায় দুধ থেকে দই উৎপন্ন হয়?

সন্ধান প্রক্রিয়ায় দুধ থেকে দই উৎপন্ন হয়।

আরশোলার ট্রাকিয়া কোন্ ছিদ্র দ্বারা পরিবেশে উন্মুক্ত হয়?

আরশোলার ট্রাকিয়া শ্বাসছিদ্র বা spiracle ছিদ্র দ্বারা পরিবেশে উন্মুক্ত হয়।

গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী পদার্থের নাম লেখো।

গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী পদার্থের নাম ফসফোএনোল পাইরুভেট।

1 গ্রাম অণু গ্লুকোজের জারণে মোট কত অণু ATP উৎপন্ন হয়?

1 গ্রাম অণু গ্লুকোজের জারণে মোট 38 অণু ATP উৎপন্ন হয়।

সাকসিনিক অ্যাসিড যৌগটি কটি কার্বনযুক্ত?

সাকসিনিক অ্যাসিড যৌগটি 4টি কার্বনযুক্ত।

TCA চক্রের প্রথম উপজাত বস্তুটি কী?

TCA চক্রের প্রথম উপজাত বস্তুটি হল সাইট্রিক অ্যাসিড।

ক্রেবস চক্রে উৎপন্ন পাঁচ কার্বনযুক্ত যৌগের নাম লেখো।

ক্রেবস চক্রে উৎপন্ন পাঁচ কার্বনযুক্ত যৌগের নাম হল α-কিটোগ্লুটারিক অ্যাসিড।

ক্রেবস চক্রে চার কার্বনযুক্ত শেষ যৌগটির নাম কী?

ক্রেবস চক্রে চার কার্বনযুক্ত শেষ যৌগটির নাম হল অক্সালো অ্যাসেটিক অ্যাসিড।

ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কী?

ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম হল বহিঃফুলকা।

শ্বাসমূল দেখা যায় কোন্ উদ্ভিদে?

শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে।

মানুষের ট্রাকিয়ার গায়ে ‘C’ আকৃতির রিংগুলিকে কী বলে?

মানুষের ট্রাকিয়ার গায়ে ‘C’ আকৃতির রিংগুলিকে ট্রাকিয়াল রিং বলে।

পাঁউরুটি তৈরির সময় ময়দা বা আটার মণ্ডতে কী মেশানো হয়?

পাঁউরুটি তৈরির সময় ময়দা বা আটার মণ্ডতে ইস্ট মেশানো হয়।

পাইরুভিক অ্যাসিডের সংকেত লেখো।

পাইরুভিক অ্যাসিডের সংকেত CH3COCOOH।

শ্বসন কখন অনুষ্ঠিত হয়?

শ্বসন সজীব কোশে দিবারাত্র ঘটে থাকে।

মানবদেহে ফুসফুস দুটি কোথায় অবস্থান করে?

বক্ষগহ্বরে মধ্যচ্ছদার ওপরে এবং হৃৎপিণ্ডের দুপাশে ফুসফুস অবস্থান করে।

প্রশ্বাস ও নিশ্বাস কাজে সাহায্যকারী দুটি পেশির নাম লেখো।

মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল পেশি দুটি প্রশ্বাস ও নিশ্বাস কাজে সাহায্য করে।

শ্বসনের প্রধান উদ্দেশ্য কী?

খাদ্যমধ্যস্থ স্থৈতিকশক্তিকে গতিশক্তিতে (ATP + তাপশক্তি) রূপান্তরিত করা।

তিমির শ্বাসঅঙ্গের নাম কী?

তিমির শ্বাসঅঙ্গ হল ফুসফুস।

জলে নিমজ্জিত উদ্ভিদ শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন (O2) কোথা থেকে সংগ্রহ করে?

পারিপার্শ্বিক জলজ পরিবেশ থেকে সংগ্রহ করে।

প্রাণীর শ্বাসকার্যে সাহায্যকারী দুটি অঙ্গের নাম লেখো।

প্রাণীর শ্বাসকার্যে সাহায্যকারী দুটি অঙ্গ হল – ফুলকা, ফুসফুস।

অ্যালভিওলাই কোথায় থাকে?

অ্যালভিওলাই ফুসফুসে অবস্থান করে।

অ্যালভিওলাইয়ের কাজ কী?

ফুসফুসে অবস্থিত পাতলা প্রাচীরযুক্ত অ্যালভিওলাই ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলার বায়ু ও রক্তজালকের মধ্যে গ্যাসীয় পদার্থের আদানপ্রদানে সাহায্য করে।

দুটি জলজ প্রাণীর নাম উল্লেখ করো যাদের শ্বাসঅঙ্গ ফুসফুস।

দুটি জলজ ফুসফুস যুক্ত প্রাণী হল তিমি, ডলফিন।

প্যারমেসিয়াম ও ঘাসফড়িং -এর শ্বাসঅঙ্গের নাম লেখো।

প্যারামেসিয়াম – কোশপর্দা।
ঘাসফড়িং – শ্বাসনালী।

মধ্যচ্ছদা সংকুচিত হলে বক্ষগহ্বরের আয়তনের কীরূপ পরিবর্তন ঘটে?

মধ্যচ্ছদা সংকুচিত হলে বক্ষগহ্বর আয়তনে বৃদ্ধি পায়।

দুটি মাছের নাম লেখো যাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে?

অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত দুটি মাছ হল কই ও শিঙি মাছ।

ফুসফুসকে সুস্থ রাখার দুটি উপায় -এর নাম লেখো।

ফুসফুসকে সুস্থ রাখার দুটি উপায় –
1. ধূমপান বর্জন করতে হবে এবং নিষ্ক্রিয় ধূমপায়ী যাতে না হতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
2. নিয়মিত শরীরচর্চা, শ্বাসব্যায়াম অভ্যাস করতে হবে।

ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।

ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগ হল ব্রংকাইটিস ও লাং ক্যানসার।

সবাত শ্বসনে অধিক শক্তি নির্গত হয় কেন?

সবাত শ্বসনে খাদ্যের সম্পূর্ণ জারণ ঘটে, তাই অধিক শক্তি নির্গত হয়।

গ্লাইকোলাইসিসের ফলে কী উৎপন্ন হয়?

গ্লাইকোলাইসিসের মাধ্যমে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়।

EMP পথ -এর পুরো নাম লেখো।

EMP = এম্বডেন-মেয়ারহফ-পারনাস পথ।

TCA চক্রের সম্পূর্ণ নাম লেখো।

TCA = ট্রাই-কার্বক্সিলিক অ্যাসিড চক্র।

ক্রেবস চক্রের অপর নাম কী?

ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র।

NADPH -র সম্পূর্ণ নাম কী?

NADPH = নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট।

ETS -এর সম্পূর্ণ নাম লেখো।

ETS = ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।

অবাত শ্বসনে শ্বসনবস্তু কার দ্বারা জারিত হয়? উদাহরণ দাও।

অবাত শ্বসনে শ্বসন বস্তু সালফেট (SO4), নাইট্রেট (NO3) ঘটিত যৌগের অক্সিজেন দ্বারা জারিত হয়।

কোহল সন্ধানের ফলে কী কী বস্তু উৎপন্ন হয়?

কোহল সন্ধানের ফলে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উপন্ন হয়।

জাইমেজের উৎস লেখো।

ইস্ট নামক এককোশী ছত্রাকের দেহ থেকে জাইমেজ উৎসেচক উৎপন্ন হয়।

একটি বহিঃকোশীয় শ্বসনের উদাহরণ দাও।

কোহল সন্ধান একপ্রকার বহিঃকোশীয় শ্বসন।

ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ বলা হয় কেন?

ক্রেবস চক্রে উৎপাদিত জৈব অ্যাসিড উপচিতি মূলক বিপাকক্রিয়ায় কাজে লাগে। ক্রেবস চক্রে উপচিতি ও অপচিতি উভয় প্রকার ক্রিয়াই পরিলক্ষিত হয় বলে, একে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়।

কোন্ উৎসেচকের উপস্থিতিতে মানুষের পেশিকোশে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে?

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ।

একটি NADH + H+ থেকে কটি ATP উৎপন্ন হয়?

একটি NADH + H+ থেকে ও অণু ATP উৎপন্ন হয়।

একটি FADH₂ থেকে কয় অণু ATP উৎপন্ন হয়?

একটি FADH₂ থেকে 2 অণু ATP উৎপন্ন হয়।

সবাত শ্বসনে ETS -এর ভূমিকা কী?

সবাত শ্বসনে উৎপন্ন বিজারিত হাইড্রোজেন গ্রাহকগুলি (NADH + H+ ও FADH₂) ETS -এর মাধ্যমে জারিত হয়ে পুনরায় সবাত শ্বসনের জারণমূলক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

অ্যাসিটাইল কোএ (Acetyl CoA) কী?

অ্যাসিটাইল কোএ 2 কার্বনযুক্ত এবং কোএনজাইম সমন্বিত জৈবযৌগ। এটি পাইরুভেট, ফ্যাটি অ্যাসিডের জারণ ও কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে উৎপন্ন হয়।
ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোএ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ক্রেবস চক্রের একবার আবর্তনে । অণু অ্যাসিটাইল কোএ-র সম্পূর্ণ জারণের মাধ্যমে 12 অণু ATP (1 অণু সরাসরি ও 11 অণু ETS -এর মাধ্যমে) উৎপন্ন হয়।

লুপ্তবিন্দু (Extinction Point) কী?

বাতাসের যে অক্সিজেন গাঢ়ত্বে কোনো বস্তুর শ্বসন অনুপাত (RQ) 1 হয়, তাকে লুপ্ত বিন্দু বলে।

ক্রেবস চক্রের উপজাত পদার্থ কি কখনও উপচিতি বিপাকে অংশগ্রহণ করে? যদি করে তবে আলোচনা করো।

হ্যাঁ, ক্রেবস চক্রের উপজাত পদার্থ উপচিতি বিপাকে অংশগ্রহণ করে। যেমন –
1. α-কিটোগ্লুটারেট থেকে গ্লুটামিক অ্যাসিড,
2. সাকসিনিল CoA থেকে ফাইটোক্রোম, ক্লোরোফিল ও সাইটোক্রোম রঞ্জক প্রভৃতি সংশ্লেষিত হয়। ক্রেবসচক্রে একই সঙ্গে অপচিতি ও উপচিতি বিপাক সম্পন্ন হয় বলে, একে ‘অ্যাম্ফিবোলিক বিপাক’ বা ‘সমচিতি বিপাক’ রূপে গণ্য করা হয়।

অবাত শ্বসন ও কোহল সন্ধানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

অবাত শ্বসন ও কোহল সন্ধানের সম্পর্ক – অবাত শ্বসন ও কোহল সন্ধান উভয় ক্ষেত্রেই হাইড্রোজেন পরমাণু অপসারণের মাধ্যমে শ্বসনবস্তু (গ্লুকোজ) জারিত হয়। অবাত শ্বসনের ক্ষেত্রে হাইড্রোজেন কোনো অজৈব যৌগ যেমন – NO₃, CO₃ বা SO₄ -এর সঙ্গে যুক্ত হয়। অপরদিকে সন্ধানের ক্ষেত্রে হাইড্রোজেন পুনরায় পাইরুভেট বা এই যৌগ থেকে উৎপন্ন কোনো জৈব যৌগের সঙ্গে যুক্ত হয়।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. কোশের সর্বজনীন শ্বসনবস্তুi. ট্রাকিয়া1 → (iv)
2. গ্লাইকোলাইসিসii. ইথাইল অ্যালকোহল2 → (vii)
3. ক্রেবস চক্রiii. O₂ গৃহীত হয়3 → (v)
4. অ্যালভিওলাইiv. গ্লুকোজ4 → (vi)
5. কোহল সন্ধানv. মাইট্রোকনড্রিয়া5 → (ii)
6. প্রশ্বাসvi. ফুসফুস6 → (iii)
7. পতঙ্গvii. সাইটোপ্লাজম7 → (i)
viii. ফুলকা

সমানুপাত নির্ণয় করো

প্রশ্নউত্তর
ত্বক : কেঁচো :: ___ : অ্যামিবা।দেহতল
শ্বাসমূল : লবণাম্বু উদ্ভিদ :: ___ : আমপত্ররন্ধ্র
বই ফুসফুস: মাকড়সা :: ___ : চিংড়িবই ফুলকা
শ্বাসনল : ___ :: শ্বাসবৃক্ষ : মাগুরশিংগি

বেমানান শব্দটি খুঁজে বার করো

প্রশ্নউত্তরকারণ
পত্ররন্ধ্র, লেন্টিসেল, শ্বাসমূল, প্রধান মূলপ্রধান মূলপ্রধান মূল ছাড়া বাকি সবকটি শ্বাসকার্যে সাহায্য করে।
কই, রুই, শিঙি, মাগুররুইরুই ছাড়া বাকিগুলির অতিরিক্ত শ্বাসঅঙ্গ বর্তমান।
ট্রাকিয়া, পতঙ্গ, স্পাইরাকল, ত্বকত্বকত্বক পতঙ্গশ্রেণির শ্বাসঅঙ্গ নয়।
সাইট্রিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, EMP পথ, সাইটোপ্লাজমসাইট্রিক অ্যাসিডসাইট্রিক অ্যাসিড ছাড়া বাকিগুলি গ্লাইকোলাইসিসের সঙ্গে সম্পর্কিত।
হাঁপানি, লিউকোমিয়া, প্লুরিসি, এমফাইসেমালিউকোমিয়ালিউকোমিয়া ছাড়া বাকিগুলি শ্বাসতন্ত্রের রোগ।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘শ্বসন’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর