নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – রেচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘রেচন’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-রেচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

উদ্ভিদ রেচন (Plant Excretion) ও প্রাণী রেচনের (Animal Excretion) মধ্যে পার্থক্য লেখো।

উদ্ভিদ রেচন (Plant Excretion) ও প্রাণী রেচনের (Animal Excretion) মধ্যে পার্থক্য –

বিষয়উদ্ভিদ রেচনপ্রাণী রেচন
রেচন অঙ্গের উপস্থিতিনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না।নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে।
রেচন পদার্থসাময়িক বা দীর্ঘস্থায়ীভাবে দেহে সঞ্চিত থাকে এবং পত্রমোচন, বাকল মোচন, তরুক্ষীর নিঃসরণ প্রভৃতির মাধ্যমে পরিত্যক্ত হয়।বেশিরভাগ ক্ষেত্রে দেহ থেকে নির্গত হয়।
রেচন পদার্থের পরিমাণরেচন পদার্থ কম পরিমাণে উৎপন্ন হয়।রেচন পদার্থ বেশি পরিমাণে উৎপন্ন হয়।
ক্ষতির সম্ভাবনাকম ক্ষতিকারক, উদ্ভিদদেহে পুনঃব্যবহৃত হয়।নাইট্রোজেন বিপাকের জন্য উৎপন্ন রেচন পদার্থ বেশি ক্ষতিকারক, দেহে পুনঃব্যবহারের অযোগ্য।
অর্থকরী গুরুত্বরেচন পদার্থ বেশিরভাগ ক্ষেত্রে অর্থকরী গুরুত্বযুক্ত, বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।রেচন পদার্থ মাটিতে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে মাটিকে উর্বর করে। এছাড়া কোনো অর্থকরী গুরুত্ব নেই।

তরুক্ষীর (Latex) ও উপক্ষারের (Alkaloid) মধ্যে পার্থক্য লেখো।

তরুক্ষীর (Latex) ও উপক্ষারের (Alkaloid) মধ্যে পার্থক্য –

বিষয়তরুক্ষীরউপক্ষার
প্রকৃতিনাইট্রোজেনবিহীন রেচন পদার্থ।নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ।
ভৌত অবস্থাদুধ, জল প্রভৃতির মতো তরল।দানাযুক্ত কঠিন পদার্থ।
অবস্থানতরুক্ষীর কোশ ও নালি।বিভিন্ন অংশের কোশে ছড়ানো বা ভাসমান অবস্থায় থাকে।
দ্রাব্যতাজলে দ্রবণীয়।অ্যালকোহলে দ্রবণীয়।
গুরুত্বরবার, ওষুধ প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়।বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

নেফ্রিডিয়া (Nephridia) ও নেফ্রনের (Nephron) মধ্যে পার্থক্য লেখো।

নেফ্রিডিয়া (Nephridia) ও নেফ্রনের (Nephron) মধ্যে পার্থক্য –

বিষয়নেফ্রিডিয়ানেফ্রন
প্রকৃতিঅমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ।মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের গঠনগত ও কার্যগত একক।
গঠননেফ্রোস্টোম, কুণ্ডলীকৃত নালিকা ও নেফ্রিডিওপোরের সমন্বয়ে গঠিত।ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকার সমন্বয়ে গঠিত।
কার্যপদ্ধতিরক্ত বা হিমোসিলিক তরল থেকে রেচন পদার্থ শোষণ করে দেহের বাইরে নিক্ষেপ করে।পরিস্রাবণ, পুনঃশোষণ, ক্ষরণ ও নতুন পদার্থ উৎপাদনের মাধ্যমে অতিসারক মূত্র উৎপন্ন করে।
অবস্থানকেঁচো, জোঁক এবং অ্যাম্ফিঅক্সাস -এর দেহে দেখা যায়।সমস্ত মেরুদণ্ডী প্রাণীদেহে দেখা যায়।

ম্যালপিজিয়ান কণিকা (Malpighian Corpuscle) ও ম্যালপিজিয়ান নালিকার (Malpighian tubule) মধ্যে পার্থক্য লেখো।

ম্যালপিজিয়ান কণিকা (Malpighian Corpuscle) ও ম্যালপিজিয়ান নালিকার (Malpighian tubule) মধ্যে পার্থক্য –

বিষয়ম্যালপিজিয়ান কণিকাম্যালপিজিয়ান নালিকা
প্রকৃতিপ্রাণীদেহের বৃক্কে অবস্থিত নেফ্রনের অংশবিশেষ।পতঙ্গশ্রেণির প্রাণীর রেচন অঙ্গ।
অবস্থানবৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত।মধ্য পৌষ্টিকনালি ও পশ্চাৎ পৌষ্টিকনালির সংযোগস্থলে বর্তমান।
গঠনবাওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস -এর সমন্বয়ে গঠিত।একপ্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত।
কাজপরাপরিস্রাবণ পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থসহ তরলকে পৃথক করে।হিমোসিল থেকে রেচন পদার্থ গ্রহণ করে পশ্চাৎ পৌষ্টিক নালিতে প্রেরণ করে।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘রেচন’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর