নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – রেচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘রেচন’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-রেচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

রেচনের ক্ষেত্রে প্রযোজ্য নয় –

  1. অপচিতি বিপাক
  2. দেহে জলসাম্য বজায় রাখা
  3. বিপাকীয় বর্জ্যপদার্থের অপসারণ ঘটানো
  4. O₂ পরিবাহিত হওয়া

উত্তর – 4. O₂ পরিবাহিত হওয়া

কোনটি উদ্ভিদের রেচন পর্দাথ নয়? –

  1. সাইট্রিক অ্যাসিড
  2. ক্যালশিয়াম কার্বনেট
  3. ক্যালশিয়াম অক্সালেট
  4. CO₂

উত্তর – 4. CO₂

উদ্ভিদের N₂ ঘটিত রেচন পদার্থ নয় –

  1. ক্যাফিন
  2. ট্যানিন
  3. ডাটুরিন
  4. রেজিন

উত্তর – 4. রেজিন

প্রদত্ত যেটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ সেটি হল –

  1. গঁদ
  2. উপক্ষার
  3. ইউরিয়া
  4. অ্যামোনিয়া

উত্তর – 2. উপক্ষার

উদ্ভিদের N₂ বিহীন রেচন পদার্থটি হল –

  1. গঁদ
  2. ইউরিয়া
  3. উপক্ষার
  4. অ্যামোনিয়া

উত্তর – 1. গঁদ

একটি উপক্ষার হল –

  1. রজন
  2. তরুক্ষীর
  3. গঁদ
  4. রেসারপিন

উত্তর – 4. রেসারপিন

কানাডা বালসাম একপ্রকার –

  1. বানতেল
  2. কার্বনঘটিত রেচন পদার্থ
  3. উপক্ষার
  4. ওলিও রজন

উত্তর – 4. ওলিও রজন

রজনের উদাহরণ –

  1. তার্পিন
  2. হিং
  3. চাঁচগালা
  4. খয়ের গঁদ

উত্তর – 2. হিং

সর্পগন্ধা গাছ থেকে –

  1. নিকোটিন
  2. রেসারপিন
  3. কুইনাইন
  4. মরফিন উপক্ষার পাওয়া যায়

উত্তর – 2. রেসারপিন

কর্পূর হল একপ্রকার –

  1. তরুক্ষীর
  2. গঁদ
  3. রজন
  4. উপক্ষার

উত্তর – 2. গঁদ

সিঙ্কোনা গাছের ছালে থাকে –

  1. রেসারপিন
  2. স্ট্রিকনিন
  3. অ্যাট্রোপিন
  4. কুইনাইন

উত্তর – 4. কুইনাইন

ধুতুরা থেকে প্রাপ্ত উপক্ষারটি হল –

  1. থেইন
  2. অ্যাট্রোপিন
  3. ডাটুরিন
  4. স্ট্রিকনিন

উত্তর – 3. ডাটুরিন

রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হল –

  1. তরুক্ষীর
  2. গঁদ
  3. রজন
  4. স্ট্রিকনিন

উত্তর – 3. রজন

উদ্ভিদের মূলে প্রাপ্ত একটি উপক্ষার হল –

  1. ডাটুরিন
  2. নিকোটিন
  3. অ্যাট্রোপিন
  4. রেসারপিন

উত্তর – 4. রেসারপিন

চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উপক্ষারটি হল –

  1. ডাটুরিন
  2. ক্যাফিন
  3. অ্যাট্রোপিন
  4. মরফিন

উত্তর – 3. অ্যাট্রোপিন

___ রেচন পদার্থটি উদ্ভিদদেহের ক্ষত সারিয়ে তোলে। –

  1. রেসারপিন
  2. তরুক্ষীর
  3. গঁদ
  4. ট্যানিন

উত্তর – 2. তরুক্ষীর

স্নায়ু উদ্দীপকরূপে ব্যবহৃত হয় –

  1. মরফিন ও কোকেইন
  2. ক্যাফিন ও কোকেইন
  3. রেসারপিন ও থেইন
  4. ট্যানিন ও ক্যাফিন

উত্তর – 2. ক্যাফিন ও কোকেইন

সিস্টোলিথযুক্ত কোশকে বলা হয় –

  1. ইডিওব্লাস্ট
  2. এরেনকাইমা
  3. লিথোসিস্ট
  4. স্ট্যাটোলিথ

উত্তর – 3. লিথোসিস্ট

র‍্যাফাইডের রাসায়নিক উপাদান হল –

  1. ক্যালশিয়াম অক্সালেট
  2. ক্যালশিয়াম কার্বনেট
  3. সোডিয়াম ক্লোরাইড
  4. সোডিয়াম অক্সালেট

উত্তর – 1. ক্যালশিয়াম অক্সালেট

প্রাণীর নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হল –

  1. মরফিন
  2. ইউরিয়া
  3. ট্যানিন
  4. বিলিরুবিন

উত্তর – 2. ইউরিয়া

মানুষের রেচন অঙ্গটি কোনটি? –

  1. বৃক্ক
  2. ত্বক
  3. ফুসফুস
  4. সবকটিই

উত্তর – 4. সবকটিই

মানুষের প্রধান রেচন অঙ্গ হল –

  1. যকৃৎ
  2. ফুসফুস
  3. বৃক্ক
  4. ত্বক

উত্তর – 3. বৃক্ক

মানবদেহে সহকারী রেচন অঙ্গ হল –

  1. মস্তিষ্ক
  2. যকৃৎ
  3. অগ্ন্যাশয়
  4. শুক্রাশয়

উত্তর – 2. যকৃৎ

মানুষের বৃক্কের প্রকৃতি হল –

  1. প্রোনেফ্রিক
  2. মেসোনেফ্রিক
  3. এপিনেফ্রিক
  4. মেটানেফ্রিক

উত্তর – 4. মেটানেফ্রিক

প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা –

  1. 20 লক্ষ
  2. 10 লক্ষ
  3. 5 লক্ষ
  4. 2 লক্ষ

উত্তর – 2. 10 লক্ষ

প্রতিদিন গ্লোমেরুলার পরিস্রাবণের হার হল –

  1. 170 লিটার
  2. 175 লিটার
  3. 165 লিটার
  4. 180 লিটার

উত্তর – 1. 170 লিটার

হেনলির লুপ অংশে প্রদত্ত কোন্ উপাদানটি শোষিত হয়? –

  1. গ্লুকোজ
  2. ইউরিয়া
  3. পটাশিয়াম
  4. Na+ আয়ন

উত্তর – 4. Na+ আয়ন

মানবদেহে N₂ যুক্ত প্রধান রেচিত পদার্থ হল –

  1. ইউরিয়া
  2. অ্যামোনিয়া
  3. ইউরিক অ্যাসিড
  4. কিটোন বডি

উত্তর – 1. ইউরিয়া

নেফ্রনের যে অংশে ক্ষরণ ঘটে তা হল –

  1. বাওম্যানস ক্যাপসুল
  2. PCT
  3. হেনলির লুপ
  4. DCT

উত্তর – 4. DCT

মানুষের মূত্রের মাধ্যমে রেচিত হয় না এমন যৌগটি হল –

  1. ইউরিয়া
  2. ইউরিক অ্যাসিড
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. ক্রিয়েটিনিন

উত্তর – 3. কার্বন ডাইঅক্সাইড

যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো –

  1. ফোটোফসফরাইলেশন – ATP সংশ্লেষ
  2. গ্লাইকোলাইসিস – পাইরুভেট সংশ্লেষ
  3. ক্রেভস চক্র – সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ
  4. অরনিথিন চক্র – অ্যামোনিয়া সংশ্লেষ

উত্তর – 4. অরনিথিন চক্র – অ্যামোনিয়া সংশ্লেষ

বাওম্যানস ক্যাপসুলে সংঘটিত হয় –

  1. পুনঃশোষণ
  2. পরাপরিস্রাবণ
  3. ক্ষরণ
  4. নতুন পদার্থের উৎপাদন

উত্তর – 2. পরাপরিস্রাবণ

বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে –

  1. ADH
  2. TSH
  3. ACTH
  4. GTH

উত্তর – 1. ADH

স্বাভাবিক উষ্ণতায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তি গড়ে প্রতিদিন –

  1. 15 লিটার
  2. 5 লিটার
  3. 3 লিটার
  4. 1.5 লিটার

উত্তর – 4. 1.5 লিটার

সংগ্রাহক নালিকাগুলি যেসব নালিতে গিয়ে মেশে তাদের বলে –

  1. ইউরেটার
  2. ডাক্ট অব্ বেলিনি
  3. হেনলির লুপ
  4. বাওম্যানস্ ডাক্ট

উত্তর – 2. ডাক্ট অব্ বেলিনি

রেনিন ও এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে –

  1. ফুসফুস
  2. বৃক্ক
  3. ত্বক
  4. অন্ত্র

উত্তর – 2. বৃক্ক

কোনটি সিবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত হয়? –

  1. ইউরিয়া
  2. অ্যামোনিয়া
  3. কোলেস্টেরল
  4. CO₂

উত্তর – 3. কোলেস্টেরল

বৃক্কের যে অংশে মূত্র উৎপাদিত হয় তা হল –

  1. বৃক্কীয় পিরামিড ও কর্টেক্স
  2. বৃক্কীয় স্তম্ভ ও পেলভিস
  3. বৃক্কীয় সাইনাস ও মেডালা
  4. বৃক্কীয় কর্টেক্স ও ক্যাপসুল

উত্তর – 1. বৃক্কীয় পিরামিড ও কর্টেক্স

প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো –

  1. নেফ্রিডিয়া
  2. ম্যালপিজিয়ান নালিকা
  3. ফ্লেমকোশ
  4. বৃক্ক

উত্তর – 2. ম্যালপিজিয়ান নালিকা

রেচন অঙ্গ ফ্লেমকোশ বা শিখাকোশ দেখা যায় –

  1. অ্যামিবায়
  2. প্যারামেসিয়ামে
  3. হাইড্রায়
  4. ফিতাকৃমিতে

উত্তর – 4. ফিতাকৃমিতে

মেজর ক্যালিক্স দেখা যায় –

  1. ফুসফুসে
  2. হৃৎপিণ্ডে
  3. বৃক্কে
  4. ত্বকে

উত্তর – 3. বৃক্কে

মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় –

  1. বৃক্কে
  2. যকৃতে
  3. পাকস্থলীতে
  4. ফুসফুসে

উত্তর – 2. যকৃতে

শূন্যস্থান পূরণ করো।

রেচন একপ্রকার ___ মূলক বিপাক ক্রিয়া।

উত্তর – রেচন একপ্রকার অপচিতি মূলক বিপাক ক্রিয়া।

লেবুতে রেচন পদার্থরূপে ___ সঞ্চিত থাকে।

উত্তর – লেবুতে রেচন পদার্থরূপে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে।

কালি তৈরিতে কাজে লাগে ___।

উত্তর – কালি তৈরিতে কাজে লাগে গঁদ

উদ্ভিদদেহে বানতেল জারিত হয়ে ___ উৎপন্ন হয়।

উত্তর – উদ্ভিদদেহে বানতেল জারিত হয়ে রজন উৎপন্ন হয়।

___ উপক্ষার মানবদেহে রক্তচাপ হ্রাস করে।

উত্তর – রেসারপিন উপক্ষার মানবদেহে রক্তচাপ হ্রাস করে।

চর্মশিল্পে চামড়া পাকা করার কাজে ___ ব্যবহার করা হয়।

উত্তর – চর্মশিল্পে চামড়া পাকা করার কাজে ট্যানিন ব্যবহার করা হয়।

বৃক্কের আবরণীকে বলে ___।

উত্তর – বৃক্কের আবরণীকে বলে রেনাল ক্যাপসুল

বৃক্কের ___ অংশ থেকে গবিনী নির্গত হয়।

উত্তর – বৃক্কের হাইলাম অংশ থেকে গবিনী নির্গত হয়।

পরিণত মানুষের দেহে প্রতিটি বৃক্কের ওজন ___।

উত্তর – পরিণত মানুষের দেহে প্রতিটি বৃক্কের ওজন 150 গ্রাম

ম্যালপিজিয়ান নালিকার অংশ দুটি হল বাওম্যানস ক্যাপসুল ও ___।

উত্তর – ম্যালপিজিয়ান নালিকার অংশ দুটি হল বাওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস

হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে সক্রিয় পদ্ধতিতে ___ পুনঃশোষিত হয়।

উত্তর – হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে সক্রিয় পদ্ধতিতে Na+ পুনঃশোষিত হয়।

দূরসংবর্ত নালিকাতে জলের ___ পুনঃশোষণ ঘটে।

উত্তর – দূরসংবর্ত নালিকাতে জলের ফ্যাকালটেটিভ পুনঃশোষণ ঘটে।

স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে ভিটামিন ___ উপস্থিত থাকে।

উত্তর – স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে ভিটামিন C উপস্থিত থাকে।

নেফ্রনের ফানেল আকৃতির অংশটি হল ___।

উত্তর – নেফ্রনের ফানেল আকৃতির অংশটি হল বাওম্যানস ক্যাপসুল

বৃক্কীয় নালিকার ‘u’ আকৃতির অংশটিকে বলা হয় ___।

উত্তর – বৃক্কীয় নালিকার ‘u’ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ

___ থেকে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়।

উত্তর – অ্যামোনিয়া থেকে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়।

আর্থ্রোপোডা (পতঙ্গ শ্রেণির) প্রাণীদের রেচনঅঙ্গ হল ___।

উত্তর – আর্থ্রোপোডা (পতঙ্গ শ্রেণির) প্রাণীদের রেচনঅঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা

বৃক্কের পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বরকে ___ বলে।

উত্তর – বৃক্কের পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বরকে রেনাল সাইনাস বলে।

চর্মে অবস্থিত সিবাম ক্ষরণকারী গ্রন্থির নাম হল ___।

উত্তর – চর্মে অবস্থিত সিবাম ক্ষরণকারী গ্রন্থির নাম হল সিবেসিয়াস গ্রন্থি

ঠিক বা ভুল নির্বাচন করো।

রেচনের মাধ্যমে দেহ থেকে বর্জ্যপদার্থ অপসারিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বিপাকজাত বর্জ্যপদার্থ

মলকে রেচন পদার্থ বলা হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বর্জ্যপদার্থ

কিটোনবডি হল উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রাণীর

আখ, ধান প্রভৃতি উদ্ভিদের পাতার কিনারার কোশে সিলিকা সঞ্চিত থাকে।

উত্তর – ঠিক [✓]

পেঁয়াজের শঙ্কপত্রের কেলাসগুলিকে একক কেলাস বলে।

উত্তর – ঠিক [✓]

র‍্যাফাইডযুক্ত কোশকে লিথোসিস্ট বলে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ইডিওব্লাস্ট

অয়েল ক্লথ, লিনোলিয়াম প্রভৃতি তৈরিতে রজন ব্যবহৃত হয়।

উত্তর – ঠিক [✓]

কলা ও তামাকের তরুক্ষীর ঘন সাদা দুধের মতো হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পাতলা, বর্ণহীন জলের মতো

গলফ বল তৈরিতে গঁদ ব্যবহৃত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – তরুক্ষীর

ট্যানিনের তিক্ত স্বাদ উদ্ভিদকে ছত্রাক ও পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে।

উত্তর – ঠিক [✓]

আফিং ফলের ত্বক থেকে নিকোটিন নামক উপক্ষার পাওয়া যায়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মরফিন

মানুষের দেহ থেকে প্রায় 50% নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ বৃক্ক দ্বারা অপসারিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 75%

চ্যাপটা কৃমির রেচনঅঙ্গ হল নেফ্রিডিয়া।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফ্লেমসেল

পোডোসাইট কোশ পাওয়া যায় বৃক্কে।

উত্তর – ঠিক [✓]

ADH হরমোনের প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডায়াবেটিস ইনসিপিডাস

নেফ্রিডিয়া আরশোলার দেহে অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কেঁচোর দেহে অবস্থিত

ট্যানিন একটি N₂ যুক্ত রেচন পদার্থ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – N₂ বিহীন কার্বনযুক্ত

অ্যাম্ফিঅক্সাসের রেচন অঙ্গ নেফ্রিডিয়া।

উত্তর – ঠিক [✓]

গোলকৃমিতে শিখাকোশ থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফিতাকৃমি

দু-একটি শব্দে উত্তর দাও।

প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়ার নাম লেখো।

প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়ার নাম হল রেচন।

জীবদেহে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে বেরিয়ে আসাকে কী বলে?

জীবদেহে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে বেরিয়ে আসাকে ক্ষরণ বলে।

দেহে উৎপন্ন একটি ক্ষরিত পদার্থের নাম লেখো।

দেহে উৎপন্ন একটি ক্ষরিত পদার্থের নাম হল হরমোন।

দেহে উৎপন্ন একটি বর্জ্যপদার্থের নাম লেখো।

দেহে উৎপন্ন একটি বর্জ্যপদার্থের নাম হল মল।

প্রদত্ত সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ___

নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : তরুক্ষীর

রজন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম লেখো।

রজন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম হল পাইন।

নাক্সভমিকা গাছের বীজ থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম লেখো।

নাক্সভমিকা গাছের বীজ থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম হল স্ট্রিকনিন।

কচুরিপানার পত্রবৃন্ত কোশে কোন্ রেচন পদার্থ থাকার জন্য তৃণভোজী প্রাণীরা এদের খাদ্য হিসেবে গ্রহণ করে না?

কচুরিপানার পত্রবৃন্ত কোশে র‍্যাফাইড রেচন পদার্থ থাকার জন্য তৃণভোজী প্রাণীরা এদের খাদ্য হিসেবে গ্রহণ করে না।

কোন্ গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়?

হিভিয়া ব্রাসিলিয়েনসিস গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়।

একটি কঠিন রজনের উদাহরণ দাও।

একটি কঠিন রজনের উদাহরণ হল চাঁচগালা।

দুটি মিশ্র রজনের নাম লেখো।

দুটি মিশ্র রজনের নাম হল হিং ও ধুনো।

দুধের মতো সাদা, উদ্বায়ী একটি রজনের নাম লেখো।

দুধের মতো সাদা, উদ্বায়ী একটি রজনের নাম হল ধুনো।

পেঁপেগাছের তরুক্ষীরে কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সাহায্য করে?

পেঁপেগাছের তরুক্ষীরে প্যাপাইন উপাদানটি প্রোটিন পরিপাকে সাহায্য করে।

ইউক্যালিপটাস পাতা, তেজপাতায় কী জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে?

ইউক্যালিপটাস পাতা, তেজপাতায় বানতেল জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে।

কোন্ পদার্থ বিপাকের ফলে গঁদ উৎপন্ন হয়?

সেলুলোজ পদার্থ বিপাকের ফলে গঁদ উৎপন্ন হয়।

উদ্ভিজ্জ রেচন পদার্থ নিকোটিনের উৎস কী?

উদ্ভিজ্জ রেচন পদার্থ নিকোটিনের উৎস হল তামাক।

আমাশয় রোগে ব্যবহৃত একটি উপক্ষারের নাম লেখো।

আমাশয় রোগে ব্যবহৃত একটি উপক্ষারের নাম হল এমিটিন।

চা, খয়ের গাছের পাতা ও বাকলে কোন্ জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে?

চা, খয়ের গাছের পাতা ও বাকলে ট্যানিন জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে।

কফি গাছের বীজ থেকে কী উপক্ষার পাওয়া যায়?

কফি গাছের বীজ থেকে ক্যাফেইন উপক্ষার পাওয়া যায়।

নিকোটিন কোন্ গাছের পাতায় পাওয়া যায়?

নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়।

উদ্ভিদের রেচন ত্যাগের দুটি কৌশলের নাম লেখো।

উদ্ভিদের রেচন ত্যাগের দুটি কৌশলের নাম হল পত্রমোচন, বাকলমোচন।।

তেঁতুলে কোন্ অ্যাসিড রেচন পদার্থ রূপে জমা থাকে?

তেঁতুলে টারটারিক অ্যাসিড অ্যাসিড রেচন পদার্থ রূপে জমা থাকে।

ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়।

শামুকের রেচন অঙ্গের নাম কী?

শামুকের রেচন অঙ্গের নাম হল বৃক্ক।

আরশোলার রেচন অঙ্গ কী?

আরশোলার রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা।

কোন্ বহুকোশী প্রাণীর রেচন অঙ্গ অনুপস্থিত?

হাইড্রা বহুকোশী প্রাণীর রেচন অঙ্গ অনুপস্থিত।

চিংড়ির রেচন অঙ্গের নাম কী?

চিংড়ির রেচন অঙ্গের নাম হল সবুজ গ্রন্থি।

যে রেচন অঙ্গের মুক্ত প্রান্ত হিমোসিলোমিক তরলে অবস্থান করে তাকে কী বলে?

যে রেচন অঙ্গের মুক্ত প্রান্ত হিমোসিলোমিক তরলে অবস্থান করে তাকে ম্যালপিজিয়ান টিউবিউল বা ম্যালপিজিয়ান নালিকা বলে।

মানুষের দুটি সহায়ক রেচন অঙ্গের নাম লেখো।

মানুষের দুটি সহায়ক রেচন অঙ্গের নাম হল যকৃৎ, ত্বক।

বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কী?

বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম হল নেফ্রন।

বৃক্ক থেকে কী হরমোন ক্ষরিত হয়?

বৃক্ক থেকে এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরিত হয়।

বৃক্কীয় নালিকায় ক্ষরিত একটি পদার্থের নাম লেখো।

বৃক্কীয় নালিকায় ক্ষরিত একটি পদার্থের নাম হল হিপপিউরিক অ্যাসিড।

নেফ্রনের কোন্ অংশে রক্তের অতি পরিস্রাবণ ঘটে অথবা, ম্যালপিজিয়ান করপাসলের কোন্ অংশটি পরিস্রাবকের কাজ করে?

গ্লোমেরুলাস।

প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল। 

নেফ্রন।

গ্লোমেরুলাস বেষ্টনকারী নেফ্রনের অংশটির নাম লেখো।

গ্লোমেরুলাস বেষ্টনকারী নেফ্রনের অংশটির নাম হল বাওম্যানস্ ক্যাপসুল।

বৃক্কীয় নালিকার কোন্ অংশে অতিসারক মূত্র সৃষ্টি হয়?

বৃক্কীয় নালিকার হেনলির লুপে অতিসারক মূত্র সৃষ্টি হয়।

কোন্ নাইট্রোজেনযুক্ত ক্ষরিত রেচন পদার্থ মানুষের মূত্রে অধিক মাত্রায় থাকে?

অ্যামোনিয়া নাইট্রোজেনযুক্ত ক্ষরিত রেচন পদার্থ মানুষের মূত্রে অধিক মাত্রায় থাকে।

মূত্রের কোন্ উপাদান গ্লোমেরুলাস পরিদ্রুত তরলে থাকে না?

মূত্রের অ্যামোনিয়া উপাদান গ্লোমেরুলাস পরিদ্রুত তরলে থাকে না।

কোন্ চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়?

অরনিথিন চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়।

কোন্ রোগে মূত্রে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয়?

ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে মূত্রে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয়।

যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে কী বলে?

যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে।

মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হওয়াকে কী বলে?

মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হওয়াকে হিমাচুরিয়া বলে।

রক্তে উপস্থিত একটি প্রোটিনবিহীন N₂ যুক্ত যৌগের নাম লেখো।

রক্তে উপস্থিত একটি প্রোটিনবিহীন N₂ যুক্ত যৌগের নাম হল ইউরিয়া।

কোন্ উপাদানের জন্য মূত্রের রং হলুদ হয়?

ইউরোক্রোম উপাদানের জন্য মূত্রের রং হলুদ হয়।

মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো।

মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম হল গ্লুকোজ, অ্যালবুমিন।

ADH -এর পুরো নাম লেখো।

ADH -এর পুরো নাম হল অ্যান্টি ডাইইউরেটিক হরমোন।

নেফ্রনের কোন্ অংশে সবচেয়ে বেশি পুনঃশোষণ ঘটে?

নেফ্রনের পরাসংবর্ত নালিকা অংশে সবচেয়ে বেশি পুনঃশোষণ ঘটে।

মূত্রের মাধ্যমে ক্ষরিত হয় এমন একটি পদার্থের নাম লেখো।

মূত্রের মাধ্যমে ক্ষরিত হয় এমন একটি পদার্থের নাম হল ক্রিয়েটিনিন।

রজনের প্রকারভেদগুলি উল্লেখ করো।

কঠিন রজন (চাঁচগালা), ওলিও রজন (তরল টারপেনটাইন), গঁদ রজন (হিং, ধুনো)।

সাদা রঙের তরুক্ষীর কোথায় থাকে?

বট, আকন্দ, পেঁপে প্রভৃতি উদ্ভিদের তরুক্ষীর নালি ও তরুক্ষীর কোশে সাদা রঙের তরুক্ষীর পাওয়া যায়।

ডিজিট্যালিন কোথায় পাওয়া যায়?

ডিজিট্যালিস পারপুরিয়া (Digitalis purpurea) নামক উদ্ভিদ থেকে ডিজিট্যালিন পাওয়া যায়।

ইডিওব্লাস্ট কাকে বলে?

যে-সকল সজীব কোশে ধাতব কেলাস র‍্যাফাইড গঠিত হয়, তাদের ইডিওব্লাস্ট বলে।

র‍্যাফাইড কী?

ওল, কচু উদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ডে, কচুরিপানার বৃত্তকোশে ক্যালশিয়াম অক্সালেট ঘটিত কেলাসাকার রেচন পদার্থকে র‍্যাফাইড বলে।

সিস্টোলিথ কী?

বট, রবার প্রভৃতি গাছের পাতায় আঙুরের থোকার ন্যায় গুচ্ছাকারে সঞ্চিত ক্যালশিয়াম কার্বনেট ঘটিত কেলাসাকার রেচন পদার্থকে সিস্টোলিথ বলে।

নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ?

কেঁচো, জোঁক সহ বিভিন্ন অঙ্গুরীমাল প্রাণীদের রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া।

নেফ্রোস্টোম কী?

কেঁচো, জোঁক প্রভৃতি প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়ার অগ্রভাগে অবস্থিত ফানেল আকৃতির গঠনকে নেফ্রোস্টোম বলে।

মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ কী কী?

যকৃৎ, ত্বক, ফুসফুস, লালাগ্রন্থি, অস্ত্র প্রভৃতি হল মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ।

পোডোসাইট কোশ কোথায় অবস্থান করে?

বাওম্যানস ক্যাপসুলের ভিসেরাল স্তরে পোডোসাইট কোশ দেখা যায়।

ডায়াবেটিস মেলিটাস কী?

রক্তে স্বাভাবিক শর্করার মান 80 120 mg/100ml। ইনসুলিন হরমোনের অভাবে গ্লুকোজের পরিমাণ রক্তের মধ্যে বেড়ে গেলে মূত্রের মধ্য দিয়ে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হওয়াকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে।

বৃক্কে পাথর জমে কীভাবে?

অতিরিক্ত ইউরিক অ্যাসিড এবং কিছু লবণ (ক্যালশিয়াম অক্সালেট) বৃক্কে পাথর জমার প্রধান কারণ। এইসব লবণ এবং ইউরিক অ্যাসিড নরম পাথরের আকার ধারণ করে এবং বৃক্কের কার্যকারিতাকে বাধা দেয়।

বৃক্ককে মিশ্রগ্রন্থি বলে কেন?

বৃক্ক থেকে একই সঙ্গে রেনিন নাম উৎসেচক ও এরিথ্রোপোয়েটিন নামক হরমোন ক্ষরণ ঘটে। তাই বৃক্ককে মিশ্রগ্রন্থি বলে।

বৃক্কের গ্লোমেরুলাস -এর পরিস্রুত তরলে গ্লুকোজ থাকলেও স্বাভাবিক মূত্রে থাকে না কেন?

গ্লোমেরুলাসে প্রতি মিনিটে 100 mg গ্লুকোজ পরিস্রুত হয়, কিন্তু প্রায় সমস্তটুকুই পরাসংবর্ত নালিকাতে পুনঃশোষিত হয় ও রক্তে ফিরে আসে। এই কারণে বৃক্কের গ্লোমেরুলাস পরিসুত তরলে গ্লুকোজ থাকলেও স্বাভাবিক মূত্রে গ্লুকোজ প্রায় থাকে না।

গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপ দেহের অন্যান্য স্থানের রক্তজালকের রক্তচাপ অপেক্ষা বেশি থাকে কেন?

গ্লোমেরুলাসে যে অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে তার ব্যাস বহির্মুখী ধমনির দ্বিগুণ। ফলে, যে পরিমাণ রক্ত গ্লোমেরুলাসে যে বেগে প্রবেশ করে সেই বেগে বহির্মুখী পথে বেরোতে পারে না। এই কারণে, এই স্থানে রক্তচাপ বেশি থাকে।

ঘামকে একই সঙ্গে ক্ষরণ ও রেচন পদার্থ বলে কেন?

ঘাম ত্বকের ঘর্মগ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ। ঘামের মাধ্যমে জল, খনিজ লবণ, সামান্য ইউরিয়া দেহ থেকে রেচিত হয়। এই কারণে ঘাম একই সঙ্গে ক্ষরণ ও রেচন পদার্থ।

ক্লোরাগোজেন কী?

কেঁচোর দেহত্বকের পেরিটোনিয়াল আবরণীতে বিশেষ কিছু কোশ উপস্থিত থাকে যেখানে ইউরিয়া ও অ্যামোনিয়া রেচন পদার্থরূপে সঞ্চিত হয়। এই সমস্ত কোশগুলিকে ক্লোরাগোজেন বলে।

ল্যাসিস কোশ কী?

বৃক্কে অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকার সংযোগস্থলে অবস্থিত দানাবিহীন সাইটোপ্লাজমযুক্ত কোশগুলিকে ল্যাসিস কোশ বলে।

ডাইইউরেটিক্স কাকে বলে?

যে-সমস্ত পদার্থ মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়, তাদের’ ডাইইউরেটিক্স বলে। যেমন – কফি, অ্যালকোহল, স্যালাইন প্রভৃতি।

ভাসারেকটা কী?

নেফ্রনে বহির্মুখী ধমনিকা বৃক্কীয় নালিকাকে ঘিরে যে একাধিক অসংখ্য ‘U’ আকৃতির রক্তজালক গঠন করে, তাকে ভাসারেকটা বলে।

লবণ রেচন গ্রন্থি কোথায় থাকে?

সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক পাখির মস্তকে লবণ রেচন গ্রন্থি থাকে। এই গ্রন্থির সাহায্যে দেহের অতিরিক্ত লবণ রেচিত হয়।

অতীন্দ্রিয় বাষ্পীভবন কাকে বলে?

আমাদের দেহত্বকের উপরিতল এবং শ্বসন পথ থেকে অবিরাম বাষ্পীভবনের দ্বারা জল রেচিত হয়, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। এই প্রক্রিয়াকে অতীন্দ্রিয় বাষ্পীভবন বলে।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. সরু ছুঁচের মতো ধাতব কেলাসi. অ্যাট্রোপিন1. → v.
2. আমাশয় রোগের ওষুধii. মূত্রথলি2. → vii.
3. বেলেডোনা গাছের পাতা ও মূলiii. দূরসংবর্ত নালিকা3. → i.
4. ADH -এর প্রভাবে জল শোষণiv. স্ট্রিকনিন4. → iii.
5. নাক্সভমিকা গাছের বীজv. র‍্যাফাইড5. → iv.
6. বাকলমোচনvi. পেয়ারা6. → vi.
vii. এমিটিন
বামদিকডানদিকউত্তর
1. সিঙ্কোনা গাছের বাকলi. সিস্টোলিথ1. → iii.
2. কেঁচোর রেচন অঙ্গii. হেনলির লুপ2. → vii.
3. CO₂, জলীয় বাষ্প রেচিত করেiii. কুইনাইন3. → vi.
4. দেহে জলের সমতা বজায় রাখেiv. শিখাকোশ4. → v.
5. নেফ্রনের ‘U’ আকৃতির অংশv. বৃক্ক5. → ii.
6. ক্যালশিয়াম কার্বনেটের কেলাসvi. ফুসফুস6. → i.
vii. নেফ্রিডিয়া

বেমানান শব্দটি খুঁজে বার করো।

প্রশ্নউত্তরকারণ
1. গঁদ, রজন, তরুক্ষীর, কুইনাইন।কুইনাইনকুইনাইন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, বাকীগুলি নাইট্রোজেনবিহীন।
2. ম্যালপিজিয়ান নালিকা, বাওম্যানস ক্যাপসুল, ম্যালপিজিয়ান কণিকা, হেনলির লুপ।ম্যালপিজিয়ান নালিকাএটি আরশোলার রেচনাঙ্গ, বাকীগুলি মানব বৃক্কের অংশ।
3. রজন, বানতেল, ইউরিয়া, রেসারপিন।ইউরিয়াএটি প্রাণী রেচনপদার্থ, বাকীগুলি উদ্ভিদজাত রেচনপদার্থ।
4. চাঁচগালা, কানাডা-বালসাম, হিং, সিলিকা।সিলিকাএটি উদ্ভিদজাত রেচনপদার্থ ধাতব কেলাস। বাকীগুলি বিভিন্নপ্রকারের রজনের উদাহরণ।
5. নেফ্রিডিয়া, সিস্টোলিথ, ফ্লেমকোশ, বৃক্ক।সিস্টোলিথএটি উদ্ভিদ রেচনপদার্থ, বাকীগুলি প্রাণীদের রেচন অঙ্গ।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘রেচন’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর