নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ ও তার সম্পদ’ -এর অন্তর্গত ‘প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

পরিবেশ ও তার সম্পদ-প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই-স্থিতিশীল ব্যবহার
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

ক্রমহ্রাসমান প্রাকৃতিক সম্পদ –

  1. বৃক্ষ
  2. সৌরশক্তি
  3. জল
  4. জীবাশ্ম জ্বালানি

উত্তর – 4. জীবাশ্ম জ্বালানি

অপ্রচলিত শক্তির উৎস –

  1. পেট্রোলিয়াম
  2. কয়লা
  3. বায়ুশক্তি
  4. প্রাকৃতিক গ্যাস

উত্তর – 3. বায়ুশক্তি

পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল –

  1. জলবিদ্যুৎ
  2. বন
  3. তাপবিদ্যুৎ
  4. পেট্রোলিয়াম

উত্তর – 2. বন

অনিঃশেষযোগ্য প্রাকৃতিক সম্পদ হল –

  1. জল
  2. কৃষি
  3. সৌরশক্তি
  4. জীবাশ্ম জ্বালানি

উত্তর – 3. সৌরশক্তি

অরণ্য ধ্বংস –

  1. জীববৈচিত্র্য হ্রাস করে
  2. ভূমিক্ষয় ঘটায়
  3. বায়ুদূষণ ঘটায়
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

বনভূমির ধ্বংসে –

  1. বৃষ্টিপাত
  2. মাটিক্ষয়
  3. খরা
  4. বিশ্ব উষ্ণায়ন -এর হ্রাস ঘটে

উত্তর – 1. বৃষ্টিপাত

ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে পুনরায় গঠন করার জন্য যে বিজ্ঞানের প্রয়োজন –

  1. হর্টিকালচার
  2. টিস্যুকালচার
  3. এগ্রিকালচার
  4. সিলভিকালচার

উত্তর – 4. সিলভিকালচার

বর্তমান ভারতে অরণ্যের পরিমাণ স্থলভাগের প্রায় –

  1. 10.21%
  2. 15.37%
  3. 19.39%
  4. 20.06%

উত্তর – 3. 19.39%

প্রদত্ত কোনটি বনের কাজ নয়? –

  1. জলসম্পদ সংরক্ষণ ঘটানো
  2. বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাস ঘটানো
  3. ভূমিক্ষয় রোধ ঘটানো
  4. বৃষ্টিপাত ঘটানো

উত্তর – 2. বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাস ঘটানো

মাটির ক্ষয়রোধ করা যায় –

  1. ওভারগ্রেজিং -এর দ্বারা
  2. ডিফরেস্টেশন -এর দ্বারা
  3. আফরেস্টেশন -এর দ্বারা
  4. বনভূমি ধ্বংস -এর দ্বারা

উত্তর – 3. আফরেস্টেশন -এর দ্বারা

মিষ্টি জলের সর্ববৃহৎ উৎস হল –

  1. হ্রদ ও ঝরনা
  2. নদী
  3. মেরুবরফ ও হিমবাহ
  4. ভূগর্ভস্থ জল

উত্তর – 3. মেরুবরফ ও হিমবাহ

পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ হল –

  1. 97.2%
  2. 0.62%
  3. 2.8%
  4. 2.15%

উত্তর – 3. 2.8%

পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হল –

  1. 0.5 mg/lt
  2. 0.05 mg/lt
  3. 1 mg/lt
  4. 0.1 mg/lt

উত্তর – 2. 0.05 mg/lt

রাজস্থানের ‘Khadins’ হল –

  1. সেচের জন্য জল ধরে রাখা
  2. ভূগর্ভস্থ জলকে সংরক্ষণ করা
  3. মাটির ক্ষয় রোধ করা
  4. বন্যপ্রাণী শিকার করা

উত্তর – 2. ভূগর্ভস্থ জলকে সংরক্ষণ করা

প্রদত্ত বক্তব্যগুলি পড়ো –

(i) প্রাত্যহিক জীবনে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার না করা।
(ii) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রূপায়ণ করা।
(iii) অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল ব্যবহার করা।
(iv) বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা। এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে? –

  1. (i), (iii) ও (iv)
  2. (i), (ii) ও (iii)
  3. (ii), (iii) ও (iv)
  4. (i), (ii) ও (iv)

উত্তর – 4. (i), (ii) ও (iv)

প্রণোদিত প্রজননে কোন্ গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? –

  1. থাইরয়েড
  2. পিটুইটারি
  3. অ্যাড্রিনাল
  4. লালাগ্রন্থি

উত্তর – 2. পিটুইটারি

কোন্ শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? –

  1. ভলভক্স
  2. কারা
  3. ক্লোরেল্লা
  4. স্পাইরোগাইরা

উত্তর – 3. ক্লোরেল্লা

বর্তমানে পৃথিবীতে বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয় –

  1. পনির
  2. মাংস
  3. মিলেট
  4. এক কোশীয় প্রোটিন

উত্তর – 4. এক কোশীয় প্রোটিন

কোনটি বিকল্প খাদ্যের উৎস? –

  1. মাছ
  2. ডিম
  3. শাকসবজি
  4. পতঙ্গ

উত্তর – 4. পতঙ্গ

অপ্রচলিত বিকল্প খাদ্যের উৎস হল –

  1. সয়াবিন
  2. দানাশস্য
  3. সিঙ্গল সেল প্রোটিন
  4. সবগুলি

উত্তর – 3. সিঙ্গল সেল প্রোটিন

জীবাশ্ম জ্বালানি নয় –

  1. LPG
  2. প্রাকৃতিক গ্যাস
  3. CNG
  4. বায়োগ্যাস

উত্তর – 4. বায়োগ্যাস

LPG -এর প্রধান উপাদান হল –

  1. মিথেন
  2. বিউটেন
  3. হাইড্রোজেন
  4. প্রোপেন

উত্তর – 2. বিউটেন

CNG -এর প্রধান উপাদান হল –

  1. মিথেন
  2. বিউটেন
  3. ইথেন
  4. প্রোপেন

উত্তর – 1. মিথেন

আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা –

  1. পাঁচটি
  2. ছয়টি
  3. সাতটি
  4. আটটি

উত্তর – 2. ছয়টি

দূষণহীন শক্তির উৎস হল –

  1. বায়োমাস শক্তি
  2. আণবিক শক্তি
  3. সৌরশক্তি
  4. সবগুলি

উত্তর – 3. সৌরশক্তি

প্রদত্ত বক্তব্যগুলি পড়ো –

(i) স্কুলে ফাঁকা শ্রেণিকক্ষে আলো ও পাখার সুইচ বন্ধ করে রাখা।
(ii) গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া।
(iii) অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো।
(iv) দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও

  1. (i), (ii) ও (iii)
  2. (ii), (iii) ও (iv)
  3. (i), (iii) ও (iv)
  4. (i), (ii) ও (iv)

উত্তর – 3. (i), (iii) ও (iv)

কোনটির মধ্যে শক্তি ‘রাসায়নিক শক্তি’ রূপে সঞ্চিত থাকে না? –

  1. কয়লা
  2. খনিজ তেল
  3. রাসায়নিক সার
  4. প্রাকৃতিক গ্যাস 

উত্তর – 3. রাসায়নিক সার

বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় –

  1. 5 জুন
  2. 5 আগস্ট
  3. 26 মার্চ
  4. 8 জুন

উত্তর – 1. 5 জুন

শূন্যস্থান পূরণ করো।

ভারতের মোট ভূমির ___ % বনাঞ্চল থাকা প্রয়োজন।

উত্তর – ভারতের মোট ভূমির 33% বনাঞ্চল থাকা প্রয়োজন।

বনভূমির দ্বারা মাটির ক্ষয় ___ হয়।

উত্তর – বনভূমির দ্বারা মাটির ক্ষয় রোধ হয়।

___ বিশ্ব জল দিবসরূপে পালিত হয়।

উত্তর – 22 মার্চ বিশ্ব জল দিবসরূপে পালিত হয়।

বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা ___ পেতে পারে।

উত্তর – বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে পারে।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 2050 সালে জলের চাহিদা হবে ___ বিলিয়ন ঘন কিমি।

উত্তর – জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 2050 সালে জলের চাহিদা হবে 970 বিলিয়ন ঘন কিমি।

পৃথিবীর মোট জলের মাত্র ___ পানের উপযোগী।

উত্তর – পৃথিবীর মোট জলের মাত্র 0.37% পানের উপযোগী।

___ নামক শৈবালকে প্রোটিন যুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

উত্তর – ক্লোরেল্লা নামক শৈবালকে প্রোটিন যুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

প্রণোদিত প্রজনন পদ্ধতিতে ___ উৎপাদন বৃদ্ধি করা হয়।

উত্তর – প্রণোদিত প্রজনন পদ্ধতিতে মাছের উৎপাদন বৃদ্ধি করা হয়।

বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষ করাকে বলা হয় ___।

উত্তর – বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষ করাকে বলা হয় পিসিকালচার

বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষ করাকে বলা হয় ___।

উত্তর – বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষ করাকে বলা হয় এপিকালচার

পালন পুকুরে ___ পালন করার পর মাছগুলিকে সঞ্চয়ী পুকুরে ছাড়া হয়।

উত্তর – পালন পুকুরে ধানিপোনা পালন করার পর মাছগুলিকে সঞ্চয়ী পুকুরে ছাড়া হয়।

জোয়ারভাটা শক্তি একটি ___ সম্পদ।

উত্তর – জোয়ারভাটা শক্তি একটি প্রবহমান সম্পদ।

ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় ___ থেকে।

উত্তর – ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কয়লা থেকে।

___ একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি।

উত্তর – বায়ুশক্তি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি।

বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে ___ ব্যবহার করা উচিত।

উত্তর – বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে CFL/LED ব্যবহার করা উচিত।

ভূ-তাপীয় শক্তি সংগৃহীত হয় ___ থেকে।

উত্তর – ভূ-তাপীয় শক্তি সংগৃহীত হয় ম্যাগমা থেকে।

গোবর গ্যাস উৎপাদনে ___ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়।

উত্তর – গোবর গ্যাস উৎপাদনে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়।

প্রাকৃতিক শক্তির বিকল্প একটি শক্তির উৎস হল ___।

উত্তর – প্রাকৃতিক শক্তির বিকল্প একটি শক্তির উৎস হল সৌরশক্তি

___ -এর সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়।

উত্তর – সৌরকোশ -এর সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়।

ঠিক বা ভুল নির্বাচন করো।

বনভূমি বায়ুর গতিবেগ হ্রাস করিয়ে ভূমিক্ষয় রোধ করে।

উত্তর – ঠিক [✓]

বন ধ্বংস হলে বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

উত্তর – ঠিক [✓]

গ্লেসিয়ার পানীয় জলের উৎস হিসেবে কাজ করে।

উত্তর – ঠিক [✓]

বৃষ্টির জল ধরে রেখে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো হয়।

উত্তর – ঠিক [✓]

জীবাশ্ম জ্বালানি পর্যাপ্ত বাতাসের অনুপস্থিতিতে পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কার্বন মনোক্সাইড

বায়োমাসের উৎস হল নিউক্লিয় শক্তি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গোবর গ্যাস

জীবাশ্ম জ্বালানি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পুনর্নবীকরণ অযোগ্য

বায়ুশক্তি হল অনিঃশেষিত প্রাকৃতিক সম্পদ।

উত্তর – ঠিক [✓]

পৃথিবীর জলরাশির মাত্র 3% হল মিষ্টিজল।

উত্তর – ঠিক [✓]

পৃথিবীর ভূ-পৃষ্ঠস্থ ও ভূ-গর্ভস্থ জলের পরিমাণ 0.65%।

উত্তর – ঠিক [✓]

স্পিরুলিনা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর – ঠিক [✓]

সৌরশক্তি হল নিঃশেষীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনিঃশেষীকরণযোগ্য

প্রাকৃতিক গ্যাস একপ্রকার পুনঃস্থাপন অযোগ্য শক্তি। 

উত্তর – ঠিক [✓]

বিদ্যুৎ একটি প্রাকৃতিক সম্পদ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বন

দু-একটি শব্দে উত্তর দাও।

প্রাকৃতিক কারণে পরিবেশদূষণের একটি দৃষ্টান্ত উল্লেখ করো।

প্রাকৃতিক কারণে পরিবেশদূষণের একটি দৃষ্টান্ত হল দাবানল।

বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখো।

বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ হল দাবানল।

বর্তমানে বৃষ্টির জল ধরে কোথায় সংরক্ষণ করা হয়?

বর্তমানে বৃষ্টির জল ধরে মাটির নীচে সংরক্ষণ করা হয়।

একটি বিদেশি মাছের নাম লেখো।

একটি বিদেশি মাছের নাম হল সিলভার কার্প।

একটি দেশি মাছের নাম লেখো।

একটি দেশি মাছের নাম হল রুই (লাবেও রোহিতা)।

সোলার ড্রায়ার কী কাজে ব্যবহৃত হয়?

সোলার ড্রায়ার শস্য শুকোতে কাজে ব্যবহৃত হয়।

কোন্ পাতার শাঁস থেকে বিকল্প খাদ্য প্রস্তুত হয়?

ঘৃতকুমারী পাতার শাঁস থেকে বিকল্প খাদ্য প্রস্তুত হয়।

পৃথিবীতে খাদ্যের দুটি বিকল্প উৎস উল্লেখ করো।

পৃথিবীতে খাদ্যের দুটি বিকল্প উৎস হল ক্লোরেল্লা, স্পিরুলিনা।

সবুজ বিপ্লবের প্রয়োজন হয়েছিল কোন্ সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য?

সবুজ বিপ্লবের প্রয়োজন হয়েছিল খাদ্যসম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য।

কোন্ মাছের লার্ভার বৃদ্ধি আলোকিত স্থানে ভালো হয়?

স্যামন (Salmon) মাছের লার্ভার বৃদ্ধি আলোকিত স্থানে ভালো হয়।

রেফ্রিজারেটারে খাদ্যবস্তু কীভাবে রাখলে বিদ্যুতের সাশ্রয় হবে?

রেফ্রিজারেটারে খাদ্যবস্তু ঢাকা দিয়ে রাখলে বিদ্যুতের সাশ্রয় হবে।

দুটি দানাশস্যের উদাহরণ দাও।

দুটি দানাশস্যের উদাহরণ হল ধান ও গম।

দুটি তৈলবীজের উদাহরণ দাও।

দুটি তৈলবীজের উদাহরণ হল সরিষা ও বাদাম।

আধুনিক সমাজে ব্যক্তিপ্রতি গড়ে দৈনিক কতটা জল ব্যয় হয়?

আধুনিক সমাজে ব্যক্তিপ্রতি গড়ে দৈনিক 350 – 700 লিটার জল ব্যয় হয়।

মাটি সংক্রান্ত অধ্যয়নকে কী বলে?

মাটি সংক্রান্ত অধ্যয়নকে পেডোলজি বলে।

একটি চিরাচরিত শক্তির উদাহরণ দাও।

একটি চিরাচরিত শক্তির উদাহরণ হল কয়লা।

কয়লার মধ্যে শক্তি কীরূপে সঞ্চিত থাকে?

কয়লার মধ্যে শক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে।

একটি নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও।

একটি নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ হল বায়ুশক্তি।

দুটি পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো।

দুটি পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হল কয়লা, পেট্রোলিয়াম গ্যাস।

ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম লেখো।

ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম হল তারাপুর ও কোটা।

ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম বায়ুশক্তির ব্যবহার শুরু হয়?

ভারতের গুজরাট রাজ্যে সর্বপ্রথম বায়ুশক্তির ব্যবহার শুরু হয়।

একটি কমার্শিয়াল শক্তির উদাহরণ দাও।

একটি কমার্শিয়াল শক্তির উদাহরণ হল ইলেকট্রিসিটি।

দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো।

দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ হল – অরন্য, মৎস্য সম্পদ।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য যে ওটি । প্রয়োজন সেগুলি কী কী?

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে 3টি R হল – Reduce, Recycle, Reuse।

বনভূমির একটি নিয়ন্ত্রণমূলক কাজ লেখো।

পরিবেশে O₂ – CO₂ -র ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

বনভূমি ধ্বংস বৃষ্টিপাতের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে?

বনভূমি ধ্বংস বৃষ্টিপাতের পরিমাণ কমিয়ে দেয়।

জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

জৈব পদার্থ মাটির নীচে দীর্ঘকাল চাপা পড়ে যে পদার্থ উৎপন্ন করে, তাকে জীবাশ্ম জ্বালানি বলে।

‘চিপকো আন্দোলন’ কথাটি কোন্ সংরক্ষণের সঙ্গে জড়িত?

‘চিপকো আন্দোলন’ কথাটি অরণ্য সংরক্ষণের সঙ্গে জড়িত।

LPG -র পুরো নাম কী?

LPG – Liquified Petroleom Gas.

CNG -র পুরো নাম লেখো।

CNG – Compressed Natural Gas.

CFL -র পুরো নাম লেখো।

CFL – Compact Fluorescent Lamp.

CFL -ব্যবহারের সুবিধা কী?

CFL ব্যবহারের ফলে বিদ্যুৎশক্তির সাশ্রয় ঘটে।

পেট্রোলিয়ামের কয়েকটি উপজাত পদার্থের নাম লেখো।

পেট্রোলিয়ামের কয়েকটি উপজাত পদার্থ হল – প্যারাফিন, ভেসলিন, রং, স্যাকারিন, পিচ, নানা সুগন্ধি প্রভৃতি।

স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?

যে উন্নয়ন ব্যবস্থায় পরিবেশকে রক্ষা করে শিল্প, কৃষিসহ অন্যান্য কাজগুলি করা হয়, সেই ব্যবস্থাকে স্থিতিশীল উন্নয়ন বলে।

UNICEF -এর পুরো নাম লেখো।

UNICEF – United Nations Children’s Fund (পুরো নাম United Nations Children’s Emergency Fund) I

পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তার নাম কী?

বিজ্ঞানের যে শাখায় পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, তার নাম লিমনোলজি (Limnology)।

বিশ্বের একটি দুর্ভিক্ষ পীড়িত দেশের নাম লেখো।

বিশ্বের একটি দুর্ভিক্ষ পীড়িত দেশ হল ইথিওপিয়া।

ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম লেখো।

ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি হল – তারাপুর, কোটা, কালপক্কম, কাকোয়াপার, নাড়োরা, কারোয়ার।

SCP -এর পুরো নাম কী?

SCP = Single Cell Protein.

UNEP -এর পুরো নাম কী?

UNEP = United Nations Environment Programme.

দুটি বিকল্প শক্তির নাম লেখো।

দুটি বিকল্প শক্তি হল – সৌরশক্তি ও বায়ুশক্তি।

এনার্জি ক্রপস কাকে বলে? উদাহরণ দাও।

যেসব শস্য অ্যালকোহল উৎপাদনের জন্য চাষ করা হয়, তাদের এনার্জি ক্রপস (Energy crops) বা শক্তি শস্য বলে।

ক্যাচমেন্ট অঞ্চল (Catchment Area) কী?

মাটি নগ্ন অবস্থায় থাকলে মাটির জলধারণ ক্ষমতা হ্রাস পায় বলে বৃক্ষরোপণ করে উপযুক্ত বনাঞ্চল সৃষ্টি করে, মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গঠিত হওয়া বনাঞ্চলকে ক্যাচমেন্ট অঞ্চল বলে।

ক্যানোপি (Canopy) কী?

একটি বৃহদাকার বনভূমিতে জন্মানো সুউচ্চ বৃক্ষরা বনভূমির যে উপরিস্তর গড়ে তোলে, তাকে ক্যানোপি বলে।

আন্ডারস্টোরি (Understory) কী?

একটি বৃহদাকার বনভূমিতে স্বল্প উচ্চতার গাছ বনভূমির যে নীচের স্তর গঠন করে, তাকে আন্ডারস্টোরি বলে।

বায়োডিজেল কী?

জ্যাট্রোপা বা ভেরেন্ডা উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত তেলকে ডিজেল ইঞ্জিনে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একে বায়োডিজেল বলে।

পরিবেশীয় বাফার কাকে বলে?

বন বা অরণ্যকে পরিবেশীয় বাফার বলে।

পেট্রোক্রপ (Petrocrop) কাকে বলে?

যে-সকল উদ্ভিদ থেকে জৈব জ্বালানি পাওয়া যায়, (যেমন – বায়োডিজেল) তাদের পেট্রোক্রপ বলে।

ম্যারিকালচার কাকে বলে?

বিভিন্ন প্রফার ফিন ফিশ, সেলফিশ (যেমন – কাঁকড়া, চিংড়ি ইত্যাদি) এবং সামুদ্রিক আগাছাদের চাষ করার পদ্ধতিকে ম্যারিকালচার (Maricalture) বলে।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. ডিফরেস্টেশনi. অপ্রচলিত শক্তি1. → iv.
2. সৌরশক্তিii. জলসম্পদ2. → i.
3. জলবিদ্যুৎiii. অরণ্য3. → ii.
4. খাদ্যের বিকল্প উৎসiv. ভূমিধস4. → viii.
5. বনজ সম্পদv. প্রাকৃতিক সম্পদ5. → iii.
6. তাপবিদ্যুৎvi. ক্যাচমেন্ট অঞ্চল6. → ix.
7. বনজ সম্পদ ও বায়ুশক্তিvii. নিউক্লিয়ার শক্তি7. → v.
8. মাটির জলধারণ ক্ষমতাviii. মাশরুম8. → vi.
ix. কয়লা

বেমানান শব্দটি খুঁজে বার করো।

প্রশ্নবেমানান শব্দকারণ
সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস, ভূতাপীয় শক্তিজৈব গ্যাসবাকি সবগুলিই অপ্রচলিত শক্তির উৎস কিন্তু জৈব গ্যাস প্রচলিত শক্তি।
ঘৃতকুমারী, স্পিরুলিনা, রুইমাছ, ইস্টরুই মাছবাকি সবগুলি বিকল্প খাদ্য উপাদান, রুই মাছ প্রচলিত খাদ্য।
গোরু, ছাগল, মুরগি, মোষমুরগিবাকি সকল প্রাণীই দুগ্ধ উৎপাদনকারী, কিন্তু মুরগি মাংস উৎপাদনকারী প্রাণী।
ঘেসোরুই, রুই, আমেরিকান রুই, সিলভার কার্পরুইবাকি সব মাছগুলি বিদেশি মাছ, কিন্তু রুই দেশি মাছ।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ ও তার সম্পদ’ -এর অন্তর্গত ‘প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই-স্থিতিশীল ব্যবহার

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর