ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী

ভারত, নদীমাতৃক দেশ, যেখানে অসংখ্য নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলি শুধু জল সরবরাহ করে না, বরং কৃষি, পরিবহন, এবং অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Table of Contents

এই পোস্টে, আমরা ভারতের কিছু বিখ্যাত নদীর তথ্য এবং তাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো।

ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী

নামদৈর্ঘ্য (কিমি)উৎসস্থলপতনস্থলউপনদীগুরুত্ব
গঙ্গাপ্রায় ২৫২৫গঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগরযমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতীভারতের প্রধান নদী, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব
যমুনাপ্রায় ১৩৮০যমুনেত্রী হিমবাহগঙ্গাগিরি, চম্বল, বেতোয়াগঙ্গার দীর্ঘতম উপনদী
সিন্ধুপ্রায় ৩১৮০ (ভারতে ৭০৯)সিন-কা-কাব উষ্ণ প্রসবণআরব সাগরবিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রুঐতিহাসিক গুরুত্ব
ব্রহ্মপুত্রপ্রায় ২৯০০ (ভারতে ৮৮৫)চেমাযুংদুং হিমবাহবঙ্গোপসাগরতিস্তা, তোর্সাপৃথিবীর উচ্চতম নদী
শতদ্রুপ্রায় ১৪৫০ (ভারতে ১০৫০)মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস তালসিন্ধুবিপাশাসিন্ধুর দীর্ঘতম উপনদী
বিতস্তাপ্রায় ৭২৫ (ভারতে ৪০০)কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণচেনাব বা চন্দ্রভাগালিডার, পীরপঞ্জল, পোহরুকাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী
চেনাবপ্রায় ১১৮০বারালাচা পাসসিন্ধুসিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী
লুনিপ্রায় ৪৫০আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালিকচ্ছের রণজোজরী, সাগি নদীমরুভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী
মহানদীপ্রায় ৮৫৮সিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগরইব, হাঁসদেও, মান্দ
গোদাবরীপ্রায় ১৪৬৫ত্রিম্বক মালভূমিবঙ্গোপসাগরইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা
কৃষ্ণাপ্রায় ১৪০০পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগরতুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্র

ভারতের বিভিন্ন নদ-নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো।

সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী।

কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।

নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।

সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।

Sky River” নামে কোন নদী পরিচিত

ব্রহ্মপুত্র নদ।

ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।

লুনি নদী।

তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত?

সাংপো।

উত্তর-পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী?

ব্রহ্মপুত্র নদ।

উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী?

সিন্ধু নদ।

গঙ্গার প্রধান উপনদীর নাম কী?

যমুনা নদী।

দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

গোদাবরী নদী (প্রায় ১,৪৬৫ কিলোমিটার)

দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদী কে বলা হয়?

কাবেরী নদী।

ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি?

যমুনা নদী (প্রায় ১,৩৮০ কিলোমিটার)।

ভারতের দীর্ঘতম নদীর নাম কি?

গঙ্গা নদী (প্রায় ২,৫২৫ কিলোমিটার।

আরও পড়ুন – নদী বলতে কী বোঝ? নদীর গুরুত্ব ও নদীর ব্যবহারে পরিবেশগত সমস্যা

ভারতের নদীগুলি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেচ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদনসহ নানা কাজে এরা সাহায্য করে। এছাড়াও, আমাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সাথেও এই নদীগুলির গভীর সম্পর্ক রয়েছে। তাই, এই মূল্যবান সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

Share via:

মন্তব্য করুন