আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর থেকে “অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন” আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণির ইউনিট টেস্ট থেকে মাধ্যমিক পরীক্ষা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতেও কাজে লাগবে। এই অধ্যায় থেকে স্কুল পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নোত্তরগুলো সবাইকে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই বুঝতে পারেন। পড়ার শেষে এই অধ্যায়ের মুখ্য বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং যেকোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে লিখতে পারবেন।

পূর্ণবাক্যে উত্তর দাও।
কোথায়, কবে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়?
জার্মানির মেইনজ শহরে 1450 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়।
ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন?
জার্মানির মেইনজ শহরের অধিবাসী গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেন।
আধুনিক ছাপাখানার জনক নামে কে পরিচিত?
আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত জার্মানির জোহানেস গুটেনবার্গ।
ভারতে কারা প্রথম ছাপাখানা আমদানি করে?
পোর্তুগিজ জেসুইট মিশনারিরা ভারতে প্রথম ছাপাখানা আমদানি করে।
পোর্তুগিজ মিশনারিরা ভারতের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে?
ভারতের গোয়ায় পোর্তুগিজ মিশনারিরা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে।
বাংলাদেশে কোন্ সময়ে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
বাংলাদেশে 1777 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
বোম্বাইয়ে কোন্ সময়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
1764 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাজে কোন্ সময়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
1772 খ্রিস্টাব্দে মাদ্রাজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
A Code of Gentoo Laws কবে প্রকাশিত হয়?
A Code of Gentoo Laws 1777-1778 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কে প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
জেমস অগাস্টাস হিকি নামে একজন আইরিশ প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম কী ছিল?
বেঙ্গল গেজেট ছিল হিকির প্রকাশিত সংবাদপত্র।
বেঙ্গল গেজেট কবে প্রথম প্রকাশিত হয়?
1 জানুয়ারি, 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্রটি হল বেঙ্গল গেজেট।
বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন?
বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
হিকির বেঙ্গল গেজেট কোন্ ভাষায় ছাপা হত?
হিকির বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় ছাপা হত।
হিকির বেঙ্গল গেজেট কত দিন অন্তর প্রকাশিত হত?
হিকির বেঙ্গল গেজেট এক সপ্তাহ অন্তর প্রকাশিত হত।
হিকির বেঙ্গল গেজেট কারা কিনতেন?
কলকাতার ইউরোপীয়রা, বণিক ও ব্যবসায়ীরা বেঙ্গল গেজেট কিনতেন।
হিকির বেঙ্গল গেজেট কেন বন্ধ হয়?
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও একজন পাদরি হিকির বিরুদ্ধে মানহানির মামলা করলে এই পত্রিকা বন্ধ হয়ে যায়।
কোন্ প্রোটেস্ট্যান্ট মিশনারি বাংলাদেশে প্রথম এসেছিলেন?
জন জাকারিয়া কেরনিয়ানডার বাংলাদেশে প্রথম এসেছিলেন।
জন জাকারিয়া কেরনিয়ানডার কবে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
জন জাকারিয়া কেরনিয়ানডার 1780 খ্রিস্টাব্দে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশে কে প্রথম বর্ষপঞ্জী প্রকাশনা করেন?
বাংলাদেশে জন জাকারিয়া কেরনিয়ানডার প্রথম বর্ষপঞ্জী প্রকাশনা করেন।
ক্যালকাটা গেজেট -এর প্রকাশনা কে করেন?
ক্যালকাটা গেজেট -এর প্রকাশনা করেন ফ্রান্সিস গ্ল্যাডউইন।
ইন্ডিয়া গেজেট পত্রিকা কবে প্রকাশিত হয়?
1780 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইন্ডিয়া গেজেট পত্রিকা প্রকাশিত হয়।
ইন্ডিয়া গেজেট -এর সম্পাদক ও প্রকাশক কারা ছিলেন?
ইন্ডিয়া গেজেট -এর সম্পাদক ছিলেন বার্নার্ড মেসেনিক এবং প্রকাশক ছিলেন পিটার রিড।
ইন্ডিয়া গেজেট কোন্ ভাষায় প্রকাশিত হত?
ইন্ডিয়া গেজেট ইংরেজি ভাষায় প্রকাশিত হত।
ইন্ডিয়া গেজেট কত দিন অন্তর প্রকাশিত হত?
ইন্ডিয়া গেজেট এক সপ্তাহ অন্তর প্রকাশিত হত।
ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন?
ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিনস।
উন্নত বাংলা হরফ তৈরির কারিগর কে?
উন্নত বাংলা হরফ তৈরির কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার।
কোন্ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি করা হয়?
হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি করা হয়।
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কে ছিলেন?
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
হ্যালহেডের ব্যাকরণটি ছাপার ক্ষেত্রে কে পৃষ্ঠপোষকতা করেন?
হ্যালহেডের ব্যাকরণটি ছাপার ক্ষেত্রে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পৃষ্ঠপোষকতা করেন।
চুঁচুড়ার ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন?
চুঁচুড়ার ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিনস।
কোন্ ছাপাখানাটি প্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়?
চুঁচুড়ার ছাপাখানাটি প্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়।
কোম্পানি সরকারের ছাপাখানার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
কোম্পানি সরকারের ছাপাখানার প্রথম অধ্যক্ষ ছিলেন চার্লস উইলকিনস।
1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে কতগুলি ছাপাখানা ছিল?
1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে17টি ছাপাখানা ছিল।
ফোর্ট উইলিয়ম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি।
ফোর্ট উইলিয়ম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
ফোর্ট উইলিয়ম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়।
শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
উইলিয়ম কেরি, জোসুয়া মার্শম্যান এবং উইলিয়ম ওয়ার্ড একত্রে ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত।
কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
1818 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশনের উদ্যোগে ক-টি বিদ্যালয় স্থাপিত হয়?
1818 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশনের উদ্যোগে 103টি বিদ্যালয় স্থাপিত হয়।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হল দিগদর্শন (1818 খ্রিস্টাব্দ)।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল সমাচার দর্পণ (1818 খ্রিস্টাব্দ)।
কারা প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন?
শ্রীরামপুর মিশনারিরা প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন।
শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটির নাম কী?
শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটি হল বাইবেল।
শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি?
শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি হল ফ্রেন্ড অফ ইন্ডিয়া (1818 খ্রিস্টাব্দ)।
শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম লেখো।
শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম হল হিতোপদেশ।
শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশুশিক্ষা বিষয়ক কোন্ গ্রন্থটি প্রকাশিত হয়?
শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশুশিক্ষা বিষয়ক লিপিধারা গ্রন্থটি প্রকাশিত হয়।
উইলিয়ম কেরি কে ছিলেন?
উইলিয়ম কেরি ছিলেন ভারতের খ্রিস্টধর্ম প্রচারক এবং শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা।
ফেলিক্স কেরি কী জন্য বিখ্যাত?
উইলিয়ম কেরির পুত্র ফেলিক্স কেরি শারীরবিদ্যার উপর গ্রন্থ রচনার জন্য বিখ্যাত।
ছাপাখানার ব্যবসায়ে প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন?
ছাপাখানার ব্যবসায়ে প্রথম বাঙালি ব্যবসায়ী ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।
গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন?
গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন বাঙ্গাল গেজেটি প্রেস -এর প্রতিষ্ঠাতা এবং প্রথম বাঙালি প্রকাশক।
ক্যালকাটা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ভার্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1820 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
কে বীণাযন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
লেখক রাজকৃষ্ণ বসু ‘বীণাযন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
কারা সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার ‘সংস্কৃত যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হল অন্নদামঙ্গল।
কে বর্ণপরিচয় রচনা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ রচনা করেন।
শিশুশিক্ষা গ্রন্থটির রচয়িতা কে?
শিশুশিক্ষা গ্রন্থটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার।
মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে কোন্ বাঙালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কবে প্রতিষ্ঠিত হয়?
ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি 1895 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন?
ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন।
মুদ্রণশিল্পে উপেন্দ্রকিশোরের কৃতিত্ব কী ছিল?
মুদ্রণশিল্পে উপেন্দ্রকিশোরের কৃতিত্ব ছিল প্রসেসিং এবং হাফটোন ব্লক তৈরি।
হাফটোন কী?
ফোটোগ্রাফকে বইতে ছাপার উপযুক্ত ব্লক তৈরি করার প্রযুক্তি হল হাফটোন।
Half Tone facts Summarized কে রচনা করেন?
Half Tone facts Summarized রচনা করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
সুকুমার রায় কে ছিলেন?
সুকুমার রায় ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র।
সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
কত খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
1913 খ্রিস্টাব্দে ‘সন্দেশ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
দ্রাঘিজ্যা নামক গ্রন্থটি কার রচনা?
দ্রাঘিজ্যা নামক গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা।
এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটির সম্পাদনা কে করেন?
এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটির সম্পাদনা করেন উইলিয়ম কেরি।
কৃষি-উদ্যানপালন সমিতি (Agri-Horticulture Society) কে প্রতিষ্ঠা করেন?
কৃষি-উদ্যানপালন সমিতি (Agri-Horticulture Society) উইলিয়ম কেরি প্রতিষ্ঠা করেন।
এগ্রি-হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে?
এগ্রি-হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে।
প্রিন্সিপালস অফ কেমিস্ট্রির বাংলা অনুবাদ কে করেন?
প্রিন্সিপালস অফ কেমিস্ট্রির বাংলা অনুবাদ করেন জন ম্যাক।
বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার কে তৈরি করেন?
বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন জন ম্যাক।
History of Hindu Chemistry -এর লেখক কে?
History of Hindu Chemistry -এর লেখক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
ফ্লোরা ইন্ডিকা এবং হার্টস বেঙ্গলেনসিস – এর সম্পাদক কে ছিলেন?
ফ্লোরা ইন্ডিকা এবং হার্টস বেঙ্গলেনসিস -এর সম্পাদক ছিলেন উইলিয়ম কেরি।
ভারতের বেকন নামে কে পরিচিত?
ভারতের বেকন নামে পরিচিত অক্ষয়কুমার দত্ত।
চারুপাঠ গ্রন্থটি কার লেখা?
চারুপাঠ গ্রন্থটি অক্ষয়কুমার দত্তের লেখা।
সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কার লেখা?
সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা।
ভারতের সর্বপ্রাচীন Basic Science সংক্রান্ত মৌলিক গবেষণাকেন্দ্রের নাম কী?
ভারতের সর্বপ্রাচীন Basic Science সংক্রান্ত মৌলিক গবেষণাকেন্দ্রের নাম হল IACS।
IACS কে প্রতিষ্ঠা করেন?
IACS -এর প্রতিষ্ঠাতা হলেন ডা. মহেন্দ্রলাল সরকার।
কবে IACS প্রতিষ্ঠিত হয়?
1876 খ্রিস্টাব্দে IACS প্রতিষ্ঠিত হয়।
ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন -এর সম্পাদক কে ছিলেন?
ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন -এর সম্পাদক ছিলেন ডাঃ মহেন্দ্রলাল সরকার।
চন্দ্রশেখর ভেঙ্কটরমনের উল্লেখযোগ্য আবিষ্কার কোনটি?
চন্দ্রশেখর ভেঙ্কটরমনের উল্লেখযোগ্য আবিষ্কার হল – রমন ক্রিয়া বা রমন এফেক্ট।
IACS -এর কোন্ গবেষক নোবেল পুরস্কার লাভ করেন?
IACS -এর চন্দ্রশেখর ভেঙ্কটরমন নোবেল পুরস্কার লাভ করেন।
কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
কলকাতা বিজ্ঞান কলেজ 1914 খ্রিস্টাব্দের 27 মার্চ প্রতিষ্ঠিত হয়।
কলকাতা বিজ্ঞান কলেজ -এর প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কলকাতা বিজ্ঞান কলেজ -এর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
কলকাতা বিজ্ঞান কলেজ -এর প্রকৃত নাম কী?
কলকাতা বিজ্ঞান কলেজ -এর প্রকৃত নাম হল ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
বাংলার বাঘ বলা হয় কাকে?
বাংলার বাঘ বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে।
বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?
বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দের 30 নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
ক্রেসকোগ্রাফ (Crescograph) যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন?
ক্রেসকোগ্রাফ (Crescograph) যন্ত্রের আবিষ্কারক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু।
বসু বিজ্ঞান মন্দির -এর বর্তমান নাম কী?
বসু বিজ্ঞান মন্দির -এর বর্তমান নাম বোস ইনস্টিটিউট।
সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ টেকনিক্যাল এডুকেশন (SPTE) কী?
সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ টেকনিক্যাল এডুকেশন (SPTE) ছিল একটি কারিগরি শিক্ষাসমিতি।
SPTE কে প্রতিষ্ঠা করেন?
SPTE প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত।
BTI বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
BTI বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে BTI -এর নতুন নামকরণ হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি?
1928 খ্রিস্টাব্দে BTI -এর নতুন নামকরণ হয় ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’।
ভারতে চুঁইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন?
ভারতে চুঁইয়ে পড়া শিক্ষানীতি চালু করেন থমাস ব্যাবিংটন মেকলে।
জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ প্রতিষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা পরিষদ -এর সভাপতি কে ছিলেন?
জাতীয় শিক্ষা পরিষদ -এর সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ।
জাতীয় শিক্ষা পরিষদ -এর সম্পাদক কারা ছিলেন?
জাতীয় শিক্ষা পরিষদ -এর সম্পাদক ছিলেন আশুতোষ চৌধুরী এবং হীরেন্দ্রনাথ দত্ত।
রবীন্দ্রনাথ কোন্ ধরনের শিক্ষাব্যবস্থাকে আদর্শ মনে করতেন?
রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষাব্যবস্থাকে আদর্শ মনে করতেন।
ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন।
মহর্ষি দাতব্য চিকিৎসালয় কে প্রতিষ্ঠা করেন?
মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
1921 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক কে?
শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তপোবন প্রবন্ধটির রচয়িতা কে?
তপোবন প্রবন্ধটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পরলোকগমন করেন?
1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পরলোকগমন করেন।
কোন্ দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়?
22 শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়।
ভারতবর্ষে গোয়ায় পোর্তুগিজ জেসুইটরা কত খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা চালু করেন?
ভারতবর্ষে গোয়ায় পোর্তুগিজ জেসুইটরা 1556 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা চালু করেন।
কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
1777 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
কত খ্রিস্টাব্দে পঞ্চানন কর্মকার কর্তৃক নতুন বাংলা হরফ প্রস্তুত হয়?
1779 খ্রিস্টাব্দে পঞ্চানন কর্মকার কর্তৃক নতুন বাংলা হরফ প্রস্তুত হয়।
জেমস অগাস্টাস হিকি কত খ্রিস্টাব্দে বাংলার প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন?
জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে বাংলার প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন?
কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে দিগদর্শন এবং সমাচার দর্পণ প্রকাশিত হয়?
1818 খ্রিস্টাব্দে দিগদর্শন এবং সমাচার দর্পণ প্রকাশিত হয়।
শ্রীরামপুর মিশনে কত খ্রিস্টাব্দে কাগজের কল স্থাপিত হয়?
শ্রীরামপুর মিশনে 1820 খ্রিস্টাব্দে কাগজের কল স্থাপিত হয়।
কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পাঠশালা শুরু হয়?
1840 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পাঠশালা শুরু হয়।
কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়?
1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে IACS প্রতিষ্ঠিত হয়?
1876 খ্রিস্টাব্দে IACS প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে গুরুদাস বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রবর্তনের পক্ষে মত ব্যক্ত করেন?
1890 খ্রিস্টাব্দে গুরুদাস বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রবর্তনের পক্ষে মত ব্যক্ত করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কত খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ‘ইউ রায় অ্যান্ড সন্স’ নামে মুদ্রণ ও প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
1895 খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ‘ইউ রায় অ্যান্ড সন্স’ নামে মুদ্রণ ও প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
কত খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে স্বদেশি সমাজ বক্তৃতা হয়েছিল?
1904 খ্রিস্টাব্দে স্বদেশি সমাজ বক্তৃতা হয়েছিল।
কত খ্রিস্টাব্দে BTI -এর প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়েছিল?
1906 খ্রিস্টাব্দে BTI -এর প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়েছিল।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কত খ্রিস্টাব্দে ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশ করেন?
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1913 খ্রিস্টাব্দে ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-র জন্য কত খ্রিস্টাব্দে ‘নোবেল’ পুরস্কার লাভ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-র জন্য 1913 খ্রিস্টাব্দে ‘নোবেল’ পুরস্কার লাভ।
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে কত খ্রিস্টাব্দে ‘ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠিত হয়?
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে 1914 খ্রিস্টাব্দে ‘ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠিত হয়।
জগদীশচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।
কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে যাদবপুর অরবিন্দ ভবনের ভিত্তিস্থাপন হয়?
1922 খ্রিস্টাব্দে যাদবপুর অরবিন্দ ভবনের ভিত্তিস্থাপন হয়।
কত খ্রিস্টাব্দে BTI -এর নতুন নামকরণ করা হয় ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ (College of Engineering and Technology)?
1928 খ্রিস্টাব্দে BTI -এর নতুন নামকরণ করা হয় ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ (College of Engineering and Technology)।
গুটেনবার্গের আগে কোন দেশে মুদ্রণের সূচনা হয়েছিল এবং প্রথম ছাপা বইটির বাংলা নাম কী?
মুদ্রণের সূচনা হয় গুটেনবার্গের অনেক আগে চিন দেশে। আনুমানিক 868 খ্রিস্টাব্দে চিনে কাঠের ব্লক দিয়ে ছাপা হয়েছিল প্রথম বই যার নাম বাংলা তর্জমায় ‘হীরকসূত্র’।
গুটেনবার্গ ছাড়াও মুদ্রণযন্ত্রের উন্নয়নে কোন দু’জনের ভূমিকা উল্লেখযোগ্য ছিল?
মুদ্রণযন্ত্রের আবিষ্কারে গুটেনবার্গ। ছাড়াও জোহানন ফাস্ট (1400-1465) এবং পিটার স্কফার (1425-1502) -এর ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।
আলফ্রেড নোবেলের মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
আলফ্রেড নোবেল সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি রাসায়নিক ও ইঞ্জিনিয়ারিং-এর ব্যাবসা করতেন। বিখ্যাত ডাইনামাইট ও অনেক জিনিস আবিষ্কার ও প্রস্তুত করে তিনি অনেক অর্থ সঞ্চয় করেছিলেন। তাঁর মৃত্যুর সময় তিনি পাঁচটি পুরস্কারের জন্য প্রায় সব অর্থ ও সম্পত্তি রেখে যান। সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা ও শান্তির জন্য সেই অর্থ দিয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় –
- কলকাতায়
- শ্রীরামপুরে
- হুগলিতে
- ঢাকায়
উত্তর – 1. কলকাতায়
বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় –
- 1825 খ্রিস্টাব্দে
- 1830 খ্রিস্টাব্দে
- 1840 খ্রিস্টাব্দে
- 1845 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1825 খ্রিস্টাব্দে
বেঙ্গল গেজেট প্রকাশ করেন –
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- জেমস অগাস্টাস হিকি
- চার্লস উইলকিনস
- উইলিয়ম কেরি
উত্তর – 2. জেমস অগাস্টাস হিকি
বাংলার প্রথম সংবাদপত্রের প্রকাশক ছিলেন –
- জেমস অগাস্টাস হিকি
- উইলিয়ম কেরি
- ব্রাসি হ্যালহেড
- উইলিয়ম মার্শম্যান
উত্তর – 1. জেমস অগাস্টাস হিকি
বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –
- 1778 খ্রিস্টাব্দে
- 1780 খ্রিস্টাব্দে
- 1799 খ্রিস্টাব্দে
- 1905 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1780 খ্রিস্টাব্দে
ফেরিস অ্যান্ড কোম্পানি হল –
- কলকাতার একটি ছাপাখানা
- হুগলির প্রথম ছাপাখানা
- শ্রীরামপুরের একটি ছাপাখানা
- মাদ্রাজের প্রথম ছাপাখানা
উত্তর – 1. কলকাতার একটি ছাপাখানা
বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
- বর্ণপরিচয়
- এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
- মঙ্গল সমাচার মতিয়ের
- অন্নদামঙ্গল
উত্তর – 2. এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেন –
- ওয়ারেন হেস্টিংস
- চার্লস উইলকিনস
- জেমস অগাস্টাস হিকি
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তর – 4. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
হ্যালহেডের বাংলা ব্যাকরণের বইটি প্রকাশের উদ্যোগ চার্লস উইলকিনসকে নিতে বলেছিলেন গভর্নর জেনারেল –
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড ক্লাইভ
- লর্ড ওয়েলেসলি
উত্তর – 1. ওয়ারেন হেস্টিংস
বাংলা চলনশীল হরফ বা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কর্তা হলেন –
- চার্লস উইলকিনস
- পঞ্চানন কর্মকার
- উইলিয়ম কেরি
- ব্রাসি হ্যালহেড
উত্তর – 1. চার্লস উইলকিনস
বাংলা মুদ্রণশিল্পের জনক বলা হয় –
- চার্লস উইলকিনসকে
- পঞ্চানন কর্মকারকে
- অগাস্টাস হিকিকে
- ব্রাসি হ্যালহেডকে
উত্তর – 1. চার্লস উইলকিনসকে
বাংলায় উন্নত ‘লাইনোটাইপ’ তৈরি করেন –
- চার্লস উইলকিনস
- পঞ্চানন কর্মকার
- সুরেশচন্দ্র মজুমদার
- ব্রাসি হ্যালহেড
উত্তর – 3. সুরেশচন্দ্র মজুমদার
ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন –
- রামরাম বসু
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- উইলিয়ম কেরি
- ডেভিড হেয়ার
উত্তর – 3. উইলিয়ম কেরি
বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হল –
- অমৃতবাজার পত্রিকা
- দিগদর্শন
- ক্যালকাটা গেজেট
- হিন্দু প্যাট্রিয়ট
উত্তর – 2. দিগদর্শন
বাঙালি প্রগতিশীলদের উদ্যোগে প্রকাশিত প্রথম দুটি বাংলা সংবাদপত্র হল –
- সমাচার দর্পণ ও দিগদর্শন
- বঙ্গদর্শন ও দিগদর্শন
- সম্বাদ কৌমুদী ও সমাচার চন্দ্রিকা
- সমাচার দর্পণ ও সম্বাদ কৌমুদী
উত্তর – 1. সমাচার দর্পণ ও দিগদর্শন
বেঙ্গল গেজেট প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন-
- গঙ্গাকিশোর ভট্টাচার্য
- বিদ্যাসাগর
- রামমোহন রায়
- রাজা রাধাকান্ত দেব
উত্তর – 1. গঙ্গাকিশোর ভট্টাচার্য
ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ বইটির প্রকাশক হলেন –
- বিদ্যাসাগর
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- গঙ্গাকিশোর ভট্টাচার্য
- রামমোহন রায়
উত্তর – 3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
গঙ্গাকিশোর ভট্টাচার্যকে ‘বাঙালি পুস্তক প্রকাশকদিগের ব্রহ্মা’ -কে বলেছেন?
- রামমোহন রায়
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- সুকুমার সেন
- পঞ্চানন কর্মকার
উত্তর – 3. সুকুমার সেন
সংস্কৃত প্রেস ডিপোজিটারি প্রতিষ্ঠা করেন –
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রাজা রামমোহন রায়
- ভূদেব মুখোপাধ্যায়
- রাজা রাধাকান্ত দেব
উত্তর – 1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল –
- অন্নদামঙ্গল
- বিল্বমঙ্গল
- হিতোপদেশ
- দ্রাঘিজ্যা
উত্তর – 1. অন্নদামঙ্গল
বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল –
- 1845 খ্রিস্টাব্দে
- 1850 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1855 খ্রিস্টাব্দে
ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন –
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- উমাপদ রায়
- সত্যজিৎ রায়
উত্তর – 2. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –
- বাংলায় বিজ্ঞানশিক্ষার প্রসারে
- বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে
- বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
- বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
উত্তর – 4. বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- সুকুমার রায়
- পঞ্চানন কর্মকার
- চার্লস উইলকিনস
উত্তর – 1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
গুপী গাইন বাঘা বাইন গ্রন্থ রচনা করেন –
- সত্যজিৎ রায়
- সুকুমার রায়
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- হরচন্দ্র রায়
উত্তর – 3. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
সন্দেশ পত্রিকা প্রকাশ করেন –
- পঞ্চানন কর্মকার
- রবীন্দ্রনাথ ঠাকুর
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- কাঙাল হরিনাথ
উত্তর – 3. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় –
- 1800 খ্রিস্টাব্দে
- 1757 খ্রিস্টাব্দে
- 1787 খ্রিস্টাব্দে
- 1740 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1787 খ্রিস্টাব্দে
শিবপুরের ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- জন ম্যাক
- ওয়াকিল
- রাজা রাধাকান্ত দেব
- উইলিয়ম রক্সবার্গ
উত্তর – 4. উইলিয়ম রক্সবার্গ
দ্য সিভিল অ্যান্ড মিলিটারি রেজিস্টার নামক পঞ্জিকা প্রকাশ করেন –
- গ্রাহাম শ
- রেনবেন ব্যরো
- উইলিয়ম বোল্টস
- চার্লস উইলকিনস
উত্তর – 2. রেনবেন ব্যরো
জাতীয় বিজ্ঞানচর্চার জনক বলা হয় –
- ডাঃ মহেন্দ্রলাল সরকারকে
- স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে
- তারকনাথ পালিতকে
- রাসবিহারী ঘোষকে
উত্তর – 1. ডাঃ মহেন্দ্রলাল সরকারকে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় –
- 1780 খ্রিস্টাব্দে
- 1876 খ্রিস্টাব্দে
- 1870 খ্রিস্টাব্দে
- 1856 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1876 খ্রিস্টাব্দে
IACS -এর প্রথম অধিকর্তা হলেন –
- জগদীশচন্দ্র বসু
- প্যারিমোহন মুখোপাধ্যায়
- ডাঃ মহেন্দ্রলাল সরকার
- মেঘনাদ সাহা
উত্তর – 2. প্যারিমোহন মুখোপাধ্যায়
Indian Journal of Medicine -এর সম্পাদক ছিলেন –
- ডাঃ মহেন্দ্রলাল সরকার
- সি ভি রমন
- মেঘনাদ সাহা
- জগদীশচন্দ্র বসু
উত্তর – 1. ডাঃ মহেন্দ্রলাল সরকার
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন –
- জগদীশচন্দ্র বসু
- সি ভি রমন
- প্রফুল্লচন্দ্র রায়
- সত্যেন্দ্রনাথ বসু
উত্তর – 2. সি ভি রমন
সি ভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান –
- 1921 খ্রিস্টাব্দে
- 1929 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
- 1935 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1930 খ্রিস্টাব্দে
University College of Science প্রতিষ্ঠা করেন –
- আশুতোষ মুখোপাধ্যায়
- রাজেন্দ্রলাল মিত্র
- নীলরতন সরকার
- তারকনাথ পালিত
উত্তর – 1. আশুতোষ মুখোপাধ্যায়
বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন –
- জগদীশচন্দ্র বসু
- সত্যেন্দ্রনাথ বসু
- চন্দ্রমুখী বসু
- আনন্দমোহন বসু
উত্তর – 1. জগদীশচন্দ্র বসু
বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়-
- 1817 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1917 খ্রিস্টাব্দে
অব্যক্ত গ্রন্থটির লেখক –
- জগদীশচন্দ্র বসু
- প্রফুল্লচন্দ্র রায়
- লীলা মজুমদার
- সত্যেন্দ্রনাথ বসু
উত্তর – 1. জগদীশচন্দ্র বসু
জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ’ বলা হয় –
- রাজেন্দ্রলাল মিত্রকে
- নবগোপাল মিত্রকে
- সি ভি রমনকে
- মেঘনাদ সাহাকে
উত্তর – 1. রাজেন্দ্রলাল মিত্রকে
হিন্দুমেলার অধিবেশনে নিজের তৈরি এয়ারপাম্প ও যান্ত্রিক তাঁত প্রদর্শন করেন –
- গিরীশচন্দ্র মুখোপাধ্যায়
- প্রফুল্লচন্দ্র রায়
- সীতানাথ ঘোষ
- সীতারাম ঘোষ
উত্তর – 3. সীতানাথ ঘোষ
বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন –
- নীলরতন সরকার
- জগদীশচন্দ্র বসু
- প্রফুল্লচন্দ্র রায়
- মেঘনাদ সাহা
উত্তর – 3. প্রফুল্লচন্দ্র রায়
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় –
- 1905 খ্রিস্টাব্দে
- 1906 খ্রিস্টাব্দে
- 1911 খ্রিস্টাব্দে
- 1912 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1906 খ্রিস্টাব্দে
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে পরিচিত যে নামে –
- রাজাবাজার সায়েন্স কলেজ
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- কলকাতা বিশ্ববিদ্যালয়
- বালিগঞ্জ সায়েন্স কলেজ
উত্তর – 2. যাদবপুর বিশ্ববিদ্যালয়
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- নীলরতন সরকার
- অরবিন্দ ঘোষ
- প্রমথনাথ বসু
- তারকনাথ পালিত
উত্তর – 3. প্রমথনাথ বসু
জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপটে ছিল –
- অসহযোগ আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন
- আইন অমান্য আন্দোলন
উত্তর – 3. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নোবেল’ পুরস্কার পান –
- 1910 খ্রিস্টাব্দে
- 1911 খ্রিস্টাব্দে
- 1912 খ্রিস্টাব্দে
- 1913 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1913 খ্রিস্টাব্দে
বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন –
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বামী বিবেকানন্দ
- দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 2. রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন –
- নন্দলাল বসু
- ব্রজেন্দ্রনাথ শীল
- বিদ্যাসাগর
- রামমোহন রায়
উত্তর – 2. ব্রজেন্দ্রনাথ শীল
রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রবন্ধে জনপ্রিয় ও উদ্ভাবনীমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে তাঁর মতামত লিখেছেন, সেটি হল –
- স্বদেশি সমাজ
- শিক্ষা সমস্যা
- শিক্ষার সংকট
- শিক্ষার হেরফের
উত্তর – 1. স্বদেশি সমাজ
মেলা, যাত্রা, কথকতা ইত্যাদি জনপ্রিয় লোকমাধ্যমকে শিক্ষাপ্রদানের কাজে লাগানোর উপর জোর দেন –
- রামমোহন
- রবীন্দ্রনাথ
- গান্ধিজি
- বিবেকানন্দ
উত্তর – 2. রবীন্দ্রনাথ
বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় –
- 1950 খ্রিস্টাব্দে
- 1951 খ্রিস্টাব্দে
- 1952 খ্রিস্টাব্দে
- 1953 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1951 খ্রিস্টাব্দে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- রথীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ ঠাকুর
- গণেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 2. রথীন্দ্রনাথ ঠাকুর
শূন্যস্থান পূরণ করো।
উইলিয়ম কেরি ছাপাখানা স্থাপন করেন ___।
উত্তর – উইলিয়ম কেরি ছাপাখানা স্থাপন করেন শ্রীরামপুরে।
বাংলাদেশে ছাপাখানা উদ্ভবের ক্ষেত্রে ___ -এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
উত্তর – বাংলাদেশে ছাপাখানা উদ্ভবের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস -এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ভারতে প্রথম ইংরেজি ক্যালেন্ডার ছাপেন ___।
উত্তর – ভারতে প্রথম ইংরেজি ক্যালেন্ডার ছাপেন জন জাকারিয়া কেরনিয়ানডার।
স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য হলেন ___।
উত্তর – স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য হলেন রাজা রাধাকান্ত দেব।
বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ___।
উত্তর – বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস উইলকিনস।
হ্যালহেডের ব্যাকরণ গ্রন্থটির নাম হল ___।
উত্তর – হ্যালহেডের ব্যাকরণ গ্রন্থটির নাম হল A Grammar of the Bengal Language।
লাইনোটাইপ দিয়ে ছাপা প্রথম বইয়ের নাম হল ___।
উত্তর – লাইনোটাইপ দিয়ে ছাপা প্রথম বইয়ের নাম হল A Grammar of the Bengal Language।
অষ্টাদশ শতাব্দীতে কলকাতার সবচেয়ে বড়ো ছাপাখানার নাম হল ___।
উত্তর – অষ্টাদশ শতাব্দীতে কলকাতার সবচেয়ে বড়ো ছাপাখানার নাম হল অনারেবল কোম্পানিজ প্রেস।
দ্য ক্যালকাটা ক্রনিকল প্রকাশিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – দ্য ক্যালকাটা ক্রনিকল প্রকাশিত হয় 1786 খ্রিস্টাব্দে।
দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন ___।
উত্তর – দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন মার্শম্যান।
বর্ণমালা গ্রন্থটি প্রকাশ করে ___।
উত্তর – বর্ণমালা গ্রন্থটি প্রকাশ করে স্কুল বুক সোসাইটি।
ফোটোগ্রাফকে বইতে ছাপার উপযুক্ত ব্লক তৈরি করার প্রযুক্তি হল ___।
উত্তর – ফোটোগ্রাফকে বইতে ছাপার উপযুক্ত ব্লক তৈরি করার প্রযুক্তি হল হাফটোন।
লন্ডনের ___ কোম্পানির কাছ থেকে উপেন্দ্রকিশোর ছাপার সরঞ্জাম নিয়ে আসেন।
উত্তর – লন্ডনের পেনরোজ কোম্পানির কাছ থেকে উপেন্দ্রকিশোর ছাপার সরঞ্জাম নিয়ে আসেন।
হাফটোন ব্লক নিয়ে উপেন্দ্রকিশোরের গবেষণার কথা প্রকাশিত হয় ব্রিটিশ পত্রিকা ___ -এ।
উত্তর – হাফটোন ব্লক নিয়ে উপেন্দ্রকিশোরের গবেষণার কথা প্রকাশিত হয় ব্রিটিশ পত্রিকা পেনরোজ অ্যানুয়াল -এ।
___ খ্রিস্টাব্দে ‘U Ray & Sons’ -এর নামকরণ করা হয়।
উত্তর – 1895 খ্রিস্টাব্দে ‘U Ray & Sons’ -এর নামকরণ করা হয়।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হল ___।
উত্তর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হল ছেলেদের রামায়ণ।
ছেলেদের রামায়ণ বইটির জন্য ___ চিত্র অঙ্কন করেছিলেন।
উত্তর – ছেলেদের রামায়ণ বইটির জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী চিত্র অঙ্কন করেছিলেন।
ইউ রায় অ্যান্ড সন্স বন্ধ হয়ে যায় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ইউ রায় অ্যান্ড সন্স বন্ধ হয়ে যায় 1923 খ্রিস্টাব্দে।
উনিশ শতকে বাঙালিদের বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ___।
উত্তর – উনিশ শতকে বাঙালিদের বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন রাজা রামমোহন রায়।
বিজ্ঞান ও জীবজগৎ সম্পর্কিত প্রবন্ধগুলি রাজা রামমোহন রায় ___ পত্রিকায় প্রকাশ করেন।
উত্তর – বিজ্ঞান ও জীবজগৎ সম্পর্কিত প্রবন্ধগুলি রাজা রামমোহন রায় তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ করেন।
শ্রীরামপুর কলেজে ___ উদ্যোগে বিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠিত হয়।
উত্তর – শ্রীরামপুর কলেজে জন ম্যাকের উদ্যোগে বিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠিত হয়।
শ্রীরামপুরের ‘এগ্রি-হর্টিকালচার সোসাইটি’ তৈরি হয়েছিল শিবপুরের ___ -এর অনুকরণে।
উত্তর – শ্রীরামপুরের ‘এগ্রি-হর্টিকালচার সোসাইটি’ তৈরি হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন -এর অনুকরণে।
শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন ___।
উত্তর – শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল রবার্ট কিড।
শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পরিদর্শক ছিলেন ___।
উত্তর – শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পরিদর্শক ছিলেন উইলিয়ম রক্সবার্গ।
Bose Institute -এর প্রতিষ্ঠাতা ছিলেন ___।
উত্তর – Bose Institute -এর প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশচন্দ্র বসু।
ক্রেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কর্তা হলেন ___।
উত্তর – ক্রেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কর্তা হলেন জগদীশচন্দ্র বসু।
ক্রেসকোগ্রাফ যন্ত্র প্রমাণ করে যে, ___ -এর প্রাণ আছে।
উত্তর – ক্রেসকোগ্রাফ যন্ত্র প্রমাণ করে যে, উদ্ভিদ -এর প্রাণ আছে।
জগদীশচন্দ্রের জীবনীকার ছিলেন ___।
উত্তর – জগদীশচন্দ্রের জীবনীকার ছিলেন প্যাট্রিক গেডেস।
প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ___ শাস্ত্রের অধ্যাপক।
উত্তর – প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক।
বোসন কণা আবিষ্কার করেন ___।
উত্তর – বোসন কণা আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু।
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ___ -র শ্রেষ্ঠ কীর্তি।
উত্তর – সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, মেঘনাদ সাহা -র শ্রেষ্ঠ কীর্তি।
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ -এর প্রতিষ্ঠাতা হলেন ___।
উত্তর – বঙ্গীয় বিজ্ঞান পরিষদ -এর প্রতিষ্ঠাতা হলেন সত্যেন্দ্রনাথ বসু।
বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন ___।
উত্তর – বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ।
রাজাবাজার বিজ্ঞান কলেজের অপর নাম হল ___।
উত্তর – রাজাবাজার বিজ্ঞান কলেজের অপর নাম হল রাসবিহারী শিক্ষাপ্রাঙ্গণ।
কলকাতা বিজ্ঞান কলেজ ___ নামেও পরিচিত।
উত্তর – কলকাতা বিজ্ঞান কলেজ তারকনাথ পালিত শিক্ষাপ্রাঙ্গণ নামেও পরিচিত।
জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ___।
উত্তর – জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, শিশুর প্রথম শিক্ষক হল ___।
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, শিশুর প্রথম শিক্ষক হল প্রকৃতি।
যত্র বিশ্বং ভবত্যেক নীড়ম্ কথাটি থেকে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের ___ দিকটি পরিস্ফুট হয়।
উত্তর – যত্র বিশ্বং ভবত্যেক নীড়ম্ কথাটি থেকে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের বিশ্বমানবতাবোধের দিকটি পরিস্ফুট হয়।
1893 খ্রিস্টাব্দে প্রকাশিত ___ প্রবন্ধেই প্রথম রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের পরিচয় পাওয়া যায়।
উত্তর – 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত শিক্ষার হেরফের প্রবন্ধেই প্রথম রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের পরিচয় পাওয়া যায়।
রবীন্দ্রনাথ রচিত শিক্ষা বিষয়ক প্রবন্ধের সংখ্যা ___টি।
উত্তর – রবীন্দ্রনাথ রচিত শিক্ষা বিষয়ক প্রবন্ধের সংখ্যা 23টি।
রবীন্দ্রনাথ ___ প্রবন্ধে বিদ্যালয়ে চাষবাসের জন্য পৃথক জমি রাখার কথা বলেছেন।
উত্তর – রবীন্দ্রনাথ শিক্ষা সমস্যা প্রবন্ধে বিদ্যালয়ে চাষবাসের জন্য পৃথক জমি রাখার কথা বলেছেন।
রবীন্দ্রনাথের কৃষিখামার গড়ে ওঠে ___।
উত্তর – রবীন্দ্রনাথের কৃষিখামার গড়ে ওঠে শ্রীনিকেতনে।
রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমথনাথ বিশী ___ নামক প্রবন্ধ রচনা করেন।
উত্তর – রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমথনাথ বিশী রবীন্দ্রনাথের শিল্পভাবনা নামক প্রবন্ধ রচনা করেন।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. ইউ রায় অ্যান্ড সন্স | A. রবীন্দ্রনাথ ঠাকুর | A. → 4. |
2. কলকাতা বিজ্ঞান কলেজ | B. জগদীশচন্দ্র বসু | B. → 3. |
3. বসু বিজ্ঞান মন্দির | C. আশুতোষ মুখোপাধ্যায় | C. → 2. |
4. বিশ্বভারতী | D. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | D. → 1. |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. সংস্কৃত প্রেস ডিপোজিটারি | A. রবীন্দ্রনাথ ঠাকুর | A. → 4. |
2. স্কুল বুক সোসাইটি | B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | B. → 3. |
3. ফ্রেন্ড অফ ইন্ডিয়া | C. ডেভিড হেয়ার | C. → 2. |
4. শিক্ষা সমন্বয় | D. শ্রীরামপুর মিশনারি | D. → 1. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
ভারতে প্রথম মুদ্রণযন্ত্র নিয়ে আসে পোর্তুগিজরা।
উত্তর – ঠিক।
বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় 1777 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
উইলিয়ম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন।
উত্তর – ঠিক।
জেমস অগাস্টাস হিকি প্রকাশিত সংবাদপত্র হল ‘সমাচার দর্পণ’।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – জেমস অগাস্টাস হিকি প্রকাশিত সংবাদপত্র হল ‘বেঙ্গল গেজেট’।
বেঙ্গল গেজেটকে হিকির গেজেট-ও বলা হয়।
উত্তর – ঠিক।
বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় 1782 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে।
বাংলা মুভেবল টাইপ বা সচল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিনস।
উত্তর – ঠিক।
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেন উইলিয়ম কেরি।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
পঞ্চানন কর্মকার ছেনিকাটা ইংরেজি হরফ তৈরি করেছিলেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – পঞ্চানন কর্মকার ছেনিকাটা বাংলা হরফ তৈরি করেছিলেন।
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক।
বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার।
ডাঃ মহেন্দ্রলাল সরকার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন।
উত্তর – ঠিক।
1814 খ্রিস্টাব্দে ‘কলকাতা বিজ্ঞান কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1914 খ্রিস্টাব্দে ‘কলকাতা বিজ্ঞান কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু।
উত্তর – ঠিক।
1817 খ্রিস্টাব্দে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1917 খ্রিস্টাব্দে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয়।
1906 খ্রিস্টাব্দে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক।
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন।
উত্তর – ঠিক।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি: ওয়ারেন হেস্টিংস চার্লস উইলকিনসকে ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে বলেন।
ব্যাখ্যা 1: উইলকিনস ভালো ছাপাখানা নির্মাণ করতে পারতেন।
ব্যাখ্যা 2: ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের জন্য ছাপাখানা থাকা প্রয়োজন।
ব্যাখ্যা 3: বই ছাপার ব্যাবসা খুব লাভজনক ছিল।
উত্তর – ব্যাখ্যা 2: ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের জন্য ছাপাখানা থাকা প্রয়োজন।
বিবৃতি: 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা 1: বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা 2: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা 3: জাতীয় শিক্ষাপ্রদানের জন্য।
উত্তর – ব্যাখ্যা 3: জাতীয় শিক্ষাপ্রদানের জন্য।
বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা 1: কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা 2: কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা 3: কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
উত্তর – ব্যাখ্যা 3: কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণির ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর “অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন” থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা, এমনকি চাকরি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও উপযোগী। কারণ, এই অধ্যায়ের প্রশ্ন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য করুন