এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের দ্বাদশ অধ্যায় “Someone” এর ইংরেজি উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। এই অনুবাদ ও উচ্চারণের সাহায্যে তোমরা সহজেই “Someone” কবিতাটি বুঝতে পারবে। অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হবে।
Class 8 English – Someone – বাক্য
Someone came knocking
At my wee, small door;
Someone came knocking;
I’m sure—sure—sure;
I listened, I opened,
I looked to left and right,
But nought there was a-stirring
In the still, dark night;
Only the busy beetle
Tap-tapping in the wall,
Only from the forest
The screech-owl’s call,
Only the cricket whistling
While the dewdrops fall,
So I know not who came
Knocking,
At all, at all, at all.
Class 8 English – Someone – উচ্চারণ
সামওয়ান কেম নকিং
অ্যাট মাই উই, স্মল ডোর;
সামওয়ান কেম নকিং;
আই’ম শিওর-শিওর-শিওর;
আই লিসনড, আই ওপেনড,
আই লুকড টু লেফট অ্যান্ড রাইট,
বাট নট দেয়ার ওয়জ আ স্টারিং
ইন দ্য স্টিল, ডার্ক নাইট;
অনলি দ্য বিজি বিটল
ট্যাপ-ট্যাপিং ইন দ্য ওয়াল,
অনলি ফ্রম দ্য ফরেস্ট
দ্য স্ক্রিচ-আউল’স কল,
অনলি দ্য ক্রিকেট হুইসলিং
হোয়াইল দ্য ডিউড্রপস ফল,
সো আই নো নট হু কেম নকিং,
অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল।
Class 8 English – Someone – বঙ্গানুবাদ
কেউ এসে দিচ্ছে ধাক্কা
আমার অতি ছোট্ট দরজায়;
কেউ এসে দিচ্ছে ধাক্কা;
আমি নিশ্চিত-নিশ্চিত-নিশ্চিত এতে;
আমি শুনলাম, আমি খুললাম,
বাঁয়ে ও ডানে আমি তাকালাম,
কিন্তু ছিল না কোনো কিছুর নড়াচড়া
ওই নিস্তব্ধ, আঁধার রাত্রে।
শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকার
দৌড়াদৌড়ি ছিল দেয়ালের ওপর,
শুধুমাত্র বন থেকে
পেঁচার তীক্ষ্ণ কানফাটানো চিৎকার,
শুধুমাত্র ঝিঁঝিঁ ডাকছিল
যখন পড়ছিল বিন্দু বিন্দু শিশির।
তাই আমি জানি না, কে এসে ধাক্কা দিচ্ছিল,
আদৌ, আদৌ, আদৌ
Class 8 English All Chapters Solutions
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বাদশ অধ্যায় ‘Someone’ এর উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই অধ্যায়টি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করছি যে এই আলোচনা তোমাদের সহজে বিষয়টি বুঝতে এবং প্রস্তুতিতে সহায়তা করবে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় স্পষ্ট না হয়, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবে না, আমি সহায়তার চেষ্টা করবো। পোস্টটি তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেনা, যাতে তারাও এ থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।