এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রথম অধ্যায় ‘The Wind Cap’ নিয়ে আলোচনা করবো। এখানে আমরা লেখকের পরিচিতি, গল্পের সংক্ষিপ্তসার এবং মূল বিষয়বস্তু নিয়ে বিশদে আলোচনা করবো। এই আর্টিকেলটি আপনাদের ‘The Wind Cap’ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবে এবং গল্পটি ভালোভাবে বুঝতে সহায়ক হবে। এছাড়াও, অষ্টম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সংক্ষিপ্তসার সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Writer’s Profile
Jane Hyatt Yolen was born on February 11, 1939, at Beth Israel Medical Center in Manhattan. She is an American author and editor specializing in folklore, fantasy, science fiction, and children’s books. She has written over 280 books, the best known of which are The Holocaust Novella and The Devil’s Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name.
লেখকের সংক্ষিপ্ত পরিচয়
জেন হায়াত ইয়োলেন (1939) একজন আমেরিকান লেখিকা এবং লোককবিতা, রম্যকাহিনি, কল্পবিজ্ঞান এবং শিশুগ্রন্থের সম্পাদিকা। তিনি 280টিরও বেশি গ্রন্থের রচয়িতা। এর মধ্যে সেরা রচনাগুলি হল The Holocaust Novella এবং The Devil’s Arithmetic। উল্লিখিত পাঠ্যাংশটি তাঁর একই শিরোনামযুক্ত জনপ্রিয় ছোটোগল্প থেকে গৃহীত সম্পাদিত অংশ।
Summary
এক কৃষকের জন নামে একটি ছেলে ছিল। সমুদ্রে যাওয়ার তার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু তার মা তাকে সবসময় নিষেধ করতেন। একদিন সে তার লাঙলের পেছনে হাঁটছিল। সে একটি ছোট্ট সবুজ রঙের কচ্ছপকে প্রায় একটি নোংরা মাটির ঢেলায় চাপা পড়তে দেখল। সে সেটিকে মাথায় রাখল। তৎক্ষণাৎ সেটি একটি ক্ষুদ্র সবুজ পরিমানবে রূপান্তরিত হল। পরিমানব জনকে পুরস্কৃত করতে চাইল এবং তার হৃদয়ে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা সহজেই বুঝতে পারল। তাই একটি ডোরাকাটা টুপি পেছনে ফেলে পরিমানবটি অদৃশ্য হয়ে গেল। ওই টুপিটি পরে জন সমুদ্রযাত্রায় রওনা হল। সে একটি জাহাজ দেখতে পেল এবং ক্যাপ্টেনের সহযোগিতায় সে তাতে উঠে পড়ল। অদ্ভুত টুপিটি এমন এক ক্ষমতা প্রদান করেছিল, যা কোনো মানুষের হাত দ্বারা সরানো সম্ভব ছিল না। টুপিটির সাহায্যে জন সমস্ত বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত। এই অদ্ভুত টুপিটির জন্য ক্যাপ্টেন জনের ওপর খুশি হল। জন দীর্ঘদিন সমুদ্রে কাটাল, কিন্তু তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে হল। ক্যাপ্টেন অনড় রইল। এক বিকেলে, যখন জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, জাহাজটি তার জমির কাছে উপকূলে পৌঁছাল, যা জন জানত না। ঘুমের মধ্যে সে যখন পাশ ফিরল, টুপিটি মোচড় খেল। হঠাৎ বাতাস বইতে শুরু করল এবং তা ঝড়ে পরিণত হল। জাহাজ প্রায় ডুবুডুবু অবস্থায় চলে গেল। ক্যাপ্টেন তখন জনকে ঠেলে সমুদ্রে ফেলে দিল। টুপিটি মাথা থেকে খুলে পড়ল এবং ঝড় থেমে গেল। জন সাঁতরে ডাঙায় উঠল আর টুপিটি তাকে অনুসরণ করল। টুপিটি নিয়ে সে বাড়ি ফিরল। একদিন সে টুপিটিকে এমন এক জায়গায় রাখল, যেখানে পরিমানব সেটিকে খুঁজে পায়। তখন থেকে জন যতক্ষণ পর্যন্ত না নিজের নৌকো এবং 100 একর জমির মালিক হতে পেরেছিল, ততক্ষণ সে সমুদ্রে যাত্রা করত। সে ‘ক্যাপ্টেন টারটল’ নামে পরিচিত হল।
গল্পটির শিক্ষণ
আমরা মনপ্রাণ দিয়ে যা করতে চাই, সেই মুহূর্তে করার মতো উপায় আমাদের থাকে না, তখন মনে হয় যদি কেউ আমাদের এরকম একটি বর দিত যাতে আমরা যেটি চাই সেটিই করতে পারি। কিন্তু যতই আকর্ষণীয় বর হোক না কেন, কিছু শর্ত থাকে যা ভঙ্গ করলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। তাই আমাদের লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া উচিত। বরে লালায়িত না হয়ে, আমাদের উচিত ধৈর্যের সঙ্গে নিজের ক্ষমতার জোরে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। অধ্যবসায়ই পরিশেষে এনে দেয় সাফল্য।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রথম অধ্যায় ‘The Wind Cap’ নিয়ে বিশদ আলোচনা করেছি। এতে লেখকের পরিচিতি, গল্পের সারসংক্ষেপ, এবং এর মূল বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি এই আলোচনা আপনাদের ‘The Wind Cap’ গল্পটি ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এছাড়া, অষ্টম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক এবং গল্পের সারসংক্ষেপ সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।