এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

ষষ্ঠ শ্রেণী – ইতিহাস – ভারতীয় উপমহাদেশের – প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০-৬০০ অব্দ) – অতিরিক্ত প্রশ্নোত্তর

আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়, ‘ভারতীয় উপমহাদেশের – প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০-৬০০ অব্দ)’ অধ্যায়ের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সহায়ক। কারণ ষষ্ঠ শ্রেণী এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়।

ভারতীয় উপমহাদেশের - প্রাচীন ইতিহাসের ধারা
ভারতীয় উপমহাদেশের – প্রাচীন ইতিহাসের ধারা
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

ঐতিহাসিক দৃষ্টিকোণ অনুযায়ী রামায়ণের রাবণ হলেন একজন –

ক. আর্য
খ. অনার্য
গ. চিকিৎসক

উত্তর – খ. অনার্য

রামায়ণের রাবণের দশটি মাথা ছিল কথাটির বাস্তবিক অর্থ হল –

ক. রাবণ একজন রাক্ষস ছিল
খ. রাবণের সত্যিই দশটি মাথা ছিল
গ. রাবণের মাথা দশদিকে পরিচালিত হয়

উত্তর – গ. রাবণের মাথা দশদিকে পরিচালিত হয়

রামায়ণ হল ঐতিহাসিক দিক থেকে –

ক. রাম-রাবণের যুদ্ধ
খ. আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধ
গ. বানরসেনার যুদ্ধ

উত্তর – খ. আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধ

রামায়ণে রাবণকে দস্যু, রাক্ষস ইত্যাদি বলা হয়েছে কারণ –

ক. রাবণ ভয়ংকর ও কুৎসিত ছিল
খ. রাবণের বিশালাকৃতি দেহ ছিল
গ. রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল

উত্তর – গ. রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল

‘Mother’ শব্দটি লাতিন উচ্চারণে হয় –

ক. মাতের
খ. পতের
গ. বদের

উত্তর – ক. মাতের

ইন্দো-ইরানীয় ভাষা যে ভাষা গোষ্ঠীর সদস্য –

ক. ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর
খ. ইন্দো-অস্ট্রেলীয় ভাষা গোষ্ঠীর
গ. অস্টিক ভাষা গোষ্ঠীর

উত্তর – ক. ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর

ঋগ্বেদে বর্ণ বলতে বোঝাতো –

ক. ব্রাহ্মণকে
খ. গায়ের রং – কে
গ. মুদ্রাকে

উত্তর – খ. গায়ের রং – কে

যজুর্বেদ হল –

ক. সংকলন
খ. জাদুমন্ত্রের সংকলন
গ. আচার-অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্রের সংকলন

উত্তর – গ. আচার-অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্রের সংকলন

মেগালিথ হল –

ক. পাথরের গাড়ি
খ. পাথরের সমাধি
গ. পাথরের খেলনা
ঘ. পাথরের বাড়ি

উত্তর – খ. পাথরের সমাধি

আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল –

ক. মহাকাব্য
খ. জেন্দ-আবেস্তা
গ. ঋগ্বেদ
ঘ. লিপি

উত্তর – গ. ঋগ্বেদ

ঋগ্বেদের যুগে গুরুত্বপূর্ণ নদী হল –

ক. গঙ্গা
খ. যমুনা
গ. সিন্ধু

উত্তর – গ. সিন্ধু

বিশপতি বলতে বোঝায় –

ক. পরিবারের প্রধানকে
খ. সমাজের প্রধানকে
গ. গোষ্ঠীর প্রধানকে

উত্তর – গ. গোষ্ঠীর প্রধানকে

বৈদিক যুগে বিশ বলতে বোঝানো হয়েছে –

ক. কুড়ি
খ. গোষ্ঠী
গ.সম্প্রদায়

উত্তর – খ. গোষ্ঠী

আদি বৈদিক সমাজে প্রধান সম্পদ ছিল –

ক. গবাদি পশু
খ. টাকাকড়ি
গ. জমি

উত্তর – ক. গবাদি পশু

বৈদিক সমাজ ছিল –

ক. ধনতান্ত্রিক
খ. মাতৃতান্ত্রিক
গ. পিতৃতান্ত্রিক

উত্তর – গ. পিতৃতান্ত্রিক

ঋগবেদে দশরাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন

ক. শ্রীদাম
খ. সুদাস
গ. ভরত

উত্তর – খ. সুদাস

একলব্যের পিতা ছিলেন –

ক. আয়োদধৌম্য
খ. উদ্দালক
গ. হিরণ্যধনু

উত্তর – গ. হিরণ্যধনু

একলব্য শিষ্য ছিলেন –

ক. আরুণি-র
খ. উদ্দালক-এর
গ. দ্রোণাচার্য-এর

উত্তর – গ. দ্রোণাচার্য-এর

বৈদিক সমাজে সবচাইতে নীচে ছিল –

ক. ব্রাহ্মণ
খ. শূদ্র
গ. ক্ষত্রিয়

উত্তর – খ. শূদ্র

রাজনীতিতে মন্ত্রীর ধারণা এসেছে বৈদিক যুগে শাসনের কাজে সাহায্য করতেন যারা, সেই –

ক. বণিকদের ধারণা থেকে
খ. স্নাতকদের ধারণা থেকে
গ. রত্নিনদের ধারণা থেকে
ঘ. প্রজাদের ধারণা থেকে

উত্তর – গ. রত্নিনদের ধারণা থেকে

অথর্ববেদ হল –

ক. জাদুমন্ত্রের সংকলনখ
খ. গানের সংকলন
গ. যাগযজ্ঞের ব্যাখ্যার সংকলন
ঘ. আচার-অনুষ্ঠান মন্ত্রের সংকলন

উত্তর – ক. জাদুমন্ত্রের সংকলনখ

এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়?

ক. ব্রাহ্মণ
খ. ক্ষত্রিয়
গ. শূদ্র
ঘ. নৃপতি

উত্তর – ঘ. নৃপতি

দশরাজার যুদ্ধে কোন্ উপজাতির রাজা জয়লাভ করেন?

ক. সুঞ্জয়
খ. ভরত
গ. পুষ্পক
ঘ. দ্রাবিড়

উত্তর – খ. ভরত

কোনটি বেমানান?

ক. বুরজাহোম
খ. ভরতপুর
গ. ইনামগাঁও
ঘ. ভীমবেটকা

উত্তর – ঘ. ভীমবেটকা

বিদ কথার অর্থ –

ক. বেদ
খ. জ্ঞান
গ. দেবতা
ঘ. কাব্য

উত্তর – খ. জ্ঞান

বেদাঙ্গের সংখ্যা –

ক. একটি
খ. তিনটি
গ. ছ-টি

উত্তর – গ. ছ-টি

বৈদিক যুগে শিক্ষার ক্ষেত্রে প্রধান ভূমিকায় ছিলেন –

ক. গুরু
খ. মহাগুরু
গ. জ্ঞানগুরু

উত্তর – ক. গুরু

বৈদিক যুগে শিক্ষার মূলবিষয় ছিল –

ক. পুরাণ পাঠ
খ. বেদ পাঠ
গ. মহাকাব্য পাঠ

উত্তর – খ. বেদ পাঠ

বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় যে কর দিত –

ক. ভাগ
খ. বলি
গ. মনা

উত্তর – খ. বলি

বৈদিক সভ্যতায় রাজারা যে যজ্ঞ করতেন না –

ক. অশ্বমেধ যজ্ঞ
খ. শ্রেণি যজ্ঞ
গ. বাজপেয় যজ্ঞ

উত্তর – খ. শ্রেণি যজ্ঞ

পরবর্তী বৈদিক যুগে তৈরি হওয়া সভা ছিল –

ক. সাধারণ মানুষদের সভা
খ. বয়স্ক ব্যক্তিদের পরিষদ
গ. যুদ্ধে পারদর্শী ব্যক্তিদের সভা

উত্তর – খ. বয়স্ক ব্যক্তিদের পরিষদ

আরণ্যকগুলি যারা লিখতেন, তারা থাকতেন –

ক. অরণ্যে
খ. গুহায়
গ. মরুভূমিতে

উত্তর – ক. অরণ্যে

ইট তৈরির কথা জানা যায় –

ক. ঋগবেদ থেকে
খ. সামবেদ থেকে
গ. যজুর্বেদ থেকে

উত্তর – গ. যজুর্বেদ থেকে

বুরজাহোম অবস্থিত –

ক. কাশ্মীরে
খ. মধ্যপ্রদেশে
গ. কর্ণাটকে

উত্তর – ক. কাশ্মীরে

বৈদিক সাহিত্যগুলিকে ঠিক মতো বোঝার জন্য রচিত হয়েছিল –

ক. বেদাঙ্গ
খ. গীতা
গ. উপনিষদ

উত্তর – ক. বেদাঙ্গ

অবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম –

ক. অহুর
খ. রা
গ. দয়ের

উত্তর – ক. অহুর

বৈদিক সাহিত্যের ভাগ –

ক. 3টি
খ. 4টি
গ. 5টি

উত্তর – খ. 4টি

আর্য শব্দটি হল –

ক. জাতি
খ. ভাষা
গ. সাহিত্য

উত্তর – খ. ভাষা

বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাকে বলে –

ক. সংহিতা
খ. ব্রাহ্মণ
গ.আরণ্যক

উত্তর – ক. সংহিতা

পরবর্তী বৈদিক যুগের মানুষদের জীবনযাপনের চারটি পর্যায়ের শেষ পর্যায়টি ছিল –

ক. গার্হস্থ্যাশ্রম
খ. বাণপ্রস্থাশ্রম
গ. সন্ন্যাস আশ্রম

উত্তর – গ. সন্ন্যাস আশ্রম

ঋবৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল –

ক. বিদথ
খ. সভা
গ. সমিতি
ঘ. মেগালিথ

উত্তর – ক. বিদথ

বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন –

ক. রাজা
খ. বিশপতি
গ. বাবা
ঘ. গোষ্ঠীপতি

উত্তর – গ. বাবা

আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য হল –

ক. গম
খ. যব
গ. ধান
ঘ. ভুট্টা

উত্তর – খ. যব

বৈদিক সাহিত্য থেকে জানা যায় পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি করতেন –

ক. ব্রাহ্মণরা
খ. ক্ষত্রিয়রা
গ. বৈশ্যরা
ঘ. শূদ্ররা

উত্তর – ক. ব্রাহ্মণরা

পরবর্তী বৈদিক যুগে বর্ণের উল্লেখ পাওয়া যায় –

ক. তিনটি
খ. চারটি
গ. দুটি
ঘ. কোনোটিই নয়

উত্তর – ক. তিনটি

বৈদিক সমাজে বর্ণব্যবস্থায় সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল –

ক. ব্রাহ্মণদের ওপর
খ. ক্ষত্রিয়দের ওপর
গ. বৈশ্যদের ওপর
ঘ. শূদ্রদের ওপর

উত্তর – ঘ. শূদ্রদের ওপর

বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল –

ক. দাবা
খ. পোলো
গ. ফুটবল
ঘ. পাশা

উত্তর – ঘ. পাশা

বেদের আর একটি নাম হল –

ক. শ্রুতি
খ. ব্যাকরণ
গ. ছন্দ
ঘ. সংহতি

উত্তর – ক. শ্রুতি

বৈদিক যুগে দেবদেবীর মূর্তি –

ক. হাতে গড়া হত
খ. কল্পনা করা হত
গ. কোনোটিই নয়

উত্তর – খ. কল্পনা করা হত

ইন্দো-ইরানীয় ভাষায় প্রভাব লক্ষ করা যায় –

ক. সাম ও যজুর্বেদে
খ. ঋগ্বেদ ও জেন্দা-আবেস্তা
গ. আরণ্যকে

উত্তর – খ. ঋগ্বেদ ও জেন্দা-আবেস্তা

বৈদিক যুগে শিক্ষাগ্রহণ পর্ব শেষ হত –

ক. উপনয়নের মাধ্যমে
খ. সমাবর্তনের মাধ্যমে
গ. বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে

উত্তর – খ.সমাবর্তনের মাধ্যমে

বৈদিক যুগে গুরুগৃহে শিক্ষা চলত –

ক. 10 বছর
খ. 12 বছর
গ. 14 বছর
ঘ. 16 বছর

উত্তর – খ. 12 বছর

একলব্যের গুরু ছিলেন –

ক. আয়োদধৌম্য
খ. গৌতম
গ. আত্রেয়
ঘ. দ্রোণাচার্য

উত্তর – ঘ. দ্রোণাচার্য

মেগালিথ সংস্কৃতি কেন্দ্র নয় –

ক. বুরজাহোম
খ. নালন্দা
গ. ভরতপুর
ঘ. ইনামগাঁও

উত্তর – খ. নালন্দা

মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হল –

ক. হস্তিনাপুর
খ. বুরজাহোম
গ. হরপ্পা
ঘ. লোথাল

উত্তর – খ. বুরজাহোম

‘Roaming’ শব্দটির অর্থ হল –

ক. দাঁড়িয়ে থাকা
খ. বাইরে ঘোরা
গ. বেরিয়ে আসা
ঘ. বিদেশ ভ্রমণ

উত্তর – খ. বাইরে ঘোরা

ইন্দো-আর্য ভাষার সবথেকে পুরোনো সাহিত্য হল –

ক. ঋগ্বেদ
খ. ব্রাহ্মণ
গ. মহাভারত
ঘ. বেদান্ত

উত্তর – ক. ঋগ্বেদ

সবচেয়ে পুরোনো বৈদিক সংহিতা –

ক. ঋগ্বেদ
খ. সামবেদ
গ. যজুর্বেদ
ঘ. অথর্ববেদ

উত্তর – ক. ঋগ্বেদ

এদের মধ্যে কোন্ জায়গায় চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না?

ক. অত্রঞ্জিখেরা
খ. হস্তিনাপুর
গ. অহিচ্ছত্র
ঘ. মেহেরগড়

উত্তর – ঘ. মেহেরগড়

পরবর্তী বৈদিক সাহিত্যের মূল ভৌগোলিক অঞ্চল ছিল –

ক. সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা
খ. গঙ্গা ও সিন্ধু অঞ্চল
গ. গঙ্গা উপত্যকার দক্ষিণ ভাগ
ঘ. উত্তর বিহারের মিথিলা

উত্তর – ক. সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা

সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

রামায়ণের বর্ণনা অনুযায়ী রাবণের ছিল _____ টি মাথা।

ক. 5
খ. 10
গ. 20

উত্তর – খ. 10

Roaming শব্দটির মানে হল _____।

ক. দাঁড়িয়ে থাকা
খ. ঘোরা
গ. বেরিয়ে আসা

উত্তর – খ. ঘোরা

শব্দের ব্যবহার থেকে মনে হয় যে, ইন্দো-ইউরোপীয় ভাষা ব্যবহারকারীরা _____ অঞ্চলের মানুষ ছিল।

ক. মরুভূমি
খ. জলাশয়
গ. তৃণভূমি

উত্তর – গ. তৃণভূমি

আদি ইন্দো-ইউরোপীয় ভাষা বর্তমানে _____।

ক. আছে
খ. নেই
গ. আংশিক আছে

উত্তর – খ. নেই

সংহিতা কথার অর্থ _____।

ক. সংকলন করা
খ. যাগযজ্ঞ করা
গ. শুনে শুনে বলা

উত্তর – ক. সংকলন করা

আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান _____।

ক. সামবেদ
খ.যজুর্বেদ
গ. ঋগবেদ

উত্তর – গ. ঋগবেদ

_____ নামে যে-নদীর কথা ঋগবেদে রয়েছে, তা আজ আর খুঁজে পাওয়া যায় না।

ক. গঙ্গা
খ. যমুনা
গ. সরস্বতী

উত্তর – গ. সরস্বতী

পরবর্তী বৈদিক সাহিত্যের মূল ভৌগোলিক অঞ্চল ছিল _____।

ক. আফগানিস্তান
খ. সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা
গ. কৃষ্ণা ও কাবেরীর মাঝের এলাকা

উত্তর – খ. সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা

পরবর্তী বৈদিক যুগের মাটির পাত্রের রং ছিল _____।

ক. ধূসর
খ. লাল
গ. লাল-কালো

উত্তর – ক. ধূসর

বৈদিক সাহিত্য মূলত _____ সাহিত্য।

ক. ধর্মনিরপেক্ষ
খ. ধর্মীয়
গ. দর্শন বিষয়ক

উত্তর – খ. ধর্মীয়

মহীপতি হলেন _____ রাজা।

ক. পৃথিবীর
খ. দেশের
গ. রাজ্যের

উত্তর – ক. পৃথিবীর

রাজা যে-এলাকাটি শাসন করতেন তাকে বলা হত _____।

ক. রাষ্ট্র
খ. রাজ্য
গ. উপজাতি

উত্তর – খ. রাজ্য

ঋগবেদে _____ ধাতু ব্যবহারের কথা নেই।

ক. তামা
খ. লোহা
গ. ব্রোঞ্জ

উত্তর – খ. লোহা

ঋগবেদের যুগে গুরুত্বপূর্ণ নদী হল _____।

ক. গঙ্গা
খ. সরস্বতী
গ. যমুনা

উত্তর – খ. সরস্বতী

বৈদিক যুগে অন্যতম পালিত পশু হল _____।

ক. গোরু
খ. গাধা
গ. ভেড়া

উত্তর – ক. গোরু

আদি বৈদিক যুগে প্রধান উৎপন্ন শস্য ছিল _____।

ক. যব
খ. ধান
গ. মুগ

উত্তর – ক. যব

ঋগবেদের যুগে সম্পদ হিসেবে _____ র চাহিদাও ছিল।

ক. ঘোড়া
খ. গাধা
গ. হাতি

উত্তর – ক. ঘোড়া

ঋগবেদের স্বেচ্ছাকর _____ নামে পরিচিত।

ক. দান
খ. বলি
গ. উপরিকর

উত্তর – খ. বলি

ব্যাবসাবাণিজ্যের বিশেষ চল দেখা যায় _____।

ক. আদি বৈদিক যুগে
খ. বৈদিক যুগে
গ. পরবর্তী বৈদিক যুগে

উত্তর – গ. পরবর্তী বৈদিক যুগে

ঋগবেদের গোড়ার দিকে বর্ণাশ্রম বা _____বিশেষ ছিল বলে জানা যায় না।

ক. চতুরাশ্রম
খ. চতুর্বর্ণপ্রথা
গ. বর্ণ ও আশ্রম

উত্তর – খ. চতুর্বর্ণপ্রথা

বৈদিক যুগে কারিগরি, কৃষি ও ছিল _____ বৈশ্যদের কাজ।

ক. পুজো
খ. বাণিজ্য
গ. যুদ্ধ

উত্তর – খ. বাণিজ্য

যুদ্ধবন্দি দাসরাই মূলত _____ ছিল।

ক. শূদ্র
খ. ব্রাহ্মণ
গ. বৈশ্য

উত্তর – ক. শূদ্র

বৈদিক যুগে সবকিছু ভুলে ঈশ্বরচিন্তায় শেষজীবন কাটানোকে বলা হত _____ আশ্রম।

ক. ব্রহ্মচর্য
খ. সন্ন্যাস
গ. গার্হস্থ্য

উত্তর – খ. সন্ন্যাস

বৈদিক যুগে সাধারণত _____ বছর ধরে শিক্ষাগ্রহণ চলত।

ক. 10
খ. 12
গ. 15

উত্তর – খ. 12

প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো _____ -র খোঁজ পাননি।

ক. লিপি
খ. ধ্বংসাবশেষ
গ. হাড়গোড়

উত্তর – ক. লিপি

ভারতীয় উপমহাদেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ অংশে _____ সভ্যতা ছিল না।

ক. ঋবৈদিক
খ. বৈদিক
গ. পরবর্তী বৈদিক

উত্তর – খ. বৈদিক

বৈদিক যুগে যুদ্ধ করা ছিল _____ দের কাজ।

ক. ব্রাহ্মণ
খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য

উত্তর – খ. ক্ষত্রিয়

বৈদিক যুগে _____ কে বর্ণশ্রেষ্ঠ বলা হয়েছে।

ক. ব্রাহ্মণ
খ. বৈশ্য
গ. শূদ্র

উত্তর – ক. ব্রাহ্মণ

ঋগবেদে _____ এর কথা নেই।

ক. বিবাহ
খ. বাল্যবিবাহ
গ. যজ্ঞ

উত্তর – খ. বাল্যবিবাহ

বৈদিক যুগে _____ অনুষ্ঠানের ছাত্রজীবনের মধ্য দিয়ে ছাত্রজীবনের সূত্রপাত হত।

ক. সমাবর্তন
খ. জন্মদিন
গ. উপনয়ন

উত্তর – গ. উপনয়ন

ছাত্রজীবনের পরিসমাপ্তি ঘটত_____অনুষ্ঠানের মধ্য দিয়ে।

ক. উপনয়ন
খ. সমাবর্তন
গ. গোদান

উত্তর – খ. সমাবর্তন

ঋবৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন _____।

ক. বরুণ
খ. ইন্দ্র
গ. ব্রহ্মা

উত্তর – খ. ইন্দ্র

_____ বেদ আসলে জাদুমন্ত্রের সংকলন।

ক. ঋগ
খ. সাম
গ. অথর্ব

উত্তর – গ. অথর্ব

ঋগবেদে _____ বলতে গায়ের রংকেই বোঝায়।

ক. বর্ণ
খ. জাতি
গ. ভাষা

উত্তর – ক. বর্ণ

ঋগবেদে উল্লিখিত দশ রাজার যুদ্ধের একজন প্রতিপক্ষ ছিলেন _____।

ক. সুদাস
খ. ভূদেব
গ. ভগবানপুরের রাজা

উত্তর – ক. সুদাস

ঋগবেদে রাজা ছিলেন _____।

ক. গোষ্ঠীর প্রধান
খ. রাজ্যের প্রধান
গ. সমাজের প্রধান

উত্তর – ক. গোষ্ঠীর প্রধান

নিষ্ক হল _____।

ক. শিলালিপি
খ. মুদ্রা
গ. সিলমোহর

উত্তর – খ. মুদ্রা

রামায়ণ তো _____ যুদ্ধের গল্প।

ক. লক্ষ্মণের
খ. রাম-রাবণের
গ. কৌরবদের

উত্তর – খ. রাম-রাবণের

ঋকবেদ সবথেকে পুরোনো _____।

ক. বৈদিক সভ্যতা
খ. ইন্দো-আর্য ভাষাগোষ্ঠী
গ. বৈদিক সংহিতা

উত্তর – গ. বৈদিক সংহিতা

আদি বৈদিক যুগের ইতিহাস জানার উপাদান _____।

ক. জেন্দ-আবেস্তা
খ. মহাকাব্য
গ. ঋগবেদে

উত্তর – গ. ঋগবেদে

শূদ্রদের কাজ ছিল _____ করা।

ক. চাষবাস
খ. যুদ্ধ
গ. অন্য সম্প্রদায়ের সেবা

উত্তর – গ. অন্য সম্প্রদায়ের সেবা

বৈদিক যুগে _____ নিরাকার এক ঈশ্বরের ভাবনা পাওয়া যায়।

ক. উপনিষদে
খ. ব্রাহ্মণে
গ. আরণ্যকে

উত্তর – ক. উপনিষদে

মেগালিথ বলা হয় _____ কে।

ক. পাথরের গাড়ি
খ. পাথরের সমাধি
গ. পাথরের খেলনা

উত্তর – খ. পাথরের সমাধি

ঠিক-ভুল নির্ণয় করো

Roaming শব্দটির মানে হল দাঁড়ানো।

উত্তর – ভুল

ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এক সদস্য হল ইন্দো- ইরানীয় ভাষা।

উত্তর – ঠিক

‘বেদ’ এসেছে ‘বিদ’ শব্দ থেকে।

উত্তর – ঠিক

‘সংহিতা’ কথার অর্থ গান।

উত্তর – ভুল

বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য।

উত্তর – ঠিক

‘বিশপতি’ হলেন ‘বিশ’ বা গোষ্ঠীর প্রধান।

উত্তর – ঠিক

আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না।

উত্তর – ঠিক

পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে পাকাপাকি বাণিজ্য শুরু হয়।

উত্তর – ভুল

বৈদিক যুগে জিনিসের পরিবর্তে জিনিস কেনাবেচা করা হত।

উত্তর – ঠিক

বৈদিক যুগে পিতা ছিলেন পরিবারের প্রধান।

উত্তর – ঠিক

পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে।

উত্তর – ঠিক

বৈদিক যুগে শূদ্ররাও চতুরাশ্রম প্রথা পালন করত।

উত্তর – ভুল

বৈদিক যুগে লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন।

উত্তর – ভুল

গুরুর বাড়িতে শিষ্যরা শুধু পড়াশোনা করতেন।

উত্তর – ভুল

বৈদিক যুগে পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হত।

উত্তর – ঠিক

পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েছিল।

উত্তর – ভুল

বৈদিক সাহিত্য 1500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল।

উত্তর – ভুল

বৈদিক সাহিত্যে হিমালয়ের নাম নেই।

উত্তর – ভুল

আর্য প্রকৃতপক্ষে একটি ভাষার নাম।

উত্তর – ঠিক

গ্রামের থেকে বড়ো জনসমষ্টিকে বলা হত বিশ।

উত্তর – ঠিক

প্রাচীনকালে যুদ্ধে জিতে রাজা হওয়ার কোনো উদাহরণ নেই।

উত্তর – ভুল

পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার চালু ছিল না।

উত্তর – ভুল

বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক।

উত্তর – ঠিক

বৈদিক যুগে শিক্ষা সমাপ্ত হলে ছাত্র শিক্ষককে সাধ্যমত গুরুদক্ষিণা দিতেন।

উত্তর – ঠিক

আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগবেদ।

উত্তর – ঠিক

সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন।

উত্তর – ঠিক

বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু।

উত্তর – ঠিক

পরবর্তী বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা ছিল না।

উত্তর – ভুল

বৈদিক যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক।

উত্তর – ভুল

ঋবেদে কোথাও বাল্যবিবাহ প্রথার কথা নেই।

উত্তর – ঠিক

পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থার উন্নতি ঘটেছিল।

উত্তর – ভুল

কোনো মন্দিরের উল্লেখ নেই বৈদিক সাহিত্যে।

উত্তর – ঠিক

বৈদিক যুগে মূর্তিপূজার প্রচলন ছিল না।

উত্তর – ঠিক

একলব্য খুবই সাহসী ও পরিশ্রমী ছিলেন।

উত্তর – ঠিক

পরবর্তী বৈদিক সাহিত্যে পূর্ব ভারতকে উঁচু নজরে দেখা হয়েছে।

উত্তর – ভুল

মেগালিথ বড়ো পাথরের সমাধি নামে খ্যাত।

উত্তর – ঠিক

সংস্কৃত ভাষা হল একটি ইন্দো-ইউরোপীয় ভাষা।

উত্তর – ঠিক

জেন্দ-আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র।

উত্তর – ভুল

আর্য জাতিবাচক শব্দ।

উত্তর – ভুল

উপনিষদ ছিল বেদের প্রথম অংশ।

উত্তর – ভুল

সামবেদ গানের মতো সুর করে গাওয়া হত।

উত্তর – ঠিক

বৈদিক সাহিত্যে ঠিকমতো উচ্চারণ ও আসল অর্থ বোঝার জন্য বেদাঙ্গ রচিত হয়।

উত্তর – ঠিক

বৈদিক সাহিত্যে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই।

উত্তর – ঠিক

সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক বসতি ছিল।

উত্তর – ঠিক

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঋগবেদঅ. লোহা
খ. ঘোড়ায় টানা রথআ. পরবর্তী বৈদিক যুগ
গ. ধূসর পাত্রই. সংহিতা
ঘ. হস্তিনাপুরঈ. বৈদিক যুগ

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঋগবেদই. সংহিতা
খ. ঘোড়ায় টানা রথঈ. বৈদিক যুগ
গ. ধূসর পাত্রআ. পরবর্তী বৈদিক যুগ
ঘ. হস্তিনাপুরঅ. লোহা
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. দশরাজার যুদ্ধঅ. কুরুক্ষেত্রের যুদ্ধ
খ. মহাভারতআ. সুদাস
গ. গোপতিই. ব্রাহ্মণ সাহিত্য
ঘ. দেবতা-অসুর লড়াইঈ. গবাদি পশুর প্রভু

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. দশরাজার যুদ্ধআ. সুদাস
খ. মহাভারতঅ. কুরুক্ষেত্রের যুদ্ধ
গ. গোপতিঈ. গবাদি পশুর প্রভু
ঘ. দেবতা-অসুর লড়াইই. ব্রাহ্মণ সাহিত্য
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. যুদ্ধে জয়ীঅ. উন্নত কৃষি
খ. বলিআ. এক ধরনের কর
গ. গঙ্গা-যমুনা দোয়াবই. শাসনের কাজে সাহায্য
ঘ. রত্নিনঈ. রাজা

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. যুদ্ধে জয়ীঈ. রাজা
খ. বলিআ. এক ধরনের কর
গ. গঙ্গা-যমুনা দোয়াবঅ. উন্নত কৃষি
ঘ. রত্নিনই.“` শাসনের কাজে সাহায্য
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. নিষ্কঅ. পিতৃতান্ত্রিক
খ. বৈদিক সমাজআ. বৈদিক যুগ
গ. চতুরাশ্রমই. বৈদিক যুগের মুদ্রা
ঘ. যজ্ঞঈ. বৈদিক ধর্মের অঙ্গ

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. নিষ্কই. বৈদিক যুগের মুদ্রা
খ. বৈদিক সমাজঅ. পিতৃতান্ত্রিক
গ. চতুরাশ্রমআ. বৈদিক যুগ
ঘ. যজ্ঞঈ. বৈদিক ধর্মের অঙ্গ
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. আর্যঅ. প্রথম লিখিত গ্রন্থ
খ. ঋগবেদআ. মহাকাব্য
গ. মহাভারতই. ভাষা
ঘ. এক্কা গাড়িঈ. ঘোড়া

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. আর্যই. ভাষা
খ. ঋগবেদঅ. প্রথম লিখিত গ্রন্থ
গ. মহাভারতআ. মহাকাব্য
ঘ. এক্কা গাড়িঈ. ঘোড়া
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ধূসরঅ. উপজাতি গোষ্ঠীর এলাকা
খ. ভগবানপুরাআ. রাজা
গ. নেতাই. হরিয়ানা
ঘ. পাঞ্চালঈ. মৃৎপাত্র

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ধূসরঈ. মৃৎপাত্র
খ. ভগবানপুরাই. হরিয়ানা
গ. নেতাআ. রাজা
ঘ. পাঞ্চালঅ. উপজাতি গোষ্ঠীর এলাকা
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. অশ্বমেধঅ. সাধারণের সভা
খ. সমিতিআ. যজ্ঞ
গ. টানা ও পোড়েনই. মুদ্রা
ঘ. নিষ্কঈ. বস্ত্রশিল্প

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. অশ্বমেধআ. যজ্ঞ
খ. সমিতিঅ. সাধারণের সভা
গ. টানা ও পোড়েনঈ. বস্ত্রশিল্প
ঘ. নিষ্কই. মুদ্রা
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঘোড় দৌড়অ. যজ্ঞ
খ. পশুবলিআ. গুরুদক্ষিণা
গ. গো-দানই. সমাধি
ঘ. খেলাঈ. মেগালিথ

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঘোড় দৌড়
খ. পশুবলিঅ. যজ্ঞ
গ. গো-দানআ. গুরুদক্ষিণা
ঘ. খেলাঈ. মেগালিথ

বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো

বিবৃতি – রামায়ণের রাবণের দশটি মাথা ছিল।

ব্যাখ্যা –

  • রাবণ একজন দস্যু ছিলেন।
  • রাবণ রাক্ষসদের রাজা ছিলেন।
  • রাবণের মাথা দশদিকে খাটত।

উত্তর – রাবণের মাথা দশদিকে খাটত।

বিবৃতি – সংস্কৃত, বাংলা, ইংরেজি ও পালি ভাষায় মা শব্দের উচ্চারণগত মিল রয়েছে।

ব্যাখ্যা –

  • এই ভাষাগুলি একটি পরিবারের অন্তর্ভুক্ত।
  • এই ভাষাগুলি দ্রাবিড় ভাষা থেকে উৎপত্তি হয়েছে।
  • এই ভাষা ব্যবহারকারীরা একই অঞ্চলের বাসিন্দা ছিলেন।

উত্তর – এই ভাষাগুলি একটি পরিবারের অন্তর্ভুক্ত।

বিবৃতি – আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল।

ব্যাখ্যা –

  • ঋগবেদে সিন্ধু ও তার পূর্বদিকের উপনদী ঘেরা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।
  • ঋগবেদে সবরমতী নদীর উল্লেখ পাওয়া যায়।
  • ঋগবেদে হিমালয় পর্বতের উল্লেখ পাওয়া যায়।

উত্তর – ঋগবেদে সিন্ধু ও তার পূর্বদিকের উপনদী ঘেরা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।

বিবৃতি – মেগালিথ হল বড়ো পাথর দিয়ে তৈরি সমাধিক্ষেত্র।

ব্যাখ্যা –

  • মৃত ব্যক্তিকে সমাধি করে তার ওপর পাথর দিয়ে সমাধি চিহ্নিত করা হত।
  • সমাধি দেখে বোঝা যায় সমাজে ধনী-দরিদ্রের ভাগ ছিল।
  • কোথাও কোথাও একসঙ্গে পরিবারের সকলকে সমাধিস্থ করা হত।

উত্তর – মৃত ব্যক্তিকে সমাধি করে তার ওপর পাথর দিয়ে সমাধি চিহ্নিত করা হত।

বেমানান শব্দটি চিহ্নিত করো

রাম, রাবণ, রামায়ণ, মহাভারত

উত্তর – মহাভারত

ঋক, সংহিতা, যজুঃ, অথর্ব

উত্তর – সংহিতা

সংহিতা, বেদ, আরণ্যক, উপনিষদ

উত্তর – বেদ

সিন্ধু, গঙ্গা, যমুনা, হিমালয়

উত্তর – হিমালয়

হাতুড়ি, পেরেক, ছোরা, বড়শি

উত্তর – হাতুড়ি

সভা, জন, গণ, বিশ

উত্তর – সভা

দেবতা, অসুর, রাজা, ব্রাহ্মণ

উত্তর – ব্রাহ্মণ

অশ্বমেধ, নরমেধ, বাজপেয়, রাজসূয়

উত্তর – নরমেধ

বেদ, আয়োদধৌম্য, উপমন্যু, আরুণি

উত্তর – আয়োদধৌম্য

ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, চণ্ডাল

উত্তর – চণ্ডাল

পুজো, যজ্ঞ, বেদ পাঠ, সমাজসেবা

উত্তর – সমাজসেবা

জন্ম, ব্রহ্মচর্য, বাণপ্রস্থ, সন্ন্যাস

উত্তর – জন্ম

যব, ডাল, গম, ধান

উত্তর – ডাল

গুরু, শিষ্য, উপনয়ন, বিবাহ

উত্তর – বিবাহ

বেদ পাঠ, কৃষিকাজ, ব্যাকরণ, ভাষাশিক্ষা

উত্তর – কৃষিকাজ

ঘোড়দৌড়, স্নাতক, গুরুগৃহ, গুরুদক্ষিণা

উত্তর – ঘোড়দৌড়

দ্রোণাচার্য, রাম, কৃপ, পরশুরাম

উত্তর – রাম

মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি

উত্তর – মেদিনীপুর

কৃষি, পশুপালন, মাছশিকার, সমাজসেবা

উত্তর – সমাজসেবা

আরণ্যক, মহাভারত, সংহিতা, ব্রাহ্মণ

উত্তর – মহাভারত

ইন্দো-ইউরোপীয়, ইন্দো-ইরানীয়, ইন্দো-আর্য, দ্রাবিড়

উত্তর – দ্রাবিড়

ব্রাহ্মণ, অথর্ব, সাম, ঋক

উত্তর – ব্রাহ্মণ

সরস্বতী, সিন্ধু, কাবেরী, গঙ্গা

উত্তর – কাবেরী

হস্তিনাপুর, অস্মক, অহিচ্ছত্র, নোহ

উত্তর – অস্মক

ভরত, সুদাস, সুরদাস, দশরাজার যুদ্ধ

উত্তর – সুরদাস

চাণক্যপতি, গোপতি, বিশপতি, নরপতি

উত্তর – চাণক্যপতি

বরুণ, ঊষা, অদিতি, পৃথিবী

উত্তর – বরুণ

কামার, জেলে, ড্রাইভার, কুমোর

উত্তর – ড্রাইভার

গুরুদক্ষিণা, উপনয়ন, স্নাতক, ছাপাখানা

উত্তর – ছাপাখানা

মহারাষ্ট্র, মেগালিথ, ভীমা নদী উপত্যকা, সোয়ান নদী উপত্যকা

উত্তর – সোয়ান নদী উপত্যকা

সঠিক জোড়টি খুঁজে লেখো

ক. রাম রামায়ণ
খ. রাবণ-মহাভারত
গ. কুরুক্ষেত্র-জেন্দ আরেস্তা
ঘ. বলি-মুদ্রা

উত্তর – ক. রাম রামায়ণ


ক. ভাষা-ইন্দো-ইউরোপীয়
খ. ভাষা পরিবার- ইন্দো-ইউরোপীয়
গ. উপভাষা-ইন্দো-ইউরোপীয়
ঘ. অপ-ভাষা-ইন্দো-ইউরোপীয়

উত্তর – খ. ভাষা পরিবার-ইন্দো-ইউরোপীয়


ক. আর্য-দেশবাচক
খ. আর্য-নদীবাচক
গ. আর্য-জাতিবাচক
ঘ. আর্য-ভাষাবাচক

উত্তর – ঘ. আর্য-ভাষাবাচক


ক. সংহিতা-কবিতা
খ. সংহিতা-বাদ্য
গ. সংহিতা-নৃত্য
ঘ. সংহিতা-নাটক

উত্তর – ক. সংহিতা-কবিতা


ক. বৈদিক সাহিত্য- রাজনৈতিক
খ. বৈদিক সাহিত্য-ধর্মীয়
গ. বৈদিক সাহিত্য – প্রশাসনিক
ঘ. বৈদিক সাহিত্য- নিরপেক্ষ

উত্তর – খ. বৈদিক সাহিত্য-ধর্মীয়


ক. নৃপতি-মানুষের রক্ষাকারী
খ. বিশপতি-ভূমির মালিক
গ. ভূপতি-গবাদি পশুর প্রভু
ঘ. গোপতি-গোষ্ঠীর প্রধান

উত্তর – ক. নৃপতি-মানুষের রক্ষাকারী


ক. যুদ্ধের দেবতা-বরুণ
খ. বৃষ্টির দেবতা-অগ্নি
গ. প্রধান দেবতা-ইন্দ্র
ঘ. সূর্যের দেবতা-সোম

উত্তর – গ. প্রধান দেবতা-ইন্দ্র


ক. বৈদিক সমাজ- পিতৃতান্ত্রিক
খ. বৈদিক সমাজ-মাতৃতান্ত্রিক
গ. বৈদিক সমাজ-জনগণতান্ত্রিক
ঘ. বৈদিক সমাজ-ব্রাহ্মণকেন্দ্রিক

উত্তর – ক. বৈদিক সমাজ-পিতৃতান্ত্রিক


ক. স্বেচ্ছাকর-বলি
খ. ব্রাহ্মণ-রাজ্যশাসন
গ. ক্ষত্রিয়-পশুপালন
ঘ. শূদ্র-লুঠপাঠ চালানো

উত্তর – ক. স্বেচ্ছাকর-বলি


ক. যজুর্বেদ-যাদুমন্ত্রের সংকলন
খ. সামবেদ-মন্ত্রের সংকলন
গ. অথর্ববেদ-ঋগ্বেদের ব্যাখ্যা
ঘ. ঋগবেদ-ছন্দে বাঁধা ঋক্-এর সমষ্টি

উত্তর – ঘ. ঋগবেদ-ছন্দে বাঁধা ঋক্-এর সমষ্টি


ক. দ্রোণাচার্য-ক্ষত্রিয়
খ. হিরণ্যধনু-বৈশ্য
গ. একলব্য-ভিল বাক চাইয়াও দোকা
ঘ. অর্জুন-ব্রাহ্মণ চাচির

উত্তর – গ. একলব্য-ভিল বাক চাইয়াও দোকা


ক. দ্রোণাচার্য- আয়োদধৌম্য
খ. একলব্য লব্য-অর্জুন-অর্জুন
গ. আরুণি-উদ্দালক
ঘ. অর্জুন-উপমন্যু

উত্তর – গ. আরুণি-উদ্দালক


ক. জাদুমন্ত্রের সংকলন-ঋগ্বেদ
খ. হিমবৎ-হিমালয়
গ. মুজবন্ত শৃঙ্গ-হরিয়ানা
ঘ. মেগালিথ-একলব্য

উত্তর – খ. হিমবৎ- হিমালয়


ফাঁকা ঘরে সঠিক অক্ষর/বর্ণ বসিয়ে শব্দ গঠন করো

রা _ _ ণ

উত্তর – রামায়ণ

সং _ _

উত্তর – সংহিতা

অ _ _ বেদ

উত্তর – অথর্ববেদ

হি _ ব _

উত্তর – হিমবৎ

সপ্ত _ _

উত্তর – সপ্তসিন্ধু

_ সর

উত্তর – ধূসর

_ র _ তি

উত্তর – নরপতি

বা _ _ য়

উত্তর – বাজপেয়

র _ ন

উত্তর – রত্নিন

_ র্ণা শ্র _

উত্তর – বর্ণাশ্রম

যু _ _ন্দি

উত্তর – যুদ্ধবন্দি

আ _ দ _ ম্য

উত্তর – আয়োদধৌম্য

গু _ দ _ ণা

উত্তর – গুরুদক্ষিণা

_ কল _

উত্তর – একলব্য

তৃ _ _ মি

উত্তর – তৃণভূমি

_ গ _ দ

উত্তর – ঋগবেদ

_ দা _

উত্তর – সুদাস

শ _ _ ন

উত্তর – শতমান

ব্র _ চ _

উত্তর – ব্রহ্মচর্য

মে _ লি _

উত্তর – মেগালিথ

সম্পূর্ণ বাক্যে উত্তর দাও

ইংরেজিতে Roaming শব্দটির অর্থ কী?

ইংরেজিতে Roaming শব্দটির অর্থ ঘোরা।

কোন্ শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়?

রাম শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়।

রামায়ণে রাবণকে দস্যু বলা হয়েছে কেন?

অনার্য রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল সেই কারণে রামায়ণে রাবণকে দস্যু বা রাক্ষস বলা হয়েছে।

ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে কী?

ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধের কাহিনি।

ইন্দো-ইউরোপীয় কী?

ইন্দো-ইউরোপীয় হল একটি ভাষা-পরিবার।

ইন্দো-ইরানীয় ভাষা কী?

ইন্দো-ইরানীয় ভাষা-পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য।

ঋগবেদ ও জেন্দ অবেস্তায় কোন্ ভাষার প্রভাব দেখা যায়?

ঋগবেদ ও জেন্দ অবেস্তায় ইন্দো-ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়।

ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ কোনটি?

ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ ঋগবেদ।

ভারতীয় উপমহাদেশে কোন ভাষা-গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল?

ভারতীয় উপমহাদেশে ইন্দো-ইরানীয় ভাষা-গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল।

আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল?

আর্যদের বাসভূমি ছিল সপ্তসিন্ধু উপত্যকা।

বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল?

বৈদিক বসতি পাঞ্জাব থেকে হরিয়ানাতে সরে গিয়েছিল।

ঋকবেদে কোন পর্বতের উল্লেখ নেই?

ঋকবেদে বিন্ধ্যপর্বতের উল্লেখ নেই।

ঋকবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কী?

ঋকবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম সিন্ধু ও সরস্বতী।

বেদ কোন্ শব্দ থেকে এসেছে?

বেদ-বিদ শব্দ থেকে এসেছে।

বেদ কটি ভাগে বিভক্ত?

বেদ চারভাগে বিভক্ত।

সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি?

সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য ঋগবেদ।

ভারতে আগত প্রথম বিদেশি কারা?

ভারতে আগত প্রথম বিদেশি ইন্দো-আর্য ভাষাগোষ্ঠীর মানুষ।

পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কী?

পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগবেদ।

রামায়ণে ভারতের কোন্ দিকে আর্যবসতি বিস্তারের কাহিনি বর্ণিত হয়েছে?

রামায়ণে ভারতের দক্ষিণ দিকে আর্যবসতি বিস্তারের কাহিনি বর্ণিত হয়েছে।

শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন্ এলাকার মানুষ ছিল বলে মনে হয়?

শব্দের ব্যবহার থেকে আর্যরা তৃণভূমি এলাকার মানুষ ছিল বলে মনে হয়।

জেন্দ অবেস্তায় কাকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে?

জেন্দ অবেস্তায় অহুরকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে।

আর্য কি জাতি?

না, ‘আর্য’ কোনো জাতিবাচক শব্দ নয়।

সমগ্র বৈদিক সাহিত্য ক-টি ভাগে বিভক্ত?

সমগ্র বৈদিক সাহিত্য চার ভাগে বিভক্ত।

মহাকাব্য কোন্ সাহিত্যের অংশ?

মহাকাব্য পরবর্তী বৈদিক সাহিত্যের অংশ।

ভারতের দুটি মহাকাব্যের নাম কী?

ভারতের দুটি মহাকাব্যের নাম হল রামায়ণ ও মহাভারত।

আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল?

আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গোরু।

সুদাস কোন্ গোষ্ঠীর রাজা ছিলেন?

সুদাস ভরত গোষ্ঠীর রাজা ছিলেন।

ঋগবেদে কোন্ শৃঙ্গের উল্লেখ আছে?

ঋগবেদে হিমালয় (হিমবৎ) ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে।

শত অরিত্র কী?

শত অরিত্র ছিল ঋগবেদিক যুগে ব্যবহৃত একধরনের নৌকা।

রাম-রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হয়েছে তার নাম কী?

রাম-রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হয়েছে তার নাম রামায়ণ।

দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন?

দেবতারা ইন্দ্রকে প্রথম রাজা নির্বাচন করেন।

রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার যে – কোনো একটির উল্লেখ করো।

রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার মধ্যে একটি হল বাজপেয় যজ্ঞ।

আদি বৈদিক সমাজে কোন্ শিল্পের চল কম ছিল?

আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল কম ছিল।

ঋগবেদে কোন্ ধাতুর উল্লেখ নেই?

ঋগবেদে লোহার উল্লেখ নেই।

বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল?

বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গোরু।

কারা মূলত শূদ্র ছিল?

যুদ্ধবন্দি দাসরা মূলত শূদ্র ছিল।

বৈদিক যুগে জীবনযাপনের তৃতীয় পর্যায়কে কী বলা হত?

বৈদিক যুগে জীবনযাপনের তৃতীয় পর্যায়কে বলা হত বাণপ্রস্থ।

জাতিভেদপ্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে কীসের জরুরি ভূমিকা ছিল?

জাতিভেদপ্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের জরুরি ভূমিকা ছিল।

বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন্ খেলা হত?

বৈদিক যুগে সভা ও সমিতিতে পাশাখেলা হত।

যজ্ঞে কোন্ কোন্ পশু বলি দেওয়া হত?

যজ্ঞে গোরু ও ঘোড়া বলি দেওয়া হত।

দশ রাজার যুদ্ধে ভরতগোষ্ঠীর রাজা কে ছিলেন?

দশ রাজার যুদ্ধে ভরতগোষ্ঠীর রাজা ছিলেন রাজা সুদাস।

বৈদিক যুগে পৃথিবীর রাজা কে ছিলেন?

বৈদিক যুগে পৃথিবীর রাজা ছিলেন মহীপতি।

দেবতাদের মধ্যে সেরা বীর কে ছিলেন?

দেবতাদের মধ্যে সেরা বীর ছিলেন ইন্দ্র।

বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য কী কী ছিল?

বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য ছিল গম, যব ও ধান।

চতুরাশ্রমের তৃতীয় আশ্রম কোনটি?

চতুরাশ্রমের তৃতীয় আশ্রম বাণপ্রস্থ।

কোন্ দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল?

সূর্যদেবতা সবিতৃ-র উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল।

মহর্ষি আয়োদধৌম্য কে ছিলেন?

মহর্ষি আয়োদধৌম্য ছিলেন একজন আদর্শ গুরু।

কোন্ সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়?

পরবর্তী বৈদিক যুগ থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়।

সমাবর্তনে ছাত্রদের কী বলা হত?

সমাবর্তনে ছাত্রদের স্নাতক বলা হত।

দ্রোণাচার্যের কথা কোন্ গ্রন্থ থেকে জানা যায়?

মহাভারত থেকে দ্রোণাচার্যের কথা জানা যায়।

গোপতি কথার অর্থ কী?

গোপতি কথার অর্থ হল গবাদি পশুর প্রভু।

পরবর্তী বৈদিক যুগে কোন্ কোন্ পেশার কথা জানা যায়?

পরবর্তী বৈদিক যুগে কুমোর, কামার, রাখাল, চিকিৎসক প্রভৃতি পেশার কথা জানা যায়।

ঋগবেদের বর্ণাশ্রম আর কী নামে পরিচিত ছিল?

ঋগবেদের বর্ণাশ্রম চতুর্বর্ণ প্রথা নামেও পরিচিত ছিল।

বৈদিক যুগে ছাত্রদের থাকা-খাওয়ার দায়িত্ব কে নিত?

গুরু বা আচার্যদেব বৈদিক যুগে ছাত্রদের থাকা-খাওয়ার দায়িত্ব নিত।

আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা কীসের থেকে জানা যায়?

আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা বেদ থেকে জানা যায়।

ইনামগাঁও কোন্ রাজ্যে অবস্থিত?

ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত।

আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল?

আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল নদীর কাছাকাছি এলাকাগুলিতে।

ভারতে বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?

আর্যরা ভারতে বৈদিক সভ্যতার স্রষ্টা।

সমাবর্তন অনুষ্ঠান কী?

বৈদিক যুগে বারো বছর ধরে গুরুর গৃহে পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানের মধ্যদিয়ে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হত। তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে।

বেদের অপর নাম কী?

বেদের অপর নাম শ্রুতি।

রত্নিন কাদের বলা হত?

ঋকবেদিক যুগে রাজাকে প্রশাসনিক কাজে যাঁরা সাহায্য করতেন তাঁদের বলা হত রত্নিন।

ঋগবেদে জন, বিশ প্রভৃতি শব্দের মাধ্যমে কী বোঝানো হত?

ঋকবেদে শাসনতন্ত্রের অঙ্গ ছিল গ্রাম, বিশ ও জন। গ্রাম ছিল ক্ষুদ্রতম একক। কতকগুলি গ্রাম নিয়ে গড়ে উঠতো বিশ। বিশ-এর প্রধান ছিলেন বিশপতি বা রাজন। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড়ো অঞ্চলকে বলা হত জন।

বলি কী?

বৈদিক যুগে প্রাজারা রাজাকে একপ্রকার কর দিত (স্বেচ্ছাকর) তাকে বলা হত বলি।

বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য কোন্ মুদ্রার ব্যবহার করা হত?

বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য নিষ্ক মুদ্রার ব্যবহার করা হত।

বৈদিক সমাজে কোন্ খেলা খুবই জনপ্রিয় ছিল?

বৈদিক সমাজে পাশা খেলা খুবই জনপ্রিয় ছিল।

ব্রহ্মচর্যাশ্রম কাকে বলে?

বৈদিক যুগে গুরুগৃহে থেকে ছাত্ররা 12 বছর ধরে শিক্ষা লাভ করত। তাদের জীবনের এই পর্যায়কেই বলা হত ব্রহ্মচর্যাশ্রম।

ঋবৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে ছিলেন?

ঋবৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা ছিলেন ইন্দ্রদেব।

সমাবর্তনে ছাত্রদের কী বলা হত?

সমাবর্তনে ছাত্রদের স্নাতক বলা হত।

পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কী নামে পরিচিত?

পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি চিত্রিত ধূসর পাত্র নামে পরিচিত।

মহর্ষি আয়োদধৌম্য ছাত্র আরুণির কী নাম দিয়েছিলেন?

মহর্ষি আয়োদধৌম্য ছাত্র আরুণির নাম দিয়েছিলেন উদ্দালক।

বেদ – এর অপর নাম শ্রুতি কেন?

বেদ – এর অপর নাম শ্রুতি, কারণ ঈশ্বরের বাণী বেদ – এর কোনো লিখিত রূপ ছিল না। তা শুনে শুনে মুখস্ব করা হত।

সূত্র-সাহিত্য কী?

বেদ – এর মূলতত্ত্ব সংক্ষেপিত হয়েছে সূত্র সাহিত্যে।

অয়স কী?

ঋকবেদে অয়স নামে একটি শব্দের উল্লেখ আছে। পন্ডিতরা এই অয়স বলতে লোহাকে বুঝিয়েছেন।

বৈদিক মানুষ লোহার ব্যবহার জানত এই বিবৃতির পক্ষে তোমার যুক্তি কী?

ঋকবেদে উল্লেখিত অয়স শব্দের ব্যবহার থেকে পণ্ডিতগণ অনুমান করেন যে, বৈদিক যুগে লোহার প্রচলন ছিল তবে তা নিয়ে মতভেদ আছে।

বৈদিক যুগে শ্রেষ্ঠিন কাদের বলা হত?

বৈদিক যুগে ধনি বণিকদের শ্রেষ্ঠিন বলা হত।

একলব্য কে ছিলেন?

একলব্য ছিলেন মহাভারতের যুগে ভিলরাজা হিরণ্যধনুর পুত্র।

একলব্যের উল্লেখ কোন্ মহাকাব্যে পাওয়া যায়?

একলব্যের উল্লেখ মহাভারত নামক মহাকাব্যে পাওয়া যায়।

একলব্যের বাবার নাম কী?

একলব্যের বাবার নাম হিরণ্যধনু।

বৈদিক যুগে গুরুদক্ষিণা কী ছিল?

বৈদিক যুগে গুরুদক্ষিণা ছিল গো-দান।

সত্যকামের মায়ের নাম কী ছিল?

সত্যকামের মায়ের নাম ছিল জবালা।

কোন সময় বৈদিক সাহিত্য রচিত হয়?

আনুমানিক খ্রিস্টপূর্ব 1500-600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়।

বেদান্ত কাকে বলে?

বেদ – এর শেষ ভাগ হল উপনিষদ। তাই উপনিষদকে বলা হয় বেদান্ত।


আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়, “ভারতীয় উপমহাদেশের – প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০-৬০০ অব্দ)” অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন