আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
Contents Show

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী?

1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোর (Bohr) বিভিন্ন মৌলগুলিকে তাদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত আকারে সজ্জিত করে একটি পর্যায় সারণি রচনা করেন। এটি দীর্ঘ পর্যায়-সারণি বা বোরের পর্যায়-সারণি নামে পরিচিত। 1984 খ্রিস্টাব্দে IUPAC (International Union of Pure and Applied Chemistry) কর্তৃক এই পর্যায়-সারণি স্বীকৃতি লাভ করে।

আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।

আধুনিক দীর্ঘ পর্যায়ের বিবরণ – এই পর্যায়-সারণির 7টি পর্যায় 1, 2, 3, 4, 5, 6 এবং 7 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। মৌলগুলির পরমাণুর কক্ষপথ সংখ্যাই তাদের পর্যায় সংখ্যা। (মেন্ডেলিভের পর্যায় সারণির সংশোধিত রূপে প্রতি পর্যায়ে যতগুলি মৌল আছে এই পর্যায়- সারণিতেও ঠিক ততগুলি মৌল আছে।)।

একটি নির্দিষ্ট পর্যায়ে অবস্থিত মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বিভিন্ন হওয়ায় একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কে প্রস্তাব করেছিলেন?

ডেনিশ বিজ্ঞানী নিলস বোর (Niels Bohr) 1926 খ্রিস্টাব্দে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই সারণিটি প্রস্তাব করেন। পরে 1984 সালে IUPAC এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

আধুনিক পর্যায় সারণির পর্যায় সংখ্যা কী নির্দেশ করে?

আধুনিক পর্যায় সারণিতে, একটি মৌলের পর্যায় সংখ্যা তার পরমাণুর কক্ষপথের মোট সংখ্যা বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) নির্দেশ করে।

মেন্ডেলিভের সারণি এবং আধুনিক দীর্ঘ সারণির মধ্যে একটি মৌলিক পার্থক্য কী?

মেন্ডেলিভ তার সারণি মৌলগুলির পরমাণু ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন, যেখানে আধুনিক দীর্ঘ সারণি মৌলগুলিকে তাদের পরমাণু ক্রমাঙ্ক (Atomic Number) এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে।

একই পর্যায়ের মৌলগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন?

একই পর্যায়ের মৌলগুলির ইলেকট্রন বিন্যাস ভিন্ন হয়। যেহেতু ইলেকট্রন বিন্যাসই একটি মৌলের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাই একই পর্যায়ে থাকা সত্ত্বেও তাদের ধর্ম ভিন্ন হয়।

IUPAC এর পূর্ণরূপ কী এবং এর ভূমিকা কী?

IUPAC এর পূর্ণরূপ হল “International Union of Pure and Applied Chemistry” (বিশুদ্ধ ও প্রয়োগিক রসায়নের আন্তর্জাতিক সংঘ)। এটি রসায়নের বিভিন্ন নাম, প্রতীক, মাপকাঠি এবং পর্যায় সারণির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের মান নির্ধারণের দায়িত্বে রয়েছে।

দীর্ঘ পর্যায়-সারণির আরেকটি নাম কী?

এটিকে বোরের পর্যায়-সারণি (Bohr’s Periodic Table) নামেও পরিচিত।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে মৌলগুলিকে কীভাবে সাজানো হয়েছে এবং সারণির বর্ণনা কী অনুসারে করা হয়েছে?

এই সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে এবং সারণির বর্ণনা মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ক্রম অনুসারে করা হয়েছে।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে ক-টি পর্যায় ও ক-টি শ্রেণি আছে? পর্যায় সারণিতে একই শ্রেণির মৌলগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন?

দীর্ঘ পর্যায় সারণিতে 7টি পর্যায় ও 1৪টি শ্রেণি আছে।
এইরূপ সজ্জায় প্রতিটি শ্রেণিতে মৌলগুলি ওপর থেকে নীচের দিকে একই রূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে। ফলে একই শ্রেণির মৌলগুলির রাসায়নিক ধর্ম একই হয়।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে বর্তমানে মৌলের সংখ্যা ক-টি? শেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলটির চিহ্ন লেখো।

আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে বর্তমানে স্বীকৃত মৌলের সংখ্যা 118। শেষ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 118 এবং মৌলটির চিহ্ন Og (ওগেন্যাশন)।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে সন্ধিগত মৌল, মুদ্রা ধাতু, চ্যালকোজেন (আকরিক উৎপাদক) কোন্ শ্রেণিতে অবস্থিত?

সন্ধিগত মৌলগুলি 3-12 নং শ্রেণিতে, মুদ্রা ধাতু 11 নং শ্রেণিতে এবং চ্যালকোজেন মৌলগুলি 16 নং শ্রেণিতে অবস্থিত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

প্লাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটে তা ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াসমূহ লেখো।

প্লাটিনাম তড়িদ্দ্বারে কপার সালফেটের দ্রবণ তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে?

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে তা ব্যাখ্যা করো। অথবা, কপার তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের (CuSO₄) জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া হয় লেখো এবং অ্যানোডে কী বিক্রিয়া হয় লেখো।

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে?

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্লাটিনাম তড়িদ্দ্বারে কপার সালফেটের দ্রবণ তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে?

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে?

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

Pt ক্যাথোড ও গ্রাফাইট অ্যানোডে গলিত AlCl₃-এর তড়িদ্বিশ্লেষণে কী ঘটে? ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো।

তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও।