ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

Rohit

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও
Contents Show

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকা হল যথাক্রমে –

  1. পলি মৃত্তিকা।
  2. কৃষ্ণ মৃত্তিকা।
  3. লোহিত মৃত্তিকা।

পলি মৃত্তিকা –

ভারতের মোট আয়তনের 46 শতাংশ স্থানে এই মৃত্তিকা দেখা যায়। কিন্তু গঙ্গা-ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চলের অন্তর্গত ভারতের একাধিক রাজ্যে, যথা – উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে এই মৃত্তিকা দেখা যায়। পলি মৃত্তিকা দু-ধরনের, যথা – নবীন পলি মৃত্তিকা বা খাদার ও প্রাচীন পলি মৃত্তিকা বা ভাঙ্গর।

পলি মৃত্তিকা
পলি মৃত্তিকা

কৃষ্ণ মৃত্তিকা –

ভারতের মোট আয়তনের 17 শতাংশ স্থান জুড়ে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়। ব্যাসল্ট শিলা চূর্ণবিচূর্ণ হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়। উপদ্বীপীয় ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের অংশবিশেষে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়। এই মৃত্তিকায় তুলার চাষ ভালো হয়।

লোহিত মৃত্তিকা –

ভারতের প্রায় 11 শতাংশ স্থানে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। লৌহের পরিমাণ অধিক থাকায় এই মৃত্তিকার রং লাল হয়। দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বাদ দিয়ে প্রায় সমগ্র অংশেই অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা প্রভৃতি রাজ্যের অংশবিশেষে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতের প্রধান তিনটি মৃত্তিকা কী কী?

ভারতের প্রধান তিনটি মৃত্তিকা হলো —
1. পলি মৃত্তিকা (Alluvial Soil)।
2. কৃষ্ণ মৃত্তিকা (Black Soil বা Regur Soil)।
3. লোহিত মৃত্তিকা (Red Soil)।

পলি মৃত্তিকা কোথায় পাওয়া যায়?

পলি মৃত্তিকা প্রধানত উত্তর ভারতের সমভূমি অঞ্চলে (গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকা) দেখা যায়, যেমন — উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম।

পলি মৃত্তিকা কত প্রকার ও কী কী?

পলি মৃত্তিকা দুই প্রকার —
1. নবীন পলি (খাদার) – বন্যার নতুন পলি দ্বারা গঠিত।
2. প্রাচীন পলি (ভাঙ্গর) – পুরানো পলিস্তর, যা উচ্চভূমিতে দেখা যায়।

কৃষ্ণ মৃত্তিকা কোথায় পাওয়া যায়?

কৃষ্ণ মৃত্তিকা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়, যেমন — মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ু।

কৃষ্ণ মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়?

ব্যাসাল্ট শিলা (লাভা শিলা) ক্ষয় হয়ে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়। এতে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও কাদামাটির পরিমাণ বেশি।

কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল ভালো জন্মে?

কৃষ্ণ মৃত্তিকায় তুলা, গম, সয়াবিন ও আখ চাষ ভালো হয়।

লোহিত মৃত্তিকা কোথায় পাওয়া যায়?

লোহিত মৃত্তিকা প্রধানত দক্ষিণ ও পূর্ব ভারতে দেখা যায়, যেমন — তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়।

লোহিত মৃত্তিকার রং লাল কেন?

এতে লৌহ অক্সাইড (আয়রন অক্সাইড) এর পরিমাণ বেশি থাকায় এর রং লাল হয়।

লোহিত মৃত্তিকায় কোন ফসল জন্মে?

লোহিত মৃত্তিকায় বাজরা, ডাল, মিলেট ও তামাক চাষ ভালো হয়।

কোন মৃত্তিকা ভারতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে?

পলি মৃত্তিকা (ভারতের মোট মৃত্তিকার প্রায় 46% জুড়ে রয়েছে)।

কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম কী?

কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বা কট্টি মাটি (Black Cotton Soil) বলা হয়।

লোহিত মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কেমন?

লোহিত মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কম, কারণ এটি বালি ও পলি মিশ্রিত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো।

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো

মৃত্তিকা সংরক্ষণ কী? মৃত্তিকা সংরক্ষণের উপায়

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

নবম শ্রেণি বাংলা – চন্দ্রনাথ – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – চন্দ্রনাথ – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর