ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

Gopi

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।
Contents Show

ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।

চলমান হরফের প্রচলন ও মুদ্রণ বিপ্লব সারাবিশ্বের জ্ঞানচর্চাকে মুষ্টিমেয় সুবিধাভোগীর হাত থেকে মুক্ত করে পৌঁছে দিয়েছিল সাধারণের দোরগোড়ায়। ভারত তথা বাংলায় সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ, সর্বোপরি গণশিক্ষার প্রসারে ছাপাখানা ও ছাপা বই-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

বস্তুতপক্ষে, ছাপাখানার প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসার বিষয় দুটি বিশ্বের সব দেশেই একে অপরের পরিপূরক হিসাবে কাজ চিহ্নিত। বই -এর বিশাল চাহিদার জোগান দেওয়া তখনই সম্ভব হয়, যখন তা ছাপানোর জন্য যথেষ্ট সংখ্যক ছাপাখানা প্রস্তুত থাকে, আবার গণশিক্ষার প্রসার না ঘটলে ছাপাখানা তথা ছাপাবই -এর কোনো কদরই থাকে না।

পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেকক্ষেত্রেই দুর্বোধ্য এবং স্বাভাবিক ভাবেই পঠন-পাঠনের প্রতিকূল। কিন্তু ছাপাখানায় ছাপাবই এই অসুবিধা দূর করে। একই ধরনের বই বহু সংখ্যায় ছাপার সুবিধার জন্য সার্বিক পাঠ্যক্রম প্রণয়নে সুবিধা হয়। ছাপাবই দামে সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষাগ্রহণের সুযোগ পায়। ফলে গণশিক্ষার বিপুল প্রসার ঘটে।

উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটে। মিশন প্রেস থেকে সুলভে ছেপে বেরোয় অসংখ্য পাঠ্যপুস্তক। সুলভে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ‘স্কুল বুক সোসাইটি’। ‘দিগদর্শন’, ‘সমাচার দর্পণ’, ‘সম্বাদ কৌমুদী’, ‘সমাচার চন্দ্রিকা’, ‘সংবাদ প্রভাকর’ প্রভৃতি অসংখ্য পত্র-পত্রিকা এখান থেকে প্রকাশিত হয়ে গণশিক্ষার ধারাকে বেগবতী করেছিল। ক্রমে ক্রমে গড়ে ওঠে আরও অসংখ্য ছাপাখানা, আর পাল্লা দিয়ে প্রকাশিত হতে থাকে ছাপা বই।

ছাপাখানা শিশুশিক্ষার অগ্রগতি ও প্রসার ঘটায়, প্রকাশিত হয় মদনমোহন তর্কালংকারের ‘শিশুশিক্ষা’, বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’, রামসুন্দর বসাকের ‘বাল্যশিক্ষা’ প্রভৃতি। ছাপাখানায় মাতৃভাষায় প্রকাশিত হতে থাকে পঞ্জিকা, আইন, ধর্ম, নীতিকথা, ইতিহাস, কৃষিকাজ, সংগীত, চিকিৎসা প্রভৃতি বিষয়ের বই-যার ফলে উচ্চশিক্ষার দরজা খুলে যেতে থাকে শিক্ষার্থীদের সামনে। ছাপা হয় আঞ্চলিক ও অনুবাদ সাহিত্য।

এইভাবে মধ্য-অষ্টাদশ, উনবিংশ শতকে ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণচঞ্চল করে তুলেছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি তথা ভারতবাসী পৌঁছে গিয়েছিল নবজাগরণের দোরগোড়ায়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের মধ্যে কী সম্পর্ক রয়েছে?

ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসার পরস্পর সম্পর্কিত। ছাপাখানার মাধ্যমে সুলভ ও সহজলভ্য বই প্রকাশের সুযোগ তৈরি হয়, যা গণশিক্ষার প্রসারে সহায়ক। আবার শিক্ষার চাহিদা বৃদ্ধি পেলে ছাপাখানার সংখ্যাও বৃদ্ধি পায়।

হাতে লেখা পুঁথির তুলনায় ছাপা বইয়ের সুবিধা কী ছিল?

হাতে লেখা পুঁথি ছিল দুর্বোধ্য, দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল। অন্যদিকে, ছাপা বই সস্তা, সহজলভ্য ও একই রকমের বহু কপি পাওয়া যেত, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা কী ছিল?

উইলিয়াম কেরি প্রতিষ্ঠিত শ্রীরামপুর মিশন প্রেস (1800 খ্রিস্টাব্দ) বাংলায় আধুনিক ছাপাখানা ও শিক্ষাবিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে। এটি থেকে অসংখ্য পাঠ্যপুস্তক ও পত্রিকা প্রকাশিত হয়, যা গণশিক্ষাকে ত্বরান্বিত করে।

স্কুল বুক সোসাইটি কীভাবে শিক্ষার প্রসারে সাহায্য করেছিল?

1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত স্কুল বুক সোসাইটি সুলভ মূল্যে বা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাপাখানার প্রসারে বাংলায় কোন ধরনের বই প্রকাশিত হয়েছিল?

ছাপাখানার মাধ্যমে শিশুশিক্ষার বই (যেমন – ‘বর্ণপরিচয়’, ‘শিশুশিক্ষা’), ধর্মগ্রন্থ, আইন, ইতিহাস, কৃষি, চিকিৎসা, সংগীত ও অনুবাদ সাহিত্য প্রকাশিত হয়, যা বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়তা করে।

ছাপাখানার প্রভাবে বাংলায় কী ধরনের সামাজিক পরিবর্তন ঘটে?

ছাপাখানার প্রভাবে বাংলায় নবজাগরণ ঘটে, মাতৃভাষায় শিক্ষার প্রসার হয় এবং সাধারণ মানুষ জ্ঞানচর্চায় অংশগ্রহণের সুযোগ পায়। এটি সামাজিক ও সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উনিশ শতকে বাংলায় প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার নাম উল্লেখ করো।

‘দিগদর্শন’, ‘সমাচার দর্পণ’, ‘সম্বাদ কৌমুদী’, ‘সমাচার চন্দ্রিকা’, ‘সংবাদ প্রভাকর’ প্রভৃতি পত্রিকা শিক্ষা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাপাখানার প্রসার কেন মুদ্রণ বিপ্লব নামে পরিচিত?

ছাপাখানার মাধ্যমে জ্ঞানচর্চা মুষ্টিমেয় শিক্ষিত গোষ্ঠীর হাত থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই একে মুদ্রণ বিপ্লব বলা হয়। এটি বিশ্বজুড়ে জ্ঞানবিস্তারের গতি ত্বরান্বিত করে।

বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ কেন গুরুত্বপূর্ণ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ একটি সহজ ও কার্যকর শিশুশিক্ষার বই ছিল, যা বাংলা বর্ণমালা শেখার জন্য ব্যবহৃত হত এবং গণশিক্ষার প্রসারে ভূমিকা রাখে।

ছাপাখানার প্রসার কীভাবে বাংলার নবজাগরণে ভূমিকা রাখে?

ছাপাখানার মাধ্যমে বই ও পত্রিকা প্রকাশের সুযোগ তৈরি হয়, যা সমাজে নতুন চিন্তার প্রসার ঘটায়। এর ফলে বাংলায় নবজাগরণ সৃষ্টি হয় এবং আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও যুক্তিবাদের বিকাশ ঘটে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Job Posts

বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?

বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?

বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডঃ মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? অথবা, 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স' - টীকা লেখো।

বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডঃ মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?

রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন?

রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন?

About The Author

Gopi

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?

বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডঃ মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?

ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন?

বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উইলিয়াম কেরির কীরূপ অবদান ছিল?