এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় কারা? চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চুয়াড় কারা? চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চুয়াড় কারা? চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?

চুয়াড় কারা?

চুয়াড় শব্দের আক্ষরিক অর্থ অসভ্য, বর্বর বা বন্য। চুয়াড়রা ছিল মেদিনীপুর, বাঁকুড়া জেলার অন্তর্গত ‘জঙ্গলমহল’ নামে বনাঞ্চলের আদিম অধিবাসী। কৃষিকার্য ও পশুপালনের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। ঔপনিবেশিক শোষণ ও অনাচারের বিরুদ্ধে 1768 – 1769 এবং 1798 – 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই পর্বে তারা বিদ্রোহে শামিল হয়েছিল।

চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?

ঔপনিবেশিক শাসনকালে সকল আদিবাসী-উপজাতি বিদ্রোহ যেখানে জমিদার ও জমিদারের মদতদাতা ইংরেজের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল, সেখানে চুয়াড় বিদ্রোহে কৃষক ও জমিদার হাতে হাত রেখে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। চুয়াড় বিদ্রোহেই কৃষক ও জমিদারের রক্ত একই ঐতিহাসিক সন্ধিক্ষণে একই শত্রুর মোকাবিলায় ঝরেছিল।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

চুয়াড় শব্দের অর্থ কী?

চুয়াড় শব্দের আক্ষরিক অর্থ অসভ্য, বর্বর বা বন্য। তবে এটি একটি অপশব্দ হিসেবে ব্যবহৃত হতো। চুয়াড়রা মূলত পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও বাঁকুড়া জেলার জঙ্গলমহল অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ছিল।

চুয়াড়রা কীভাবে জীবনযাপন করত?

চুয়াড়রা প্রধানত কৃষিকাজ, পশুপালন এবং স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করত।

চুয়াড় বিদ্রোহ কখন সংঘটিত হয়েছিল?

চুয়াড় বিদ্রোহ দুটি পর্যায়ে সংঘটিত হয়েছিল –
1. প্রথম পর্যায় – 1768 – 1769 খ্রিস্টাব্দ।
2. দ্বিতীয় পর্যায় – 1798 – 1799 খ্রিস্টাব্দ।

চুয়াড় বিদ্রোহের কারণ কী ছিল?

চুয়াড় বিদ্রোহের মূল কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক নীতি, কর বৃদ্ধি, জমি দখল এবং স্থানীয় জনজীবনে অত্যাচার।

চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী বিদ্রোহ থেকে কীভাবে আলাদা?

অধিকাংশ আদিবাসী বিদ্রোহে জমিদার ও ইংরেজরা একত্রে শোষক হিসেবে কাজ করত, কিন্তু চুয়াড় বিদ্রোহে কৃষক ও জমিদাররা একসাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটি এই বিদ্রোহকে অনন্য করে তোলে।

চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

চুয়াড় বিদ্রোহের নেতৃত্বে ছিলেন দুর্জন সিংহ, শ্যামগঞ্জম প্রমুখ স্থানীয় নেতারা।

চুয়াড় বিদ্রোহের ফলাফল কী ছিল?

বিদ্রোহ দমন করা হলেও এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী ও কৃষকদের সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।

চুয়াড়দের বর্তমান অবস্থা কী?

সময়ের পরিবর্তনে চুয়াড় সম্প্রদায়ের অনেকেই অন্যান্য সমাজের সাথে মিশে গেছে। তবে তাদের ইতিহাস ও সংস্কৃতি এখনও গবেষণার বিষয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় কারা? চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?” নিয়ে আলোচনা করেছি। এই “চুয়াড় কারা? চুয়াড় বিদ্রোহ অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের থেকে কীভাবে স্বতন্ত্র স্থানের অধিকারী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন