এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 10 English – Sea Fever – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ইংরেজির ষষ্ঠ অধ্যায় Sea Fever – এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের Sea Fever কবিতা সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Class 10 English - Sea Fever - ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Sea Fever – ইংরেজি উচ্চারণ

আই মাস্ট গো ডাউন টু দ্য সীজ এগেইন টু দ্য লোন্লি সী
অ্যান্ড দ্য স্কাই,
অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু
স্টিয়ার হার বাই;
অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য
হোয়াইট সেইলস শেকিং,
অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সীজ ফেস, অ্যান্ড আ গ্রে ডন
ব্রেকিং।

আই মাস্ট গো ডাউন টু দ্য সীজ এগেইন, ফর দ্য কল অফ দ্য
রানিং টাইড,
ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি
ডিনাইড;
অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট
ক্লাউডস ফ্লাইং,
অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, অ্যান্ড দ্য সী-
গালস ক্রাইং।

আই মাস্ট গো ডাউন টু দ্য সীজ এগেইন টু দ্য ভ্যাগর্যান্ট
জিপসি লাইফ,
টু দ্য গালস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য
উইন্ডস লাইক আ হোয়েটেড নাইফ,
অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং
ফেলো-রোভার,
অ্যান্ড কোয়ায়েট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং
ট্রিকস ওভার।

Sea Fever – বঙ্গানুবাদ

আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, নিঃসঙ্গ সমুদ্র ও আকাশের
পথে,
আর আমার শুধু চাই একটা বড়ো জাহাজ, ও সেটিকে চালনা
করার জন্য একটি তারা;
চাকার ধাক্কা, হাওয়ার গান আর সাদা পালের কাঁপন,
সমুদ্রের মুখে লেগে থাকবে ধূসর কুয়াশা, সূচনা হবে ধূসর
ভোরের।
আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, ছুটতে থাকা স্রোতের
ডাকে,
এ এক পাগল করা পরিষ্কার ডাক যা অস্বীকার করা যাবে না;
আমি একটা ঝোড়ো হাওয়ার দিন চাই, সাদা মেঘ উড়বে
যখন,
ভাসমান জলরাশি ও ফুলে ওঠা ফেনা, শোনা যাবে শঙ্খচিলের
ডাক।
আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, ভবঘুরে জিপসি জীবনের
ডাকে,
শঙ্খচিলের রাস্তা, তিমির রাস্তা, যেখানে হাওয়া যেন চকচকে
শান দেওয়া ছুরি,
আমি চাই, সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে,
যাত্রা শেষে একটি মিষ্টি স্বপ্ন আর একটি শান্তির নিদ্রা।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ইংরেজির ষষ্ঠ অধ্যায় Sea Fever – এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের Sea Fever কবিতা সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি তোমাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের এই পোস্টটি তোমার প্রিয়জন, যার এটা প্রয়োজন হবে তার সাথে শেয়ার করো। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন