এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলবায়ু – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশের ‘ভারতের জলবায়ু‘ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলবায়ু – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলবায়ু – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়?

মৌসিনরামে।

ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?

মৌসুমি বায়ু।

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো |

শিলং।

শীতকালে ভারতের ওপর দিয়ে কোন্ বায়ু প্রবাহিত হয়?

উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।

অসমের প্রাক-মৌসুমি বৃষ্টিপাতকে কী বলে?

বরদৈছিলা।

কোন্ ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়?

শীত ঋতুতে।

লাদাখ মালভূমিতে কোন্ ধরনের জলবায়ু দেখা যায়?

শীতল মরু জলবায়ু।

আঁধি কী?

একধরনের গ্রীষ্মকালীন ধূলিঝড়।

গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তার নাম কী?

কালবৈশাখী।

ভারতের জলবায়ু কী প্রকৃতির?

ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।

মৌসম শব্দের অর্থ কী?

ঋতু।

কোন্ অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

করমণ্ডল উপকূলে।

ভারতের অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?

রাজস্থানের থর।

শরৎকালে যে ঝড় হয় তাকে কী বলে?

আশ্বিনের ঝড়।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন্ পর্বতে বাধা পেয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়?

হিমালয় পর্বত।

হিমালয়ের কোন্ ঢাল বেশি উষ্ণ?

দক্ষিণমুখী ঢাল।

পশ্চিমি জেট বায়ু ভারতের কোন্ জলবায়ুকে মূলত নিয়ন্ত্রণ করে?

শীতকালীন জলবায়ুকে।

পুবালি জেট বায়ু ভারতের কোন্ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

বর্ষাকালীন জলবায়ুকে।

এল নিনো কোথায় সৃষ্টি হয়?

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

ভারতের কোন্ সাগরে ঘূর্ণিঝড় বেশি হয়?

বঙ্গোপসাগরে।

ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন্ বায়ু থেকে হয়?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

ভারতে কোন্ মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি হয়?

মে মাসে।

আশ্বিনের ঝড় কোন্ মাসে দেখা যায়?

সেপ্টেম্বর-অক্টোবর মাসে।

মৌসুমি বায়ু কোন্ রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?

কেরলে।

ভারতের গ্রীষ্মকালীন উষ্ণতা কোন্ বায়ুর প্রভাবে কমে যায়?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে।

ভারতের প্রধানত কয়টি ঋতুর অস্তিত্ব দেখা যায়?

4 টি।

আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?

দক্ষিণ ভারতে।

কোন্ বায়ুপ্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়?

উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।

ভারতের দুটি চরমভাবাপন্ন শহরের নাম করো।

দিল্লি, চণ্ডীগড় ৷

উত্তর ভারতের গ্রীষ্মকালীন তাপপ্রবাহকে কী বলে?

লু।

পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম করো।

পুরুলিয়া জেলা।

ভারতের দুটি সমভাবাপন্ন শহরের নাম করো।

পুরি, কোচিন।

প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

মৌসুমি বায়ুপ্রবাহ।


আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের জলসম্পদ বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন