এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 6 English – How The Little Kite Learned To Fly – Question And Answer

আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায় ‘How The Little Kite Learned To Fly’ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ সেগুলো প্রায়ই পরীক্ষায় আসে।

Class 6 English – How The Little Kite Learned To Fly – Question And Answer 2
Contents Show

Tick (✔) the correct alternative [সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন (✔) দাও]

The little kite thought it could not [ছোটো ঘুড়িটি ভাবল সে পারবে না] –

(A) run [দৌড়োতে]
(B) fly [উড়তে]
(C) swim [সাঁতার কাটতে]

Ans – (B) fly [উড়তে]

The big kite told the small kite to [বড়ো ঘুড়িটি ছোটো ঘুড়িটিকে বলল] –

(A) try [চেষ্টা করতে]
(B) know [জানতে]
(C) think [ভাবতে]

Ans. (A) try [চেষ্টা করতে]

While flying the little kite was filled with [উড়তে উড়তে ছোটো ঘুড়িটি পরিপূর্ণ হল] –

(A) pity [দয়ায়]
(B) pride [গর্বে]
(C) pain [যন্ত্রণায়]

Ans – (B) pride [গর্বে]

The boys looked like small (ছেলেগুলোকে দেখতে লাগছিল ছোটো) –

(A) dots [ফোঁটার মতো]
(B) patches [টুকরোর মতো]
(C) spots [বিন্দুর মতো]

Ans – (C) spots [বিন্দুর মতো]

Complete the following sentences with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো]

The big kite rose towards the _____.

Ans – The big kite rose towards the tranquil sky. [বড়ো ঘুড়িটি উড়ে গেল শান্ত আকাশের দিকে।]

The little kite’s paper _____.

Ans – The little kite’s paper stirred at the sight. [ছোটো ঘুড়িটির কাগজ এই দৃশ্য দেখে নড়ে উঠল।]

The little kite smiled with the big kite _____.

Ans – The little kite smiled with the big kite as he sailed side by side. [ছোটো ঘুড়িটি বড়ো ঘুড়িটির সঙ্গে হাসতে লাগল কারণ সে তার পাশেই উড়ছিল।]

The little kite and the big kite _____.

Ans – The little kite and the big kite rested high in the quiet air. [ছোটো ঘুড়ি এবং বড়ো ঘুড়ি উঁচুতে শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল।]

First of all the little kite said, “I_____.”

Ans – First of all the little kite said, “I never can do it.” [সবার প্রথমে ছোটো ঘুড়িটি বলেছিল, “আমি কখনোই এটা পারব না।”]

The big kite told the little one to _____.

Ans – The big kite told the little one to try and try. [বড়ো ঘুড়িটা ছোটোটাকে বলেছিল চেষ্টা করে যেতে।]

Fill in the following chart with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের ছকটি পূরণ করো]

CauseEffect
The kite was afraid to fly.
The little kite grew braver.
The little kite was thrilled with pride.
The boys looked like small spots.

Ans –

CauseEffect
The little kite feared that he would fall while flying. [ছোটো ঘুড়িটির ভয় ছিল যে ওড়ার সময় সে পড়ে যেতে পারে।]The kite was afraid to fly. [ঘুড়িটি উড়তে ভয় পেত।]
The little kite grew braver. [ছোটো ঘুড়িটি অধিকতর সাহসী হল।]He rose through the air alone. [সে বাতাসের মধ্যে দিয়ে একাই ওপরে উঠে গেল।]
He sailed with the big kite side by side high in the sky. [আকাশের উঁচুতে সে বড়ো ঘুড়ির পাশাপাশি উড়ল।]The little kite was thrilled with pride. [ছোটো ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত হল।]
The small kite flew high with the big kite and looked down. [ছোটো ঘুড়িটি বড়ো ঘুড়িটির সঙ্গে অনেক উঁচুতে উড়ল এবং নীচের দিকে তাকাল।]The boys looked like small spots. [ছেলেদেরকে ছোটো বিন্দুর মতো দেখাচ্ছিল।]

State whether the following statements are true or false. Give statements in support of your answers [নীচের বিবৃতিগুলি ঠিক না ভুল তা বলো। তোমার উত্তরের সপক্ষে বিবৃতি দাও]

The little kite was inspired by the big one. [ছোট্ট ঘুড়িটি বড়োটির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।]

Ans – True

Supporting statement – “Try,” said the big kite, “only try!”

The little kite rose in the sky first. [ছোট্ট ঘুড়িটি আকাশে প্রথম উড়েছিল।]

Ans – False

Supporting statement – The big kite nodded – “Ah, well, goodbye;/I am off.”

The sky was stormy at the time of flying. [ওড়ার সময় আকাশ ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ।]

Ans – False

Supporting statement – And he rose toward their tranquil sky.

Flying high in the sky with the big kite was a matter of pride for the little kite. [বড়ো ঘুড়ির সঙ্গে আকাশের অনেক ওপরে ওড়া ছোটো ঘুড়ির কাছে গর্বের বিষয় ছিল।]

Ans – True

Supporting statement – Then how the little kite thrilled with pride,/As he sailed with the big kite side by side!

Make meaningful sentences of your own with the following words [নীচের শব্দগুলি ব্যবহার করে নিজের মতো অর্থপূর্ণ বাক্য রচনা করো]

tranquil, frightened, sailed, brave

Ans –

WordsSentences
Tranquil [শান্ত]The tranquil air brings peace to my heart. [শান্ত বাতাস আমার হৃদয়কে শান্তি দেয়।]
Frightened [ভীত]The frightened boy ran looking for shelter. [ভীত ছেলেটি আশ্রয়ের খোঁজে দৌড়ে গেল।]
Sailed [পাড়ি দিয়েছিল]Our boat sailed on the water for a long time. [দীর্ঘ সময়ের জন্য আমাদের নৌকা জলে পাড়ি দিয়েছিল।]
Brave [সাহসী]You should be brave enough to try to know the unknown. [অজানাকে জানার চেষ্টা করার জন্য তোমার যথেষ্ট সাহসী হওয়া উচিত।]

Answer the following question [নীচের প্রশ্নগুলির উত্তর দাও]

What made the little kite’s paper stir at the sight of the tranquil sky? [শান্ত আকাশ দেখামাত্র কী ছোটো ঘুড়ির কাগজকে নাড়িয়ে দিল?]

The big kite’s rise towards the tranquil sky made the little kite’s paper stir. [বড়ো ঘুড়িটির শান্ত আকাশের দিকে উঠে যাওয়াটাই ছোটো ঘুড়ির কাগজকে নাড়িয়ে দিল।]

What did the big kite tell the little kite to do? [বড়ো ঘুড়ি ছোটো ঘুড়িকে কী করতে বলল?]

The big kite told the little kite to try and try again. Otherwise, he would never learn the art of flying. [বড়ো ঘুড়ি ছোটো ঘুড়িকে বারবার চেষ্টা করতে বলল। তা না হলে সে কখনোই ওড়ার কৌশল শিখতে পারবে না।]

How did the little kite prepare himself for flight?
[ছোটো ঘুড়ি কীভাবে ওড়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল?]

The little kite’s paper stirred and trembled. He shook himself free and prepared himself for flight. [ছোটো ঘুড়ির কাগজ নড়ে ওঠে ও কাঁপতে থাকে। সে নিজেকে ঝাঁকিয়ে মুক্ত করে এবং ওড়ার জন্য নিজেকে প্রস্তুত করে।]

Whom did the kites get as companions high up in the quiet air? [শান্ত বাতাসে অনেক উঁচুতে ঘুড়িরা কাদেরকে সঙ্গী হিসেবে পেয়েছিল?]

High up in the quiet air, the kites got birds and clouds as companions. [শান্ত বাতাসে অনেক উঁচুতে ঘুড়িরা পাখিদের এবং মেঘেদের সঙ্গী হিসেবে পেয়েছিল।]

Oh, how happy I am – Why did the little kite feel so? [– কেন ছোটো ঘুড়ির এরকম মনে হয়েছিল?]

The little kite felt very happy because he had been brave enough to try flying. [ছোটো ঘুড়ি খুব খুশি হয়েছিল কারণ সে সাহস করে উড়তে চেষ্টা করেছিল।]

Class 6 English All Chapters Solutions

1. It All Began With Drip-Drip➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
2. The Adventurous Clown ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
3. The Rainbow➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
4. The Shop That Never Was➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
5. Land Of The Pharaohs➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
6. How The Little Kite Learned To Fly➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
7. The Magic Fish Bone➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
8. Goodbye The Moon➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
9. I Will Go With My Father A-Ploughing➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
10. Smart Ice Cream➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
11. The Blind Boy➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
12. Rip Van Winkle➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer

আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায় ‘How The Little Kite Learned To Fly’ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন; আমি সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবো। এছাড়াও, পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটি কাজে লাগতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন