এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

ষষ্ঠ শ্রেণী – ইতিহাস – ভারত ও সমকালীন বহির্বিশ্ব (খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত) – অতিরিক্ত প্রশ্নোত্তর

আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের নবম অধ্যায়, ‘ভারত ও সমকালীন বহির্বিশ্ব (খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত)’ অধ্যায়ের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সহায়ক। কারণ ষষ্ঠ শ্রেণী এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়।

ভারত ও সমকালীন বহির্বিশ্ব (খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত) – অতিরিক্ত প্রশ্নোত্তর
ভারত ও সমকালীন বহির্বিশ্ব (খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত) – অতিরিক্ত প্রশ্নোত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

চিনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য ছিল –

ক. ঘোড়া
খ. রেশম
গ. চন্দন
ঘ. পশম

উত্তর – খ. রেশম

নীলনদের দান বলা হয় –

ক. সুমেরকে
খ. চিনকে
গ. মিশরকে

উত্তর – গ. মিশরকে

সুমেরের লিপিকে ইংরেজিতে বলা হত –

ক. কিউনিফর্ম
খ. সংস্কৃত
গ. হায়ারোগ্লিফ

উত্তর – ক. কিউনিফর্ম

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে বলা হত –

ক. ব্যাবিলন
খ. সুমের
গ. মেসোপটেমিয়া

উত্তর – গ. মেসোপটেমিয়া

গন্ধার শিল্পের বিকাশ ঘটেছিল –

ক. মৌর্য আমলে
খ. সাতবাহন আমলে
গ. কুষাণ আমলে
ঘ. গুপ্ত আমলে

উত্তর – গ. কুষাণ আমলে

মিশরের শাসকদের বলা হত –

ক. ফ্যারাও
খ. মমি
গ. রাজা

উত্তর – ক. ফ্যারাও

পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. লাজুলি
খ. প্যাপিরাস
গ. কিউনিফর্ম

উত্তর – খ. প্যাপিরাস

মিশরের বর্ণ ও ছবিযুক্ত লিপিকে বলা হয় –

ক. কিউনিফর্ম
খ. লাতিন
গ. হায়ারোগ্লিফ

উত্তর – গ. হায়ারোগ্লিফ

হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছিল –

ক. চিন সভ্যতা
খ. মিশরীয় সভ্যতা
গ. সিন্ধু সভ্যতা

উত্তর – ক. চিন সভ্যতা

প্রথম কাগজ বানানো ও ছাপার কৌশল আবিষ্কার করেছিল –

ক. ভারত
খ. গ্রিস
গ. চিন

উত্তর – গ. চিন

গ্রিসের ছোটো ছোটো রাষ্ট্রকে বলা হত –

ক. পলিস
খ. রাজ্য
গ. স্যাট্রাপি

উত্তর – ক. পলিস

ইন্দো-গ্রিক বলা হত –

ক. শকদের
খ. ব্যাকট্রিয়ার অধিবাসীদের
গ. কুষাণদের

উত্তর – খ. ব্যাকট্রিয়ার অধিবাসীদের

‘হিদুষ’ শব্দটির উৎপত্তি –

ক. সিন্ধু নদ থেকে
খ. বিন্দু থেকে
গ. ইন্দু থেকে

উত্তর – ক. সিন্ধু নদ থেকে

পুরাণ সাহিত্যে ‘যবন’ বলা হয়েছে –

ক. মিশরের রাজাদের
খ. মৌর্য রাজাদের
গ. ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের

উত্তর – গ. ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের

এঁদের মধ্যে কে বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত নন?

ক. বুদ্ধযশ
খ. কুমারজীব
গ. পরমার্থ
ঘ. গন্ডোফারনেস

উত্তর – ঘ. গন্ডোফারনেস

গ্রিক বীর আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন –

ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. কনিষ্ক
গ. অম্ভি

উত্তর – গ. অম্ভি

বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত ছিলেন –

ক. মিনান্দার
খ. সেলিউকাস
গ. আলেকজান্ডার

উত্তর – ক. মিনান্দার

গন্ডোফারনেস ছিলেন –

ক. শক রাজা
খ. কুষাণ রাজা
গ. পহ্লব রাজা

উত্তর – গ. পহ্লব রাজা

মেগাস্থিনিস ছিলেন –

ক. চিনের দূত
খ. গ্রিক দূত
গ. পারসিক দূত

উত্তর – খ. গ্রিক দূত

ভারতে হুন আক্রমণ হয়েছিল –

ক. বিম্বিসারের সময়ে
খ. চন্দ্রগুপ্তের সময়ে
গ. স্কন্দগুপ্তের সময়ে

উত্তর – গ. স্কন্দগুপ্তের সময়ে

প্রথম লিখিত আইন চালু হয়েছিল –

ক. মিশরে
খ. ব্যাবিলনে
গ. রোমে
ঘ. চিনে

উত্তর – খ. ব্যাবিলনে

ভারত-রোম বাণিজ্য যে পথের মাধ্যমে চলত তাকে বলা হয় –

ক. রাজপথ
খ. রেশমপথ
গ. স্থলপথ

উত্তর – খ. রেশমপথ

সমুদ্রবাণিজ্যে পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল –

ক. কোঙ্কন
খ. কল্যাণ
গ. ভৃগুকচ্ছ

উত্তর – গ. ভৃগুকচ্ছ

প্রাচীন বাংলার বন্দর হল –

ক. কল্যাণ
খ. তাম্রলিপ্ত
গ. ব্রোচ

উত্তর – খ. তাম্রলিপ্ত

রেশম বাণিজ্য থেকে প্রচুর শুল্ক লাভ করতেন –

ক. সাতবাহন শাসকরা
খ. মৌর্য শাসকরা
গ. কুষাণ শাসকরা

উত্তর – গ. কুষাণ শাসকরা

আরামীয় ভাষার প্রচলন ছিল –

ক. গ্রিক সাম্রাজ্যে
খ. পারসিক সাম্রাজ্যে
গ. রোমান সাম্রাজ্যে

উত্তর – খ. পারসিক সাম্রাজ্যে

জুনাগড় প্রশস্তি –

ক. সংস্কৃত ভাষায় লেখা
খ. প্রাকৃত ভাষায় লেখা
গ. পালি ভাষায় লেখা

উত্তর – ক. সংস্কৃত ভাষায় লেখা

পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতা ছিলেন –

ক. আর্যভট্ট
খ. বরাহমিহির
গ. ব্রহ্মগুপ্ত

উত্তর – খ. বরাহমিহির

গ্রিক ও ভারতীয় শিল্পচর্চার সংমিশ্রণে গড়ে ওঠে –

ক. মথুরা শিল্পরীতি
খ. কুষাণ শিল্পরীতি
গ. গন্ধার শিল্পরীতি

উত্তর – গ. গন্ধার শিল্পরীতি

বুদ্ধষশ ছিলেন –

ক. বৌদ্ধপণ্ডিত
খ. ব্রাহ্মণ পণ্ডিত
গ. শিখ পণ্ডিত

উত্তর – ক. বৌদ্ধপণ্ডিত

সুয়ান জাং ছিলেন –

ক. গ্রিক পর্যটক
খ. চৈনিক পর্যটক
গ. পারসি পর্যটক
ঘ. রোমান পর্যটক

উত্তর – খ. চৈনিক পর্যটক

কুমারজীব ছিলেন একজন –

ক. বৌদ্ধ পণ্ডিত
খ. জৈন তীর্থংকর
গ. আজীবিক

উত্তর – ক. বৌদ্ধ পণ্ডিত

নাটকে পর্দা ফেলার প্রথা চালু করেছিল –

ক. রোমানরা
খ. গ্রিকরা
গ. মৌর্যরায়
ঘ. শক-পহ্লবরা

উত্তর – খ. গ্রিকরা

ফাসিয়ান ভারতে এসেছিলেন –

ক. 202 খ্রিস্টাব্দে
খ. 380 খ্রিস্টাব্দে
গ. 399 খ্রিস্টাব্দে

উত্তর – গ. 399 খ্রিস্টাব্দে

ফো-কুয়ো কি গ্রন্থটি রচনা করেন –

ক. সুয়ান জাং
খ. ব্রহ্মগুপ্ত
গ. ফাসিয়ান

উত্তর – গ. ফাসিয়ান

অন্তি ছিলেন –

ক. গ্রিসের রাজা
খ. তক্ষশিলার রাজা
গ. মগধের রাজা
ঘ. বৈশালির রাজা

উত্তর – খ. তক্ষশিলার রাজা

ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হত –

ক. ক্ষত্রপ
খ. যবন
গ. স্যাট্রাপ
ঘ. স্যান্ডারিন

উত্তর – খ. যবন

মিশরীয় শাসক টলেমি মৌর্য দরবারে দূত হিসেবে পাঠিয়েছিলেন –

ক. মেগাস্থিনিসকে
খ. ডায়োনিসিয়াসকে
গ. ডায়ামাকাসকে
ঘ. হেরোডোটাসকে

উত্তর – খ. ডায়োনিসিয়াসকে

সুয়ান জাং উপমহাদেশে পৌঁছান –

ক. 630 খ্রিস্টাব্দে
খ. 613 খ্রিস্টাব্দে
গ. 632 খ্রিস্টাব্দে

উত্তর – ক. 630 খ্রিস্টাব্দে

হেরোডোটাস ছিলেন –

ক. বিজ্ঞানের জনক
খ. ইতিহাসের জনক
গ. চিকিৎসার জনক
ঘ. বেদের জনক

উত্তর – খ. ইতিহাসের জনক

সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

মিশরকে ‘নীলনদের দান’ _____বলেছিলেন।

ক. থুকিডাইডিস
খ. হেরোডোটাস
গ. টলেমি

উত্তর – খ. হেরোডোটাস

ফ্যারাওদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য _____বানানো হত।

ক. তোরণ
খ. লাজুলি
গ. পিরামিড

উত্তর – গ. পিরামিড

_____শব্দটির মানে দুই নদীর মধ্যবর্তী দেশ।

ক. মেসোপটেমিয়া
খ. সুমের
গ. ব্যাবিলন

উত্তর – ক. মেসোপটেমিয়া

কিউনিফর্ম হল_____।

ক. মিশরের লিপি
খ. সুমেরের লিপি
গ. চিনের লিপি

উত্তর – খ. সুমেরের লিপি

প্যাপিরাস শব্দ থেকে_____শব্দটি এসেছে।

ক. পেপার
খ. মুদ্রা
গ. লিপি

উত্তর – ক. পেপার

মিশরের লিপিকে বলা হত_____লিপি।

ক. কিউনিফর্ম
খ. সিধুলিপি
গ. হায়ারোগ্লিফ

উত্তর – গ. হায়ারোগ্লিফ

পারস্যের হখামনীষীয় শাসকদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন_____।

ক. প্রথম দরায়বৌষ
খ. কনিষ্ক
গ. আলেকজান্ডার

উত্তর – ক. প্রথম দরায়বৌষ

হেরোডোটাসের মতে, ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি_____।

ক. জেলা
খ. প্রদেশ বা স্যাট্রাপি
গ. গ্রাম

উত্তর – খ. প্রদেশ বা স্যাট্রাপি

এথেন্স ছিল গ্রিসের নগর রাষ্ট্র বা_____।

ক. সাম্রাজ্য
খ. পলিস
গ. প্রদেশ

উত্তর – খ. পলিস

পারস্য উপসাগরের উত্তরে গড়ে উঠেছিল_____সাম্রাজ্য।

ক. রোমান
খ. গ্রিক
গ. পারসিক

উত্তর – গ. পারসিক

তক্ষশিলার রাজা _____আলেকজান্ডারকে সহযোগিতা করেন।

ক. সেলিউকাস
খ. চন্দ্রগুপ্ত
গ. অম্ভি

উত্তর – গ. অম্ভি

ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন_____।

ক. মিনান্দার
খ. অশোক
গ. চাণক্য

উত্তর – ক. মিনান্দার

শক শাসনের বাধা ছিল_____শাসকরা।

ক. কুষাণ শাসকরা
খ. গুপ্ত শাসকরা
গ. পহ্লব শাসকরা

উত্তর – গ. পহ্লব শাসকরা

বিন্দুসারের সঙ্গে সিরিয়ার শাসক_____ এর যোগাযোগ ছিল।

ক. প্রথম অ্যান্টিয়োকস
খ. সেলিউকাস
গ. টলেমি

উত্তর – ক. প্রথম অ্যান্টিয়োকস

চিন থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত পথ _____নামে পরিচিত।

ক. রেশমপথ
খ. পশমপথ
গ. দক্ষিণাপথ

উত্তর – ক. রেশমপথ

সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন_____ আমলে।

ক. গন্ডোফারনেসের
খ. কনিষ্কের
গ. চন্দ্রগুপ্ত মৌর্যের

উত্তর – ক. গন্ডোফারনেসের

গ্রিক দূত _____চন্দ্রগুপ্তের রাজসভায় গিয়েছিলেন।

ক. টলেমি
খ. বিন্দুসার
গ. মেগাস্থিনিস

উত্তর – গ. মেগাস্থিনিস

কোঙ্কন উপকূলের বিখ্যাত বন্দর ছিল_____বন্দর।

ক. ভৃগুকচ্ছ
খ. তাম্রলিপ্ত
গ. কল্যাণ

উত্তর – গ. কল্যাণ

কাবেরী বদ্বীপ এলাকায়_____বিখ্যাত বন্দর ছিল।

ক. নর্মদা
খ. কচ্ছ
গ. কাবেরীপট্টিনম

উত্তর – গ. কাবেরীপট্টিনম

_____ধর্মকে ঘিরে গন্ধার শিল্প গড়ে উঠেছিল।

ক. জৈন
খ. আজীবিক
গ. বৌদ্ধ

উত্তর – গ. বৌদ্ধ

নাটকের পর্দাকে সংস্কৃতে_____বলা হয়েছে।

ক. যবন জাতক
খ. যবনিকা
গ. যবিষ্ঠ

উত্তর – খ. যবনিকা

তাম্রলিপ্ত বন্দর থেকে_____জাহাজে উঠেছিলেন।

ক. সুয়ান জাং
খ. ফাসিয়ান
গ. মেগাস্থিনিস

উত্তর – খ. ফাসিয়ান

আরামীয় লিপি থেকেই সম্ভবত_____লিপি তৈরি হয়েছিল।

ক. ব্রাহ্মী
খ. খরোষ্ঠী
গ. পালি

উত্তর – খ. খরোষ্ঠী

_____ছিল ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরের জগতের যোগাযোগের একটি মাধ্যম।

ক. হিন্দু ধর্ম
খ. খ্রিস্টধর্ম
গ. বৌদ্ধধর্ম

উত্তর – গ. বৌদ্ধধর্ম

বুদ্ধষশ ছিলেন একজন_____বৌদ্ধপন্ডিত।

ক. চিনা
খ. কাশ্মীরি
গ. পারসিক

উত্তর – খ. কাশ্মীরি

ফাসিয়ান _____থেকে ভারতে এসেছিলেন।

ক. রোম
খ. চিন
গ. পারস্য

উত্তর – খ. চিন

ফাসিয়ানের লেখা গ্রন্থের নাম_____।

ক. ফো-কুয়ো-কি
খ. সি-ইউ-কি
গ. ইন্ডিকা

উত্তর – ক. ফো-কুয়ো-কি

_____খ্রিস্টাব্দে ফাসিয়ান ভারতে পৌঁছান।

ক. 382
খ. 389
গ. 399

উত্তর – গ. 399

খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম দিকে চিন থেকে উপমহাদেশে এসেছিলেন _____।

ক. অ্যান্টিয়োকস
খ. ফাসিয়ান
গ. সুয়ান জাং

উত্তর – গ. সুয়ান জাং

ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে _____বইতে লেখা হয়েছিল।

ক. পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি
খ. আর্যভটীয়
গ. মৃচ্ছকটিকম

উত্তর – ক. পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি

ঠিক-ভুল নির্ণয় করো

মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে।

উত্তর – ঠিক

ব্যাবিলনের রাজা হামুরাবি প্রথম লিখিত আইন চালু করেছিলেন।

উত্তর – ঠিক

সুমেরের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফ।

উত্তর – ভুল

থুকিডাইডিস মিশরকে বলেছেন নীলনদের দান।

উত্তর – ভুল

মিশরের শাসকদের বলা হত ফ্যারাও।

উত্তর – ঠিক

মিশরীয় লিপিকে ইংরেজিতে বলা হয় কিউনিফর্ম।

উত্তর – ভুল

চিন সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায়।

উত্তর – ঠিক

চিনের প্রাচীর তৈরি করেছিলেন চিনের শাসকরা।

উত্তর – ঠিক

ভূমধ্যসাগরের ইটালির উপকূল ঘিরে ছিল প্রাচীন পারসিক সভ্যতা।

উত্তর – ভুল

পারস্য সম্রাট প্রথম দরায়বৌষের একটি লেখতে ‘হিদুষ’ শব্দটি পাওয়া যায়।

উত্তর – ঠিক

সিন্ধু নদ থেকে ‘হিন্দুস’ শব্দটি তৈরি হয়েছে।

উত্তর – ভুল

উপমহাদেশে পারসিক শাসন শেষ হয় আলেকজান্ডারের অভিযানের ফলে।

উত্তর – ঠিক

উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে ছিল বাহীক দেশ বা ব্যাকট্রিয়া।

উত্তর – ঠিক

পুরাণ সাহিত্যে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের যবন বলা। হয়েছে।

উত্তর – ঠিক

ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন মিনান্দার।

উত্তর – ঠিক

অর্থশাস্ত্র থেকে জানা যায় মিনান্দারের রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট।

উত্তর – ভুল

শক রাজাদের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন গন্ডোফারনেস।

উত্তর – ভুল

কুষাণরা উপমহাদেশে পহ্লব নামে পরিচিত ছিল।

উত্তর – ভুল

গ্রিক শাসক সেলিউকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন।

উত্তর – ঠিক

সিরিয়া, মিশর, ম্যাসিডন, সিংহল প্রভৃতি জায়গায় অশোক দূত পাঠিয়েছিলেন।

উত্তর – ঠিক

রেশম ছিল আকাশপথের প্রধান বাণিজ্য।

উত্তর – ভুল

রেশমপথ দিয়ে ভারত-মিশর বাণিজ্য চলত।

উত্তর – ভুল

পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামক গ্রন্থের লেখক ছিলেন জনৈক গ্রিক নাবিক।

উত্তর – ঠিক

পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল কল্যাণ।

উত্তর – ভুল

তাম্রলিপ্ত বন্দর ছিল মালাবার উপকূলে।

উত্তর – ভুল

আরামীয় লিপি থেকে সম্ভবত খরোষ্ঠী লিপি তৈরি হয়েছিল।

উত্তর – ঠিক

কুষাণ আমলের আগে গৌতম বুদ্ধের মূর্তিপুজো হত।

উত্তর – ভুল

গন্ধার ভাস্কর্যে প্রধানত গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়।

উত্তর – ঠিক

খরোষ্ঠী লিপি ডানদিক থেকে বামদিকে লেখা হত।

উত্তর – ঠিক

জৈন ধর্মকে কেন্দ্র করে গন্ধার শিল্প গড়ে উঠেছিল।

উত্তর – ভুল

রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি সংস্কৃত ভাষায় রচিত।

উত্তর – ঠিক

ফো-কুয়ো-কি গ্রন্থটির রচয়িতা ফাসিয়ান।

উত্তর – ঠিক

পেরিপ্লাস কথার অর্থ জলযানে ঘুরে বেড়ানো।

উত্তর – ঠিক

কাশ্মীর অঞ্চলে বৌদ্ধধর্ম ও শিক্ষার চর্চা হত।

উত্তর – ঠিক

কুচি প্রদেশের কিজিল গুহাতে কুমারজীবের মূর্তি পাওয়া গেছে।

উত্তর – ঠিক

সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ফাসিয়ান চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন।

উত্তর – ভুল

398 খ্রিস্টাব্দে ১০ জন সহ-সন্ন্যাসী সমেত ফাসিয়ান ভারতে পৌঁছান।

উত্তর – ভুল

শীলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত।

উত্তর – ঠিক

জ্যোতির্বিজ্ঞান চর্চার একটি বিখ্যাত বই ছিল যবনজাতক।

উত্তর – ঠিক

সংস্কৃত ও চিনা দুই ভাষাতেই কুমারজীব দক্ষ ছিলেন।

উত্তর – ঠিক

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. মিশরের শাসকঅ. সুমেরু
খ. কিউনিফর্ম লিপিআ. চিন
গ. বারুদের ব্যবহারই. ফ্যারাও
ঘ. প্রথম দরায়বৌষঈ. পারসিক

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. মিশরের শাসকই. ফ্যারাও
খ. কিউনিফর্ম লিপিঅ. সুমেরু
গ. বারুদের ব্যবহারআ. চিন
ঘ. প্রথম দরায়বৌষঈ. পারসিক

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. অম্ভিঅ. ইন্দো-গ্রিক
খ. মিনান্দারআ. তক্ষশিলা
গ. স্কাইথীয়ই. পহ্লব
ঘ. পার্থীয়ঈ. শক

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. অম্ভিআ. তক্ষশিলা
খ. মিনান্দারঅ. ইন্দো-গ্রিক
গ. স্কাইথীয়ঈ. শক
ঘ. পার্থীয়ই. পহ্লব

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. হুন আক্রমণঅ. কল্যাণ
খ. কোঙ্কন উপকূলআ. স্কন্দগুপ্ত
গ. ফাসিয়ানই. বরাহমিহির
ঘ. পঞ্চসিদ্ধান্তিকাঈ. চিনা পর্যটক

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. হুন আক্রমণআ. স্কন্দগুপ্ত
খ. কোঙ্কন উপকূলঅ. কল্যাণ
গ. ফাসিয়ানঈ. চিনা পর্যটক
ঘ. পঞ্চসিদ্ধান্তিকাই. বরাহমিহির

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. গন্ডোফারনেসঅ. খ্রিস্টধর্ম
খ. সেন্ট থমাসআ. আপহব রাজা
গ. ডায়োনিসিয়াসই. সিরিয়ার শাসক
ঘ. প্রথম অ্যান্টিয়োকসঈ. মিশরের দূত

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. গন্ডোফারনেসআ. আপহব রাজা
খ. সেন্ট থমাসঅ. খ্রিস্টধর্ম
গ. ডায়োনিসিয়াসঈ. মিশরের দূত
ঘ. প্রথম অ্যান্টিয়োকসই. সিরিয়ার শাসক

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. নাগসেনঅ. জ্যোতির্বিজ্ঞানী
খ. কাবেরীপট্টিনমআ. বুদ্ধযশ
গ. কাশ্মিরী বৌদ্ধ পণ্ডিতই. বন্দর-নগর
ঘ. বরাহমিহিরঈ. বৌদ্ধভিক্ষু

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. নাগসেনঈ. বৌদ্ধভিক্ষু
খ. কাবেরীপট্টিনমই. বন্দর-নগর
গ. কাশ্মিরী বৌদ্ধ পণ্ডিতআ. বুদ্ধযশ
ঘ. বরাহমিহিরঅ. জ্যোতির্বিজ্ঞানী

বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো

বিবৃতি – মেসোপটেমিয়া কথাটি প্রথম ব্যবহার করে গ্রিকরা।

ব্যাখ্যা –

  • ক. যার অর্থ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর ভূমি।
  • খ. যার অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
  • গ. যার অর্থ দুই নদীর অববাহিকা।

উত্তর – খ. যার অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।


বিবৃতি – ভারতের উত্তর-পশ্চিম দিকে রয়েছে বেশ কয়েকটি গিরিপথ।

ব্যাখ্যা –

  • ক. এই গিরিপথগুলি ধরেই পশ্চিম ও মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের যোগাযোগ ঘটত।
  • খ. এই গিরিপথ দিয়েই প্রাচীন ভারতে মৌর্যদের আগমন ঘটে।
  • গ. এই গিরিপথ দিয়েই বিখ্যাত সিন্ধু রুট বা রেশম পথ গড়ে উঠেছিল।

উত্তর – ক. এই গিরিপথগুলি ধরেই পশ্চিম ও মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের যোগাযোগ ঘটত।


বিবৃতি – মিশরকে নীলনদের দান বলা হয়।

ব্যাখ্যা –

  • ক. মিশর নীলনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে।
  • খ. প্রাচীন মিশরের সভ্যতা নীলনদের দানে গড়ে উঠেছিল।
  • গ. নীলনদের জল ও উর্বর মাটি এই সভ্যতা গড়ে উঠতে সাহায্য করেছিল।

উত্তর – গ. নীলনদের জল ও উর্বর মাটি এই সভ্যতা গড়ে উঠতে সাহায্য করেছিল।


বিবৃতি – হখামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়ে।

ব্যাখ্যা –

  • ক. পারসিক সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হওয়ার কারণে।
  • খ. আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার কারণে।
  • গ. যোগ্য উত্তরাধিকারীর অভাবের কারণে।

উত্তর – খ. আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার কারণে।


বিবৃতি – ‘হিদুষ’ কথাটি প্রথম পারসিকরা ব্যবহার করে।

ব্যাখ্যা –

  • ক. পারসিকরা সিন্ধু নদীর উচ্চারণ করত ‘হিদুষ’।
  • খ. পারসিকরা হিন্দুদের বলত ‘হিদুষ’।
  • গ. পারসিক বর্ণমালায় ‘স’-এর ব্যবহার নেই। তাই তারা সিন্ধুকে বলত হিদুষ।

উত্তর – গ. পারসিক বর্ণমালায় ‘স’-এর ব্যবহার নেই। তাই তারা সিন্ধুকে বলত হিদুষ।


বেমানান শব্দটি চিহ্নিত করো

টাইগ্রিস, ইউফ্রেটিস, হোয়াংহো, লাজুলি

উত্তর – লাজুলি

মেসোপটেমিয়া, মেহেরগড়, পলিস, হরপ্পা

উত্তর – পলিস

সিন্ধুস, বিন্দুস, ইন্দুস, হিদুষ

উত্তর – বিন্দুস

কিউনিফর্ম, হায়ারোগ্লিফ, খরোষ্ঠী, কুরুষ

উত্তর – কুরুষ

মিনান্দার, মিলিন্দ, অলিন্দ, মিলিন্দপঞহো

উত্তর – অলিন্দ

মেগাস্থিনিস, ডায়োনিসিয়াস, ডায়ামাকাস, অ্যান্টিয়োকস

উত্তর – অ্যান্টিয়োকস

স্যাট্রাপ, গ্রিক, শক, পহ্লব

উত্তর – স্যাট্রাপ

ভৃগুকচ্ছ, কল্যাণ, কাবেরীপট্টিনম, গন্ধার

উত্তর – গন্ধার

হর্ষবর্ধন, বুদ্ধযশ, পরমার্থ, কুমারজীব

উত্তর – হর্ষবর্ধন

সুয়ান জাং, ফাসিয়ান, ইৎ সিং, সেন্ট থমাস

উত্তর – সেন্ট থমাস

গ্রিক, পারসিক, মৌর্য, শক

উত্তর – মৌর্য

মমি, ফ্যারাও, কিউনিফর্ম, পিরামিড

উত্তর – কিউনিফর্ম

সঠিক জোড়টি খুঁজে লেখো

ক. সুমের – কিউনিফর্ম
খ. গণিত – সংস্কৃত
গ. প্যাপিরাস – লিপি
ঘ. টাইগ্রিস – আইন

উত্তর – ক. সুমের – কিউনিফর্ম

ক. মিশর – হেরোডোটাস
খ. মিশর – ফ্যারাও
গ. মিশর – থুকিদিদিস বা থুকিডাইডিস
ঘ. মিশর – হামুরাবি

উত্তর – খ. মিশর – ফ্যারাও

ক. চিন – এথেন্স
খ. হোয়াংহো – গ্রিস
গ. গ্রিস – নগর – রাষ্ট্র
ঘ. লাজুলি – কুরুষ

উত্তর – গ. গ্রিস – নগর – রাষ্ট্র

ক. হিমালয় পর্বত – গিরিপথ
খ. তিব্বত – নদী
গ. মধ্য এশিয়া – সমুদ্রপথ
ঘ. উপমহাদেশ – প্রদেশ

উত্তর – ক. হিমালয় পর্বত – গিরিপথ

ক. পারসিক – প্রথম দরায়বৌষ
খ. গন্ধার – সমুদ্র
গ. সিন্ধু – উপমহাদেশ
ঘ. হেরোডোটাস – চিন

উত্তর – ক. পারসিক – প্রথম দরায়বৌষ

ক. কাশ্মীর -অন্তি
খ. ব্যাকট্রিয়া – স্পার্টা
গ. আলেকজান্ডার – গ্রিস
ঘ. তক্ষশিলা – অশোক

উত্তর – গ. আলেকজান্ডার – গ্রিস

ক. এথেন্স – মিশর
খ. সুমের – ব্যাবিলন
গ. গন্ধার – তাম্রলিপ্ত
ঘ. সাকল – শিয়ালকোট

উত্তর – ঘ. সাকল – শিয়ালকোট

ক. গন্ডোফারনেস – পহুব
খ. সেন্ট থমাস – কুষাণ
গ. মৌর্য – পার্থীয়
ঘ. অশোক – হুন

উত্তর – ক. গন্ডোফারনেস – পহুব

ক. সেলিউকাস – পারসিক শাসক
খ. টলেমি – ডায়োনিসিয়াস
গ. চন্দ্রগুপ্ত মৌর্য – হর্ষবর্ধন
ঘ. স্কন্দগুপ্ত – গ্রিক

উত্তর – খ. টলেমি – ডায়োনিসিয়াস

ক. সিন্ধু নদী – ভৃগুকচ্ছ
খ. কাবেরী বদ্বীপ – কারেরীপট্টিনম
গ. পেরিপ্লাস – মালাবার উপকূল
ঘ. নর্মদা – তাম্রলিপ্ত

উত্তর – খ. কাবেরী বদ্বীপ – কারেরীপট্টিনম

ফাঁকা ঘরে সঠিক অক্ষর/বর্ণ-বসিয়ে শব্দ গঠন করো

_সো _টে _য়া

উত্তর – মেসোপটেমিয়া

মিলি _প _হো

উত্তর – মিলিন্দপঞহো

_পি _স

উত্তর – প্যাপিরাস

_কি _ই _স

উত্তর – থুকিডাইডিস

দরা _বৌ _

উত্তর – দরায়বৌষ

_না _র

উত্তর – মিনান্দার

রা _ধি _জ

উত্তর – রাজাধিরাজ

মি _রকু _

উত্তর – মিহিরকুল

_তা _লি _

উত্তর – তাম্রলিপ্ত

_মার _ব

উত্তর – কুমারজীব

হে _ডো _স

উত্তর – হেরোডোটাস

ই _ফ্রে _স

উত্তর – ইউফ্রেটিস

সম্পূর্ণ বাক্যে উত্তর দাও

ইতিহাসের জনক কাকে বলা হয়?

ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়।

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে কোন্ সভ্যতা গড়ে উঠেছিল?

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল।

মেসোপটেমিয়া কথার অর্থ কী?

মেসোপটেমিয়া কথার অর্থ দুটি নদীর মধ্যবর্তী দেশ।

মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক।

সুমেরের লিপিকে ইংরেজিতে কী বলে?

কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন?

হামুরাবি ব্যাবিলনে প্রথম লিখিত আইন চালু করেছিলেন।

সুমেরীয়রা খেজুর গাছকে কী বলত?

সুমেরীয়রা খেজুর গাছকে বলত জীবনবৃক্ষ।

হামুরাবি কোথাকার রাজা ছিলেন।

হামুরাবি ব্যাবিলনের রাজা ছিলেন।

হায়ারোগ্লিফিক লিপি কী?

প্রাচীন মিশরীয়দের চিত্রলিপিকে বলা হত হায়ারোগ্লিফিক লিপি।

গিলগামেশ মহাকাব্য কোন্ সভ্যতার অবদান?

গিলগামেশ মহাকাব্য সুমেরীয় সভ্যতার অবদান।

কোন্ ঐতিহাসিক মিশরকে ‘নীলনদের দান’ বলেছেন?

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে ‘নীলনদের দান’ বলেছেন।

ফ্যারাও কাদের বলা হত?
অথবা, মিশরের রাজাকে কী বলে?

মিশরের রাজাদের ফ্যারাও বলা হত।

‘পিরামিডের দেশ’ বলা হয় কাকে?

মিশরকে ‘পিরামিডের দেশ’ বলা হয়।

হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে কোন্ সভ্যতা গড়ে ওঠে?

হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে চিন সভ্যতা গড়ে ওঠে।

বারুদের ব্যবহার প্রথম কোথায় হয়?

চিনে প্রথম বারুদের ব্যবহার হয়।

চিনের প্রাচীর কে নির্মাণ করেন?

শি-হুয়াং-তি চিনের প্রাচীর নির্মাণ করেন।

পলিস কী?
অথবা, নগররাষ্ট্র কী?

প্রাচীন গ্রিসের পাহাড়ঘেরা ছোটো ছোটো রাষ্ট্রগুলিকে বলা হত পলিস বা নগররাষ্ট্র।

গ্রিসের একটি নগর রাষ্ট্রের নাম কী?

গ্রিসের একটি নগর রাষ্ট্রের নাম এথেন্স।

জিশুখ্রিস্টকে কোথায় ক্রুশবিদ্ধ করা হয়েছিল?

জেরুজালেমে জিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।

পারস্যের হখামনীষীয় শাসকদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

পারস্যের হখামনীষীয় শাসকদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দরায়বৌষ।

পারস্য সম্রাট প্রথম দরায়বৌষের কাহিনি কোন্ লেখতে বর্ণনা করা হয়েছে?

পারস্য সম্রাট প্রথম দরায়বৌষের কাহিনি নকস-ই-রুস্তম লেখতে বর্ণনা করা হয়েছে।

পারসিকদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

পারসিকদের শ্রেষ্ঠ সম্রাট দরায়ুষ ছিলেন।

কার রাজত্বকালে আলেকজান্ডার পারস্য আক্রমণ করেন?

তৃতীয় দরায়ুষের রাজত্বকালে আলোকজান্ডার পারস্য আক্রমণ করেন।

কোন্ গ্রিক শাসক পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন?

আলেকজান্ডার পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন।

পারসিক সাম্রাজ্যের প্রদেশগুলিকে কী বলা হত?

পারসিক সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হত স্যাট্রাপি।

কোন্ গ্রিক শাসক পারসিপোলিস নগরী ধ্বংস করেছিলেন?

গ্রিক শাসক আলেকজান্ডার পারসিপোলিস নগরী ধ্বংস করেছিলেন।

কোন্ গ্রিক শাসক ভারত অভিযানে আসেন?

গ্রিক শাসক আলেকজান্ডার ভারত অভিযানে আসেন।

আলেকজান্ডার ভারত আক্রমণকালে কোন্ ভারতীয় রাজার সাহায্য পেয়েছিলেন?

আলেকজান্ডার ভারত আক্রমণকালে তক্ষশিলার রাজা অন্তির সাহায্য পেয়েছিলেন।

পুরাণ সাহিত্যে কাদের ‘যবন’ বলা হত?

ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের পুরাণ সাহিত্যে ‘যবন’ বলা হত।

মিনান্দার কে?

মিনান্দার ছিলেন একজন ইন্দো-গ্রিক শাসক।

বৌদ্ধ সাহিত্যে মিনান্দার কী নামে পরিচিত?

বৌদ্ধ সাহিত্যে মিনান্দার মিলিন্দ নামে পরিচিত।

মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

মিনান্দারের রাজধানী ছিল সাকল বা শিয়ালকোট।

শিয়ালকোট বর্তমানে কোথায় অবস্থিত?

শিয়ালকোট বর্তমানে পাকিস্তানে অবস্থিত।

মিনান্দার কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন?

মিনান্দার বৌদ্ধভিক্ষু নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন।

মিলিন্দপঞহো কার লেখা?

মিলিন্দপঞহো বৌদ্ধপণ্ডিত নাগসেন-এর লেখা।

মিলিন্দপঞহো কী?

মিলিন্দপঞহো হল বৌদ্ধভিক্ষু নাগসেন ও ইন্দো-গ্রিক শাসক মিনান্দারের কথাবার্তা বিষয়ক গ্রন্থ।

শকরা কোন্ গোষ্ঠীর লোক?

শকরা স্কাইথীয় গোষ্ঠীর লোক।

স্কাইথীয়রা আর কী নামে পরিচিত ছিল?

স্কাইথীয়রা শক নামে পরিচিত ছিল।

গন্ডোফারনেস কে ছিলেন?

গন্ডোফারনেস ছিলেন একজন পহ্লব শাসক।

ইরান থেকে আগত পার্থীয়রা উপমহাদেশে কী নামে পরিচিত?

ইরান থেকে আগত পার্থীয়রা উপমহাদেশে পহ্লব নামে পরিচিত।

কবে পতুব রাজা গন্ডোফারনেস শাসন শুরু করেন?

আনুমানিক 20 বা 21 খ্রিস্টাব্দে পহ্লব রাজা গন্ডোফারনেস শাসন শুরু করেন।

কোন্ শক শাসক নিজের মুদ্রায় ‘রাজাধিরাজ’ উপাধি ব্যবহার করতেন?

শক শাসক গন্ডোফারনেস নিজের মুদ্রায় ‘রাজাধিরাজ’ উপাধি ব্যবহার করতেন।

গন্ডোফারনেসের আমলে কে খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন?

গন্ডোফারনেসের আমলে সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন।

চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তির ছোঁড়ার কায়দা ভারতে কারা প্রচলন করেছিলেন?

চলন্ত ঘোড়র পিঠে পিছনে ঘুরে তির ছোঁড়ার কায়দা ভারতে পহুবরা প্রচলন করেছিলেন।

উপমহাদেশের ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহার করা করেছিল?

উপমহাদেশের ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহার শক ও পহ্লবরা করেছিল।

চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কোন্ গ্রিক দূত এসেছিলেন?

চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত মেগাস্থিনিস এসেছিলেন।

ডায়ামাকাস কে ছিলেন?

ডায়ামাকাস ছিলেন সেলিউকাসের দূত।

টলেমি কে ছিলেন?

টলেমি ছিলেন মিশরের শাসক।

মেগাস্থিনিস কার দূত ?

মেগাস্থিনিস গ্রিক শাসক সেলিউকাসের দূত।

কার শাসনকালে উপমহাদেশে হুন আক্রমণ হয়েছিল?

স্কন্দগুপ্তের শাসনকালে উপমহাদেশে হুন আক্রমণ হয়েছিল।

মিশরের শাসক টলেমি কাকে দূত হিসেবে মৌর্য রাজ- দরবারে পাঠিয়েছিলেন?

মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দূত হিসেবে মৌর্য রাজদরবারে পাঠিয়েছিলেন।

ডায়োনিসিয়াস কে ছিলেন?

ডায়োনিসিয়াস ছিলেন মিশরের শাসক টলেমির দূত।

অ্যান্টিয়োকস কে ছিলেন?

অ্যান্টিয়োকস ছিলেন সিরিয়ার শাসক।

কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন?

গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন।

কাকে ‘ভারতের রক্ষাকারী’ বলা হয়?

স্কন্দগুপ্তকে ‘ভারতের রক্ষাকারী’ বলা হয়।

দুজন হুন নেতার নাম লেখো।

দুজন হুন নেতার নাম হল তোরমান ও মিহিরকুল।

‘ভারতের অ্যাটিলা’ কাকে বলা হয়?

হুন নেতা মিহিরকুলকে ‘ভারতের অ্যাটিলা’ বলা হয়।

চিন থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত পথের নাম কী?

চিন থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত পথের নাম রেশমপথ।

পেরিপ্লাস অব্ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থটি কে লেখেন?

পেরিপ্লাস অব্ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থের লেখকের নাম জানা যায় না। তিনি একজন গ্রিক যিনি মিশরে থাকতেন।

পেরিপ্লাস অব্ দি ইরিথ্রিয়ান সি বইটি কোন্ ভাষায় লেখা?

পেরিপ্লাস অব্ দি ইরিথ্রিয়ান সিবইটি গ্রিক ভাষায় লেখা।

ভৃগুকচ্ছ বন্দর কোন্ নদীর তীরে গড়ে উঠেছিল?

নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ বন্দর গড়ে উঠেছিল।

কাবেরী বদ্বীপ এলাকায় কোন্ বন্দর অবস্থিত?

কাবেরীপট্টিনম বন্দর কাবেরী বদ্বীপ এলাকায় অবস্থিত।

প্রাচীন ভারতের কয়েকটি বাণিজ্য বন্দরের নাম লেখো।

প্রাচীন ভারতের কয়েকটি বাণিজ্য বন্দর হল-তাম্রলিপ্ত, ভৃগুকচ্ছ, কল্যাণ, কাবেরীপট্টিনম ইত্যাদি।

গুপ্ত আমলে ভারতের পূর্ব উপকূলে কোন্ বন্দরের খ্যাতি বেড়েছিল?

গুপ্ত আমলে ভারতের পূর্ব উপকূলে তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি বেড়েছিল।

তমলুকের পূর্ব নাম কী ছিল?

তমলুকের পূর্ব নাম ছিল তাম্রলিপ্ত।

তাম্রলিপ্ত কীজন্য বিখ্যাত ছিল?

তাম্রলিপ্ত ছিল প্রাচীন ভারতের একটি বন্দর-নগর।

কোন্ লিপি থেকে খরোষ্ঠী লিপি -এর উদ্ভব হয়?

আরামীয় লিপি থেকে খরোষ্ঠী লিপি -এর উদ্ভব হয়।

পণ্ডিত পরমার্থ বৌদ্ধসাহিত্য চর্চার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে চিন গমন করেন?

পণ্ডিত পরমার্থ বৌদ্ধ সাহিত্য চর্চার উদ্দেশ্যে 546 খ্রিস্টাব্দে চিনে গমন করেন।

কাশ্মীরে কুমারজীব কার কাছে বৌদ্ধসাহিত্য পড়াশোনা করতেন?

কাশ্মীরে কুমারজীব বন্ধুদত্তের নিকট বৌদ্ধসাহিত্য পড়াশোনা করতেন।

কোন্ ধর্মকে ঘিরে গন্ধার শিল্প গড়ে উঠেছিল?

বৌদ্ধ ধর্মকে ঘিরে গন্ধার শিল্প গড়ে উঠেছিল।

জুনাগড় প্রশস্তি কে রচনা করেন?

রুদ্রদামন জুনাগড় প্রশস্তি রচনা করেন।

জুনাগড় প্রশস্তি কোন্ ভাষায় লেখা?

জুনাগড় প্রশস্তি সংস্কৃত ভাষায় লেখা।

পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা?

পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহিরের লেখা।

বুদ্ধষশ কে ছিলেন?

বুদ্ধযশ ছিলেন একজন কাশ্মীরি বৌদ্ধপণ্ডিত।

ফাসিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?

ফাসিয়ান 399 খ্রিস্টাব্দে ভারতে আসেন।

ফাসিয়ান কোন্ দেশের লোক ছিলেন?

ফাসিয়ান চিন দেশের লোক ছিলেন।

ফাসিয়ান ভারতবর্ষের কোথায় থেকে বৌদ্ধধর্ম ও সাহিত্যচর্চা করেছিলেন?

ফাসিয়ান ভারতবর্ষের পাটলিপুত্রে থেকে বৌদ্ধধর্ম ও সাহিত্যচর্চা করেছিলেন।

ফাসিয়ান কত বছর তাম্রলিপ্ততে ছিলেন?

ফাসিয়ান দু-বছর তাম্রলিপ্ততে ছিলেন।

ফো-কুয়ো-কি বইটি কার লেখা?
অথবা, এই গ্রন্থে কার অভিজ্ঞতা বর্ণিত আছে?

ফো-কুয়ো-কি বইটি ফাসিয়ানের লেখা।

সুয়ান জাং কবে উপমহাদেশে আসেন?

সুয়ান জাং 630 খ্রিস্টাব্দে উপমহাদেশে আসেন।

কোন্ শাসকের সময়কালে সুয়ান জাং ভারতবর্ষে এসেছিলেন?

হর্ষবর্ধনের শাসনকালে সুয়ান জাং ভারতবর্ষে এসেছিলেন।

ফো-কুয়ো-কি বইয়ের বিষয়বস্তু কী?

ফো-কুয়ো-কি বইয়ের বিষয়বস্তু হল প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও বৌদ্ধধর্ম।

সুয়ান জাং নালন্দা মহাবিহারে কার কাছে পড়াশোনা করেন?

সুয়ান জাং নালন্দা মহাবিহারে পণ্ডিত শীলভদ্রের কাছে পড়াশোনা করেন।

পেপার শব্দটি কী থেকে এসেছে?

পেপার শব্দটি প্যাপিয়াস শব্দ থেকে এসেছে।


আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের নবম অধ্যায়, “ভারত ও সমকালীন বহির্বিশ্ব (খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত)” অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন