এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

ষষ্ঠ শ্রেণী – ইতিহাস – ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (প্রথম পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০-১৫০০ অব্দ) – অতিরিক্ত প্রশ্নোত্তর

আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, ‘ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (প্রথম পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০-১৫০০ অব্দ)’ অধ্যায়ের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সহায়ক। কারণ ষষ্ঠ শ্রেণী এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়।

ষষ্ঠ শ্রেণী ইতিহাস - ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
ষষ্ঠ শ্রেণী ইতিহাস – ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন –

ক. জন প্রিন্সেপ
খ. জাঁ ফ্রাঁসোয়া জারিজ
গ. স্যার জন মার্শাল

উত্তর – খ. জাঁ ফ্রাঁসোয়া জারিজ

মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় –

ক. 1920 খ্রিস্টাব্দে
খ. 1958 খ্রিস্টাব্দে
গ. 1978 খ্রিস্টাব্দে

উত্তর – গ. 1978 খ্রিস্টাব্দে

মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়কাল হল –

ক. আনুমানিক খ্রিস্টপূর্ব 7000-খ্রিস্টপূর্ব 5000 অব্দ
খ. আনুমানিক খ্রিস্টপূর্ব 5000-খ্রিস্টপূর্ব 4000 অব্দ
গ. আনুমানিক খ্রিস্টপূর্ব 4300-খ্রিস্টপূর্ব 3800 অব্দ

উত্তর – ক. আনুমানিক খ্রিস্টপূর্ব 7000-খ্রিস্টপূর্ব 5000 অব্দ

মেহেরগড় সভ্যতার কোন্ পর্বের শেষদিকে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়?

ক. প্রথম পর্বের
খ. দ্বিতীয় পর্বের
গ. তৃতীয় পর্বের

উত্তর – খ. দ্বিতীয় পর্বের

পাথরের তৈরি জাঁতা প্রথম পাওয়া গেছে –

ক. মেহেরগড় সভ্যতায়
খ. সিন্ধু সভ্যতায়
গ. বৈদিক সভ্যতায়

উত্তর – ক. মেহেরগড় সভ্যতায়

ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরোনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে –

ক. মেহেরগড়ে
খ. সিন্ধু সভ্যতায়
গ. বেলুচিস্তানে

উত্তর – ক. মেহেরগড়ে

প্রথম কার্পাস চাষের প্রমাণ পাওয়া গেছে –

ক. সিন্ধু সভ্যতায়
খ. মেহেরগড় সভ্যতায়
গ. দ্রাবিড় সভ্যতায়

উত্তর – খ. মেহেরগড় সভ্যতায়

মেহেরগড়ের অন্যতম গৃহপালিত পশু ছিল –

ক. গোরু
খ. কুঁজওয়ালা ষাঁড়
গ. কুকুর

উত্তর – খ. কুঁজওয়ালা ষাঁড়

মেহেরগড় সভ্যতার অধিবাসীরা মৃতদেহকে জড়িয়ে দিত –

ক. লাল কাপড়ে
খ. নীল কাপড়ে
গ. সবুজ কাপড়ে

উত্তর – ক. লাল কাপড়ে

মেহেরগড় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল –

ক. বানাওয়ালি
খ. লোথাল
গ. কিলি-গুল-মোহম্মদ

উত্তর – গ. কিলি-গুল-মোহম্মদ

মেহেরগড় সভ্যতা ছিল –

ক. তামা-ব্রোঞ্জ যুগের সভ্যতা
খ. লোহা-পাথরের যুগের সভ্যতা
গ. তামা-পাথরের যুগের সভ্যতা

উত্তর – গ. তামা-পাথরের যুগের সভ্যতা

মেহেরগড় সভ্যতা আরও পরিণত আকার নিয়েছিল –

ক. সিন্ধু সভ্যতায়
খ. দ্রাবিড় সভ্যতায়
গ. বৈদিক সভ্যতায়

উত্তর – ক. সিন্ধু সভ্যতায়

সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম কেন্দ্রটি হল –

ক. মহেন-জো-দারো
খ. কালিবঙ্গান
গ. হরপ্পা

উত্তর – গ. হরপ্পা

সিন্ধু সভ্যতা ছিল –

ক. গ্রামকেন্দ্রিক
খ. নগরকেন্দ্রিক
গ. শস্যাগার কেন্দ্রিক

উত্তর – খ. নগরকেন্দ্রিক

1872 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন

ক. স্যার জন মার্শাল
খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
গ. আলেকজান্ডার কানিংহাম

উত্তর – গ. আলেকজান্ডার কানিংহাম

মহেন-জো-দারো কথার অর্থ –

ক. মৃতের স্তূপ
খ. মৃতের স্থল
গ. মৃতের সমাধি

উত্তর – ক. মৃতের স্তূপ

সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনার একটি বৈশিষ্ট্য হল –

ক. ব্যাবসাবাণিজ্য
খ. কৃষিকাজ
গ. জলনিকাশি ব্যবস্থা

উত্তর – গ. জলনিকাশি ব্যবস্থা

সিন্ধু সভ্যতায় নগরের উঁচু অংশে বসবাস করত –

ক. শাসকেরা
খ. সাধারণ মানুষেরা
গ. ব্যবসায়ীরা

উত্তর – ক. শাসকেরা

হরপ্পা সভ্যতার কারিগরি উন্নতির একটি নজির হল –

ক. মাটির পাত্র তৈরি
খ. মৃতদেহকে সমাধিস্থ করা
গ. উটের ব্যবহার

উত্তর – ক. মাটির পাত্র তৈরি

সিন্ধু সভ্যতার একটি আমদানি দ্রব্য হল –

ক. পশমজাত দ্রব্য
খ. বার্লি
গ. হাতির দাঁতের চিরুনি

উত্তর – গ. হাতির দাঁতের চিরুনি

সূক্ষ্ম ওজন মাপার জন্য হরপ্পা সভ্যতায় ব্যবহার করা হত –

ক. তুলাযন্ত্র
খ. বাটখারা
গ. পাথরের টুকরো

উত্তর – খ. বাটখারা

সিন্ধু সভ্যতায় জলপথে চলাচলের জন্য ব্যবহৃত হত –

ক. পালতোলা নৌকা
খ. সাবমেরিন
গ. ইঞ্জিন চালিত স্টিমার

উত্তর – ক. পালতোলা নৌকা

হরপ্পা সভ্যতার মাটির পাত্রগুলি যে নামে পরিচিত –

ক. লাল-সাদা মাটির পাত্র
খ. লাল-হলুদ মাটির পাত্র
গ. লাল-কালো মাটির পাত্র

উত্তর – গ. লাল-কালো মাটির পাত্র

হরপ্পা ও মহেন-জো-দারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ হয় –

ক. 1920 খ্রিস্টাব্দে
খ. 1922 খ্রিস্টাব্দে
গ. 1924 খ্রিস্টাব্দে

উত্তর – গ. 1924 খ্রিস্টাব্দে

ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই গড়ে উঠেছিল –

ক. প্রথম গ্রাম
খ. প্রথম নগর
গ. দ্বিতীয় নগর

উত্তর – খ. প্রথম নগর

মহেন-জো-দারোতে খননকার্য শুরু করেন –

ক. দয়ারাম সাহানি
খ. ননীগোপাল মজুমদার
গ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়

উত্তর – গ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়

সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়ো কেন্দ্র ছিল –

ক. হরপ্পা
খ. মহেন-জো-দারো
গ. কালিবঙ্গান

উত্তর – ক. হরপ্পা

1920 খ্রিস্টাব্দে হরপ্পায় খোঁড়াখুড়ি শুরু করেন –

ক. চার্লস ম্যাসন
খ. দয়ারাম সাহানি
গ. স্যার জন মার্শাল

উত্তর – খ. দয়ারাম সাহানি

হরপ্পা সভ্যতার যে-নগরে একটি বড়ো জলাধার বা স্নানাগার ছিল তার নাম –

ক. হরপ্পা
খ. মহেন-জো-দারো
গ. সুৎকাজেনদারো

উত্তর – খ. মহেন-জো-দারো

মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় –

ক. 1822 খ্রিস্টাব্দে
খ. 1922 খ্রিস্টাব্দে
গ. 1923 খ্রিস্টাব্দে

উত্তর – খ. 1922 খ্রিস্টাব্দে

হরপ্পা সভ্যতায় শহরের উঁচু এলাকাকে বলা হত –

ক. সিটাডেল
খ. টেল
গ. মরীচ

উত্তর – ক. সিটাডেল

হরপ্পা সভ্যতার তেইশটি সিলমোহর পাওয়া গেছে –

ক. মেসোপটেমিয়ায়
খ. মিশরে
গ. চানহুদাড়োতে

উত্তর – ক. মেসোপটেমিয়ায়

সিটাডেল এলাকাটি ঘেরা থাকত –

ক. পরিখা দিয়ে
খ. উঁচু পাঁচিল দিয়ে
গ. কাঠের বেড়া দিয়ে

উত্তর – খ. উঁচু পাঁচিল দিয়ে

হরপ্পা সভ্যতায় ধানের চিহ্ন পাওয়া গেছে –

ক. রায়পুর ও রূপার কেন্দ্রে
খ. কালিবঙ্গান ও হরপ্পায়
গ. রংপুর ও লোথালে

উত্তর – গ. রংপুর ও লোথালে

হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায় –

ক. সিলমোহর থেকে
খ. পোড়ামাটির মূর্তি থেকে
গ. ব্রোঞ্জের নারীমূর্তি থেকে

উত্তর – ক. সিলমোহর থেকে

সিলমোহরগুলিতে খোদাই করা হত –

ক. পুরোহিত-রাজার ছবি
খ. লিপি ও প্রতীক চিহ্ন
গ. স্নানাগারের চিত্র

উত্তর – খ. লিপি ও প্রতীক চিহ্ন

হরপ্পার মানুষ ব্যবহার জানত না –

ক. তামার
খ. লোহার
গ. ব্রোঞ্জের

উত্তর – খ. লোহার

হরপ্পাবাসী দেবতা হিসেবে পুজো করত –

ক. বটগাছকে
খ. অশ্বত্থ গাছকে
গ. নিম গাছকে

উত্তর – খ. অশ্বত্থ গাছকে

হরপ্পার লিপি হল –

ক. খরোষ্ঠী লিপি
খ. সাংকেতিক লিপি
গ. বর্ণলিপি

উত্তর – খ. সাংকেতিক লিপি

মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া গেছে –

ক. গোমাল গিরিপথের নিকট
খ. বোলান গিরিপথের নিকট
গ. সিন্ধু উপত্যকায়
ঘ. গাঙ্গেয় উপত্যকায়

উত্তর – খ. বোলান গিরিপথের নিকট

ভারতীয় উপমহাদেশে কোন্ সভ্যতাতে প্রথম নগর গড়ে উঠেছিল?

ক. মেহেরগড়
খ. মেসোপটেমিয়া
গ. হরপ্পা
ঘ. মিশরীয় সভ্যতায়

উত্তর – গ. হরপ্পা

হরপ্পা সভ্যতা ছিল –

ক. পাথরের যুগের
খ. লোহার যুগের
গ. তামা ও ব্রোঞ্জ যুগের
ঘ. কাঁসা ও ব্রোঞ্জ যুগের

উত্তর – গ. তামা ও ব্রোঞ্জ যুগের

একমাত্র কোনো সিটাডেল ছিল না –

ক. লোথালে
খ. কালিবঙ্গানে
গ. চানহুদাড়োতে
ঘ.ঢোলাবিয়াতে

উত্তর – গ. চানহুদাড়োতে

হরপ্পা সভ্যতা ছিল –

ক. প্রাক্ ইতিহাস যুগের সভ্যতা
খ. প্রায় ইতিহাস যুগের সভ্যতা
গ. ইতিহাস যুগের সভ্যতা
ঘ. লৌহ যুগের সভ্যতা

উত্তর – খ. প্রায় ইতিহাস যুগের সভ্যতা

হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হত?

ক.কাদামাটি দিয়ে
খ. কাঠ দিয়ে
গ. পোড়া ইট দিয়ে
ঘ. পাথর দিয়ে

উত্তর – গ. পোড়া ইট দিয়ে

হরপ্পা সভ্যতার ছোটো প্রত্নকেন্দ্র বা নগর কোনটি?

ক. হরপ্পা
খ. কালিবঙ্গাল
গ. মহেন-জো-দারো

উত্তর – খ. কালিবঙ্গাল

ধোলাবিরা কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে –

ক. শস্যাগার
খ. স্নানাগার
গ. জলাধার

উত্তর – গ. জলাধার

সিন্ধু সভ্যতার মূল বসতি ছিল –

ক. নগরের নীচু এলাকায়
খ. নগরের উঁচু এলাকায়
গ. নগরের মাঝখানে

উত্তর – ক. নগরের নীচু এলাকায়

মহেন-জো-দারোর বিখ্যাত আবিষ্কারটি হল –

ক. বিশাল কূপ
খ. স্নানাগার
গ. রাজপ্রাসাদ
ঘ. মন্দির

উত্তর – খ. স্নানাগার

হরপ্পা সভ্যতার মানুষ –

ক. ঘোড়ার ব্যবহার জানত না
খ. উটের ব্যবহার জানত না
গ. ছাগলের ব্যবহার জানত না

উত্তর – ক. ঘোড়ার ব্যবহার জানত না

হরপ্পা সভ্যতায় কোন্ ধাতু নির্মিত নারীমূর্তি পাওয়া গেছে?

ক. তামা
খ. সোনা
গ. ব্রোঞ্জ
ঘ. রুপো

উত্তর – গ. ব্রোঞ্জ

সিন্ধু সভ্যতায় জাহাজঘাটা ছিল –

ক. লোথালে
খ. রূপারে
গ. কালিবঙ্গানে

উত্তর – ক. লোথালে

‘লোথাল’ শব্দের অর্থ –

ক. মৃতের স্তূপ
খ. মৃতের স্থান
গ. মৃতের ঢিপি
ঘ. সমাধি

উত্তর – খ. মৃতের স্থান

হরপ্পা সভ্যতার মৃতদেহকে –

ক. দাহ করা হত
খ. নদীতে ভাসিয়ে দেওয়া হত
গ. সমাধিস্থ করা হত
ঘ. মমি করে রাখা হত

উত্তর – গ. সমাধিস্থ করা হত

হরপ্পা লিপি লেখা হত –

ক. ওপর থেকে নীচের দিকে
খ. বামদিক থেকে ডানদিকে
গ. ডানদিক থেকে বামদিকে
ঘ. নীচের দিক থেকে ওপর দিকে

উত্তর – গ. ডানদিক থেকে বামদিকে

সভ্যতা বলতে –

ক. জীবনযাপনের উন্নতি বোঝায়
খ. শিল্পের উন্নতি বোঝায়
গ. সাহিত্যের উন্নতি বোঝায়
ঘ. ব্যবসার উন্নতি বোঝায়

উত্তর – ক. জীবনযাপনের উন্নতি বোঝায়

ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল –

ক. খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে
খ. খ্রিস্টীয় তৃতীয় শতকে
গ. খ্রিস্টীয় চতুর্থ সহস্রাব্দে

উত্তর – ক. খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে

মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়কাল হল –

ক. আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ
খ. আনুমানিক খ্রিস্টপূর্ব 4500 থেকে 3900 অব্দ
গ. আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অব্দ

উত্তর – ক. আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ

মেহেরগড় সভ্যতার খোঁজ মিলেছে –

ক. পাকিস্তানে
খ. আফগানিস্তানে
গ. রাজস্থানে

উত্তর – ক. পাকিস্তানে

আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত ছিল –

ক. হরপ্পা সভ্যতা
খ. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব
গ. বৈদিক সভ্যতা

উত্তর – খ. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব

পৃথিবীতে প্রথম কার্পাস চাষ হয় –

ক. মেহেরগড়ে
খ. মিশরে
গ. হরপ্পাতে
ঘ. মেসোপটেমিয়াতে

উত্তর – ক. মেহেরগড়ে

মেহেরগড়ের সবচেয়ে পুরোনো পর্যায় হল –

ক. 7000-6000 খ্রি. পৃ.
খ. 7000-5000 খ্রি. পৃ.
গ. 7000-8000 খ্রি. পৃ.
ঘ. 7000-8000 খ্রি. পৃ.

উত্তর – খ. 7000-5000 খ্রি. পৃ.

মেহেরগড় সভ্যতা ছিল –

ক. গ্রামীণ সভ্যতা
খ. শিল্পকেন্দ্রিক সভ্যতা
গ. নাগরিক সভ্যতা
ঘ. বাণিজ্যকেন্দ্রিক সভ্যতা

উত্তর – ক. গ্রামীণ সভ্যতা

সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

পাথরের যুগের শেষদিকে মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছিল_____কে ঘিরে।

ক. বসতবাড়ি
খ. কৃষিকাজ ও পশুপালন
গ. বসতবাড়ি, কৃষিকাজ ও পশুপালন

উত্তর – গ. বসতবাড়ি, কৃষিকাজ ও পশুপালন

আদিম মানুষ সভ্য হয়ে উঠেছিল_____এর জোরে।

ক. বুদ্ধি আর পরিশ্রম
খ. পশুশিকার
গ. গুহায় বসবাস

উত্তর – ক. বুদ্ধি আর পরিশ্রম

ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব_____সহস্রাব্দে।

ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়

উত্তর – গ. তৃতীয়

তামা ও পাথরের যুগে মানুষ_____ব্যবহার করত।

ক. তামা ও পাথর
খ. গাছের ডাল
গ. পাথর ও লোহা

উত্তর – ক. তামা ও পাথর

মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছে গিরিপথের_____নিকটে।

ক. বোলান
খ. খাইবার
গ. বানিহান

উত্তর – ক. বোলান

জাঁ ফ্রাঁসোয়া জারিজ_____সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন।

ক. মেহেরগড়
খ. সিন্ধু
গ. দ্রাবিড়

উত্তর – ক. মেহেরগড়

মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায় ছিল_____পর্যন্ত।

ক. 7000-5000 খ্রিস্টপূর্বাব্দ
খ. 5000-4000 খ্রিস্টপূর্বাব্দ
গ. 4300-3800 খ্রিস্টপূর্বাব্দ

উত্তর – ক. 7000-5000 খ্রিস্টপূর্বাব্দ

মেহেড়গড় সভ্যতার বেশিরভাগ ইটগুলি ছিল_____।

ক. রোদে পোড়ানো
খ. আগুনে পোড়ানো
গ. সিমেন্ট দিয়ে তৈরি

উত্তর – ক. রোদে পোড়ানো

পৃথিবীতে সবথেকে পুরোনো কার্পাস চাষের প্রমাণ পাওয়া গেছে_____সভ্যতায়।

ক. সিন্ধু
খ. মেহেরগড়
গ. মেসোপটেমিয়া

উত্তর – খ. মেহেরগড়

কুঁজওয়ালা ষাঁড় প্রতিপালনের চিহ্ন পাওয়া গেছে মেহেরগড় সভ্যতার_____পর্বে।

ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়

উত্তর – ক. প্রথম

মেহেরগড় ছিল একটি_____সভ্যতা।

ক. নগর সভ্যতা
খ. কৃষিনির্ভর
গ. শিল্পনির্ভর

উত্তর – খ. কৃষিনির্ভর

সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটির আবিষ্কারের সঙ্গে_____এর নাম জড়িয়ে আছে।

ক. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ. দয়ারাম সাহানি
গ. কানিংহাম

উত্তর – খ. দয়ারাম সাহানি

সিন্ধু সভ্যতার সবথেকে বড়ো কেন্দ্রটির নাম হল_____।

ক. মহেন-জো-দারো
খ. হরপ্পা
গ. ধোলাবিরা

উত্তর – খ. হরপ্পা

_____নদীর তীরে অবস্থিত ছিল হরপ্পা সভ্যতার বন্দর নগর।

ক. বিতস্তা
খ. ভোগাবোর
গ. সরস্বতী

উত্তর – খ. ভোগাবোর

মহেন-জো-দারোর স্নানাগারটি ব্যবহার করত_____।

ক. সাধারণ মানুষেরা
খ. নগরের বিশিষ্ট ব্যক্তিরা
গ.কৃষকেরা

উত্তর – খ. নগরের বিশিষ্ট ব্যক্তিরা

সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জের তৈরি একটি_____মূর্তি আবিষ্কৃত হয়েছে।

ক. পুরুষ
খ. নারী
গ. শিশু

উত্তর – খ. নারী

হরপ্পা সভ্যতা_____যুগের সভ্যতা।

ক. ঐতিহাসিক
খ. প্রায়-ঐতিহাসিক
গ. প্রাক্-ঐতিহাসিক

উত্তর – খ. প্রায়-ঐতিহাসিক

তামা ও ব্রোঞ্জ যুগের একটি ভারতীয় সভ্যতা হল_____সভ্যতা।

ক. মেহেরগড়
খ. সিন্ধু
গ. বৈদিক

উত্তর – খ. সিন্ধু

হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বিস্তৃত_____পর্যন্ত।

ক. বেলুচিস্তান
খ. আলমগির
গ. কচ্ছ অঞ্চল

উত্তর – ক. বেলুচিস্তান

হরপ্পার অর্থনীতি অনেকটাই নির্ভর করত_____।

ক. জলপথে
খ. সড়কপথে
গ. আকাশপথে

উত্তর – ক. জলপথে

হরপ্পায়_____এর পুজো হত বলে মনে করা হত।

ক. ঘোড়া
খ. ষাঁড়
গ.উট

উত্তর – খ. ষাঁড়

হরপ্পার কোনো সিলমোহরে কখনোই_____মূর্তি দেখা যায় না।

ক. ষাঁড়
খ. এক শিংঅলা কাল্পনিক পশু
গ. গোরু

উত্তর – গ. গোরু

হরপ্পা সভ্যতার মৃতদেহগুলির মাথা_____দিকে শুইয়ে সমাধি দেওয়া হত।

ক. উত্তর
খ. দক্ষিণ
গ. পূর্ব

উত্তর – ক. উত্তর

হরপ্পা সভ্যতায় মৃতদেহ_____দেওয়া হত।

ক. দাহ করে
খ. জলে ভাসিয়ে
গ. সমাধি

উত্তর – গ. সমাধি

সিন্ধু সভ্যতার জাহাজঘাট ছিল_____।

ক. লোথালে
খ. কালিবঙ্গানে
গ. রূপারে

উত্তর – ক. লোথালে

সিন্ধু সভ্যতায় ইট পোড়ানো হত_____দিয়ে।

ক. কাঠ
খ. কয়লা
গ. তুষ

উত্তর – ক. কাঠ

সিন্ধুলিপিতে সম্ভবত_____ছিল না।

ক.সংকেত
খ. ছবি
গ. বর্ণমালা

উত্তর – গ. বর্ণমালা

ধাতুর যুগে মানুষ প্রথম_____এর ব্যবহার শেখে।

ক. তামা
খ.ব্রোঞ্জ
গ. লোহা

উত্তর – ক. তামা

_____পাথরের যুগে শুরু হয়েছিল কৃষিকাজ।

ক. পুরোনো
খ. নতুন
গ. আদি

উত্তর – খ. নতুন

তামা-ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে_____সভ্যতাই সবথেকে বড়ো।

ক. সুমের
খ. মেহেরগড়
গ. হরপ্পা

উত্তর – গ. হরপ্পা

প্রায়_____লক্ষ বর্গকিমি জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা।

ক. সাত
খ. আট
গ. নয়

উত্তর – ক. সাত

_____এর ব্যবহার হরপ্পার মানুষ জানত না।

ক. হাতি
খ. ঘোড়া
গ. ষাঁড়

উত্তর – খ. ঘোড়া

মহেন-জো-দারোর স্নানাগারটি লম্বায় 180 ফুট ও_____চওড়ায় ফুট।

ক. 90
খ. 105
গ. 408

উত্তর – গ. 408

শহরের নীচু এলাকায় যাতায়াতের উপযোগী_____ছিল।

ক. যানবাহন
খ. সড়ক
গ. নদী

উত্তর – খ. সড়ক

লোথালে_____আকারের সিলমোহর পাওয়া গেছে।

ক. বোতাম
খ. ডিম
গ. চাকতি

উত্তর – ক. বোতাম

হরপ্পা সভ্যতা ছিল_____সভ্যতা।

ক. পাথরের যুগের
খ. লোহার যুগের
গ. তামা ও ব্রোঞ্জ যুগের

উত্তর – খ. লোহার যুগের

ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই_____দেখা গিয়েছিল।

ক. প্রথম নগর
খ. প্রথম গ্রাম
গ. দ্বিতীয় নগর

উত্তর – ক. প্রথম নগর

সিটাডেলের চিহ্ন পাওয়া যায়নি_____।

ক. মহেন-জো-দারোতে
খ. চানহুদাড়োতে
গ. হরপ্পায়

উত্তর – খ. চানহুদাড়োতে

হরপ্পা সভ্যতায়_____পরিবার ছিল।

ক. যৌথ
খ. একক
গ. কোনোটিই নয়

উত্তর – ক. যৌথ

হরপ্পা সভ্যতার সঙ্গে_____মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল।

ক. স্থলপথে
খ. জলপথে
গ. আকাশপথে

উত্তর – খ. জলপথে

হরপ্পার সিলমোহরে ছাপ ছিল_____।

ক. ষাঁড়ের
খ. ঘোড়ার
গ.শিবের

উত্তর – ক. ষাঁড়ের

লোথাল_____ভাষার শব্দ।

ক. গুজরাটি
খ.মারাঠি
গ. বাংলা

উত্তর – ক. গুজরাটি

ঠিক-ভুল নির্ণয় করো

মেহেরগড় সভ্যতার প্রাথমিক পর্বে মানুষেরা পশুর হাড়ের যন্ত্রপাতি বানাত।

উত্তর – ঠিক

মেহেরগড় সভ্যতার প্রাথমিক পর্বে মানুষেরা লোহার ব্যবহার জানত না।

উত্তর – ঠিক

মেহেরগড় সভ্যতার ইটগুলি আগুনে পোড়ানো হত।

উত্তর – ভুল

সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র ছিল হরপ্পা।

উত্তর – ঠিক

সিন্ধুর অধিবাসীরা লিখতে জানত না।

উত্তর – ভুল

2600-1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার উন্নতির সময়পর্ব।

উত্তর – ভুল

মহেন-জো-দারোতে প্রায় 3000 বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে।

উত্তর – ভুল

সিন্ধু সভ্যতার প্রতি বাড়িতে শৌচাগার থাকত।

উত্তর – ঠিক

সিন্ধু সভ্যতার সব নর্দমাগুলি খোলা অবস্থায় থাকত।

উত্তর – ভুল

সিন্ধু সভ্যতার স্নানাগারটির জল পরিষ্কার রাখার কোনো ব্যবস্থা ছিল না।

উত্তর – ভুল

হরপ্পা সভ্যতার জলনিকাশি ব্যবস্থা উন্নত ছিল না।

উত্তর – ভুল

হরপ্পার শহরবাসীকে খাদ্যের জন্য গ্রামীণ এলাকার ওপর নির্ভর করতে হত।

উত্তর – ঠিক

হরপ্পার সভ্যতায় ধান, গম ও যবের কোনো চাষ হত না।

উত্তর – ভুল

হরপ্পার অধিবাসীরা সুতির পোশাক ব্যবহার করত না।

উত্তর – ভুল

লাপিস লাজুলি পাথর দিয়ে গয়না বানানো হত।

উত্তর – ঠিক

সিন্ধুর সিলমোহরগুলি ব্যাবসাবাণিজ্যের কাজে ব্যবহৃত হত।

উত্তর – ঠিক

হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা উত্তর দিকে রেখে সমাধি দেওয়া হত।

উত্তর – ঠিক

বন্যার কোনো চিহ্ন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি।

উত্তর – ভুল

শেষের দিকে সিন্ধু সভ্যতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।

উত্তর – ঠিক

হরপ্পা লিপি ছিল সাংকেতিক।

উত্তর – ঠিক

হরপ্পা সভ্যতার একুশটি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়।

উত্তর – ভুল

হরপ্পা সভ্যতার অন্যতম বন্দর-নগর হল লোথাল।

উত্তর – ঠিক

মহেন-জো-দারোতে প্রাপ্ত সিলমোহরটিতে এক যোগীর মূর্তি খোদাই করা আছে।

উত্তর – ঠিক

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঘুলঘুলিঅ. মাটির পাত্র
খ. উঁচু এলাকাআ. হরপ্পা
গ. পাতার ছবিই. সিটাডেল
ঘ. গাড়ির চাকার ছাপঈ. শস্যাগার

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ঘুলঘুলিঈ. শস্যাগার
খ. উঁচু এলাকাই. সিটাডেল
গ. পাতার ছবিঅ. মাটির পাত্র
ঘ. গাড়ির চাকার ছাপআ. হরপ্পা
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. শস্যের গোলাঅ. মহেন-জো-দারো
খ. স্নানাগারআ. রংপুর
গ. ধানই. হরপ্পা
ঘ. জাহাজঘাটাঈ. লোথাল

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. শস্যের গোলাই. হরপ্পা
খ. স্নানাগারঅ. মহেন-জো-দারো
গ. ধানআ. রংপুর
ঘ. জাহাজঘাটাঈ. লোথাল

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. রিচার্ড মেডোঅ. হরপ্পা
খ. দয়ারাম সাহানিআ. প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান
গ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়ই. মেহেরগড় সভ্যতা
ঘ. কানিংহামঈ. মহেন-জো-দারো

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. রিচার্ড মেডোই. মেহেরগড় সভ্যতা
খ. দয়ারাম সাহানিঅ. হরপ্পা
গ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়আ. প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান
ঘ. কানিংহামঈ. মহেন-জো-দারো
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ১৯২০ খ্রিস্টাব্দঅ. মেহেরগড় সভ্যতা আবিষ্কার
খ. ১৯২১ খ্রিস্টাব্দআ. হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার
গ. ১৯২২ খ্রিস্টাব্দই. মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কার
ঘ. ১৯৭৪ খ্রিস্টাব্দঈ. সিন্ধু সভ্যতার খননকার্য শুরু

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ১৯২০ খ্রিস্টাব্দঈ. সিন্ধু সভ্যতার খননকার্য শুরু
খ. ১৯২১ খ্রিস্টাব্দআ. হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার
গ. ১৯২২ খ্রিস্টাব্দই. মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কার
ঘ. ১৯৭৪ খ্রিস্টাব্দঅ. মেহেরগড় সভ্যতা আবিষ্কার
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ধানের চিহ্নঅ. চানহুদাড়ো
খ. লাঙলের ফলার চিহ্নআ. লোথাল
গ. পুরোনো কাপড় বানানোর নজিরই. কালিবঙ্গান
ঘ. সিটাডেল ছিল নাঈ. মহেন-জো-দারো

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. ধানের চিহ্নআ. লোথাল
খ. লাঙলের ফলার চিহ্নই. কালিবঙ্গান
গ. পুরোনো কাপড় বানানোর নজিরঈ. মহেন-জো-দারো
ঘ. সিটাডেল ছিল নাঅ. চানহুদাড়ো
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. মেহেরগড় সভ্যতাঅ. তামা-ব্রোঞ্জ যুগ
খ. হরপ্পা সভ্যতাআ. মহারাষ্ট্র
গ. দৈমাবাদই. গুজরাট
ঘ. কচ্ছঈ. তামা-পাথরের যুগ

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. মেহেরগড় সভ্যতাঈ. তামা-পাথরের যুগ
খ. হরপ্পা সভ্যতাঅ. তামা-ব্রোঞ্জ যুগ
গ. দৈমাবাদআ. মহারাষ্ট্র
ঘ. কচ্ছই. গুজরাট
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. কুঁজওয়ালা ষাঁড়অ. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব
খ. কুমোরের চাকাআ. হরপ্পা সভ্যতা
গ. তামার ব্যবহারই. মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব
ঘ. স্নানাগারঈ. মেহেরগড় সভ্যতার প্রথম পর্ব

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. কুঁজওয়ালা ষাঁড়ঈ. মেহেরগড় সভ্যতার প্রথম পর্ব
খ. কুমোরের চাকাই. মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব
গ. তামার ব্যবহারঅ. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব
ঘ. স্নানাগারআ. হরপ্পা সভ্যতা
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. পাথরের তৈরি জাঁতাঅ. হরপ্পা সভ্যতা
খ. সাংকেতিকআ. মেহেরগড় সভ্যতা
গ. প্রথম নগরায়ণই. হরপ্পার লিপি
ঘ. ব্রাঞ্জের নারী মূর্তিঈ. মহেন-জো-দারো

উত্তর –

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক. পাথরের তৈরি জাঁতাআ. মেহেরগড় সভ্যতা
খ. সাংকেতিকই. হরপ্পার লিপি
গ. প্রথম নগরায়ণঅ. হরপ্পা সভ্যতা
ঘ. ব্রাঞ্জের নারী মূর্তিঈ. মহেন-জো-দারো

বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো

বিবৃতি – সিন্ধুবাসীরা যথেষ্ট পরিবেশ সচেতন ছিল।

ব্যাখ্যা –

  • তার প্রমাণ পাওয়া যায় পাকাবাড়িগুলি দেখে।
  • সেখানকার উন্নত জলনিকাশি ব্যবস্থা সেকথাই প্রমাণ করে।
  • সেখানে পয়ঃপ্রণালীর কোনো ব্যবস্থা ছিল না।

উত্তর – সেখানকার উন্নত জলনিকাশি ব্যবস্থা সেকথাই প্রমাণ করে।

বিবৃতি – সিন্ধু উপত্যকায় বৈদেশিক বাণিজ্যের প্রচলন ছিল।

ব্যাখ্যা –

  • লোথালে আবিষ্কৃত বন্দরটি সেকথাই বলে।
  • লম্বা-চওড়া রাস্তাঘাটগুলি দেখে তাই মনে হয়।
  • এই মতকে সমর্থন করে হরপ্পায় প্রাপ্ত শস্য- ভান্ডারটি।

উত্তর – লোথালে আবিষ্কৃত বন্দরটি সেকথাই বলে।

বিবৃতি – সিন্ধু সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল।

ব্যাখ্যা –

  • সিন্ধু সভ্যতায় স্নানাগার ও পাকা রাস্তা ছিল।
  • সিন্ধু সভ্যতায় নগর জীবনের সব বৈশিষ্ট্য উপস্থিত ছিল।
  • সিন্ধু সভ্যতায় শস্যাগার ও পাকা বাড়িঘর ছিল।

উত্তর – সিন্ধু সভ্যতায় নগর জীবনের সব বৈশিষ্ট্য উপস্থিত ছিল।

বিবৃতি – সিন্ধু সভ্যতা প্রায়-ইতিহাস যুগের সভ্যতা।

ব্যাখ্যা –

  • সিন্ধু সভ্যতার মানুষেরা লিখতে জানত কিন্তু সিধুলিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি।
  • সিন্ধু সভ্যতার মানুষেরা লিখতে পড়তে জানত।
  • সিন্ধু সভ্যতা একটি প্রাচীন সভ্যতা।

উত্তর – সিন্ধু সভ্যতার মানুষেরা লিখতে জানত কিন্তু সিধুলিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি।

বেমানান শব্দটি চিহ্নিত করো

রিচার্ড মেডো, চার্লস ম্যাসন, কানিংহাম, দয়ারাম সাহানি

উত্তর – রিচার্ড মেডো

কালিবঙ্গান, কুনতাসি, কিলি-গুল-মোহম্মদ, লোথাল

উত্তর – কিলি-গুল-মোহম্মদ

ষাঁড়, ভেড়া, উট, ঘোড়া

উত্তর – ঘোড়া

সোনা, রুপো, পশমজাত দ্রব্য, তামা

উত্তর – পশমজাত দ্রব্য

হাতির দাঁতের চিরুনি, বার্লি, ময়দা, তেল

উত্তর – হাতির দাঁতের চিরুনি

বন্যা, খরা, অগ্ন্যুৎপাত, বৃক্ষচ্ছেদন

উত্তর – অগ্ন্যুৎপাত

গন্ডার, বাঘ, হাতি, ঘোড়া

উত্তর – ঘোড়া

পশুতে টানা গাড়ি, যন্ত্রচালিত স্টিমার, পালকি, পালতোলা নৌকা

উত্তর – যন্ত্রচালিত স্টিমার

উট, হাতি, বাঘ, গন্ডার

উত্তর – উট

নারীমূর্তি, পাখির মূর্তি, বানরের মূর্তি, পাথরের গয়না

উত্তর – পাথরের গয়না

1920 খ্রিস্টাব্দ, 1921 খ্রিস্টাব্দ, 1922 খ্রিস্টাব্দ, 1974 খ্রিস্টাব্দ

উত্তর – 1974 খ্রিস্টাব্দ

কার্পাস চাষ, পাথরের কাস্তে, বহুরঙের মাটির পাত্র, সমুদ্রবাণিজ্য

উত্তর – সমুদ্রবাণিজ্য

শাসনকাঠামো, যাযাবর জীবনযাত্রা, সামাজিক ভেদাভেদ, পারস্পরিক নির্ভরতা

উত্তর – যাযাবর জীবনযাত্রা

হরপ্পা, কিলি-গুল-মোহম্মদ, মেহেরগড়, গুমলা

উত্তর – হরপ্পা

সঠিক জোড়টি খুঁজে লেখো

ক. মাটির পাত্র-কুমোর
খ. ব্রোঞ্জ-কৃষক
গ. পাথর- প্রশাসক
ঘ. তামা-গোষ্ঠী

উত্তর – ক. মাটির পাত্র-কুমোর

ক. মহেন-জো-দারো- মৃতের স্থান
খ. মেহেরগড়-বোলান
গ. লোথাল- মৃতের স্তূপ
ঘ. হরপ্পা-তামা-পাথরের যুগ

উত্তর – খ. মেহেরগড়-বোলান

ক. ফ্রাঁসোয়া জারিজ-লোথাল
খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়-রূপার
গ. রিচার্ড মেডো-সুমের
ঘ. দয়ারাম সাহানি- হরপ্পা

উত্তর – ঘ. দয়ারাম সাহানি- হরপ্পা

ক. 1974 খ্রিস্টাব্দ – ফ্রাঁসোয়া জারিজ
খ. 1920 খ্রিস্টাব্দ-জন মার্শাল
গ. 1972 খ্রিস্টাব্দ- চার্লস ম্যাসন
ঘ. 11922 খ্রিস্টাব্দ-কানিংহাম

উত্তর – ক. 1974 খ্রিস্টাব্দ – ফ্রাঁসোয়া জারিজ

ক. পূর্ব-আলমগিরপুর
খ. উত্তর-কচ্ছ
গ. পশ্চিম-দৈমাবাদ
ঘ. দক্ষিণ-মান্ডা

উত্তর – ক. পূর্ব-আলমগিরপুর

ক. সিটাডেল- চানহুদাড়ো
খ. স্নানাগার- রংপুর
গ. জলনিকাশি- মেহেরগড়
ঘ. শস্যাগার- হরপ্পা

উত্তর – ঘ. শস্যাগার- হরপ্পা

ক. রূপার – পুরুষমূর্তি
খ. কালিবঙ্গান – জাহাজঘাটা
গ. ধান-রংপুর
ঘ. কোটদিজি- কাঠের লাঙলের ফলা

উত্তর – গ. ধান-রংপুর

ক. ব্রোঞ্জের নারীমূর্তি-মহেন-জো-দারো
খ. এক শিংওয়ালা প্রাণী-সিধুলিপি
গ. আদিশিব- তামার মুদ্রা
ঘ. বানরের মূর্তি-সিলমোহ

উত্তর – ক. ব্রোঞ্জের নারীমূর্তি-মহেন-জো-দারো

ফাঁকা ঘরে সঠিক অক্ষর/বর্ণ বসিয়ে শব্দ গঠন করো

_মা _দ

উত্তর – দৈমাবাদ

সি _ডে_

উত্তর – সিটাডেল

_ _র _ড়

উত্তর – মেহেরগড়

উ _ম _দেশ

উত্তর – উপমহাদেশ

_লা_

উত্তর – বোলান

রা _ _দা _

উত্তর – রাখালদাস

_ _চি স্তা_

উত্তর – বেলুচিস্তান

ম _ _জো _রো

উত্তর – মহেন-জো-দারো

স্না _গা _

উত্তর – স্নানাগার

_থা_

উত্তর – লোথাল

বা _লি

উত্তর – বাটালি

লা _সলা _ _

উত্তর – লাপিস লাজুলি

_ল _হর

উত্তর – সিলমোহর

গৃ _পা _ত

উত্তর – গৃহপালিত

_র্ণ _লা

উত্তর – বর্ণমালা

সম্পূর্ণ বাক্যে উত্তর দাও

কোন্ পরীক্ষা দ্বারা ইতিহাসের প্রাচীনত্ব নির্ধারণ করা হয়?

রেডিয়ো কার্বন-14/ডেনড্রোক্রোনোলজি পরীক্ষা দ্বারা ইতিহাসের প্রাচীনত্ব নির্ধারণ করা হয়।

মেহেরগড়ের অবস্থান কোথায়?

বেলুচিস্তানের বোলান গিরিপথের থেকে খানিক দূরে মেহেরগড় অবস্থিত।

হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটির নাম কী?

হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটির নাম হল ধোলাবিরা।

ASI কী?

ASI হল আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ।

ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী?

ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা।

কোন্ সভ্যতায় সবচেয়ে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া যায়?

মেহেরগড় সভ্যতায় সবচেয়ে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া যায়।

কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল?

১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল।

তাম্র-ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড়ো সভ্যতা কী?

তাম্র-ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড়ো সভ্যতা হল হরপ্পা সভ্যতা।

সিটাডেল বলতে কী বোঝো?

হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলে।

‘সিটাডেল’ কথাটির অর্থ কী?

‘সিটাডেল’ কথাটির অর্থ হল উঁচু এলাকা।

মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?

ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন।

হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?

হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি।

মেহেরগড় সভ্যতা আবিষ্কার করতে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজকে কে সাহায্য করেন?

মেহেরগড় সভ্যতা আবিষ্কার করতে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজকে রিচার্ড মেডো সাহায্য করেন।

দয়ারাম সাহানি কবে সিন্ধু সভ্যতার খননকার্য শুরু করেন?

দয়ারাম সাহানি 1920 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার খননকার্য শুরু করেন।

সিন্ধু সভ্যতার মহেন-জো-দারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়?

1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কৃত হয়।

ভারতীয় উপমহাদেশে কোন্ সভ্যতায় প্রথম নগর গড়ে ওঠে?

ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে ওঠে।

আলেকজান্ডার কানিংহামের নাম কোন্ সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে?

আলেকজান্ডার কানিংহামের নাম সিন্ধু সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে।

কীসের ওপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানা যায়?

প্রত্নতাত্ত্বিক উপাদান-এর ওপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানা যায়।

একটি তাম্র-ব্রোঞ্জ যুগের ভারতীয় সভ্যতার নাম লেখো।

একটি তাম্র-ব্রোঞ্জ যুগের ভারতীয় সভ্যতা হল সিন্ধু সভ্যতা।

কবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়?

আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়।

কতটা অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিস্তারলাভ করেছিল?

প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিস্তারলাভ করেছিল।

সিন্ধু সভ্যতার কোথায় স্নানাগার আবিষ্কার করা হয়েছে?

মহেন-জো-দারো-তে সিন্ধু সভ্যতার স্নানাগার আবিষ্কার করা হয়েছে।

মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল?

মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা।

খুঁজে দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

সিন্ধু সভ্যতা কোন্ ধরনের সভ্যতা?

সিন্ধু সভ্যতা হল একটি নগরকেন্দ্রিক সভ্যতা।

সিন্ধু সভ্যতার বড়ো শস্যাগার কোথায় ছিল?

হরপ্পা ও মহেন-জো-দারোতে সিন্ধু সভ্যতার বড়ো শস্যাগার ছিল।

হরপ্পা ও মহেন-জো-দারোতে সিন্ধু সভ্যতার বড়ো শস্যাগার ছিল।

মহেন-জো-দারোর স্নানাগারটির আয়তন উল্লেখ করো।

মহেন-জো-দারোর স্নানাগারটির আয়তন ছিল 180 ফুট × 108 ফুট।

সিন্ধু সভ্যতার কোন্ কেন্দ্রে ধানের চিহ্ন পাওয়া গেছে?।

সিন্ধু সভ্যতায় গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া গেছে।

সিন্ধু সভ্যতার কোথায় লাঙলের ফলার দাগ পাওয়া গেছে?

রাজস্থানের কালিবঙ্গানে সিন্ধু সভ্যতার লাঙলের ফলার দাগ পাওয়া গেছে।

সিন্ধু সভ্যতার মানুষেরা কোন্ পশুর ব্যবহার জানত না?

সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না।

সিন্ধুর অধিবাসীরা কোন্ কোন্ ধাতুর ব্যবহার জানত?

সিন্ধুর অধিবাসীরা তামা, ব্রোঞ্জ, সিসা, সোনা, রূপো-র ব্যবহার জানত।

সিন্ধুর অধিবাসীরা কোন্ ধাতুর ব্যবহার জানত না?

সিন্ধুর অধিবাসীরা লোহার ব্যবহার জানত না।

গুজরাটি ভাষায় ‘লোথাল’ শব্দের অর্থ কী?

গুজরাটি ভাষায় ‘লোথাল’ শব্দের অর্থ ‘মৃতের স্থান’।

হরপ্পা সভ্যতায় কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়?

হরপ্পা সভ্যতায় কালিবঙ্গানে ইটের তৈরি সমাধি দেখা যায়।

কোন্ গাছকে হরপ্পার মানুষ দেবতারূপে পূজা করত?

অশ্বত্থ গাছকে হরপ্পার মানুষ দেবতারূপে পূজা করত।

হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে কোন্ সভ্যতার বাণিজ্য চলত?

হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্য চলত।

হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হত কী দিয়ে?

হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হত রোদে পোড়ানো এবং চুল্লিতে পোড়ানো ইট দিয়ে।

সিন্ধু সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো।

সিন্ধু সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম হল লোথাল।

সিন্ধু সভ্যতায় কীসের তৈরি চিরুনি আবিষ্কৃত হয়েছে?

সিন্ধু সভ্যতায় হাতির দাঁতের তৈরি চিরুনি আবিষ্কৃত হয়েছে।

সিন্ধু সভ্যতায় খরা হওয়ার কারণ করা হয়? কী ছিল বলে মনে

বৃক্ষছেদনকে সিন্ধু সভ্যতায় খরা হওয়ার কারণ বলে মনে করা হয়।

হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্রগুলি ক-টি ও কী কী ভাগে বিভক্ত ছিল?

হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্রগুলি দুটি ভাগে বিভক্ত ছিল, যথা-সিটাডেল বা উচ্চ শহর এবং নিম্ন শহর।

সিটাডেলে কারা বসবাস করত?

খুব সম্ভবত সিটাডেলে বসবাস করত শাসক ও উচ্চশ্রেণির লোকেরা।

কুলি লাইন কী?

মহেন-জো-দারোর দুর্গ এলাকায় বা উচ্চ শহরে দু- কামরা-বিশিষ্ট ছোটো ছোটো 16টি ঘর আবিষ্কৃত হয়েছে, একেই বলা হয় কুলি লাইন।

মহেন-জো-দারোতে কতগুলি কূপ আবিষ্কৃত হয়েছে?

মহেন-জো-দারোতে প্রায় 700টি কূপ আবিষ্কৃত হয়েছে।

মহেন-জো-দারোতে কী ধরনের নগর পরিকল্পনা অনুসৃত হত?

মহেন-জো-দারোতে গ্রিড পদ্ধতি মেনে নগর পরিকল্পনা হত।

সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটের পরিমাপের অনুপাত কী ছিল?

সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ছিল 4:2:11

হরপ্পা সভ্যতার লিপিতে কতকগুলি চিহ্ন ব্যবহার করা হত?

হরপ্পা সভ্যতার লিপিতে প্রায় 375 থেকে 400 টি চিহ্ন ব্যবহার করা হত।

সিন্ধুলিপির একটি বৈশিষ্ট্য লেখো।

সিন্ধুলিপির একটি বৈশিষ্ট্য হল – লিপিগুলি ডানদিক থেকে বামদিকে লেখা হত।

হরপ্পায় মানুষ কি লিখতে জানত?

হ্যাঁ লিখতে জানত। তবে সেই লেখাগুলি আজ অবধি পাঠোদ্ধার করা যায়নি।

কোন ভাষার সঙ্গে সিন্ধু সভ্যতার ভাষার মিল লক্ষ করা যায়?

দ্রাবিড় ভাষার সঙ্গে সিন্ধু সভ্যতার ভাষার মিল লক্ষ করা যায়।

সিন্ধুলিপির পাঠোদ্ধার করা যায়নি কেন?

সিন্ধুলিপিতে বর্ণমালা ছিল না এবং তা ছিল সাংকেতিক তাই সিন্ধুলিপির পাঠোদ্ধার করা যায়নি।

সিন্ধুলিপি পাঠোদ্ধার সম্ভব হলে কী সুবিধা হতে পারে?

সিন্ধুলিপি পাঠোদ্ধার সম্ভব হলে ভারতীয় উপমহাদেশের বং সিন্ধু সভ্যতার অনেক অজানা তথ্য জানা যাবে।

কার তত্ত্বাবধানে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছিল?

জন মার্শাল-এর তত্ত্বাবধানে সিন্ধু সভ্যতার ধ্বংসা- বশেষ খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছিল।

কে প্রথম মহেন-জো-দারোতে খননকাজ শুরু করেন?

রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেন-জো-দারোতে খনন- কাজ শুরু করেন।

হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়।

মহেন-জো-দারো ছাড়া আর কোন্ নগরে একটি বড়ো জলাধার ছিল?

মহেন-জো-দারো ছাড়া ধোলাবিরা নগরের সিটাডেল এলাকায় একটি বড়ো জলাধার ছিল।

মহেন-জো-দারোর জলাশয়টি কোন্ কাজে ব্যবহার করা হত?

মহেন-জো-দারোর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার করা হত।

কখন থেকে হরপ্পা সভ্যতা হারিয়ে যেতে থাকে?

খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে হরপ্পা সভ্যতা হারিয়ে যেতে থাকে।

হরপ্পা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

পাঞ্জাবের মন্টগোমারি জেলায় (বর্তমানে পাকিস্তান) হরপ্পা কেন্দ্রটি অবস্থিত।

‘হরপ্পা’ কথাটির অর্থ কী?

‘হরপ্পা’ কথাটির অর্থ হল পশুপতির খাবার।

হরপ্পার সিলগুলির আকার কেমন ছিল?

হরপ্পার সিলগুলির আকার আয়তকার ছিল।

কোন্ সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ গড়ে হয়েছিল?

মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ গড়ে হয়েছিল।

‘মহেন-জো-দারো’ কথাটির অর্থ কী?

‘মহেন-জো-দারো’ কথাটির অর্থ হল মৃতের স্তূপ।

হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থায় দুটি উপায় কী কী?

হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থায় দুটি উপায় ছিল জলপথে নৌকা ও স্থলপথে পণ্যবাহিত গাড়ি।

হরপ্পার অনেক সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে-এর থেকে তুমি কী অনুমান করবে?

মেসোপটেমিয়ায় প্রাপ্ত হরপ্পার সিলমোহরগুলি থেকে অনুমান করা যায় যে, এই দুই সভ্যতার মধ্যে পারস্পরিক বাণিজ্যিক লেনদেন হত।

মহেন-জো-দারো কোথায় অবস্থিত?

সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় (বর্তমানে পাকিস্তান) মহেন-জো-দারো অবস্থিত।

হরপ্পা নগরী কোন্ নদীর তীরে গড়ে উঠেছিল?

হরপ্পা নগরী রাভি নদীর তীরে গড়ে উঠেছিল।

হরপ্পা সভ্যতায় একটি প্রধান বন্দরের নাম বলো।

হরপ্পা সভ্যতায় একটি প্রধান বন্দরের নাম হল লোথাল।

হরপ্পা সভ্যতার লোথালে পোতাশ্রয় পাওয়া গেছে।

হরপ্পা সভ্যতার লোথালে পোতাশ্রয় পাওয়া গেছে।

মহেন-জো-দারোর স্নানাগারটি কারা ব্যবহার করতেন?

নগরের বিশিষ্ট ব্যক্তিরা মহেন-জো-দারোর স্নানাগারটি ব্যবহার করতেন।

হরপ্পার প্রধান প্রশাসক কে ছিলেন বলে অনুমান করা হয়?

হরপ্পার প্রধান প্রশাসক একজন পুরোহিত-রাজা ছিলেন বলে অনুমান করা হয়।

মহেন-জো-দারোর সিলমোহরে যোগীর মূর্তিটি কোন্ দেবতার বলে কল্পনা করা হয়?

মহেন-জো-দারোর সিলমোহরে যোগীর মূর্তিটি পশুপতি শিবের বলে কল্পনা করা হয়।

হরপ্পা সভ্যতাকে প্রায়-ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন?

হরপ্পা সভ্যতাকে প্রায়-ঐতিহাসিক সভ্যতা বলা হয়। কারণ এসময় লিপির ব্যবহার শুরু হয়েছিল।

মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার ক-টি সিলমোহর পাওয়া গেছে?

মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার 23টি সিলমোহর পাওয়া গেছে।

হরপ্পা সভ্যতার পূর্ব সীমা কী ছিল?

হরপ্পা সভ্যতার পূর্ব সীমা ছিল আলমগিরপুর।

জাঁতা কী?

জাঁতা হল পাথরের তৈরি একধরনের শস্য পেষাই যন্ত্র। এটি মেহেরগড়ে পাওয়া গেছে।

হরপ্পা সভ্যতায় বিদেশে কী কী জিনিসপত্র আমদানি করা হত?

হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে সোনা, রুপো, দামি পাথর ইত্যাদি আমদানি করা হত।

লোথাল কোথায় অবস্থিত?

লোথাল গুজরাটে অবস্থিত।

কোন্ সময়কালকে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়?

আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত সময়কালকে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়।

লোথাল কেন বিখ্যাত?

লোথাল বিখ্যাত কারণ এখানে একটি জাহাজঘাটা বা বন্দর অবস্থিত ছিল।


আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, “ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (প্রথম পর্যায় : আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০-১৫০০ অব্দ)” অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন