আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, ‘ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ (যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন)’ অধ্যায়ের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সহায়ক। কারণ ষষ্ঠ শ্রেণী এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়।
সঠিক উত্তরটি নির্বাচন করো
হোমো হাবিলিস আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ছিল?
ক. 40 লক্ষ – 30 লক্ষ
খ. 26 লক্ষ – 17 লক্ষ
গ. 20 লক্ষ -3 লক্ষ 50 হাজার
ঘ. 2 লক্ষ 30 হাজার বছর আগে
উত্তর – খ. 26 লক্ষ – 17 লক্ষ
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোন্ উপত্যকায়?
ক. নর্মদা
খ. কাশ্মীরের সোয়ান
গ. ব্রহ্মপুত্র নদের
ঘ. কর্ণাটকের হুন্সগি
উত্তর – খ. কাশ্মীরের সোয়ান
লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল –
ক. বরফে ঢাকা
খ. ঘন জঙ্গলে ঢাকা
গ. কুয়াশায় ঢাকা
ঘ. জলে ঢাকা
উত্তর – খ. ঘন জঙ্গলে ঢাকা
এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে –
ক. পূর্ব ইউরোপে
খ. দক্ষিণ আফ্রিকাতে
গ. পূর্ব আফ্রিকাতে
ঘ. দক্ষিণ ইউক্রেন
উত্তর – গ. পূর্ব আফ্রিকাতে
লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকায় এক ধরনের বড়ো বানর ছিল। তাদের বলা হত –
ক. শিম্পাঞ্জি
খ. গোরিলা
গ. এপ
উত্তর – গ. এপ
আদিম মানুষরা প্রথম যে পশুকে পোষ মানায় –
ক. কুকুর
খ. গোরু
গ. ছাগল
উত্তর – ক. কুকুর
মানুষের ইতিহাসে আলোচনা করা হয় –
ক. মানুষ ও তার কাজকর্ম
খ. আদিম মানুষের কথা
গ. এপদের কথা
উত্তর – ক. মানুষ ও তার কাজকর্ম
মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে চেনা যায় এমন একটি শারীরিক বৈশিষ্ট্য হল –
ক. হাতের পাঁচটি আঙুল
খ. দুই পায়ে হাঁটা
গ. কানের দ্বারা শুনতে পাওয়া
উত্তর – খ. দুই পায়ে হাঁটা
এপ থেকে আলাদা হয়ে যে-মানব পরিবার তৈরি হয়েছিল তার নাম হল –
ক. হোমো স্যাপিয়েন্স
খ. হোমো হাবিলিস
গ. হোমিনিড
উত্তর – গ. হোমিনিড
কোনোভাবে দাঁড়াতে পারা প্রথম মানুষকে বলা হত –
ক. অস্ট্রালোপিথেকাস
খ. হোমো ইরেকটাস
গ. হোমো হাবিলিস
উত্তর – ক. অস্ট্রালোপিথেকাস
প্রকৃতির ধীর পরিবর্তনের ধারাকে বলা হয় –
বিবর্তন
খ. অভিপ্রয়াণ
গ. অভিযোজন
উত্তর – ক. বিবর্তন
আদিম মানুষের যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে যার ফলে –
ক. আগুন আবিষ্কার
খ. কৃষি আবিষ্কার
গ. চাকার আবিষ্কার
উত্তর – খ. কৃষি আবিষ্কার
দক্ষ মানুষ বলা হত –
ক. হোমো ইরেকটাসকে
খ. হোমো হাবিলিসকে
গ. হোমো স্যাপিয়েন্সকে
উত্তর – খ. হোমো হাবিলিসকে
অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য হল –
ক. এরা ছোটো ও তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করত
খ. এরা হাতকুঠার ব্যবহার করত
গ. এরা পাথর ও গাছের ডাল হাতিয়ার হিসেবে ব্যবহার করত
উত্তর – গ. এরা পাথর ও গাছের ডাল হাতিয়ার হিসেবে ব্যবহার করত
অস্ট্রালোপিথেকাসদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল –
ক. আনুমানিক 26-17 লক্ষ বছর আগে
খ. আনুমানিক 40-30 লক্ষ বছর আগে
গ. আনুমানিক 20-3 লক্ষ বছর আগে
উত্তর – খ. আনুমানিক 40-30 লক্ষ বছর আগে
নিম্নলিখিত যে মানব গোষ্ঠীর চোয়াল ছিল শক্ত ও সুগঠিত –
ক. হোমো ইরেকটাস
খ. হোমো স্যাপিয়েন্স
গ. অস্ট্রালোপিথেকাস
উত্তর – গ. অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস মানব গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য হল –
ক. কোনোরকম দাঁড়ানো
খ. পাথরের অস্ত্রের ব্যবহার
গ. মাংস পুড়িয়ে খাওয়া
উত্তর – খ. পাথরের অস্ত্রের ব্যবহার
হোমো ইরেকটাস মানব গোষ্ঠীর বৈশিষ্ট্য হল –
ক. শক্ত চোয়াল
খ. কাঁচা মাংস খাওয়া
গ. আগুনের ব্যবহার করতে পারা
উত্তর – গ. আগুনের ব্যবহার করতে পারা
বর্শা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত –
ক. হোমো স্যাপিয়েন্সরা
খ. হোমো ইরেকটাসরা
গ. হোমো হাবিলিসরা
উত্তর – ক. হোমো স্যাপিয়েন্সরা
বুদ্ধিমান মানুষ হল –
ক. হোমো হাবিলিস
খ. হোমো ইরেকটাস
গ. হোমো স্যাপিয়েন্স
উত্তর – গ. হোমো স্যাপিয়েন্স
পাথরের যুগকে সাধারণভাবে ভাগ করা হয় –
ক. তিনটি পর্যায়ে
খ. পাঁচটি পর্যায়ে
গ. চারটি পর্যায়ে
উত্তর – ক. তিনটি পর্যায়ে
পুরোনো পাথরের যুগে মানুষ শিখেছিল –
ক. পশুপালন
খ. কৃষিকাজ
গ. ফলমূল জোগাড় করতে
উত্তর – খ. কৃষিকাজ
হোমো ইরেকটাস কথার অর্থ হল –
ক. দণ্ডায়মান মানুষ
খ. দক্ষ মানুষ
গ. বুদ্ধিমান মানুষ
উত্তর – ক. দণ্ডায়মান মানুষ
পুরোনো পাথরের হাতকুঠার পাওয়া গেছে –
ক. রাজস্থানের দিদওয়ানায়
খ. মহারাষ্ট্রের নেভাসাতে
গ. পাকিস্তানের পটোয়ার মালভূমিতে
উত্তর – গ. পাকিস্তানের পটোয়ার মালভূমিতে
পুরোনো পাথরের যুগ শেষ হয়েছিল আনুমানিক –
ক. আট হাজার খ্রিস্টপূর্বাব্দে
খ. খচার হাজার খ্রিস্টপূর্বাব্দে
গ. দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে
উত্তর – গ. দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে
মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে –
ক. কর্ণাটকের হুন্সগিতে
খ. মধ্যপ্রদেশের ভীমবেটকায়
গ. মধ্যপ্রদেশের আদমগড়ে
উত্তর – গ. মধ্যপ্রদেশের আদমগড়ে
জাঁতার মতো যন্ত্র দেখা গেছে –
ক. সোয়ান উপত্যকাতে
খ. সরাই নহর রাইতে
গ. আদমগড়ে
উত্তর – খ. সরাই নহর রাইতে
আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে –
ক. পুরোনো পাথরের যুগে
খ. মাঝের পাথরের যুগে
গ. নতুন পাথরের যুগে
উত্তর – গ. নতুন পাথরের যুগে
মাটির পাত্র প্রস্তুত করা শুরু হয় –
ক. পুরোনো পাথরের যুগে
খ. মাঝের পাথরের যুগে
গ. নতুন পাথরের যুগে
উত্তর – খ. মাঝের পাথরের যুগে
পুরোনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল –
ক. গাছের ডাল
খ. তিরধনুক
গ. ছুরি
উত্তর – গ. ছুরি
আগুনের ব্যবহার আদিম মানুষের বদলে দিয়েছিল –
ক. বসতির অভ্যাস
খ. হাঁটার অভ্যাস
গ. খাবার অভ্যাস
উত্তর – গ. খাবার অভ্যাস
আফ্রিকা মহাদেশের ইথিয়োপিয়ার হাদার নামক জায়গায় যে-ছোটো মেয়ের কঙ্কাল পাওয়া গেছে তার নাম –
ক. ট্যরো ট্যুরো
খ. লুসি
গ. হোমো হাবিলিস
উত্তর – খ. লুসি
কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না?
ক. পাথরের ভোঁতা হাতিয়ার বানানো
খ. গাছের ছাল গায়ে জড়ানো
গ. পাথর ঠুকে আগুন জ্বালানো
ঘ. পোড়া ইটের বাড়ি বানানো
উত্তর – ঘ. পোড়া ইটের বাড়ি বানানো
আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার –
ক. চাকা
খ. ধাতু
গ. আগুন
উত্তর – গ. আগুন
ছোটো পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু হয় –
ক. পুরোনো পাথরের যুগে
খ. মাঝের পাথরের যুগে
গ. নতুন পাথরের যুগে
উত্তর – খ. মাঝের পাথরের যুগে
নতুন পাথরের যুগের হাতিয়ারগুলির বৈশিষ্ট্য হল সেগুলি আগের তুলনায় –
ক. ভারী ছিল
খ. হালকা ও ধারালো ছিল
গ. ভোঁতা ও এবড়োখেবড়ো ছিল
উত্তর – খ. হালকা ও ধারালো ছিল
ভীমবেটকা অবস্থিত –
ক. পশ্চিমবঙ্গে
খ. রাজস্থানে
গ. মধ্যপ্রদেশে
উত্তর – খ. রাজস্থানে
হুন্সগি উপত্যকা অবস্থিত –
ক. কেরলে
খ. কর্ণাটকে
গ. দিল্লিতে
উত্তর – খ. কর্ণাটকে
ট্যরো কথার অর্থ হল –
ক. ঘোড়া
খ. বন্যপ্রাণী
গ. ষাঁড়
উত্তর – গ. ষাঁড়
হাদার অবস্থিত –
ক. ইথিয়োপিয়ায়
খ. মিশরে
গ. কর্ণাটকে
উত্তর – ক. ইথিয়োপিয়ায়
এক লক্ষ তিরিশ হাজার বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে –
ক. মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়
খ. পাকিস্তানের সাংঘাওতে
গ. কর্ণাটকের কুর্নুলে
উত্তর – ক. মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়
হাতকুঠার বানিয়েছিল –
ক. এপ মানুষ
খ. হোমো ইরেকটাস
গ. দক্ষ মানুষ
উত্তর – গ. দক্ষ মানুষ
আদিম মানুষ স্থায়ী বসতি নির্মাণ করেছিল, কারণ তারা –
ক. কৃষিকাজ শিখেছিল
খ. পশুপালন শিখেছিল
গ. হাতিয়ারের ব্যবহার শিখেছিল
উত্তর – ক. কৃষিকাজ শিখেছিল
1978 খ্রিস্টাব্দে ইথিয়োপিয়ায় হাদার নামক জায়গায় যে কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে, তা হল –
ক. অস্ট্রালোপিথেকাস
খ. হোমো ইরেকটাস
গ. হোমো হাবিলিস
ঘ. হোমো স্যাপিয়েন্স
উত্তর – খ. হোমো ইরেকটাস
প্রধানত কীসের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা হয়?
ক. মস্তিষ্কের
খ. পায়ের
গ. হাতের আঙুলের
ঘ. মেরুদণ্ডের
উত্তর – ক. মস্তিষ্কের
হোমিনিড হল –
ক. পরিযায়ি পাখির ঝাঁক
খ. গবাদি পশুর দল
গ. মানুষের পরিবার
ঘ. শিম্পাঞ্জির পরিবার
উত্তর – গ. মানুষের পরিবার
আদিম মানুষরা প্রথমে কী খেত?
ক. রান্না করা খাবার
খ. পোড়া মাংস
গ. কাঁচা মাংস ও ফলমূল
ঘ. সেদ্ধ করা খাবার
উত্তর – গ. কাঁচা মাংস ও ফলমূল
মানুষ পশুপালন করতে শেখে
ক. পুরানো পাথরের যুগে
খ. মাঝের পাথরের যুগে
গ. নতুন পাথরের যুগে
ঘ. তাম্র-প্রস্তর যুগে
উত্তর – খ. মাঝের পাথরের যুগে
চাকা আবিষ্কৃত হয় –
ক. প্রাচীন যুগে
খ. মধ্য যুগে
গ. নব্যপ্রস্তর যুগে
উত্তর – গ. নব্যপ্রস্তর যুগে
প্রথম আগুনের ব্যবহার শিখেছিল যে প্রজাতির মানুষরা –
ক. হোমো হাবিলিস
খ. হোমো ইরেকটাস
গ. হোমো স্যাপিয়েন্স
উত্তর – খ. হোমো ইরেকটাস
আদিম মানুষ ছিল –
ক. যাযাবর
খ. গ্রামবাসী
গ. শহরবাসী
ঘ. কৃষিজীবী
উত্তর – ক. যাযাবর
আলতামিরা গুহা অবস্থিত –
ক. পোর্তুগালে
খ. স্পেনে
গ. পোল্যান্ডে
উত্তর – গ. পোল্যান্ডে
হোমো হাবিলিস বলা হত যে মানুষকে –
ক. দক্ষ
খ. দণ্ডায়মান
গ. বুদ্ধিমান
ঘ. বোকা
উত্তর – ক. দক্ষ
পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল –
ক. সহজ সরল
খ. খুব ভালো
গ. কঠিন ও কষ্টের
ঘ. ভালো
উত্তর – খ. খুব ভালো
আদমগড়ের অবস্থান হল –
ক. লুনি নদী উপত্যকা
খ. নর্মদা নদী উপত্যকা
গ. কাবেরী নদী উপত্যকা
ঘ. সিন্ধু নদী উপত্যকা
উত্তর – খ. নর্মদা নদী উপত্যকা
কত খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়?
ক. 1958 খ্রিস্টাব্দে
খ. 1957 খ্রিস্টাব্দে
গ. 1960 খ্রিস্টাব্দে
ঘ. 1954 খ্রিস্টাব্দে
উত্তর – গ. 1960 খ্রিস্টাব্দে
হুন্সগি উপত্যকা থেকে পাওয়া গেছে –
ক. পুরোনো পাথরের যুগের হাতিয়ার
খ. মাঝের পাথরের যুগের হাতিয়ার
গ. নতুন পাথরের যুগের হাতিয়ার
উত্তর – ক. পুরোনো পাথরের যুগের হাতিয়ার
রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে?
ক. আলতামিরায়
খ. গুলবর্গায়
গ. ভীমবেটকায়
ঘ. বাগোড়ে
উত্তর – ঘ. বাগোড়ে
খাদ্য উৎপাদন নিশ্চিত হয় –
ক. পশুপালনের ফলে
খ. কৃষিকার্যের ফলে
গ. বাণিজ্যের ফলে
ঘ. বন্যার ফলে
উত্তর – খ. কৃষিকার্যের ফলে
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
চিড়িয়াখানায় থাকা মানুষের মতো দেখতে প্রাণীটি হল_____।
ক. শিম্পাঞ্জি
খ. জলহস্তী
গ. জিরাফ
উত্তর – ক. শিম্পাঞ্জি
এপদের একটি দল গাছ থেকে মাটিতে নেমে এসেছিল_____খোঁজে।
ক. আগুনের
খ. মাটির
গ. খাবারের
উত্তর – গ. খাবারের
প্রথম আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে_____
ক. পূর্ব আফ্রিকাতে
খ. ভারতে
গ. পশ্চিম চিনে
উত্তর – ক. পূর্ব আফ্রিকাতে
বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হল_____
ক. হোমো ইরেকটাস
খ. হোমো স্যাপিয়েন্স
গ. হোমো হাবিলিস
উত্তর – খ. হোমো স্যাপিয়েন্স
_____মহাদেশের পূর্ব অংশে ঘন জঙ্গল ছিল।
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. আমেরিকা
উত্তর – ক. আফ্রিকা
লেজহীন এক ধরনের বড়ো বানরদের_____বলা হত।
ক. গিবন
খ. এপ
গ. ওরাং ওটাং
উত্তর – খ. এপ
মূলত_____এর আকারের ওপর ভিত্তি করে আদিম মানুষকে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেকটাস ও হোমো স্যাপিয়েন্স প্রভৃতি বিভাগে ভাগ করা যায়।
ক. মস্তিষ্ক
খ. দেহ
গ. মুখ
উত্তর – ক. মস্তিষ্ক
দলবদ্ধভাবে গুহায় থাকত_____।
ক. হোমো হাবিলিস
খ. হোমো ইরেকটাস
গ. হোমো স্যাপিয়েন্স
উত্তর – খ. হোমো ইরেকটাস
বনে লাগা আগুনকে বলা হয়_____।
ক. অগ্ন্যুৎপাত
খ. দাবানল
গ. ভূমিকম্প
উত্তর – খ. দাবানল
আলতামিরা গুহা অবস্থিত ছিল_____।
ক. ফ্রান্সে
খ. মিশরে
গ. স্পেনে
উত্তর – গ. স্পেনে
বুদ্ধিমান মানুষ_____জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত।
ক. কুঠার
খ. বর্শা
গ. বড়শি
উত্তর – খ. বর্শা
লুসি নামক কঙ্কালটি পাওয়া গেছে_____।
ক. ভারতে
খ. ইথিয়োপিয়ায়
গ. চিনে
উত্তর – খ. ইথিয়োপিয়ায়
আদিম মানুষের উৎপত্তিস্থল ছিল_____।
ক. আফ্রিকা
খ. উত্তর মেরু অঞ্চল
গ. কিরঘিজ স্তেপ অঞ্চল
উত্তর – ক. আফ্রিকা
সম্ভবত, _____থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল।
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
উত্তর – খ. আফ্রিকা
পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের_____উপত্যকায়।
ক. সোয়ান
খ. উলার
গ. ডাল
উত্তর – ক. সোয়ান
হোমো ইরেকটাস প্রজাতির প্রমাণ রয়েছে কর্ণাটকের_____উপত্যকায়।
ক. হুন্সগি
খ. নর্মদা
গ. দিদওয়ানা
উত্তর – ক. হুন্সগি
_____তে পুরোনো গুহাবসতির নজির রয়েছে।
ক. অজন্তা
খ. ইলোরা
গ. ভীমবেটকা
উত্তর – গ. ভীমবেটকা
_____খ্রিস্টাব্দে হুন্সগিতে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে।
ক. 1957
খ. 1983
গ. 1993
উত্তর – খ. 1983
রাজস্থানের দিদওয়ানা অঞ্চলে_____প্রজাতির মানুষের প্রত্নতাত্ত্বিক সন্ধান পাওয়া গেছে।
ক. হোমো ইরেকটাস
খ. হোমো হাবিলিস
গ. হোমো স্যাপিয়েন্স
উত্তর – ক. হোমো ইরেকটাস
ভীমবেটকা অবস্থিত_____।
ক. কর্ণাটকে
খ. কাশ্মীরে
গ. মধ্যপ্রদেশে
উত্তর – গ. মধ্যপ্রদেশে
পুরোনো পাথরের যুগের মাঝের পর্বে_____ছিল একটি প্রধান হাতিয়ার।
ক. কোদাল
খ. ছুরি
গ. কুঠার
উত্তর – খ. ছুরি
উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে ধারওয়ালা_____পাওয়া গেছে।
ক. তিরের ফলা
খ. ছুরি
গ. তুরপুন
উত্তর – খ. ছুরি
রাজস্থানের_____এর মানুষ গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল।
ক. মহাদহা
খ. বাগোড়
গ. দমদমা
উত্তর – খ. বাগোড়
নর্মদা নদীর আদমগড়ের মানুষেরা_____করতে শিখেছিল।
ক. পশুপালন
খ. কৃষিকাজ
গ. কুমোরের চাকার ব্যবহার
উত্তর – ক. পশুপালন
আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগের দক্ষ মানুষরা ছিল_____গোষ্ঠী।
ক. হোমো স্যাপিয়েন্স
খ. হোমো হাবিলিস
গ. হোমো ইরেকটাস
উত্তর – খ. হোমো হাবিলিস
_____ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে প্রথম একটা জরুরি বিষয়।
ক. আগুনের
খ. ধাতুর
গ. লোহার
উত্তর – ক. আগুনের
আদিম মানুষ_____খেত।
ক. রান্না করা খাবার
খ. পোড়া মাংস
গ. কাঁচা মাংস ও ফলমূল
উত্তর – গ. কাঁচা মাংস ও ফলমূল
এপ থেকে আলাদা হয়ে গেল মানুষের পরিবার বা_____।
ক. পরিবেশ
খ. এপিক
গ. হোমিনিড
উত্তর – গ. হোমিনিড
1974 খ্রিস্টাব্দে হাদার নামক জায়গায়_____কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে।
ক. অস্ট্রালোপিথেকাস
খ. হোমো স্যাপিয়েন্স
গ. হোমো ইরেকটাস
উত্তর – ক. অস্ট্রালোপিথেকাস
_____পাথরের যুগে মানুষেরা পাথরের উন্নত হাতিয়ার বানানোর কৌশল শিখেছিল।
ক. পুরোনো
খ. মাঝের
গ. নতুন।
উত্তর – গ. নতুন।
ভীমবেটকার গুহাগুলিতে পাওয়া অধিকাংশ ছবিগুলি হল_____।
ক. পশুপালনের
খ. চাষবাসের
গ. শিকারের
উত্তর – গ. শিকারের
আদিম মানুষের যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে_____এর ফলে।
ক. চাকার আবিষ্কার
খ. কৃষির আবিষ্কার
গ. আগুন আবিষ্কার
উত্তর – খ. কৃষির আবিষ্কার
_____পাথরের যুগে আদিম মানুষ স্থায়ী বসতি স্থাপন করেছিল।
ক. নতুন
খ. মাঝের
গ. পুরোনো
উত্তর – ক. নতুন
আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচতে পারত_____পরে।
ক. গাছের ছাল
খ. পশমের কাপড়
গ. সুতির কাপড়
উত্তর – ক. গাছের ছাল
উত্তরপ্রদেশের_____দুই দিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে।
ক. আদমগড়ে
খ. সরাই নগর রাইতে
গ. ভীমবেটকায়
উত্তর – খ. সরাই নগর রাইতে
_____বাগোড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে।
ক. রাজস্থানের
খ. পাঞ্জাবের
গ. বিহারের
উত্তর – ক. রাজস্থানের
_____যুগে আদিম মানুষ কৃষিকাজ শেখে।
ক. নতুন পাথরের
খ. পুরোনো পাথরের
গ. মাঝের পাথরের
উত্তর – ক. নতুন পাথরের
চাষের সঙ্গে যুক্ত হয়ে_____হয়েছে।
ক. বাস চাষ
খ. চাষবাস
গ. বাঁশ চাষ
উত্তর – খ. চাষবাস
ঠিক-ভুল নির্ণয় করো
লেজহীন বানরদের বলা হত এপ।
উত্তর – ঠিক
ধীরে ধীরে এপ থেকে মানুষের উদ্ভব হল।
উত্তর – ঠিক
আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে।
উত্তর – ঠিক
অস্ট্রালোপিথেকাসদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত।
উত্তর – ঠিক
হোমো ইরেকটাস প্রজাতির মানুষ দলবদ্ধভাবে থাকতে পারত না।
উত্তর – ভুল
সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষদের হোমো ইরেকটাস বলা হত না।
উত্তর – ভুল
হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরা হাতকুঠার বানিয়েছিল।
উত্তর – ঠিক
নতুন পাথরের যুগে মানুষ মাটির পাত্র বানানো শুরু করেছিল।
উত্তর – ভুল
চকমকি পাথরের ঠোকাঠুকিতেই আগুন জ্বলে ওঠে।
উত্তর – ঠিক
পুরোনো পাথরের যুগে মানুষ ছিল যাযাবর।
উত্তর – ঠিক
লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড়ো ছিল।
উত্তর – ঠিক
আদিম মানুষ ঝলসানো মাংস খাওয়ার ফলে তাদের চোয়াল ও দাঁতের জোর বেড়ে গেল।
উত্তর – ভুল
ভারতীয় উপমহাদেশের মানুষ আফ্রিকা থেকেই এসেছিল।
উত্তর – ঠিক
কেরালার নর্মদা উপত্যকায় আদিম মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
উত্তর – ভুল
পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের।
উত্তর – ঠিক
ভীমবেটকা গুহার ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা এবং লাল রঙের ব্যবহার দেখা যায়।
উত্তর – ঠিক
আলতামিরা গুহার ছবিগুলি প্রায় 50 থেকে 30 লক্ষ বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা।
উত্তর – ভুল
পুরোনো পাথরের যুগের ছোটো হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে গেঁথে নেওয়া হত।
উত্তর – ভুল
শস্যদানা গুঁড়ো করতেই জাঁতা ব্যবহার করা হত।
উত্তর – ঠিক
নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চরাতে ছেলেরা দল বেঁধে যেত।
উত্তর – ঠিক
নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 6000 বছর।
উত্তর – ভুল
বাগোড়েতে আদিম মানুষের বসতি ছিল।
উত্তর – ঠিক
ভারতীয় উপমহাদেশে মানুষ আফ্রিকা থেকে এসেছিল।
উত্তর – ঠিক
আদিম মানুষ হয়তো কাঠে কাঠে ঘষে আগুন জ্বালিয়েছিল।
উত্তর – ঠিক
নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শেখে।
উত্তর – ঠিক
ভীমবেটকা গুহায় পুরোনো পাথরের যুগের মানুষ বাস করত।
উত্তর – ঠিক
সবসময় সব সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল।
উত্তর – ঠিক
1982 খ্রিস্টাব্দে কর্ণাটকের ইসলামপুর গ্রামে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গিয়েছে।
উত্তর – ভুল
সংস্কৃতির জন্যই যে-কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পারেনি।
উত্তর – ভুল
আদিম মানুষেরও সংস্কৃতি ছিল।
উত্তর – ঠিক
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. এপ | অ. হোমো স্যাপিয়েন্স |
খ. দক্ষ মানব | আ. হোমো হাবিলিস |
গ. দণ্ডায়মান মানব | ই. অস্ট্রালোপিথেকাস |
ঘ. বুদ্ধিমান মানব | ঈ. হোমো ইরেকটাস |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. এপ | ই. অস্ট্রালোপিথেকাস |
খ. দক্ষ মানব | আ. হোমো হাবিলিস |
গ. দণ্ডায়মান মানব | ঈ. হোমো ইরেকটাস |
ঘ. বুদ্ধিমান মানব | অ. হোমো স্যাপিয়েন্স |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. আনুমানিক 40-30 লক্ষ বছর আগে | অ. অস্ট্রালোপিথেকাস |
খ. আনুমানিক 26-17 লক্ষ বছর আগে | আ. হোমো ইরেকটাস |
গ. আনুমানিক 20-3 লক্ষ 50 হাজার বছর আগে | ই. হোমো হাবিলিস |
ঘ. আনুমানিক 2 লক্ষ 30 হাজার বছর আগে | ঈ. হোমো স্যাপিয়েন্স |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. আনুমানিক 40-30 লক্ষ বছর আগে | অ. অস্ট্রালোপিথেকাস |
খ. আনুমানিক 26-7 লক্ষ বছর আগে | ই. হোমো হাবিলিস |
গ. আনুমানিক 20-3 লক্ষ 50 হাজার বছর আগে | আ. হোমো ইরেকটাস |
ঘ. আনুমানিক 2 লক্ষ 30 হাজার বছর আগে | ঈ. হোমো স্যাপিয়েন্স |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. হাদার | অ. কর্ণাটক |
খ. কুর্নুল | আ. কাশ্মীর |
গ. সোয়ান | ই. ইথিয়োপিয়া |
ঘ. আলতামিরা | ঈ. স্পেন |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. হাদার | ই. ইথিয়োপিয়া |
খ. কুর্নুল | অ. কর্ণাটক |
গ. সোয়ান | আ. কাশ্মীর |
ঘ. আলতামিরা | ঈ. স্পেন |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. লুসি | অ. মধ্যপ্রদেশ |
খ. গুহা | আ. হোমো ইরেকটাস |
গ. ভীমবেটকা | ই. পুরোনো পাথরের যুগ |
ঘ. নুড়ি পাথর | ঈ. হাদার |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. লুসি | ঈ. হাদার |
খ. গুহা | ই. পুরোনো পাথরের যুগ |
গ. ভীমবেটকা | অ. মধ্যপ্রদেশ |
ঘ. নুড়ি পাথর | আ. হোমো ইরেকটাস |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. ট্যরো | অ. ষাঁড় |
খ. লুসি | আ. (প্রায়) ৩২ লক্ষ |
গ. শিবালিক | ই. পর্বত |
ঘ. বনে লাগা আগুন | ঈ. দাবানল |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. ট্যরো | অ. ষাঁড় |
খ. লুসি | আ. (প্রায়) ৩২ লক্ষ |
গ. শিবালিক | ই. পর্বত |
ঘ. বনে লাগা আগুন | ঈ. দাবানল |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. উত্তরপ্রদেশের মহাদহা | অ. পুরোনো পাথরের যুগ |
খ. হাতকুঠার | আ. রাজস্থান |
গ. ছোটো পাথরের হাতিয়ার | ই. নতুন পাথরের যুগ |
ঘ. বাগোড় | ঈ. মাঝের পাথরের যুগ |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. উত্তরপ্রদেশের মহাদহা | ঈ. মাঝের পাথরের যুগ |
খ. হাতকুঠার | অ. পুরোনো পাথরের যুগ |
গ. ছোটো পাথরের হাতিয়ার | ই. নতুন পাথরের যুগ |
ঘ. বাগোড় | আ. রাজস্থান |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. সোয়ান উপত্যকা | অ. কর্ণাটক |
খ. হুন্সগি উপত্যকা | আ. কাশ্মীর |
গ. দিদওয়ানা | ই. মহারাষ্ট্র |
ঘ. নেভাসা | ঈ. রাজস্থান |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. সোয়ান উপত্যকা | আ. কাশ্মীর |
খ. হুন্সগি উপত্যকা | অ. কর্ণাটক |
গ. দিদওয়ানা | ঈ. রাজস্থান |
ঘ. নেভাসা | ই. মহারাষ্ট্র |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. আদমগড় | অ. লুসি |
খ. বাগোড় | আ. পশুপালন |
গ. সরাই নহর রাই | ই. আদিম বসতি |
ঘ. ইথিয়োপিয়া | ঈ. দুইদিক ধারওয়ালা ছুরি |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. আদমগড় | আ. পশুপালন |
খ. বাগোড় | ই. আদিম বসতি |
গ. সরাই নহর রাই | ঈ. দুইদিক ধারওয়ালা ছুরি |
ঘ. ইথিয়োপিয়া | অ. লুসি |
বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো
বিবৃতি – হোমো ইরেকটাস-এর আরেক নাম দণ্ডায়মান মানুষ।
ব্যাখ্যা –
- এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত।
- এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
- এরা সোজাভাবে দাঁড়াতে পারত।
উত্তর – এরা সোজাভাবে দাঁড়াতে পারত।
বিবৃতি – পুরোনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি ছিল ভারী ও এবড়োখেবড়ো।
ব্যাখ্যা –
- এই সময় মানুষেরা পাথরের অস্ত্র ব্যবহার করত।
- এই সময় মানুষেরা গুহায় বসবাস করত।
- এই সময় মানুষেরা পাথরকে হালকা ও তীক্ষ্ণ করার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি।
উত্তর – এই সময় মানুষেরা পাথরকে হালকা ও তীক্ষ্ণ করার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি।
বিবৃতি – ধীরে ধীরে পাথরের হাতিয়ারগুলি বদলে যাচ্ছিল।
ব্যাখ্যা –
- পাথরের গায়ে আঘাত করে কোনাচে অংশগুলি বের করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হত।
- আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাথরগুলিও বদলে যাচ্ছিল।
- পাথরগুলি আগের চেয়ে হালকা হয়ে গিয়েছিল।
উত্তর – পাথরের গায়ে আঘাত করে কোনাচে অংশগুলি বের করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হত।
বেমানান শব্দটি চিহ্নিত করো
টিয়া, ময়না, শিম্পাঞ্জি, চড়ুই
উত্তর – শিম্পাঞ্জি
হাদার, ইথিয়োপিয়া, লুসি, হুন্সগি উপত্যকা
উত্তর – হুন্সগি উপত্যকা
বাগোড়, আলতামিরা, ট্যুরো, স্পেন
উত্তর – বাগোড়
বর্শা, ছুরি, হাতকুঠার, গুহা
উত্তর – গুহা
আগুন, গাছের ডাল, ভোঁতা পাথর, এবড়োখেবড়ো পাথর
উত্তর – আগুন
হুন্সগি উপত্যকা, মহাদহা, দিদওয়ানা, নেভাসা
উত্তর – মহাদহা
জুহি, লুসি, জয়িতা, জাহ্নবী
উত্তর – লুসি
ভীমবেটকা, আলতামিরা, কুর্নুল, হুন্সগি
উত্তর – আলতামিরা
মহাদহা, আদমগড়, জাঁতা, বাগোড়
উত্তর – জাঁতা
কৃষিকাজ, কারিগর, পশুপালন, ব্যাবসাবাণিজ্য
উত্তর – কারিগর
দুইদিক ধারওয়ালা ছুরি, হাড়ের তৈরি ফলা, জাঁতা, কুমোরের চাকা
উত্তর – কুমোরের চাকা
শীত, বর্ষা, গরম, স্যাঁতসেঁতে
উত্তর – স্যাঁতসেঁতে
নর্মদা, সিন্ধু, গঙ্গা, মহাদহা
উত্তর – মহাদহা
ধাতব যুগ, পুরোনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ
উত্তর – ধাতব যুগ
স্থায়ী বসতি, কৃষিকাজ, গাছের ছালের পোশাক, কারিগর
উত্তর – গাছের ছালের পোশাক
সঠিক জোড়টি খুঁজে লেখো
ক. লুসি-হাতিয়ার
খ. কর্ণাটক-বাগোড়
গ. ট্যুরো-আলতামিরা
ঘ. রাজস্থান- হুন্সগি উপত্যকা
উত্তর – গ. ট্যুরো-আলতামিরা
ক. হোমো ইরেকটাস-দক্ষ মানুষ
খ. হোমো হাবিলিস-দণ্ডায়মান মানুষ
গ. হোমো স্যাপিয়েন্স-বুদ্ধিমান মানুষ
ঘ. হোমো হোমিনিড-উন্নত মানুষ
উত্তর – গ. হোমো স্যাপিয়েন্স-বুদ্ধিমান মানুষ
ক. অস্ট্রালোপিথেকাস-আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে
খ. হোমো হাবিলিস-আনুমানিক 20 লক্ষ থেকে 3 লক্ষ 50 হাজার বছর আগে
গ. হোমো ইরেকটাস-আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে
ঘ. হোমো স্যাপিয়েন্স-আনুমানিক 4 লক্ষ থেকে 3 লক্ষ বছর আগে
উত্তর – ক. অস্ট্রালোপিথেকাস-আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে
ক. অস্ট্রালোপিথেকাস-লুসি
খ. ভীমবেটকা-ইথিয়োপিয়া
গ. বাগোড়- স্পেন
ঘ. হাদার-এপ
উত্তর – ক. অস্ট্রালোপিথেকাস-লুসি
ক. চকমকি পাথর- আগুন
খ. কুমোরের চাকা-কৃষিকাজ
গ. হাতকুঠার- মাছ ধরা
ঘ. ভারী নুড়ি পাথর-ছুরি
উত্তর – ক. চকমকি পাথর- আগুন
ক. উত্তরপ্রদেশ- আদমগড়
খ. মধ্যপ্রদেশ-সরাই নহর রাই
গ. হিমাচল প্রদেশ-কুর্নুল
ঘ. কর্ণাটক-হুন্সগি
উত্তর – ঘ. কর্ণাটক-হুন্সগি
ক. ভীমবেটকা গুহা-পাকিস্তান
খ. আলতামিরা গুহা-স্পেন
গ. সাংঘাও গুহা-ভারত
ঘ. বাগোড়-চিন
উত্তর – খ. আলতামিরা গুহা-স্পেন
ক. মানব পরিবার -হোমিনিড
খ.ভয়ানক প্রাণী-এপ
গ. ইথিয়োপিয়া-আগুন
ঘ. পটোয়া-শিবালিক পার্বত্য অঞ্চল
উত্তর – ক. মানব পরিবার -হোমিনিড
ক. লুসি-কঙ্কাল
খ. হাদার- মধ্যপ্রদেশ
গ. হুন্সগি-কাশ্মীর
ঘ. জেব্রা-এপ
উত্তর – ক. লুসি-কঙ্কাল
ক. অস্ট্রালোপিথেকাস-কোনোক্রমে দাঁড়ানো মানুষ
খ. হোমো হাবিলিস-বুদ্ধিমান মানুষ
গ. হোমো ইরেকটাস-দক্ষ মানুষ
ঘ. হোমো স্যাপিয়েন্স-দণ্ডায়মান মানুষ
উত্তর – ক. অস্ট্রালোপিথেকাস- কোনোক্রমে দাঁড়ানো মানুষ
ক. পুরোনো পাথরের যুগ-ছোটো বসতি স্থাপন
খ. মাঝের পাথরের যুগ-গুহায় বসতি নির্মাণ
গ. নতুন পাথরের যুগ-স্থায়ী বসতি নির্মাণ
ঘ. তুষার যুগ-খোলা আকাশের নীচে বসতি নির্মাণ
উত্তর – ক. পুরোনো পাথরের যুগ-ছোটো বসতি স্থাপন
ক. অস্ট্রালোপিথেকাস-ছুরির ব্যবহার
খ. হোমো হাবিলিস-হাতকুঠারের ব্যবহার
গ. হোমো ইরেকটাস-ভোঁতা অস্ত্রের ব্যবহার
ঘ. হোমো স্যাপিয়েন্স-বর্শার ব্যবহার
উত্তর – ঘ. হোমো স্যাপিয়েন্স-বর্শার ব্যবহার
ক. সোয়ান উপত্যকা-কাশ্মীর
খ. হুন্সগি উপত্যকা- রাজস্থান
গ. দিদওয়ানা- কর্ণাটক
ঘ. নেভাসা- নেভেলি
উত্তর – ক. সোয়ান উপত্যকা-কাশ্মীর
ক. সাংঘাও- পাকিস্তান
খ. কুর্নুল-মধ্যপ্রদেশ
গ. গভীমবেটকা-রাজস্থান
ঘ. সোয়ান-কলকাতা
উত্তর – ক. সাংঘাও-পাকিস্তান
ক. সরাই নহর রাই-দুই দিক ধারওয়ালা ছুরি
খ. ইথিয়োপিয়া- পশুপালন
গ. বাগোড়-লুসি
ঘ. আদমগড় – গুহাচিত্র
উত্তর – ক. সরাই নহর রাই-দুই দিক ধারওয়ালা ছুরি
ফাঁকা ঘরে সঠিক অক্ষর/বর্ণ বসিয়ে শব্দ গঠন করো
_ ড়িয়া _না
উত্তর – চিড়িয়াখানা
হো _ _ড
উত্তর – হোমিনিড
প _পা _ _
উত্তর – পশুপালন
_স্ট্রা _পি _কাস
উত্তর – অস্ট্রালোপিথেকাস
_য়ান
উত্তর – সোয়ান
ভী _ _টকা
উত্তর – ভীমবেটকা
_ল _র্গা
উত্তর – গুলবর্গা
আ_ _মি _
উত্তর – আলতামিরা
স _ইন _ররা_
উত্তর – সরাই নহর রাই
দি _ও _না
উত্তর – দিদওয়ানা
_যি কা_
উত্তর – কৃষিকাজ
কারি _ _
উত্তর – কারিগর
_স_
উত্তর – বসতি
_দ _গ_
উত্তর – আদমগড়
প্র _ক্ষেত্র
উত্তর – প্রত্নক্ষেত্র
সম্পূর্ণ বাক্যে উত্তর দাও
এপ কী?
লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার পূর্বদিকে ঘন জঙ্গলে লেজহীন এক ধরনের বড়ো বানর বাস করত, তাদের এপ বলা হত।
একটি এপ শ্রেণিভুক্ত প্রাণীর নাম করো।
শিম্পাঞ্জি হল একটি এপ শ্রেণিভুক্ত প্রাণী।
প্রাচীন মানব পরিবার কী নামে পরিচিত ছিল?
অথবা, হোমিনিড কাদের বলা হয়?
এপ থেকে উন্নত প্রাচীন মানব পরিবার হোমিনিড নামে পরিচিত ছিল।
অস্ট্রালোপিথেকাসদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অস্ট্রালোপিথেকাসদের একটি বৈশিষ্ট্য হল এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত।
কত বছর পূর্বে মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখেছে?
আনুমানিক 20 লক্ষ থেকে 3 লক্ষ 50 হাজার বছর আগে মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখেছে।
কোন্ মানব প্রজাতিকে আধুনিক মানুষের পূর্ব- পুরুষ বলা হয়?
অস্ট্রালোপিথেকাস প্রজাতিকে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয়।
অস্ট্রালোপিথেকাস প্রজাতির নিদর্শন কোথায় পাওয়া গেছে?
ইথিয়োপিয়ায় অস্ট্রালোপিথেকাস প্রজাতির নিদর্শন পাওয়া গেছে।
প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল কোন্। প্রাচীন মানবগোষ্ঠী?
প্রাচীন মানবগোষ্ঠী হোমো হাবিলিস প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল।
হোমো হাবিলিস ও হোমো স্যাপিয়েন্সে-র মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।
হোমো হাবিলিস সম্ভবত ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস খেত কিন্তু হোমো স্যাপিয়েন্স পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল।
হোমো হাবিলিস কী?
আদিম মানুষের মধ্যে দক্ষ মানুষকে হোমো হাবিলিস বলে।
বনের আগুনকে কী বলে?
বনের আগুনকে দাবানল বলে।
দাবানল বলতে কী বোঝো?
ঘন জঙ্গলে গাছে গাছে সংঘর্ষ লেগে যে আগুন জ্বলে ওঠে তাকে দাবানল বলে।
লুসির কঙ্কাল কত বছরের পুরোনো?
লুসির কঙ্কাল প্রায় ৩২ লক্ষ বছরের পুরোনো।
পূর্ব আফ্রিকার কোথায় সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে?
পূর্ব আফ্রিকার কেনিয়ার ওলডুভাই গিরিখাতে সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে।
আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কোনটি?
আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হল আগুন।
1978 খ্রিস্টাব্দে ইথিয়োপিয়ায় যে কঙ্কালটি পাওয়া গেছে তার নাম কী?
1978 খ্রিস্টাব্দে ইথিয়োপিয়ায় যে কঙ্কালটি পাওয়া গেছে তার নাম লুসি।
হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী?
হোমো স্যাপিয়েন্স কথার অর্থ হল বুদ্ধিমান মানুষ।
পুরোনো পাথরের যুগে মানুষ কোথায় থাকত?
পুরোনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নীচে কিংবা গুহায় থাকত।
কোন্ যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে?
নতুন পাথরের যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে।
পুরোনো পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের একটি পার্থক্য উল্লেখ করো।
পুরোনো পাথরের যুগের তুলনায় নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল হালকা ও ধারালো।
দু-দিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে?
উত্তরপ্রদেশের ‘সরাই নহর রাই’-তে দু-দিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে।
কোন্ যুগে মানুষ ছোটো ছোটো বসতি বানানো শুরু করে?
মাঝের পাথরের যুগে মানুষ ছোটো ছোটো বসতি বানানো শুরু করে।
কোন্ যুগে মানুষ কৃষিকাজ করতে শেখে?
নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ করতে শেখে।
নতুন পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার কী?
নতুন পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার কৃষিকাজ।
কোন্ যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে দেয়?
নতুন পাথরের যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে দেয়।
আধুনিক মানুষের আবির্ভাব ঘটে কোন্ যুগে?
প্লেইসটোসিন যুগে (প্রায় ২০ লক্ষ ১০ হাজার বছর পূর্বে) আধুনিক মানুষের আবির্ভাব ঘটে।
আদিম কথার মানে কী?
আদিম কথার মানে খুব পুরোনো বা গোড়ার দিকের।
ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কোন্ যুগকে?
ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় মাঝের পাথরের যুগকে (Mesolithic age) I
কোন্ জাতীয় পাথরের সাহায্যে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল?
চকমকি জাতীয় পাথরের সাহায্যে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল।
আদিম মানুষ শীত ও জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য কীসের ব্যবহার শুরু করেছিল?
আদিম মানুষ শীত ও জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু করেছিল।
আদিম মানুষ প্রথমে কী খেত?
আদিম মানুষ প্রথমে পশুর কাঁচা মাংস ও বিভিন্ন ধরনের ফলমূল খেত।
আদিম মানুষের ব্যবহৃত প্রথম হাতিয়ার কী ছিল?
আদিম মানুষের ব্যবহৃত প্রথম হাতিয়ার ছিল ভোঁতা ও বড়ো, অমসৃণ পাথরখন্ড।
কীসের ভিত্তিতে পাথরের যুগ বিভাজন করা হয়?
আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ারের উপাদান, আকার, আয়তন ও বৈশিষ্ট্যের নিরিখে পাথরের যুগ বিভাজন করা হয়।
ভারতের কোথায় দুইদিকে ধারওয়ালা ছুরি ও হাড়ের তৈরি ফলা পাওয়া গেছে?
ভারতের উত্তরপ্রদেশের ‘সরাই নহর রাই’তে দুদিকে ধারওয়ালা ছুরি ও হাড়ের তৈরি ফলা পাওয়া গেছে।
কোন জিনিসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল?
আগুনের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল।
আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশুর নাম করো।
ঘোড়া হল আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশু।
আদিম মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে এমন একটি প্রত্নক্ষেত্রের নাম লেখো।
আদিম মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে এমন একটি প্রত্নক্ষেত্র হল সরাই নহর রাই।
ভারতীয় উপমহাদেশের মানুষ কোথা থেকে এসেছিল?
ভারতীয় উপমহাদেশের মানুষ আফ্রিকা মহাদেশ থেকে এসেছিল।
আদিম মানুষের প্রথম গৃহপালিত পশুর নাম করো।
কুকুর হল আদিম মানুষের প্রথম গৃহপালিত পশু।
ভারতের কোন্ অঞ্চলে সবচেয়ে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে?
কাশ্মীরের সোয়ান উপত্যকায় ভারতের সবচেয়ে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে।
ভীমবেটকায় কত খ্রিস্টাব্দে গুহার খোঁজ পাওয়া যায়?
1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় গুহার খোঁজ পাওয়া যায়।
ভীমবেটকা ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত।
পাকিস্তানের কোথায় প্রাকৃতিক গুহা রয়েছে?
পাকিস্তানের সাংঘাওতে প্রাকৃতিক গুহা রয়েছে।
হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলি কত বছর আগেকার?
হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগেকার।
হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত?
হুন্সগি উপত্যকা কর্ণাটকে অবস্থিত।
হুন্সগি উপত্যকার মাটি খুঁড়ে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কত খ্রিস্টাব্দে?
1983 খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকার মাটি খুঁড়ে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে।
ভীমবেটকা গুহার ছবিতে মানুষের সঙ্গে কোন্ পশুকে দেখা যায়?
ভীমবেটকা গুহার ছবিতে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়।
আলতামিরা গুহা কোন্ দেশে অবস্থিত?
আলতামিরা গুহা স্পেনে অবস্থিত।
ট্যরো কথার অর্থ কী?
ট্যরো কথার অর্থ হল ষাঁড়।
আলতামিরা গুহার ছাদে কোন্ পশুর ছবি রয়েছে?
আলতামিরা গুহার ছাদে যাঁড়ের ছবি রয়েছে।
ভীমবেটকা কেন বিখ্যাত?
আদিম মানুষের আঁকা গুহাচিত্রের জন্য ভীমবেটকা গুহা বিখ্যাত।
মধ্যপ্রদেশের কোথায় মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে?
মধ্যপ্রদেশের আদমগড়ে মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে।
বাগোড় কোথায় অবস্থিত?
বাগোড় রাজস্থানে অবস্থিত।
উত্তরপ্রদেশের কোথায় হাড়ের তৈরি তিরের ফলা পাওয়া গেছে?
উত্তরপ্রদেশের সরাই নহর রাই-তে হাড়ের তৈরি তিরের ফলা পাওয়া গেছে।
রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে?
রাজস্থানের বাগোড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে।
বাগোড় অঞ্চলের আদিম মানুষের জীবিকা কী ছিল?
বাগোড় অঞ্চলের আদিম মানুষের জীবিকা ছিল শিকার ও পশুপালন।
ঠান্ডা থেকে বাঁচতে আদিম মানুষ প্রথমে গায়ে কী ব্যবহার করত?
ঠান্ডা থেকে বাঁচতে আদিম মানুষ প্রথমে গায়ে গাছের ছাল ব্যবহার করত।
কারা প্রথম বীজ থেকে চারাগাছ এবং চারাগাছ থেকে বড়োগাছ হওয়ার রহস্য বুঝতে পারে?
নতুন পাথরের যুগে মেয়েরা প্রথম বীজ থেকে চারাগাছ এবং চারাগাছ থেকে বড়োগাছ হওয়ার রহস্য বুঝতে পারে।
ভীমবেটকা গুহার দেওয়ালে কোন্ কোন্ প্রাণীর ছবি দেখা গেছে?
ভীমবেটকা গুহার দেওয়ালে মানুষ, পাখি, মাছ, কাঠবেড়ালি ও কুকুরের ছবি দেখা গেছে।
ভীমবেটকা গুহাতে প্রাপ্ত চিত্রগুলিতে কোন্ কোন্ রং ব্যবহার করা হত?
ভীমবেটকা গুহাতে প্রাপ্ত চিত্রগুলিতে লাল, সাদা, সবুজ ও হলুদ রং ব্যবহার করা হত।
ট্যরো ট্যরো কোথায় দেখতে পাওয়া যায়?
ট্যরো ট্যরো স্পেনের আলতামারি গুহায় দেখতে পাওয়া যায়।
আট হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় কোথাও পাওয়া গিয়েছে?
আট হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় নর্মদা উপত্যকায় অবস্থিত আদমগড়ে পাওয়া গিয়েছে।
আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ (যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন)” অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!