অষ্টম শ্রেণী গণিত – মূলদ সংখ্যার ধারণা – কষে দেখি – 3

Rahul

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অষ্টম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় হলো ‘মূলদ সংখ্যার ধারণা’। এই পোস্টে আমরা ‘কষে দেখি – 3’-এর সমস্ত প্রশ্নের সহজ ও নির্ভুল সমাধান নিয়ে আলোচনা করেছি। আশা করি, এই নোটসগুলো তোমাদের গণিত শিখতে এবং পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সহায়তা করবে।

অষ্টম শ্রেণী গণিত – মূলদ সংখ্যার ধারণা – কষে দেখি – 3
Contents Show

1. নীচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি \(\frac{p}{q}\) [ (\(q \neq 0\)) যেখানে \(p\) ও \(q\) পূর্ণসংখ্যা ] আকারে প্রকাশ করি।

(a) \(7x = 14\)

সমাধান –

\(7x = 14\)

বা, \(x = \frac{14}{7}\)

বা, \(x = \frac{2}{1}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{2}{1}}\)।

(b) \(4p + 32 = 0\)

সমাধান –

\(4p + 32 = 0\)

বা, \(4p = -32\)

বা, \(p = -\frac{32}{4}\)

বা, \(p = -\frac{8}{1}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{-\frac{8}{1}}\)।

(c) \(11x = 0\)

সমাধান –

\(11x = 0\)

বা, \(x = \frac{0}{11}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{0}{11}}\)।

(d) \(5m – 3 = 0\)

সমাধান –

\(5m – 3 = 0\)

বা, \(5m = 3\)

বা, \(m = \frac{3}{5}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{3}{5}}\)।

(e) \(9y + 18 = 0\)

সমাধান –

\(9y + 18 = 0\)

বা, \(9y = -18\)

বা, \(y = -\frac{18}{9}\)

বা, \(y = -\frac{2}{1}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{-\frac{2}{1}}\)।

(f) \(t = 8 – 12t\)

সমাধান –

\(t = 8 – 12t\)

বা, \(t + 12t = 8\)

বা, \(13t = 8\)

বা, \(t = \frac{8}{13}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{8}{13}}\)।

(g) \(6y = 5 + y\)

সমাধান –

\(6y = 5 + y\)

বা, \(6y – y = 5\)

বা, \(5y = 5\)

বা, \(y = \frac{5}{5}\)

বা, \(y = \frac{1}{1}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{1}{1}}\)।

(h) \(2x + \_\_\_\_\_ = \_\_\_\_\_\)

সমাধান –

\(2x + 4 = 6\)

বা, \(2x = 6 – 4\)

বা, \(2x = 2\)

বা, \(x = \frac{2}{2}\)

বা, \(x = \frac{1}{1}\)

\(\therefore\) সমীকরণের বীজটি হল \(\mathbf{\frac{1}{1}}\)।

2. \(y = -\frac{5}{4}\) হলে, \(-(-y) = y\) যাচাই করি।

সমাধান –

\(y = -\frac{5}{4}\) হলে,

\(-(-y) = – \left\{ -\left( -\frac{5}{4} \right) \right\} = -\frac{5}{4} = y\)

\(\therefore -(-y) = y\) [প্রমাণিত]

3. \(x = -\frac{3}{8}\) হলে, মান খুঁজি –

(a) \(2x + 5\)

সমাধান –

\(x = -\frac{3}{8}\) হলে,

\(2x + 5 = 2 \times \left( -\frac{3}{8} \right) + 5 = -\frac{6}{8} + 5 = \frac{-6+40}{8} = \frac{34}{8} = \frac{17}{4}\)

\(\therefore 2x + 5 = \frac{17}{4}\) [উত্তর]

(b) \(x + \frac{3}{8}\)

সমাধান –

\(x = -\frac{3}{8}\) হলে,

\(x + \frac{3}{8} = -\frac{3}{8} + \frac{3}{8} = 0\)

\(\therefore x + \frac{3}{8} = 0\) [উত্তর]

(c) \(5 – (-x)\)

সমাধান –

\(5 – (-x) = 5 – \left\{ -\left( -\frac{3}{8} \right) \right\} = 5 – \frac{3}{8} = \frac{40-3}{8} = \frac{37}{8}\)

(d) \(\_\_\_\_\_ – (-x)\) [নিজে মূলদ সংখ্যা বসাই]

সমাধান –

শূন্যস্থানে \(\frac{3}{8}\) বসিয়ে পাই,

\(\frac{3}{8} – (-x) = \frac{3}{8} + x = \frac{3}{8} – \frac{3}{8}\) \([\because x = -\frac{3}{8}]\)

= \( 0\)

4. নীচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি

(a) \(\frac{9}{11} + [ \quad ] = 0\)

সমাধান – \(\frac{9}{11} + \left[ -\frac{9}{11} \right] = 0\)

(b) \([ \quad ] + \left( -\frac{21}{29} \right) = 0\)

সমাধান –

\(\left[ \frac{21}{29} \right] + \left( -\frac{21}{29} \right) = 0\)

(c) \(\frac{7}{19} \times [ \quad ] = 1\)

সমাধান –

\(\frac{7}{19} \times \left[ \frac{19}{7} \right] = 1\)

(d) \(-5 \times [ \quad ] = 1\)

সমাধান –

\(-5 \times \left[ -\frac{1}{5} \right] = 1\)

(e) \(-\frac{15}{23} \times [ \quad ] = 1\)

সমাধান –

\(-\frac{15}{23} \times \left[ -\frac{23}{15} \right] = 1\)

(f) \(\left( -\frac{8}{3} \right) \times \left( -\frac{21}{20} \right) = [ \quad ]\)

সমাধান –

\(\left( -\frac{8}{3} \right) \times \left( -\frac{21}{20} \right) = \frac{8}{3} \times \frac{21}{20} = \frac{14}{5}\)\(\therefore \left( -\frac{8}{3} \right) \times \left( -\frac{21}{20} \right) = \left[ \frac{14}{5} \right]\)

5. \(\frac{7}{18}\) কে \((-\frac{5}{6})\) – এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি।

সমাধান –

\((-\frac{5}{6})\) এর অনন্যক হলো \(-\frac{6}{5}\)।

\(\therefore \frac{7}{18} \times (-\frac{6}{5})\)

= \( -(\frac{7}{18} \times \frac{6}{5})\)

= \( -\frac{7}{15}\) [উত্তর]

6. বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি

(i) \(\frac{5}{8} + (-\frac{7}{15}) + (\frac{3}{32}) + \frac{11}{75}\)

সমাধান –

\(\frac{5}{8} + (-\frac{7}{15}) + (\frac{3}{32}) + \frac{11}{75}\)

= \( \frac{5}{8} + \{-\frac{7}{15} + \frac{3}{32}\} + \frac{11}{75}\)

= \( \frac{5}{8} + \{\frac{3}{32} + (-\frac{7}{15})\} + \frac{11}{75}\) [বিনিময় প্রক্রিয়া প্রয়োগ করে পাই]

= \( (\frac{5}{8} + \frac{3}{32}) + (-\frac{7}{15} + \frac{11}{75})\) [সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই]

= \( \frac{23}{32} + (-\frac{24}{75})\)

= \( \frac{23}{32} + (-\frac{8}{25})\)

= \( \frac{575-256}{800}\)

= \( \frac{319}{800}\) [উত্তর]

(ii) \(\frac{8}{121} \times \frac{35}{169} \times \frac{55}{36} \times \frac{78}{49}\)

সমাধান –

\(\frac{8}{121} \times \frac{35}{169} \times \frac{55}{36} \times \frac{78}{49}\)

= \( \frac{8}{121} \times (\frac{35}{169} \times \frac{55}{36}) \times \frac{78}{49}\)

= \( \frac{8}{121} \times (\frac{55}{36} \times \frac{35}{169}) \times \frac{78}{49}\) [বিনিময় প্রক্রিয়ার সাহায্যে পাই]

= \( (\frac{8}{121} \times \frac{55}{36}) \times (\frac{35}{169} \times \frac{78}{49})\) [সংযোগ নিয়মের সাহায্যে পাই]

= \( \frac{10}{99} \times \frac{30}{91}\)

= \( \frac{100}{3003}\) [উত্তর]

7. সংখ্যারেখায় মূলদ সংখ্যাগুলি বসাই –
\(\frac{1}{4}, \frac{-3}{4}, \frac{-2}{3}, \frac{6}{5}, \frac{-8}{3}\)

সমাধান –

অষ্টম শ্রেণী গণিত – মূলদ সংখ্যার ধারণা – কষে দেখি – 3 question 7

8. 4 টি মূলদ সংখ্যা লিখি যারা 1 এর থেকে বড়ো কিন্তু 2 এর থেকে ছোটো।

সমাধান –

\(1 = \frac{1 \times 5}{1 \times 5} = \frac{5}{5}\)

\(2 = \frac{2 \times 5}{1 \times 5} = \frac{10}{5}\)

\(\therefore\) 1 ও 2 – এর মধ্যে 4 টি মূলদ সংখ্যা হল \(\frac{6}{5}, \frac{7}{5}, \frac{8}{5}, \frac{9}{5}\)।

9. \(-\frac{3}{5}\) ও \(\frac{1}{2}\) এর মধ্যে 10 টি মূলদ সংখ্যা লিখি।

সমাধান –

\(-\frac{3}{5} = -\frac{3 \times 2}{5 \times 2} = -\frac{6}{10}\)

\(\frac{1}{2} = \frac{1 \times 5}{2 \times 5} = \frac{5}{10}\)

\(\therefore -\frac{3}{5}\) ও \(\frac{1}{2}\) এর মধ্যে 10 টি মূলদ সংখ্যা হল –

\(-\frac{5}{10}, -\frac{4}{10}, -\frac{3}{10}, -\frac{2}{10}, -\frac{1}{10}, 0, \frac{1}{10}, \frac{2}{10}, \frac{3}{10}, \frac{4}{10}\)

10. নীচের মূলদ সংখ্যাগুলির মধ্যে পাঁচটি করে মূলদ সংখ্যা লিখি।

(a) \(\frac{1}{3}\) ও \(\frac{3}{5}\)
(b) \(\frac{1}{4}\) ও \(\frac{1}{2}\)
(c) \(-\frac{4}{3}\) ও \(\frac{3}{7}\)

সমাধান –

(a) \(\frac{1}{3}\) ও \(\frac{3}{5}\)

\(\frac{1}{3} = \frac{1 \times 5}{3 \times 5} = \frac{5}{15} = \frac{5 \times 2}{15 \times 2} = \frac{10}{30}\)

\(\frac{3}{5} = \frac{3 \times 3}{5 \times 3} = \frac{9}{15} = \frac{9 \times 2}{15 \times 2} = \frac{18}{30}\)

\(\therefore \frac{1}{3}\) ও \(\frac{3}{5}\) এর মধ্যে 5 টি মূলদ সংখ্যা হল –

\(\frac{11}{30}, \frac{12}{30}, \frac{13}{30}, \frac{14}{30}, \frac{15}{30}\) [উত্তর]

(b) \(\frac{1}{4}\) ও \(\frac{1}{2}\)

\(\frac{1}{4} = \frac{1 \times 6}{4 \times 6} = \frac{6}{24}\)

\(\frac{1}{2} = \frac{1 \times 2}{2 \times 2} = \frac{2}{4} = \frac{2 \times 6}{4 \times 6} = \frac{12}{24}\)

\(\therefore \frac{1}{4}\) ও \(\frac{1}{2}\) এর মধ্যে 5 টি মূলদ সংখ্যা হল –

\(\frac{7}{24}, \frac{8}{24}, \frac{9}{24}, \frac{10}{24}, \frac{11}{24}\) [উত্তর]

(c) \(-\frac{4}{3}\) ও \(\frac{3}{7}\)

\(-\frac{4}{3} = -\frac{4 \times 7}{3 \times 7} = -\frac{28}{21}\)

\(\frac{3}{7} = \frac{3 \times 3}{7 \times 3} = \frac{9}{21}\)

\(\therefore -\frac{4}{3}\) ও \(\frac{3}{7}\) এর মধ্যে 5 টি মূলদ সংখ্যা হল –

\(-\frac{27}{21}, -\frac{26}{21}, 0, \frac{5}{21}, \frac{6}{21}\) [উত্তর]


এই আর্টিকেলে অষ্টম শ্রেণির গণিতের ‘মূলদ সংখ্যার ধারণা’ অধ্যায়ের ‘কষে দেখি – 3’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরেছি। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.2

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.2

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.1

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.1

অষ্টম শ্রেণী গণিত – পাই চিত্র – কষে দেখি – 2

অষ্টম শ্রেণী গণিত – পাই চিত্র – কষে দেখি – 2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.2

অষ্টম শ্রেণী গণিত – বীজগাণিতিক সংখ্যামালার গুন ও ভাগ – কষে দেখি – 4.1

অষ্টম শ্রেণী গণিত – মূলদ সংখ্যার ধারণা – কষে দেখি – 3

অষ্টম শ্রেণী গণিত – পাই চিত্র – কষে দেখি – 2

অষ্টম শ্রেণী গণিত – পূর্বপাঠের পুনরালোচনা – কষে দেখি – 1.2