এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণি – বাংলা – ভাঙার গান – অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর

এই কবিতায় কবি ভাঙাকে একটি ইতিবাচক প্রক্রিয়া হিসেবে দেখছেন। তিনি বলছেন, ভাঙা কেবল ধ্বংসের নয়, নতুন সৃষ্টিরও বীজ। তাই ভাঙাকে আতঙ্কিত হওয়ার পরিবর্তে স্বাগত জানানো উচিত।

নবম শ্রেণি–বাংলা–ভাঙার গান–অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর
Contents Show

ভাঙার গান কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

ভাঙার গান কবিতাটি কাজী নজরুলের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

ভাঙার গান রচনাংশটি মূলগ্রন্থে কী নামে সংকলিত হয়েছিল?

ভাঙার গান রচনাংশটি মূলগ্রন্থে ভাঙার গাননামে সংকলিত হয়েছে।

কারার ওই লৌহ-কপাট — লৌহ-কপাট কথার অর্থ কী?

লৌহ-কপাট কথার অর্থ লোহার তৈরি দরজা।

কারার ওই লৌহ-কপাট/ভেঙে ফেল, কররে লোপাট – কবি কাদের এই আহ্বান জানিয়েছেন?

পরাধীন ভারতে তরুণ বিপ্লবী বীরদের প্রতি কবি এই আহ্বান জানিয়েছেন ।

কারার ওই লৌহ-কপাট – কে কবি কেন ভেঙে ফেলতে বলেছেন?

স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের কারাগার থেকে মুক্ত করে তাঁদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য কবি লৌহকপাট ভেঙে ফেলতে বলেছেন।

শিকল-পুজোর পাষাণ-বেদী। — বলতে কবি কী বুঝিয়েছেন? 

শিকল-পুজোর পাষাণ-বেদী বলতে কবি নজরুল ইংরেজের অত্যাচারের প্রতীক কারাগারকে বুঝিয়েছেন।

শিকল-পুজোর পাষাণ-বেদী – তে কাদের রক্ত জমাট হয়ে আছে?

ব্রিটিশ সরকার দ্বারা অত্যাচারিত ভারতের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে।

ওরে ও তরুণ ঈশান! — তরুণ ঈশানকে কবি কী করতে বলেছেন?

তরুণ ঈশানকে কবি প্রলয় বিষাণ অর্থাৎ ধ্বংস ঘোষণাকারী শিঙা বাজাতে বলেছেন।

ওরে ও তরুণ ঈশান! — তরুণ ঈশান বলতে কবি প্রকৃতপক্ষে কাদের বুঝিয়েছেন?

তরুণ ঈশান বলতে কবি প্রকৃতপক্ষে ভারতমাতার বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের বুঝিয়েছেন।

ঈশান শব্দের দুটি অর্থ লেখো।

ঈশান শব্দের অর্থ শিব। অন্যদিকে, ঈশান হল উত্তর-পূর্ব দিক, যা দশটি দিকের একটি।

ওরে ও তরুণ ঈশান!/বাজা তোর প্রলয়-বিষাণ — কবি কেন তরুণ ঈশানকে প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন?

ইংরেজদের কারাগারে স্বদেশের মুক্তিযোদ্ধারা বন্দি থাকায় সেইসব কারাগার ভেঙে ফেলার জন্যই কবি প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন।

ধ্বংস-নিশান,/উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। — কীসের ধ্বংস- নিশান?

স্বাধীনতাকামী বহু বীর বিপ্লবীকে ইংরেজ সরকার কারাগারে বন্দি করে রেখেছে। সেইসব কারাগার ধ্বংস করে নিশান ওড়াতে হবে।

গাজনের বাজনা বাজা! — গাজনের বাজনা কী?

চৈত্রের শেষে শিবের গাজন উৎসবের সময়ে ঢাক, ঢোল, কাঁসর, বাঁশি ইত্যাদির মিলিত বাজনা হল গাজনের বাজনা ৷

কে দেয় সাজা/মুক্ত স্বাধীন সত্যকে রে? মুক্ত স্বাধীন সত্য কী?

মুক্ত স্বাধীন সত্য হল স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তারা তা অর্জন করবেই।

ভগবান পরবে ফাঁসি? ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন?

এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের, যাঁরা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তাঁদের বুঝিয়েছেন।

ভগবান পরবে ফাঁসি? – ভগবান ফাঁসি পরবে কেন?

সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের প্রতিবাদ ও স্বাধীনতার জন্য আন্দোলনের কারণেই ভগবান অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয় ।

শিখায় এ হীন তথ্য কে রে? হীন তথ্য বলতে কী বোঝানো হয়েছে?

ভগবানের মতো অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাঁদের স্বপ্নকে ধ্বংস করা যায় — এটাই হল হীন তথ্য।

হা হা হা পায় যে হাসি – কবির হাসি পাওয়ার কারণ কী?

কবির হাসি পাওয়ার কারণ হল অত্যাচারী ইংরেজ শাসক ভগবানতুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায় ।

ভগবান পরবে ফাঁসি? কে ভগবানকে ফাঁসি দিতে চায়? 

অত্যাচারী ইংরেজ শাসক ভগবানকে ফাঁসি দিতে চায়।

ওরে ও পাগলা ভোলা – পাগলা ভোলা কে?

পাগলা ভোলা বলতে আপাতভাবে শিবকে বোঝালেও এখানে কবি নজরুল দেশের তরুণ বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন।

ওরে ও পাগলা ভোলা,/ দে রে দে প্রলয়-দোলা — পাগলা ভোলা কীভাবে প্রলয় দোলা দেবে?

গারদগুলো সজোরে ধরে হ্যাঁচকা টান মেরে পাগলা ভোলা প্রলয় দোলা দেবে।

মার হাঁক হৈদরী হাঁক — হৈদরী হাঁক বলতে কী বোঝানো হয়েছে?

জরত মহম্মদের জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশে হাড় হিম করা হাঁক দিতেন, তেমন হাঁককে বোঝানো হয়েছে।

মৃত্যুকে ডাক জীবন পানে! — কে ডাকবে?

পাগলা ভোলা অর্থাৎ তরুণ স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে তাদের জীবনে ডাকবে অর্থাৎ হাসিমুখে বরণ করে নেবে।

নাচে ওই কাল-বোশেখি, – কাল বোশেখি কীসের প্রতীক?

কাল-বোশেখি অর্থাৎ কালবৈশাখী ঝড় একইসঙ্গে ধ্বংস ও সৃষ্টির প্রতীক।

কাটাবি কাল বসে কি? কখন আর বসে থাকা যায় না?

যখন কালবৈশাখি নৃত্যরত অর্থাৎ ধ্বংসের সময় সমাগত তখন আর বসে থাকা যায় না বলে কবি মন্তব্য করেছেন।

ভাঙার গান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটিতে কবি ভাঙার মধ্য দিয়ে নতুন সৃষ্টির গান গাইছেন। এই কবিতাটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কবিতাটি ভালোভাবে পড়ে বুঝে নেওয়া উচিত।

Share via:

মন্তব্য করুন