এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 9 – English – His First Flight – Question and Answer

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজির অষ্টম অধ্যায় “His First Flight” এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

His First Flight - Question and Answer
Contents Show

His First Flight এর Short Answer Type Questions

Why was the young seagull alone on his ledge? (পাহাড়ের শৈলস্তবকে ছোটো গাঙচিলটি কেন একা ছিল?)

The young seagull was alone because everyone from his family had gone away flying. (ছোটো গাঙচিলটি একা ছিল কারণ তার পরিবারের বাকিরা উড়ে চলে গিয়েছিল।)

What made the young seagull afraid? (ছোটো গাঙচিলটি কীসে ভয় পেয়েছিল?)

The seagull was afraid, thinking that his wings would not support him properly and he would fall down. (গাঙচিলটি ভয় পেয়েছিল যে তার ডানা তাকে ঠিকমতো সহযোগিতা করতে পারবে না এবং সে পড়ে যাবে।)

What did the young seagull do when his parents called him? (ছোটো গাঙচিলটি কী করেছিল যখন তার মা-বাবা তাকে ডেকেছিল?)

The young seagull did not move from the shelter thinking that attempting to fly would be risky for him. (ছোটো গাঙচিলটি তার আশ্রয় থেকে নড়েনি এটা ভেবে যে ওড়ার প্রচেষ্টা তার জন্য বিপজ্জনক হতে পারে।)

How long was the young seagull alone? (ছোটো গাঙচিলটি কতক্ষণ একা ছিল?)

The young seagull was alone in his little hole for about a whole long day. (ছোটো গাঙচিলটি তার ছোটো গর্তে প্রায় সারাদিন একা ছিল।)

What were the other members doing then? (অন্য সদস্যরা কী করছিল?)

The parents were busy teaching his brothers and sister the art of flying and diving to catch fish. (মা ও বাবা গাঙচিলের ভাইদের ও বোনকে ওড়া এবং জলে ঝাঁপ দিয়ে মাছ ধরার কৌশল শেখাচ্ছিল।)

What was the first catch of the seagull’s older brother? (গাঙচিলটির বড় ভাইয়ের প্রথম শিকার কী ছিল?)

The first catch of the seagull’s older brother was a herring. (গাঙচিলটির বড় ভাইয়ের প্রথম শিকার ছিল একটি হেরিং মাছ।)

Why did the young seagull feel the heat? (কেন ছোটো গাঙচিলটির গরম লাগছিল?)

The young seagull felt hot because the sun overhead was very hot and he had not eaten since the previous nightfall. (ছোটো গাঙচিলটির গরম লাগছিল কারণ মাথার ওপর সূর্য উত্তপ্ত ছিল এবং সে আগের রাত থেকে অভুক্ত ছিল।)

When did the seagull’s parents feel proud? (কখন গাঙচিলটির বাবা-মা গর্বিত বোধ করছিল?)

When his older brother succeeded in catching his first herring, the seagull’s parents felt proud. (যখন তার বড় ভাই তার প্রথম শিকার হেরিং মাছটি ধরতে সক্ষম হয়েছিল, তখন তার মা-বাবা গর্বিত বোধ করেছিল।)

Why did the seagull trot back and forth? (গাঙচিলটি কেন আগু পিছু করছিল?)

The young seagull trotted back and forth as he was trying to figure out a way to reach his parents without flying. (ছোটো গাঙচিলটি আগুপিছু করছিল কারণ সে না উড়েই তার মা-বাবার কাছে পৌঁছনোর উপায় খুঁজছিল।)

Why could the seagull not reach his parents? (গাঙচিলটি কেন তার মা-বাবার কাছে পৌঁছতে পারছিল না?)

The seagull could not reach his parents without flying because the ledge on each side ended in a sheer fall. (গাঙচিলটি না উড়ে তার মা-বাবার কাছে পৌঁছতে পারছিল না কারণ প্রতি দিকের শৈলস্তবকগুলি খাড়া উতরাই-এ গিয়ে শেষ হচ্ছিল।)

What did the young seagull pretend to do? (ছোটো গাঙচিলটি কী করার ভান করছিল?)

The young seagull stood on one leg with the other hidden under his wing and pretended to sleep. (ছোটো গাঙচিলটি একটি পায়ে দাঁড়িয়ে অন্য পাটি ডানার ভিতর লুকিয়ে ঘুমোনোর ভান করছিল।)

What were his brothers and sister doing then? (তার ভাইরা ও বোন কী করছিল?)

The brothers and sister of the young seagull were tired and they were dozing with their heads sunk into their wings. (ছোটো গাঙচিলটির ভাইয়েরা ও বোন ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তারা তাদের ডানায় মাথা ডুবিয়ে ঘুমোচ্ছিল।)

What was the father seagull doing? (বাবা গাঙচিলটি কী করছিল?)

The father was then busy preening his feathers on his white back. (বাবা তখন তার সাদা পিঠে পালক গোছাতে ব্যস্ত ছিল।)

What was the mother doing? (মা কী করছিল?)

Standing on a little high hump on the plateau, the mother was eating a fish and observing the young seagull. (মালভূমির উপর ছোটো ঢিপিতে দাঁড়িয়ে মা গাঙচিলটি মাছ খাচ্ছিল এবং ছানাটিকে লক্ষ রাখছিল।)

How did the young seagull feel seeing the mother? (মাকে দেখে ছোটো গাঙচিলটি কী অনুভব করেছিল?)

The seagull was starving; so seeing his mother with food he was restless with hunger. (গাঙচিলটি অভুক্ত ছিল; তাই তার মাকে খাবার নিয়ে আসতে দেখে সে খিদেতে অস্থির হয়ে গিয়েছিল।)

Why did the young seagull utter a joyful scream? (ছোটো গাঙচিলটি কেন আনন্দে চিৎকার করে উঠেছিল?)

The young seagull uttered a joyful scream when he saw his mother coming towards him with a fish. (ছোটো গাঙচিলটি আনন্দে চিৎকার করে উঠেছিল যখন সে তার মাকে তার দিকে একটা মাছ নিয়ে আসতে দেখেছিল।)

Why did the seagull dive at the fish? (গাঙচিলটি মাছের দিকে কেন ঝাঁপিয়েছিল?)

The seagull was already very hungry and the sight of food, almost within reach, prompted him to dive for the fish. (গাঙচিলটি ক্ষুধার্ত ছিল এবং খাবার খুবই নাগালের মধ্যে দেখতে পাওয়ামাত্র সে মাছের দিকে ঝাঁপিয়েছিল।)

What happened when the seagull soared upwards? (গাঙচিলটি উপরে ওড়ার সময় কী হয়েছিল?)

When the seagull soared upwards, his father and mother flew past him screaming and flapping wings in delight. (যখন গাঙচিলটি উপরের দিকে উড়ছিল তখন তার মা-বাবা আনন্দে চিৎকার করছিল এবং ডানা ঝাপটাচ্ছিল।)

What happened to the young seagull after diving? (ঝাঁপ দেওয়ার পর ছোটো গাঙচিলটির কী হয়েছিল?)

Soon after diving for the fish, the young seagull began to fall outwards and downwards into the space. (মাছের জন্য ঝাঁপ দেওয়ার সাথে সাথে গাঙচিলটি বাইরের দিকে এবং শূন্যে নীচের দিকে পড়তে থাকল।)

How did the seagull feel while falling down? (গাঙচিলটি নীচে পড়ে যাওয়ার সময় কেমন অনুভূতি হচ্ছিল?)

When the seagull was falling down, he was overcome by terror and his heart stood still. (যখন গাঙচিলটি নীচে পড়ছিল তখন সে ভয় পেয়েছিল এবং তার মনে হচ্ছিল যে তার হৃদপিণ্ড যেন থেমে গেছে।)

When did the seagull feel no longer afraid? (কখন গাঙচিলটির আর ভয় করছিল না?)

When the seagull found that he was flying and not falling down, he felt no longer afraid. (যখন গাঙচিলটি দেখল যে সে পড়ে যাচ্ছে না এবং উড়তে পারছে তখনই তার আর ভয় করছিল না।)

When did the seagull utter a joyous scream? (গাঙচিলটি কখন উল্লসিত হয়ে চিৎকার করে উঠেছিল?)

When the seagull found that he could fly and could soar higher by flapping his wings, he uttered a joyous scream. (যখন গাঙচিলটি দেখল যে সে উড়তে পারছে এবং ডানা ঝাপটে সে আরও উপরে উঠছে, সে তখন উল্লসিত হয়ে চিৎকার করে উঠেছিল।)

What did the other members of the family do when the seagull was able to fly? (গাঙচিলটি যখন সফলভাবে উড়তে পারল তখন তার পরিবারের সদস্যরা কী করল?)

When the seagull was able to fly successfully, all other members joined him, screaming and flapping their wings in encouragement. (যখন গাঙচিলটি সফলভাবে উড়তে পেরেছিল তখন তার পরিবারের বাকি সদস্যরা ডানা ঝাপটে এবং চিৎকার করে তার সাথে উৎসাহের সাথে যোগদান করেছিল।)

What did the seagull see beneath? (গাঙচিলটি নীচে কী দেখেছিল?)

He saw a vast green sea beneath him that looked like a green floor. (সে তার নীচে একটা বিশাল সবুজ সমুদ্র দেখতে পাচ্ছিল যা দেখতে সবুজ মেঝের মতো লাগছিল।)

How did the seagull float on water? (গাঙচিলটি কী করে জলে ভাসছিল?)

When the seagull set his feet, his belly touched the water and he could float without sinking further. (গাঙচিলটি যখন তার পা ছোঁয়ালো, তার পেট জলে ঠেকল এবং সে আর না ডুবে ভাসতে পারছিল।)

What could the seagull do finally? (গাঙচিলটি শেষ পর্যন্ত কী করতে সক্ষম হয়েছিল?)

Through a series of unexpected events, the seagull could finally make his first flight successfully. (অনেক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে গাঙচিলটি শেষ পর্যন্ত তার প্রথম সফল উড়ানে সক্ষম হয়েছিল।)

His First Flight এর Long Answer Type Questions

Why was the young seagull alone on his ledge? (ছোটো গাঙচিলটি শৈলস্তবকে কেন একা ছিল?)

The young seagull was alone on his ledge because his parents, two brothers, and his sister had flown away the day before, but he had been afraid to fly. (ছোটো গাঙচিলটি শৈলস্তবকে একা ছিল কারণ তার বাবা-মা, দুই ভাই ও বোন আগের দিন উড়ে চলে গিয়েছিল, কিন্তু সে ওড়ার চেষ্টা করতেই ভয় পাচ্ছিল।)

Why was the seagull afraid when he ran forward to the brink of the ledge? (শৈলস্তবকের কিনারায় দৌড়ে গিয়ে গাঙচিলটি কেন ভয় পেয়েছিল?)

When he ran forward to the brink of the ledge, he found the vast expanse of the sea beneath him. He was afraid that his wings would never support him to fly. (যখন সে শৈলস্তবকের ধারে দৌড়ে গিয়েছিল, সে তার নীচে বিস্তৃত সমুদ্র দেখতে পাচ্ছিল। সে ভয় পেয়েছিল যে তার ডানা তাকে উড়তে সাহায্য করতে পারবে না।)

Why did not the young seagull join his parents? (ছোটো গাঙচিলটি কেন তার মা-বাবার সাথে যোগ দেয়নি?)

His parents called him to join, but the young one was afraid that his wings wouldn’t support him. So he didn’t join. (তার বাবা-মা তাকে যোগ দিতে বলেছিল, কিন্তু ছোটো গাঙচিলটি ভয় পেয়েছিল যে তার ডানা তাকে সহায়তা করতে পারবে না। তাই সে যোগ দেয়নি।)

What made the parents proud about his older brother? (কী তার বাবা-মাকে তার বড় ভাইয়ের জন্য গর্বিত বোধ করিয়েছিল?)

His parents were teaching his brothers and sister flying and fishing. When the older brother could catch his first herring, the parents became happy and proud. (বাবা-মা তার ভাইদের এবং বোনকে ওড়া এবং মাছ ধরা শেখাচ্ছিল। যখন তার বড় ভাই প্রথম হেরিং মাছটি শিকার করেছিল তখন বাবা-মা খুশি ও গর্বিত বোধ করেছিল।)

Why did the seagull feel the heat? (গাঙচিলটির কেন গরম লেগেছিল?)

The sun grew gradually very hot, blazing warmly on the ledge. The seagull had not eaten anything since the previous evening. So he felt very hot. (সূর্য ধীরে ধীরে খুব উত্তপ্ত হয়ে উঠেছিল এবং শৈলস্তবকের ওপর তার গনগনে উত্তপ্ত আঁচ ছড়াচ্ছিল। গাঙচিলটি আগের সন্ধে থেকে কিছু খায়নি। তাই সে খুব ক্লান্ত বোধ করছিল এবং তার গরম লাগছিল।)

Why couldn’t the seagull reach to his parents? (গাঙচিলটি কেন তার মা-বাবার কাছে পৌঁছতে পারছিল না?)

The seagull was unwilling to fly. The ledge on each side of him ended in a sheer fall. So it was impossible for him to reach them without flying. (গাঙচিলটি উড়তে চাইছিল না। তার চারপাশের শৈলভবনের শেষ ছিল খাড়া উতরাই। তাই তার মা-বাবার কাছে না উড়ে যাওয়া অসম্ভব ছিল।)

How did the seagull try to draw attention from others? (গাঙচিলটি কী করে অন্যদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল?)

The seagull slowly stepped out to the brink of the ledge. He then pretended to be falling asleep in order to draw attention from others. (গাঙচিলটি ধীরে ধীরে শৈলস্তবকের কিনারায় এসে দাঁড়িয়েছিল। সে তারপর অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে বলে ঘুমিয়ে পড়ার ভান করেছিল।)

What were the other members doing? (অন্য সদস্যরা কী করছিল?)

The other members were taking rest. His brothers and sister were dozing on the plateau. The father was preening his feathers and the mother was eating a fish. (বাকি সদস্যরা বিশ্রাম নিচ্ছিল। ভাইয়েরা এবং বোনটি মালভূমিতে ঘুমোচ্ছিল। বাবা তার পালক গোছাচ্ছিল এবং মা মাছ খাচ্ছিল।)

Why did the seagull utter a joyful scream at his mother? (গাঙচিলটি মা-কে দেখে কেন আনন্দে চিৎকার করেছিল?)

The young seagull found that his mother had picked up a piece of fish and was flying towards him. The seagull was starving. So he uttered a joyful scream. (ছোটো গাঙচিলটি দেখেছিল যে তার মা ঠোঁটে করে একটি মাছের টুকরো নিয়ে তার দিকে উড়ে আসছে। সে অভুক্ত ছিল। তাই খাবার দেখে সে উল্লসিত হয়ে চিৎকার করেছিল।)

Why was the seagull surprised? (গাঙচিলটি কেন অবাক হয়েছিল?)

The seagull was eagerly waiting for his mother to come to him with the food. But she stopped coming closer. This unexpected behaviour surprised him. (গাঙচিলটি অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে তার মা তার কাছে খাবার নিয়ে আসবে। কিন্তু মা কাছাকাছি এসে থেমে গিয়েছিল। তাই সে অবাক হয়েছিল।)

What happened to the seagull when he dived for the fish? (গাঙচিলটি মাছের জন্য ঝাঁপ দেওয়ার পর কী হয়েছিল?)

The seagull fell downwards into space. Fear gripped him. This unexpected situation impelled him to open his wings and flap them. He was surprised to see that he could fly. (গাঙচিলটি শূন্যে নীচের দিকে পড়ছিল। ভয় তাকে গ্রাস করেছিল। এই অপ্রত্যাশিত ঘটনা তাকে বাধ্য করেছিল ডানা খুলতে এবং ঝাপটাতে। সে অবাক হয়েছিল এটা দেখে যে সে উড়তে পারে।)

What made the seagull overcome his fear? (কীভাবে গাঙচিলটির ভয় কেটেছিল?)

The seagull realized that he was not falling down. His wings were providing him enough support to fly. This made him no longer afraid. (গাঙচিলটি বুঝল যে সে নীচে পড়ে যাচ্ছে না। তার ডানা তাকে উড়তে যথেষ্ট সহায়তা করছে। এই উপলব্ধিই তার ভয় কাটিয়েছিল।)

How did the other members encourage him? (বাকি সদস্যরা তাকে কীভাবে উৎসাহ দিয়েছিল?)

When they saw that the young seagull was successful in flying, everyone joined him in his flight. They circled round him, flapping their wings and screaming in encouragement. (যখনই তারা দেখল যে ছোটো গাঙচিলটি উড়তে পারছে তখনই সবাই তার সাথে উড়ানে যোগ দিল। তারা ডানা ঝাপটে এবং উৎসাহ জোগাতে চিৎকার করে তার চারপাশে উড়তে থাকল।)

There was not a single scrap of food — Do you think that the mother forgot to arrange food or it was done purposefully? (সেখানে খাবারের কোনো টুকরো ছিল না — তোমার কি মনে হয় যে মা খাবারের বন্দোবস্ত করতে ভুলে গিয়েছিল নাকি সেটা ইচ্ছা করে করা হয়েছিল?)

The mother seagull purposefully left the young one without food. This is because she knew that his hunger would make him desperate for food and prompt him to fly. (মা গাঙচিলটি ইচ্ছা করে ছানাটিকে খাবার না দিয়ে চলে গিয়েছিল। এর কারণ সে জানত যে খিদে তার ছানাকে খাবারের জন্য মরিয়া করবে এবং সে বাধ্য হবে উড়তে।)

What does the author want to focus on? (লেখক কোন বিষয়ের উপর আলোকপাত করতে চেয়েছেন?)

Through this story, the author probably wants to focus that confusion or hesitation often tends to cripple our potentialities in life. We need to overcome minor difficulties or fear to win success. (এই গল্পটি সম্ভবত এই বিষয়ে আলোকপাত করে যে দ্বিধা বা সংশয় প্রায়ই আমাদের জীবনের সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়ায়। আমাদের ছোটোখাটো বাধা বা ভয় কাটিয়ে উঠতে হবে জেতার জন্য বা সফল হওয়ার জন্য।)

What were the seagull’s two brothers and sister doing on the plateau? (গাঙচিলের দুই ভাই ও বোন মালভূমিতে কি করছিল?)

The young seagull’s two brothers and sister were lying on the plateau. They were dozing with their heads sunk into their wings. (ছোটো গাঙচিলের দুই ভাই ও বোন মালভূমিতে শুয়ে ছিল। তারা ডানার মধ্যে মাথা ডুবিয়ে ঘুমোচ্ছিল।)

What happened after the seagull’s feet sank into the sea? (গাঙচিলের পা সমুদ্রে ডোবার পর কি হল?)

His belly touched the sea water and he sank no further. His family was rejoicing as he had made his first flight. (তার পেট সমুদ্রের জল ছুঁল এবং সে আর ডুবল না। এবং তার চারপাশে তার পরিবার উল্লাস করছিল কারণ সে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে।)

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজির অষ্টম অধ্যায় “His First Flight” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নবম শ্রেণীর পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি কোনো প্রশ্ন বা অসুবিধার সম্মুখীন হন, তাহলে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে এই পোস্টটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন