নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ-জীবন বিজ্ঞান

ব্যাপন (Diffusion) ও অভিস্রবণের (Osmosis) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

ব্যাপন (Diffusion) ও অভিস্রবণের (Osmosis) মধ্যে পার্থক্য –

বিষয়ব্যাপনঅভিস্রবণ
পর্দার উপস্থিতিকোনো পর্দার প্রয়োজন হয় না।অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়।
পদার্থপদার্থের সমস্ত রূপের (কঠিন, তরল ও গ্যাসীয়) মধ্যে ঘটে।কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রে ঘটে।
সংশ্লিষ্ট পদার্থের প্রকৃতিভিন্ন ঘনত্বযুক্ত এবং সমধর্মী বা ভিন্নধর্মী হয়।ভিন্ন ঘনত্বযুক্ত এবং অবশ্যই সমধর্মী হয়।
সঞ্চারণক্ষম অণুদ্রাবক ও দ্রাব অণু সঞ্চারিত হয়।কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চারিত হয়।
সঞ্চারণের অভিমুখবেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে সঞ্চারিত হয়।কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে সঞ্চারিত হয়।

বহিঃঅভিস্রবণ (Exosmosis) ও অন্তঃঅভিস্রবণের (Endosmosis) -এর মধ্যে পার্থক্য দেখাও।

বহিঃঅভিস্রবণ (Exosmosis) ও অন্তঃঅভিস্রবণের (Endosmosis) -এর মধ্যে পার্থক্য –

বিষয়বহিঃঅভিস্রবণঅন্তঃঅভিস্রবণ
অভিস্রবণের অভিমুখকোশের ভিতর থেকে পরিবেশে দ্রাবক অণু বেরিয়ে যায়।পরিবেশ থেকে কোশের অভ্যন্তরে দ্রাবক অণু প্রবেশ করে।
ঘনত্ব পার্থক্যকোশের অভ্যন্তরে দ্রবণঘনত্ব কম এবং বহিঃপরিবেশে দ্রবণঘনত্ব বেশি থাকে।কোশের অভ্যন্তরে দ্রবণঘনত্ব বেশি এবং বহিঃপরিবেশে দ্রবণঘনত্ব কম থাকে।
কোশীয় অবস্থাকোশ থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং কোশের রসস্ফীতি চাপ কমে যায়।কোশে জল প্রবেশ করার ফলে প্রোটোপ্লাজমের আয়তন বাড়ে এবং কোশে রসস্ফীতি চাপ সৃষ্টি হয়।
ফলাফলনির্দিষ্ট কোশ থেকে জল বেরিয়ে গিয়ে কোশ কুঞ্চিত হয় অর্থাৎ প্লাজমোলাইসিস হয়।নির্দিষ্ট কোশ জল শোষণ করে রসস্ফীত হয় অর্থাৎ ডিপ্লাজমোলাইসিস হয়।

ঊর্ধ্বমুখী পরিবহণ ও নিম্নমুখী পরিবহণের মধ্যে পার্থক্য দেখাও।

ঊর্ধ্বমুখী পরিবহণ ও নিম্নমুখী পরিবহণের মধ্যে পার্থক্য –

বিষয়ঊর্ধ্বমুখী পরিবহণনিম্নমুখী পরিবহণ
মাধ্যমজাইলেম বাহিকা।ফ্লোয়েম কলার সীভনল।
সংবাহিত পদার্থজল ও জলে দ্রবীভূত খনিজ লবণ।খাদ্য (জলে দ্রবীভূত অবস্থায়)।
সাহায্যকারী প্রক্রিয়ামূলজ চাপ, বাষ্পমোচন টান, সমসংযোগ ও অসমসংযোগ বল।ব্যাপন।
গুরুত্বউদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল পাতায় পৌঁছায় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের সর্বত্র পরিবাহিত হয় এবং প্রতিটি কোশে পুষ্টি, শক্তি উৎপাদন প্রভৃতি সম্পন্ন হয়।

নিষ্ক্রিয় ও সক্রিয় আয়ন পরিবহণের মধ্যে পার্থক্য দেখাও।

নিষ্ক্রিয় ও সক্রিয় আয়ন পরিবহণের মধ্যে পার্থক্য –

বিষয়নিষ্ক্রিয় আয়ন পরিবহণসক্রিয় আয়ন পরিবহণ
প্রক্রিয়াএটি একটি ভৌত প্রক্রিয়া।এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া।
শক্তির প্রয়োজনীয়তাবিপাকীয় শক্তি খরচ হয় না।বিপাকীয় শক্তি (ATP) খরচ হয়।
বাহকপ্রোটিন বাহকের প্রয়োজন হয় না।প্রোটিন বাহকের প্রয়োজন হয়।
পরিবহণের প্রকৃতিআয়নগুলির পরিবহণ ঘনত্ব নতিমাত্রার সাপেক্ষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে।আয়নগুলি ঘনত্ব নতিমাত্রার বিপক্ষে ATP -এর সাহায্যে চলাচল করে।
উৎসেচকউৎসেচকের প্রয়োজন হয় না।নির্দিষ্ট উৎসেচকের প্রয়োজন হয়।

বাষ্পমোচন (Transpiration) ও রসের উৎস্রোতের (Ascent of Sap) পার্থক্য লেখো।

বাষ্পমোচন (Transpiration) ও রসের উৎস্রোতের (Ascent of Sap) পার্থক্য –

বিষয়বাষ্পমোচনরসের উৎস্রোত
পদ্ধতিএই পদ্ধতিতে উদ্ভিদদেহ থেকে অতিরিক্ত জলের নির্গমন ঘটে। অর্থাৎ, বাষ্পমোচন হল কারণ।এই পদ্ধতিতে মূল দ্বারা শোষিত জলের ঊর্ধ্বমুখী পরিবহণ ঘটে। অর্থাৎ, রসের উৎস্রোত হল বাষ্পমোচনের ফলাফল।
স্থানবাষ্পমোচন উদ্ভিদেহের পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকলের মাধ্যমে সম্পন্ন হয়।ইহা জাইলেম কলার মাধ্যমে সম্পন্ন হয়।
নির্ভরশীলতাবাষ্পমোচনে রসের উৎস্রোতের কোনো ভূমিকা নেই।রসের উৎস্রোত বাষ্পমোচনের দ্বারা প্রভাবিত হয়।
প্রক্রিয়াজলের বাষ্পাকার নির্গমন ঘটে।জল খনিজ লবণের সঙ্গে মিশ্রিত অবস্থায় উপরের দিকে উঠে আসে।

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-সংবহন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – অঙ্কনধর্মী প্রশ্নাবলি

জৈবনিক প্রক্রিয়া-সংবহন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-সংবহন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – টীকা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – অঙ্কনধর্মী প্রশ্নাবলি

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর