এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘বাষ্পমোচন’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

বাষ্পমোচন (Transpiration) ও বাষ্পীভবনের (Evaporation) মধ্যে পার্থক্য দেখাও।
বাষ্পমোচন (Transpiration) ও বাষ্পীভবনের (Evaporation) মধ্যে পার্থক্য –
| বিষয় | বাষ্পমোচন | বাষ্পীভবন |
| প্রক্রিয়া | একপ্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া। | একপ্রকার ভৌত প্রক্রিয়া। |
| রক্ষীকোশ | রক্ষীকোশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। | রক্ষীকোশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। |
| সূর্যালোক | সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। | যে-কোনো সময়েই ঘটে। |
| শর্ত বা প্রভাবক | বিভিন্ন বহিঃ ও অন্তঃপ্রভাবকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। | বিভিন্ন বহিঃপ্রভাবকের ওপর আংশিকভাবে নির্ভরশীল। |
| সংঘটন স্থান | কেবলমাত্র উদ্ভিদদেহে ঘটে। | যে-কোনো তরল বা ভেজা বস্তুতেই সম্ভব। |
| গুরুত্ব | উদ্ভিদের জলশোষণ, রসের উৎস্রোত, তাপমাত্রা কম করা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। | পরিবেশে জলচক্র নিয়ন্ত্রণ করে ও কোনো বস্তুকে শুষ্ক করে। |
বাষ্পমোচন (Transpiration) ও নিঃস্রাবণ (Guttation) -এর মধ্যে পার্থক্য দেখাও।
বাষ্পমোচন (Transpiration) ও নিঃস্রাবণ (Guttation) -এর মধ্যে পার্থক্য –
| বিষয় | বাষ্পমোচন | নিঃস্রাবণ |
| সময়কাল | সাধারণত দিনেরবেলা ঘটে। | রাত্রিবেলা বা ভোরবেলা ঘটে। |
| জল নির্গমন | বাষ্পাকারে নির্গত হয়। | তরল অবস্থায় নির্গত হয়। |
| উপাদান | কেবলমাত্র বিশুদ্ধ জলই জলীয়বাষ্পরূপে পরিত্যক্ত হয়। | জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিত্যক্ত হয়। |
| সাহায্যকারী অঙ্গ | পত্ররন্ধ্র, কিউটিকল ও লেন্টিসেল। | জলরন্ধ্র। |
| শর্ত | বিভিন্ন বহিঃ ও অন্তঃপ্রভাবকের ওপর নির্ভর করে। | কয়েকটি অন্তঃপ্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। |
| গুরুত্ব | উদ্ভিদদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। | উদ্ভিদদেহে গুরুত্বপূর্ণ কোনো প্রভাব নেই। |
| উদাহরণ | প্রায় সমস্ত উদ্ভিদেই ঘটে। | কলা, টম্যাটো প্রভৃতি উদ্ভিদে ঘটে। |
পত্ররন্ধ্রীয়, কিউটিকিউলীয় ও লেন্টিসেলীয় বাষ্পমোচনের মধ্যে পার্থক্য দেখাও।
পত্ররন্ধ্রীয়, কিউটিকিউলীয় ও লেন্টিসেলীয় বাষ্পমোচনের মধ্যে পার্থক্য –
| বিষয় | পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন | কিউটিকিউলীয় বাষ্পমোচন | লেন্টিসেলীয় বাষ্পমোচন |
| সংঘটনকাল | দিনেরবেলা ঘটে। | দিবারাত্র ঘটে। | দিবারাত্র ঘটে। |
| সাহায্যকারী অঙ্গ | পত্ররন্ধ্র। | কিউটিকল। | লেন্টিসেল। |
| নিয়ন্ত্রণ | রক্ষীকোশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। | রক্ষীকোশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। | রক্ষীকোশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। |
| বাষ্পমোচনের হার | 80-90% | 10% | 0.1% |
পত্ররন্ধ্র (Stomata) ও জলরন্ধ্রের (Hydathode) মধ্যে পার্থক্য দেখাও।
পত্ররন্ধ্র (Stomata) ও জলরন্ধ্রের (Hydathode) মধ্যে পার্থক্য –
| বিষয় | পত্ররন্ধ্র | জলরন্ধ্র |
| অবস্থান | পত্রফলক ও কচিকাণ্ড। | কিছু কিছু পাতার কিনারা ও অগ্রপ্রান্তে। |
| গঠন | রক্ষীকোশ দ্বারা বেষ্টিত থাকে। | এপিথেম নামক প্যারেনকাইমা কলাকোশ -এর গঠন সৃষ্টি করে। |
| সক্রিয়তা | প্রধানত দিনেরবেলা খোলা থাকে। | দিনরাত সবসময়ই খোলা থাকে। |
| গুরুত্ব | উদ্ভিদদেহের প্রয়োজনাতিরিক্ত জল জলীয় বাষ্পাকারে নির্গত করে। | জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ নির্গত করে। |
এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘বাষ্পমোচন’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন