দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো?

Gopi

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
Contents Show

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো?

1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণয়ন করেন, এই আইনের ধারা অনুযায়ী কতগুলি বিধি নিষেধ আরোপ করা হয়, যেমন –

  • সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী কোনো সংবাদপত্রের সম্পাদনার কাজ করতে পারবে না,
  • যেসব সংবাদপত্র দেশীয় ভাষায় প্রকাশিত হয় সেই সংবাদপত্রে সরকার. বিরোধী প্রতিবেদন প্রকাশিত হলে সম্পাদক ও প্রকাশক শাস্তি পাবে,
  • সংবাদপত্রটি বন্ধ করে দিয়ে তার সরঞ্জাম বাতিল করা হবে।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ভূমিকা –

ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সাহিত্য, নাটকের মত সংবাদপত্রও ব্রিটিশ বিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই লর্ড লিটন দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করতে সচেষ্ট হন।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের কারণ –

ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্র গুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, আর্থিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ফলে ভারতবাসীর ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়। এ আর দেশাইয়ের মতে “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হলো এক গুরুত্বপূর্ণ মাধ্যম।”

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস –

লর্ড লিটন 1878 সালের 14ই মার্চ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা Vernacular Press Act পাস করেন। দেশীয় সংবাদপত্র গুলি বন্ধ করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করাই ছিল এই আইনের উদ্দেশ্য।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ধারা –

  • ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পাঠকের অসন্তোষ বৃদ্ধি পায় এমন সংবাদ ছাপা যাবে না।
  • ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে জাতি বিদ্বেষ বৃদ্ধি পায় এমন সংবাদ ছাপা যাবে না।
  • উপরের শর্ত দুটি মেনে সংবাদ ছাপবেন এই মর্মে পত্রিকার সম্পাদক ম্যাজিস্ট্রেটের কাছে অঙ্গীকারপত্র স্বাক্ষর করবেন এবং নির্দিষ্ট পরিমান অর্থ জমা রাখবেন।
  • শর্ত ভঙ্গ করলে নির্দিষ্ট সংবাদপত্রের জমা অর্থ এবং প্রয়োজনে মুদ্রণযন্ত্র সরকার বাজেয়াপ্ত করতে পারবে।
  • কোন সরকারি কর্মচারী বিশেষ অনুমতি ছাড়া সংবাদপত্র সম্পাদনা করতে পারবে না।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের প্রয়োগ –

সোমপ্রকাশ,সহচর এর মত অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। এই আইনের কোপ থেকে বাঁচতে শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা রাতারাতি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত হয়।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের মূল্যায়ন –

এই আইনের বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে ফলে ভারতের জনমত সংগঠিত এবং জাতীয়তাবাদ পরিপুষ্ট হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভারত সভা এই আইনের বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এই আইনের প্রতিবাদে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতা টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। তীব্র জনপ্রতিবাদ এর কারণে 1882 খ্রিস্টাব্দের 28 শে জানুয়ারি লর্ড রিপন এই আইন বাতিল করেন।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী?

এটি ছিল ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত একটি দমনমূলক আইন (1878), যা দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করত।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রণয়ন করেন?

ব্রিটিশ ভাইসরয় লর্ড লিটন 1878 সালের 14ই মার্চ এই আইন প্রণয়ন করেন।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের উদ্দেশ্য কী ছিল?

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের উদ্দেশ্য ছিল –
1. ভারতীয় সংবাদপত্রের মাধ্যমে ব্রিটিশবিরোধী মতামত প্রকাশ রোধ করা।
2. জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা।
3. সরকারি নীতির সমালোচনা বন্ধ করা।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের প্রধান ধারাগুলো কী ছিল?

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের প্রধান ধারাগুলো ছিল –
1. সেন্সরশিপ – সরকারবিরোধী কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।
2. জামানত – সম্পাদককে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হবে, শর্ত ভাঙলে তা বাজেয়াপ্ত হবে।
3. যন্ত্র বাজেয়াপ্তকরণ – আইন ভঙ্গ করলে মুদ্রণযন্ত্র জব্দ করা যাবে।
4. কর্মচারী নিষেধ সরকারি কর্মচারীরা বিনা অনুমতিতে সংবাদপত্র সম্পাদনা করতে পারবে না।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের বিরুদ্ধে কী প্রতিক্রিয়া হয়েছিল?

1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে “ভারত সভা” এই আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
2. কলকাতা টাউন হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন।
3. অমৃতবাজার পত্রিকা বাংলা থেকে ইংরেজি ভাষায় রূপান্তরিত হয় আইনের ফাঁকি দিতে।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে রদ হয়?

1882 সালে লর্ড রিপনের শাসনামলে এই আইন রদ করা হয়।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ঐতিহাসিক গুরুত্ব কী?

দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ঐতিহাসিক গুরুত্ব
1. এটি ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতার ওপর প্রথম বড় আক্রমণ ছিল।
2. ব্রিটিশবিরোধী জনমত গঠনে সাহায্য করে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করে।

আইনের শিকার কিছু সংবাদপত্রের নাম লেখো।

আইনের শিকার কিছু সংবাদপত্রের নাম হল – সোমপ্রকাশ (বাংলা), সহচর (বাংলা), অমৃতবাজার পত্রিকা (বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত)।

Vernacular Press Act -কে “গ্যাগিং অ্যাক্ট” বলা হয় কেন?

Vernacular Press Act -কে “গ্যাগিং অ্যাক্ট” বলা হয় কারণ এটি দেশীয় সংবাদপত্রের স্বাধীনতাকে “গ্যাগ” (মুখ বন্ধ) করে দিয়েছিল।

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন ভারতীয়দের ক্ষোভ বাড়ায়?

এটি ইংরেজি ও দেশীয় সংবাদপত্রের মধ্যে বৈষম্য তৈরি করেছিল, কারণ ইংরেজি পত্রিকাগুলো এই আইনের আওতায় পড়ত না।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করেছি। এই “দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Job Posts

জাতীয়তাবাদ বিকাশে 'গোরা' উপন্যাসের ভূমিকা লেখো। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলব্ধি হয়েছিল?

জাতীয়তাবাদ বিকাশে ‘গোরা’ উপন্যাসের ভূমিকা লেখো। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলব্ধি হয়েছিল?

বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতা উল্লেখ করো।

বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতা

অস্ত্র আইন কী? 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

About The Author

Gopi

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জাতীয়তাবাদ বিকাশে ‘গোরা’ উপন্যাসের ভূমিকা লেখো। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলব্ধি হয়েছিল?

বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতা

অস্ত্র আইন সম্পর্কে কী জানো?

দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সম্পর্কে কী জানো?

ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

Pages

About UsContact UsDMCAPrivacy PolicyTerms & Conditions