গ্রাম-অণু, গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?

গ্রাম-অণু বলতে কী বোঝায়?

কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের পরিমাণকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল বলে। যেমন – অক্সিজেনের গ্রাম-আণবিক ভর = \(32\) গ্রাম।

\(32\) গ্রাম অক্সিজেন \(=\frac{32}{32}=1\) গ্রাম-অণু বা \(1\) গ্রাম-মোল অক্সিজেন।

\(64\) গ্রাম অক্সিজেন \(=\frac{64}{32}=2\) গ্রাম-অণু বা \(2\) গ্রাম-মোল অক্সিজেন।

\(96\) গ্রাম অক্সিজেন \(=\frac{96}{32}=3\) গ্রাম-অণু বা \(3\) গ্রাম-মোল অক্সিজেন।

গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?

কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর এবং মৌল বা যৌগটির গ্রাম-আণবিক ভরের অনুপাতকে গ্রাম-অণু সংখ্যা বা মোল সংখ্যা বলে।

গ্রাম-অণু সংখ্যা=মৌল বা যৌগের ভর (গ্রাম এককে)মৌল বা যৌগটির গ্রাম-আণবিক ভর

যেমন – \(20\;g\;NaOH\) -এ গ্রাম-অণুর সংখ্যা

=NaOH-এর ভরNaOH-এর গ্রাম-আণবিক ভর

\(=\frac{20\;g}{40\;g}\\\) \(=0.5\)

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

গ্রাম-অণু (গ্রাম-মোল) কাকে বলে?

কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, সেই ভরের পরিমাণকে এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল বলে।

গ্রাম-অণু ও অ্যাভোগাড্রো সংখ্যার সম্পর্ক কী?

1 গ্রাম-অণু যেকোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক (6.022 × 1023) কণা (অণু, পরমাণু বা আয়ন) থাকে।

গ্রাম-অণু ও মোলের মধ্যে পার্থক্য কী?

গ্রাম-অণু ও মোলের মধ্যে পার্থক্য হল –
1. গ্রাম-অণু হলো ভরের একক যা গ্রামে প্রকাশ করা হয়।
2. মোল হলো পদার্থের পরিমাণের একক, যা অ্যাভোগাড্রো সংখ্যক কণাকে নির্দেশ করে।
3. 1 গ্রাম-অণু = 1 মোল (যখন ভর গ্রামে প্রকাশ করা হয়)।

গ্রাম-অণুর ব্যবহার কোথায় হয়?

গ্রাম-অণুর ব্যবহার যেখানে হয় –
1. রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের ভর ও অনুপাত নির্ণয়ে।
2. গ্যাসের আয়তন (STP -তে 1 গ্রাম-অণু গ্যাস = 22.4 লিটার) হিসাব করতে।
3. দ্রবণের মোলারিটি নির্ণয়ে।

5 গ্রাম-অণু CO2 -এর ভর কত?

CO2 -এর আণবিক ভর = 12 (C) + 2 × 16 (O) = 44
∴ 5 গ্রাম-অণু CO2 = 5 × 44 = 220 গ্রাম


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সমীস্থ বিকারক (Limiting reagent) ও অতিরিক্ত বিকারক (Excess reagent) বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

সমীস্থ বিকারক ও অতিরিক্ত বিকারক সম্পর্কে লেখো।

C−12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। C−12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।

C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর সম্পর্কে লেখো।

প্রমাণ ঘনত্ব ও বাষ্পঘনত্ব বলতে কী বোঝো? প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্পঘনত্বের পার্থক্য লেখো।

প্রমাণ ঘনত্ব ও বাষ্পঘনত্ব কী? প্রমাণ ঘনত্ব ও বাষ্পঘনত্বের পার্থক্য

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যাগুলি আলোচনা করো।

ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?

সমীস্থ বিকারক ও অতিরিক্ত বিকারক সম্পর্কে লেখো।

গ্রাম-অণু, গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?

C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর সম্পর্কে লেখো।