ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।

ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।

ইক্ষুশর্করা বা সুক্রোজের লঘু জলীয় দ্রবণে ইস্ট মেশালে ইস্টের কোষ থেকে নিঃসৃত ইনভারটেজ নামক এক এনজাইম সুক্রোজের আর্দ্রবিশ্লেষণ ঘটিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে। পরবর্তী ধাপে জাইমেজ নামক আর এক প্রকার এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজের অ্যালকোহলীয় সন্ধান ঘটিয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে এবং বুদবুদের আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে।

C12H22O11সুক্রোজ+H2Oইনভারটেজআর্দ্রবিশ্লেষণC6H12O6 গ্লুকোজ+C6H12O6ফ্রুক্টোজ

C6H12O6জাইমেজ2C2H5OHইথাইল অ্যালকোহল+2CO2

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করার পুরো প্রক্রিয়াটির নাম কী?

এই প্রক্রিয়াটির নাম অ্যালকোহলিক গাঁজন (Alcoholic Fermentation)। এটি একটি জৈব-রাসায়নিক প্রক্রিয়া যেখানে ইস্ট নামক অনুজীবের সাহায্যে শর্করা থেকে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়।

সুক্রোজ প্রথমে কীভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়?

ইস্ট কোষ থেকে নিঃসৃত ইনভারটেজ (Invertase) নামক এনজাইম সুক্রোজের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে (আর্দ্রবিশ্লেষণ) তা ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। এই মিশ্রণকে ইনভার্ট শুগার বলে।

গ্লুকোজ ও ফ্রুক্টোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করতে কোন এনজাইম দায়ী?

এই ধাপে জাইমেজ (Zymase) নামক এনজাইম কমপ্লেক্স (একাধিক এনজাইমের সমন্বয়) কাজ করে। এটি গ্লুকোজ ও ফ্রুক্টোজের অ্যানেরোবিক (অক্সিজেন-বিহীন) শ্বসন ঘটিয়ে ইথাইল অ্যালকোহল ও CO₂ -এ রূপান্তরিত করে।

সুক্রোজকে প্রথমে গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তর করা কেন প্রয়োজন?

ইথানল তৈরি করার জন্য ইস্ট (খামির) শুধুমাত্র সরল শর্করা (যেমন – গ্লুকোজ, ফ্রুক্টোজ) ব্যবহার করতে পারে। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, অর্থাৎ এটি গ্লুকোজ ও ফ্রুক্টোজের একটি যৌগিক অণু। তাই ইথানল উৎপাদনের আগে ইনভারটেজ এনজাইমের সাহায্যে এটিকে তার উপাদান মোনোস্যাকারাইডে ভাঙতে হয়। এই প্রক্রিয়াকে “ইনভারশন” বলে।

ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তরে জাইমেজ এনজাইমটি কীভাবে কাজ করে?

জাইমেজ এনজাইমটি ইস্টের ভিতরে থাকে এবং অ্যানেরোবিক (অক্সিজেনবিহীন) অবস্থায় গ্লুকোজ ও ফ্রুক্টোজের উপর কাজ করে। এটি গ্লাইকোলাইসিস ও অন্যান্য জৈব-রাসায়নিক বিক্রিয়ার একটি ধারার মাধ্যমে শর্করাকে ইথাইল অ্যালকোহল (ইথানল) এবং কার্বন ডাই-অক্সাইডে পরিণত করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

ইথিলিন থেকে ইথানল প্রস্তুতি উল্লেখ করো।

ইক্ষুশর্করা বা সুক্রোজ থেকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করো।